এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Kaju | ০১ আগস্ট ২০১১ ১৪:৫৭ | 59.163.201.173
  • ঘোরা-আ-আ রজনী এ-এ-এ-এ মো-ও-হ-ও-ঘ-অ-ন-অ-ঘ-টা-আ-আ ...
  • Netai | ০১ আগস্ট ২০১১ ১৪:৫৭ | 121.241.98.225
  • সিকিদা, আমার বাড়ি ওড়িশার খুব কাছে। দীঘা। সিনেমা হলে নিয়ম করে ওড়িয়া চলে। অনেক দোকানে বাংলার পাশাপাশি ওড়িয়াতেও দোকানের নাম লেখা থাকে। ওখানে লোকজন যে ভাষায় কথা বলে তা ঠিক ওড়িয়া নয়, তবে ওড়িয়ার প্রভাব যথেষ্ট।
  • de | ০১ আগস্ট ২০১১ ১৪:৫৩ | 59.163.30.4
  • শিখরদশনাদের দাঁতে পোকা হয়না এমন গ্রান্টি কে দিলো? সিকিটা এক্কেরে উচ্ছন্নে যাচ্ছে :))
  • siki | ০১ আগস্ট ২০১১ ১৪:৫১ | 123.242.248.130
  • ছেলেটাকে জল দে, নইলে খাবি খাবে। লু লেগে গেছে রে ...
  • Kaju | ০১ আগস্ট ২০১১ ১৪:৪৭ | 121.244.209.245
  • এফ ওয়াই আই, ধাঁই কিরি কিরি তো বলি নাই, ধাঁই কুড়ি কুড়ি বলিচি। তুমি ধাঁ করে কুড়ির পিছনে ধাওয়া কচ্চ না এ যাবৎ? আর কুড়ি যে টপ্পা শুনতে ভালোবাসে, সেটা তো সত্যি, তুমি নিজেই কয়েচ, অ্যালং উইথ তুড়ি। আর ওই ছুঁড়ি, থুড়ি থুড়ি, কুড়ি যে মুড়ি-ও খায় সে নিয়েও কোনো সন্দ নেই। কাচের চুড়ির ছটা, হুঁ হুঁ হুঁ হুঁ...
  • siki | ০১ আগস্ট ২০১১ ১৪:৪৭ | 123.242.248.130
  • কালিদা বাকি ভালো কথাগুলো লিখলেও পোত্থোম লাইনেই আমি নম্বর কেটে দিতুম। তন্বী শিখরদশনা পক্কবিম্বাধরোষ্ঠী ইয়ে ইসে ইত্যাদি সব ঠিকাছে, কিন্তু শ্যামা নয় ঃ-)
  • siki | ০১ আগস্ট ২০১১ ১৪:৪৫ | 123.242.248.130
  • নেতাই কি ওড়িশায় ছিলে কখনো?
  • k | ০১ আগস্ট ২০১১ ১৪:৪০ | 61.12.12.83
  • কালিদা বা ব্যাঁকাদা হলে শিখরদশনা-র সঙ্গে আরো ক'টা ভালো ভালো বিশেষণ লিখতেন।
  • Netai | ০১ আগস্ট ২০১১ ১৪:৩৪ | 121.241.98.225
  • ডিকশনারিতে না থাকলেও ধাঁই কিরি কথাটা ওড়িয়াতে চলে। মানে ধাঁ করে। তাড়াতাড়ি।
  • siki | ০১ আগস্ট ২০১১ ১৪:৩০ | 123.242.248.130
  • দে, কুড়ি রীতিমত শিখরদশনা। দাঁতে পোকা কী-সব বলছো হে?
  • siki | ০১ আগস্ট ২০১১ ১৪:২৯ | 123.242.248.130
  • দুখে, স্যান্ডো এসেছিল খানিকক্ষণ আগে আমার টেবিলে। স্যান্ডোও বাচ্চা ছেলে। খুব হেঁ-হেঁ করে একটা ডকুমেন্ট চেয়ে নিয়ে গেল, ওদের প্রজেক্টের কাজে লাগবে বলে।

    আশায় আছি, এর পরের ডকু চাইবার জন্যে যদি কুড়িকে পাঠায় ...

    আর কাজু, সিঠু ওয়াজ ওড়িয়া, নঠ নাও। ফর ইয়োর ইনফর্মেশন, ধাঁই কিরি কিরি বলে কোনও ফ্রেজ ওড়িয়া ডিকশনারিতে নেই, ওটা বাঙালিদের বানানো।
  • Netai | ০১ আগস্ট ২০১১ ১৪:০৯ | 121.241.98.225
  • কুড়িকে দিয়ে মুড়ি খাওয়াচ্ছে!!!
    কুড়ি কি সস্তা? ঝালমুড়ি খাওয়ালে তাও নয় হত।

    অবশ্য মুড়িও শস্তা নয়।
  • de | ০১ আগস্ট ২০১১ ১৩:৩২ | 59.163.30.3
  • কুড়ি মুড়ি চিবোয়? ফুটকড়াই দিয়ে? দাঁতে পোকা নাই তো? :))
  • Kaju | ০১ আগস্ট ২০১১ ১৩:০৭ | 121.244.209.245
  • সিঠু ইজ নাউ উড়িয়া? ধাঁই কুড়ি কুড়ি !

    টপ্পা শুনে চিবোয় মুড়ি
    পষ্ট দেখি কুড়ি
    তাহার পিছে ঘাপটি মেরে
    চলল সিকি উড়ি।
  • dukhe | ০১ আগস্ট ২০১১ ১৩:০৫ | 122.160.114.85
  • আপাতত মানে? স্যান্ডোর দর্শন না পাওয়া অব্দি ?
  • k | ০১ আগস্ট ২০১১ ১২:৫৯ | 61.12.12.83
  • ওড়িয়া নাকি?
  • siki | ০১ আগস্ট ২০১১ ১২:৫৭ | 123.242.248.130
  • নাঃ। আপাতত কুড়ি ধ্যান কুড়ি জ্ঞান কুড়ি চিন্তামণি। ঃ)
  • Kaju | ০১ আগস্ট ২০১১ ১২:৪৮ | 121.244.209.245
  • কেন ম্যানুয়াল ফোকাসের ব্যবস্থা নেই সিঠুর ক্যামেরায়? এঃ বাজে ক্যামেরা তার মানে।
  • siki | ০১ আগস্ট ২০১১ ১২:৩৮ | 123.242.248.130
  • কুড়িঠাকরুন আজ সমুদ্রনীল। হাতে মনে হল চুড়ির সংখ্যা একটু কমেছে।

    ফোকাস পাল্টাবে কী করে?
  • dukhe | ০১ আগস্ট ২০১১ ১২:১০ | 122.160.114.85
  • কিন্তু কুড়িঠাকরুন আজ কোথায় ? নাকি সিকি ফোকাস পাল্টালেন ?
  • siki | ০১ আগস্ট ২০১১ ১১:৫৬ | 123.242.248.130
  • আমার সত্যি নাম তো জানেন। ঃ)

    অবিশ্যি আমি আপনাকে এখানে শুভেচ্ছা জানাই নি, জানিয়েছি মুখবইতে।
  • Arpan | ০১ আগস্ট ২০১১ ১১:৪৯ | 112.133.206.22
  • হ্যাঁ, কাল ভুলে গেছিলাম। শিবাংশু, আপনাকে জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা। ভালো থাকুন।
  • Shibanshu | ০১ আগস্ট ২০১১ ১১:৪৮ | 117.195.174.125
  • এই পাতাটায় কোনদিন আসিনিকো। পাই দিদি সেই সাগরপার থেকে জানালেন যে অনেকে এখানে আমাকে জন্মদিনের ভালোবাসা জানিয়েচেন । তাঁদের সঙ্গে দেখা হওয়া দূরে থাক, তাঁদের অনেকের সত্যি নামগুলো ও আমি জানিনে। এমতাবস্থায় অভিভূত হওয়া ছাড়া আমার আর কীই বা করার আছে। তাই আমি সিম্পলি অভিভূত। আপনাদের ভালো হোক। ঃ-)
  • Kaju | ০১ আগস্ট ২০১১ ১১:৪২ | 121.244.209.245
  • পাই থেকে পাইসে
    একেবারে খাইসে
  • pharida | ০১ আগস্ট ২০১১ ১১:০৬ | 61.16.232.26
  • পিসে মানে pi says - পাই বল্লেন ঃ))

    একদম ঠিকাছে !!!
  • siki | ০১ আগস্ট ২০১১ ১০:৫৯ | 123.242.248.130
  • মাসি যে পিসে-ও সে?

    ভাবা যায় না !!
  • pharida | ০১ আগস্ট ২০১১ ১০:৫২ | 61.16.232.26
  • "পিসেটা" কিন্তু বেশ ভালো নাম ঃ))
  • pi | ০১ আগস্ট ২০১১ ১০:৪৬ | 72.83.100.43
  • উফ্‌ফ ! পিসেটা আমি।
  • pise | ০১ আগস্ট ২০১১ ১০:১৫ | 72.83.100.43
  • দেদি, কীসের ভিডিও ?

    আমি তোমাকে কেভি স্কুল নিয়ে তোমাদের এক্ষপেরিয়েন্স লিখতে বলছিলাম।
  • Netai | ০১ আগস্ট ২০১১ ০৯:৫৭ | 121.241.98.225
  • কালীপদ আমারো কেমন শোনা শোনা লাগছে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের 'সোনার মেডেলে(?)' কালীচরণ ছিল। কালীপদ ছিল কোথায়?
  • de | ০১ আগস্ট ২০১১ ০৮:১৭ | 120.62.168.148
  • পাই,

    তেনার পিতা যদি ভিডিও বানান, আমি আপলোডিয়ে দিতে পারি -- আর ল্যাদ টা উপভোগ কচ্চিলাম কাল, লেখা-টেখার মধ্যে যাইই নি তাই--এমনিতেই আমাকে সারা সপ্তাহ ধরে নানা রিপোর্ট,পেপার ইত্যাদী টাইপিয়ে যেতে হয়, ছাত্তরদের হাজারো হাবিজাবি পড়ে পাঠোদ্ধার কত্তে হয় -- এর ওপরে আরো লেখার কথা শুনলে আমার কান্না পায় :))
  • mita | ৩১ জুলাই ২০১১ ২২:৫৭ | 71.191.42.195
  • শিবাংশু,
    শুভ জন্মদিন। আগামি বছর খুব ভালো কাটুক।
  • nk | ৩১ জুলাই ২০১১ ২০:৩৭ | 151.141.84.194
  • লামা, অনেক আগের আনন্দমেলায় একটা গল্প ছিলো যেখানে ছিলো এক বাবা ছেলে কালীপদ বিষয়ে বলছেন,"আপনারা কালীকে খোয়াড়ে দিন", মনে আছে আপনার? কার লেখা ছিলো গল্পটা? গল্পটার নামই বা কী ছিলো? আমার একেবারেই আর কিছু মনে নেই। বেশ ইন্টারেস্টিং গল্প ছিলো এইটুকু মনে আছে।
  • nk | ৩১ জুলাই ২০১১ ২০:২৩ | 151.141.84.194
  • কান্না ছোঁয়াচে ব্যাপার। ঃ-(
  • Lama | ৩১ জুলাই ২০১১ ২০:১৬ | 117.194.234.153
  • ওনার বোধ হয় কান্না পাচ্ছে
  • nk | ৩১ জুলাই ২০১১ ১৯:৫৯ | 151.141.84.194
  • কেন কানছেন??????
  • sayan | ৩১ জুলাই ২০১১ ১৬:২৮ | 115.242.162.92
  • প্রাক্তন সি-ইয়াম ভেউ ভেউ কানছেন ঃ'-(
  • kc | ৩১ জুলাই ২০১১ ১৬:১৬ | 194.126.37.78
  • ওরে ব্যাঙ, এরপরে যখন পাকা পাকা কথার মানে আর নতুন নতুন অ্যাডাল্ট ফান্ডার ডিটেইল জানতে চাইবে, তখন বুঝবি। তবে এখন্‌কার বাচ্চাদের একটা ব্যাপার আমার খুব ভাল লাগে, সবকিছু মা-বাবার সঙ্গে শেয়ার করে নেয়। আমি করতুমনা, রাদার শেয়ার করতে পারিনি।
  • siki | ৩১ জুলাই ২০১১ ১৬:১০ | 122.162.75.45
  • র্পণ কি এখন নিজেকে গোবরের স্টেজে রেখেছো?
  • ppn | ৩১ জুলাই ২০১১ ১৫:৩৬ | 122.252.231.10
  • ব্যাঙের সজীব পদাত্থো ব্যাঙকে কেমন নাকাল করছে ভেবেই কুলকুল হাসি পাচ্ছে। একটু হেসেই নি, আর কয়েক বছর বই তো নয়। ঃ)
  • ppn | ৩১ জুলাই ২০১১ ১৫:৩৫ | 122.252.231.10
  • অ্যাডব্লক প্লাস দিয়ে ধরে ধরে নির্মূল করেছি। কিন্তু মাঝে মাঝে আবার ফিরে আসে। আবার তখন ধরে ধরে ব্লাকাতে হয়।
  • siki | ৩১ জুলাই ২০১১ ১৫:২৫ | 122.162.75.45
  • আনন্দবাজারের এই ফ্ল্যাশ বিজ্ঞাপন ব্লক করার কোনও উপায় আছে? জাস্ট জ্বালিয়ে খাচ্ছে।
  • siki | ৩১ জুলাই ২০১১ ১৫:০০ | 122.162.75.45
  • ঃ-)

    মমতা মহিলাটিও আস্তে আস্তে কী সুন্দর মায়াবতী হয়ে উঠছেন। দেখলেও ভক্তি জাগে। ভোটার কার্ড বানাতে ইচ্ছে জাগে ... ঃ-)))
  • kumu | ৩১ জুলাই ২০১১ ১৪:৩১ | 59.161.105.123
  • ফেরা?ফেরা যায় না আর।
  • kc | ৩১ জুলাই ২০১১ ১৪:২১ | 194.126.37.78
  • জাঠরা জাঠই আছে। ক্যালকেশিয়ানরা জাঠ হতে গিয়ে ঝাঁট হয়ে উঠেছে।
  • siki | ৩১ জুলাই ২০১১ ১৪:০৮ | 80.239.243.197
  • গুড তো! ঠিক গুরগাঁওয়ের মত হয়ে এসেছে কলকাতা! আরেকটু সড়গড় হয়ে গেলেই ক্যালকেশিয়ানে আর জাঠে বিশেষ তফাৎ থাকবে ন। তখন ফেরার কথা চিন্তা করব ঃ-)
  • dukhe | ৩১ জুলাই ২০১১ ১৩:৩৮ | 117.194.234.171
  • আরে দুখের ওসব বাই নেই - বাবা মার ইচ্ছে ছিল তিনদিন দুপুরে গিয়ে রবীন্দ্রসঙ্গীত শুনবে । বললাম সিডি চালিয়ে নিতে ।
    ব্যাপারটা এত চ্যালেঞ্জিং হয় জানাও ছিল না । তাহলে কি আর -
  • kc | ৩১ জুলাই ২০১১ ১৩:২০ | 194.126.37.78
  • কেনরে বাপু, সুস্থ শরীলকে ব্যস্ত করা!!! টিভি আছে কী কত্তে?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত