এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • byaang | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১০:৫৪ | 122.178.197.36
  • এক্ষুনি একটা খবর পেলাম দিল্লিতে একটা ব্লাস্ট হয়েছে কোথাও, দিল্লি আর এন্সিআরের গুরুর সবাই ঠিকঠাক তো?
  • Netai | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১০:৪৬ | 121.241.98.225
  • ঃ-)

    আমি রিং রোড ধরে চলি বলে তাই।
  • siki | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১০:৪২ | 123.242.248.130
  • বোঝো। দিল্লি হাট যেতে কষ্ট হয় না। আইআইটি যেতেও কষ্ট হয় না। কষ্ট হয় সিআর পার্ক যেতে।

    পটাশম্যাম, নোট করে রাখুন।

    তবে ক্ষী ক্ষাণ্ড। পরশু আমাদের পাশের বাড়িতে ক্যাটরিনা কাইফ আর ইমরান খান এসেছিল। সন্ধ্যের দিকে ব্যালকনি থেকে বেশ জগঝম্প দেখা যাচ্ছিল, এমনকি আমাদের মেন গেটের সামনেই একটা গোলাপি সাদা রঙের ঘোড়াও বাঁধা ছিল। তবুও কিছুই জানতাম না। কাল রাতের ইটিভি নিউজ দেখে জানলাম ওতে চড়িয়ে ক্যাট বেবকে ঘোরানো হয়েছে মলের মধ্যে। কে এক পাবলিক মোবাইল ক্যামেরায় ভিডিও তুলে পঠিয়েছে, সেটা রাতের নিউজের শেষ আইটেম হিসেবে দেখানো হল।
  • Netai | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১০:৩৮ | 121.241.98.225
  • কিশোর জ্ঞানবিজ্ঞানের জন্য সি আর পার্ক যাওয়া কষ্টকর।
    তবে সন্ধান বাতলানোর জন্য থ্যান্‌কু ঝিকিম্যাম
  • Sibu | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১০:৩৭ | 174.145.204.237

  • name: til mail: country:

    IP Address : 114.198.40.246 Date :07 Sep 2011 -- 01:48 AM
  • Sibu | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১০:৩৬ | 174.145.204.237
  • নমেঃ তিল মইলঃ ঔন্ত্র্যঃ

    ঈ আদ্দ্রেস্‌স ঃ ১১৪।১৯৮।৪০।২৪৬ ডতেঃ০৭ এপ ২০১১ -- ০১ঃ৪৮ আ

    এটা ক'দিন ধরেই দেখছি। দেখুন তিলবাবু, মেয়েদের বিরক্ত করা তো অনেক বঙ্গীয় বীরপুরুষের ধর্ম। আপনি অনেককাল অনেক দুরে থেকেও ভুলতে পারেন নি দেখছি। প্লীজ, প্লীজ স্পেয়ার আস। আমরা এখানে গপ্পো করি, ঝগড়া করি, খুনসুটি করি, কিন্তু নোংরামি করি না।

    আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় জানি আপনি অত্যন্ত ভিন্ডিকটিভ মানুষ। একটু স্বভাব বদলান না। ক্ষতি কি?
  • kiki | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১০:৩৫ | 59.93.193.63
  • ঝিকি,
    সানন্দা পুষ্পাঞ্জলী না কি নামে বেরোয় , সেটা এবার পুজো নামে বেরিয়েছে।

    তুমি বোধায় কাল জিগিয়েছিলে।
  • pi | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১০:১৬ | 72.83.92.218
  • পিঙ্গো, টই দ্যাখ।

    গুগলে অভ্র দিয়ে কোন বাংলা কি ওয়ার্ড লিখে ( এক্ষেত্রে আসাঞ্জে লিখেছিলাম) তার সাথে guruchandali জুড়ে দিলেই চলে আসে। আমি তো অন্তত এভাবে সার্চ করলে পেয়ে যাই ই যাই।

    আর পুরানো টইপত্তরের জন্য টই এর পাতার উপরের নম্বরগুলো ক্লিক করতে থাক। পাতার নিচে পুরানো টইগুলো দেখাতে থাকবে।
  • Jhiki | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১০:১১ | 182.253.0.98
  • 'Julian assange' নামে একটা টই আছে।
  • siki | ০৭ সেপ্টেম্বর ২০১১ ০৯:২৫ | 123.242.248.130
  • না। উইকিলিক্সের ওপর বোধ হয় কোনও টই নেই।
  • siki | ০৭ সেপ্টেম্বর ২০১১ ০৯:১৭ | 123.242.248.130
  • সার্চ ইঞ্জিনটা খুব একটা কাজের নয়, তবে খুব একটা মন্দও নয়। টইয়ের নাম আগেভাগে জানা থাকলে তবেই টইপত্তর সার্চ কাজে দেয়। নইলে চাপ হ্যাজ। কারণ ওটা কেবল হেডিং ধরে সার্চ করে।

    আর থাম্ব রুল। সার্চ প্যারামিটার লেখার পরে এন্টার মারবেন না। মাউস দিয়ে সার্চ বাটনে ক্লিক করুন। এন্টার কাজ করে না।

    তবে যদ্দূর মনে পড়ছে উইকিলিক্স নিয়ে একটা সুতো বোধ হয় ছিল। কাল আসাঞ্জে আর মায়াবতীর কথোপকথনটা হেব্বি এনজয় করেছি। এমন সুন্দর বাক্যালাপ সচরাচর মেলে না। ঃ)
  • prateek | ০৭ সেপ্টেম্বর ২০১১ ০৮:৫৩ | 180.151.34.130
  • আমার বৌর আপিসের পাশেই ফ্যাব-ইন্ডিয়া ঃ(

    পাই,উত্তর দেয়া হয়নি আগে,মোটামুটি সেটল আগিদ্যে।। তোর বন্ধুর "আক্কেল" দাঁতের ফাঁকে পালিয়েছে ঃ)
  • pingo | ০৭ সেপ্টেম্বর ২০১১ ০৬:৩৪ | 173.253.130.243
  • ঐভাবেই সার্চ করেছিলাম, কোনো রেজাল্ট পাইনি। আর উইকিলিক্স নিয়ে কোনও টপিক নেই এটাও খুব একটা সম্ভবপর মনে হল না। তাই ভাবছিলাম, সার্চ ইঞ্জিনটা কেমন?
  • Nina | ০৭ সেপ্টেম্বর ২০১১ ০৬:২৯ | 68.45.76.170
  • কাব্লিদা,
    সুতোর আর এক নাম অন্নপূর্ণা---যারে দেখে তারেই দুপুর রত্তির সব খাওয়া খেয়ে যেতে বলে--এদিকে নিজেই এখন গুছিয়ে বসা হয়নি। তো কি লিখবে কখন লিখবে ---তার মধ্যে হুতো ভাল কম্পু নিয়ে আপিশ চলে যায়, বাড়ী এসেও আপিশ-কাজ করে ---সেই সঙ্গে আকাশও ঝরঝরিয়ে ঝরিয়েই চলেছে -----কিন্তু সোহাগ সবের মাঝে ভারী মিত্তি পুটুর পুটুর করে চলেছে ---ও যখন লিখতে শিখবে তখন ঐ পিতৃগৃহে যাত্রা সবাই পড়তে পাবে ঃ-))
    আপাতত সুতো মাছের মাথা দিয়ে মুগের ডাল রাঁধছে পাড়ার জন্য!
  • Nina | ০৭ সেপ্টেম্বর ২০১১ ০৬:২১ | 68.45.76.170
  • নারে শিবু, দু একটা কথা ম্যাচ করে গেলেই কেল্ল ফতে---বেশ কয়েকতা টই এর নাম উঠে আসে তো--তারপর নিজেরটা বেছে নেয়া বেশ সহজ।
  • Sibu | ০৭ সেপ্টেম্বর ২০১১ ০৬:১৯ | 66.102.14.1
  • তবে টই-সার্চ মনে হয় টাইটেল সার্চ। শুধু টাইটল ম্যাচ করে।
  • Nina | ০৭ সেপ্টেম্বর ২০১১ ০৫:৫৯ | 68.45.76.170
  • পিঙ্গো, একেবারে ওপরে , গুরুচন্ডালি লেখাটার ওপরে দেখ লেখা আছে search তাতে ক্লিক করো--এবারে দেখবে দুটো অপশন পাবে--১)সাধারণ সার্চ আর
    ২)টইপত্তরের খোঁজখবর--২নম্বরে ক্লিক করো । দুটো বক্‌স্‌খুলবে তাতে তোমার টইএর নাম লিখে সার্চ করো---উঠে আসবে তোমার মনোমত টই!
  • pingo | ০৭ সেপ্টেম্বর ২০১১ ০৫:৪৫ | 173.253.130.243
  • হঠাৎ খেয়াল হল টইপত্তরে উইকিলিক্স নিয়ে কোনো থ্রেড আছে কি না চেক করতে। সার্চ করলাম, কিছু রেজাল্ট পেলাম না। এরকম টপিক নিয়ে আগে আলোচনা হয়েছে কি না জানার উপায় কি? বা, আরও জেনেরালাইজ করলে প্রশ্নটা হল, টইপত্তরে পুরনো টপিক খুজে পাবার উপায় কি?
  • Sibu | ০৭ সেপ্টেম্বর ২০১১ ০৫:৩৮ | 66.102.14.1
  • করে ফেলুন।
  • pingo | ০৭ সেপ্টেম্বর ২০১১ ০৪:৪৬ | 173.253.130.243
  • এটা কি ভাট মারার যায়গা? তাহলে কয়েকটা কথা জিগ্যেস করার ছিল।
  • Sankha | ০৭ সেপ্টেম্বর ২০১১ ০৩:৩৬ | 96.234.98.74
  • না সা বাবুটি কে?

    এই নামে একটা সিনেমা ছিলো মনে হচ্ছে। ব্রেনোলিয়া খেতে হবে মনে হচ্ছে, কিসুই আজকাল মনে থাকে না।
  • nk | ০৭ সেপ্টেম্বর ২০১১ ০২:৫৯ | 151.141.84.194
  • হেই, না সা বাবুর কোনো বই ছিলো কি "নীলিমায় নীল"? আমার একেবারেই মনে পড়ছে না। কী ছিলো বইটাতে?
  • Tim | ০৭ সেপ্টেম্বর ২০১১ ০২:৫৩ | 128.173.176.128
  • তন্ত্র তো এখনও নীলই।
  • nk | ০৭ সেপ্টেম্বর ২০১১ ০২:৩৮ | 151.141.84.194
  • তখন নীল সিনেমার আর তেমন টান থাকবে না, সাধারণ হয়ে যাবে। লুকোনোগুলো হবে কমলা সিনেমা। ঃ-)
  • nk | ০৭ সেপ্টেম্বর ২০১১ ০২:৩৩ | 151.141.84.194
  • নীলতন্ত্র ঃ-)
  • Tim | ০৭ সেপ্টেম্বর ২০১১ ০২:৩৩ | 128.173.176.128
  • নীল গণতন্ত্রে নির্ঘাৎ পড়াশুনো থাগবে না। আপিসও নিশ্চই উঠে যাবে।
  • aka | ০৭ সেপ্টেম্বর ২০১১ ০২:২৫ | 168.26.215.13
  • নিশির যেমন কথা। তখন সেটাই গণতন্ত্র নীল গণতন্ত্র।
  • nk | ০৭ সেপ্টেম্বর ২০১১ ০২:২৩ | 151.141.84.194
  • গণতন্ত্র জলাঞ্জলি গিয়ে সব অভিজাততন্ত্র হয়ে যাবে। ঃ-)
  • kk | ০৭ সেপ্টেম্বর ২০১১ ০২:২১ | 107.3.242.43
  • তখন আমরা সবাই 'নীল রক্তের' হয়ে যাবো।
  • nk | ০৭ সেপ্টেম্বর ২০১১ ০২:১৮ | 151.141.84.194
  • হিমোগ্লোবিনের হীম এ আয়রনের বদলে কপার দেওয়া হবে, সিম্পল রিপ্লেসমেন্ট রিয়াকশন আরকি। ঃ-)
  • Tim | ০৭ সেপ্টেম্বর ২০১১ ০২:১৭ | 128.173.176.128
  • উমা থুরমান তরোয়াল নিয়ে দৌড়োদৌড়ি কল্লে রক্তের রং সবুজ ক্যানো, হলুদ হলেও তেমন খারাপ লাগবেনা। ঃ-)
  • pipi | ০৭ সেপ্টেম্বর ২০১১ ০২:১২ | 129.74.191.52
  • কিল বিল আর সিন সিটিতে রক্তের রং ফ্লোরেসেন্ট সবুজ ছিল। ভালই তো লাগছিল দেখতে। গা গুলানি, ছমছমানি ব্যাপারটা ছিল না তাইতে।
  • pipi | ০৭ সেপ্টেম্বর ২০১১ ০২:১২ | 129.74.191.52
  • নাহ লাল মাংসের সাথে যদিও মাখো মাখো পিরীত নাই তবে পুরোপুরি ছাড়িও নাই। ছাড়িবার ইচ্ছাও নাই। হুলিয়ে জিম প্যাঁদাই, তাপ্পরে বাড়ি ফিরি মাংস কিনে (সাদাই বেশি তবে লালও এসে যায় মাঝেমধ্যে), সাথে লাল ওয়াইন। আ লা গ্রান্ডি!
  • Tim | ০৭ সেপ্টেম্বর ২০১১ ০২:০৬ | 128.173.176.128
  • আর রক্ত? রক্তের ক্ষি হবে হে? সবুজ রক্ত কি ভাল্লাগবে দেখতে?
  • nk | ০৭ সেপ্টেম্বর ২০১১ ০২:০০ | 151.141.84.194
  • রেড ইজ গন! ঃ-)
    তাহলে তো তৃমূ রা দলে দলে নাচতে নাচতে যাবে দেখতে! ঃ-)
  • kk | ০৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৫৩ | 107.3.242.43
  • নিশি, তাইই বটে। এবার এই নিয়ে ইনসেপশন বা টোটাল রিকল টাইপের একটা সিনেমা হবে। তার নাম 'রেড ইজ গন্‌'। তোমরা সব টিকিট কেটে দেখতে যেও। নেতাইবাবু রিভিউ লিখিবেন।
  • nk | ০৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৫২ | 151.141.84.194
  • এরকম ট্রিকের কবলে পড়ে কোনদিন দেখা যাবে কুমু রাসেলবিবির ডিজাইন করা লুঙ্গি গামছা পরে ইন্দোনেশিয়ার বালির মন্দিরে পীড়ের পূজা দিতে যাচ্ছেন মাথায় ডালি আর হাতে ঘট নিয়ে। ঃ-)
  • nk | ০৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৪৯ | 151.141.84.194
  • ওরে না রে। এমনি এমনি সে ফিটনেস ফ্রীক হয় নি। ওর ব্রেনে সিগ্ন্যাল ট্রিক করে দিয়েছে এলিয়েন প্রোগ্রামাররা। নইলে অমনি অমনি কেউ হুট বলতে রেডমীট ছেড়ে দেয়, না দিতে পারে ????? ঃ-)
  • til | ০৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৪৮ | 114.198.40.246
  • ব্যাঙ, SMS এর ডিটেলস কই দিলেন? এখানেই দিন।
    অপেক্ষায় আছি।
  • Netai | ০৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৪৬ | 182.64.70.146
  • কত্তো আম্রিগান ভাট। আমি খেলা দেখছি আর জেগে আছি। নাকি জেগে আছি আর খেলা দেখছি।
  • kk | ০৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৩৭ | 107.3.242.43
  • কেন বাপু, তুমিই না একদিন বলেছিলে 'আজকাল আলাদীনের মত আনহেলথি দোকানের খবর রাখিনা'। আমি তো তোমারই পদাঙ্ক অনুসরন করছি মাত্র।
  • aka | ০৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৩২ | 168.26.215.13
  • হায় এই কেকের ওপর কতই না ভরসা ছিল। ঃ(
  • kk | ০৭ সেপ্টেম্বর ২০১১ ০১:২৯ | 107.3.242.43
  • স, কোনমতে একবার ফিটনেস ফ্রীক হয়ে যান। দেখবেন নিজেই লালমাংস ছেড়ে যাবে। এবার জিগ্যেস করবেন না যেন ফিটনেস ফ্রীক কি করে হবেন!;-)
  • S | ০৭ সেপ্টেম্বর ২০১১ ০১:১৯ | 90.200.14.238
  • উফ্‌ফ কেকে কি করে কোন পদ্ধতিতে লাল মাংস ছাড়লেন গো?
    shnkha ঠিক বলেছেন সারারাত ম্যারিনেশন করলে lamb এ কোনো স্মেল থাকে না। আমার বরং এখান্‌কার গোট মীট টাই ভালো লাগে না।
    pipi
    রান্নার টই তে ল্যাম্ব এর একটা সিমপল preparation আছে try করে দেখতে পারেন।
  • r2h | ০৭ সেপ্টেম্বর ২০১১ ০১:১৯ | 198.175.62.19
  • হাঃহাঃহাঃ
    এনকে নেহায়েৎ নাদান।
    ভক্তি মার্গে অনেক পথ যেতে হবে, তবে না পীড়ের মহিমে বুঝবেন। প্রাচীন লোকগাথা শোনেননি বুঝি?

    লুঙ্গী জঙ্গী বর্গে বঙ্গী
    পীড়ের শরণ আজব ভঙ্গী
    জেল জরিমানা হুণ্ডি চুঙ্গী
    পীড়ের শরণ বীরের লুঙ্গী
  • nk | ০৭ সেপ্টেম্বর ২০১১ ০১:১৪ | 151.141.84.194
  • গামছা আর লুঙ্গি বিষয়ে মর্মপীড় কী বলেন????? এই গুলোই কি তাঁরও প্রিয় পোশাক? বন্ধনহীন ফুরফুরে আনন্দ? ঃ-)
  • r2h | ০৭ সেপ্টেম্বর ২০১১ ০১:১২ | 198.175.62.19
  • নিশ্চই হয়। করাত মার্কা, হ্যারিকেন মার্কা, হাতি মার্কা এইসব। আর সাঙ্গুমার্কা লুঙ্গী রুমাল তো বিখ্যাত।
    তাচাড়া, বিবি রাসেল যখন গামছা ডিজাইন করেন, লুঙ্গীওতো করতে পারেন।

    লুঙ্গীবিষয়ে সংশয়বাদিতা অবিশ্বাসেরই নামান্তর।
  • aka | ০৭ সেপ্টেম্বর ২০১১ ০১:০৮ | 168.26.215.13
  • লুঙ্গির কি ব্র্যাণ্ড হয়?
  • Tim | ০৭ সেপ্টেম্বর ২০১১ ০০:৪৪ | 128.173.176.128
  • বুঝুম না ক্যান! ঐজন্যই তো বেছে বেছে কিনি।
  • ppn | ০৭ সেপ্টেম্বর ২০১১ ০০:৪২ | 122.252.231.10
  • বোঝো। এইটাও বুঝলা না। বোতাম আর জিপার না থাকলে তো বিপদের কোন চান্সই নাই, হেই লিগাই বেশি। ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত