এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Du | ০১ আগস্ট ২০১১ ১৯:৪৩ | 14.99.80.159
  • আট নয় ওটা চার হবে।
  • Du | ০১ আগস্ট ২০১১ ১৯:৪২ | 14.99.80.159
  • টাটা ফোটনের টাইম ব্যবহার করে লেখার মত জরুরী খুব কিছু জিনিস নাই তাও বলি, বিশেষতঃ অচিন্টির জন্য। কলকাতায় শিশুদেরকে (৩-৬) স্কুলে মারা নাকি এক অতি সাধারন ঘটনা নামী স্কুলগুলিতে। অন্ততঃ পেরেন্টরা সেই ভেবেই প্রতিবাদ করতে সাহস পান না স্কুল যদি বলে , আপানার বাচ্চাকে নিয়ে যান। যেটা ফার্‌স্‌ঠ্‌য়ান্ড শুনলাম সেটি সেন্ট জেমস/ বাচ্চার বয়স ৮।কান, চুল টানা, হিঁচড়ে নিয়ে যাওয়া তো আছেই, অভিনব টি হল -- বাচ্চার হাঁটুর পেছনে চটি লাগিয়ে পাটা ফোল্ড করে দেওয়া।
  • stoic | ০১ আগস্ট ২০১১ ১৯:০২ | 160.103.2.224
  • আপাতত ৩৭/৪।
  • dukhe | ০১ আগস্ট ২০১১ ১৮:২৪ | 122.160.114.85
  • ক্রিকেটের ভগবানের ট্রিপল সেঞ্চুরি আর কুল কুল ক্যাপ্টেনের সেঞ্চুরি হলে কতই বা বাকি থাকে ?
  • aka | ০১ আগস্ট ২০১১ ১৮:২০ | 168.26.215.13
  • অ্যাঁ। ৪৭৮?
  • stoic | ০১ আগস্ট ২০১১ ১৮:১৯ | 160.103.2.224
  • আপাতত ১৩/২।
    জিততে গেলে ৪৭৮ করতে হবে।
  • pb | ০১ আগস্ট ২০১১ ১৭:৫৪ | 182.71.56.70
  • শমিকের কাছে আমার মো নং আছে। আমার ই-মেল আই ডি ndlo98@ hotmail.com । মেল করুন, আপনার সঙ্গে দেখা করার ইচ্ছে রইল।
  • aka | ০১ আগস্ট ২০১১ ১৭:৫৩ | 168.26.215.13
  • হেরে গেছে কি?
  • kc | ০১ আগস্ট ২০১১ ১৭:৫২ | 194.126.37.78
  • অপ্পনের সর্বকালের সেরা ব্যাট আজকের মত বিশ্রাম নিয়েছেন।
  • m | ০১ আগস্ট ২০১১ ১৭:৪৮ | 117.194.33.93
  • রবিবার ইতি মৃণালিনী দেখলাম- সুযোগ পেলেই সবাই দেখে নেবেন।
  • Netai | ০১ আগস্ট ২০১১ ১৭:৪২ | 121.241.98.225
  • @pb
    গোবরা খুব চিনি। ফতেপুর চিল্ড্রেন্স গাইড হোমে এক বছর পড়েছিলাম। স্ট্যান্ডের কাছেই বেথেলের গলিপথে আমদের বাড়ি। এতোটা হয়তো চিনবেন না।
  • pb | ০১ আগস্ট ২০১১ ১৭:৩৭ | 182.71.56.70
  • আমি দিল্লীতে আপনার পাশেই থাকি। শমিক জানে। প্রপার রামনগরে কি? কাদের বাড়ি ? অবশ্য সবাইকে চিন্তে পারবো না। দীর্ঘদিন দেশছাড়া। গোবরা গ্রাম চেনেন তো ?
  • pi | ০১ আগস্ট ২০১১ ১৭:৩৫ | 72.83.100.43
  • এই এতসব বই দেশে ব্যানড ! প্রথমটা নিয়ে তাও হই-চই হল। অন্যগুলোর কথা শুনিইনি।

    অম্বানীরটা ইন্টারেস্টিং। যোগাড় করে দেখতে হবে।
    http://www.indiatogether.org/2011/jul/rgh-ban.htm
  • Kaju | ০১ আগস্ট ২০১১ ১৭:৩৫ | 121.244.209.245
  • পিলিজ রিডাইরেক্ট দ্য উড়িয়া গানের আলোচনা টু দ্য নিউ টই আই হ্যাভ ওপেন্ড।
  • stoic | ০১ আগস্ট ২০১১ ১৭:৩৩ | 160.103.2.224
  • এই টেস্ট টাও হারবে।
    ঃ(
  • aishik | ০১ আগস্ট ২০১১ ১৭:৩১ | 122.181.132.130
  • আমি সিমলিপাল যাওয়ার সময় শুনেছিলাম...@netai
  • Netai | ০১ আগস্ট ২০১১ ১৭:২৯ | 121.241.98.225
  • আমার বাড়ী রামনগর।
  • Netai | ০১ আগস্ট ২০১১ ১৭:২৮ | 121.241.98.225
  • এই লিন্‌কটা চলছে?


    নোয়া মানে নয়া/নতুন
  • pb | ০১ আগস্ট ২০১১ ১৭:২৬ | 182.71.56.70
  • তাড়াতাড়ি ওরিয়াতে চঞ্চল অ

    নেতাই আপনার বাড়িটা দিঘার কাছে ঠিক কোথায়? আমার দিঘার দুমাইল উত্তরে গোবরায়।
  • pi | ০১ আগস্ট ২০১১ ১৭:২৪ | 72.83.100.43
  • *নুয়ে
  • pi | ০১ আগস্ট ২০১১ ১৭:২৩ | 72.83.100.43
  • নুয়া মানে নুইয়ে ?
  • Netai | ০১ আগস্ট ২০১১ ১৭:২১ | 121.241.98.225
  • ঐশিক বাবু, বললে বিশ্বাস করবেন কিনা জানিনা, আমি কিন্তু এই গানটাই খুজছিলাম লিন্‌ক দেবার জন্য। পাচ্ছিলাম না বলে দিতে পারিনি। দিল্লীতে এসে দেখেছিলাম গানটা বাঙালীদের মধ্যেও জনপ্রিয়তা পেয়েছিল। গানের মেয়েটি বাঙালী।
  • aishik | ০১ আগস্ট ২০১১ ১৭:১৬ | 122.181.132.130
  • আঁখি মোর কথা কহে নুয়া নুয়া..
    হোঁট মোর লাজুক হয় নুয়া নুয়া
  • aishik | ০১ আগস্ট ২০১১ ১৭:১৩ | 122.181.132.130
  • আর সেই 'নুয়া নুয়া'...সেটা কেউ কইলা না...
  • m | ০১ আগস্ট ২০১১ ১৭:০৮ | 117.194.41.71
  • এই শুক্কুরবার বিকেলসন্ধ্যেটা ভারী ভালো কাটলো- বহুদিন বাদে মৌসুমী ভৌমিক গান গাইলেন যাদবপুরে। দশ-বারো বছর পরেও একই রকম গাইলেন। একই রকম ভাসিয়েও নিয়ে গেলেন । হলটাও অসম্ভব ভালো-শুধু স্থানাভাবে বসতে একটু কষ্ট হয়েছে।
    তাছাড়া সব ভালো। সঙ্গে সাত্যকি গাইলেন, তিনি চমৎকার।
    পুরোনো লোকজনের সঙ্গে দেখাটেখা উপরি পাওনা, তবে ইউনিভার্সিটিকে আর চেনা যায় নাঃ)
  • siki | ০১ আগস্ট ২০১১ ১৬:৪৩ | 123.242.248.130
  • তাড়াতাড়িকে তো ওরা জলদি-ই বলে।

    তবে তাড়াতাড়িরও রকমফের হয় বাংলাতেও, কেউ বলে হড়বড় করা। ঘাটালে বলত "গিরগির কর‌্যে পালাচ্ছে', সেই ধরণের কোনও আঞ্চলিক ধ্বন্যাত্মক প্রতিশব্দ হতে পারে কিরিকিরি।

    মোদ্দা কথা, ওড়িয়া ভাষায়, অন্তত পুরী ভুবনেশ্বরের ভাষায় ধাঁই কিরি কিরি শব্দ নাই। ঃ(
  • aka | ০১ আগস্ট ২০১১ ১৬:৩২ | 24.42.203.194
  • রজনীকান্তের সিনেমার সময় হাই তুললে রজনীকান্ত উইল সাক দা এয়ার আউট অফ ইউ।
  • saikat | ০১ আগস্ট ২০১১ ১৬:২৮ | 202.54.74.119
  • গত বছর ডিসম্বরের শেষে, পুরীতে, স্বর্গদ্বারের কাছে,রাত সাড়ে আটটা-নটা নাগাদ, একপাশে লবণাম্বুরাশি আর অন্যপাশে রাস্তার ওপর বিপুল জনসমুদ্র, তার মধ্যে একটা অটোতে উঠতে গেলে, অটোওয়ালা তো "কিরি কিরি" করল! যা বুঝলাম, তাড়াতাড়ি করতে বলছিল।
  • dukhe | ০১ আগস্ট ২০১১ ১৬:২৪ | 122.160.114.85
  • তাছাড়া রজনীকান্তের সিনেমা দেখতে দেখতে হাই তোলাও শক্ত ।
  • pi | ০১ আগস্ট ২০১১ ১৬:১৪ | 72.83.100.43
  • হ্যাঁ,বেটার। মশা ঢোকার চান্স কম।
  • dd | ০১ আগস্ট ২০১১ ১৬:১১ | 124.247.203.12
  • আমি আর কোথায় যাবো? হেথায় চেন্নাইতেই বসে একা একা হেঁচকি তুলে যাচ্ছি।
    ঘন ঘন হাই তোলার চে' তো বেটার।
  • Netai | ০১ আগস্ট ২০১১ ১৬:০৩ | 121.241.98.225
  • ফরিদাদা, টইতে হিন্টস দিয়ে এসেছি। আর বিলকুল ট্রাই না করতে চাইলে নেট এ সার্চ কোরো। পেয়ে যাবে।
  • pi | ০১ আগস্ট ২০১১ ১৫:৫৯ | 72.83.100.43
  • তো ওড়িয়ার তাড়াতাড়িকে কী বলে ?

    ধাঁই কিরি তো পুরীর হোটেলের ওড়িয়া ওয়েটারদের মুখে শুনেছি। নুলিয়াদেরও। ওটা কি বাঙালী বাবু ইস্পিশাল ?
  • Netai | ০১ আগস্ট ২০১১ ১৫:৪৫ | 121.241.98.225
  • বাঙাল ভাষার শেখার হাতখড়ি ভানুবাবুর সিনেমাগুলান থাইক্যা। ঃ-)
    দুঃখের কথা আমি ঐ দীঘা রামনগরের ওড়িয়াতেও সড়গড়ভাবে কথা কইতে পারিনা। ঃ-(
  • siki | ০১ আগস্ট ২০১১ ১৫:৩৬ | 123.242.248.130
  • ওহো ।। হ্যাঁ, কুড়ি সামনে থাগলে আমি সবকিছুই ভুলে যাই।

    তিনি আছেন। আজ চুলের কাটটা বদলে এসেছেন।
  • pharida | ০১ আগস্ট ২০১১ ১৫:২৯ | 61.16.232.26
  • নেতাই, সেই ডিমের ধাঁধাঁটা পারিনি যে - উত্তর দিও পিলিজ।
  • dukhe | ০১ আগস্ট ২০১১ ১৫:১৮ | 122.160.114.85
  • কিন্তু স্যান্ডো বলতে আমি তো সেই হাতকাটা গেঞ্জি মহিলাকে বুঝিয়েছিলাম । সিকি কি তাকে ভুলে গেলেন ?
  • de | ০১ আগস্ট ২০১১ ১৫:১৮ | 203.199.33.2
  • নেতাইয়ের গানগুলি বড়ো ভালো! কিন্তু নেতাই কদিন আগেও য্যানো বাঙাল-ভাষায় তক্কো কত্তো না?
  • siki | ০১ আগস্ট ২০১১ ১৫:১৬ | 123.242.248.130
  • দীপ্তেন্দা কোথায়?
  • Netai | ০১ আগস্ট ২০১১ ১৫:১৫ | 121.241.98.225
  • ঃ)
  • siki | ০১ আগস্ট ২০১১ ১৫:১৪ | 123.242.248.130
  • হ্যাঁ হ্যাঁ, একেবারে খেয়াল ছিল না। ঃ-)))

    তবে উচ্চারণটা ঠিক হয় নি। ধকঅ ধকঅ হবে।
  • Kaju | ০১ আগস্ট ২০১১ ১৫:১৩ | 59.163.201.173
  • অর্থাৎ,

    ইয়েতি, ইউনিকর্ণ, সোনার পাথরবাটি আর ধাঁই কিরি কিরি - ইহারা একই শ্রেণীভুক্ত? মানে, আছে তবু নেই, নেই তবু আছে। আছে কিন্তু না থাকার মত আছে। নেই কিন্তু একেবারে যে নেই সে কথাও বলা মুস্কিল।
  • ppn | ০১ আগস্ট ২০১১ ১৫:১৩ | 112.133.206.22
  • ধক ধক করে মোরঅ ছাতি
    হৃদয়ে চলিছি যেন হাতি

    সিকি কি এই অমর পংক্তিযুগল ভুলে গেল?
  • siki | ০১ আগস্ট ২০১১ ১৫:১১ | 123.242.248.130
  • আহা। আহা। বড়অ ভল হউছি। আউ টিক্কে গাহি দেও।
  • siki | ০১ আগস্ট ২০১১ ১৫:১০ | 123.242.248.130
  • হতে পারে। ওড়িশা দেখা বলতে আমার কাছে ভুবনেশ্বর, পুরী, আর একটু আধটু কটক।

    সম্বলপুরী ওড়িয়া, রৌরকেল্লার ওড়িয়া আবার অন্য রকম। ডায়ালেক্ট সম্পূর্ণ আলাদা। তবে বাঙালিদের ভিড় তো বেশির ভাগই ভুবনেশ্বরে আর পুরীতে। সেখানকার লোকে কিন্তু এটা বলে না।
  • Netai | ০১ আগস্ট ২০১১ ১৫:১০ | 121.241.98.225
  • আরেকটা গান খুব মনে আছে। দুঃখের গান-

    কালিয়ারে মনঅ বিলি তরঅ কিছি নাই।
    কালিয়ারে মনঅ বিলি তরঅ কিছি নাই।
    কালিয়ারেএএএএ।
  • Netai | ০১ আগস্ট ২০১১ ১৫:০৭ | 121.241.98.225
  • শুদ্ধ ওড়িয়াতে হয়ত ধাঁই কিরি কিরি মিলবেনা। ঘাঁটাল তমলুকের সাথেও দীঘা রামনগরের ওড়িয়ার অনেক পার্থক্য আছে। কাঁথির সাথেও দীঘার ভাষা মেলেনা।
  • siki | ০১ আগস্ট ২০১১ ১৫:০৭ | 123.242.248.130
  • হে হে।

    আমরা যাচ্ছিলাম সিমলিপালের জঙ্গলে। মাঝে বারিপদায় বাস থেমেছে, খাবার জন্যে। ধাবার পাশে ক্যাসেটের দোকান। রাত নটায় জমজমাট ধাবা, পেঁয়াজ চিকেন হাতরুটি, আর ক্যাসেটের দোকান থেকে তারস্বরে গানঃ রাতি চলি যাউছি, রাতি চলি যাউছি ...

    সব কিছু ফেড হয়ে গেছে, কিন্তু ঐ গানের লাইন এখনও মনে আছে। আর কিছু মনে নেই। ঃ-)
  • Netai | ০১ আগস্ট ২০১১ ১৫:০৩ | 121.241.98.225
  • বচপন বেলায় কত গান শুনেছি। পুজোর সময়। দূরে কোনো গ্রামে মাইক থেকে ভেসে আসা গান।

    নানি মোরঅ পাঠঅ পড়িব
    কলেজরঅ ম্যাডাম হবঅ
    কেইঠি যাউচঅ
    থামঅ টিকে
    মারঅ কষি ব্রেক।
    তাওয়া গরম রুটি সেঁক
    সেঁক সেঁক সেঁক।
  • siki | ০১ আগস্ট ২০১১ ১৫:০২ | 123.242.248.130
  • নেতাই, আমি ওড়িশায় ছিলাম তিন বছর, আর ঘাটালেও ছিলাম তিন বছর। মেদিনীপুরের ডায়ালেক্ট আর ওড়িয়া ভাষা, দুটোই আমি অল্পবিস্তর জানি। ওড়িশায় থাকাকালীন অনেক ওড়িয়া বন্ধুকেও জিজ্ঞেস করে দেখেছি, "ধাঁই কিরি কিরি' জাতীয় কোনও শব্দবন্ধ কোনও ওড়িয়া কখনও শোনেনি বলেই জানিয়েছে তারা।

    ঘাটাল তমলুক এগরা দীঘার ডায়ালেক্টে ওড়িয়া ভাষার যে প্রত্যক্ষ প্রভাব আছে, সেটা আমি জানি ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত