আমি আজকে একটা সিনেমা দেখে এলাম। আর সেটা খুব খুব ভালো লাগলো - আই অ্যাম কালাম। স্ট্যানলি কা ডাব্বার থেকেও বেশি ভালো লাগল। সবাইকে দেখে আসতে বলছি।
hu | ০৫ আগস্ট ২০১১ ২৩:২৩ | 12.34.246.72
না, ঋতুপর্ণ না। উনি ধৃতিমানের স্ত্রী, আমু চ্যাটার্জী (নামটা এরকমই পড়লাম মনে হল)। ভদ্রমহিলা তামিল। ওনার হয়ে ডাব করেছেন ঋতুপর্ণ। প্রতিদিনের রোববার থেকে এসব জ্ঞান অর্জন করেছি ঃ-)
byaang | ০৫ আগস্ট ২০১১ ২৩:২২ | 122.167.220.93
না নীনাদি, মায়ের রোলে ধৃতিমানের বৌ অভিনয় করেছে, তবে গলার আওয়াজটা ঋতুপর্ণর।
Nina | ০৫ আগস্ট ২০১১ ২৩:২১ | 12.149.39.84
রিভ্যু মাস্টার হইল একমাত্তর ইন্দোডাগদার! আমার কোশ্নোর কেউ উত্তর দিলনা ঃ-(( নলিনাক্ষর রোলে কি ওটা ঋতুপন্ন?
siki | ০৫ আগস্ট ২০১১ ২৩:২০ | 80.239.242.149
নেতাইয়ের জন্মদিন উপলক্ষ্যে গলা পজ্জন্ত ঠেসে এলাম। আশীব্বাদ করি নেতাইয়ের মাসে মাসে জন্মদিন হোক।
aka | ০৫ আগস্ট ২০১১ ২৩:১৯ | 168.26.215.13
খুব সহজ সূত্র। বর্তমান-অতীত, বর্তমান-অতীত, বর্তমান-অতীত করতে করতে একটা হ্যালু, সাথে দুপয়সার সেন্টু। অপোন্নার ছবি তৈরি। ও হ্যাঁ স্মার্ট ক্যামেরা, উন্নত মিউজিক, কিছু স্মার্ট দৃশ্যায়ন।
Paramita | ০৫ আগস্ট ২০১১ ২৩:১৭ | 122.172.37.246
এহে, এটা পড়ে ফেললাম। কিন্তু অপন্নার ছবিতে কি একটু হ্যালু থাকবেই?
aka | ০৫ আগস্ট ২০১১ ২৩:১৬ | 168.26.215.13
এমনিতে স্মার্ট ছবি।
কিন্তু ঐটা হ্যালুসিনেশন!!! বোঝো!!! পুরো সিনেমাটাই হ্যালুসিনেশন নয়ত? ক্ষী ক্ষাণ্ড।
Paramita | ০৫ আগস্ট ২০১১ ২৩:১২ | 122.172.37.246
ছবিটা সবাইকে খুব নাড়া দিয়েছে মনে হয়।
Paramita | ০৫ আগস্ট ২০১১ ২৩:০৯ | 122.172.37.246
এক ভালমানুষ স্কিপ করে যাচ্ছে। ফেসবুকেও এক ব্যাপার। একজনের পোস্ট হাইড করে দিলাম ২৫-টা ইঃ মৃঃ কমেন্ট পড়েছিল বলে।
Nina | ০৫ আগস্ট ২০১১ ২৩:০৯ | 12.149.39.84
আচ্ছ নৌকাডুবিতে নলিনক্ষর মায়ের রোল এ ওটা ঋতুপর্ণ?? কেউ জান? প্লিজ বল।
nina | ০৫ আগস্ট ২০১১ ২৩:০৭ | 12.149.39.84
গানটা খুব ভাল বিষে বিষ---আর নীল নীল কঙ্কনা---ট্রেলর দেখেছি
kc | ০৫ আগস্ট ২০১১ ২৩:০৭ | 178.61.96.29
দুটো ভালমানুষ সিনেমাটা দেখবে বলে ভাবছে, এই সময় আকা-রিমি শুরু করেছে স্পয়লার দিতে।
nina | ০৫ আগস্ট ২০১১ ২৩:০৬ | 12.149.39.84
এই বোলে দিও না বোলে দিও না আজই দেখব!!
rimi | ০৫ আগস্ট ২০১১ ২৩:০৪ | 168.26.205.19
ইতি মৃণালিনী আমার ভালো লেগেছে। আকার ২ এবং ৩ নম্বর পয়েন্টের সঙ্গে আদৌ একমত নই। ২ নং পয়েন্ট, শিশুমৃত্যু কেন দেখানো হয়েছে এব্যপারে বিশদে আলোচনা করার সময় নেই। তবে নিছক অ্যাপিল বাড়ানোর জন্যে নয় অবশ্যই।
৩ নং দেখে আমি হতবাক। মৃনালিনীকে কেউ গুলি করে নি। সে হার্ট অ্যাটাকে মারা গেল। মারা যাবার আগে হ্যালুসিনেশন হয়েছিল!
nyara | ০৫ আগস্ট ২০১১ ২৩:০৪ | 122.172.37.246
রেগুলার বোধহয় ওরকমই হবে। আমরা বোধহয় হাফ প্রাইসে পেয়েছিলাম।
Paramita | ০৫ আগস্ট ২০১১ ২৩:০৪ | 122.172.37.246
বেশী না, ডিঙ্গোরার ডবল জাস্ট। তা প্রথম হ্যারি পটারের পর এই হলে গিয়ে ছবি দেখা। কাজেই চলে যায়। ছবি দেখবো কি, কম্বল টম্বল দিয়ে এমন পরিবেশ তৈরী করল যে ঘুমিয়েই পড়লাম প্রায়।
nina | ০৫ আগস্ট ২০১১ ২৩:০৩ | 12.149.39.84
how much উফ!
Nina | ০৫ আগস্ট ২০১১ ২৩:০২ | 12.149.39.84
কয়েক বছর আগে--দিল্লীতে গেছি চোখের বালি দেখতে--বর তার বোনেদের সব্বইকে নিয়ে গেছে সিনেমা দেখতে --হে হে টিকিট কেতে জিগায় হোয় মুচ বলে 1500.00 সেই শক আজও ভোলেনি ঃ-)))
aka | ০৫ আগস্ট ২০১১ ২৩:০২ | 168.26.215.13
মানে কত? ১০০০?
nyara | ০৫ আগস্ট ২০১১ ২৩:০১ | 122.172.37.246
ওই তো মজা। টিকিটের এমন দাম করেছে যে মন খুলে ঘুমোনও যাবে না। রদ্দি মার্কা সিনেমাও জাগ্রত বিবেকে ঠায় দেখতে হবে।
kc | ০৫ আগস্ট ২০১১ ২২:৫৯ | 178.61.96.29
ইতি মৃণালিনী দেখুন। ভাল লাগবে।
aka | ০৫ আগস্ট ২০১১ ২২:৫৯ | 168.26.215.13
আহা এরকম হলে আমি যেকোন সিনেমা দেখতে যেতে পারি।
Nina | ০৫ আগস্ট ২০১১ ২২:৫৮ | 12.149.39.84
ডিঙ্গোরা বেশ ঝোপ বুঝে কোপটি মারছে--শুরু করেছিল--$1.99 এখন নৌকাডুবি ও $5.99 আর বেড়েই চলেছে
nyara | ০৫ আগস্ট ২০১১ ২২:৫৭ | 122.172.37.246
এখানে একটা সিনেমা দেখতে গেছিলাম হলে। 'ধোবি ঘাট"। সে কি হল রে ভাই। হলে গুটিকয় সিট। রিক্লাইনিং। কম্ব দিল। সিতের সামনে টেবিল। খাব্র দিয়ে গেল। টিকিটের দামের মধ্যে ধরা। ঘুমের আদর্শ পরিবেশ।
টিকিটের দাম জানতে চেয়ে লজ্জা দিবেন না।
Nina | ০৫ আগস্ট ২০১১ ২২:৫৬ | 12.149.39.84
আরিব্বাস!! এসে গেছে ডিঙ্গোরা তে?? আহ! আজ একটা লম্বা ড্রিংক নিয়ে --ইতি মৃ----
aka | ০৫ আগস্ট ২০১১ ২২:৫৪ | 168.26.215.13
হুঁ হুঁ বাওয়া। একটা সিনেমা ৬ ডলার। ডিঙ্গোরা। মাসে একটা করে বাংলা সিনেমা বাজেটের মধ্যে।
Nina | ০৫ আগস্ট ২০১১ ২২:৫৪ | 12.149.39.84
পারমিতা, তুমি বরম দেখে এসে ফিড ব্যাক দাও---
Paramita | ০৫ আগস্ট ২০১১ ২২:৫৪ | 122.172.37.246
অত ডিটেল দিও নাকো।
Nina | ০৫ আগস্ট ২০১১ ২২:৫৩ | 12.149.39.84
আকা কোথায় দেখলে ????!!
Paramita | ০৫ আগস্ট ২০১১ ২২:৫১ | 122.172.37.246
নীনাদি, বাড়ির কাছে এয়েছে। কাল যাবো ভাবছি। কিন্তু আগে ফিডব্যাক চাই।
aka | ০৫ আগস্ট ২০১১ ২২:৫১ | 168.26.215.13
দেখেছি দেখেছি।
যা বুঝলামঃ
১। গল্পকারের পরিচালক ও নায়িকার সম্পর্ক নিয়ে একটা ফেটিশ আছে।
২। একটা মৃত্যু না থাকলে ঠিক অ্যাপিল আসে না এই সূত্রে একটি শিশুর মৃত্যু দেখানো হয়েছে।
৩। লাস সিনে খুনেরা অপন্নাকে মারবে বলেই গাড়ি চড়ে আসছিল নইলে যার দিকে তাক করে গুলি ছুঁড়লে তাকে কিন্তু হুগলি সেতুর ওপরে অনেক কাছেই পেয়েছিল কিন্তু অপোন্না তখনও মর্নিং ওয়াকে বেরয় নি বলে গুলি করে নি।
৪। কি সুন্দর সব বাড়ি। একেবারে বিলিতি কায়দায় সাজানো।
৫। গানগুলো সুন্দর।
৬। সিনেমার মধ্যে যে সিনেমা গুলো সেগুলো বেশ ভালো হবে বলেই মনে হয়।
Nina | ০৫ আগস্ট ২০১১ ২২:৪৮ | 12.149.39.84
তুমি দেখলে? কবে যে আমরা দেখতে পাব ইতি মৃ ঃ((((
Nina | ০৫ আগস্ট ২০১১ ২২:৪৮ | 12.149.39.84
আকা, যাথার্থ গুরু-চন্ডালি ভাষা লিখলে ;-))
Paramita | ০৫ আগস্ট ২০১১ ২২:৪৫ | 122.172.37.246
কেউ ইতি মৃঃ দেখলে?
aka | ০৫ আগস্ট ২০১১ ২২:৪৩ | 168.26.215.13
ওরে কে কোথায় আছিস সান্দাকে একটু কেলিয়ে এসো দিকি।
Nina | ০৫ আগস্ট ২০১১ ২২:৩২ | 12.149.39.84
উইকিলিকে নকি লিক করেছে --- রাজীব গান্ধীর সুইস ব্যাঙ্কে ৪০ বিলিয়ন ডলার আছে আর লাল্লুর ৬ বিলিয়ান ঃ-০
sayan | ০৫ আগস্ট ২০১১ ২২:৩০ | 115.241.109.138
*প্রয়াস ঃ-)))
sayan | ০৫ আগস্ট ২০১১ ২২:২৯ | 115.241.109.138
১) জ্যাকি চ্যানের শাশুড়ির নাম কী? -- উত্তরঃ ডি-কোল্ড; ব্যাখ্যাঃ চ্যান কি সাস ২) দশটা অটো(রিকশা)কে একসাথে কী বলা হয়? -- উত্তরঃ ভক্সওয়্যাগন; ব্যাখ্যাঃ দাস অটো ৩) কর্ন (ভুট্টা) এর বাবার নাম কী? -- উত্তরঃ পপকর্ণ ৪) ১৩'র কিউব রুট কত? -- উত্তরঃ সুরুর; ব্যাখ্যাঃ তেরা তেরা তেরা সুরুর
এরপর তোমার ১০:৩৩এর "উত্তর" নীচে।
name: ppn mail: country:
IP Address : 112.133.206.22 Date :04 Aug 2011 -- 10:33 PM
২) Das Auto
এটা "উত্তর" নয়, ব্যাখ্যা। এ আমার অক্ষম প্রস। :-)
Nina | ০৫ আগস্ট ২০১১ ২২:০৮ | 12.149.39.84
বয়সে রফি--1924 কিশোর 1929 যাই লাঞ্চ খেতে যাই
Nina | ০৫ আগস্ট ২০১১ ২২:০৫ | 12.149.39.84
রফি আর কিশোর বড় ভাল গায়ক---বয়সে কে বড় কে জানে ঃ-))
nyara | ০৫ আগস্ট ২০১১ ২২:০০ | 122.172.37.246
তাহলে কী ঠিক হল - রফি বড় না কিশোর বড়?
ppn | ০৫ আগস্ট ২০১১ ২১:৫০ | 204.138.240.254
হতভাগা, এর পরেও কিছু না বুঝলে ১৬৮১৫ পাতায় আমার ১০ঃ৩৩ PM-এর পোস্টটা দেখে আসিস। ঃ(
ppn | ০৫ আগস্ট ২০১১ ২১:৪৪ | 204.138.240.254
সান্দা শালা কিচ্ছু পিছিয়ে পড়বে না, উল্টে আটভাট বকবে। বেসবল ব্যাট যদি না ভেঙেছি ওর মাথায় ...
Abhyu | ০৫ আগস্ট ২০১১ ২০:০৬ | 97.81.68.136
বিলেটেড হ্যাপি বাড্ডে, পিপি।
pipi | ০৫ আগস্ট ২০১১ ১৮:৫৩ | 66.205.169.20
জন্মদিনের শুভেচ্ছার জন্য সব্বাইকে অনেক অনেক ধন্যযোগ। গোলা গেল দিনটা। দু দফায় লাঞ্চ, এক দফা আইসক্রীম। এক দফা হিজিবিজি ডিনার, মাল খেয়ে টাল। রাত দুটোয় বাড়ি ফিরব - ফোনে এক বার মালিকের কাতর মিনতি - স্পেশ্যাল আরাক এনেচি, খেয়ে আমায় ধন্য করে যাও। এমন করে বল্লে না করা যায় না। সে বুড়োর সাথে ভাটাতে ভাটাতে রাত ভোর হয়ে গেল। বুনু, চিন্তা করিস না, তোর নামে ছিটে দিয়ে খেয়েছি। তার মধ্যে দুটো জম্পেশ ব্যাপার হল - এক, ঘরের চাবি হারিয়ে ফেলা। সে কি উৎপাত! খুঁজে খুঁজে হতদ্যম। বিকেল পাঁচটা বেজে গেছে অতএব রেন্ট আপিস বন্ধ। তাও গুটি গুটি পায়ে গিয়ে দেখি হেব্বি ঘ্যামা দেখতে একটা মেয়ে বাড়ি যাবে বলে কাগজ পত্তর গুছোচ্ছে। চাবি হারিয়েছে শুনে এল, পকেট থেকে একটা কার্ড বার কল্ল, ঢুকিয়ে স্যাঁট করে টেনে দরজা খুলে দিল! তারপরে খুঁজেপেতে একটা মাস্টারকিও বের করে দিল আর বলে দিল কাল সকালে এসে ফাইন দিয়ে যেওঃ-( দুই, কে আমার বাইক ড্যামেজ করে দিয়েছে। হ্যাণ্ডেল ঘুরিয়ে দিয়েছে 180 ডিগ্রী। আমি তাই নিয়েই চালাচ্ছিলুম, দু পা যাবার পরে মনে হল কি যেন একটা অন্যরকম লাগছে! যাই হোক, স্পোক ভেঙ্গেছে আর কেন জানি না বাইকটা চলতে চাইছে না। তবে দিনের শেষে আমি এক পিসই আছি।
sayan | ০৫ আগস্ট ২০১১ ১৮:৪৮ | 115.184.123.95
প্প্ন্দা! এই নাও ব্যাখ্যা। das auto হল ব্যাখ্যা। আর VW হল উত্তর। এরপরেও না বুঝলে ইস্তিরি তো রয়েইছে। ঃ-P
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন