এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • siki | ২৬ আগস্ট ২০১১ ১৬:৫১ | 123.242.248.130
  • কুড়ি আজগাল আমায় পাত্তা দিচ্ছে না। মনে বড় দুস্কু।
  • m | ২৬ আগস্ট ২০১১ ১৬:৩৮ | 117.194.38.65
  • দীপ্তেন্দা!!! ছেলেছোগরা আবার কি! তুমি তো দেবানন্দ
    ঃ)
  • m | ২৬ আগস্ট ২০১১ ১৬:২৮ | 117.194.38.65
  • ঝিকি, দীপ্তেন্দা তো সৈকতের দাদা, ঐ পক্ষের লোকদের যা খুশি বলা যায়;)
  • saikat | ২৬ আগস্ট ২০১১ ১৬:১৯ | 202.54.74.119
  • ডিডিদা বাংলা বই পড়বেন? এখনকার না আগেরকার? আগেকার হলে wbpublibnet-এর সাইটটায় চলে যান।
  • Kaju | ২৬ আগস্ট ২০১১ ১৬:১৬ | 59.163.201.173
  • আহা, আমার কবিতাজারিত সিনিমা বড় ভাল্লাগে। তবে যেন স্লো না হয়ে যায়।
  • S | ২৬ আগস্ট ২০১১ ১৬:১২ | 90.200.14.85
  • সিনেমার কথা হছে বুঝি কাল কি সাংঘাতিক একটা সিনেমা দেখলাম the enghlish patient কি সিনেমারে ভাই পুরো কবিতা।
    এই hero রি দেখেছিলাম আর একটা the constant gardener সেটাও ভারী ভালো।
  • Kaju | ২৬ আগস্ট ২০১১ ১৬:১১ | 59.163.201.173
  • নেতু-র আবার বডিগার্ড কী দরকার? কেউ ' ওঁ মণিপদ্মে হুম হুম হুমকি' দিলো নাকি?
  • kiki | ২৬ আগস্ট ২০১১ ১৬:১০ | 59.93.206.100
  • কুমু,
    করেছিলে জেনে ভালো লাগলো।
  • kiki | ২৬ আগস্ট ২০১১ ১৬:০৯ | 59.93.206.100
  • এদিকে আমিও আজ চ্যাপলিন দেখতে যাবো কিনা ভাবচি,অশোকাতে নাইট শোতে দেখতে হবে, আর সেটাই চাপ হয়ে যাচ্ছে, এটাও ভাবাচ্ছে যে ক্ষেউ পাশে লুঙ্গী পরে সিটের উপর পা তুলে বসে থাগবে নাতো! একবার এমন হয়েছিলো,আর আমি সারা সিন্মা চলার সময়টা আড়চোখে লুঙ্গী ঠিক জায়গায় আছে কিনা দেখে কাটিয়েছিলুম।ক্ষী চাপ! এনি আলো?
  • Netai | ২৬ আগস্ট ২০১১ ১৫:৫৯ | 121.241.98.225
  • আমিতো দেখবো বডিগার্ড। ওয়েট করছি। রিলিজ হলেই দেখবো। তবে সিংঘমের রেশ কাটেনি ঠিক করে। বডিগার্ড মনে হয় ভুমিকম্পের পরে আফটারশকের মতন হবে।
  • dd | ২৬ আগস্ট ২০১১ ১৫:৫৯ | 124.247.203.12
  • আরে এক কামরার 'বাড়ী"'র থেকে বেরোতেই এই সিনেমা যন্তনা সহ্য করা আর বৌমা বলে ল্যাপীতে দেখতে।

    এক কাজ কল্লে হয়, ল্যাপী নিয়ে মলের সিঁড়িতে ছেলে ছোগরাদের মতন বসে, ছাতা মাথায় ল্যাপীতে বাংলা সিনেমা দেখা যেতে পারে। বাংলা সিনেমা ও দেখলাম , মলেও গ্যালাম। মাঝে একবার "ইন্টারভ্যাল" বলে চেঁচিয়ে উঠে কিছু খেয়ে এলাম।

    মলদর্শনের ইতিহাসে প্রথম।
  • Kaju | ২৬ আগস্ট ২০১১ ১৫:৫৪ | 59.163.201.173
  • 'চ্যাপলিন' বোধয় আজ বেরোচ্ছে। ভালোই হবে মনে হয়। রুদ্রনীল চ্যানেল টেনে গপ্পো কচ্চিল কাল।
  • Jhiki | ২৬ আগস্ট ২০১১ ১৫:৫৩ | 182.253.0.98
  • কিন্তু m, তুমি তো সেদিন বললে শত্রুকেও উড়োচিঠি দেখতে উৎসাহ দেবে না (ঠিক এই কথাটাই নয়, তবে এইরকম ই কিছু)। তবে কি ডিডিদা তোমার শত্রুও নয়????
  • m | ২৬ আগস্ট ২০১১ ১৫:৪৮ | 117.194.38.65
  • হুঃ,হলে যেতে কে কয়েছে( ভীমরতির প্রথম ধাপ)
    নেটে কত বাংলাসিনেমার লিং রয়েছে- দেখে নিলেই হয়!(ছিরকুটে হাসি)
  • dd | ২৬ আগস্ট ২০১১ ১৫:৪৪ | 124.247.203.12
  • উড়োচিঠি তো বাংলা সিনেমা। বৌমার ক্যামন সরল গোলগাল কথা।(ভেঙিয়ে)।
    ছেন্নাইতে কিনা মিষ্টি দুষ্টু বাংলা ছিনেমা দেখাবে মলে - মরে যাই (ফের বিকট ভেঙচি)।
  • dd | ২৬ আগস্ট ২০১১ ১৫:৪২ | 124.247.203.12
  • কেসির য্যামন কথা। আমার লাইব্রেরীতে যাওয়ার না আছে সময় না আছে এলানে ভাব।

    ছবি ছাবা সব নেটেই পাওয়া যায় । পাওয়া যায় না (বেশীর ভাগ) বাংলা বই। আর ব্রিটিস কাউন্সিল বোধয় সেই ধ্যাধ্যাড়ে নুনগাবাক্কমে। আমার বাড়ী থেকে বাসে ইত্যাদিতে পাক্কা দেড় ঘন্টা।

    কোনো মানে হয়?
  • m | ২৬ আগস্ট ২০১১ ১৫:৩৯ | 117.194.38.65
  • আরক্ষণ ই দেখো- লোক হয় নি বলে দেখা হয় নিঃ((
    উড়োচিঠিও দেখতে পারো- খুউউব ভালো সিনেমা।
  • kc | ২৬ আগস্ট ২০১১ ১৫:৩৭ | 178.61.96.29
  • ডিডি কি ফক্কুরি করতেই শুধু চেন্নাইকে গাল দ্যান। চেন্নাইয়ের ব্রিটিশ লাইব্রেরিটা কিন্তু হেব্বি। পুরোনো ছবিছাবাওয়ালা এত বই কলকাতাতেও নাই।
  • kumu | ২৬ আগস্ট ২০১১ ১৫:৩১ | 122.160.159.184
  • সেন্নাইতে থাগবেন ক্যানো,আমাদের পুজোর মিটিংএ আসুন্না।
  • kumu | ২৬ আগস্ট ২০১১ ১৫:৩০ | 122.160.159.184
  • কুড়িকে কি আমরা ভুলে গেছি?
  • dd | ২৬ আগস্ট ২০১১ ১৫:২৯ | 124.247.203.12
  • এই হপ্তায় আমি ছেন্নাইতে থাকবো অথচ সিনেমা বলতে "রাইজ অব থি প্ল্যানেট অফ এপ্স' নয়তো "কোনান দ্য বার্বারিয়ান"। হিন্দির মধ্যে "আরক্ষণ"। এত্তো গুলো বাজে সিনেমা, অথচো আমায় একটা দেখতেই হবে। নয়তো তামিল বা তেলুগু সিনিমা দেখতে হবে।
    প্রশ্চেন ইজ, কোনটাকে ধরে কোনটাকে ছাড়ি?
  • kumu | ২৬ আগস্ট ২০১১ ১৫:২৯ | 122.160.159.184
  • হ্যাঁ,কৌশিক,তুমহারা নাম কেয়া হ্যায়,কৌশিক?
  • kumu | ২৬ আগস্ট ২০১১ ১৫:২৭ | 122.160.159.184
  • সরি,কৌশিক,ফেবু প্রায় খুলি না বল্লেই হয়,ফেরেন্ড কে কে তাই প্রায় জানি না।তবে এই ফেবুর উল্লেখমাত্রেই তোমার নাম মনে পড়ে গেল,(ক্ষী স্মৃতিশক্তি,হাত্তালি)
  • m | ২৬ আগস্ট ২০১১ ১৫:২৭ | 117.194.38.65
  • কাজু আমি ফেসবুকে নেই-তোমার নাম কি?
  • Kaju | ২৬ আগস্ট ২০১১ ১৫:২০ | 121.244.209.245
  • এর পরে কুমুদি নিশ্চয়ই বলবেন না যে, আপনার ফেবুর ফেরেন্ড লিস্টে যারা আছে, তাদের নাম লেখা থাকা সত্তেও আপনি নাম জানেন না?

    ক্ষী ক্ষান্ডো!
  • kumu | ২৬ আগস্ট ২০১১ ১৫:১৩ | 122.160.159.184
  • হ্যাঁ,কিকির এই পোস্তোটা আমারো বেশ লাগল,যেমন আমি এখনো কাজুর নাম জানি না ।
    আর কিকিকে বলে যাই,সেই ঝিঙের রান্নাটা কাল করেছিলাম,চমৎকার হয়,ভাল সর্ষের তেল দিয়ে।
  • m | ২৬ আগস্ট ২০১১ ১৫:০৯ | 117.194.38.65
  • কিকিঃ))
  • m | ২৬ আগস্ট ২০১১ ১৫:০৬ | 117.194.38.65
  • ঃ))সেই লোকটা কি ইশকুলে যায় ?
  • de | ২৬ আগস্ট ২০১১ ১৪:৫৮ | 59.163.30.4
  • কিকি :)))
  • Shn | ২৬ আগস্ট ২০১১ ১৪:৫৪ | 59.144.10.250
  • অর্পণ, আমি জানাবো তোমায়।
  • kiki | ২৬ আগস্ট ২০১১ ১৪:৫১ | 59.93.206.100
  • ধেৎ, কিসব টাইপো।
  • ppn | ২৬ আগস্ট ২০১১ ১৪:৫০ | 204.138.240.254
  • সুহাসিনী, খুব ব্যস্ত আছি। রাত এগারোটায় আজকাল বাড়ি ফিরি। তাও বলি, পুলিশ কোঅপারেট না করলে আমাকে জানিও। আমার এক কলিগের খুব ওপরের লেভেলে জানাশোনা আছে।

    টেক কেয়ার। পারলে উইকেন্ডে কল করব।
  • kiki | ২৬ আগস্ট ২০১১ ১৪:৪৯ | 59.93.206.100
  • দে,
    জানিনা, আমি অনেককে চিনি যাদের নাম জানিনা।
  • kiki | ২৬ আগস্ট ২০১১ ১৪:৪২ | 59.93.206.100
  • এটা আর টইতে দিলুম্না, আসলে আমার রান্না শেখা শ্বশুরবাড়ীতে,আর মটর ডাল উইদ পাট শাক টা আমার সাসুমার রেসিপি, ইনফ্যাক্ট আমার শ্বশুরবাড়ীর ব্যানার্জী গুষ্ঠির কিছু জিনিস খুব কমন, সারা ভারতে ছড়িয়ে পরা পুরো এই বানার্জিরা একই রকম রান্না করেন।আমার দিদিশাশুড়ির থেকে তার বৌমারা শিখেছে, তিনি ছিলেন ঘটি,আবার তার বৌমাদের থেকে সেসব এই আমাদের নাতবৌদের শেখা।তো আমার আর সেসব রান্না হয় না। তো সেদিন বিগেস রেসিপি চাওয়াতে আমি কিছুতেই ফোড়নের ব্যাপারটায় নিশ্চিন্ত হতে পাচ্ছিলাম্না। তো মাকে ফোন লাগালাম। এই এক আরো অদ্ভুত মানসিক জটিলতা,আমাকে মা তো তাড়িয়ে দিলো, সে ক্ষী ইগোর লড়াই বাপ! আর নিজেও ভারী শক্ত মহিলা, একাই রইলো, আমিও কম কিসে তারই বৌমা,আমিও দেখিয়ে দিইচি আমি একা থাকতে পারি।তো কেস হচ্ছে মার যত ঝাল ও আমার উপর আর যত কিছু জোর জারি ও আমার উপর। সেদিন রাত দহ্‌সটায় ফোন করেই প্রমাদ গুনছি, কি বলে বসে।তো দেখি খুব খুষী হলেন রান্না বিষয়ে জানতে চেয়েছি বলে।
  • Shn | ২৬ আগস্ট ২০১১ ১৪:৪২ | 59.144.10.250
  • মিঠুদি, বিশ্বাস করো, আমারো থাবড়াতেই ইচ্ছে করছিল। কিন্তু কি বিচ্ছিরি অবস্থা তখন... ট্র্যাফিক পুলিস বলছে নম্বর লেখো KA 51 N 4035 আর আমি ইদিকে 4 ছাড় কিচ্ছুটি লিখতে পার্ছি না। এর মধ্যে সে লোক ছবি টবি তুলে নিয়ে ধাঁ।

    ছানা দিব্য আছে, তবে ছানা নেই সে। তিন বছর বয়স হল। নিজেকে বলে, আমি একটা লোক!
  • de | ২৬ আগস্ট ২০১১ ১৪:৩৮ | 59.163.30.2
  • আমি এখন কেমং এট্টা নির্লিপ্ত মতো হয়ে গেচি -- এখন বুঝে গেছি চতুর্দিকে ফাঁদ পাতা, পা দিলে আমারই ক্ষতি! গাড়ি চালানোর সময় ইচ্ছে করে গায়ে পড়ে করা ঝগড়াগুলোকে সযত্নে এড়িয়ে চলি --

    কিকি কি বাই চান্স অলকানন্দা চ্যাটার্জ্জী নামে কাউকে চেনো?
  • m | ২৬ আগস্ট ২০১১ ১৪:৩৫ | 117.194.38.65
  • সুহাস,ছানা ভালো আছে? কত বড়ো হলো সে?
  • Shn | ২৬ আগস্ট ২০১১ ১৪:৩৪ | 59.144.10.250
  • হ্যাঁ, হ্যাঁ, দিল্লিতে পার্টি হোক। আম্মো দিল্লি যেতে চাই।

    কুমুদি, শমীক আমার হয়ে উত্তর দিয়ে দিয়েছে। তুমি এখন বেছে নিও।

    অপিস থেকে বল্লে এইচ আর ভি পি কে জানাও। জানাই এখন তাকে গিয়ে। কাল সকালে যাব পুলিসে।
  • m | ২৬ আগস্ট ২০১১ ১৪:৩৪ | 117.194.38.65
  • আজকাল আমার কেন জানিনা ,মুখে আর কিছু বলতে ইচ্ছে করে না- মনে হয় থাবড়ে গাল ফাটিয়ে দেই।
  • kiki | ২৬ আগস্ট ২০১১ ১৪:২৪ | 59.93.206.100
  • জানা রইলো, আমারো দরকার হলে বেঙীকে ফোনাবো, আমার আবার রোজ ই কারোর না কারোর সাথে ঝামেলা বাঁধে, এই সেদিন আমি ঋভুর গিটার, আর ঋভু তার লোহা লক্কর বোঝাই বস্তাটা নিয়ে স্কুল থেকে ফিরছিলুম,তো তারাতলার জ্যামজটের মধ্যে দিয়ে গোঁ গোঁ করতে করতে আসছি দুজনে , হঠাৎ সাঁই করে গা ঘেঁষে একটা ট্যাক্সি বেরিয়ে গেলো, আমি ভেবে পেলাম না রাস্তার মাঝখানে কেন রয়েছি, খ্যাল করে দেখি এক হতচ্ছাড়া ম্যাটাডোর ওয়ালা ডান দিকের দরজা খুলে দাঁড়িয়ে আছে। যত রাগ গিয়ে পরলো তার উপর, শুধালাম উল্টো দিকের দরজা খুলে দাঁড়িয়ে আছো যে বড়ো! তারপর আমার গাড়ী চালিয়ে দিয়ে হাঁফ ধরে গেলো যখন তখন ফিরে আসছি কি দেখি আমার কুঁচো বাঘটা হালুম করে উঠেছে। কিরে! কি হলো! সে আর বলে না।কিছু নিশ্চয় কানে এসেছে, বড় হচ্ছে ছেলে,স্ল্যাং গুলো ভালোই বোঝে,আমি ঘুরে বললাম কি হলো? কি বলছেন? বলে কিনা যান যান, প্রায় ছুটছিলাম দরজা ধরে চেপে দেবো বলে। কি ভাগ্যি ছেলে সঙ্গে ছিলো,হাত ধরে টানতে টানতে নিয়ে চলে এলো।
  • siki | ২৬ আগস্ট ২০১১ ১৪:১৪ | 123.242.248.130
  • পটাশম্যাম, ইনি সুহাসিনী। লুরুবাসিনী। আমাদের পুরনো চণ্ডাল। পমেটম বলেও ডাকা যেতে পারে ঃ)
  • byaang | ২৬ আগস্ট ২০১১ ১৪:১১ | 122.167.121.30
  • পুলিশের থেকে পেয়েছে তাহলে। যাই হোক, দরকার হলে ফোন করিস।
  • kumu | ২৬ আগস্ট ২০১১ ১৪:১০ | 122.160.159.184
  • হ্যাঁ,হ্যাঁ,পাট্টি হোক,দিল্লীতে হোক।
    shn বলে তো ডাকা যায় না,কী বলে ডাকব ?
    আমি হলাম কুমুদি,সক্কলের -
  • Shn | ২৬ আগস্ট ২০১১ ১৪:০৯ | 59.144.10.250
  • শমীক, হয়ে যাক যে কোনো দিন।

    ব্যাংদি, ফোন করবো। তোমার নম্বর বোধয় আছে আমার কাছে।
  • Shn | ২৬ আগস্ট ২০১১ ১৪:০৭ | 59.144.10.250
  • ব্যাংদি, আমি নম্বর দিই নি গো। পুলিস নম্বর দিয়েছে নির্ঘাত। সেদিন আমি কিছুটা সময় আনকনশাস ছিলম। কিন্তু লোকটা আমায় জিগ্গেস করেছিল আমি কোথায় চাকরি করি। আর তার জন্য রাস্তার পুলিস তাকে তাড়া দিয়েছিলো। ফোন নং দিই নাই।
  • siki | ২৬ আগস্ট ২০১১ ১৪:০৭ | 123.242.248.130
  • পমেটম তাইলে নতুন চাগ্রির পার্টিটা কবে দিচ্ছে?
  • byaang | ২৬ আগস্ট ২০১১ ১৪:০৫ | 122.167.121.30
  • দরকার মনে করলে, আমাকে ফোন করিস। ফোন নম্বর না থাকলে অর্পণের থেকে নিয়ে নিস।
  • byaang | ২৬ আগস্ট ২০১১ ১৪:০৪ | 122.167.121.30
  • হ্যাঁ রে, এইরকম গলায় ট্যাগ ঝোলানো টেকি আর কর্পোরেটদের গুন্ডামি আর মারামারি গল্প তো লিখেছিলাম, এই লুরুতেই। ট্রাকড্রাইভারের হেনস্থা দেখে আমি নিজেই জড়িয়ে পড়েছিলাম। হুতো ও তো একবার লিখেছিল সল্লেকে সেক্টর ফাইভের শিক্ষিত চাকুরেদের গুন্ডামির গল্প।
  • Shn | ২৬ আগস্ট ২০১১ ১৩:৫৯ | 59.144.10.250
  • সব্বাইকে ধন্যযোগ।

    আমার মনে হয়েছিল এই ধরণের র‌্যাশ ড্রাইভিং রিপোর্ট করা দরকার। আমি ভয় পাইনি, কিন্তু কেউ খারাপ ব্যবহার করলে ভয়ানক তিত্‌কুটে লাগে।

    যে আমায় ধাক্কা দিয়েছিলো, তার নাম জুবিন। তাকে দেখে পাড়ার গুন্ডা মনে হয়নি। রীতিমত গলায় ট্যাগ ঝোলানো টেকি, অবশ্য তাতে গুন্ডা হতে কোনো বাধা নেই। তার বন্ধু আমায় কথায় কথায় বলল ইউএস এ অ্যাক্সিডেন্টে জুবিনের পায়ে সার্জারি করতে হয়েছে। তো ভয় কে পেয়েছে আর কেন পেয়েছে সেটা কিছুটা পরিস্কার।

    অফিসে এই বারে জানাচ্ছি। কথা হলো সবে মাত্র সোমবারে রয়টার্সে জয়েন করেছি (রিপোর্টার হয়ে নয়), কোথায় কি জানাতে হবে এখনো রপ্ত হয়নি।
  • byaang | ২৬ আগস্ট ২০১১ ১৩:৫০ | 122.167.121.30
  • তবে লুরুর রাস্তায় মস্তানি হয় না, এটা আমি মানবো না। আমি অনেকগুলো ঘটনা দেখেছি যেখানে মেয়েরা গাড়ি/স্কুটার চালাচ্ছে দেখে ইচ্ছে করে হ্যারাস করে টাকা আদায় করা হয়। ইন ফ্যাক্ট গতকালই দেখলাম রেসিডেন্সি রোডের মোড়ে। ভদ্রমহিলা নিজের মেয়েকে বল্ডুইন গার্লস স্কুল থেকে তুলে গাড়ি চালিয়ে চারশো মিটার মতন গেছেন, দুই অটো ওয়ালা দুইদিক থেকে ওভারটেক শুরু করল ইচ্ছে করে। ভদ্রমহিলার চালানোর জন্য বিশেষ জায়গা দিচ্ছে না , না বাঁদিকে, না ডান্দিকে। যা হওয়ার তাই হল, একটা অটোয় দুম করে ধাক্কা লাগিয়ে দিলেন মহিলা। ব্যাস সবাই মিলে মহিলার গাড়ি আটকে তিনহাজার টাকা আদায় করল। ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত