এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kk | ১৯ আগস্ট ২০১১ ২৩:৪৫ | 67.187.82.132
  • না ফরিদা, আমি নিতান্তই শান্তিনিকেতনের প্ল্যান্টসায়েন্স। আমাকে মতান্তরে কৃষ্ণকলিও কতি পারো।
  • pharida | ১৯ আগস্ট ২০১১ ২৩:৪৩ | 182.68.73.111
  • আরে এই কেষ্টা কি যদুপুরের ইলেক্ট্রিকাল?

    তাহলে চিনি ।
  • kk | ১৯ আগস্ট ২০১১ ২৩:৪০ | 67.187.82.132
  • আরে না না, আমি বড় ম কেন হবো? সে তো কিকি।

    ঈশান, তোকে দাদা বলতে আমার বয়ে গেছে! তুই ব'লে আমার ক্লাসমেটের ক্লাসমেট ঃ)।

    ইন্দো দা, কবে থেকে আমাকে 'তুমি' বলা শুরু করলে বাছা? তোমাকে পাত্তা দিই না সে কি করে হতে পারে? এই দুদিন আগেও তো ইন্দ্রকাকু বলেই ডাকতাম ঃ)। আচ্ছা অ্যাডাম্‌সের বই কোথাও অনলাইন পাওয়া যাবেনা বোধহয়, না?
  • sayan | ১৯ আগস্ট ২০১১ ২৩:৩৬ | 115.242.158.201
  • ঃ)))))))
  • dd | ১৯ আগস্ট ২০১১ ২৩:২৮ | 122.167.21.90
  • লাস' গোটা পাচেক পোস্টো পড়ে কিছু বুঝলেন ? কে বা কারা কোথায় যাচ্ছে বা অলরেডি পৌঁছে গ্যাছে, কার বউএর লগে কার জানি খুনসুটি,উদিকে কে কি এল না এম?

    উদো দেশে গ্যালেই মরে গ্যালে হিজিবিজবিজ কি লুংগি পরে(ড়ে/ঢ়)খসরা লিখবে না কি এক্স পার্ট ওয়াই পার্ট করে চিৎকৃত হকাবে? এমতি ভৌগলিক হট্টাকাশে ছেন্নাই থেকে গংগা এক সংস্কৃত আয়ন। পজিটিভ বা নেগেটিভ।

    অর্থাৎ মুলদেশ পরিষ্কৃত হওয়া উচিৎ নইলে গন্দোদোষে একাক্কার।

    এই হলো সামারি।
  • I | ১৯ আগস্ট ২০১১ ২৩:২৭ | 14.96.35.217
  • কেষ্টা তো আমারে পাত্তাও দেয় না ইত্যাদি প্রভৃতি ঘ্যানঘ্যান।

    অ্যাডামসের টেক্ষটবুক অফ নিউরোলজি পড়তে পারো।
  • Ishan | ১৯ আগস্ট ২০১১ ২৩:১৮ | 117.194.38.62
  • লিখেই মনে হল। kk কেষ্টাই তো। বড়ো ম না তো? হলে মাপ চেয়ে রাখলাম। ঃ)
  • Ishan | ১৯ আগস্ট ২০১১ ২৩:১৭ | 117.194.38.62
  • উফ লামারও জন্মদিন চলে গেল। আমি আবার লেট। ঃ(

    আর এই ব্যাটা কেষ্টা। ইন্দো তোর দাদা হলে আমাকেও দাদা বলবি।
  • aka | ১৯ আগস্ট ২০১১ ২৩:১৬ | 168.26.215.13
  • ওদিকে টই সাদা, এদিকে ইন্ডিয়ান বাফে খেয়ে ইনসুলিন সার্জ হয়েছে, এই ফাঁকে নেক্সট মিছিলে হাঁটার আগে ভাট কিলিয়ার করলাম। আমি তো বউয়ের সাথে প্রচূর মতের আদান প্রদান করি, নিজের জন্য নয় বউকে শেখাই। ;)
  • Nina | ১৯ আগস্ট ২০১১ ২৩:০৬ | 12.149.39.84
  • আমারো হুতো-হুতির সঙ্গে কথা হল---সব ঠিকঠাক---সোহাগ খুব খুসি , বাবার সঙ্গে খুব খেলা হচ্ছে।
  • Lama | ১৯ আগস্ট ২০১১ ২২:৫৯ | 117.194.226.197
  • কাবলিদা, সুকন্যা পোঁছে গেছে। একটু আগে সোহাগের সঙ্গে আমার ভিডিও চ্যাট হল।
  • dd | ১৯ আগস্ট ২০১১ ২২:৫৮ | 122.167.21.90
  • না বল্লে হয়তো ভালোই হতো কিন্তু বিচ্যুত হওয়ার ভয়ে আমি কয়েই ফেলি।

    আপুনেরা, আপুনেরা না বড্ডো প্যাচাল পারেন। ফালতু কথা বার্ত্তা। খালি ফ্যা ফ্যা ফ্যা। কোনো সিরিয়াসনেস নেই, মোট্টেও।

    আমি তো পার্বো না এইসব লঘু টাইপের হ্যা হ্যা (মতান্তরে ফ্যা ফ্যা)করতে,আমাকে আমার মতো থাকতে দ্যাও আমি গুছিয়ে সিরিয়াস করতে চাই.....

    . "সিরিয়াস করা" একটা নতুন অবদান, ওটা টাইপো নয়
    . বিশ্বাস করা না করা আপুনের উপর। সত্তি বলছি। ওল্ড মংক রাম সেন্নাই আর লুরুতে দু যায়গায় কিনে খেয়ে দেখি ,মাগোঃ ছেন্নাইএর ওল্ড মংক পুরো নিউ মাংকি। একেবারে য্যাসসেতাই।ফেনাইল টাইপের খেতে আর ডেটোল টাইপের গন্দো।
    . ব্যাং কে কই ঃ হা হতোস্মি। বিভিষন যেনো ভুলেও ঘেন্নাইতে না আসে। শোনো কথা। লুরু ছেড়ে কেউ, ক্ষেউ ঝেন্নাইতে আসে? আরে, সুইডেন ছেড়েই বা কেউ ফেন্নাইতে আসে?
    .নেক্স' উইকে লুরু এসতে পারবো না, নানান মিটিন মিছিল আছে। এখোন থেকে তাইলে কাঁদি?
  • kk | ১৯ আগস্ট ২০১১ ২২:৫৮ | 67.187.82.132
  • এই ইন্দোদা, ফ্যান্টোস্মিয়া নিয়ে একটু পড়াশোনা করতে হলে কি কি পড়বো গো? গুগুলে যেটুকু পাওয়া যাচ্ছে তাতে ঠিক হচ্ছেনা।
  • I | ১৯ আগস্ট ২০১১ ২২:৩২ | 14.96.35.217
  • সিকি শিব্রাম ভুল্লিখেছে।
    শিশির ভাদুড়ি নহ, তুমি বোতলের।
  • kd | ১৯ আগস্ট ২০১১ ২২:২০ | 59.93.197.140
  • হুতো, কী হ'লো? এতক্ষণে তো বাড়ি এসে গ্যাছো। রিপোর্ট দাও। মেয়ে-বৌ ঠিকমতো পৌঁছেছে? রাস্তায় কোনো ঝামেলা হয়নি তো? সোহাগের হিউম্যান ফর্মে বাবাকে দেখে কেমন লাগছে?
  • ppn | ১৯ আগস্ট ২০১১ ২১:৩৪ | 204.138.240.254
  • বাড়ি যাই। কাল আমারো ওয়ার্কিং ডে। সোংবার ছুটি।
  • Kaju | ১৯ আগস্ট ২০১১ ২১:৩৩ | 59.93.243.180
  • নবপত্রিকা শারদীয়া সংখ্যাটি প্রকাশিত হইয়াছে কিনা, কেহ জানাইতে পারেন? গতবার দ্বিতীয় সৈকদ্দা বড় উবগার করিচিলেন উহার হদিশ দিয়া। এবৎসর সত্বর বাগাইতে চাহি।
  • sayan | ১৯ আগস্ট ২০১১ ২১:৩১ | 115.241.115.187
  • কুমুদি, ব্যক্তিউইকেন্ডিয় অধিকারহরণজনিত অপশাসনের প্রতিবাদে মুহাহা এক সশব্দ চপেটাঘাত।
  • Lama | ১৯ আগস্ট ২০১১ ১৯:৫৯ | 117.194.226.197
  • ট্রেনিঙের শেষে হাঁফ ছেড়ে ফিরিলাম নিজ নিকেতনে

    জন্মদিনে সবার এত এত শুভেচ্ছা পেয়ে নিজেকে বেশ কমবয়েসী লাগছে ঃ) সবাইকে ধন্যযোগ!
  • byaang | ১৯ আগস্ট ২০১১ ১৯:৪৯ | 122.178.240.245
  • আমিও মনে করিয়ে দিই - আমসত্ত, আমের আচার, তেঁতুলের আচার, কুলের আচার ঝাল ঝাল কাসুন্দি।
  • pi | ১৯ আগস্ট ২০১১ ১৯:২১ | 72.83.74.17
  • পূজাবার্ষিকী টা এইমাত্তর বল্লাম।
    ইন ফ্যাক্ট ওটার ডিমান্ড আমার চেয়ে বেশি মশামেসোর। আনন্দমেলার ঃ)

    পাপড় এখানে পেয়ে যাই। পোস্ত ও ।

    ধোঁকা মিক্সটা ভাল মনে করিয়েছে।

    কিন্তু সামনের ক'দিন আমার কী মজা। আহা, শাশুড়ি আর মাসিশাশুড়ির হাতের রান্না ....

    মশামেসো ও মনের সুখে মাছ বাজার করছে ঃ)
  • aka | ১৯ আগস্ট ২০১১ ১৯:১৯ | 168.26.215.13
  • আজগাল কাউরেই চিনি না।

    কে এই অনীপা? কে এই ভি?

    যাক, টাইপ টু কোন খিস্তি নয় বরং একটু গিকি দর্শন বলতে পারেন। গিকি বললাম এটা একটি স্পেসিফিক বিষয়ের টার্ম বলে। তা বহুদিন ধরে কিছু করতে করতে টার্মগুলো গেঁথে যায়, লোকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে। এবারে আসল কনসেপ্টটা কি? একটু গুগুল সার্চ করলেই খুঁজে পাবেন। গোদা বাংলায় বললে যেকোন ক্ষেত্রে দুই ধরণের এরর ঘটার সম্ভাবনা - এক, আপনি ঠিক জিনিষটি নিলেন না, দুই, আপনি ভুল জিনিষটি নিলেন। যেমন ধরুন অপরাধীদের ক্ষেত্রে - এক, আপনি এক দাগী অপরাধীকে ধরতে পারলেন না, দুই আপনি এক নিরপরাধীকে শাস্তি দিলেন। তো এই দুটিকে ম্যাথামেটিকালি একসাথে মিনিমাইজ করা যায় না। কেন কি এসবের মধ্যে না ঢুকেও কিন্তু ফাণ্ডাটা বেশ বোঝা যাচ্ছে (কেমন দিলাম মামুকে একা কমরেড অপ্পন নকল করতে পারে না)। তো, আমি বলেছি হাজার দাগী অপরাধীকে ছেড়ে দিন চলেগা, কিন্তু একজনও নিরপরাধীকে শাস্তি দেবন না। নাই বা হল সঠিক পলিসি, কিন্তু জেনে বুঝে ভুল পলিসি পাতে দেবন না। এই দুটো ক্ষেত্রেই আমি টাইপ টু এরর কে মিনিমাইজ করার চেষ্টা করছি। প্রাথমিক লক্ষ্য এটা, এটাকে মাথায় রেখে টাইপ ওয়ান এরর কে মিনিমাইজ করার চেষ্টা করুন মানে দাগী অপরাধীকে ধরার চেষ্টা করুন, সঠিক পলিসি বানানোর চেষ্টা করুন।

    তো, এই ধরণের টার্ম আমার এক সহপাঠিনীর জন্য ছিল, যেমন ধরুন গিকি বেসিক প্রোগ্র্রামরা বলে ডু লুপে ঘুরিস না। আশা করি এই নিয়ে মামু, অনীপা ইত্যাদিদের কনফিউশনটা দুর হবে।

    তো, অনীপাকে একটা প্রশ্ন ছিল? আপনি জানেন না, আমি কোথায় এর ব্যাখ্যা দিয়েছি অথচ জানেন আমি ব্যাখ্যা দিয়েছি, কেং করে? মানে এটা জানলে আমার একটু সুবিধা হত, একই থিওরিতে জেনে নিতাম কে আমাকে পোস্ট করেছে যার মেল আমি জীবনে পাই নি।
  • kumu | ১৯ আগস্ট ২০১১ ১৯:১৬ | 122.160.159.184
  • মিঠু,তোমার ল্যাপিতে যা দর্কারী জিনিস আছে অন্য কোথাও কপিয়ে রাখো।
    যদিও যার ঘরে ঈশান হেন পন্ডিত,তাকে এইসব বলার প্রয়োজন নাই,তাও বলতে ইচ্ছে কর্লো
  • pi | ১৯ আগস্ট ২০১১ ১৯:১৬ | 72.83.74.17
  • কুমুদি , ধুর ! তবে তোমার ভালো লেগেছে জেনে ভাল লাগলো ঃ)
  • kumu | ১৯ আগস্ট ২০১১ ১৯:১৩ | 122.160.159.184
  • অ পাই,জয়তী চক্রবর্তী শুনেছ?
    তার চেয়ে তোমার গান আমার অনেক বেশী ভাল লাগে।রাই কনকমুকুর-সেলে রেখেছি।
    পূজাবার্ষিকী,পোস্ত,পাঁপড়,ধোকা মিক্স-মনে কইরে দিলাম।
  • pi | ১৯ আগস্ট ২০১১ ১৯:১১ | 72.83.74.17
  • PM,অনেক ধন্যবাদ ঃ)

    ব্যাঙদি, লিখবো। মাছ ছাড়তে 'প্রায়' সক্ষমের প্রায়ের পিছনের দুঃখের কাহিনী ঃ(

    তুমি ঐ বিভীষণদার মৎস্য পর্বটা এখানে রেখে দাও না। ভাটে হারিয়ে যাবে।
  • kumudini | ১৯ আগস্ট ২০১১ ১৯:০৮ | 122.160.159.184
  • সায়ন,মুহাহা-হাসি না কান্না না কাসি?
  • pi | ১৯ আগস্ট ২০১১ ১৯:০৮ | 72.83.74.17
  • বাড়ি থেকে লোক আসছে। কী কী আনতে হবে লিস্টি চাইছে, আর এখন কিছুই মাথায় আসছে না ! ঃ((
    এমনি সময় কত কিছু মনে হয় , এটা , সেটা ...
    এখন ছোলাভাজা, গাঠিয়া আর ঝাল চানাচুর, হজমি বাদে কিছুই আর মনে পড়লো না ঃ(
  • sayan | ১৯ আগস্ট ২০১১ ১৮:৪৯ | 160.83.97.83
  • এবং কাল আমার ফুলটু ওয়ার্কিং ডে!
    মুহাহাহাহাহাহা .....
  • byaang | ১৯ আগস্ট ২০১১ ১৮:২৫ | 122.178.240.245
  • কুমুকে বল্লাম আগের পোস্টটা।
  • byaang | ১৯ আগস্ট ২০১১ ১৮:২৪ | 122.178.240.245
  • তবে ভুলে যেও না, এই ব্যাপারে প্রথম পোস্টটায় হয়তো, সম্ভবত এগুলো ও ছিল। সেন্নাই থেকে একজনকে কোথায় যেন পাঠানো হবে, সে যদি যেতে রাজি হয়ে জায়। তাহলে সেন্নাইয়ের শূন্যস্থানে লুরুর লোককে বসিয়ে দেওয়া হবে।
  • dukhe | ১৯ আগস্ট ২০১১ ১৮:২০ | 122.160.114.85
  • ভালৈ তো । একটা নাম শিখলেই হবে । বাংলা ইঞ্জিরি আলাদা শিখতে হবে না ।
    নাম পাল্টানোর প্রোজেক্টটা কি টিসিএস ধরে ফেলল ?
  • byaang | ১৯ আগস্ট ২০১১ ১৮:১৯ | 122.178.240.245
  • কুমু, এখানে আবার আমার কথা উঠছে কেন? আমি তো বহুবচনও ব্যবহার করি নাই। তবে আমি যৎপরোনাস্তি খুশি।
  • saikat | ১৯ আগস্ট ২০১১ ১৮:১৭ | 202.54.74.119
  • সবাই এক্সপেক্ট করেছিল, banga, bengal কিছু একটা হবে। কিন্তু পাতি ট্রান্সলেশন করে ছেড়ে দিল, এটা নিয়েই খিল্লি।
  • pi | ১৯ আগস্ট ২০১১ ১৮:১২ | 72.83.74.17
  • কিন্তু শুধু পঃবঙ্গের ই এমন একটা ইংরিজি নাম আছে ক্যানো ?
  • ppn | ১৯ আগস্ট ২০১১ ১৮:০৪ | 204.138.240.254
  • শুনি একটু।
  • saikat | ১৯ আগস্ট ২০১১ ১৮:০৪ | 202.54.74.119
  • আপিসে Paschim Banga নিয়ে প্রচুর খিল্লি চলছে।
  • m | ১৯ আগস্ট ২০১১ ১৭:৫৮ | 117.194.38.62
  • মামির বাড়ির ঘড়ি, রেডিও, ফ্রিজ,গিজার, সব কিছুর মতো ল্যাপিও চলে- নোবেল প্রাপক তোমাদের বাড়িতে ওরা কি করে জানার আগ্রহ রইলো।
  • ppn | ১৯ আগস্ট ২০১১ ১৭:৪৮ | 216.52.215.232
  • (বাঙ্গালিদের) ঘড়ি = ঘোড়ি

    যেকোন অন্য প্রদেশের লোককে জিগ্যেস করলেই কনফার্ম করবে।

    সে যে চলে ফিরে বেড়াবে তা আর বিচিত্র কী!
  • pharida | ১৯ আগস্ট ২০১১ ১৭:৩৪ | 61.16.232.26
  • তাইতো, মামী জানল কি করে যে আমি ঘড়ি কে বললাম - পাঘড়ী - সে অমনি চলতে থাকল। আর রেডিও তো গাড়ি ছাড়া এক পাও নড়েনা - কিন্তু চলে !!!!

    চলি চলি slowly slowly (আমি না "পাঘড়ী" বলল)
  • m | ১৯ আগস্ট ২০১১ ১৭:২৫ | 117.194.38.62
  • ফরিদার বাড়ির সব ঘড়ি, রেডিও,...ইত্যাদি চাকা আর পা যুক্ত। বাঃঃ))

    হাত্তালি।
  • pi | ১৯ আগস্ট ২০১১ ১৭:২৩ | 72.83.74.17
  • গতিশীল ধাবমান ল্যাপি ? :o

    নাঃ, এই ইনোভেশনটি হয়ে গেলে বাঁদর উঠবেই উঠবে।
  • pharida | ১৯ আগস্ট ২০১১ ১৭:২২ | 61.16.232.26
  • এট্টুর জন্য মিস হয়ে গেল নেতাই। আমি তো এদিকে জেনে গেছি চাকা আর পা এর কোনো একটা যার নেই সে চলে না - নোবেল আসছে না। থেমে আছে - এসো সেদিকেই এগিয়ে যাই ঃ))

    অন্ধকার, ড্রপসীন - চট পট চট পট হাত্তলি !!!

    পালাই।
  • m | ১৯ আগস্ট ২০১১ ১৭:২০ | 117.194.38.62
  • ফরিদা কিছু জানে নাঃ(((
    যা কিছু গতিশীল-ধাবমান এবং সুইচ দিয়ে খোলাবন্ধ কত্তে হয়- তারা সবাই চলেঃ)
  • pi | ১৯ আগস্ট ২০১১ ১৭:২০ | 72.83.74.17
  • ফরিদাদা, ঃ))
  • Netai | ১৯ আগস্ট ২০১১ ১৭:১৮ | 121.241.98.225
  • ফরিদাদা। আমি কিন্তু একটা নোবেল প্রাইজ চলতে দেখছি। গুট গুট করে তোমার দিকে আসছে। তোমার 04:50 PM এর অনবদ্য কবিতার জন্যে। আগে ঐদিকটা সামলাও।
  • m | ১৯ আগস্ট ২০১১ ১৭:১৭ | 117.194.38.62
  • কুমু,ল্যাপির বয়েস সাত হতে চল্লোঃ)
  • pi | ১৯ আগস্ট ২০১১ ১৭:১৭ | 72.83.74.17
  • আর অন্য কোন রাজ্যেরই তো বোধহয় এমন একখান ইনজিরিতে ট্রান্সলেটেড নাম নেই।
    north province, middle province, kings' place
  • ppn | ১৯ আগস্ট ২০১১ ১৭:১৫ | 204.138.240.254
  • ওকে, গট ইট। ১৭০৪৮ পাতায়।
  • pharida | ১৯ আগস্ট ২০১১ ১৭:১৪ | 61.16.232.26
  • হ্যাঁ, মামী লেখার পরেই খেয়াল হল আমি আজ অবধি কোনো ল্যাপটপকে চলতে দেখিনি - মানুষ চলে, গাড়ি চলে এমনকী ন্যানো অবধি চলে। ইন ফ্যাক্ট আরো আশ্চর্য হয়ে যাই এই ভেবে যে আজ অবধি একটা মোবাইল ফোনও চলেনি। চরটে চাকা লাগালে দিব্যি চলত।

    কেউ কিচ্ছু বলছে না এই নিয়ে। উফ্‌ফ, কদ্দিক যে সামলাব !!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত