এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pi | ১১ আগস্ট ২০১১ ০০:৫০ | 72.83.100.43
  • আরে এর সেমি নায়িকা ( কৌশানী) নানা প্রকার মুক্তো নিজেই সরবরাহ করে থাকেন। ইনক্লুডিং ওনার লেখা 'কবিতা পত্র' ! তারো কিছু নমুনা দিয়ে দেবো খন। নির্মল আনন্দের টৈ তে ঃ)
  • pi | ১১ আগস্ট ২০১১ ০০:৪৮ | 72.83.100.43
  • মা বাবাকেও নাচতে হবে ? :o
  • Paramita | ১১ আগস্ট ২০১১ ০০:৪৭ | 198.95.226.40
  • হ্যাঁ হ্যাঁ এটাই। পাই এসব মণিমুক্তো কোথায় খুঁজে পায়!
  • nk | ১১ আগস্ট ২০১১ ০০:৪৬ | 151.141.84.194
  • আচ্ছা, পাই, বাজার করার ব্যাপারটা কী? সৌমিত্র বাজার করতেন????
  • Paramita | ১১ আগস্ট ২০১১ ০০:৪৬ | 198.95.226.40
  • যাই ঘুমোতে যাই। কাল সকাল আটটায় মেয়ে স্কুলের অ্যাসেমব্লিতে "তারে জমিন পর"-এর নাচ করবে - তারজন্য মেয়েদের সঙ্গে সঙ্গে নিজেকেও রেডি করতে হবে। কি দিনকাল পড়লো। জন গণ মন গাওয়া মফঃস্বল ইশকুল থেকে কলকাতার ইশকুলে এসে এই আকাশে আমার মুক্তি অ্যাসেমব্লিতে গাওয়া হয় দেখে হেবি ইমপ্রেসড হয়েছিলাম। আর এখন কি রিয়াকশান দেওয়া উচিত সেটাই ভেবে পাই না।
  • nk | ১১ আগস্ট ২০১১ ০০:৪৪ | 151.141.84.194
  • এখানেই বলে যাই, বড়াই, অনুবাদ তোফা হচ্ছে।
  • pi | ১১ আগস্ট ২০১১ ০০:৪৩ | 72.83.100.43
  • পামিতাদি, এইটা তো ?
  • nk | ১১ আগস্ট ২০১১ ০০:৪২ | 151.141.84.194
  • আমি যে রিসকাওলা
    দিন কি এমন যাবে?
    বলি গো ও মাধবী
    তুমি কি আমার হবে?

    এ হলো বাবরের গান। অনেক রিস্ক নিয়ে যুদ্ধু টুদ্ধু করে তবে না ভারত-মাধবী তেনার হলো?
  • sayan | ১১ আগস্ট ২০১১ ০০:৪২ | 115.184.124.227
  • একটি দুটি সন্তানের পর ল্যাপটপকে ল্যাপে রাখাই শ্রেয়।
  • I | ১১ আগস্ট ২০১১ ০০:৪১ | 14.99.80.176
  • আমার ল্যাপটপ আমার হৃদে ভেঙে দিয়েছে। তার কিসব অ্যাবারেন্ট কানেকশন তৈরী হয়েছে কি-প্যাডে। এক বাটন প্রেস করলে অন্য জিনিষ আসছে। আবার মাঝেমধ্যে কোন অদৃশ্য ডাস্টার (কালের সম্মার্জনী?) সব লেখা মুছে দিচ্চে। টইয়ের লেখাটা চারবারের বার ঠিক লেখা গেল।
    আমারি বঁধুয়া ইত্যাদি। বেশী মাথায় তোলার ফল।
  • Tim | ১১ আগস্ট ২০১১ ০০:৪০ | 173.163.204.9
  • ডাক্তারও তো ফেরিওলা। জীবনের। (পুউরো মেগাসিরিয়ালের নামের মত হলো)
  • nk | ১১ আগস্ট ২০১১ ০০:৩৯ | 151.141.84.194
  • আরে বড়াই, ক্ষমা করিনি কেন? তোমাকে তো বলেনি, তুমি যে ডাক্তার সে তো তারা জানেন।
  • I | ১১ আগস্ট ২০১১ ০০:৩৬ | 14.99.80.176
  • আমাদ্দিকে তাকিয়ে একবার একজন বলেছিলেন এমনি করে। "আজকাল তো রিক্সাআলা-ফেরিআলা পজ্জন্ত মোবাইল ফোন কানে দিচ্ছে !'

    এটা "ক্ষমা করিনি'তে দেবো ভেবেছিলাম। তারপর ভাবলাম, নাঃ থাক।
    সন্ন্যাস ক্রমেই আসিতেছে।
  • Paramita | ১১ আগস্ট ২০১১ ০০:৩৫ | 198.95.226.40
  • বাইশে শ্রাবণ মূলক অনুষ্ঠানে "ওলো সই ওলো সই আমার ইচ্ছা করে তোদের মত মনের কথা কই"-এর মিউজিক ভিডিও টাইপের কিছু একটা দেখতে হোলো। হাজার হাজার জনতা বিভিন্ন রকমের মোবাইল হাতে নিয়ে মনের কথা কইছে - এই পিকচারাইজেশন।
  • nk | ১১ আগস্ট ২০১১ ০০:৩৫ | 151.141.84.194
  • আচ্ছা বড়াই, ঠাকুর কি চীনের ওয়ান চাইল্ড পলিসির কথা জানতেন????
  • nk | ১১ আগস্ট ২০১১ ০০:৩৪ | 151.141.84.194
  • ফুচকাওলা চুরমুরওয়ালা সবাই ব্যস্ত হয়ে ফোনে কথা বলেন। "তিন পয়সার পালা" র দেশিয় সংস্করণ এ ভিখারীদের বিরাট সংঘ, সকলেই মোবাইলে যোগাযোগ রাখেন।
  • I | ১১ আগস্ট ২০১১ ০০:৩৩ | 14.99.80.176
  • তাইজন্যেই ঠাকুর বলেছেন- একটি-দুটি সন্তান হবে, ভাইবোনের মত থাকবে। ল্যাপটপের কথা ভেবেই বলেছেন।
    ল্যপটপকে ল্যাপে রেখো, মাথায় চড়িও না। স্মার্ট ফোং-কেও না। সে হল গিয়ে, ইয়ে, পরইস্ত্রি।
  • kc | ১১ আগস্ট ২০১১ ০০:৩২ | 178.61.96.29
  • হামি বড়নোক আছি। আপিস থেকে ব্ল্যাকবেরী দিয়েছে, আউট্‌লুক ধরার জন্য। নিজের আইফোং আছে। কিন্তু আইফোঙে কিচ্ছু কত্তে পারিনা গান শোনা আর ছবি তোলা ছাড়া।
  • nk | ১১ আগস্ট ২০১১ ০০:৩১ | 151.141.84.194
  • আরে ফোনের ব্যাপারে আরো এগিয়ে বাংলাদেশ। যতো নাটক দেখি, ফোনই সেখানে ৫০% কাজ করে দেয়। ঃ-)
  • Paramita | ১১ আগস্ট ২০১১ ০০:৩১ | 198.95.226.40
  • নাহ।
  • hu | ১১ আগস্ট ২০১১ ০০:৩০ | 12.34.246.72
  • ইউনিকোডে গুরু দেখা যায় না স্মার্টফোন থেকে?
  • nk | ১১ আগস্ট ২০১১ ০০:৩০ | 151.141.84.194
  • তা ও বটে। ঃ-)
  • hu | ১১ আগস্ট ২০১১ ০০:২৯ | 12.34.246.72
  • ল্যাপটপ সর্বত্র বিরাজমান। এড়িয়ে যাবে কোথায়!
  • Paramita | ১১ আগস্ট ২০১১ ০০:২৯ | 198.95.226.40
  • আম্রিকায় থাকতে আমারো স্মার্ট ফোন (সস্তায় আপগ্রেড দিতো যে) ছিলো কিন্তু ডেটা প্ল্যান নিই নি। রাস্তায় গাড়ি চালাতে ব্যস্ত থাকতাম। এখানে ওটা মাস্ট। লুরুর সুবিখ্যাত ট্রাফিকে আটকে গেলে স্মার্ট ফোন জীবনের একমাত্র বিনোদন হয়ে ওঠে। শুধু গুরুটা করা যায় না এখনও, বাকি সবের জন্য অ্যাপ আছে।

    ফোনের ব্যাপারে ভারতবর্ষ আম্রিকার থেকে অনেক এগিয়ে।
  • aka | ১১ আগস্ট ২০১১ ০০:২৭ | 168.26.215.13
  • আঃ নিশি, স্মার্ট লোকেদের ফোনে স্মার্টনেস লাগে না। ;)
  • sayan | ১১ আগস্ট ২০১১ ০০:২৭ | 115.184.124.227
  • স্মার্ট ফোংএর জন্য পুরাতন সঙ্গীটিকে ত্যাগ দিতে রাজী নই, আমি হৃদে (হৃদয়বান)।
  • aka | ১১ আগস্ট ২০১১ ০০:২৭ | 168.26.215.13
  • এইজন্যই এমন কোথাও বেড়াতে যেতেই নেই যেখানে ল্যাপটপ লাগবে। রুটকজ খুঁজে খুঁজে একেবারে সমস্ত সমস্যার সমাধন করতে হবে। তবেই না।
  • nk | ১১ আগস্ট ২০১১ ০০:২৬ | 151.141.84.194
  • স্মার্ট লোকেরা স্মার্টফোন নেয়। ঃ-)
    ফোনটা কীরকম, কেউ বুঝিয়ে দেবে?
  • Tim | ১১ আগস্ট ২০১১ ০০:২৪ | 173.163.204.9
  • সংযমের পরীক্ষা দেবো বলে স্মার্ট ফোন নিয়েছি। সব মিথ্যা, কৌপীন সত্য।
  • hu | ১১ আগস্ট ২০১১ ০০:২৩ | 12.34.246.72
  • কোথাও বেড়াতে গেলে স্মার্ট ফোন কাজে আসে। ল্যাপটপ ঘাড়ে করে ঘুরতে হয় না।
  • nk | ১১ আগস্ট ২০১১ ০০:২১ | 151.141.84.194
  • দশরথ কেস। পুত্রশোক পাবার জন্য এত ঝামেলা করে পুত্র পাওয়া।
  • aka | ১১ আগস্ট ২০১১ ০০:২০ | 168.26.215.13
  • আমি স্মার্ট ফোনের দিকে তাকাই না, আমি যোগী।
  • aka | ১১ আগস্ট ২০১১ ০০:১৯ | 168.26.215.13
  • স্মার্ট ফোন থাকলেই ওসব আসবে ধীরে ধীরে।
  • hu | ১১ আগস্ট ২০১১ ০০:১৯ | 12.34.246.72
  • আমার ছিল। ছেড়ে দিয়েছি। আমি সন্নেসী।
  • Tim | ১১ আগস্ট ২০১১ ০০:১৬ | 173.163.204.9
  • আমার এস্মার্ট ফোন। কিন্তু ডেটা প্ল্যান নাই, অ্যাপ নাই। বাঁশই নাই তো বাঁশি। ঃ-)
  • pi | ১১ আগস্ট ২০১১ ০০:০১ | 72.83.100.43
  • আমার তো তাই। হাম্বা ফোন ঃ)
  • aka | ১০ আগস্ট ২০১১ ২৩:৫৫ | 168.26.215.13
  • মোবাইলে অ্যাপ নেই ব্যপারটা একটু গোলমেলে। আজ নেই কিন্তু কাল যে অ্যাপ থাকবে না এমন গ্যারান্টি কেউ দিতে পারে না। তাই এমন একটা মোবাইল রাখুন যাতে অ্যাপ রাখাই যায় না। হুঁহুঁ অনেক আগে থেকেই এসব ভেবে রাখা আছে।
  • hu | ১০ আগস্ট ২০১১ ২৩:৫৪ | 12.34.246.72
  • কিন্তু যারা মোবাইল থেকে অ্যাক্সেস করছে তাদের কাছে যদি তোমার কনট্যাক্ট নাম্বার থেকে থাকে তাহলে কি সেটা ডিসপ্লেড হয়ে যাচ্ছে?
  • Tim | ১০ আগস্ট ২০১১ ২৩:৫২ | 173.163.204.9
  • হুঁ আমারো।
  • pi | ১০ আগস্ট ২০১১ ২৩:৫১ | 72.83.100.43
  • নাঃ। ভাল করে দেখলাম। আমারটা ঠিকই আছে। আমার মোবাইলে অ্যাপ নেই। তাই নন ফে-বু কারুর নং নেই। আর ফে বু তেও সবার নং দেখাচ্ছে না। মানে, যারা সেই অপশনে সায় দ্যায়নি, তাদেরটা দেখাচ্ছে না।
  • Tim | ১০ আগস্ট ২০১১ ২৩:৫০ | 173.163.204.9
  • অঙ্ক কি কঠিন! নন ফেসবুক বন্ধুদের কনট্যাক্ট দেখাচ্চে না। তার মানে যাদেরটা দেখাচ্ছে তাদের মোবাইলে এফবি অ্যাপ আছে। তাইতো?
  • sayan | ১০ আগস্ট ২০১১ ২৩:৪৯ | 115.184.124.227
  • ওহো, ফেসবুক অ্যাপ দিয়ে লগিন করলে তুমি বাই ডিফল্ট এগ্রী করছো যে তোমার কন্ট্যাক্ট পাবলিক হবে। টার্মস অ্যান্ড কন্ডিশনস দেখো। ঃ-)
  • Tim | ১০ আগস্ট ২০১১ ২৩:৪৮ | 173.163.204.9
  • আসলে হয়েছে কি, এই মুহূর্তে হাতের কাছে ভালো সিনিমা নাই। একটা ল্যাপি ক্র্যাশ করে শেষের দিকের ডাউনলোডগুলো ভোগে গ্যাছে, তাই নেটফ্লিক্স ব্রাউজ করে স্পাই নেক্সট ডোর দেখলাম। বোর্ন আল্টিমেটাম আবার দেখলাম। ইনসাইডার দেখলাম। গ্যাঙ্‌স অফ নিউ ইয়র্ক দেখলাম।

    হিস্‌স্‌স তো শুদু ট্রেলার দেখেছি, ইউটিউবে। বল্লো অক্টোবরে আসিতেছে, ভাবলাম আসছে অক্টোবর। ঃ-)
  • aka | ১০ আগস্ট ২০১১ ২৩:৪৮ | 168.26.215.13
  • আমার বন্ধুরা সবাই অক্ষত।
  • sayan | ১০ আগস্ট ২০১১ ২৩:৪৭ | 115.184.124.227
  • না সবার দেখাচ্ছে না। উদাঃ, টিম নিজের প্রোফাইলে ফোন্নং দেয়নি। তাই টিম'এর নাম/নাম্বার ওই লিস্টে নেই।
  • Paramita | ১০ আগস্ট ২০১১ ২৩:৪৬ | 198.95.226.40
  • সায়ন, তোমার মোবাইলে ফেসবুক অ্যাপ নেই, তাই বেঁচে গেছ। নইলে সবারটাই দেখাতো।
  • pi | ১০ আগস্ট ২০১১ ২৩:৪৫ | 72.83.100.43
  • আমার লিস্টে সবার নং দেখাচ্ছে।
  • Paramita | ১০ আগস্ট ২০১১ ২৩:৪৫ | 198.95.226.40
  • টিম, তোমার মোবাইলে ফেসবুক অ্যাপ নেই, তবু তোমার নন-FB বন্ধুদের ফোন নাম্বার ছাপিয়েছে? তা কি করে হয়?
  • pi | ১০ আগস্ট ২০১১ ২৩:৪৪ | 72.83.100.43
  • আজ কী বার ?
  • sayan | ১০ আগস্ট ২০১১ ২৩:৪৩ | 115.184.124.227
  • কিছু একটা বুঝতে পারছি না। অ্যাকাউন্টস -> এডিট ফ্রেন্ডস -> কনট্যাক্টে গেলে আমার ফ্রেন্ড লিস্টে যারা যারা নিজের নিজের প্রোফাইলে ফোন নাম্বার ডিসপ্লে ভিজিবল রেখেছে শুধু তাদের নাম্বার লিস্ট করে আমাকে দেখাচ্ছে। এটায় কী চাপ হল? কিছু মিস করছি কি?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত