এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aka | ২৩ আগস্ট ২০১১ ১৮:০৯ | 168.26.215.13
  • বিগাই একখান মেল করেছি, সময়মতন উত্তর দিও।
  • aka | ২৩ আগস্ট ২০১১ ১৮:০৬ | 168.26.215.13
  • ডিডিদা, আম্রিগায় সম্পূর্ণ দেশীয় ভেষজ প্রস্তরীভূত ইলিশ পাওয়া যায় বাংলাদেশী দোকানে। এই ইলিশের যা স্বাদ তা খাঁটি গঙ্গার ইলিশেও বিরল। ওসব বিলিতি মাছ দিয়ে ইলিশের স্বাদ ঘোলে মেটাতে হয় না।
  • Kaju | ২৩ আগস্ট ২০১১ ১৫:৪২ | 59.163.201.173
  • এই হিসেবে কিন্তু সিক্‌-এর উল্টো হওয়া উচিত সিকি। পুঁছো কিঁউ।

    সিক্‌ যদি সর্দার্জি (দেড়েল) হয়, তবে তার উল্টো মানে রাইভাল সিকি ছাড়া আর কে হবে?
  • Kaju | ২৩ আগস্ট ২০১১ ১৫:৩৭ | 59.163.201.173
  • মাইমার জন্যেঃ হা হা হা হো হো হো হ্যা হ্যা হ্যা।

    ডিডিদার মণিমাণিক্যগুলো পিজে টইতে ভেজে দাও কোনো স্বেচ্ছাসেবক।
  • Netai | ২৩ আগস্ট ২০১১ ১৫:৩৬ | 121.241.98.225
  • ঃ))
  • ppn | ২৩ আগস্ট ২০১১ ১৫:৩১ | 204.138.240.254
  • ঃ)))
  • siki | ২৩ আগস্ট ২০১১ ১৫:৩০ | 123.242.248.130
  • এগুলো শিশুটকে যাওয়া উচিত। তবে ল্যাদ খেয়ে আমিও খুঁজলাম না। এখানেই লিখে দিই।

    কন্যে শিখছেন অপোজিট ওয়ার্ড। হেলদি বানান মুখস্ত হল, মানে জানা হল। এবার হেলদির অপোজিট কী?

    মা বলল, সিক্‌। মানে?
    কন্যে ফিক্‌ করে হেসে বলল, সর্দারজি।
  • m | ২৩ আগস্ট ২০১১ ১৫:২০ | 117.194.33.2
  • বাবা শুয়ে শুয়ে ছেলেকে কবিতা শোনাচ্ছে- কাল ছিলো ডাল খালি/ আজ ফুলে যায় ভরে

    ছেলে গম্ভীর মুখে, কি বল্লে?

    বাবাঃআরে কাল ছিলো ডাল খালি
    টিনটিনঃ আজ অনেক তরকারি আছে
  • dd | ২৩ আগস্ট ২০১১ ১৫:১৬ | 122.165.70.5
  • প্রোশ্নো ঃ ইলিশ খেতে গেলো মুখ কেটে রক্তারক্তি ক্যানো হয়?
    উত্তর " কারন ইলিশ কিনতে হলে অনেক ধার করতে হয়।

    হাসি ঃ হো হো হো হো হো হো
  • dd | ২৩ আগস্ট ২০১১ ১৫:১৩ | 122.165.70.5
  • ইলিশ কি খুব একাকী মাছ? প্রোশ্নো।
    "ইয়েস। ইলিশ খুব "লোন"লি মাছ।" উত্তর।

    হা হা হা হা হা হা। (সমবেত অট্ট্যহাস্য)
  • Kaju | ২৩ আগস্ট ২০১১ ১৫:১২ | 121.244.209.245
  • ইলিশের বর্তমান মূল্য হিসেবে কতগুলো সিকি দিতে হচ্ছে?
  • til | ২৩ আগস্ট ২০১১ ১৫:১২ | 165.12.252.211
  • নেমন্তন্ন্য কি শুধু নিজেদের লোকের জন্যে?
    (আর ব্লু সুইমার ক্রাব!)
  • m | ২৩ আগস্ট ২০১১ ১৫:০৩ | 117.194.33.2
  • কাল 'নাকি'আন্নার সমর্থনে সল্টলেকে একটা মিছিল হয়েছে- কেউ কিছু জানো/ন?
  • siki | ২৩ আগস্ট ২০১১ ১৪:৪৬ | 123.242.248.130
  • ইলিশের জন্য কি পার্সোনাল লোন দ্যায়?

    মাছের বাজারটা হেইচডিএফসি আর আইডিবিআই ব্যাঙ্কের ঠিক পেছনেই। ... সেই জন্যেই কি?
  • de | ২৩ আগস্ট ২০১১ ১৪:৩৭ | 59.163.30.4
  • আরেকটা লোন নিয়ে ইলিশ কিনলেই হয় -- কবি বলেছেন, ঋণং কৃত্বা -- ইত্যাদী!
  • de | ২৩ আগস্ট ২০১১ ১৪:৩৬ | 59.163.30.4
  • ঠিক! কুমুদি আর আমার নেমন্ত কি আলাদা?
  • siki | ২৩ আগস্ট ২০১১ ১৪:৩৫ | 123.242.248.130
  • ঐ যে ... হোমলোনের জন্যে আজকাল তিন পোয়া ট্যাংরা পাবদাও কিনতে পারি না। আমার মতম দুখী কে আছে।
  • de | ২৩ আগস্ট ২০১১ ১৪:৩৪ | 59.163.30.3
  • পোচ্চুর সোসন চলছে -- তারিমধ্যে কেসিকে ক্ক দিয়ে গেলাম -- ইলিশের জন্য অন্যদিকে এট্টুস কমই নাহয় হোলো --
  • siki | ২৩ আগস্ট ২০১১ ১৪:৩২ | 123.242.248.130
  • এইভাবে ইলিশ না খেয়ে খেয়েই একদিন মরে যাব। কোনও মিডিয়াতেই কভারেজ পাবে না। মরে গিয়ে আমার অতৃপ্ত আত্মা পাইয়ের ঘাড়ে চাপবে।

    পাই তখন হা ইলিশ জো ইলিশ করে কাঁদতে কাঁদতে মশা মারবে, ফরাসী দোকান থেকে পচা ইলিশের গন্ধযুক্ত বডি পারফিউম কিনে গায়ে স্প্রে করবে।

    মুহাহাহাহাহা
  • siki | ২৩ আগস্ট ২০১১ ১৪:৩০ | 123.242.248.130
  • সে না-হয় হল। কিন্তু হোম লোনটার কী হবে? সেরেফ ঐটার জন্যেই তো ইলিশ কিনে উঠতে পারছি না।
  • kc | ২৩ আগস্ট ২০১১ ১৪:২৮ | 194.126.37.78
  • মহায়রা ইলিশ খান। যত দামই হোকনা কেন মাঝে মধ্যেই নধর দেখে একটা ইলিশ কিনে খান। তারপরে যদি ফাটা লুঙ্গি পরে আপিস কত্তে হয় সে ভি আচ্ছা। ইলিশ তবু খান। মরার আগে আফসোস কম হবে।
  • pharida | ২৩ আগস্ট ২০১১ ১৪:১৮ | 61.16.232.26
  • সে কী সিকি - ইলিশের জন্য মুভমেন্ট চালু হয়ে গেছে বলছ? সত্যি?
  • siki | ২৩ আগস্ট ২০১১ ১৪:১৬ | 123.242.248.130
  • এন্তার এসেমেস আসছে। নয়ডা আসুন, দিল্লি আসুন, প্রোটেস্ট মার্চে অংশ নিন।
  • kumu | ২৩ আগস্ট ২০১১ ১৪:১৫ | 122.160.159.184
  • ঃ-))
  • kumu | ২৩ আগস্ট ২০১১ ১৪:১৪ | 122.160.159.184
  • দে নেমন্তন্ন কর্লো যে সবাইকে!দে আর কুমু কি আলাদা?দে নেমন্তন্ন কর্লেই সে কুমুর নেমন্তন্ন করা হোলো!
  • dukhe | ২৩ আগস্ট ২০১১ ১৪:০৯ | 122.160.114.85
  • পাটভাঙা লুঙ্গি পরে একা সিকি মোমবাতি মিছিল নিয়ে কুমুদিনীর বাড়ি অনশন কত্তে যাচ্ছে । পষ্ট দেখতে পাচ্ছি ।
  • siki | ২৩ আগস্ট ২০১১ ১৪:০৩ | 123.242.248.130
  • লুঙ্গি যদি একমাত্র কোয়ালিফাইং ক্রাইটেরিয়া হয়, তাইলে আমিই একমাত্র পটাশম্যামের বাড়িতে নেমন্তন্ন পাচ্ছি।
  • Netai | ২৩ আগস্ট ২০১১ ১৩:৫২ | 121.241.98.225
  • ডিডিদা বলে কি!!!!!!!!!!!!
    আমরা কি ঠ্যাঙানি খেতে কুমুদির ঘরে যাচ্ছি?
    পাট ভাঙা লুঙ্গি পরে পা টা ভাঙি আর কি।
  • dd | ২৩ আগস্ট ২০১১ ১৩:৪৭ | 122.165.70.5
  • আমার খুব পাষাণ হৃদয়। কিছুই আমায় বিচলিত করতে পারে না।

    এইত্তো দুকুরবেলা অন্ধ্রমেস থেকে ভেজ থালি খেয়ে এলাম। সয়াবীনের পোলাউ আর উচ্ছে ভাজাও ছিলো। তারপর জান্তে পারলাম মামলেটো দেয়(একস্ট্রা খচ্চা), তো একটা প্যাঁজে ছয়লাপ মামলেট ও খেলাম। তাতেই বেশ খুসী খুসী ভাব।

    আমার মনে হয় আমি এক সর্বত্যাগী ভাব সমাধি গোছের স্টেজে পৌঁছে গেছি।

    আর কুমুর বাড়ীতে যারা খেতে যাচ্ছো তাদের পাট ভাঙা লুঙী আছে তো?
  • S | ২৩ আগস্ট ২০১১ ১৩:৪২ | 90.200.14.85
  • ইলিশ হলো গিয়ে একটি সাং ঘাতিক ওভার হাইপড মাছ। মাছের মতো মাছ হোলো কই আর চিংড়ি ও খানিক্টা। তা দেশে এখন কৈ এর কতো দাম?
    ব্যাঙ এর মাছ ওয়ালার গল্পো শুনে মনে পড়লো তখন বাঁকুড়ায় থাকতাম, এরকম সাইকেলে করে একজন মাছ বিক্রি করতে আসতো, আমি কিনতাম ,আর আমার বাড়ীওয়ালি মাসিমা ওপর থেকে আমায় instruct করতেন, তা একদিন মাসিমা নেই তো মাছওআলা আমায় বলে কিনা আপনার মাসিমা মাছের কি জানেন ওনাকে আগে আমি কত্তো ঠকি য়েছি। এরকম honest confession আমি london এর একজন মাছের দোকানের মালিকের কাছ থেকেও পেয়েছিলাম । তাকে প্রশ্ন করে ছিলাম মাছ কবেকার, তা সে চোখ কপালে তুলে বলে কিনা খোদায় মালুম কবেকার।
  • Netai | ২৩ আগস্ট ২০১১ ১৩:৩৯ | 121.241.98.225
  • কিসের সেলিব্রেশন জানিনা। কুমুদি খাওয়াবে শুনছি। আমি তো না বলতে পারিনা।
  • dukhe | ২৩ আগস্ট ২০১১ ১৩:৩৭ | 122.160.114.85
  • এটা কি ০-৪ এর সেলিব্রেশন ?
  • Netai | ২৩ আগস্ট ২০১১ ১৩:২১ | 121.241.98.225
  • সিকিদা,
    কুমুদির নিমন্তন্ন করার মেলটা কি এসেছে? দিন আর ক্ষণ জানিয়ে দিও প্লিজ।
  • I | ২৩ আগস্ট ২০১১ ১৩:১৮ | 14.99.30.181
  • মুগুরকন্যা আমার চাই না ঃ(((
  • kumu | ২৩ আগস্ট ২০১১ ১৩:১৭ | 122.160.159.184
  • বড়াই তাঁহার দত্তক পুত্রকন্যাদের সঙ্গে লইবেন।
  • siki | ২৩ আগস্ট ২০১১ ১৩:০৪ | 123.242.248.130
  • হবসন জবসন স্টাইলে ইলিশের জন্নো বিলাপ করতে মঞ্চায়।
  • I | ২৩ আগস্ট ২০১১ ১৩:০৩ | 14.99.30.181
  • ন্না ন্না, ফোকাস অন্যদিকে ঘোরাবেন্না। অক্টোবরে বাংলাদেশ যাবো, পেটপুরে ইলিশ খাবো, ফোকাস এখনি অন্যদিকে ঘোরালে কী করে হবে ? এই কটা দিন ইলিশ বলে বলে আমার স্বাদকোরকদের উত্তেজিত রাখুন। ফিরে এসে ইলিশ খাওনের একটা জম্পেশ টই উপহার দেবো নে ;)
  • siki | ২৩ আগস্ট ২০১১ ১২:৫৭ | 123.242.248.130
  • খুঁজে নিয়ে মন নির্জন কোণ
    কী আর করে তখন,
    স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন
    স্বপ্ন দ্যাখে মন।

    কবি বলেছেন।
  • siki | ২৩ আগস্ট ২০১১ ১২:৫৬ | 123.242.248.130
  • নাআআআ। কুড়িকে আমি ত্যাজ্য করতে পারি না। কুড়ি আজ নেই আপিসে, ক্লায়েন্ট আপিস গেছে। তাই আমি ব্যথাতুর হয়ে আছি।
  • pharida | ২৩ আগস্ট ২০১১ ১২:৫৬ | 61.16.232.26
  • ঝমঝমে বৃষ্টি এল। ঘুমোলেই সে আসবে স্বপ্নে - দই সর্ষে মেখে সেজেগুজে।

    হয় আজ নয় কাল। একদিন তো আসবেই।
  • Kaju | ২৩ আগস্ট ২০১১ ১২:৫০ | 59.163.201.173
  • ফোকাস এখন কুড়ি থেকে চল্লিশে চেঞ্জ করেছে।
  • dukhe | ২৩ আগস্ট ২০১১ ১২:৪১ | 122.160.114.85
  • দেখেচো! এট্টু অন্যমনস্ক হয়েছি, অমনি সিকি কুড়িকে ত্যাজ্য করেছেন !
  • siki | ২৩ আগস্ট ২০১১ ১২:৩৬ | 123.242.248.130
  • শ্বেতপরী কহো।
  • Kaju | ২৩ আগস্ট ২০১১ ১২:৩৫ | 121.244.209.245
  • কেন হে, আমাদের এখেনেও অনেকের বিশেষ বিশেষ দিনে বাঙালিনী হবার বেয়াড়া ইচ্ছে জাগে। তাহাদের অনেককে আবার অনুরূপ পোষাকে লবিতে ওষ্ঠে-অধরে শ্বেতধূপ জ্বালাইতেও দেখিয়াছি।
  • siki | ২৩ আগস্ট ২০১১ ১২:৩১ | 123.242.248.130
  • লালপাড় ঘিয়ে রঙের শাড়ি পরে কপালে আধুলির সাইজের টিপ লাগিয়ে কেউ আপিস আসে এখনও, সে-ও তো আজই প্রথম জানলাম ঃ-)
  • kumu | ২৩ আগস্ট ২০১১ ১২:২৮ | 122.160.159.184
  • ফলস খোঁপা পাওয়া যায় এখনো,কেউ লাগায়!!!
  • Kaju | ২৩ আগস্ট ২০১১ ১২:২৬ | 121.244.209.245
  • যাক অ্যাদ্দিনে ফোকাসটা পাল্টালো !
  • kumudini | ২৩ আগস্ট ২০১১ ১২:২৬ | 122.160.159.184
  • বা বা,এইত্তো,দে নেমন্তন্ন করেছে।
    তবে আর কী,এগিয়ে পড়ো জনতা,সিধে রাস্তা,দু/আড়াইঘন্টার মামলা।
  • siki | ২৩ আগস্ট ২০১১ ১২:২৪ | 123.242.248.130
  • ইদিকে আমাদের সেই সেদিনকার লুঙ্গি আর হাতকাটা গেঞ্জি পরা অ্যাডমিন মহিলা আজ এসেছেন পরিপুন্নো বঙ্গললনা সাজে। ঘিয়ে রঙের লালপাড় শাড়ি, লাল ব্লাউজ, কপালে আধুলি সাইজের টিপ, সিঁথিতে সিঁদুর, মাথায় একটা ফলস খোঁপা নেট দিয়ে জড়ানো।

    কিছু দেখাচ্ছে!!
  • Kaju | ২৩ আগস্ট ২০১১ ১২:২৪ | 121.244.209.245
  • ফরিদার ১২ঃ১৩ র জন্যে বললাম।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত