এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Ishan | ১৬ আগস্ট ২০১১ ১৮:৪৪ | 117.194.33.93
  • রিস্টার্ট নাহয় আমি করলাম। কিন্তু আপডেটটা করে কে? একি ভুতুড়ে কান্ড।

    আর কিছু না বললেও হবে, খালি আমার কোনো কর্তব্য নেই সেটা কনফার্ম করা হউক। :)
  • aka | ১৬ আগস্ট ২০১১ ১৮:৪০ | 168.26.215.13
  • পৃথিবীতে এখনও লোকে স্বপ্ন দেখে, এখনও ঘুমের আচ্ছন্নতা ঢেকে দেয় সারাদিনের ব্লুজ, তারই মাঝে আস্তে ধীরে গোধুলি পেরিয়ে সন্ধ্যে নামে তোমাদের কলকাতায় আর বেয়াড়া টইরাও ঠিক হয় পরিচিত নিয়মে, ঠিক যেন এমনটাই হওয়ার ছিল।
  • pi | ১৬ আগস্ট ২০১১ ১৮:৩৫ | 72.83.74.17
  • হ্যাঁ, আমি তো নাহয় এই লেটেস্ট স্বপ্নে এই ব্যাপারটা দেখি নাই। অন্য কেউ মামুকে জানায় নি ক্যানো ? ক্যানো ? ক্যানো ? ক্যানো ?
  • dukhe | ১৬ আগস্ট ২০১১ ১৮:২৫ | 122.160.114.85
  • তাই বলে বেয়াড়া টইপত্তরকে কেউ সিধে করবে না ? এই কি আন্দোলনের চেহারা ?
  • ranjan roy | ১৬ আগস্ট ২০১১ ১৮:১৯ | 122.168.244.196
  • প্রগতিময়দান থেকেও ভাগিয়ে দিলো। যদিও ১৪৪ ধারা নেই। পিঁপড়ের পাখা উঠেছে। জরুরী অবস্থার সময় যুব কংগ্রেস নেত্রী অম্বিকা সোনী সঞ্জয়ের খাস সহযোগী ছিলেন। এখন প্রেসের সামনে বলছেন - আইন কি, উনিও কতবার আইন মেনে(?) জেলে গেছেন, এইসব।
    রাহুল গান্ধী যখন ইউ পি গিয়ে হল্লা মচান? ( বেশ ক'জন রেপ হয়েছে, বলে বিবৃতি দিলেন, কিন্তু ওঁদেরই তদন্ত কমিটি গিয়ে রেপ হওয়ার গল্পের বেসিস পেলো না।)
    দিল্লির পুলিশ কমিশনার নিজের কেসটা বেশ প্রফেসনালি রাখলেন প্রেস কনফারেন্সে।
    কিন্তু আন্নাকে তিহারের চার নম্বরে পুরে দিতেই পুলিশের অন্য চেহারা! পুরো রায়ট পুলিশ সেজে এসে প্রোভোক করছে ভায়োলেন্সের জন্যে।

    দূরদর্শী বক্তব্য তুষার গান্ধীর।ঃ
    এখন কঠিন সময়। কোন রাজনৈতিক দল, ব্যুরোক্রাট ও বিজনেস লবি চায় না মজবুত লোকপাল হোক।
    ইস্যু এখন আন্নার অগণতান্ত্রিক অ্যারেস্ট বা শাসক দলের তানাশাহী!
    জনলোকপাল বিলের কথা ভুলেও কেউ তুলবে না, ব্যক্তি আন্নাকে মুক্ত করা ইস্যু হয়ে দাঁড়াবে।
    জনতার সাময়িক জোশ কদিন পরে ঠান্ডা হয়ে ঘরের ছেলে সব ঘরে ফিরে যাওয়ার সম্ভাবনা বেশি।
    তবু যদি আন্দোলন চলতে থাকে তাহলে হয় ১) এজেন্ট প্রোভোকেচার দিয়ে ভায়োলেন্স করিয়ে আন্দোলনকে বদনাম করে ( আমরা আগেই বলে ছিলাম আন্না হল--- বলে) দমিত করা হবে। ২) বিহিন্ন দল ও ইন্টারেস্ট গ্রুপ নিজেদের লোক ঢুকিয়ে লীডারশিপ হাতিয়ে আন্দোলনকে মিসগাইড করবে।
    তবু এই বয়সে সিনিসিজম ঝেড়ে ফেলে বিশ্বাস করতে ইচ্ছা করে আজও
    মানুষ ভালবাসতে চায়, ভাল হতে চায়, অন্যের সউখে সুখী হয়।
  • pi | ১৬ আগস্ট ২০১১ ১৮:১২ | 72.83.74.17
  • আমি যে দেখলাম, আমি ফাস্ট। উহা কি স্বপ্ন ছিল ?

    যাইহোক, মামুর কাছে আমিও প্রাইজের দাবি জানিয়ে রাখলুম।
  • Kaju | ১৬ আগস্ট ২০১১ ১৭:৫৮ | 121.244.209.245
  • আমি বুইচি কি বুই নাই, ইন্দ্রাণীদি বুইতে পারে নাই। হে হে !
  • i | ১৬ আগস্ট ২০১১ ১৭:৫৬ | 124.168.17.200
  • কাজু বোঝে নাই।সত্যি বোঝে নাই?
  • i | ১৬ আগস্ট ২০১১ ১৭:৫৪ | 124.168.17.200
  • আসলে গেছে, বুঝি নাই।
  • Kaju | ১৬ আগস্ট ২০১১ ১৭:৫২ | 121.244.209.245
  • এটা চন্দ্রবিন্দুর নতুন গান? কিন্তু নাকিসুরে কেন? ও, বুঝেছি। উহারা অ্যাদ্দিনে নিজেদের নামকরণের সার্থকতা প্রমাণ করিল।
  • kumu | ১৬ আগস্ট ২০১১ ১৭:৫১ | 122.160.159.184
  • নড়ালেই নড়বে।
    ঠ্যালাঠেলি করেন এট্টু-
  • i | ১৬ আগস্ট ২০১১ ১৭:৪৯ | 124.168.17.200
  • ওঁড়া বঁক ধঁরে দ্যাঁও, ওঁড়া বঁক ধঁরে দ্যাঁও

    (চন্দ্রবিন্দুর টইতে যাবে, এখন গেল না।)
  • kallol | ১৬ আগস্ট ২০১১ ১৭:৪৫ | 220.226.209.2
  • টই নড়ছে না।
  • Kaju | ১৬ আগস্ট ২০১১ ১৭:৪৪ | 121.244.209.245
  • আরে, কবি-ও তো ঠিকই বলেছেন।

    টাকা মাটি, মাটি টাকা

    টাকা = মাটি
    মাটি = টাকা
    মানে, টাকা = মাটি = টাকা

    সুতরাং, টাকা = টাকা

    সিম্পুল।
  • kumu | ১৬ আগস্ট ২০১১ ১৭:৩৮ | 122.160.159.184
  • ইয়েস,দের এই কতাটি হলো লাখ কতার এক কতা।

    টাকা হলো টাকা।যদিও কোন কোন কবি গাহিয়াছেন টাকা মাটি--ইঃ,সব কবির কতায় কান দিতে গেলে চলে না।
  • de | ১৬ আগস্ট ২০১১ ১৭:৩৪ | 59.163.30.6
  • আওয়ামি -- যাওতুমি -- যারই হোক, টাকা হলো টাকা!
  • Netai | ১৬ আগস্ট ২০১১ ১৭:৩৩ | 121.241.98.225
  • চট পটা পট চট পটা পট
    এই আমি হাততালি দিলাম।
  • dukhe | ১৬ আগস্ট ২০১১ ১৭:৩২ | 122.160.114.85
  • এগুলৈ কি সেই আওয়ামি লিগের টাকা ?
  • dukhe | ১৬ আগস্ট ২০১১ ১৭:৩১ | 122.160.114.85
  • আমি মনে হয় ১৭০০১০০ টাকা পাব ।
  • Kaju | ১৬ আগস্ট ২০১১ ১৭:৩১ | 59.163.201.173
  • ওয়াহ গুরু কী ফতে !

    ইয়ে, এত জয়ধ্বনি কিন্তু এমনি এমনি দিচ্ছি না। গুরু কর্তৃপক্ষ আশা করি হতাশ করবেন না।
  • kumu | ১৬ আগস্ট ২০১১ ১৭:৩০ | 122.160.159.184
  • এমন ঐতিহাসিক মুহূর্ত্ত,অথচ সব কটা ঘাপটি মেরে রয়েচে,হাত্তালি তো দেবে অন্তত!!
  • kumu | ১৬ আগস্ট ২০১১ ১৭:২৮ | 122.160.159.184
  • দে,কাজু ও কুমুর যুগ্ম,সরি তিগ্ম পুরষ্কার জয়!!!
  • de | ১৬ আগস্ট ২০১১ ১৭:২৭ | 59.163.30.4
  • না না আমি না! হয় কুমুদি নয় তুমি! কনগ্রা! খাইয়ে দিও! কিছু টাকা হরিল্লুটও দিও! :))
  • Kaju | ১৬ আগস্ট ২০১১ ১৭:২৫ | 59.163.201.173
  • না না কীবোর্ড ঠিকাছে। এইত্তো হয়ে গেছে, কে পেল তাইলে? দে-দি নাকি?
  • kumu | ১৬ আগস্ট ২০১১ ১৭:২৪ | 122.160.159.184
  • অপ কোর্স,টাকার কতাটাই চমৎকার,বনোবাঁশে আর তেমন গ্ল্যামার নাই।
  • Kaju | ১৬ আগস্ট ২০১১ ১৭:২৪ | 59.163.201.173
  • না ট্যাক্সো মোনয় আছে। ঃ-(
  • de | ১৬ আগস্ট ২০১১ ১৭:২৩ | 59.163.30.4
  • কাজুর কি বোর্ডে জিরোর রাবার প্যাড ক্ষয়ে গ্যাছে নিশ্চয়ই! :))
  • kumu | ১৬ আগস্ট ২০১১ ১৭:২২ | 122.160.159.184
  • হ্যাঁ,মামুর এত পয়সা হল কি করে,কোন গলি দে?
  • Kaju | ১৬ আগস্ট ২০১১ ১৭:২২ | 121.244.209.245
  • মাইমা ৫ঃ১৫ কে বল্লাম।
  • de | ১৬ আগস্ট ২০১১ ১৭:২১ | 59.163.30.4
  • কোনটা চম্‌ৎকার? বনোবাঁশ না সাদা টাকা?
  • Kaju | ১৬ আগস্ট ২০১১ ১৭:২০ | 121.244.209.245
  • আচ্ছা পেরাইজ দেবার কথা তুললেই লোগে এমন করে কেন হ্যাঁ?
  • de | ১৬ আগস্ট ২০১১ ১৭:২০ | 59.163.30.4
  • মামুর অ্যাতো টাকা আসে কোদ্দিয়ে -- তদন্ত কমিশন বসাও ! :))
  • kumu | ১৬ আগস্ট ২০১১ ১৭:২০ | 122.160.159.184
  • বাঃ,অতি চমৎকার কথা।
  • dukhe | ১৬ আগস্ট ২০১১ ১৭:১৯ | 122.160.114.85
  • ১৭০০০০০ টাকা কি সাদা ? ট্যাকসো দিতে হবে ?
  • m | ১৬ আগস্ট ২০১১ ১৭:১৫ | 117.194.33.93
  • আর ভাল্লাগে না- ভাবছি বনোবাঁশে যাবোঃ(
  • Kaju | ১৬ আগস্ট ২০১১ ১৭:১২ | 121.244.209.245
  • চালিয়ে খেলুন মশাই ! ১৭০০০ এর দ্বারপ্রান্তে দাঁড়ায়ে ভাট। যিনি পোথোম পোস্তো মারবেন ১৭০০০ কে লিয়ে, তাকে গুরুর পক্ষ থেকে নাকি ১৭০০০০০ টাকা দেবে কে যেন বলছিল।
  • dukhe | ১৬ আগস্ট ২০১১ ১৭:০৭ | 122.160.114.85
  • আহারে নয়, অনাহারে ।
  • Kaju | ১৬ আগস্ট ২০১১ ১৬:৫৮ | 121.244.209.245
  • তিহারে? আহারে !
  • quark | ১৬ আগস্ট ২০১১ ১৬:৫৩ | 14.139.199.1
  • বাহ্‌! রাজাও তিহারে, আন্নাও ....
  • de | ১৬ আগস্ট ২০১১ ১৬:৪০ | 59.163.30.6
  • সে তো বটেই -- হিটলারীয় আচরণে একটা পিসফুল প্রোটেস্টকে দমনের কি সাংঘাতিক প্রচেষ্টা!

    নীল পুতুল আর কি স্টেটমেন্ট দেবে? রিমোটটাই তো বিদেশে! অপেক্ষা করা হবে তেনার বাটন টেপার জন্য!
  • siki | ১৬ আগস্ট ২০১১ ১৬:৩৫ | 123.242.248.130
  • আছে তো! দুখের মত তেমন উৎসাহ নিয়ে কে-ই বা শুন্তে চায় কুড়ির কথা? ঃ-)

    গল্পটা এখন আর শুধু দিল্লিতে নেই, ছড়িয়ে পড়েছে সারা ভারতে। সারা ভারতের বিভিন্ন ছোট বড় শহর থেকে প্রতিবাদের খবর আসছে। ইতিমধ্যে আন্না সমেত সমস্ত সামনের সারির অ্যাক্টিভিস্টকে তিহার জেলে পাঠানো হয়েছে, ৭ দিনের জুডিশিয়াল কাস্টডি। কিরণ বেদী, কেজরিওয়াল, সিসোদিয়া, সবাই আপাতত জেলে।

    সংসদের দুই হাউসের অধিবেশন মুলতুবি হয়ে গেছে। বিরোধীরা মিটিং করেছে। প্রথমে ঠিক হয়েছিল পার্লামেন্ট বয়কট করা হবে। পরে ঠিক হয়েছে বয়কট হবে না, হট্টগোল চালিয়ে যাওয়া হবে, নীল পুতুলের কাছ থেকে স্টেটমেন্ট দাবি করা হবে।

    আজ সম্ভবত প্রগতি ময়দান, ইন্ডিয়া গেট আরও অনেক জায়গা থেকে র‌্যালি বেরোচ্ছে চারটে নাগাদ। আরও অনেক লোক অ্যারেস্ট হবে। সব র‌্যালির গন্তব্য জেপি পার্ক, যেখানে ১৪৪ ধারা চলছে।

    আমরা গ্যালারিতে বসা দর্শক। দেখছি। কেবল এটা ভাবতে ভালো লাগছে যে, নন-ভায়োলেন্স আজও ম্যাজিক দেখায়। এই দুহাজার এগারো সালেও। এতদিন কেবল ইতিহাস বইতে পড়েছিলাম। প্রশাসন পুলিশ আইন সংবিধান যাদের হাতে, তারা সত্যি ভয় পেয়েছে অনশনে। সাঙ্ঘাতিক ভয় পেয়েছে। সেটা ফুটে বেরোচ্ছে ওদের প্রতিটা আচরণে। অসহায় জাস্টিফিকেশনের প্রচেষ্টা।
  • de | ১৬ আগস্ট ২০১১ ১৬:২৭ | 59.163.30.6
  • চাট্টের সময় বাড়ি কাটছো যে বড়ো? কুড়িও নেই নাকি?

    দিল্লীর কি অবস্থা একটু আপডেট দাও --
  • siki | ১৬ আগস্ট ২০১১ ১৬:২১ | 123.242.248.130
  • নাহ্‌। বাড়িই যাই। আজ দুখেও নেই যে চাট্টি প্রাণের কথা কইব।
  • Paramita | ১৬ আগস্ট ২০১১ ১৫:১১ | 198.95.226.40
  • ঃ))
  • Kaju | ১৬ আগস্ট ২০১১ ১৫:০৮ | 121.244.209.245
  • রিস্টার্ট মারতে বল্লে যে !

    বেশ। আমি Noলিনাক্ষ হতে পারি, তুমি রমেশ হইবে কি? হেমু আর কমু-ই বা কই?
  • siki | ১৬ আগস্ট ২০১১ ১৫:০০ | 123.242.248.130
  • ইকী!! লিনাক্ষ কেন?
  • Kaju | ১৬ আগস্ট ২০১১ ১৪:৪৯ | 121.244.209.245
  • su -
    password: *******
    # init 6
  • siki | ১৬ আগস্ট ২০১১ ১৪:৩০ | 123.242.248.130
  • টই আপডেট হচ্ছে না। রিস্টার্ট মারো কেউ।
  • siki | ১৬ আগস্ট ২০১১ ১৪:০৬ | 123.242.248.130
  • পটাশম্যাম,

    টইপত্তরে আন্না হাজারে থ্রেডে দিন লিংটা।

    কাল এসেমেস আসতে শুরু করেছিল, জনলোকপালের সমর্থনে রাত আটটা থেকে নটা লাইট বন্ধ রাখুন। আজ কাগজেও দেখলাম নয়ডা গুরগাঁওতে অনেকেই লাইট নিভিয়ে রেখেছিল একঘণ্টা।

    আজ একটু আগের খবর, সংসদের দুই হাউসের অধিবেশনই মুলতুবি হয়ে গেছে, দেশজুড়ে লোকজন গুছিয়ে নিন্দেমন্দ করছে ইউপিএ সরকারকে, এর মধ্যেই আন্নাকে একটু আগে রাজৌরি গার্ডেন পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।
  • sayan | ১৬ আগস্ট ২০১১ ১৪:০৬ | 160.83.96.84
  • কারোয়ার'এর কাঁকড়া কারি -- আবার না খেলে এ জীবন বৃথা। ঃ-((
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত