এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Sibu | ২০ জুলাই ২০১১ ০৭:০১ | 66.102.14.1
  • আমার মুখে কথা বসিও না আকা। সমরাদিত্য পালকে যে কেউ ভাগচাষী বলে নি সেটা তুমিও জান।

    সিভিল ওয়ারের দাবী যে ফিগারেটিভ, সেটা কি তুমি বোঝ না?

    পলিটিক্যাল অপোনেন্টকে খুন করা-কে (ইনডাইরেক্টলি হলেও) সমর্থন করা যদি তোমার কাছে গুড টেস্ট হয় তো, ওয়েল, উই ডিসএগ্রি।
  • aka | ২০ জুলাই ২০১১ ০৬:৪৬ | 24.42.203.194
  • শিবুদা টাটার উকিল সমরাদিত্য পালকে ভাগচাষী বলা ব্যাড ডেফিনিশন। ব্যাড টেস্ট কারুর কারুর কাছে গুড টেস্ট হলেও হতে পারে, ব্যাড ডেফিনিশন ইজ অলওয়েজ রং। ;)

    আর রুচির প্রশ্নে তোমার কথাই রিপিট করি লেটস এগ্রি টু ডিসেগ্রি।

    জোকস অ্যাপার্ট, একটা রাজনৈতিক প্রশ্ন তাহলে মাওবাদী দের সাথে সিপিএমের রাজনৈতিক নীতিতে ফারাক কি রইল? মানে ঐ সিভিল ওয়ারের দাবীতে বললাম। সংসদীয় গণতন্ত্র ইত্যাদি শব্দ তো কয়েক মাস আগে খুব শোনা যেত? ইনফ্যাক্ট যে হিন্দু বা মুসলিমরা স্বজন হারিয়ে অপর পক্ষের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে তাদের সাথেই বা কি পার্থক্য?
  • i | ২০ জুলাই ২০১১ ০৬:৪১ | 137.157.8.253
  • সিকি কেন ইন্দ্রাণীদির কাছে ক্ষমা চাইল কে জানে! বিগেম কেন বলল 'প্রচ্ছন্ন হুমকি' স্টার্ট করেছিলাম-সেটাও বুঝলাম না ঠিক। প্রচ্ছন্ন তো কিছু ছিল না। নিখাদ হুমকিই লিখেছিলাম-মনে হয়। আমার বুদ্ধি ক্ষুরধার-এটাও ঠিক নয়।
    কথা বাড়াব না আর।

    কুমুদিনী লাড্ডু দিয়েছিলেন, নেওয়া হয় নি সেদিন। আছে, কুমুদিনী? দিন তবে। মিষ্টিমুখে আসি আপাততঃ।
  • nk | ২০ জুলাই ২০১১ ০৬:৩৭ | 151.141.84.114
  • অবস্থা সাংঘাতিক।
  • Sibu | ২০ জুলাই ২০১১ ০৬:০৫ | 66.102.14.1
  • রাজনৈতিক বিরোধীদের খুন করা হচ্ছে, ভাগচাষীদের উচ্ছেদ করা হচ্ছে - এইসব কারণে যারা অসন্তুষ্ট তাদের নেম কলিং ইজ ইন ব্যাড টেস্ট।
  • aka | ২০ জুলাই ২০১১ ০৫:২৮ | 24.42.203.194
  • বিপ্লবীদের নিজেদের দলের লোক মারা যাচ্ছে, টাটার উকিলকে গালি দেওয়া হয়েছে ইত্যাদি কারণে ভারতে সিভিল ওয়ার দরকার।
  • aka | ২০ জুলাই ২০১১ ০৫:২০ | 24.42.203.194
  • আমি প্রথমে ভাবলাম চার লাইনই একই গানের।
  • pi | ২০ জুলাই ২০১১ ০৪:১৫ | 128.231.22.142
  • আর ক'টা গান মনে পড়লো।

    আমার ভিতর বাহির অন্ততে অন্তরে।
    অনুগত জনে কেন করো এত প্রবঞ্চনা।
    জোছনা করেছে আড়ি।
    কোয়েলিয়া গান থামা।

    আর, আমি এত যে তোমায় ভালবেসেছি গানটা হয়ত ঐ কেনুর লিস্টে কেউ পাঠাতে পারে। তবে আমি পাঠাবো না।
    সুর বা গাওয়া বা সব কিছু মিলিয়ে প্যাকেজটার জন্য কী? হতেই পারে।
  • pi | ২০ জুলাই ২০১১ ০৪:০৭ | 128.231.22.142
  • এলিমেন্টারি শিক্ষা নিয়ে সেদিন আকাদা , পামিতাদি যা লিখলো, তাতে তো মনে হয় আম্রিগান সিস্টেম অনেক ভাল।
    বাকিগুলো নিয়ে কেউ লিখুন না ।
  • pi | ২০ জুলাই ২০১১ ০৪:০৫ | 128.231.22.142
  • কীসের জন্য ? :o
  • aka | ২০ জুলাই ২০১১ ০৪:০৩ | 24.42.203.194
  • এখানে কদিন সাম্প্রদায়িকতা নিয়ে ঝড় বয়ে গেল। ওদিকে সিপিএমের ফেসবুক বিপ্লবীরা অস্ত্র তুলে সিভিল ওয়ার করার ডাক দিচ্ছেন তাতে জনে জনে "বামপন্থীরা"" লাইক বাটন দাবিয়ে আসছেন। আশ্চর্য্য বললেও কম বলা হয়। তবে আশার কথা এনাদের দৌড় ঐ ফেসবুকের দেয়ালে কিছু খিস্তি পোস্ট করা ছাড়া নয়। ভাগ্যিস মাওবাদীদের মতন সাহস এদের নেই।
  • Somnath | ২০ জুলাই ২০১১ ০২:৪৭ | 117.194.196.23
  • এতই যখন বললাম, শঙ্খ ব্যানার্জীর "তোমাকে তোমাকে চাই' ও বলে যাই।

    কাজী কামাল নাসের - সুপর্ণা এখনো কেন তুমি এলে না।

    রূপম ইসলাম - কমলো মেঘেদের ওজন, আমি তোমার চোখের কালো চাই, চলো আজ দেখব তোমার বাড়ি, সেদিনও ছিল দুপুর এমন।

    শ্রীকান্ত আচার্য - শোনো আমি চোখ বুজে আজ রাতে শুধু তার কথাই বলতে চাই, আর, আমার কোনো নাম দিও না (দুটোই সৈকত কুন্ডুর লেখা)

    রূপঙ্করের "কতদূরে যেতে পারে' আর "কিছু কিছু কথা পিছু ডাকে' ঠিক খানদাকি প্রেমের গান নয় বলে চেপে গেলাম। তবে ভূমির "অমন তাকিও না" বাদ দেওয়া যাবে না। যেখানে টুনির মা এসে গেছে।

    LRB-র 'চলো বদলে যাই" আর মাইলসের "ফিরিয়ে দাও" কে লিস্টের বাইরে রাখা যাবে না, কর্তব্যের খাতিরে নথিভুক্ত করলাম। একইভাবে লোপামুদ্রার বেনীমাধব (সত্যি বলেই ....)

    আর লিস্টি যখন করলামই,

    অঞ্জন - জয়িতা, রুবিনা রূপারেল, ঝগড়া, ঘর, কাঞ্চন, মেরি অ্যান, দুটো মানুষ, তুমি আসবে বলে, রঞ্জনা, ২৪৪১১৩৯

    নচিকেতা - পৌলমী, শতাব্দী, এ মন ব্যাকুল যখন তখন, রাজশ্রী-১,২,৩,৪,৫ তুমি আসবে বলে, তোকে নিয়ে ঘর বাঁধবো

    সুমন - কাঙালপনা, আমি যাকে ভালোবাসি, আমার প্রেমের গান, তোমাকে দেখছি, এক মুহূর্তে,

    শুভমিতা, শ্রেয়া, শম্পা কুন্ডু, নীপবিথি, প্রতুল প্রেমের গানের লিস্টে থাকল না।
  • nk | ২০ জুলাই ২০১১ ০২:২২ | 151.141.84.194
  • পিছিয়ে পড়ে আসলাম। টেরিফিক!ঃ-)
    তাও তো বড়ো বড়ো পোস্টগুলোর মুড়োর লাইন মাঝের লাইন আর ল্যাজার লাইন পড়ে পড়ে ছেড়ে গেছি, গোটা মাছ সাবাড় হয় নাই। ঃ-)
  • Nina | ২০ জুলাই ২০১১ ০২:১৮ | 12.149.39.84
  • ঃ-(( ওমনি!
    আম্মো বাড়ী যাই
  • pi | ২০ জুলাই ২০১১ ০২:১৭ | 72.83.103.132
  • আমিও পালাই ঃ)
  • pi | ২০ জুলাই ২০১১ ০২:১৭ | 72.83.103.132
  • গান আমাকে ছেড়ে পালিয়েছে ঃ)
  • nk | ২০ জুলাই ২০১১ ০২:১৭ | 151.141.84.194
  • নেতাই বর চেয়ে বিপাকে পড়তো! বৌ চাওয়ার রেওয়াজ থাকলে তাও একরকম, কিন্তু বর---
  • Nina | ২০ জুলাই ২০১১ ০২:১৫ | 12.149.39.84
  • পাই, আজ একটা গান শোনাস তো --টেপ করে পাঠাস---অন্নেকদিন তোর গান শুনিনি
  • pi | ২০ জুলাই ২০১১ ০২:১২ | 72.83.103.132
  • কিন্তু নেতাই ঈশ্বরকে এমন বাগে পেয়েও ছেড়ে দিল ? কোন বর টর না চেয়ে ? তখন থেকে ভাবছি।
  • Tim | ২০ জুলাই ২০১১ ০২:১১ | 198.82.19.192
  • এখন ঘুমোলে বিশাল ঝাড় হবে। মিছিল আছে। কাজাই। ঃ-(
  • nk | ২০ জুলাই ২০১১ ০২:১০ | 151.141.84.194
  • নেতাই, হেরম্ব গল্প লেখেনি, সে অমর হয়ে আছে "জানি কিন্তু বলবো না" এই উক্তি করে। ঃ-)
    বাদশাহ নামদার পড়ে ফেলুন, তেমন সুবিধার লাগে নাই যদিও আমার।
  • pi | ২০ জুলাই ২০১১ ০২:১০ | 72.83.103.132
  • এইত্তো, গানটার কথা বলতে যাচ্চিলুম।
    চাঁদের ই সাম্পানের সুর থেকে এইটা মনে এল নাকি চাঁদ থেকে , কে জানে।

    আমারো ঘুম্পায় ঃ(

    শীতঘুমপাড়ানি গান হয় ?
  • nk | ২০ জুলাই ২০১১ ০২:০৯ | 151.141.84.194
  • আমরা নূতন যৌবনেরই ভুত
    আমরা চমচম আমরা বিস্কুট

    এটা কে করেছিলো?
  • Paramita | ২০ জুলাই ২০১১ ০২:০৭ | 202.3.120.4
  • আবার আসিবো ফিরে, অপাততঃ ঘুম ঘুম চাঁদ।
  • pi | ২০ জুলাই ২০১১ ০২:০৬ | 72.83.103.132
  • টইটা কই ?
  • Tim | ২০ জুলাই ২০১১ ০২:০৬ | 198.82.19.192
  • আরেকটা ছিলো। শিশিগুলো কিছুতেই পিছু হটেনা...
  • Tim | ২০ জুলাই ২০১১ ০২:০৪ | 198.82.19.192
  • প্রচন্ড কনফিউজড হয়ে গেছিলাম। সেই ""মুখ ধুয়ে পথে চেয়ে থেকেছি" র থেকেও বেশি। (রেফঃ আমি দূর হতে...)
  • pi | ২০ জুলাই ২০১১ ০২:০৩ | 72.83.103.132
  • চাঁদেরই সাম্পান মনে পড়ে গেল। গানটার মায়াবী ম্যাজিকটা যে ঠিক কোথায়, কথা , সুর, গলায় না গাওয়ায়, ঠিক ধরতে পারিনা।
  • Paramita | ২০ জুলাই ২০১১ ০২:০৩ | 202.3.120.4
  • উই শাম কুছ আজিব থি আর ইয়ে শাম মস্তানি।
  • Paramita | ২০ জুলাই ২০১১ ০২:০১ | 202.3.120.4
  • টিম বলতে পাল্লে? "নীলাচলে বনলতা" ?

    ওটা হবে গিয়ে "লীলাছলে বনলতা"।
  • pi | ২০ জুলাই ২০১১ ০২:০০ | 72.83.103.132
  • এই রাত থেকে উও শাম মনে পড়ে গেল।
    কেন পড়লো ? ওটা কি খামোশি তে ছিল ?

    নাকি অমর প্রেম?

    রয়না বিতি যায়ে .... এই তোড়ী রাগটার মধ্যে কী যেন কী একটা ব্যাপার আছে।
  • Tim | ২০ জুলাই ২০১১ ০১:৫৭ | 198.82.19.192
  • না এইটাই আসল। ঠিকই জানি। উফ্‌ফ কি কনফুশন।
  • Tim | ২০ জুলাই ২০১১ ০১:৫৬ | 198.82.19.192
  • পাইকে,
    আছে। মনে পল্লো সেখানে আমি জীবনানন্দ প্যারডি করেছিলাম। ধাষ্টামো আর কি!
  • Tim | ২০ জুলাই ২০১১ ০১:৫৫ | 198.82.19.192
  • যাহ্‌, পামিতাদির পোস্ট পড়ে এইবার আমার আসলটাই মনে পড়ছেনা।
  • pi | ২০ জুলাই ২০১১ ০১:৫৫ | 72.83.103.132
  • প্যারোডি গুলোর লিস্টি বানালে হয়। কোন টই আছে নাকি ? কতগুলো ভার্শন চলতো বোঝা যাবে। নতুন বানালেও হয় ঃ)
  • Paramita | ২০ জুলাই ২০১১ ০১:৫৪ | 202.3.120.4
  • আমাদের এক বন্ধুর সরস্বতীপুজোয় ক্রমাগত গেয়ে গেলঃ

    কপোতের বুকে ঐ কত সুখে কপোতী ঘুমায়
    নীলাচলে বনলতা কি সোহাগে তরুরে জড়ায়।
  • Netai | ২০ জুলাই ২০১১ ০১:৫৪ | 182.64.70.12
  • *নামদার
  • I | ২০ জুলাই ২০১১ ০১:৫৪ | 14.99.247.248
  • ব্যাণ্ডালি বেশ ভালো নাম। টিমের ব্যা, নিশিকান্ত'র ন আর ইন্দো'র তালব্য শ।
  • Netai | ২০ জুলাই ২০১১ ০১:৫৩ | 182.64.70.12
  • @nk
    হেরম্ব মৈত্রের গল্প খোঁজার কথা ছিল? মনে পড়ছেনা বিলকুল। ভদ্রলোক যে গল্প লিখেছেন তাই ই তো জানিনা। আদতে ঐ নামে কেউ আছেন কিনা তাও শুনিনি।
    আমার তো এখোনো বাদশাহ মানদার ই পড়া হলনা।
  • Tim | ২০ জুলাই ২০১১ ০১:৫৩ | 198.82.19.192
  • আমাদের এক বন্ধু গল্প করেছিলো। তারা নাকি বাসে নেকু প্রেম দেখলে পাই-কথিত গানের প্যারডি গাইতো। কিন্তু সেটা পলিটিকালি ইনকারেক্ট বলে চেপে গেলাম।
  • Paramita | ২০ জুলাই ২০১১ ০১:৫২ | 202.3.120.4
  • তুমি যে আমারটা আমিও লিস্টে রেখেছিলাম। কি ভেবে বাদ দিলাম।
    ওদিকে "এই রাত তোমার আমার" (হুইসলশুদ্ধ) প্রেমসঙ্গীতমালার নমিনেশন।
  • pi | ২০ জুলাই ২০১১ ০১:৫২ | 72.83.103.132
  • * কপোত-কপোতীর জন্য
  • pi | ২০ জুলাই ২০১১ ০১:৫২ | 72.83.103.132
  • নিনাদি, ই স্নিপসে আছে। এখন সার্চ কাজ করছেনা।
  • Paramita | ২০ জুলাই ২০১১ ০১:৫০ | 202.3.120.4
  • "যদি হই চোরকাঁটা ঐ শাড়ির ভাঁজে" এটাও বেশ ন্যাকা। সুরটা ভালো লাগে অবিশ্যি।
  • pi | ২০ জুলাই ২০১১ ০১:৫০ | 72.83.103.132
  • পামিতাদি, ওটারও আগে রাখবো তুমি যে আমার।

    তখন ক্লাস এইট, ফুলেশ্বরে পিকনিকে গিয়ে
    জামরুল গাছের তলার এক কপোত-কপোতীর প্রতি যন্য ব্যাকগ্রাউণ্ডে এই গানখানি গেয়ে বড়ই আমোদ পেয়েছিলাম।
  • Tim | ২০ জুলাই ২০১১ ০১:৪৯ | 198.82.19.192
  • ব্যান্ডালি। এইভাবে লি টা ফিট করে যাবে।
  • nk | ২০ জুলাই ২০১১ ০১:৪৯ | 151.141.84.194
  • একটা ব্যান্ড বানালেই হয়!
    ব্যান্ডের নাম কী হবে?
  • Tim | ২০ জুলাই ২০১১ ০১:৪৬ | 198.82.19.192
  • ইন্দোদা, হ্যাঁ হয়ে যাবে মনে হয়। আমি ব্ল্যাঙ্কের কাছ থেকে এবিসিডিগুলো নিয়ে নেবো। একটা কিছু সামনে থাকলে কনসেনট্রেট কত্তে সুবিধে হয়।
  • nk | ২০ জুলাই ২০১১ ০১:৪৫ | 151.141.84.194
  • লিরিক আমি দোবো টিম।
    "সে এক দিন ছেলো/ মনের সুখে বাজাইতাম চেলো" ঃ-)
  • pi | ২০ জুলাই ২০১১ ০১:৪৪ | 72.83.103.132
  • লিস্টে টুনির না, ডেঞ্জারম্যান আর পোলা তো নয় সে তো আগুনের গোলা বাদ দিলে ভগমান পাপ দিবেন।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত