এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kc | ০৮ আগস্ট ২০১১ ২২:০০ | 178.61.96.29
  • আহা ভাটপাতাতে পিটি যে কেন আসেননা!!
  • pi | ০৮ আগস্ট ২০১১ ২২:০০ | 72.83.100.43
  • তবে, দিদির এই বাড়াবাড়ি নিয়ে আমরা যতই যা খোরাক করি, আম বাঙালীর দাদুপুজো নিয়ে কিছু কম এন্থু ছিল না।

    এখন গানের গুঁতোটা দিদি জুড়েছেন হয়তো।
  • pi | ০৮ আগস্ট ২০১১ ২১:৫৪ | 72.83.100.43
  • এদিকে প্রতিদিন ও প্রতিদিনের খোরাক দিয়ে চলেছে !

    এই অনুষ্ঠানটি 'জোলো' হবার কারণ , যা বুঝলাম, আয়োজক শিল্পপতির 'সিপিএম ঘনিষ্ঠ' হওয়া।

    'রাজনৈতিক ভাবে পছন্দের চ্যানেলে ' টেলিকাস্ট হওয়া মুখ্য উদ্দেশ্য হবার কারণে লতাকে ' সামনে রেখে যতটা উঁচুতে নিয়ে যাওয়া যেত' তা গেল না ?

    অবশ্য এটা কোন টেকনিক্যাল অসুবিধার কথা বলছে কিনা জানিনা, সেক্ষেত্রে বুঝিনি।

    কিন্তু তাহলে তো সেটা টিভিতে যেকোন চ্যানেলে টেলিকাস্ট হওয়া যেকোন অনুষ্ঠানের জন্যই প্রযোজ্য !
  • nyara | ০৮ আগস্ট ২০১১ ২১:৫৩ | 203.83.248.37
  • ভাবুন একবার। রাস্তায় গোড়ালি-ডোবা জল। দয়াবান, পুণ্যবান লোকেরা ইঁট পেতে রেখেছে। আপনি শাড়ি/প্যান্টুল অল্প তুলে সাবধানে এক ইঁট থেকে আরেক ইঁটে পা ফেলছেন আর নেপথ্যে গান বাজছে, 'কুসুমে কুসুমে চরণচিহ্ন দিয়ে যাও'। কী সিনেম্যাটিক।

    এবার জল বেড়েছে, দেখতে না পেয়ে ম্যানহোলের গর্তে গলে গেলেন। নেপথ্যে হেমন্ত গেয়ে উঠলেন, 'কে বলে যাও, যাও! আমার যাওয়া তো নয় যাওয়া।"

    হাঁচোড়-পাঁচোড় করে উঠলেন, পাঁকে ভূত হয়ে। সুচিত্র মিত্র নেপথ্যে গাইলেন, "তুমি নব নব রূপে এস প্রাণে"।

    আর ভাবা যাচ্ছে না। হৃদয় উদ্বেল হয়ে উঠছে। বাঙালী এমন দিন দেখবে কেউ ভেবেছিল?
  • Ishan | ০৮ আগস্ট ২০১১ ২১:৫০ | 117.194.37.143
  • আপনেরা খ্যাল করেছেন কিনা জানিনা। নৌকাডুবি দেখলাম সুভাষ ঘাই প্রযোজনা। এর পর আসছে আমি সুভাষ বলছি। মহেশ মঞ্জরেকর ফিল্ম। অভিনয়ে মিঠুন্দা।

    সমস্কিতির স্বর্ণযুগ এল বলে।
  • nk | ০৮ আগস্ট ২০১১ ২১:৪৮ | 151.141.84.194
  • দিদির বাড়ি নেমন্ত ????
  • Ishan | ০৮ আগস্ট ২০১১ ২১:৪৮ | 117.194.37.143
  • কালও নাকি বিষ্টি। ওদিকে কালই অলরেডি নৌকাডুবি হয়ে গেছে। ঃ(
  • I | ০৮ আগস্ট ২০১১ ২১:৪৬ | 59.93.210.114
  • নেমন্ত কী একটা দাদা? চার-চাট্টে। পেইছিলাম তো। এলো, নেমন্ত কল্লো। আর বল্লো আকাদাকে আনবেন না , বড্ড নিন্দুক। সব জমানায় সবার নিন্দা করে। পেয়েছেডা কী?
    তবে জল ডিঙিয়ে নেমন্ত বাড়ি যেতে পারি নাই । দিদি বলেছেন-জল আবার কী? জল-টল আমি মানি না। মনে গান থাকলেই সব হলো। মদন, গান ধরো।
  • Tim | ০৮ আগস্ট ২০১১ ২১:৪৪ | 198.82.19.246
  • কে সেই লোক..... নাম কও।
  • pi | ০৮ আগস্ট ২০১১ ২১:৪২ | 72.83.100.43
  • তবে এই বাজারে ঘোষিত মাকুরাও কেউ কেউ কম আনন্দ দিচ্ছেন না।
    দিদির এই দাদুম্যানিয়া কে কাউন্টার করতে গিয়ে তাঁদের অনেকে এখন দাদুফোবিয়া ছড়াতে শুরু করেছেন। সেই রবীন্দ্রনাথ বুর্জোয়া কবি ছিলেন , অতএব পরিত্যজ্য ইত্যাদি ইত্যাদি পুরাতন বাণী .. ঃ)
  • I | ০৮ আগস্ট ২০১১ ২১:৪১ | 59.93.210.114
  • শঙ্কুবাবু, আমার বাবা তো তাতেও রাগ কচ্ছেন। ঃ-(
    বড্ড হার্ডলাইনার। শুদ্ধতাবাদী। আমাদের খেলতে নেবেন না বলছেন ঠারে ঠোরে।
    একদিন দেখি টিভি দেখতে দেখতে জেনেগেণকে গালি দিচ্ছেন-দাও, আরো দিদিকে ভোট দাও !
    ও, আর বলেছেন- এ তো বাহাত্তরেরো বাড়া।
  • aka | ০৮ আগস্ট ২০১১ ২১:৪০ | 168.26.215.13
  • ও বিগাই রথতলায় নেমন্তন্ন পেয়েছিলে?
  • pi | ০৮ আগস্ট ২০১১ ২১:৩৯ | 72.83.100.43
  • গান বাজনা, লোক নিমন্ত্রণ এগুলো হয় তো ?

    শান্তিনিকেতনের ২২ শে শ্রাবণ কেমন ?
  • m | ০৮ আগস্ট ২০১১ ২১:৩৮ | 117.194.37.143
  • ন্যাড়াবাবু,ওনাকে দুটি রসগোল্লা দিন কেস মনে হচ্ছে যেন!
  • aka | ০৮ আগস্ট ২০১১ ২১:৩৭ | 168.26.215.13
  • আঃ গানের ওপারে দেখলেই বোঝা যায় ব্রাহ্মমতের শ্রাদ্ধ কেমন।
  • pi | ০৮ আগস্ট ২০১১ ২১:৩৫ | 72.83.100.43
  • শ্রাদ্ধ নিয়ে প্রশ্নটার উত্তর কারুর জানা থাকলে একটু বলবেন।
  • kc | ০৮ আগস্ট ২০১১ ২১:৩৫ | 178.61.96.29
  • গুরুতে এই প্রচ্ছন্ন মাকুরাই বেশী। সিপিপিএম হেরে যাওয়ার পরে আবার সবাই দলে ফিরে আসছে। ঃ-)
  • pi | ০৮ আগস্ট ২০১১ ২১:৩৩ | 72.83.100.43
  • বাইশে শ্রাবণ শান্তিনিকেতনে কী হয় ?
  • m | ০৮ আগস্ট ২০১১ ২১:৩৩ | 117.194.37.143
  • তিমি,সিআইএস হলো গে ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুল,এলাইএস এ নাম কিনেছে কিনা বুঝতে পারছি নাঃ)
  • pi | ০৮ আগস্ট ২০১১ ২১:৩২ | 72.83.100.43
  • ইন্দোদা , ঃ)
  • nyara | ০৮ আগস্ট ২০১১ ২১:৩১ | 122.172.37.246
  • ২৫% বাকি। ও হয়ে যাবে।
  • Tim | ০৮ আগস্ট ২০১১ ২১:৩১ | 198.82.19.246
  • এইত্তো! (গ্যালারিতে বসলাম)
  • aka | ০৮ আগস্ট ২০১১ ২১:৩০ | 168.26.215.13
  • ন্যাড়াদার মুখে বিরিয়ানি, কোর্মা পড়ুক, তাই যেন হয়, দিদির যেন সাফল্যই আসে।
  • nyara | ০৮ আগস্ট ২০১১ ২১:২৮ | 122.172.37.246
  • এইবার বুঝে গেছি, জলবত্তরলম। মাইমা আসলে প্রচ্ছন্ন মাকু। দিদির সাফল্যে চোখ টাটাচ্ছে।
  • Tim | ০৮ আগস্ট ২০১১ ২১:২৬ | 198.82.19.246
  • সিআইএস না এলাইয়েস?
  • m | ০৮ আগস্ট ২০১১ ২১:২৬ | 117.194.37.143
  • কালই আমি ফ্রেন্ডস অফ সিআইএসে একটা কঠোর বিদ্রূপে ভরা মেইল ঠুকছি।
    এত বড়ো উৎসব অথচ একদিন ও ছুটি দেবে না কেন- অ্যাঁ!!
  • aka | ০৮ আগস্ট ২০১১ ২১:২৪ | 168.26.215.13
  • তাই বুঝি পার্টিতে ক্লাব স্যান্ডউইচ দেয়, এদ্দিনে বুইলাম।
  • Tim | ০৮ আগস্ট ২০১১ ২১:২৩ | 198.82.19.246
  • যাহা বাঙালীর ক্লাব তাহাই সায়েবদের পার্টি।
  • aka | ০৮ আগস্ট ২০১১ ২১:২৩ | 168.26.215.13
  • থুক্কুড়ি *কলকাতা = লংডং
  • I | ০৮ আগস্ট ২০১১ ২১:২৩ | 59.93.210.114
  • নাদান বালিকে ! ক্লাব ও পাট্টির মধ্যে আবার তপাত কী র‌্যা?
  • aka | ০৮ আগস্ট ২০১১ ২১:২২ | 168.26.215.13
  • হ্যাঁ তারসাথে প্রতি ছুটিতে গান শুধু গান। আহা কি হাসি খুশিতে ভরে উঠেছে কলকাতা ভাবলেও রোমাঞ্চ।
  • pi | ০৮ আগস্ট ২০১১ ২১:২১ | 72.83.100.43
  • ইন্দোদা, এগুলো কি সব পাড়ার ভিন্ন ভিন্ন ক্লাবের তরফ থেকে ? নাকি পার্টির ?
  • I | ০৮ আগস্ট ২০১১ ২১:২১ | 59.93.210.114
  • প্রশ্নটাতো সহজ আর উত্তরও জানা।
    আজ স্কুলে স্কুলে বাইশে শ্রাবণ পালিত হয়েছে তাই কাল ছুটি। বিশ্রামদিবস।
    এইভাবে ক্রমে ক্রমে পূজার পরে পূজার বিশ্রাম ছুটি, ক্রীসমাসের শেষে ক্রীসমাসের বিশ্রামছুটি, গরমের ছুটির শেষে গরমের বিশ্রামছুটির বন্দোবস্ত করে ফেলতে পারলেই কলকাতা লঙ্‌ড্‌ঙ হয়ে যাবে।
  • pi | ০৮ আগস্ট ২০১১ ২১:১৯ | 72.83.100.43
  • কাল কি নিয়মভঙ্গের দেড়শো বছর ?
  • Tim | ০৮ আগস্ট ২০১১ ২১:১৯ | 198.82.19.246
  • গান শুধু গান। এই বাজারে একটা প্যারডির আইডিয়া দিয়ে যাই....

    পুরানো জানিয়া চেওনা .....
    গানে "জানিয়া"র বদলে জাঙিয়া বসিয়ে গান। জমে যাবে!
  • m | ০৮ আগস্ট ২০১১ ২১:১৮ | 117.194.37.143
  • শ্রাদ্ধের পরের দিন মৎস্যমুখী- সম্ভবতঃ সেই আনন্দেই ছুটি।
  • I | ০৮ আগস্ট ২০১১ ২১:১৭ | 59.93.210.114
  • লতা মঙ্গেশকর আন্না তড়খড়ের জাততুতো নাতনী। ত্রৈরাশিক করলেই রবীন্দ্রনাথের সঙ্গে সম্পর্ক বেরিয়ে পড়বে। ফস করে।
  • aka | ০৮ আগস্ট ২০১১ ২১:১৭ | 168.26.215.13
  • টেমস কেমন দেখাচ্ছে?
  • I | ০৮ আগস্ট ২০১১ ২১:১৫ | 59.93.210.114
  • দিদি গাইয়েদের মধ্যে কী লড়াই লাগিয়ে দিয়েছে, বাপরে !
    রথতলার মোড়ে চাট্টে আলাদা আলাদা মাইকে তারস্বরে হেমন্ত, জর্জদা, কিশোরকুমার আর কে একজন মহিলা-গলা উদ্ধার করতে পারলাম না-সবাই একযোগে গেয়ে চলেছে। কে ফাস্ট হয় কে জানে বাবা !

    এই কথাটি (হেমন্ত).... কুসুমে কুসুমে (জর্জদা)... আমার রাত পোহালো (কিশোর)..... শব্দ বোঝা যাচ্ছে না( অচেনা মহিলা).... দিনের পথিক মনে রেখো (হেমন্ত).... তোমায় দিয়ে যাবো (কিশোর).... ইত্যাদি।
  • pi | ০৮ আগস্ট ২০১১ ২১:১১ | 72.83.100.43
  • কাল আবার কীসের ছুটি ?

    ভাল কথা, একজন জানতে চেয়েছেন। অ্যাকাডেমিক কোশ্চেন। রথীন্দ্রনাথ কি বাবার শ্রাদ্ধ করেছিলেন ?
    এই নিয়ে রবীন্দ্রনাথের কোন নির্দেশ দেওয়া ছিল কি ?

    ব্রাহ্ম মতে এমনিতে কী হয় ?
  • Ishan | ০৮ আগস্ট ২০১১ ২১:০৯ | 117.194.37.143
  • এগুলো সব স্টারানন্দে। চব্বিশ ঘন্টায় মমতার টক্কর নিতে উপস্থিত আছেন লতাআআ মঙ্গেশকর।

    তাঁর সঙ্গে কবিগুরুর সম্পর্কটা ঠিক কি জানিনা। ব্রেক শুরু হয়ে গেল। ঃ(
  • kiki | ০৮ আগস্ট ২০১১ ২১:০৭ | 59.93.194.133
  • আমাদের চৌরাস্তার মোড়েও চোঙা লেগে গেছে তো........ প্যাঁ, পোঁ, কিরির্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র, প্যাঁকোর প্যাঁকোর প্যাঁকোর, ব্যায়লা ব্যায়লা(বুঝিনা বাবা তারাতলা থেকেও লোকে ব্যায়লা হাঁকে, চৌরাস্তা থেকেও এগুলো কি ব্যায়লা নয়?)তার মাঝেই মাঝে মাঝে আছে দুঃখু, কাঁপিয়ে বেড়ায়, লাফিয়ে বেড়ায়, অদ্ভুত শব্দরা প্রকাশ পাচ্ছে।আগে কামড়ানোর ইচ্ছে পেলে শান্ত হবার জন্য দাদুর স্মরন নিতাম, এখন কেস উল্টে গেলো,গানের গুঁতোয় প্রবল কামড়ানো পাচ্ছে।

    আর একটু আগে এক বন্ধু ফোনিয়ে কইলো দিদি নাকি কাল ও ছুটি ঘোষনা করে দিয়েছে, তো এখন ও স্কুল মেসেজ ভেজেনি, ছেলেতো শুনেই কেঁদে ফেলেছে, কাল ওদের স্কুল থেকে কালাম না কি সিনেমা নিয়ে যাবার কথা। তো সেই বন্ধু তার আরেক মহাকরন বন্ধুর কথা কইলোঃ

    দিদি নাকি নজরুলের জন্মদিনে ইয়া একটা নজরুলের ফটো টেনে এনে টাঙিয়ে সবাইকে ডেকে এনে বলেছে নজরুল গীতি করুন। স্বাভাবিক ভাবেই কেউ প্রস্তুত ছিলো না। ক্ষী গেয়েছিলো জিগাবেন না, আমি জানি না।তো কোনক্রমে কিছু গাওয়া হয়েছিলো। অনেকক্ষন সহ্য করে দিদি নাকি বলেছেন আপনাদের সুর জ্ঞান নেই। বাড়ী গিয়ে নজরুলগীতি প্র্যাকটিশ করবেন।

    বিশুদ্ধ ঢপ কিনা জানিনা। কিন্তু বন্ধুটি বেশ দিদি প্রেমী ছিলো।
  • pi | ০৮ আগস্ট ২০১১ ২১:০৬ | 72.83.100.43
  • মামু, একটু মেইল দেখো।
  • pi | ০৮ আগস্ট ২০১১ ২১:০৬ | 72.83.100.43
  • মামু, কোন গান ?
    খোঁপা দুলিয়ে ?
  • m | ০৮ আগস্ট ২০১১ ২১:০৫ | 117.194.37.143
  • এখন সমবেত পুরানো সেই দিনের কথা চলছে- সঙ্গে দিদির ক্লোজ আপঃ)
  • Ishan | ০৮ আগস্ট ২০১১ ২১:০৫ | 117.194.37.143
  • তবে এবার পঁচিশে বৈশাখের চেয়ে বাইশে শ্রাবণের তেজ অনে এ এ এ এ ক বেশি।
  • Tim | ০৮ আগস্ট ২০১১ ২১:০৪ | 198.82.19.246
  • ও বলিনি বুঝি? আমার আপাতত ১৩ দিন হাপছুটি। ফুলও করে নেয়া যায়, নেহাত বোর হয়ে যাবো বলে আসছি। তবে তাতে কি! ফুল ফুটুক নাই বা ফুটুক.....
  • kc | ০৮ আগস্ট ২০১১ ২১:০৪ | 178.61.96.29
  • পাই, আজ্জোদের ডিপার্টমেন্ট।
  • Ishan | ০৮ আগস্ট ২০১১ ২১:০৪ | 117.194.37.143
  • মমতা তো গান গাইছেন দেখলাম। চোখ খুলে অবশ্য। ঃ)
  • pi | ০৮ আগস্ট ২০১১ ২১:০৩ | 72.83.100.43
  • তবে, এগুলো তো মজাই ছিল। বাড়াবাড়ি না করলে, খুব জোরাজুরি না করলে নির্মল আনন্দ ই তো !
    মানে, এইসব গান ফান গাওয়া।

    আমার বেলায় এটা অবশ্য সেকেন্ড অপশন ছিল। প্রথমটা ছিল ক্যাডবেরিসের ঐ নাচ। সেটা নিয়ে জোর করলে খুব বিরক্তিই লাগতো। সেরকম কিছুই করেনি। কাউকেই।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত