এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ২২ জুলাই ২০১১ ১২:০৭ | 202.91.136.71
  • বোঝো! বোতিন on আর over নিয়া কিছু কই নাই। ওই পাঞ্চলাইন লইয়্যাই খিল্লি মারলাম।
  • siki | ২২ জুলাই ২০১১ ১২:০৫ | 123.242.248.130
  • আমাদের আপিসে সিসিডি নাই। থাগলেও নিয়ে যেতুম না। দেড়শো ট্যাহা দিয়ে এক্কাপ কফি সেই একবারই খেয়েছিলাম। পোষায় না এইসব্বড়লোকি।

    তবে সৈকতের সাথে একমত। সিসিডির পাঞ্চলাইন নিয়ে কিছু "না-বলাই' ভালো ঃ-)) তার ওপর আবার জিনিসটা "কফি'। খ্যাখ্যাখ্যাখ্যাখ্যা।
  • Bratin | ২২ জুলাই ২০১১ ১২:০০ | 117.194.100.253
  • হ্যাঁ। on নয় over। মার্জনা করবেন ইহা অনিচ্ছাকৃত।
    ঃ-((

    কেন হে সৈকত? তেমন কিছু ঘটেছে নাকি ইন্টারেস্টিং। তুমি চাইলে আমরা অফলাইনেও কথা বলতে পারি ঃ-))
  • pharida | ২২ জুলাই ২০১১ ১১:৫৪ | 220.227.148.193
  • বল্লে হবে এই নিয়ে দুটো উইকেন্ড পর পর "আঙ্গুল"এ থাকবো না ঃ))
  • Bratin | ২২ জুলাই ২০১১ ১১:৫৪ | 117.194.100.253
  • তাই ? কি জানি!!

    আমাদের এখানে আমার প্রিয় 'ফ্রুট ব্লিস' নেয় ৯৯ টাকা। আর ক্রীম নিলে। ১২৪ না ১২৮ কত যেন একটা হয়...
  • pi | ২২ জুলাই ২০১১ ১১:৫৪ | 72.83.103.132
  • সৈকতদা, কেন , কেন ?
  • Arpan | ২২ জুলাই ২০১১ ১১:৫২ | 202.91.136.71
  • আপিসের ভেতরের সিসিডিতে সাবসিডাইজড রেটে পাওয়া যায়। সিকির দোকানের খবর জানি না।
  • saikat | ২২ জুলাই ২০১১ ১১:৫১ | 202.54.74.119
  • না, CCD-র পাঞ্চ লাইন নিয়ে কিছু বলব না।
  • Arpan | ২২ জুলাই ২০১১ ১১:৫১ | 202.91.136.71
  • I doubt if "anything" can happen over a coffee!! ;-)
  • Bratin | ২২ জুলাই ২০১১ ১১:৫১ | 117.194.100.253
  • ROI ভাবতে হবে বস!! ঃ-))
  • kc | ২২ জুলাই ২০১১ ১১:৫০ | 89.203.49.18
  • সিসিডিতে বড্ড দাম।
  • Bratin | ২২ জুলাই ২০১১ ১১:৪৮ | 117.194.100.253
  • সিকি, CCD তে নিয়ে যাও কুড়ি কে । ওদের অ্যাড বলে 'anything can happen on a coffee। বেস্ট অফ লাক।
    ঃ-))
  • pi | ২২ জুলাই ২০১১ ১১:৪৭ | 72.83.103.132
  • আপিসেই তো কল্লুম। সুমিতবাবুকে একটু জানাতে বোলো।

    উইকেন্ডে ফরিদাদা কোথায় কোথায় থাকেনা ?
  • siki | ২২ জুলাই ২০১১ ১১:৪২ | 123.242.248.130
  • পাই আমাকেও আপিসের মেলে।

    কুড়িকে আমি ছাড়তে পারি না। এই লুঙ্গিধারিণী সম্ভবত আমার বয়েসী হবেন, কি আমার থেকে খানিক ছোটো, মধ্যযৌবনা বলা যেতে পারে। কুড়ির মতন সদ্যযৌবনা নয়।

    ফরিদাকে তাইলে নিগোঁপ অবস্থায় একবার দেখবার প্ল্যান করতে হচ্ছে। কিন্তু উইকেন্ডে নয়ডা যাওয়া বড় চাপ। উইকেন্ডে ফরিদাবাদ যাওয়া আরো।
  • pharida | ২২ জুলাই ২০১১ ১১:৩৭ | 220.227.148.193
  • দেখেচি - কে বল্ল? ও খাদ্য খেলে চোখ বুজে আসে ঃ))
  • pi | ২২ জুলাই ২০১১ ১১:৩৬ | 72.83.103.132
  • নাঃ। কাজু সত্যি পিছিয়ে পড়ে ঃ(
  • Bratin | ২২ জুলাই ২০১১ ১১:৩৫ | 117.194.100.253
  • কাবলি দার বলা নেটে বলা অবাঞ্ছিত ঘটনা টা খুলে বলার দায় আমার থাকে। যেহেতু ঘটনা টা আমার বাড়ির।

    সেদিন ভাটে কাবলি দা,সামরান, সুমেরু মদ্যপ অবস্থায় আমার বাড়িতে আসে। স্বভাবতঃই তাদের সব আচরণ স্বাভাবিক ছিল না। আমার মধ্যবিত্ত বাবা ,মা সেই ব্যাপার টা খুব ভালো চোখে দেখেন নি।আমি কাবলি দাকে আড়ালে শুধু এক বার ই খুব ভদ্র ভাবে জিগিয়েছি আমি আপনাকে বলেছিলাম আমার বাড়ি খুব অর্থোডোক্স, তার পরেও কেন আপনারা পান করে এলেন? তাতে বোধহয় ওনাদের মনে লেগেছিল। সেক্ষেত্রে আমি ওনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে একই সঙ্গে এইভাবে আমার বাড়ি তে আসা টকেও সমর্থন করতে পারছি না।
  • Netai | ২২ জুলাই ২০১১ ১১:৩৫ | 121.241.98.225
  • আমি খুন্তির রান্না খেয়েছি
  • pi | ২২ জুলাই ২০১১ ১১:৩৫ | 72.83.103.132
  • আরে এটা তো সর্বত্র দেখছি !

    এই কোরান -পুরান-বেদ -বেদান্ত-বাইবেল-তিপিটকের পরে কী এল সেটা কোথাও পাচ্ছিনা ঃ(

    গ্রন্থসাহেব ?
    রেডবুক আসে নাই ? ;-)
  • Kaju | ২২ জুলাই ২০১১ ১১:৩৩ | 121.244.209.245
  • ফরিদা তার মানে কুন্তীর রান্না খেয়ে দেকেচে ! অবশ্য কুন্তী কোনো চেনা রাঁধুনীর নাম হলে আলাদা কথা।
  • kc | ২২ জুলাই ২০১১ ১১:৩১ | 89.203.49.18
  • কোরাণ-পুরাণ, বেদ-বেদান্ত, বাইবেল-তিপিটক .... ঃ-)
  • pharida | ২২ জুলাই ২০১১ ১১:২৭ | 220.227.148.193
  • আহা, কুন্তী বড় ভালো রাঁধতেন।
  • pi | ২২ জুলাই ২০১১ ১১:২০ | 72.83.103.132
  • বিদুর মধুর ? সেতো কেবল কুন্তীর কাছে ! ;-)
  • pharida | ২২ জুলাই ২০১১ ১১:১১ | 220.227.148.193
  • বিদুর, মধুর !! ঃ))
  • pi | ২২ জুলাই ২০১১ ১১:০৭ | 72.83.103.132
  • ধুর! দূর ! ঃ(
  • pi | ২২ জুলাই ২০১১ ১১:০৬ | 72.83.103.132
  • বেশ, তবে তাই হউক ঃ)

    কিন্তু, এখন তো মনে হচ্ছে লুঙ্গী নিয়ে কবতে লিখতে হবে ! শ্রী শ্রী রবাহুতোর আরব্ধ কার্যটা তুমি সম্পন্ন কল্লে পারো তো!
  • pharida | ২২ জুলাই ২০১১ ১১:০৬ | 220.227.148.193
  • আমাকে অফিসের ঠিকানায় পিলিজ।
  • kc | ২২ জুলাই ২০১১ ১১:০৫ | 89.203.49.18
  • মেরীল্যান্ডের বেট্‌সভিলে তে।
  • pi | ২২ জুলাই ২০১১ ১১:০৫ | 72.83.103.132
  • ভালো কথা, সিকি আর ফরিদাদা, দুজনেই একটু মেইল চেকিও।
  • Kaju | ২২ জুলাই ২০১১ ১১:০৩ | 59.163.201.173
  • বেশ তাহলে ঝাড়ি মারা ফাংশন লুঙ্গিধারিণী হয়ে এবার কুড়িকে ওভাররাইড করে গেল? এখন সিকি ঝাড়ি মারলে শুধু লুঙ্গিধারিণী-ই কল হবে, কুড়ি ইজ অফ নো ইউজ?
  • pharida | ২২ জুলাই ২০১১ ১১:০৩ | 220.227.148.193
  • না আমি এবার থেকে কাঁটা লাগানো কুড়ি ছাড়া আর কিছু লিখব না। গুরমুখি শিখে সিকি অনুবাদ করে দেবে ঃ))
  • pi | ২২ জুলাই ২০১১ ১০:৫৭ | 72.83.103.132
  • বেশ তো, তালে তাকে নিয়েই কবতে হোক । ঐ টইয়ে ঃ)
  • pi | ২২ জুলাই ২০১১ ১০:৫৩ | 72.83.103.132
  • কাজু বইমেলায় গুরুর স্টলে এসে বসলেই আর এমনি পিছিয়ে থাকতো না !
    গুরুতে বসতে হয়, নইলে পিছিয়ে পড়তে হয়।
  • Netai | ২২ জুলাই ২০১১ ১০:৫৩ | 121.241.98.225
  • কাজু সিকিদাকে বার খওয়ানোর চেষ্টা করছে!!!!
  • pharida | ২২ জুলাই ২০১১ ১০:৫২ | 220.227.148.193
  • কিন্তু জিএফ যে ছেড়েছি সেটাও সত্যি, - এখন অন্য কেউ, চিরকালীন ঃ))
  • pi | ২২ জুলাই ২০১১ ১০:৫০ | 72.83.103.132
  • উফ্‌ফ ! এই কারসর না !
    তাই ভাবি, তুমি হরিদা কীকরে হয়ে গেছিলে! ঃ(

    *pi
  • Kaju | ২২ জুলাই ২০১১ ১০:৫০ | 59.163.201.173
  • আসলে হাতকাটা, লুঙ্গি এগুলো বললে লোকের কথাই মনে আসে বেশী। আর, ওই রকম ড্রেসে আজ অব্দি আমার এখানকার বা গুরুগ্রামের দোকানেও কোনো স্ত্রীলোক দেখি নাই তো।

    এই জন্যেই বলি ছবি তুলে পাঠাও। তাইলে আর এত পোবলেম হয় না। অবশ্য তাতে তোমার নিজের ক্যালাহত হবার সম্ভাবনা থেকেই যায়। তা আর কী করা যাবে? কিছু পেতে কিছু তো দিতেই হয়। বৃহত্তর জনস্বার্থে এটুকু করবে না ? ;-)
  • pip | ২২ জুলাই ২০১১ ১০:৪৯ | 72.83.103.132
  • ফরিদাদা, তাইলে তো জিএফের অ্যাডে এবার তুমি !

    ঐ অত্ত অত্ত নিকোরেট না ফেট ... সেও ফেল মাল্লো !

    বেশ হবে, তোমার এই নতুন অবতারের ফোটুক।
    সাথে জিএফ ও গুরু।

    ক্যাপশন থাকবে, গোঁপ ছাড়তে পারি, কিন্তু জিএফ আর গুরু নয় !

    আরেক সেট হোর্ডিং , ইয়ে, মানে ব্যানার হবে সেটা !
  • pharida | ২২ জুলাই ২০১১ ১০:৪৫ | 220.227.148.193
  • বোধ হয় "তার" চোখ - তাও দেখিনি - ঃ))

    ছবি কেউ তুলছেই না আমার বহুদিন- বেজায় ভারি বোধ হয়।
  • pi | ২২ জুলাই ২০১১ ১০:৪৫ | 72.83.103.132
  • মেরীল্যান্ডের কোন আপিস ? একবার ঠিকানাটা দ্যান।
    চোখ বুঁজে হলেও একবার চক্ষু সার্থক কত্তে মঞ্চায় !
  • kc | ২২ জুলাই ২০১১ ১০:৪৩ | 89.203.49.18
  • মেরীল্যান্ড আপিসে আমার কাউন্টারপার্টটিও সবসময় ওই লুঙ্গী আর এগটা হাতকাটা গেঞ্জী পরে থাকেন, গায়ের চামড়াটা একদম কুনো ব্যাংএর মতন। তাকানো যায়না।
  • pi | ২২ জুলাই ২০১১ ১০:৪৩ | 72.83.103.132
  • আরে ! মুখবইয়ে সে মুখের ছবি লাগাও ! নইলে দেখা হলে তো আর চিনতেও পারবো না।

    আর, গোঁফ হারিয়ে কোন চোখ নাচলো ? ঃ)
  • Arpan | ২২ জুলাই ২০১১ ১০:৪২ | 202.91.136.3
  • অ্যাডমিনটি কেন লোক হতে যাবেন, কাজু? আর সিকিই বা তার থেকে কেন চোখ সরাতে পারবে না? ;-)
  • pharida | ২২ জুলাই ২০১১ ১০:৪২ | 220.227.148.193
  • নতুন করে ফিরে এসেছে আবার - লজ্জায় আর ওখানে লিখিনি ঃ(।

    আর হ্যাঁ, এই হপ্তায় গোঁফজোড়া উড়িয়ে দিলাম - অচেনা হয়ে গেছি!!
  • pi | ২২ জুলাই ২০১১ ১০:৪১ | 72.83.103.132
  • কোন লোক এই ড্রেসে আপিসে আইলে সেটা চোখ বুঁজে থাকার মত ব্যাপার হবে ঃ(

    মানে, বাড়িতে আও মেনে নেওয়া যায়। কিন্তু জাস্ট একবার চোখ বুঁজে ভাবার চেষ্টা করছিলাম , ঐ ড্রেসে কম্পুতে খুটখাট করছেন কি কারুর সাথে ফাইল আদান প্রদান। মনে হল চোখ বুঁজে থাকার অত ব্যাপার ই হবে।
  • Arpan | ২২ জুলাই ২০১১ ১০:৩৮ | 202.91.136.3
  • হাতকাটা দিলীপ?
  • pi | ২২ জুলাই ২০১১ ১০:৩৮ | 72.83.103.132
  • ফরিদাদার জিএফের কী খবর ?
    ঐ টইটাতে আর আপডেট দাও না তো !
  • saikat | ২২ জুলাই ২০১১ ১০:৩৮ | 202.54.74.119
  • লোক? কাজু যুগের সাথে তাল মেলাতে পারছে না? পিছিয়ে পড়ছে?
  • pi | ২২ জুলাই ২০১১ ১০:৩৭ | 72.83.103.132
  • ঃ)
  • pharida | ২২ জুলাই ২০১১ ১০:৩৬ | 220.227.148.193
  • সিকির অফিসে এবার থেকে কাজ করলে পকেট থেকে মাইনে দিতে হবে মনে হচ্ছে - যা দিনকাল !!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত