এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Kaju | ০৫ আগস্ট ২০১১ ১৭:৫২ | 121.244.209.245
  • ব্যাখ্যা? খ্যা খ্যা খ্যা।
  • ppn | ০৫ আগস্ট ২০১১ ১৭:৩১ | 216.52.215.232
  • সান্দাকে এইবার কেলাবোই। আমি শালা কাল ২নং-এর উত্তর লিখলাম das auto আর আমাকেই কিনা ব্যাখ্যা দিচ্ছে।
  • SR | ০৫ আগস্ট ২০১১ ১৭:২১ | 69.242.16.231
  • Thank you De
  • sayan | ০৫ আগস্ট ২০১১ ১৭:১৫ | 115.184.123.95
  • আরে ও তো তুমি ঠিক করেই দিলে।
  • Kaju | ০৫ আগস্ট ২০১১ ১৭:১২ | 121.244.209.245
  • ঘুমোনোর আগে লেজুড়-খেজুর মিল দিয়ে চাল্লাইন লিকে দিয়ে যাও না !
  • sayan | ০৫ আগস্ট ২০১১ ১৭:১০ | 115.184.123.95
  • এবার একটু ঘুমোবোই।
  • Kaju | ০৫ আগস্ট ২০১১ ১৭:০৯ | 121.244.209.245
  • দেখেছ সান্দা নিজেই গুলায়ে ফ্যালায়েসে ! কিউব-ই হবে বাওয়া, নো রুট অ্যাজ লেজুড়।
  • kc | ০৫ আগস্ট ২০১১ ১৭:০৭ | 178.61.96.29
  • পুরো ভাটটা মাথার উপর দিয়ে যাচ্ছে। অ্যান্টেনার পাওয়ার কমে গেছে নাকি বয়স হয়ে গেছে বুইতে পারছিনা। কেউ বুঝিয়ে দিলে চিরকৃতজ্ঞ থাকব। কথা দিলেম।
  • sayan | ০৫ আগস্ট ২০১১ ১৭:০৬ | 115.184.123.95
  • না ভুল বললাম।
  • sayan | ০৫ আগস্ট ২০১১ ১৭:০৪ | 115.184.123.95
  • কাজু, সুরুর মানে একটা তেরো।

    আকাদার মডেল আর কীসের প্রতি অ্যাপ্লিকেবল সেটা ভাবছি। কিন্তু বেশী না ভাবাই ভালো।
  • de | ০৫ আগস্ট ২০১১ ১৭:০০ | 59.163.30.2
  • সুরুর টু দ্য পাওয়ার ১/:))

    টেকনিক্যালি, পলিটিক্যালি কোনভাবেই কোনকালে কারেক্ট থাকা আমার ধাতে নাই :))
  • dukhe | ০৫ আগস্ট ২০১১ ১৬:৫৯ | 122.160.114.85
  • লালনীল কুড়ির জন্য একটা গান -
    http://www.mediafire.com/?yd2zmjnj1qd
  • aka | ০৫ আগস্ট ২০১১ ১৬:৫৮ | 24.42.203.194
  • আমাকে কেউ কোনদিন গাধা বলে নি। পাঁঠা কয়েছিল সেই থেকে পাঁঠার প্রতি আমার আসক্তি। আমাকে কি নার্সিসিস্ট বলা যায়?
  • sayan | ০৫ আগস্ট ২০১১ ১৬:৫৬ | 115.184.123.95
  • দে'দি, গাধা টেকনিকালি ইনকারেক্ট! অবশ্য ওই প্রাণীপদবাচ্যটিতে শুধু আমারই আনাগোনা, সেই ছোটোবেলা থেকে, শুনে শুনে অলরেডি বিশ্বাস করতে শুরু করেছি ঃ-(
  • Kaju | ০৫ আগস্ট ২০১১ ১৬:৫৫ | 59.163.201.173
  • সান্দা ৪ঃ৫০,

    তো এতে করে ১৩ র কিউব হওয়া উচিত সুরুর, হোয়াই কিউবরুট?
  • siki | ০৫ আগস্ট ২০১১ ১৬:৫২ | 123.242.248.130
  • কাব্লিদা,

    কেনু হল নেকু-র অপভ্রংশ। ঃ)
  • siki | ০৫ আগস্ট ২০১১ ১৬:৫১ | 123.242.248.130
  • আরে সিকির দোকানের ট্র্যান্সপোর্ট রোস্টার তো কোন ছার, সেখানে শুধু নাম আর ফোন্নং আর ঠিকানা আছে।

    একবার আইবিএমে কী করেছিল জানো? মাস মেলার পাঠিয়েছিল, চল্লিশজনের টিমে, সাথে এক্সেল শীটে প্রত্যেকের অ্যামেক্স কার্ডের নাম্বার, এক্সপায়ারি ডেট, সিভিভি নাম্বার। এচ্চেয়ে বড় ইনসিডেন্ট আর কী হতে পারে?

    সেই মেল ভেজিয়ে-কে অবশ্য কিছুই না বলে ছেড়ে দেওয়া হয়েছিল।
  • sayan | ০৫ আগস্ট ২০১১ ১৬:৫০ | 115.184.123.95
  • তেরা তেরা তেরা সুরুর
  • de | ০৫ আগস্ট ২০১১ ১৬:৫০ | 59.163.30.4
  • এইরে! কোন ব্যাক রেফারেন্স থাকলে জানিনা -- পিছিয়ে পড়িনি!

    সান্দা আমায় মিষ্টি করে গাধা বল্লো :))
  • kd | ০৫ আগস্ট ২০১১ ১৬:৪৯ | 59.93.197.248
  • ১) ভগাই জানে দুখের পাঁজির ব্র্যান্ড কী - আগে নিয়মভঙ্গ পরে শ্রাদ্ধ!
    ডিঃ ইউজুয়ালি ঘাট, শ্রাদ্ধ, নিয়মভঙ্গ এই অর্ডারে হয় ১০/১১/১২ দিনের মাথায় (অ্যাটলিস্ট বামুনদের)।

    ২) ""কেনু'' (গান) শব্দটির তাৎপর্য কী?

    ৩) কুমুদিদির নবগঠিত কোম্পানিতে চাকরী চাই। অ্যাপ্লিকেশন (বায়োডাটা সহিত) কোথায় পাঠাবো? শেয়ার কিনিতেও ইচ্ছুক।

    ৪) নেমন্তন্ন করার কোম্পানি অলরেডি আছে। ক্লাসি ব্যাপার - বিশাল কার্ডের সঙ্গে একটি বাঁশের পাল্কিতে সন্দেশ ভর্তি। আম জনতাকে কুরিয়ারে, বিশেষ অতিথিদের ধুতি-পাঞ্জাবী পরে হাতে হাতে। চার্জও সেইমতো কিন্তু কোয়াইট ইম্প্রেসিভ!!
  • siki | ০৫ আগস্ট ২০১১ ১৬:৪৯ | 123.242.248.130
  • Das Auto তো বুঝলাম। কিন্তু ঘনমূল সুরুর টা কী জিনিস?
  • sayan | ০৫ আগস্ট ২০১১ ১৬:৪৮ | 115.184.123.95
  • হুলিয়ে বিষ্টি হচ্ছে।
  • sayan | ০৫ আগস্ট ২০১১ ১৬:৪৬ | 115.184.123.95
  • হুম্‌, সিকির দোকানের ট্রান্সপোর্ট রোস্টার একটি সিকিওরিটি ইন্সিডেন্ট।
    এবং দে'দি খুবই সরল সাধাসিধে প্রকৃতির ঃ-)
  • siki | ০৫ আগস্ট ২০১১ ১৬:৪৫ | 123.242.248.130
  • উঁহু। ওর'ম আনসার হলে তো হয়েই যেত।
  • kc | ০৫ আগস্ট ২০১১ ১৬:৪৪ | 178.61.96.29
  • সবগুলোর 'ম্যাডাম ক্র্যাকালজিস্ট' হওয়ার কি খায়েশ!!! ঃ)
  • sayan | ০৫ আগস্ট ২০১১ ১৬:৪৪ | 115.184.123.95
  • ওহ্‌ আকাদাও দিয়েছিল। নকুলদানা ফর হিম টু।
    প্‌প্‌ন্দা, ২'এর উত্তর Volkswagen আর এক্ষপ্ল্যানেশন Das Auto
    ১৩'র ঘনমূল সুরুর।
  • de | ০৫ আগস্ট ২০১১ ১৬:৪৩ | 59.163.30.4
  • 13 র কিউব রুট দিয়ে কি হবে? 2.35 approximately
  • ppn | ০৫ আগস্ট ২০১১ ১৬:৩৮ | 216.52.215.232
  • ১৩-এর কিউব রুটটা বলে দে। বাকিগুলো তো কাল লোকজন বের করেই দিয়েছে।
  • siki | ০৫ আগস্ট ২০১১ ১৬:৩৮ | 123.242.248.130
  • কুড়ি আজ লাল টপ নীল জিনস।

    দিনটা বড় তাড়াতাড়ি ফুরিয়ে গেল। ঃ(
  • siki | ০৫ আগস্ট ২০১১ ১৬:৩৭ | 123.242.248.130
  • কুড়ির নাম্বার আমার কাছে আছে ঃ-) বাড়ির পুউরো পোস্টাল ঠিকানাও আছে।

    থ্যাঙ্কস টু উইকলি ক্যাব রোস্টার। ওটা সবাইকে সার্কুলেট করা হয় ঃ-)))
  • sayan | ০৫ আগস্ট ২০১১ ১৬:৩৭ | 115.184.123.95
  • আরে "অ' দিয়ে শুরু শুধু কুকথাগুলো ব্লক রাখো এই একটা উইকেন্ড।
  • sayan | ০৫ আগস্ট ২০১১ ১৬:৩৫ | 115.184.123.95
  • অসহ্যের কী হল? কুড়িকে মিসাচ্ছিস নাকি? একটা ফোং নং নিতে কতক্ষণ লাগে!!

    ভুট্টা বেশ নাম। ওকে, ডি-কোল্ড আর পপকর্ণ'এর জন্য পপকর্ণ আর সিকি নকুলদানা পেলো। বাকি দুটো?
  • de | ০৫ আগস্ট ২০১১ ১৬:৩৪ | 59.163.30.3
  • পপকর্ণ তো ট্রান্‌স্‌ফর্‌ম্‌ড ভুট্টা -- ছেলেমেয়ে কি বাবার ট্রান্‌স্‌ফর্মেশান?
    বেবিকর্ণ ও বলা যেতে পারে
  • siki | ০৫ আগস্ট ২০১১ ১৬:৩২ | 123.242.248.130
  • এদিকে এইবার শীলা কি জওয়ানি সংসদে সিএজি রিপোর্টে ফাঁস হয়েছে। ম্যাডাম গুছিয়ে ঘাপলা করেছিলেন কমনওয়েলথের সময়ে।
  • de | ০৫ আগস্ট ২০১১ ১৬:৩২ | 59.163.30.3
  • অভাবনীয়, অতুলনীয়, অমিতব্যযী এগুলো কি বলা যাবে?
  • siki | ০৫ আগস্ট ২০১১ ১৬:৩০ | 123.242.248.130
  • পিজে দ্বারা জানা গেল ভুট্টার বাবার নাম পপকর্ণ। এদিকে অপ্পনকে কেউ কেউ পপকর্ণ বলে ডাকতে শুরু করেছে। তাইলে অপ্পনের মাইয়াকে আমরা কি ভুট্টা বলে ডাকতে পারি? ঃ-)
  • siki | ০৫ আগস্ট ২০১১ ১৬:২৯ | 123.242.248.130
  • অসহ্য উইকেন্ডও বলা যাবে না?
  • sayan | ০৫ আগস্ট ২০১১ ১৬:২৮ | 115.184.123.95
  • এখনও কিছু আপিস ক্যান্টিন লাঞ্চে ভাত/রুটি, মুর্গির ঝোল, আলুভাজা, মুসুর্ডাল খাওয়ায় - চরম ব্যাপার স্যাপার! ডিডিদা' শুনছেন? ঃ-)
  • sayan | ০৫ আগস্ট ২০১১ ১৬:২৪ | 115.184.123.95
  • ওরম না। দুর্যোগ বোঝাতে "অ'।
  • ppn | ০৫ আগস্ট ২০১১ ১৬:২২ | 216.52.215.232
  • অর্থনীতির অবসাদ!

    লন কত্তা, দুইখান কথারই শুরু অ দিয়া হইসে।
  • sayan | ০৫ আগস্ট ২০১১ ১৬:২০ | 115.184.123.95
  • সিকি যদি "অ' দিয়ে শুরু হয় এমন কোনও কথা আগামী আড়াই দিন মুখে আনিস তো তোর দিকে কিছু ইস্তিরি রেডি রাখলাম।
  • ppn | ০৫ আগস্ট ২০১১ ১৬:১৭ | 216.52.215.232
  • আই মিন, শাইনিং ইন্ডিয়ার
  • ppn | ০৫ আগস্ট ২০১১ ১৬:১৬ | 216.52.215.232
  • দেশের শহরের প্রপার্টিভ্যালু অলরেডি ওভারহাইপড। রিসেশনের সময়ই কারেকশন হয়।

    ওই বড়কর্তা একটি বালখিল্য যুক্তি দিসেন!
  • siki | ০৫ আগস্ট ২০১১ ১৬:১৫ | 123.242.248.130
  • সান্দা, অশান্তি চাই? নামাবো মার্কেটে? বল্‌ তা হলে।
  • sayan | ০৫ আগস্ট ২০১১ ১৬:১৫ | 115.184.123.95
  • ভাবছি এখন ঘন্টা-দুয়েক একটু ঘুমিয়েই নিই। আবার রিমঝিম বৃষ্টিও শুরু হল। ঃ-)
  • siki | ০৫ আগস্ট ২০১১ ১৬:১৫ | 123.242.248.130
  • আমার একটা বিশেষ প্রতিভা আছে। সেটা হল, দিনের যে কোনও সময় দশ মিনিটের নৈঃশব্দ্য পেলেই আমি দুম করে ঘুমিয়ে পড়তে পারি। সকালে উঠে পড়তে চাপ নেই, স্কুলবাসে তুলে দিয়ে এসে আবার ফ্যানটা চালিয়ে ঘুমিয়ে পড়তে খুব একটা চাপ হবে না। আট্টু বেলার দিকে সিকিনি খিস্তি টিস্তি না মারলে আর ওঠার সীন নেই।
  • sayan | ০৫ আগস্ট ২০১১ ১৬:১২ | 115.184.123.95
  • বেশ একটা শান্তিপূর্ণ উইকেন্ডের আভাস পাচ্ছি। (কাষ্ঠস্পর্শ)
  • dukhe | ০৫ আগস্ট ২০১১ ১৬:১১ | 122.160.114.85
  • আহা সিকি, মেয়ের ইস্কুল মানে সক্কাল সক্কাল উঠে তাদের তৈরি করা এবং নিজেও তৈরি হওয়া । সেটা ছুটি মানে আধ ঘণ্টা বাড়তি ঘুম ।
  • til | ০৫ আগস্ট ২০১১ ১৬:০৬ | 165.12.252.211
  • পিপিয়েন,
    তাই কি? আমায় তো দেশের বাড়ীওয়ালারা তাই বলে বোঝালো, যে নাকি দলে দলে সকলে ফেরৎ আসছে। তিনি আবার এক নামকরা বিল্ডিং কোম্পানীর হর্তাকর্তা মত। আমি এমনিতেই কানপাতলা!

    কুমুবেন,
    কমন হলাম আমি। কেন? এই সবেরই আবিষ্কার হয়েই যাচ্ছে আর আমায় সেগুলো দেখতে হয়, ওটা তো মাত্র একদিনের ফিরিস্তি দিয়েছি।
  • siki | ০৫ আগস্ট ২০১১ ১৫:৫৭ | 123.242.248.130
  • নিজের আপিস ছুটি থাগলেও কুড়িবাজি করি না। কোনওদিন শনি বা রবিবার দেখোচো আমায় কুড়িচর্চা করতে?

    হুঁঃ। কুড়ি কেবল আপিসে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত