এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Tim | ১৮ আগস্ট ২০১১ ০০:০০ | 198.82.19.30
  • হ্যাঁ কাকে পার্মানেন্ট করবে সেটাও বলেনি। হয়ত সিংহটাকে।
  • aka | ১৭ আগস্ট ২০১১ ২৩:৫৮ | 168.26.215.13
  • মানে বলতে চেয়েছিল বেঁচে ফিরলে চাকরি দেব।
  • Tim | ১৭ আগস্ট ২০১১ ২৩:৫৬ | 198.82.19.30
  • আমাদের এক বন্ধু ন্যাট জিওতে অ্যাপ্রেন্টিস হতে যাচ্ছিলো। প্রথম অ্যাসাইনমেন্ট হলো, সিংহকে ফলো করে করে ছবি ও গপ্প লিখতে হবে। তারপরে কাজ দেখে পার্মানেন্ট।
    এই শুনে তার বাবা তাকে দরজার খিল নিয়ে তাড়া করায় ছেলেটির ফুটুর ডুম হয়ে যায়।
  • Paramita | ১৭ আগস্ট ২০১১ ২৩:৫৬ | 202.3.120.4
  • ব্যাঙ, FB-র মেসেজ দ্যাখো।
  • byaang | ১৭ আগস্ট ২০১১ ২৩:৫৪ | 122.167.108.6
  • আকাবাবু আপনি ক্যামোনে অমন চাগ্রি করবেন! জঙ্গলে না আছে মোবাইল নেটওয়ার্ক, নাই আছে ইন্টারনেট কানেকশন, নাই আসে খবরের কাগজ।
  • Tim | ১৭ আগস্ট ২০১১ ২৩:৫৩ | 198.82.19.30
  • হুঁ, এইবার বুইলাম। অত গুণী মানুষ তো ওরম চাগ্রি পাবেই।
  • aka | ১৭ আগস্ট ২০১১ ২৩:৫২ | 168.26.215.13
  • না না বলল তো গাইড হবার।
  • Tim | ১৭ আগস্ট ২০১১ ২৩:৫২ | 198.82.19.30
  • চাগ্রিটা কিসের সেটা বলছেনা। হাইলি ইয়ে কিন্তু।
  • byaang | ১৭ আগস্ট ২০১১ ২৩:৫০ | 122.167.108.6
  • কোয়ালিফিকেশন বলতে গেলে কিছুই লাগে না। জন্তুজানোয়ার ভালোবাসলে আর হাসিখুশি হলেই পাওয়া যায় অমন চাকরি।

    ঐ ছেলেটি কলেজে আমার দুই ব্যাচ সিনিয়র ছিল, লেখাপড়াতেও খুব ভালো ছিল। তবে সে তলে তলে অমন চাকরির ব্যবস্থা করে রেখেছিল, তার বাড়ির লোক জানতেও পারে নি। সে চাকরিটা পেয়ে যাওয়ার পরে আমাকে একবার বলেছিল, নেহাৎ তার মাবাবা ছোটোবেলা থেকে তার পিছনে অনেক পয়সা খরচ করেছে বলে, সে ক্ষমাঘেন্না করে গ্র্যাজুয়েশন অব্দি করে নিল। ঐটুকু না করলেও নাকি সে এই চাকরিটাই পেত এবং করত। বাবা-মার মুখ চেয়ে একুশবছর অব্দি পড়শুনা করেছিল নাকি সে!
  • aka | ১৭ আগস্ট ২০১১ ২৩:৪৫ | 168.26.215.13
  • এই চাগ্রীর জন্য কি এজ লিমিট আছে?
  • nk | ১৭ আগস্ট ২০১১ ২৩:৪৫ | 151.141.84.194
  • টিম, এইজন্যেই তো আমাদের ইস্কুলে টিস্কুলে কেরিয়ার কাউন্সেলিং এর আপিস থাকা উচিত ছিলো। মানে সবরকম কেরিয়ারের অপশন টপশন দেখিয়ে যারা বুঝোবে, শুধু দুইমাত্র কেরিয়ারের দরজা দেখিয়ে স্টামপীড করাবে না।
    কত বৈচিত্রময় কাজ আছে দুনিয়ায়! তাই নয়?
  • aka | ১৭ আগস্ট ২০১১ ২৩:৪৫ | 168.26.215.13
  • সত্যি? তাহলে বাঁচার আশা আছে। গুড।
  • byaang | ১৭ আগস্ট ২০১১ ২৩:৪৫ | 122.167.108.6
  • বলতে ভুলে গেছিলাম সে আবার এসব করার জন্য মাইনেও পায়।
  • Tim | ১৭ আগস্ট ২০১১ ২৩:৪২ | 198.82.19.30
  • ব্যাঙদি,
    এমন চাগ্রির জন্য ক্ষি কোয়ালিফিকেশন লাগে? (হায়, ছোটোবেলায় কেউ এট্টু গাইড কল্লো না!)
  • nk | ১৭ আগস্ট ২০১১ ২৩:৩৯ | 151.141.84.194
  • আকা, ঘুম তো জীবন্ত মানুষেরই পায়!
  • byaang | ১৭ আগস্ট ২০১১ ২৩:৩৮ | 122.167.108.6
  • তিমির মনের মতন চাগ্রি হয়। আমার এক বন্ধু করে। তার কাজের শর্ত হচ্ছে প্রতি বছর তাকে একটি করে নতুন দেশ/রাজ্যের জঙ্গলে পাঠানো হবে। সে ভোরবেলায় উঠে টুরিস্টদেরকে সামলেসুমলে জীপে তুলে জঙ্গলের গাইড হয়ে বেরিয়ে পড়বে। বাঘসিংহ,হরিণ,পাখি দেখিয়েটেখিয়ে এবং দেখেটেখে লজে ফিরে খাওয়া , গান শোনা, বই পড়া এবং ঘুম। আবার বিকেলে বেরিয়ে পড়া। থাকা-খাওয়ার খরচা ঐ কোম্পানীর। এই করে করে তার প্রচুর দেশ ঘোরা হয়ে গেছে।
  • nk | ১৭ আগস্ট ২০১১ ২৩:৩৮ | 151.141.84.194
  • মুজতবা এরে কইতেন, লবেজান।
  • aka | ১৭ আগস্ট ২০১১ ২৩:২৭ | 168.26.215.13
  • আমার মনে হয় এন্ড লাইপ ক্রাইসিস চলেছে। নইলে এত ঘুম কোন জীবন্ত মানুষের পায় কি?
  • Netai | ১৭ আগস্ট ২০১১ ২৩:২৩ | 182.64.70.99
  • অমন চাগ্রি অয় মনেহয়। কোথায় হয় মনে পড়ছেনা। মিডলাইফ ক্রাইসিসের প্রথম লগ্নে স্মৃতিশক্তি বিলুপ্ত হওয়ার কথা লেখা আছে?
  • Tim | ১৭ আগস্ট ২০১১ ২২:৫৭ | 198.82.19.30
  • একগাদা বাইসন, বিভিন্নপ্রকার হরিণ , গ্রিজলি, নেকড়ে আর হ্যানত্যান পাখি দেখে এসে ইস্তক আমারো মিড লাইফ ক্রাইসিস চলছে। ঃ-(
    নিখরচায় ভ্রমণ আর দুব্যালা দুমুঠো খেতে দেবে, এমন কোন চাগ্রি হয়না?
  • Nina | ১৭ আগস্ট ২০১১ ২২:৩৭ | 12.149.39.84
  • ধ্যুস আমার টাইম আপ--টা টা সব্বাই
  • Nina | ১৭ আগস্ট ২০১১ ২২:৩৫ | 12.149.39.84
  • মিড কি করে এত আগে আগে এল রে কিকিয়া? এটা তোর কোচি-লাইফ-ক্রাই----সিস নয়;-)
  • kiki | ১৭ আগস্ট ২০১১ ২২:৩২ | 59.93.220.73
  • সে তুমি হাসো আর যাই করো। এসেছে, ব্যাস।

    ভিডিওটা কিছু বাচ্চা এবং আরো কিছু মানুষের যাদের সেক্সুয়ালী অত্যাচারিত হতে হয়।এবং তাদের প্রতি সমাজের কি আচরন,আর তারা কি চায়, এসব নিয়ে। কিন্তু খুব মারাত্মক কিছু বাস্তব উঠে এসেছে। উঃ
  • Nina | ১৭ আগস্ট ২০১১ ২২:৩০ | 12.149.39.84
  • ব্যাং আজ গেল কই?
  • kiki | ১৭ আগস্ট ২০১১ ২২:২৯ | 59.93.220.73
  • আর আমিও পাসসোনাল উত্তর দিয়েই ফেলি।সেদিন বেঙীর এই ব্যাপারে উত্তর ভাল্লেগেছে। অনেকটা আমি আমার কথা বলি কার--- এর কি, টাইপ।বিচ্ছু মেয়ে একটা।
  • Nina | ১৭ আগস্ট ২০১১ ২২:২৭ | 12.149.39.84
  • এই আমাকে প্লিজ বলে যা কি আছে রে ভিডিও তে??
  • Nina | ১৭ আগস্ট ২০১১ ২২:২৭ | 12.149.39.84
  • রত্রে একটু কিছু করে রেখে দিস না কেন রে? সকালে খেয়ে যাবে ছেলেটা
    কি ভিডিও পোস্ট করেছিস--সেই বাড়ী গিয়ে দেখতে পাব ঃ-(
    আর হা হা হা হা তোর মিড লাফ ক্রাইসিস--ক্রাই করি না হাসি
  • kiki | ১৭ আগস্ট ২০১১ ২২:২৬ | 59.93.220.73
  • শমীক,
    ওটা দেখে আমিও খুব শকড।ঐ ভিডিওটা দমুর থেকে লিংক পেলাম।সত্যি কত আলপটকা মন্তব্য করে দি।অথচ হিসেব কত কঠিন।

    না এবার সত্যি ঘুমুতে যাই।
  • ppn | ১৭ আগস্ট ২০১১ ২২:২৫ | 112.133.206.18
  • লুংগি হল আমাদের সনাতনি কিল্ট।
  • Nina | ১৭ আগস্ট ২০১১ ২২:২৪ | 12.149.39.84
  • @sanda ঃ-)) তো কি হয়েছে--কিকিয়াকে আমি কোশ্নো কত্তেই পারি
  • kiki | ১৭ আগস্ট ২০১১ ২২:২৩ | 59.93.220.73
  • ধুস্‌স্‌স্‌স্‌স.......... আমার এখন মিড লাইপ ক্রাইসিস চলছে আর তার চোটে বাজে নেট অ্যাডিকশন হয়েচে, আর তার চোটে ইতিহাস বই আনচি আর বালিশ করে ঘুমিয়ে পরচি।এদিকে নেটে বসে রাত কাবার করে দিচ্চি। নিট ফল সকালে উঠে প্রায় রোজ ই ছেলেটাকে ম্যাগী খাইয়ে স্কুল পাঠাচ্চি, আর সে বেচারী এক চামচ মুখে দিয়েই চলে যাচ্চে।ওদিকে আমাচ্ছেলেটা একটু খেতে টেতে ভালোবাসে। যাচ্চেতাই অবস্থা। কবে এই ক্রাইসিস কাটবে কও তো?:P আজ পতিগ্গা সাড়ে দশটায় ঘুমুবো।
  • Nina | ১৭ আগস্ট ২০১১ ২২:২০ | 12.149.39.84
  • সান্দা রে, মহিলারা সবেতেই ভাল দেখান---
    কিন্তু ম্যাগোঃ লুঙ্গি অতি বাজে --অদিকিচ্ছিরি
  • sayan | ১৭ আগস্ট ২০১১ ২২:২০ | 115.242.197.137
  • নীনাদি পাস্‌সোনাল প্রশ্ন করছে ঃ-p
  • siki | ১৭ আগস্ট ২০১১ ২২:২০ | 122.162.75.221
  • আমি লুঙ্গি সহ্য করতে পারি না। পিরিয়ড। সে পূজা ভাট পরুক কি আমার বাবা। দেখলেই ইরিটেশন হয়।
  • siki | ১৭ আগস্ট ২০১১ ২২:১৯ | 122.162.75.221
  • কিকির পোস্ট করা ভিডিওটা দেখে থেকে থম্‌ মেরে বসে আছি।

    ভালো লাগছে না।
  • sayan | ১৭ আগস্ট ২০১১ ২২:১৯ | 115.242.197.137
  • সিকি লিখল লুঙ্গি দুচোখে দেখতে পারে না।
    ওরে ফাগল, লুঙ্গি চোখে দেখার জন্য নয়, অনুভব করার জিনিষ, অনেক উচ্চমার্গের ব্যাপার। এমঙ্কি ক্ষেত্রবিশেষে নাইকারাও লুঙ্গিতে ভালো দেখান। উদাঃ, দিল হ্যায় কে মানতা নহি'তে পূজা ভট্ট।
  • Nina | ১৭ আগস্ট ২০১১ ২২:১৮ | 12.149.39.84
  • সে কি রে কিকিয়াআ
    এত্ত তাড়া কিসের
  • kiki | ১৭ আগস্ট ২০১১ ২২:১৬ | 59.93.220.73
  • অনেকেই বসে বসে পাতা রিফ্রেস করে যাচ্ছে। আর একজন এবার হাই তুলে ঘুনু কত্তে চললো।ঃ)
  • Nina | ১৭ আগস্ট ২০১১ ২২:১১ | 12.149.39.84
  • একি ভাট মাঠ খাঁ খাঁ করছে কেন ঃ-০--সব গেল কই?
  • pi | ১৭ আগস্ট ২০১১ ১৮:৫৪ | 72.83.74.17
  • অন্য টইতে জ্যাম করে দিয়েছে ।
  • Netai | ১৭ আগস্ট ২০১১ ১৮:৫৪ | 121.241.98.225
  • সর্ষেবাটা কোথায় ডুবে গেছে। আজকাল আর দেখা যায় না।
  • pi | ১৭ আগস্ট ২০১১ ১৮:২০ | 72.83.74.17
  • না না, ওটা সর্ষেবাটার টইতেও চালান দিয়ে দেওয়া যাবে। বলা যায় না, তারপর সেটা ডিডির কিচাইন থেকেও বেরিয়ে আসতে পারে। একটু গোলমরিচের ছিটে সহ ঃ)
  • Netai | ১৭ আগস্ট ২০১১ ১৮:১১ | 121.241.98.225
  • জ্যাম লাগানো সর্ষে বহুত বোরিং সর্ষে হবে।
    কেসিদা ইফতার পার্টি কেমন চলছে? উটের মাংসের পর্যাপ্ত আয়োজন আছে?
  • kumu | ১৭ আগস্ট ২০১১ ১৮:০৭ | 122.160.159.184
  • বাঃ,কেসি,লিং দিও সম্ভব হলে।
  • kc | ১৭ আগস্ট ২০১১ ১৭:৫৪ | 194.126.37.78
  • আমার আজকে করা পাকামোর গল্পটা একবার শুনুন। আপিসে বিশেষকিছু কাজ ছিলনা। তা ইন্টারনেটে ঘুত্তে ঘুত্তে একটা পিডিএফ বই পেলাম, ১৯১৫ সালে ছাপা। লুভ্যর মিউজিয়ামে রাখা ৫০টা ছবির রঙ্গিন প্রিন্ট আর তার ইতিহাস ভুগোল হ্যানত্যান। একবার করে বইটা দেখি আরএকবার করে গুগল সার্চ মেরে ছবিগুলোর ভাল কোয়ালিটিতে জেপিজি ইমেজ দেখি। দুটো ছবি ভাল লাগাতে মায়ের জন্য প্রিন্টও করাব ভাবলাম। হুশ করে সাড়ে আট ঘন্টা সময় কোথা দিয়ে কেটে গেল জানতেই পাল্লামনা।
  • pi | ১৭ আগস্ট ২০১১ ১৭:৫০ | 72.83.74.17
  • নেত্যবাবু, জ্যাম লাগানো সর্ষে পাওয়া যাবে না ?
  • Netai | ১৭ আগস্ট ২০১১ ১৬:৩৮ | 121.241.98.225
  • বেড়াতেই গেছিলাম। জয়পুর থেকে ১৫০ কিমি দুরে। দেবগাঁও। এক বন্ধুর বাড়ীতে। ইচ্ছে ছিল ওখান থেকে পুস্কর যাবো। কিন্তু বন্ধুর রাস্তা। আজমীর পর্যন্তই যেতে পেরেছিলাম। পুস্কর পাস দিয়েছিলাম। বাকি এই গ্রাম্য স্নিগ্‌ধতা। দীঘিভরা টলটল করা জল। কিছু ভুতের গল্প। টিপিকাল রাজস্থানের গ্রাম। জার্নি বাদ দিলে খুব ভালো কেটেছে। মুসকিল হল জার্নি বাদ দেওয়া যাচ্ছেনা। শুধু জয়পুর থেকে দিল্লী ১০ ঘন্টা লেগেছে। জ্যামে জ্যামে ছয়লাপ। ধুরধুর।
  • kumu | ১৭ আগস্ট ২০১১ ১৬:২০ | 122.160.159.184
  • সায়ন, ফটো দেখব-বাড়ীর ডেস্কোটপ যদি খালি পাই।
  • sayan | ১৭ আগস্ট ২০১১ ১৬:০৬ | 160.83.96.84
  • নাহ্‌ এক্ষট্রা কোনও সুবিধা নাই, ক্ষিন্তু আমি ওটাতেই ইজি। অবশ্যই পিকাসায় পোচুর সুবিধা আছে, ক্ষিন্তু একবার ফোটো আপলোডানোর চক্করে হার্ড ড্রাইভের দুটো ভারি ফোল্ডার সাফা করে দিয়েছিলাম। সেই থেকে সমঝে চলি। ঃ-)

    একটা অ্যাকাউন্ট ছিল আগের, ওটা আজ বাড়ি ফিরে দেখবো।
  • de | ১৭ আগস্ট ২০১১ ১৫:৫৮ | 203.197.30.2
  • মুখবই তে কি আপলোডানোর কিছু এক্সট্রা সুবিধা আছে? মানে কেন প্রোফাইল খুলব সেটা জাস্টিফাই করার চেষ্টা আর কি!

    অপ্পন, বুঝলাম! তবুও রেস্টে থেকো! সুস্থ শরীরে ডবল স্পীডে দৌড়িয়ে মাইলস্টোন কমপেনসেট কত্তে পারবে!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত