এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Su | ০৩ সেপ্টেম্বর ২০১১ ১৭:২৩ | 109.145.193.253
  • অর্পন, কিকি দু থ্যাংকিউ, ইউটিউবের টা বেশ ভালো।
    কিকিরে হ্যাঁগা ঘরের টাই! কিন্তু আমি যথেষ্ট নয় যে সেটা বেশ প্রমানিত উপপাদ্য। তাই!
    বেশ শিখেছিল প্রথম ভাগ টা আবার সব গুলে খেয়ে ফেলেছে! এবারে আর ছাড়ান ছোড়ান নাই!
  • achintyarup | ০৩ সেপ্টেম্বর ২০১১ ১৭:১৩ | 121.241.214.34
  • ঘ্‌ঘুম্‌ম্‌পায়
  • kumu | ০৩ সেপ্টেম্বর ২০১১ ১৬:০৯ | 122.160.159.184
  • ফরিদাকে কনগ্রা কেন,সিকি?
    প্রোমোশন/দেশে কবিতা?শারদীয়াতে?
  • ppn | ০৩ সেপ্টেম্বর ২০১১ ১৪:০৬ | 112.133.206.22
  • উরিত্তারা, তাইতো! ঃ)
  • ppn | ০৩ সেপ্টেম্বর ২০১১ ১৪:০৫ | 112.133.206.22
  • আসলে সরকার এক আন্না নিয়েই এত হিমশিম যে চারান্নাকে বাজারে রাখতে সাহস পায়নি।
  • siki | ০৩ সেপ্টেম্বর ২০১১ ১৪:০৪ | 122.162.75.251
  • পড়তে হয়।

    নইলে পিছিয়ে (টই) পড়তে হয়।
  • ppn | ০৩ সেপ্টেম্বর ২০১১ ১৪:০৩ | 112.133.206.22
  • যাব্বাবা, এর মধ্যে গূঢ় ব্যপার আছে।

    ফরিদাকে কনগ্রাট্‌স।

    কিন্তু ক্ষেনো?
  • siki | ০৩ সেপ্টেম্বর ২০১১ ১৪:০১ | 122.162.75.251
  • জ্জিও জ্জিও জ্জিও ফরিদা। কংগ্র্যঅ্যাঅ্যাট্‌স!!!!!!!
  • siki | ০৩ সেপ্টেম্বর ২০১১ ১৩:৫৭ | 122.162.75.251
  • সরকার সিকিকে অচল মনে করেছিল। ইউপিএ সরকার কিনা, ছড়াতে ওস্তাদ। অচিরেই প্রমাণিত হবে কত বড় ভুল করেছে সিকিকে সরিয়ে দিয়ে।
  • ppn | ০৩ সেপ্টেম্বর ২০১১ ১৩:৫০ | 112.133.206.22
  • এতেই হাসচো?

    বলি, সরকার সিকিকে সরিয়ে দিল কেন জানো?
  • sinfaut | ০৩ সেপ্টেম্বর ২০১১ ১৩:৪৭ | 121.241.218.132
  • হানুদার 'ঐ' টা ব্যাপক।
  • pharida | ০৩ সেপ্টেম্বর ২০১১ ১৩:৪৩ | 182.68.73.199
  • সিকে শেষ অবধি ছিঁড়ে গেল কিনা তাই ঃ))
  • pharida | ০৩ সেপ্টেম্বর ২০১১ ১৩:৪১ | 182.68.73.199
  • ঃ))) ঃ))))

    ঃ)))))))))))
  • siki | ০৩ সেপ্টেম্বর ২০১১ ১৩:৪০ | 122.162.75.251
  • হাস্‌চো ক্যানো? অ্যাঁ? এটা কি নাইট্যশালা?
  • pharida | ০৩ সেপ্টেম্বর ২০১১ ১৩:৩৫ | 182.68.73.199
  • ঃ))
  • siki | ০৩ সেপ্টেম্বর ২০১১ ১৩:২৬ | 122.162.75.251
  • ইউনিকোড ভার্সমে সমস্ত "য়া' বাংলাপ্লেনে এলে গায়েব হয়ে যায়। ইন ফ্যাক্ট ইউনিকোডেও গায়েব হয়ে যায়। এটা বহু পুরনো বাগ।

    দে-কে একগাদা এফসি। গানটা এইটুকুই। এমপিথ্রির সাথে কমপেয়ার করে দেখলাম।
  • kd | ০৩ সেপ্টেম্বর ২০১১ ১২:৩০ | 59.93.214.178
  • পাইএর পাড়া কি পাইকপাড়া?
  • kd | ০৩ সেপ্টেম্বর ২০১১ ১২:২৯ | 59.93.214.178
  • পিপির খেলা দেখার গপ্পো শোনার জন্যে অধীর আগ্রহে বসে আছি। ওদের স্টেডিয়াম তো বিশাআআআআল!

    আইরিশদের সঙ্গে আমাদের এখানের ঈগ্‌ল্‌স্‌এর (বস্টন কলেজ) রাইভালরি প্রায় কিংবদন্তি - নাম 'হোলি ওয়ার' (দু'টোই ক্যাথলিক ইউনি)। '৯৩তে নোৎরদামের মাঠে যা এক্সাইটিং খেলা হয়েছিলো (বিসি শেষ পর্যন্ত জিতেছিলো) - বাড়ীতে আমাদের সকলের (দুই বউ বাদে) গলা ভেঙে গিয়েছিলো। তাই পরের বছর বিসির মাঠে গিয়েছিলুম ওদের চোখে দেখতে - এই খেলাটাও খুব ভালো হয়েছিলো আর বিসি জিতেছিলো।

    দুস্‌, এমন সময় ওখানে যাই তখন সীজন না। গোটা দু'য়েক রেড সক্সের খেলা দেখে দুধের সাধ ঘোলেই মেটাই। ঃ(
  • pi | ০৩ সেপ্টেম্বর ২০১১ ১২:১৯ | 69.88.78.195
  • পাই থোড়াই পাইয়ের পাড়ায় আছে !
  • ppn | ০৩ সেপ্টেম্বর ২০১১ ১১:৩৫ | 112.133.206.22
  • বাংলা বর্ণমালা নিয়ে ইউটিউবে প্রচুর মালপত্তর আছে।

  • Kaju | ০৩ সেপ্টেম্বর ২০১১ ১১:২৪ | 59.93.207.233
  • মানে, নিবসদৃশ হৃদয়?

    বাঃ, তাহলে তো আর পেনটেন লাগবে না, 'হৃদয়বেদনা বহিয়া' আর বেড়াইতে হইবে না, বেদনা স্বয়ং গাঢ় মসীতে (মেসি নয় কিন্তু) রূপান্তরিত হইয়া হৃদয়ের নিবপথে কাগজে ফুটায়ে তুলিবে মর্মকথা। কালির খচ্চা বেঁচে যাবে। কোয়াইট ইনোভেটিভ।
  • ppn | ০৩ সেপ্টেম্বর ২০১১ ১০:৫৫ | 112.133.206.22
  • টেস্টিং:
    হৃদনিব
  • kiki | ০৩ সেপ্টেম্বর ২০১১ ১০:২৫ | 59.93.217.221
  • দুকে,
    বাপরে! এহেন কমপ্লিমেন্টের জন্য থ্যাঙ্কু! সত্যি না হলেই বা কি হলো!

    আর রেসিপির জন্য আরেকটা থ্যাঙ্কু!
  • de | ০৩ সেপ্টেম্বর ২০১১ ১০:০৬ | 120.62.171.153
  • টাইপো!

    মন্ত্র:

    আর HRidayaaniba! ফোর্থ লাইনে, ইউনিকোডে লেখা যাচ্ছে না!
  • de | ০৩ সেপ্টেম্বর ২০১১ ০৯:৫৫ | 120.62.171.153
  • সংগচ্ছধ্বম সংবদধ্বম সংবোমনামসি জানতাম
    সমানো: মন্ত্র সমিতি সমানি
    সমানং মনহ: সহচিত্তমেষাং
    সমানিবো আকুতি সমানা হৃদনিব
    সমানোমস্তু বো মনো: যথাব: সুসহাসতি।অ।

    এই অব্দি খুঁজে পেলাম খাতায় -- সিকি চেয়েছিলো।
  • Du | ০৩ সেপ্টেম্বর ২০১১ ০৮:৩০ | 14.96.67.74
  • সুচেতনা তোমাকে মেলে কটা পিডিএফ পাঠাবো, একটু খুঁজে নিই
  • Du | ০৩ সেপ্টেম্বর ২০১১ ০৮:২৮ | 14.96.67.74
  • মানে রুটিটা ঐ তেলে ডুবিয়ে খেতে হবে আরকি।
  • Abhyu | ০৩ সেপ্টেম্বর ২০১১ ০৮:২৭ | 97.81.103.186
  • পাই দেখি পাত্তাই দিলো না - আমি সত্যি এই একটু আগে BWI থেকে ফিরলুম
  • Du | ০৩ সেপ্টেম্বর ২০১১ ০৮:২৭ | 14.96.67.74
  • কিকির জন্য একটা ফাঁকিবাজি স্ন্যাক্স দিতে চাই। যদিও কিকি মস্ত রাঁধিয়ে কিন্তু সবসময় তো আর ইচ্ছে করেনা।
    অলিভ অয়েল, আর ডমিনো থেকে যে অরেগ্যানোর প্যাকগুলো দিয়ে যায় পিৎজার সঙ্গে, একটা প্লেটে মিশিয়ে নাও । মিল্ক ব্রেড গরম করে ওর সাথে দিয়ে দাও। পেটও ভরবে আর মনও।
  • Du | ০৩ সেপ্টেম্বর ২০১১ ০৮:২৩ | 14.96.67.74
  • পিপি, ফুটবল ঃ)
  • Abhyu | ০৩ সেপ্টেম্বর ২০১১ ০৫:২৬ | 97.81.96.219
  • এদিকে আমি পাই-পাড়া থেকে টুক করে ঘুরে এলাম।
  • Su | ০৩ সেপ্টেম্বর ২০১১ ০৩:৫১ | 86.160.15.140
  • অনলাইন বাংলা শেখাবার বা অক্ষর চেনাবার (বাচ্চাদের জন্যে) কিছু সফটওয়ার বা ওয়েবসাইট আছে? প্লিজ দিও না!
  • pipi | ০৩ সেপ্টেম্বর ২০১১ ০২:২৬ | 129.74.191.152
  • হ্যাঁ ঠিক, ইনজেকশনের মত বদ জিনিস আর হয় না। এই গেল মাসেই তিন বার কুড়ি সিসি করে রক্ত দান করলাম। ভাবা যায়? আমি... ছুঁচ দেখলেই যার প্রায় হার্টফেল হয় সে তিন তিন বার প্যাঁট প্যাঁট করে ছুঁচের গুঁতো হজম কল্ল! কি? না বসের হুকুম! কলিগের এক্সপি, তাই দিতে হবে। তা বলতে নেই বাপু, কলিগ ভাল। আমায় বাঁচাবার সে প্রচেষ্টা করেছিল। পাছে বেশি বেশি ব্যাথা লাগে সেই ভয়ে হসপিটাল থেকে প্রফেশনাল ধরে এনেছিল। আর সবশেষে এক বোতল উমদা চিয়ান্তি উপহার পাওয়া গেছে। আরো বেশি বেশি রক্ত তৈরীর জন্য কিনা কে জানে। তাকে দেখলে আজকাল আমার ড্রাকুলার ভাই মনে হয়। হঠাৎ হঠাৎ উদয় হয়ে কপাৎ করে লোক ধরে নিয়ে যায় রক্তের জন্য!! আর তাকে দেখতেও ঘ্যাম। এ ড্রাকুলার বংশধর না হয়ে যায় না।

    আকা, আমি নোৎর দেম ইউনিতে।
  • Tim | ০৩ সেপ্টেম্বর ২০১১ ০২:১৬ | 128.173.176.183
  • নাহ বাড়ি চলে যাই। সক্কলকে হ্যাপুইকেন্ড।
  • aka | ০৩ সেপ্টেম্বর ২০১১ ০২:১০ | 168.26.215.13
  • হ্যাঁ কোথায় একটা গরম ডোনাটস খেতে দেবে, আর ব্যথা কমে যাবে না ছুঁচ ফোটায়।
  • aka | ০৩ সেপ্টেম্বর ২০১১ ০২:০৭ | 168.26.215.13
  • পিপি কোন ইউনিতে?
  • Tim | ০৩ সেপ্টেম্বর ২০১১ ০২:০৬ | 128.173.176.183
  • চেকাপ সব সময়ই ভালো। খালি ইঞ্জেকশন জিনিসটা অতি ফালতু। মেডিকেল সায়েন্স এত এগিয়ে গ্যালো, তবু ইঞ্জেকশন উঠলো না। দুদ্দুর!
  • aka | ০৩ সেপ্টেম্বর ২০১১ ০২:০২ | 168.26.215.13
  • আরে আমার ভয় লাগছিল কোথাও ছিঁড়ে গেল কিনা, মাঝে মাঝে নিশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল।
  • Tim | ০৩ সেপ্টেম্বর ২০১১ ০২:০১ | 128.173.176.183
  • আজ্জোদা,
    ঃ-)
    এইজন্য আমি ভোলিনি স্প্রে করে দিবা পেইন কিলার খে নি।
  • Tim | ০৩ সেপ্টেম্বর ২০১১ ০২:০০ | 128.173.176.183
  • আমাদের এখেনে ভুলি ভেদাভেদ জ্ঞান সকলেই যায়। বাকিরা বাড়িতে মিলিত হয়ে ভাট করে। এই যেমন আমরা কত্তে চলেছি।
  • aka | ০৩ সেপ্টেম্বর ২০১১ ০১:৫৮ | 168.26.215.13
  • সকালে সাম্পানকে কোলে তুলতে গিয়ে বেকায়দায় টান ধরেছে। বুকের নীচের মাসলে। দুকুরের দিকে দেখি বেশ ঝামেলা করছে, সামনে তিনদিনের ছুটি শিগ্গির ডাক্তারের কাছে গেলাম। বললাম মাসলে টান ধরেছে ওষুধ দাও দিকি। ডাক্তার বললে রোসো, ইকেজি করালে, চেস্ট এক্সরে করালে, অক্সিজেন লেভেল মাপালে, তারপর বললে বুঝলে তোমার মাসলে টান পড়েছে, একটা পেইন ইঞ্জেকশন দিচ্ছি। বলে দিলে ঠুসে ইঞ্জেকশন যার ব্যথা এমনি ব্যথার থেকে বেশি। তায় আবার কেমন নেশা হল।
  • pipi | ০৩ সেপ্টেম্বর ২০১১ ০১:৫৫ | 129.74.191.152
  • এবং মজা লাগল অন্য সময় যেখানে এত্ত এত্ত চৈনিক আর দেশী চেহারা দেখি, আজ এই মেলার মধ্যে আঁতিপাঁতি খুঁজেও দু চারটির বেশি দিশি অথবা ঝিঙ্কু চিঙ্কু দেখলাম না! সব্বাই কেমং হাওয়ায় মিলিয়ে গেছে!
  • Tim | ০৩ সেপ্টেম্বর ২০১১ ০১:৫১ | 128.173.176.183
  • ঃ-)
    এইসব সময় মনেই হয়না আম্রিকায় পপুলেশন ডেন্সিটি কম।
  • pipi | ০৩ সেপ্টেম্বর ২০১১ ০১:৫০ | 129.74.191.152
  • তার মানে, আগের জন্মে ভিসুভিয়াসের সৌজন্যে পাইয়ের লাভা সমাধি ঘটেছিল!

    তিমি, একটু কফি খেতে বেরিয়েছিলুম, ক্যাম্পাসের মধ্যেই। ক্যাম্পাস ভত্তি কিলবিল করছে লোক পঙ্গপালের মত আর স্টারবাকসের সামনে হেঁইয়ো লম্বা লাইন দেখে ক্ষান্ত দিলুম!
  • Tim | ০৩ সেপ্টেম্বর ২০১১ ০১:৪৬ | 128.173.176.183
  • হয়নি, হয়নি, ফেল!
    পাইপাই হলো পিপি।

    পুরো ফর্মুলা ওয়ানের মত গাড়ি চালিয়ে খাবার কিনে আন্তে হলো। যাচ্ছেতাই ভিড়! ঃ-(
  • siki | ০৩ সেপ্টেম্বর ২০১১ ০০:৫৭ | 122.162.75.251
  • ক্ষীরপাই = পাই যখন ক্ষীর খায়।
    জলপাই = পাই জল খায়।
    পাইকারি = পাইয়ের রাঁধা তরকারি
    পাইকার = পাইয়ের গাড়ি
    পাই-পয়সা = পাইয়ের ব্যাঙ্ক ব্যালেন্স
    চারপাই = পাই চারপায়ে হাঁটছে।
    জলপাইগুড়ি = জল খেয়ে পাই গুড় খাচ্ছে।
    পম্পাই = পাই আগের জন্মে যে শহরে থাকত।
  • aranya | ০৩ সেপ্টেম্বর ২০১১ ০০:৪৮ | 144.160.226.53
  • পাই বুঝি নিজ নমের বিভিন্ন ভ্যারিয়েশন খুঁজচে, তাইলে আমিও এট্টু হেল্পানোর চেষ্টা করি ঃ-)
    পাঁই পাঁই (যেহেতু পাই সদা ব্যস্ত, সর্বদাই দৌড়চ্চে)
    পাঁইয়া (পাঞ্জাবী পাই, এটা বোধহয় এট্টু রেসিস্ট হল)
    পাইকারি ( পাইয়ের রাঁধা কারি)
  • siki | ০৩ সেপ্টেম্বর ২০১১ ০০:২০ | 122.162.75.251
  • পাইheeeeee বলে চেঁচালে কি ঠিক হত তাইলে?
  • r2h | ০৩ সেপ্টেম্বর ২০১১ ০০:১৬ | 198.175.62.19
  • হেউ
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত