এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dd | ২৭ জুলাই ২০১১ ১৪:০২ | 124.247.203.12
  • এই যে সিকি বাবু @১ঃ৪২

    হার্নিয়া ফেলে রাখবেন না। ডাক্তার দেখিয়ে নিন।
  • Ishan | ২৭ জুলাই ২০১১ ১৩:৫৯ | 122.248.183.1
  • কে আবার কে?

    *এটি আমার হাইকু।
  • siki | ২৭ জুলাই ২০১১ ১৩:৪৫ | 123.242.248.130


  • ঃ-)
  • siki | ২৭ জুলাই ২০১১ ১৩:৪২ | 123.242.248.130
  • ঃ-)) আমার ব্যথা একদিকেই। অন্যান্য ব্যাপারে ব্যথা পাই না। তুমি নির্ভয়ে লিখে ফ্যালো ঃ-))
  • k | ২৭ জুলাই ২০১১ ১৩:৪২ | 61.12.12.83
  • ঃ-D
  • dd | ২৭ জুলাই ২০১১ ১৩:৪০ | 124.247.203.12
  • কাশ্মীর বোধয় আর ধরে রাখা গ্যালো না। আমি তো এটাই বুঝলাম,ছবি দেখে।
  • k | ২৭ জুলাই ২০১১ ১৩:৩১ | 61.12.12.83
  • কী বুঝব?
  • Ishan | ২৭ জুলাই ২০১১ ১৩:২১ | 122.248.183.1
  • আমি সিকির ছানার সিকিনির সঙ্গে সিকির কুড়ির বিকিনির মিল দিয়ে একটা কবতে লিখতে চেয়েছিলাম। কিন্তু সিকি ব্যথা পাবে কিনা না বুইতে পেরে কাটিয়ে দিলাম।
  • Kaju | ২৭ জুলাই ২০১১ ১৩:০৬ | 121.244.209.245
  • হওনা যতই সিকির ছানা
    কড়কে দেব কড়া
    খপ করে তোর ধরব ডানা
    চক্ষে ছানাবড়া
  • n | ২৭ জুলাই ২০১১ ১২:৫৫ | 202.54.102.201
  • siki | ২৭ জুলাই ২০১১ ১২:৫০ | 123.242.248.130
  • এই যে কাজু। নেতাই আমার ছানা। ওকে চমকালে আমিও চমকে দেব কিন্তু। তার ওপরে নেতাই আমায় ইলিশ মাছ খাওয়াবে বলে রেখেছে।
  • dd | ২৭ জুলাই ২০১১ ১২:৪৭ | 124.247.203.12
  • ছেন্নাইতে মিষ্টির আর কি খপোর নেবো।

    লাল লাল গোল গোল থাকে। আর হলদেটে একটা থাকে ঝোল ঝাল শুদ্দু,বাটীতে খেতে হয়, কিন্তু খুব জামায় উচলে পরে।

    রুপোলীবাটীতে গোল গোল হাতা করে এইসক্রিম দেয়।

    দু একবার যেনো জিলিপিকেও দেখেছিলাম।

    এই তো বেত্তান্তো।
  • Kaju | ২৭ জুলাই ২০১১ ১২:৩৯ | 121.244.209.245
  • নেতু-কে এবার আমি ছেঁচকি করে খাব। শিশুকবি ! (প্রচন্ড প্রচন্ড প্রচন্ডরকম খেরে যাবার ইমো)
  • prateek | ২৭ জুলাই ২০১১ ১২:২৯ | 24.162.193.106
  • ডিডি-দা,মিষ্টির খোঁজটা একটু নিন মাইরি ঃ)
  • quark | ২৭ জুলাই ২০১১ ১২:২৪ | 14.139.199.1
  • আমার অজ্ঞানতার তিমির সরাতে কেউ জ্ঞানাঞ্জনের শলাকা নিয়ে আসে না!
  • Netai | ২৭ জুলাই ২০১১ ১২:১৮ | 121.241.98.225
  • কাজুকে উদীয়মান শিশুকবির বিশেষ পুরস্কার দেওয়া হোক।
  • Ishan | ২৭ জুলাই ২০১১ ১২:১৫ | 122.248.183.1
  • ব্রতীন। তর্ক-বিতর্ক চাপান-উতোর তো ভাটের পাতায় চলেই। কিন্তু একজন মহিলার ব্যক্তিগত অভ্যাস নিয়ে আলোচনাকে ভাটের পাতায় টেনে আনাটা খুব চোখে লাগল।

    আর পুরো এপিসোডটা নিয়ে কিচ্ছু লিখবনা ভেবেছিলান। কিন্তু একটা কথা যখন লিখলাম তখন আরেকটাও লিখে দিই। একজনের বাড়িতে "আসলে' কি হয়েছিল বা হয়নি, এই নিয়ে টানা কথা চালাচালিটা ভাটের পাতায় চলছে এবং চলেই যাচ্ছে। সেটা এক্কেবারেই শোভন হচ্ছে না। জবাব, পাল্টা জবাব, তার উত্তর, প্রত্যুত্তর, এ চলতে থাকলে চলতেই থাকবে কিন্তু। তাই কোনো একটা জায়গায় আসুন থামি। ব্যক্তিগত বাদ-প্রতিবাদগুলিকে ব্যক্তিগতই রাখি না, পাবলিক না করে।
  • arindam | ২৭ জুলাই ২০১১ ১২:১২ | 14.139.193.50
  • ঋতুপর্ণ ঘোষকে দেখেছি একবার নিজের শো-তে মীর কে ডেকে নিয়ে গিয়ে কোন কথা বলতে না দিয়ে নিজের গায়ের ঝাল মিটিয়েছিল...
    কিছুদিন কথা হয়েছিল, সব থিতিয়ে গেছে...
    যে যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে থাকবে, যে যাঁর সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে সে রাখবে...সে নিজে খতিয়ে দেখবে, খুঁটিয়ে দেখবে... অন্যের কথায় ঝাল খাবেনা...
  • Kaju | ২৭ জুলাই ২০১১ ১১:২৭ | 121.244.209.245
  • চিকেনের সাম্পান
    ভেসে চলে টলোমলো
    গাঢ় লাল রাম্পান
    ঘরেতে গুমোট বড়
    শ্বাসরোধী ধূম্পান
    বাড়িতে ফেরার পথে
    গোপনীয় খাম পান
    ঢুলুঢুলু চোখে ঘোর
    নটবর নাম পান
  • quark | ২৭ জুলাই ২০১১ ১১:২৪ | 14.139.199.1
  • আবাজ না দিয়ে পাতা নং বল্লেই তো খুশি হই ঃ-)
  • su | ২৭ জুলাই ২০১১ ১১:১৭ | 117.194.224.63
  • দীর্ঘদিন ধরে গুরু তে বসা ও হয় না.... সময় পাই না'র সাথে ইচ্ছে ও করে না... এটা ও কাজ করে মাথায়। গত কয়েকদিন ধরে ব্রতীন এর কিছু কথা নিয়ে নানারকম নাকি কথাবার্তা চলছিল...

    আমাকে প্রথম ব্রতীন ই ফোনে সেটা জানায়।

    আমি ব্যক্তিগত ভাবে ফোনে কার সাথে কি কথা হল.... কার বাড়ি গিয়ে খারাপ কি কি ঘটনা ঘটল... ওদের বাড়ির লোকের নিন্দা করে publicly কিছু বলা বা লেখার বিরুদ্ধে।আমার জন্য ব্যাপারটা কুরুচিকর ও বটে।

    কিন্তু আজ আমি সেটা ই করব।

    ব্রতীন কে
    ১। তোমার confidence যদি এতটাই থেকে থাকত ... বা according to your previous post... তোমার so called নীতি (:D) তাহালে তোমার বাড়ি যাবার জন্য লোকের কাছে এতো ফোন করে request কেন করছিলে যে ভাটে যা লেখা হয়েছে তা'র জন্য যাতে তোমার বাড়ি যাওয়া cancel না হয় !!! কেন এত ভয় ছিল !!! তার মানে তো তুমি নিজে ই জানতে যে তুমি নিজের জায়গায় ঠিক নেই!

    ২। তুমি S দি কে অনেক আগে থেকে ই জানো... চেনো... এইরকম দাবী ই করেছো গত রাতের post এ। তাহলে তো তুমি ওকে বাড়িতে ডেকেছো ওর সম্পর্কে সব জেনে ই... তুমি কি আশা করে ওকে নেমন্তন্ন করেছো তোমার বাড়ি যে ও ওর ব্যক্তিগত অভ্যাস ত্যাগ করে তোমার বাড়ি বসে থাকবে !! S দি কি... কেমন... কি খায় ... কি না খায়... সেটা একন্ত ওর ব্যাপার...সিগারেটের চাইতেও ওর বেশি পছন্দ হবে এমন কি arrangement তুমি ওর জন্য করেছিলে যে ও খাবে না!champix রাখতে পারতে ওর well wisher হয়ে!! আমাকে বললে আমি ই arrange করে দিতাম discount price এ!! অমার company'র ও কিছু ব্যবসা হয়ে যেত!!ও কি তোমার drawing room publicly smoke করেছিল!
    এটা তোমার ব্যার্থতা যে তুমি তোমার guest দের space দিতে পার নি... তোমার বাড়ির লোকদের ও তুমি সামলে রাখতে পার নি...

    ৩। তোমার বাড়ি orthodox.... সেটা তোমার problem... তুমি তাহলে কেন ডেকেছিলে!!!
    তোমার যতটুকু ক্ষমতা... তুমি ততটুকু করেছ....
    সেটা তোমার জন্য best হতে পারে....
    তোমার বাবা professor তাকে respect করার জন্য ... তোমাদের বাড়িকে respect করার জন্য তুমি request করেছিলে... কোত্থাও এর অবমাননা হয়েছে বলে তো মনে হয় না!
    কেউ কি খেয়ে নিন্দা করেছে ! ওমুক রান্নায় তোমোক ত্রুটি.... বাড়িটায় এই এই problem!
    আর ব্রতীন....
    আসল সমস্যা টা কি জানো!!! তুমি নিজে ই নিজেকে respect কর না... তোমার বাবা কে কি তুমি respect কর!! তাহলে অনেক ভাটে আমি নিজে তোমাকে মাতাল হতে দেখেছি...
    তুমি যদি তোমার মা/স্ত্রী কে respect করতে.... তাহলে আজ s দি কে নিয়ে publicly লিখতে না... পরিবার... ঐতিহ্য... আব্রু ... এগুলোর feelings এমনি এমনি হয় না... জোর করে নিজের সম্পর্কে বড় বড় দাবী করে নিলে ই হয় না... আচার ব্যবহারে অসল রূপ টা বেরিয়ে ই যায়...
    ময়ুর পছন্দ হলে নকল ময়ুর হওয়া যায়... স্বজাতি ডেকে উঠলে ই গণ্ডগোল!!

    ৪। তুমি বারবার দাবী করেছো যে তুমি লিখতে চাও নি... কেন লিখেছো! তোমাকে নাকি নানা লোক বুদ্ধি দিয়েছে লেখার জন্য... r u immatured! তোমার নিজস্বতা বলে কিছু নেই!
    ক্ষমা চাইছি ব্রতীন... আমার personaly তোমাকে বা তোমার বাড়ি নিয়ে কোনো অভিযোগ নেই... কিন্তু host হয়ে guest কে এত্তো অপমান... হজম হয় নি....

  • dd | ২৭ জুলাই ২০১১ ১১:১২ | 124.247.203.12
  • আপিসে বুফের মতন প্রেডিক্টেবল আর কিছু নেই।

    একটা চিকেন,একটা মাটন, কপাল ভালো থাকলে একটা মাছ ও থাকবে। সব এক রকমের টেস্ট।

    রুটি/নান। বিরিয়ানি।

    আজকাল ঝাঁ করে পাস্তা বা নুডল্‌স ও অ্যাড করে মেনুতে। ফিউসন, বুঝলেন্না?

    ভেজে আর মিষ্টিতে কি থাকে অদ্যাবধি খোঁজ নেই নি।
  • Kaju | ২৭ জুলাই ২০১১ ১১:০৯ | 121.244.209.245
  • পিছিয়ে পড়তে হবে, কিন্তু তার জন্যে পিছিয়ে পড়লে চলবে না।
  • quark | ২৭ জুলাই ২০১১ ১১:০৬ | 14.139.199.1
  • কিন্তু সেই "রাতের পোস্ট" কই?
  • kc | ২৭ জুলাই ২০১১ ১১:০৪ | 194.126.37.78
  • ডিডিদা। মেনুটা কিন্তু ভাল করে লিখবেন, ওই লাজবন্তী কলা কিংবা খিচুরির ভিতরে লুকিয়ে থাকা গাজরের আত্মকথার মতন যেন না হয়।
  • Netai | ২৭ জুলাই ২০১১ ১১:০২ | 121.241.98.225
  • আজ তাহলে ডিডিদার - তারা রাম পান, পান তারা রাম পান পান।
  • Arpan | ২৭ জুলাই ২০১১ ১১:০০ | 202.91.136.3
  • ভাগ্যিস ইউনিকোড রেফের জায়গা পাল্টায় না!
  • dd | ২৭ জুলাই ২০১১ ১০:৫৯ | 124.247.203.12
  • শয়ে শয়ে বাস এখানকার নোকিয়া,সামসুং,হিউন্দাই থেকে ছাড়ে সাড়ে চাট্টের সময়।

    তাদেরকে এড়িয়ে সুভালাভালি রওয়ানা দিলে সাড়ে ছটা নাগাদ হোটেল। সাতটা থেকে বক্তৃতা। সাড়ে সাতটার থেকে উশখুস। বেয়ারা উঁকি ঝুঁকি মারবে স্নেকসের থালা হাতে, ঘটাং ঘটাং আওয়াজ করে বার সাজাবে তিন চারজন। বুফের টেবিলের ধার দিয়ে সন্তর্পনে হেঁটে মেনু জেনে যাবে সব্বাই।

    আটটা বাজতেই রাত হোলো বার খোলো জলপানি ঢালো রে।

    হিসেব তো ঠিকই আছে।
  • k | ২৭ জুলাই ২০১১ ১০:৫৪ | 61.12.12.83
  • সোয়া চাট্টে কেন?!
  • dd | ২৭ জুলাই ২০১১ ১০:৫০ | 124.247.203.12
  • আজকে আমাদের ফেকটরির জন্মোদিন।

    ঘরে ঘরে রঙীন বেলুন, আর রং চঙে হ্যাংগার। সোয়া চাট্টের সময় বাসে করে এক হোটেলে নিয়ে খাওয়াবে আর ড্রিং করাবে। সে সুবাদে ঝপ করে কাল ছুটি বলে দিলে আমার হয় টার্মিনাল বোরডম নয়তো হাইপার হ্যাংওভার- কিছু একটা হবে।

    সেই টেনশনে কাজ করতে পারছি না।
  • kc | ২৭ জুলাই ২০১১ ১০:৪৪ | 194.126.37.78
  • সিকির 10:42 AM এর পোস্টটা কেমং যেন অসইব্য টাইপস। ঃ)
  • siki | ২৭ জুলাই ২০১১ ১০:৪২ | 123.242.248.130
  • ঃ)

    এমনকি অর্পণের জন্যেও স্পেস ছাড়বেন্না। দাঁড়ির পরে পরেই র্পণ লিখে দিলে হয়ে যাবে।
  • Arpan | ২৭ জুলাই ২০১১ ১০:৩৪ | 202.91.136.71
  • ইউনিকোডে লেখার সময় যতিচিহ্নের পরে স্পেস না ছাড়লে একটা "অ' আপনাআপনি শুরুতে বসে যায়। ঃ o

    নীতিশিক্ষাঃ অপ্রিয় জিনিসপত্তর লেখার সময় ইউনিকোড ইউজ করুন আর একদম স্পেস ছাড়বেন না।
  • arindam | ২৭ জুলাই ২০১১ ১০:২০ | 14.139.193.50
  • পছন্দের আগে "অ' যোগ করে দাও, "প্রিয়' র আগে "অ' যোগ করে দাও, ব্যস্‌ হয়ে গেল...
    মাত্র একটা "অ' যোগ কতক্ষণ লাগে?
    তুমি আমার প্রিয় ছিল, পছন্দের ছিলে যখন ছিলে তখন ছিলে এখন অ-ন্যকথা...ব্যস্‌ বদলে যাবে আমার সব কোড-অব-কন্ড্যাক্ট...খুলে আমার সব "খুলে' দেব, পড়ে কিছু মনে পড়লে গল্প লিখে পাঠিয়ে দেব সানন্দায়...
  • Bratin | ২৭ জুলাই ২০১১ ১০:০২ | 117.194.98.99
  • শমীক সেই সময় আমার হয়ে কথা বলার জন্যে ধন্যবাদ।

    লক্ষ্য করলে দেখবে এই ব্যাপার গুলো আমি লিখতে চাইনি । অবাঞ্ছিত ঘটনার দাবি তোলার পরেই আমি সেটা ডিফেন্ড করেছিলাম। সেই অধিকার বোধহয় সবার ই আছে । তুমি যাদের পছন্দের লোক বলেছো ; তারা আমার পছন্দের লোক নাহলে তো বাড়ি তে নিমন্ত্রন জানাই না।

    তুমি কাদের সাথে থাকবে সেটা একান্ত ই তোমার ব্যপার তবে নীতির প্রশ্ন আমি সমঝোতা করতে পারবো না।
  • siki | ২৭ জুলাই ২০১১ ০৯:৪৫ | 123.242.248.130
  • ব্রতীন।

    ইচ্ছে ছিল না আর মুখ খোলার, কিন্তু তোমার কাল রাতের পোস্ট পড়ে চুপ থাকতে পারলাম না। তুমি হয় তো বুঝতেও পারছো না তুমি কী লিখেছো, অথবা হতেও পারে, তুমি যা লিখেছো, জেনে বুঝেই লিখেছো। যাই হয়ে থাকুক, যা লিখেছো, অত্যন্ত অন্যায় লিখেছো, আশা করব একদিন না একদিন তুমি সেটা বুঝতে পারবে।

    আমি তোমার তরফ থেকে কোনও ভুলস্বীকার আশা করছি না, দাবিও করছি না। শুধু এটুকুই বলতে চাইছি, যাদের বিরুদ্ধে তুমি আঙুল তুলেছো, তাদের আমি অত্যন্ত ভালোবাসি, আজ খোলাপাতায় তাদের তুমি যে অপমান করলে, সেটা আমি ভালোমনে নিতে পারলাম না। আমি বৃথাই তোমার হয়ে লড়তে গেছিলাম আগেরবারে। সবার বিরুদ্ধে দাঁড়িয়ে তোমাকে কথা বলবার স্পেস দিতে চেয়েছিলাম।

    আজ মনে হচ্ছে, সেই স্পেসের সদ্ব্যবহার হয় নি।

    আমাকে মাপ করো। তোমার বন্ধু হয়ে থাকার যোগ্যতা আমার নেই। কাবলিদা, সুমেরু, সামরান প্রভৃতি মোদো মাতালদের সঙ্গেই আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব।

    খুব খারাপ হয়ে গেল আজ সকালটা।
  • Bratin | ২৭ জুলাই ২০১১ ০৯:২৫ | 117.194.98.99
  • খুব চাপ চলছে আমার এই নতুন প্রজেক্টে। আমার মোট ৯ টা রিসোর্স। ৫ টা IBM আর ৪ টে সোনাটা। ৪ জন কলকাতায় আর ৫ জন ব্যাঙ্গালোরে।আগে সোনাটা চিল। ওদের সরিয়ে আমরা ঢুকছি।নলেজ ওদের কাছে। ওরা সমানে অহিংস অসহযোগ আন্দোলন চালিয়ে যাচ্ছে।ভিয়েৎনামী প্রজেক্ট ম্যানেজার বলছে ' আমরা আসলে একট টিম'। আর প্রো -সোনাটা টেস্ট ডেলিভ্যারি ম্যানেজার সোনাটা কে টেনে খেলিয়ে যাচ্ছে। ছোটখাটো ব্যাপার এসক্ল্যায়েট করছে হায়েস্ট লেভেলে।কালকে বাড়ি ফিরেছি ১১ঃ৫০ এ।

    তবে এই চ্যালেঞ্জের মধ্যে কাজ করে খুব আনন্দ পাচ্ছি।
  • nk | ২৭ জুলাই ২০১১ ০২:২০ | 151.141.84.194
  • অ, মনুষ্য। তবে তো বুঝে ফেলা খুবই সহজ। ঃ-)
    কিন্তু বাঁদরেও বোঝে? আবার রাগও করে! ঃ-)
  • S | ২৭ জুলাই ২০১১ ০২:১৮ | 90.200.14.201
  • পাই thank u
  • pi | ২৭ জুলাই ২০১১ ০২:০২ | 72.83.102.200
  • S, টই তুলে দিয়েছি।
  • I | ২৭ জুলাই ২০১১ ০১:৫৮ | 14.96.50.68
  • না না। ছরি ছরি। আমারি মেনশন করে দেয়া উচিত ছিল। কাপলটি মনুষ্যপ্রজাতিভুক্ত।
  • nk | ২৭ জুলাই ২০১১ ০১:৩৮ | 151.141.84.194
  • আর এই ভাম। লোকে খালি বুড়ো ভাম বলে দোষ দেয় কেন এটা আমার কাছে খুবই কূট প্রশ্ন। কেন বাপু সাপ বেজি বানর ষাঁড় মোষ এরা কি বুড়ো হয় না? আর বুড়ো ভামেরাই কি ইয়ে করে? অন্য বুড়ো প্রাণীরা করে না? নাকি তারা তখন তামাতুলসী নিয়ে নিত্য হরিনাম করে?
    ঃ-)
  • nk | ২৭ জুলাই ২০১১ ০১:৩৩ | 151.141.84.194
  • বারান্দায় বসে বসে দূরের বাঁদরেরা কীরকম কাপল বুঝে ফেল্লে?????
  • S | ২৭ জুলাই ২০১১ ০১:২০ | 90.200.14.201
  • না সায়ান স্পেল যায়নি , আপনি দিতে থাকুন, আমি খালি ঐ গানের টই টা খুঁজছি, লোকে বকাবকি করে গেছে , পেলে আমিও দু চার টি লিন্‌ক দিতাম
  • I | ২৭ জুলাই ২০১১ ০১:২০ | 14.96.50.68
  • শঙ্কুবাবু থাকলে তা-ও চাট্টি কথা বলা ও কালোয়াতি শোনার সুযোগ হতো। শঙ্কুবাবুরো নরকে ঠাঁই হবে না।
  • I | ২৭ জুলাই ২০১১ ০১:১৮ | 14.96.50.68
  • আছে তো, কাঠপিঁপড়ে, ভাম, সাপ, গোসাপ, অবস্থাবিশেষে বাঁদড়...

    আমাদের চোখের সামনে একটি সনাতনপন্থী বাঁদড় একটি সমলিঙ্গ কাপল-কে তাড়া করে গেল। আমরা বারান্দায় বসে চেয়ারে বসে বসে দেখলাম। চারদিক সবুজ এবং আকাশ রোদ-মেঘে ভেসে যাচ্ছে। একটুও শব্দ নেই,পুরো সাইলেন্ট ছবির মত। কোনো পোতিবাদ কল্লাম না। হা, আমাদের নরকেও ঠাঁই হবে না।
  • aranya | ২৭ জুলাই ২০১১ ০১:০৮ | 144.160.226.53
  • ইন্দো, পারমাদানে একটু আধটু হিংস্র কোন জানোয়ার নেই - ভালুক, নেকড়ে, চিতা ইত্যাদি? জঙ্গলে এ সব কয়েক পিস্‌ না থাকলে কেমন যেন নিরামিষ লাগে
  • nk | ২৭ জুলাই ২০১১ ০১:০৪ | 151.141.84.194
  • রাতে বাইরে খোলা মাঠে আগুন জ্বেলে বসে হরিণ ধরে রোস্ট করে খেলেই হয়। খোলা হাওয়ায় গরমও লাগবে না। ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত