আর মাত্র আধঘন্টা বাকি সিনেমার এমন সময়ে আর আধখ্যাঁচড়া না দেখে বরম পরে হাইলাইটস দেখে নিয়েন। সরে বসার কোনও সীন নাই।
Netai | ০১ সেপ্টেম্বর ২০১১ ১৮:১০ | 121.241.98.225
শেষটা থাক? একটু কিহয় কিহয় ভাব রয়ে গেছে? একটু এরম থাক? যদি কেউ দেখতে যান............. তেনাদের জন্য বাকীটা আর বললাম না।
এমনিতে বাকি আর কি ই বা রইলো। ঐ কিহয় কিহয় টা। জলের মধ্যে কটা ভালো একশান। আর একদম শেষ বেলায় একটা টুইস্টের মতন দেবার করুন প্রচেষ্টা। শুধু বলবো শেষ বেলায় করিনার বাপ সলমনকে যখন বলবে 'বেটা, তেরা বেটেকা মন বিলকুল সাফ। একদম তেরে জ্যায়সা।' আর সাল্লুর ছেলেটা যখন করিনাকে বলবে 'আপ মেরে মা বনোগে?' তখন যেন ভুলেও হাসবেন না। ওগুলো কান্নার সিন। হাসির সময় না হেসে কান্নার সিনে হাসলে সাল্লুভাইয়ের ফ্যানেরা ছেড়ে কতা কইবেনা। আজকাল বাজারে সলমনের অনেক চোরাগোপ্তা ফ্যান ঘুরে বেড়ায়।
ক্ষি সাসপেন্স ভাবুন একবার। একদিকে সলমন জানে না ছায়া কে অথচ খুব প্যার করে ছায়াকে। অন্যদিকে করিনার বিপদ। সে ভালোবেসে ফেলেছে সলমনকে এদিকে কিচু বলতে পারেনা। কারন সে জানে সলমন তার বাপকে দেবতা মানে আর তাকে দেবকন্যা। যদি জানতে পারে করিনাই ছায়া তাইলে কি করবে বুঝতে পারছেনা। আর তার চে বড়ো কথা বডিগার্ডকে বে করলে লোকে কি বলবে। বাপে কি বলবে। করিনা তার বান্ধবীর সাঅথে পরামর্শ টরামর্শ করে কইলো কি আর করবো বলো সখি। এ জনমের প্রেম এখানেই যে সেষ হল দেখি। বলে গার্ডেনে ডেকে পাঠালো কায়দা করে সলমন কে। কয়দা করে সব চুকিয়ে বুকিয়ে দিতে। আর শত্রুরাও শক্তি সন্চয় করছে শেশ প্রত্যাঘাতের জন্য।
সিনেমার আর আধাঘন্টা বাকী।
kumu | ০১ সেপ্টেম্বর ২০১১ ১৭:৫৪ | 122.160.159.184
এট্টু ঝগড়া কত্তে গেচি আর এই নেতাই উল্টোপাল্টা লিকে চলেচে,রিসকা চালিয়ে ঘরে ঢুকবে কী করে?
কিকি, সব সময়ে নয়, আমার ঝিম্পায় দুকুরে রাতে আমি সতেজ লাইক গ্রীন। কার্ডিও এক্সারসাইজ কম হলে, আর ভুলভাল খাওয়া (বেশি কার্ব) হলে বেশি হয়। এই যেমন এখন হয়। ঃ(
একটু দৌড়দৌড়ি, হাঁটাহাঁটি করলে অনেক কিছু অনেক কম হয়, যেমন ঝিম্পাওয়া, যেমন কোমরে ব্যথা, যেমন টেনশন ইত্যাদি ইত্যাদি।
Netai | ০১ সেপ্টেম্বর ২০১১ ১৭:৪৫ | 121.241.98.225
করিনা বললো এটাকে তো আর বরদাস্ত করা যায় না। কারে বললো? ওর একজন প্রিয় বান্ধবীকে। যে করিনার সাথেই থাকে দিবারাত্রি। ওদের বাড়িতে থাকে একজন মোটা চাকর। চাকরানি সবিতা। আর কলেজে থাকে এক বাঁটকুল জোকার। করিনা সলমনকে ডিসট্রাক্ট করার জন্যে প্রাইঅভেট নং থেকে গলা পাল্টে ছায়া সেজে সলমনের সাথে প্রেম প্রেম খেলা শুরু করলো। আর সবাই মিলে ক্যামন কাতুকুতু দিতে লাগলো। সে কি কাতুকুতু। পেটে বুকে খোঁচা মেরে যাচ্ছে। যত বলি হাসবোনা ততই খুঁচিয়ে যায়। বিপিন দেখি ধুত্তোর বাপ বলে ঘুমিয়ে পড়লো। তো ঘুমোতে চাইলেই আমি ঘুমোতে দেবো ক্যানো হে? প্রতিটা টিকিট পিছু আমার ১৬০ টাকা গেছে। বলি তার হিসেব দিতে হবেনা?
এরম ইনিয়ে বিনিয়ে চলতে চলতে হাফটাইম হয়ে গেলো। হাফটাইমের আগে উল্ল্যেখযোগ্য ঘটনা বলতে ডিস্কো ঠেকে করিনা যখন ছায়া সেজে সাল্লুভাইয়ের সাথে মজা কত্তে ব্যাস্ত তখনি শত্রুদের হামলা ও তাদিগকে সাল্লুভাইয়ের উপর্যুপরি বেদম প্রহার। সলমনের এই কর্তব্যপরায়নতা দেখে করিনা লাট্টু। সলমনতো আগে থেকেই লাট্টু হয়ে ছিল।
sayan | ০১ সেপ্টেম্বর ২০১১ ১৭:৪৩ | 160.83.97.84
ওরে বাকিটা একসাথে লেখ রে। বিন্দাস স্পয়েলার দিয়েই লেখ এ আর দেখে কাজ নাই।
pi | ০১ সেপ্টেম্বর ২০১১ ১৭:৩৭ | 72.83.92.218
সান্দা ভপাই বলে কাকে পোস্ট করলো কে জানে। মানছি চোখে ঘুম লেগে আছে, কিন্তু চোখ টোখ রগড়ে টগড়েও তো ভপাই বলে কারুর পোস্ট দেখলুম না। &--!
তখন সরতাজ রানা (ঐ করিনার বাপ) বললে, 'সাবাশ বেটা'। আজ থেকে তাইলে তুমি আমার মেয়ের বডি গার্ড। আর এট্টু ট্রেনিং টেনিং দিও। কালক্রমে জানা গেলো। সরতাজ রানার অঢেল টাকা পয়সা। আর এক খতরনার দুশমন। যে করিনাকে খতম কত্তে চায়। সলমন বলে আমি থাকতে করিনার নো চিন্তা। বলেই করিনার পিছু পিছু কলেজে, ক্লাসরুমে, একবার তো ভুল করে বাথরুমেও ঢুকে পড়লো। করিনা কইলো আপদ। এদিকে সে জানে না তার কত বিপদ। শত্রুরা ওত পেতে রয়েছে চতুর্দিকে। শুধু সলমনের জন্য কিছুই করার সাহস পাচ্ছেনা।
হ্যাঁ হ্যাঁ। হাতে ঐ একটিই ছিল। পরে ফেলে দিয়েছি। দুঃখ পাইনিক্কো।
রিভিউটা শেষ করি?
pi | ০১ সেপ্টেম্বর ২০১১ ১৭:০৭ | 72.83.92.218
শেষমেশ তাইলে হাতে রইলো একটি অব্যবহৃত টিকিট ?
Netai | ০১ সেপ্টেম্বর ২০১১ ১৭:০৬ | 121.241.98.225
বিপিন বলে, দাদা আভি তো ম্যায় দিল্লী মে হুঁ। ওয়াপস আনে মে টাইম লাগেগা। লেট হো যাউঙ্গা।' আমি আর ছাড়লাম না। হ্যানো ত্যানো ভুজুং ভাজুং দিয়ে চলে আসতে বললাম। এদিকে এতোশতো করতে গিয়ে হয়ে গেলো দেরী। টিকিটের ঘরে দেখি লম্বা লাইন। লোকে অ্যাডভান্স টিকিটের জন্য ভীড় করে আছে। তার মাঝে টিকিট নিয়ে যখন হলে ঢুকছি তখন দেখছি অলরেডি বিশ মিনিট হয়ে গেছে। তো সীটে বসতে যাবো , দেখি সীট বেদখল!!!! লাও ঠ্যালা। অনেক কষ্টে নিজের সীট নিজের দখলে অ্যায়েশ করে বসলাম।
বসে দেখি করিণা কাপুরের ঘরে চামচিকে ঘোম্টা পরে উড়ে বেড়াচ্ছে। করিনা ভয়ে যেই চিল চেঁচানি চেচানি চেঁচিয়েছে তখন দেখি সলমন খান রিস্কা চালিয়ে ওদের ঘরে ঢুকে কিল হার বলে ঘরের লোকজন কে ধরে দুমদুম করে মারা শুরু করেছে। উপাউঅন্তর না দেখে করিনার বাবা বললেন আর পারিনা। বন্দুক তাক করলেন সলমনের দিকে। সলমন ওমনি করিনার বাবাকে প্রনাম করে বললো,'স্যার, আমি তো বডিগার্ড। সেই যে স্যার, আমার বাবা প্রাণ দিয়েছিলেন আমনাদের রক্ষা করতে গিয়ে, মনে পড়ে?????'
kiki | ০১ সেপ্টেম্বর ২০১১ ১৭:০০ | 59.93.247.81
আকার সবসময় ঝিম্পাওয়া সারলো? তাহলে আমায় একটু বোলো পিলিজ কিভাবে সারলো।ঃ( আমার এখন এমনকি কফি খাবার পর ও প্রবল ঝিম্পায় এবং ঘুম্পায়।
আর সকাল হলেই আবার একটা দিন শুরু হচ্ছে ভেবে ক্ষী ভয় লাগে! এটাকে কি মিড লাইপ ক্রাইসিস বলে না শেষ লাইপ। ক্ষী চাপের জীবন।
Netai | ০১ সেপ্টেম্বর ২০১১ ১৬:৪৪ | 121.241.98.225
সিনেমাটার রিভিউ লেখার মতন কিছুই নেই। বরং সিনেমাটা দেখতে যাওয়ার মধ্যে একটু গল্প আছে।
কিছুদিন আগে সিংঘম দেখতে গেছিলাম। রাত ১২টার শো। তিন চার হপ্তা ধরে চলা সিনেমা বলে হল পুরো ফাঁকা ছিল। গাঁতিয়ে চলা এসি, গুচ্ছ ঠান্ডা লাগছিল। তার মধ্যে ওমন গা গরম করা এইসান একশান, অজয় দেবগনের কেত, আর স্ট্রং ভিলেন, ভালোই লেগেছিল দেখতে। ফাঁকা হলের দুঃখ ভুলতে তখনি ঠিক করে ফেলেছিলাম বডিগার্ড দেখবো এবং দেখবো ভরা হলেই।
মঙ্গলবার আপিসে এসে প্রথম কাজ করেছি সিনেমার টিকিট বুকিং। পাঁচ রুমমেট। একজন রুমমেট আবার সলমন খানের ডাইহার্ড ফ্যান। আর একজন যাই দেখাবে তাই দেখবে। আর দুজনের একজন অবশ্যি যাবে ধরে নিয়ে চারটা টিকিট বুক করলাম। ঘরে ফিরে বুঝলাম হিসেবে ভুল হয়েছে। সলমন ফ্যানের আপিস আছে। আরেকজন যাচ্ছে মাসির বাড়ি। আরেকজন যাবে জয়পুর। যাবার লোক পাওয়া যাচ্ছে সাকুল্যে দুজন। আরো দুজন সাথী চাই। দেখাবো বিনামুল্যেই। ইদের দিন ঘুম থেকে উঠেই ফোন লাগানো শুরু করলাম। কেউ ফোন তুললে তো!!!! প্রথমে করলাম চেনাজানা বন্ধুদের। তারপর আপিসের লোকজনদের। কেউ ফোন তোলে না। ছুটির দিন সবাই গাঁক গাঁক করে ঘুমোচ্ছে। যারা ঘুম থেকে উঠে পড়েছে তারা আফিস যাবার জন্য রেডি হচ্ছে। তাদের ছুটি নেই। অনেক কষ্টে বিপিনকে ফোনে পেলাম।
sayan | ০১ সেপ্টেম্বর ২০১১ ১৫:৩৬ | 160.83.97.84
হায় হায় কেউ নাই! ঃ-((((
sayan | ০১ সেপ্টেম্বর ২০১১ ১৫:০৭ | 160.83.97.84
বাঃ বেশ। এবার টুক করে একটা রিভিউ লিখে দাও। একবার দেখার মত?
Netai | ০১ সেপ্টেম্বর ২০১১ ১৪:২১ | 121.241.98.225
কাল আমি বডিগার্ড দেখে এলাম। ফার্ষ্ট ডে ফার্ষ্ট শো।
Netai | ০১ সেপ্টেম্বর ২০১১ ১৪:২০ | 121.241.98.225
কলকাতায় থাকলে কালকের খেলাটা অবশ্যি করে দেখতে যেতাম
de | ০১ সেপ্টেম্বর ২০১১ ১২:৪২ | 59.163.30.3
ভপাই অতি ভয়ংকর নাম -- কেউ যদি ডাকে -- "ভপাই আয় তোরে ভাপাই" -- বাপ্রে!
saikat | ০১ সেপ্টেম্বর ২০১১ ১২:১৭ | 202.54.74.119
হুমম।
শ্রমণা মিত্রর সাথে এককালে আলাপ ছিল।
আমার প্রথম চাকুরীর (এবং ওনার প্রথম কোম্পানীর) উনিই মালকিন ছিলেন কিনা।
শ্রমণার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার আলাপ নেই। SCB-র সময়ে হয়ত নিউজগ্রুপে কথাবার্তা হয়ে থাকতে পারে, ভাল মনে নেই।
kumu | ০১ সেপ্টেম্বর ২০১১ ১১:২৩ | 122.160.159.184
সিকি, এই কথাটি মনে রেখো,আমি যে খাতা খুঁজেছিলাম, নিঝুম গহন রাতের বেলা ---ইত্যাদি
তবে ঐ সংগচ্ছধ্বম পেলুমনা,সরি।
saikat | ০১ সেপ্টেম্বর ২০১১ ১১:১৯ | 202.54.74.119
flipkart খুব ভাল। আমি তো কত্ত বই কিনলাম। আর যে তারিখ বলে তার আগেই দিয়ে যায়।
ন্যাড়াদা দেখলাম শ্রমণা মিত্রর নামোল্লেখ করেছেন। চেনেন নাকি?
pi | ০১ সেপ্টেম্বর ২০১১ ১১:০৬ | 72.83.92.218
ওঃ। কিন্তু চানাচুর ও আনতে না ? যাক, আমার মতও জীবনের সকল ওঠাপড়ায় চানাচুর পাব্লিকঊ তালে আছে ঃ)
কিন্তু ঘুমোনো উচিত। বিপদ কে কীসব পড়লুম। ঃ(
siki | ০১ সেপ্টেম্বর ২০১১ ১০:৪৯ | 123.242.248.130
সেসব তো দু বছর আগে আনতাম। তখন খুব অসুখ করেছিল কিনা।
মুড়ি তো নাইই, কুড়িও নাই। কুড়ি আজগাল ক্লায়েন সাইটে যায়, আমাদের আপিসে বসে না। ভেউ। ভ্যাঁক।
pi | ০১ সেপ্টেম্বর ২০১১ ১০:৩৮ | 72.83.92.218
তোমার টিপিনের মুড়ি চানাচুর কী হইলো ?
নাকি এখন কুড়িও নাই, মুড়ি নাই ?
siki | ০১ সেপ্টেম্বর ২০১১ ১০:৩৬ | 123.242.248.130
তোমাদের ব্যাপারই আলাদা। বিপদ নিয়ে সারাবছর খেলাধূলো করো ঃ-) আমি বাপু গেল বছর থেকে চাগ্রি পাল্টে খুব মস্তিতে আছি। তেমন চাপই পড়ে না। বিকেল পাঁচটায় আপিস ছুটি হয়। পৌনে সাতটায় বাড়ি ফিরে মুড়ি চানাচুর খাই।
ppn | ০১ সেপ্টেম্বর ২০১১ ০৯:২৮ | 122.252.231.10
আমাদের প্রোজেক্টের ঝাঁপ গত হপ্তা অব্দি রাত এগারোটায় নামত। এখন ন'টায় নেমেছে। এখনো বিপদসীমার ওপরে।
RATssss | ০১ সেপ্টেম্বর ২০১১ ০৯:২২ | 63.192.82.30
টেস্টিঙ্গ
siki | ০১ সেপ্টেম্বর ২০১১ ০৯:১৪ | 123.242.248.130
ঃ)
আজ আমার দুদিনের ট্রেনিং দানের প্রকল্প ছিল। আজ জানা গেল যে ছানাপোনাগুলো আমার লেকচার শুনতে আসবে, তাদের প্রজেক্টে উস্তম খুস্তম চলছে, কাল নাকি রাত ১১টায় বাড়ি গেছে, আজও নাইট আউট মারতে হবে, নাকি কী সব ডেলিভারি আছে সামনে, তাই দয়া করে আমি যেন তাদের ট্রেনিং না দিই আপাতত।
দুটো ফাঁকা দিন মুফতে মিলে গেল। ঃ)
kiki | ০১ সেপ্টেম্বর ২০১১ ০৯:১১ | 59.93.198.31
আর ঋভুকে পথের পাঁচালি জোর করে দেখালাম।একে বাংলা,তাতে ব্ল্যাক ন হোয়াইট।বেশ গাঁই গুঁই করলো। কিন্তু তারপর খুব মন দিয়ে দেখলো।পরে বললো, জানোতো বুড়ি টা(ও বেচারী বোঝে না এভাবে বললে ভালো শোনায় না, ওর যুক্তি হলো ছেলেটা বলা গেলে বুড়িটা কেন বলবো না?)যখন মরে গেলো, আমার খালি মনে হলো যে উনি 'যারা পরে এলো আগে গেলো' গান করছেন।
আমি বললাম, হ্যাঁ, এইখানেই ভালো ডিরেক্টর এর দরকার।দ্যাখ , তোর মনে তো হলো, মানে মনে হওয়াতে উনি বাধ্য করলেন। ব্যাটা সেটা ফিল করেছে, কিন্তু খচে গেলো। বললোঃ তুমি সব সময় মহাভারত নিয়ে বসে যাও কেন।ক্ষী চাপ , কিছু এক্সপ্লেন করলেই এর মনে হয় লেকচার দিচ্ছি।
ঠিক আমার মতোই হয়েছে।:X
kiki | ০১ সেপ্টেম্বর ২০১১ ০৯:০৪ | 59.93.198.31
এবারে কোনো পূজোসংখ্যা কিনবো না, ধার করে পড়ে আবার ফেরৎ দেবো, এমন একটা ইচ্ছে ছিলো, অবিশ্যি আজকাল আর পড়ার ধৈর্য্য ও নাই।কিন্তু কাগজালা জোর করে সানন্দা দিয়ে গেলো।
তো এত ভনিতা যেটা বলার জন্য, সেটা হলো সানন্দাতে দারুন সব গজা বানানোর রেসিপি দিয়েচে।সে ক্ষী দারুন দেখতে তাদের। যদিও আমি যখন বানাবো অন্যরকম দেখতে হবে, কিন্তু সেতো অন্য কথা।
এই প্রসঙ্গে বলে যাই, সানন্দা কিনতাম ই রান্নাবান্না গুলোর জন্য, সেসব পেজ ছিঁড়ে বাঁধিয়ে বই বানিয়ে ফেলেচি। ও! তাছাড়াও সানন্দাতে কানে কানে , না কি যেন ছিলো, সেগুলৌ বেশ ইন্টারেস্টিং।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন