এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Nina | ০৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:১১ | 12.149.39.84
  • তবে তোর কিসের এত্ত তাড়া রে
  • kiki | ০৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:১০ | 59.93.206.135
  • দিদিয়াআআআ................

    না সে শনিবার আসবে।
  • Nina | ০৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:০৯ | 12.149.39.84
  • আরে দাঁড়া --মানকে এসে গেছে বুঝি?? তাইলে যা রে ছুঁড়ি ;-))
  • kiki | ০৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:০৭ | 59.93.206.135
  • সে আবার এসেছে ফিরিয়া।

    তবে এক্ষুনি আবার যাবো।

    বলো শিগ্গিরি।ঃ)
  • Sibu | ০৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:০৬ | 66.102.14.1
  • নেতাই ধাঁধাঁ দেবে বলে চলে গেল। আর এল না ঃ(।
  • Nina | ০৭ সেপ্টেম্বর ২০১১ ২২:৫৯ | 12.149.39.84
  • যা; বব্বা দশটার সময় কিকিয়া ঘুমোতে চলে গেল? ভাটপাড়া খাঁ খাঁ করছে --!!
  • nk | ০৭ সেপ্টেম্বর ২০১১ ২২:৫৮ | 151.141.84.194
  • ফটুকে সেন্ট ধরা পড়বে না আকা। পাউডার ক্রিম রুজ পমেটম জেল ফেস পাউডার এসব লাগান। ঃ-)
  • pi | ০৭ সেপ্টেম্বর ২০১১ ২২:২৯ | 72.83.92.218
  • একটা ডিসক্লেইমার দিয়ে যাই। আফজল গুরুর অপরাধ 'প্রমাণিত' নয় মনে করা মানে তার মৃত্যুদণ্ডাদেশের দোহাই পেড়ে এই এতজন মানুষের (এতজন না হয়ে একজন হলেও) মৃত্যু ঘটানোকে সমর্থন করাও নয়।
  • aka | ০৭ সেপ্টেম্বর ২০১১ ২২:২৮ | 168.26.215.13
  • আজ মিটিং মিছিলে জেরবার। এখন একজন আমার ফটুক নেবে। খানিক সেন্ট মেখে এলাম।
  • kiki | ০৭ সেপ্টেম্বর ২০১১ ২২:০১ | 59.93.206.135
  • এদিকে লা মোদ এও লুঙ্গী রয়েছে, মুন্ডু নামে।

    হিঁক! কুমু কই?

    আর আমার একমাত্র নীল জিন্সটা কেমন ধুসর সাদাটে নীল হয়ে গেলো। কী দুঃখু!

    যাই ঘুমিয়ে পড়ি।
  • kiki | ০৭ সেপ্টেম্বর ২০১১ ২১:৫১ | 59.93.206.135
  • ঃ)
  • h | ০৭ সেপ্টেম্বর ২০১১ ২১:৫০ | 180.215.117.185
  • ঐ মেশিনে বাংলা বা ইউনিকোড কোনোটাই নেই, তাই যা লিখি ঐভাবে আসে। তাছাড়া মহৎ লোকেদের লেখা একটু কষ্ট করে পড়াই ভালো ;-)
  • aranya | ০৭ সেপ্টেম্বর ২০১১ ২০:৫২ | 144.160.226.53
  • ১১ জন মৃত, ৭৬ জন আহত - এক ঘন্টা আগের খবর TOI-তে। পর পর এত বিস্ফোরণ, এত নিরীহ মানুষ মারা যাচ্ছে; আহত , পঙ্গু হয়ে যাচ্ছে, কিছুই করার নেই ...
  • nk | ০৭ সেপ্টেম্বর ২০১১ ২০:৩৭ | 151.141.84.194
  • ভূমিকম্প, ঝঞ্ঝা, বন্যা, এখন আবার বিষ্ফোরণ। সত্যি ই একটা হেল্পলাইন থাকা দরকার। দ্রি কেও দরকার, দ্রি কোথায়?
    দ্রি, শুনছেন???????
  • kiki | ০৭ সেপ্টেম্বর ২০১১ ২০:২৪ | 59.93.206.135
  • ইসে, রাগ নাহি করনেকা!
  • kiki | ০৭ সেপ্টেম্বর ২০১১ ২০:২৩ | 59.93.206.135
  • হনুর পোষ্ট গুলো আমি কপি পেষ্ট করে ,একবার স্পেস মেরে বাংলা করে তবে পড়ছি। কি জ্বালাতন!

    কেনরে বাপু! বাংলায় লিখলেই তো হয়।
  • kiki | ০৭ সেপ্টেম্বর ২০১১ ২০:২১ | 59.93.206.135
  • দুঃখের পোষ্ট আমি মিসিয়েছিলাম........ :X
  • pharida | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১৯:৫৬ | 182.64.242.1
  • কুমুদি, মনে পড়ছে না।

    হনু, ঃ)
  • Nina | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১৯:০৬ | 12.149.39.84
  • উফ! সকালে কফি হাতে ভাটপাড়ায় এসেই চমকে গেলাম--আবার ব্লাস্ট!!
    সব্বই চেনাজানারা ভাল আছ--নিশ্চিন্ত। আহা রে যাদের গেল তাদের জন্য বড় কষ্ট----কেন যে মানুষ মানুষকে এত ঘৃনা করে---কেন যে পৃথিবীতে ভালবাসা কম পড়ে যাচ্ছে ----সবার সুমতি হোক---এইটুকুই প্রার্থনা ।
  • kumu | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১৯:০৩ | 122.160.159.184
  • ফরিদা কী আজমলকে নিয়ে লেখা সুনীল গঙ্গোর অশ্রুবিধু-উ-র পদ্যটি পড়েছো?
    ২০১০ সালে দেশে বেরিয়েছিল-
  • Netai | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১৮:২৩ | 121.241.98.225
  • কাল একটা ধাঁধা কষতে দেবো
  • h | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১৮:০০ | 203.99.212.53
  • dyaakho, aami Jehetu besh ekTu nekupushu Taaiper kathaa balechhi, taai tomaar Jukti JatheshhTa durbal eba`m predictable haoyaa satweo aar ei niye kathaa baarhaalaam naa ;-) taaile er pare aaro predictable bibhaajita shibir ityaadi habe, JeTaa hale aami churhaanto bore habo.

    oi aar ki,kaisilaam ekaDaa kathaar kathaa :-)
  • pharida | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১৭:৫১ | 61.16.232.26
  • হনু,
    আমরা আঘাতকারীকে কিভাবে দেখি? সিনেমার পর্দা হলে তার স্টাইল দেখি, খুব নিরপেক্ষতার দুরত্বে থাকলে এ-পক্ষ আর ও-পক্ষের তুল্যমুল্য বিচার করি - কিন্তু দেখি মানুষ হিসেবেই - কিন্তু সেই আঘাত আমাকে বা আমার প্রিয়জনকে একটুর জন্য বাঁচিয়ে যখন আছড়ে পড়ে তখন আঘাতকারীকে দেখি অন্য চোখে।

    আমার ছেলের স্কুলের বাস দেরী করে এসে কোনোমতে বচ্চাগুলোকে তুলে নিয়ে তারা থিতু হওয়ার আগেই দ্রুত পিক আপ নেয়। দু-একদিন বলেছি - কোনো কাজ হয়নি। একদিন একটু কড়া গলায় বলতে ড্রাইভার জবাব দিল - তোমার বাচ্চার কোনো চোট তো এখোনো লাগেনি লাগলে বলবে -

    সেদিন প্রথম কাউকে বলেছিলাম - সেক্ষে্‌ত্‌র মেরে ফেলব তোমায়!

    ভুল ছিল, জানি সত্যি ছেলের একটু আধটু চোট লাগলে কি তাকে মারতে ছুটতাম? সত্যিই কি সামান্য পয়সায় দিনের পর দিন বাস চালিয়ে যাওয়া ক্ষয়াটে চেহারার মানুষটার দায় দায়িত্ব একটুও নেই - একথা বিশ্বাস করতে পারতাম?

    জানিনা। কিচ্ছু জানিনা। কিন্তু আঘাত আসলে, এমন আঘাত আসলে রাগ হয় - অক্ষমের মতো রাগ হয়।
  • santanu | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১৭:২৩ | 95.141.130.90
  • প্রমানিত না হলে ছেড়ে দিলেই হয় - অনেক দিন তো হলো।
  • h | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১৭:১৭ | 203.99.212.53
  • ei niye dwiteeyabaar kaachhaa kaachhi kaarane kashhta pelaam. saahaanaa baajapaayi , aamaar priya tarunder madhye anyatama seraa gaaiye, shaantiniketan er chhaatree o baTe, lanDan raayaT er samaye nehaat i byaktigata bhaabe phesabuke mantabya karen , seTaa te luTeraa Jaa paarachhe luTa karachhe gochher chhila. koTa karate paarabo naa mane nei. du:kha peyechhilaam, sabaai balaleo saahaanaa, shilpee hisebe eirakam balaben bhaabi ni. hatei paare gaaner sange er samparka ki, kintu oi je phyaan er chaahidaar sheshh nei.
    aar ei baar, aamaar parhaa anyatama shreshhTha tarun kabi, pharidaa r ei Terarijam baa kyaapiTaal paanishhamenTa sa`mkraanta mantabya shune kashhTa pelaam. ekhan er sange kabitaar samparka naai, aaje baaje ghaTanaar pare maanushher kashhTa dekhale shilpee maanushh beshi rege Jaaben kisu karaar o nei. kintu tabu haalkaa beshi naa du:kha pelaam. phyaana der aabadaarer sheshh nei. eTaa aami nije balaleo er theke kam kashhTa petaam. Jaake aajakaal bale enioyej...ityaadi...
  • Zzzz | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১৭:১৫ | 199.119.232.11
  • *ভাল লাগল
  • pharida | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১৭:১৪ | 61.16.232.26
  • লিংক দেখা যায় না। কিন্তু আমাদের বিচারব্যবস্থায় যে সঙ্ঘাতিক খারাপ ধরণের ল্যাগ (ল্যাদ ও বলতে পার) আছে সেটাই খুব বিচ্ছিরি লাগে।
  • Zzzz | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১৭:১৩ | 199.119.232.11
  • যাক সবাই ভাল আছে দেখে ভালগল। কিন্তু ঐ যার গেল তার গেল ...
  • pharida | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১৬:৫৯ | 61.16.232.26
  • আমাদের রাষ্ট্রপতিরা এইসব ফাঁসীর আদেশ বছরের পর বছর ঝুলিয়ে রাখেন কেন? জানা যায়?

    রাজীব হত্যার আসামীরা এই মওকায় এগার বছর খেয়ে পরে বেঁচে বর্ত্তে রইল। আজমল কাসভ তো আরেক ভিআইপি।

    যখন আমারাই দেখেছি কীভাবে আজহার মাসুদকে খাতির করে ছেড়ে দিতে হয় অসহায় বিমানযাত্রীদের বাঁচাতে।

    একটা জবরদস্ত খারাপ কাজ করলে আর কিছু হোক না হোক আপনি আগামী বেশ কয়েক বছর পায়ের ওপর পা তুলে খেয়ে পরে বেঁচে থাকবেন -

    অতিথি দেব ভব - ইনক্রেডিবল ইন্ডিয়া!!
  • siki | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১৬:৪১ | 123.242.248.130
  • হুজি ক্লেইম করেছে। আফজল গুরুর ফাঁসির আদেশের প্রতিবাদ।

    ৬৫-র ওপর আহত।
  • siki | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১৬:৪০ | 123.242.248.130
  • মৃত বেড়ে দশ।
  • siki | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১৬:৩৮ | 123.242.248.130
  • সে তো জেনেবুঝেই ফাটানো হয়েছে। আজ বুধবার হাইকোর্টে PIL ফাইলিংয়ের দিন থাকে। তাই ভিড় অন্যদিনের তুলনায় বেশি ছিল।
  • kumu | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১৬:২২ | 122.160.159.184
  • এই যে আমি,আস্ত।
    ব্যাঙ,কিকি,ফরিদা,মিতা,আর যারা খোঁজ নিয়েছেন সকলকে অনেক ভালবাসা,সিকিকে ইস্পেশাল ভালবাসা-এসেমেস করে সতর্ক করার জন্য।

    যাদের কেউ গেলেন/আহত হলেন তাদের কথা ভাবছি-ঐ সময়টা ওখানে বেশ ভীড় থাকে,entry pass নেয় অনেকে।
  • pi | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১৫:৫২ | 72.83.92.218
  • দ্রি এবার ব্লাস্টের প্রেডিকশন চালু করলে পারেন।
  • Netai | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১৫:৪৮ | 121.241.98.225
  • মিতাদি, চেনাজানার মধ্যে আজ কারুর কোর্টে কাজ ছিলনা।
    পরেরটা কোথায় হয় কে জানে।
  • pharida | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১৫:৪৩ | 61.16.232.26
  • উফ !! ডিডিদা ঃ))
  • dd | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১৫:৩৩ | 124.247.203.12
  • হ্যাঁ, ঐ হেল্প লাইনে নিজেরাই যতোটা পারেন পোস্ট কর্বেন।
    যেমতি পইলা জানুয়ারীতে....

    ..... প্রসন্ডো হ্যাং ওভার,প্রসন্ডো....
    ... আমি জেলে আছি, পুলুশে টাইপ করে দিচ্ছে,শুনুন .....
    ..... পেট খারাব। উত্তজনার মাথায় একটু টেবেল ক্লথও খে' ফেলেছি কি না। তবে ....
    ... সে কি, দোসরা জানুয়ারী অলরেডী হয়ে গ্যালো?.....
    .... পরে টের পেলাম সে আমার স্ত্রী নয়, আর মামাশ্বশুরও একেবারে আনকোড়া, তখন তো....
    ... আর হতচ্ছাড়া কুকুরটাও ,বোধয় লুকিয়ে ছিলো মশারীর মধ্যে। আর আমি কি না.......

    ইত্যাদি। সবাইকে আর আলাদা আলাদা জিগাতে হয় না।
  • pi | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১৫:২৩ | 72.83.92.218
  • মিতাদি, আজ সুবিধেমতন একটা ফোন কোরো।
  • pharida | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১৫:১৭ | 61.16.232.26
  • মিতাদি, এদিকেও সব ঠিকঠাক। ব্লাস্টের খবর ভাটের পাতাতে পেলাম। ভাইয়ের অফিস পিটিআই বিল্ডিঙে - সে রাস্তায় ছিল - কি হয়েছে আমার থেকে শুনে বলল হঠাৎ করে রাস্তায় ব্যারিকেড দিয়ে চেকিং শুরু করে দিয়েছে দিল্লি পুলিশ।

    এদিকে এফএম চ্যানেলগুলোতে দিল্লি পুলিশ ক্রমাগত বিজ্ঞাপন দিয়ে যায় "দিল্লি পোলিশকা আঁখ অউর কান বানিয়ে" - ভেবে পাই না নিজস্ব আঁখ কান বিহীন পুলিশ থাকার কী দরকার?

    এখন তাদের তৎপরতা বেড়ে যাবে, ব্যারিকেড করে আম জনতার গাড়ি চেকিঙের ঠেলায় জ্যাম বাড়বে - সামান্য অজুহাতে আম জনতার পকেট থেকে ৫০, ১০০ র নোটগুলো হাতবদল হবে।

    ব্যস।
  • mita | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১৫:১৬ | 71.191.42.195
  • দীপ্তেন্দা, actually that's not a bad idea. :)
  • mita | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১৫:১২ | 71.191.42.195
  • গুড ঃ))। সক্কাল বেলা খবরটা পেয়ে মনটা খারাপ হয়ে গ্যালো। যাদের গ্যালো, তাদের তো গ্যালো।
  • dd | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১৫:১১ | 124.247.203.12
  • পৃথিবী ব্যাপী গু চ'র জাল ছড়িয়ে পরেছে।

    সে আম্রিগাতে হ্যারিকেন কি দিল্লীতে বোম ফাটলো কি মুম্বাইতে বন্যা হয়ে গ্যালো .... চাদ্দিকে এতো চেনা জানা। প্রতিদিনই কিছু না কিছু ঘটছে। সবার জন্নেই চিন্তা।

    গু চ'র তরফ থেকে একটা ২৪ এক্স ৭ হেল্প লাইন দাঁড় করানো যায় না?
  • siki | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১৫:০২ | 123.242.248.130
  • সব বিন্দাস আছি মিতাদি। এবারেও বেঁচে গেলাম।
  • mita | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১৪:৫৮ | 71.191.42.195
  • দেখলাম দিল্লি'র ব্লাস্ট এর খবর, শমীক, ফরিদা, জয়ন্তী, নিতাই সবাই তাহলে ঠিক আছো তো? তোমাদের বাড়ির লোকেরা?
  • Jhiki | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১৪:৫৪ | 182.253.0.98
  • tapioca ধরনের বস্তু, মেটে আলু ও কচুর মাঝামাঝি কিছু।
  • siki | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১৪:৪৭ | 123.242.248.130
  • কিন্তু যদি বিহারের ঝাঁঝায় আগুন লাগে? তখনো কি স্টার দেওয়া বিধেয়?
  • pharida | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১৪:৪৭ | 61.16.232.26
  • @ লামা, বাংরেজি করে গ্লোবাল বলিলেও কি ঐ তারকা চিহ্ন দিতে হইবে?
  • de | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১৪:৪৪ | 203.197.30.4
  • কাসাভা কি? মেটে আলু না কাঁচকলা?
  • Lama | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১৪:৪৪ | 203.132.214.11
  • ঝাঁ- এর পর তারকা চিন্‌হ দেওয়া বিধেয়- যেমন- "ঝাঁ* জ্বলছে।'
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত