আমারও সন্দীপনের অনেক লেখাই অতি অখাইদ্য লাগে। নবারুণেরও।
byaang | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১২:৪১ | 122.178.210.6
বেশ কিছুদিন মানে দুই-তিনবছর।
dd | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১২:৪০ | 124.247.203.12
ওরে,ওরে,ওরে কেসি সন্দীপনের লেখাকে গাল দিলো।
কে আছিস? যা তো ধাঁ করে একটা বন্দুক একটা মুগুড় নিয়ে আয় আর আমাদের ঈশেনকে একবার খপর দে।
আজ হচ্ছে।
u | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১২:৩৯ | 61.12.12.83
অভীক সরকার সিল্কের জাঙিয়া পরেন।
byaang | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১২:৩৮ | 122.178.210.6
এমা কেসি, না না, শংকর বেঁচে আছেন। ওনার স্ত্রী মারা গেছেন বেশ কিছুদিন হল।
byaang | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১২:৩৭ | 122.178.210.6
সান্দা, ঐ এক ব্যাগ শংকর বইটা আমারও ছিল, ক্লাস টুয়ের জন্মদিনে পেয়েছিলাম। প্রথমদিকে শুধু মাঝের গল্পটা ভালো লাগত, সেই কেনিয়ামামুর গল্প। কিছুদিন পর থেকে দেখলাম শেষের গল্পটা বেশি ভালো লাগছে। বইটা কোথায় গেছে, কে জানে! তুই বলায় মনে পড়ে গেল।
dd | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১২:৩৭ | 124.247.203.12
ইচ্ছা করে অভীক সরকারকে ধরে এনে চুপটি করে বসিয়ে এক কানে হেথাকার ছেলে ছোগরা(বোথ সেক্ষ)দের পদ্য শুনাই আর অন্য কানে তাঁয়ের পত্রিকায় এদানী যেসব ছাপা হচ্ছে সেগুনো শুনাই, ব্যাস। আর কিছু করতে হবে না।
কিন্তু সেরম সুযোগ টুযোগ পাওয়া যাবে বলে মনে হয় না।
হরি হে।
kc | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১২:৩৫ | 194.126.37.78
শংকর মরে গ্যাছেন্না? সন্দীপনের অনেকলেখাই বেশ বাজে লাগত। মনে হত দায়ে পড়ে লিখতে বাধ্য হয়েছেন। (ইদানিং যেমন সৈকত বন্দো, চন্দ্রিল, নবারুণ...)
sayan | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১২:৩৩ | 160.83.97.84
শংকর শুনে মনে পড়ল একটা সাদা-কালো ছবি, একটা অল্পবয়সী ছেলের বইএর পাতায় ডুবে থাকা, প্রচ্ছদে এক ব্যাগ শংকর। স্বর্গ-মর্ত্য-পাতাল বইটাই বা কই!
dd | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১২:৩১ | 124.247.203.12
আর এটা একেবারে হলোপ করে সত্যি কথা। হেথায় মানে গু চ তে যেসব পদ্য পড়ি আর তারপরে পুজা সংখ্যায় ছাপানো খ্যাতদের লেখাগুলো পড়ি...... গু চ তো আলোক বর্ষ এগিয়ে আছে।
কিন্তু ব্যাপারটা বলি ই বা কাকে? বোঝেই বা কে?
dd | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১২:২৮ | 124.247.203.12
আমার শংকরের লেখা ভীষন ভাল্লাগতো। এখনো লাগে। কিন্তু কোনো কারনে উনি প্রচন্ডো পপুলার হলেও লেখক হিসেবে সোনার কল্কি পান নি। মানে ঐ "ভালো" লেখকের লেবেল।
উনি কি আর উপন্যাস লেখেন? চোখে তো পরে না ওনার নাম।
byaang | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১২:২৬ | 122.178.210.6
নাঃ, আজ বোধ হয় ঝগড়া করা হবে না। এক্ষুনি জানলাম, আজ একটা নতুন জায়গা থেকে খাবার আসছে, নাম - স্পাইসি 'এন আইসি। খুব ভয় করছে।
sayan | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১২:২২ | 160.83.97.84
হুম্, তাহলে আবাপ আর দেশ কিনছি না।
kumu | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১২:২১ | 122.160.159.184
সত্যি ব্যাঙ,ঝগড়া হবে আজ? এট্টুস খানি দাঁইড়ে যান গো,লাঞ্চের পর করেন ঝগড়াটা।
siki | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১২:১৭ | 123.242.248.130
গোবরের সঙ্গে তুলনা করা যায়?
দাঁড়ান দাঁড়ান। মনে পড়েচে।
আঃ বাঃ পঃ
আঃকঃবাঁঃ
dd | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১২:০৬ | 124.247.203.12
সত্তর থেকে মধ্য আশী পর্যন্ত্য- সমরেশ সুনীল শীর্ষেন্দু অতীন শংকর সন্দীপন সত্যজিৎ এবং ইত্যাদি ইত্যাদি অজস্র গল্প উপন্যাস কবিতা বড়োদের ও ছোটোদের জন্য লেখা..... সবথেকে বিতর্কিত/পপুলার/নামকরা লেখার একটা সিংহভাগ পুজাসংখ্যায় বেড়োতো।
ফ্যাক্ট।
এখন এঁয়ারা সবাই বুড়িয়ে গ্যাছেন, মরেও গেছেন অনেকে। নতুনদের উঠবার পথ খুব সহজ নয়।
তাই মান কমে গ্যাছে। আমাদের ছোটোবেলায় শারদীয়া নিয়ে হুলোহুলি হোতো এখন শুধুই ছ্যাছ্যাক্কার।
Jhiki | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১২:০০ | 182.253.0.98
এটা 'লা মোদ' টই এ যাওয়া উচিত, লেটেস্ট ফ্যাশন স্টেটমেন্ট - কাঁঠালীচাঁপা রংএর লুঙ্গী (অধোবাস) সাথে কনকচাঁপা রংএর গামছা (ঊর্দ্ধবাস)।
kc | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১১:৫৯ | 194.126.37.78
ডিডিদাদা ক্ষি গোবরে পদ্মফুল টাইপের কিছু উত্তর চাইছেন? ;-)
kc | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১১:৫৭ | 194.126.37.78
এখন এই পুজোসংখ্যাগুলোকে নিয়ে বিভিন্ন লোকেদের আক্ষেপ দেখে আমার বিয়াপ্পক মজা লাগে। ভাল গল্প উপন্যাস কালেভদ্রেই আসে। এইতো সেদিন বাড়ি গিয়ে একটা ৭১ সালের পুজোসংখ্যা দেশ উল্টে পাল্টে দেখলাম। একই রকম ছড়ানো লেখাপত্তর। একটাও ভাল লাগলনা।
এবারের দেশে শঙ্খ ঘোষের কবিতাটা ভাল লাগল। মল্লিকা সেনগুপ্ত মনে হয় ওই কবিতাটা লিখতে গিয়েই দম আটকে মারা পড়েছেন।
dd | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১১:৫৬ | 124.247.203.12
খুব কুটিল প্রশ্নো ও করুন।
এবারের কোন শারদীয়ার প্রচ্ছদকে গোবরের সাথে তুলনা করা যায় ?
byaang | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১১:৫৫ | 122.178.210.6
ডাক্তারের অভিশাপে আমার বড় ভয়! আমার একটা দাঁতের গোড়া খুঁড়ে খাল কাটতে হয়েছিল!
sayan | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১১:৫৫ | 160.83.97.84
ছড়াবে কেন ঠিকই তো আছে! এক ডাক্তারের প্রশ্নে আরেক ডাক্তার উত্তর দিয়েছে। ডাক্তারদের ব্যাপার্স্যাপার।
dd | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১১:৫৪ | 124.247.203.12
প্রাইজটা ভালো করে ডিফাইন করুন।
আপুনেরা যেভানে লুংগী আর চাঁপা রঙের গামছা নিয়ে হুলোহুলি করছেন, ম্যাংগো পাব্লিক বোধয় "এইরেঃ জিতে গ্যালাম বুঝি, বাবাগো। দিলো রে দিলো রে আমায় ফাস' প্রাইজ" এই বলে সভয়ে আর লিখছেন্না।
দোষ ও দিতে পারি না।
byaang | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১১:৫১ | 122.178.210.6
খাইসে! এই লাগল বলে ঝগড়া! আমার খালি মনে হচ্ছিল, ডাক্তার কোশ্নো করেছে আর কুমু গেস করেছে জয় গোঁসাই। বিচ্ছিরি ছড়ালুম! ঃ-( এই এক মাইল নাকে খত দিলুম। তবে সে যাই হোক না কেন, কোশ্নোটা অতি কঠিন।
kumu | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১১:৪৮ | 122.160.159.184
শারদীয়া টইএর কথা বল্লে,ব্যাঙ?সেখানে কোচ্চেন তো আমি করিচি,বড়াই না।
byaang | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১১:৩৭ | 122.178.210.6
সরি সরি, কোটেশন মার্কের ভিতর খুব সহজ হবে না, ওটা ""খুব সোজা'' হবে।
Netai | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১১:৩৬ | 121.241.98.225
আমি লিখতাম। হাত ব্যাথা করছে বলে এখন লিখছিনা।
লুঙ্গি ছেড়ে লোকে গামছর পিছনে পড়েছে। নাকের বদলে নরুন!!!!!!!!!
kc | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১১:৩৫ | 194.126.37.78
ভাটে-টইয়ে বেশ কিছুদিন হল ঝগড়াঝাঁটি হচ্ছেনা।
byaang | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১১:৩১ | 122.178.210.6
কে লিখবে ওখানে? ডাক্তার ""খুব সহজ'' বলে কী ভী ঈ ঈ সো ও ও ও ন কঠিন একটা কোশ্নো করল, সেটা দেখতে পাচ্ছ না?? ঃ-X
kumu | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১১:২২ | 122.160.159.184
পাই, টই খুলে দিইচি,কিন্তু কেউ লিখচে না।
siki | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১০:৫৮ | 123.242.248.130
সবাই এখনও গামছা ধরেই ঝুলছে?
pi | ১৩ সেপ্টেম্বর ২০১১ ০৯:২৭ | 72.83.92.218
আর বগার গামছাটার কী রঙ ?
dd | ১৩ সেপ্টেম্বর ২০১১ ০৯:১৬ | 124.247.203.12
খুব যে শোষন হচ্ছে - নাওয়া খাওয়া ভুলিয়ে- ব্যাপারটা কিন্তু তেমন নয়। কিন্তু একটানা মিটিন' মিছিল চলছে। আমি প্রায়ই খেই হারিয়ে ফেলি, এটা কি স্যাপ না আই এস ও না কাইজান না কিসের মিটিন ? যেখানে হাহাকারে করে উঠে তীব্র প্রতিবাদ করার কথা সেখানে সলজ্জ হেসে বলে ফেলছি,সে তো বটেই,থ্যাংকু। কটমট করে বিষদৃষ্টি হানছি যখন যখন মিষ্টি হাসবার কথা।
দু একবার গুচ ঘুড়ে গেছি ফাঁকতালে কিন্তু আঁচড় কাটার অবকাশ পাই নি।
একটা ফাঁদিত ক্রন্দিত বগা ভাবে আচ্ছন্ন রয়েছি।
aka | ১৩ সেপ্টেম্বর ২০১১ ০৭:৪১ | 75.76.118.96
কেকে, করে দেখব আজকাল স্যালাড খেতেই বেশি ভালো লাগছে। ;)
পাই, উদারতা একধরণের প্লেজার যা অ্যাডিকশন হলেও হতে পারে নাও পারে। ডিপেন্ডস উদারতা না দেখালে কারুর রাতে ঘুম হচ্ছে কিনা তার ওপর। ঃ)
pi | ১৩ সেপ্টেম্বর ২০১১ ০৬:৪৩ | 128.231.22.133
বেশ। তাইলে জয় ' ছত্রাক' বলে আভেনে ঢুকিয়ে দিতে বলি ! ঃ)
বি টি ডব্লু, আকাদার দেওয়া লেখাটা বেশ ইন্টারেস্টিং। কিন্তু উদারতাও অ্যাডিকশন ?
kk | ১৩ সেপ্টেম্বর ২০১১ ০৬:০২ | 107.3.242.43
হ্যাঁ পাই, অচিনবাবু ঠিক বলেছেন। সিলিকনের মোল্ড অনেক হাই হীট সহ্য করতে পারে। নিশ্চিন্তে ওতে কেক করতে পারো। আভেনের টেম্পারেচার ৩৫০ ফারেনহাইট রাখতে হবে।
achintyarup | ১৩ সেপ্টেম্বর ২০১১ ০৫:৫৪ | 59.93.242.180
হ্যাঁ, সিলিকনজাতীয় পদার্থের তৈরি ঐ বস্তু আত্মার ন্যায়, আভেনে যে কোন তাপ সহ্য করিবার ক্ষমতা রাখে। আমার গৃহে নিয়মিত ব্যবহৃত হয়, পাত্র বা কেক কোনটারই কোন ক্ষতি হইতে কখনও দেখি নাই।
pi | ১৩ সেপ্টেম্বর ২০১১ ০৪:৫৫ | 128.231.22.133
কলিদি, একটা ফাণ্ডা দাও তো। শাশুড়ি কেক করতে ভালোবাসে ( র্যাদার সেই কেক খেতে আমি খুব ভালবাসি) বলে দুমদাম কী এক কেক তৈরির 'মোল্ড' এর অর্ডার দিয়েছিলুম। সে তো দেখি দেখতে বেশ বাহারী ফুলকাটা, কিন্তু কী এক অদ্ভুত সরীসৃপের ত্বক জাতীয় মেটিরিয়াল। নৈনং দহতি ওভেনঃ, নৈনং ব্রেকন্তি ডিশওয়াশারেন , এইসব বড় বড় কথাও লেখা। তা, এই পদার্থটাকে সত্যি জাস্ট ওভেনে ঢুকিয়ে দেওয়া যায় ? দেখে, র্যাদার হাতে ধরে তো কিছুতে বিশ্বাস হচ্ছে না। মানে, আমার হলেও শাশুড়ির হচ্ছে না। আর এখানকার ওভেনের টেম্পরেচরই বা কত রাখতে হবে ?
kk | ১৩ সেপ্টেম্বর ২০১১ ০৪:৩৭ | 107.3.242.43
রিমির এই ব্রকোলি স্যালাডটা আমিও খুব ভালোবাসি। তবে আমি ড্রেসিং এ ফ্যাটফ্রী মেয়োর সাথে একটু গ্রীক ইয়োগার্ট আর লেমন জেস্ট ও জ্যুস মেশাই। চিনি-ভিনিগার দিইনি কখনো, করে দেখতে হবে তো। বাকি ঐ রোস্টেড বাদাম ইত্যাদি সব একই।
আরেকটা স্যালাড বলবো তোমায় আকাবাবু? অ্যাস্পারাগাস আর জুকিনি স্প্রে দিয়ে গ্রীল করে নাও বেশ ভালো চার্ড হওয়া অব্দি। এর মধ্যে গ্রীন অনিয়ন কুচি করে মিশিয়ে দাও। এবার ড্রেসিং বানাও। লো সোডিয়াম সয় স্যস, রেড ওয়াইন বা সাইডার ভিনিগার, একটু ফ্রেশ আদাবাটা, রসুন মিহি কুচি,গোলমরিচ আর সামান্য সেসমি অয়েল মেশালেই ড্রেসিং হলো। গ্রীল্ড সব্জির ওপরে এটা ঢেলে মিশিয়ে নাও, এবার কিছু টোস্টেড সেসমি সীড্স ছড়িয়ে দাও।খুব ভালো লাগবে।
দেশ বিদেশের খাওয়া নিয়ে কোন টই থাকলে কেউ তুলে দিন। সাতদিন এখন সাহেবদের সাথে খাওয়াদাওয়া করব। রাতে খেলাম পর্ক আর ঘাস ( মানে শাক পাতা আর কি) পুর দেওয়া পিঠে। টই টা কেউ তুলে দিলে কষ্ট করে মেনু দেখে নামটাও টুকে দেব।
I | ১৩ সেপ্টেম্বর ২০১১ ০০:৩৬ | 14.99.249.240
নীরব কেন কবি?
Netai | ১৩ সেপ্টেম্বর ২০১১ ০০:২৮ | 182.64.70.126
এই দেখো। একটু আগে ছিলাম কলকাতায় এখন দিল্লী। গেছোদাদার মতন।
sayan | ১২ সেপ্টেম্বর ২০১১ ২৩:৩৩ | 115.184.31.105
পোর্তো প্লাতা -- এই সেদিন গুগল ম্যাপ সার্চ করছিলাম।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন