বাচ্চা বল্লে যখন, থালে আমি রোববারের গোঁসাইবাগান থেকে সবার পড়া এই কবিতাটা পোস্টো করি?
"-তোমার বাবার নাম? -পোথুন বৌমিক -কোন নামে ডাকো তাকে, বাবা নাকি ড্যাড? -না না ও তো বুয়া হয়, ও আমার বুয়া -ওহো, আচ্ছা ঠিক আছে, বুয়া কী করেন? -বুয়া----উম্--- ভালোবাসে, আমাকে আদর করে খুব।
(প্রসূন ভৌমিক)
I | ১৯ জুলাই ২০১১ ২২:০০ | 14.96.58.199
রবা, ঃ-))))
I | ১৯ জুলাই ২০১১ ২১:৫৯ | 14.96.58.199
রিমি'র পোস্টটা হেব্বি। আমি বাচ্চা হয়ে গেছি। কিম্বা ডিডি-র মতন বুড়ো ভাম। এট্টুও ঝগোড়া ভাল্লাগে না।
Tim | ১৯ জুলাই ২০১১ ২১:৫৯ | 198.82.19.192
দেখিচি সেটা। ঃ-)
r2h | ১৯ জুলাই ২০১১ ২১:৫৮ | 198.175.62.19
আমার একটি সোশাল নেটওয়ার্কিং প্রোফাইলে সেই শিশুদের আমি যোগ্য সম্মান জানিয়েছি।
r2h | ১৯ জুলাই ২০১১ ২১:৫৪ | 198.175.62.19
তখন আমি নিতান্ত হাড়গিলে ছোকরা, আদাড়ে পাদাড়ে ঘুরে বেড়াই, পড়াশুনো চাকরী বাকরী কিছুই নাই, সেসবের কোন প্রয়োজন আছে তাও সুদূর চিন্তা ভাবনায় নাই। একখানা তিন কামরার ফ্ল্যাটে একা থাকি, যখন ইচ্ছা ঘরে ঢুকি, বেরুই, ঘুম থেকে উঠি ঘুমোতে যাই, দিনরাত সন্দেহজনক বন্ধুবান্ধবের এবং আমার নিজেরও আনাগোনা। অন্যান্য ফ্লাটে যেসব পরিজন সহ মানুষেরা থাকতেন তাঁদের সঙ্গে আমার জোম্বি এবং জীবিত মানুষের পারস্পরিক সম্পর্কের মতই সহমর্মিতা। তো এমন সময় লামা গুজরাটের সমুদ্রতীর বা রাজস্থানের মরুভুমি বা মহারাষ্ট্রের জঙ্গল ইত্যাদি কোথাও থেকে একটা কত নম্বর যেন চাকরীটি ছেড়ে কলকাতায় এলো। তারও প্রায় অনুরূপ জীবনযাত্রা, তবে কনিষ্ঠের কাছে অগ্রজের দৃষ্টান্তস্থাপনজনিত তাগিদে সামান্য সংযত। তবে প্রতিবেশীদের সঙ্গে সেই জোম্বিসুলভ সম্পর্কই বহাল। আমরা তখনো জানিনা, পাড়ার লোকে আমাদের দুজনকে একই লোক ভাবে। একদিন সন্ধ্যের মুখে লামা দৈনিক বিচরণ সেরে বাড়ি ঢুকছেন নীচে একপাল শিশুর মহামেলা, তাদের মা বাবারা তাদের ঘরে ঢোকার জন্যে জবর্দস্তি করছেন, শিশুরা, শিশুদের মতই নির্বিকল্প। লামাকে দেখে যেন বজ্রপাত হলো, শিশুরা উর্ধ্বশ্বাসে দিগবিদিক জ্ঞানশূণ্য হয়ে পালাতে লাগলো।
আমরা নজরে করে শুনতে পেলাম, শিশুদের কন্ঠে সন্ত্রস্ত আর্তনাদঃ 'সায়ন রাক্ষস আসছে- সায়ন রাক্ষস আসছে"
নিজের অজান্তেই যে কখন অভিভাবকদের শাসনযন্ত্রে পরিনত হয়েছি, জানতেই পারিনি। নিজের স্বরূপ সম্পর্কে গভীর চিন্তা ভাবনা করতে করতে মনে পড়ে গেল আরকি।
Arpan | ১৯ জুলাই ২০১১ ২১:৫৪ | 112.133.206.18
ডাক্তার দেখিয়েছ বললে তো।
aka | ১৯ জুলাই ২০১১ ২১:৫৩ | 168.26.215.13
এঃ কেমন জানি লাগছে।
Tim | ১৯ জুলাই ২০১১ ২১:৪৪ | 198.82.19.192
ঃ-))
byaang | ১৯ জুলাই ২০১১ ২১:৪১ | 122.167.66.7
আমার অত পছন্দের গানটায় লুঙ্গি বসিয়ে দিল! ঃ-((
Tim | ১৯ জুলাই ২০১১ ২১:৩৭ | 198.82.19.192
সে যে পালিয়ে বেড়ায়, দৃষ্টি এড়ায়, ডাক দিয়ে যায় লুঙ্গিতে.....
হুতোর জন্য কবি লিখেছিলেন।
r2h | ১৯ জুলাই ২০১১ ২১:৩২ | 198.175.62.19
*কুমুদি
r2h | ১৯ জুলাই ২০১১ ২১:৩২ | 198.175.62.19
আর পীড়ের দূরদর্শী কৃপাসিন্ধুতে উলুতপ্লুত হতে হতে আমি বারবার আত্মহারা হয়ে যাই। আজ যদি আমি সময়ের আশ্চর্য মোচড়ে লুঙ্গীপন্থী না হতাম, তবে ক্ষি হতো আমার? ক্ষি? ক্ষি? আমি কোনদিন আমার পূর্ণ আত্মপ্রতিকৃতি আঁকতে পারতাম আর?
আর কুমিদি খালি লুঙ্গীকে দুচ্ছাই করেন। বিপদে পরিধেয়র পরিচয়, কে না জানে।
byaang | ১৯ জুলাই ২০১১ ২১:২৯ | 122.167.66.7
তিমিকেও। বম্মা, ঐ পোস্টটা পড়ে আমিও খুব কষ্ট পেয়েছি।
byaang | ১৯ জুলাই ২০১১ ২১:২৮ | 122.167.66.7
রিমির পোস্টটাকে যে কী ভীষণ সাপোর্টালুম!
r2h | ১৯ জুলাই ২০১১ ২১:২৬ | 198.175.62.19
উফ, একটু শান্তিতে চুপচাপ থাকতে দেবে না। না না লুঙ্গী নয়, প্যান্ট। কিন্তু আমি বিচলিত হইনি, কারন প্যান্ট-হারার শেষ আশ্রয় লুঙ্গী থেকে আমাকে কেউ বঞ্চিত করতে পারবেনা এ আমার প্রত্যয়, এ আমার অঙ্গীকার। আর বঞ্চিত শুনে মনে কু আনার কিছু নেই, এ এক পবিত্র ধর্মযুদ্ধ, পীড় পাপ দেবেন।
rimi | ১৯ জুলাই ২০১১ ২১:২৪ | 168.26.215.135
এইমাত্তর পড়লাম, বাচ্চারা খেলতে খেলতে ঝগড়া করে, মতের অমিল হয় তাদের, কিন্তু দু মিনিট পরেই তারা আবার মিলেমিশে খেলতে থাকে। আর বড়দের মধ্যে ঝগড়া হলে মুখ দেখাদেখি বন্ধ। কেন? "Kids choose happiness over righteousness. Adults usually do the opposite." অথচ তবু আমরা বাচ্চাদের ইম্যাচিওর ভাবি, ভাবি ওরা এলেবেলে!!! কি অন্যায় ঃ-(
কোথাও একটা আছে, প্যান্ট ফ্যান্ট খুলে নেবার ব্যাপার আছে।
aka | ১৯ জুলাই ২০১১ ২১:১০ | 168.26.215.13
আর ভাটপাতার চরিত্র সংক্রান্ত পোস্টটি দেখতে চাই।
dukhe | ১৯ জুলাই ২০১১ ২১:০৯ | 117.194.225.150
আমিও পাইনি ।
aka | ১৯ জুলাই ২০১১ ২১:০৮ | 168.26.215.13
মেল কোথায়?
bb | ১৯ জুলাই ২০১১ ২১:০৬ | 117.195.160.40
M এর হুমকি দেওয়া মেল ভীষণ খারাপ লাগল, প্রতিবাদ জানিয়ে গেলাম তার।
pi | ১৯ জুলাই ২০১১ ২০:৫৯ | 72.83.103.132
এখান থেকে ব্যক্তিগত চেনা পরিচয় তৈরি হয়ে যাওয়া , ভার্চুয়াল থেকে রিয়েল হয়ে যাওয়া সব ই তো ভাল। কিন্তু চেনা পরিচিতির প্রলেপ পড়ে গেলে আপত্তিকর কিছু মনে হলেও কাটিয়ে দিতে হবে, এমনটা, ঠিক বেঠিক জানিনা, আমার ভাল লাগেনা। M র সাথে আমার ব্যক্তিগত কোন সমস্যা নেই কিন্তু ওনার বেশ কিছু পোস্ট ভীষণরকম বাজে লেগেছে, জানিয়ে গেলাম। ধেড়ে খোকা খুকুদের গুডবুকে নাম তুলতে যাওয়ার জন্য পোস্ট করা কি সিঁফোকে বলা পোস্ট তো আছেই। কিন্তু বিশেষ করে, হুতোকে করা পোস্টটা। ওটা পড়ে মনে হয়েছে, এর তুলনায় ব্রতীনদার আমাকে করা পোস্টগুলো তো তুশ্চু। ঃ)
pi | ১৯ জুলাই ২০১১ ২০:৫৯ | 72.83.103.132
মামু, প্রায় সব পয়েন্টেই একমত। কেবল একটাই কথা, 'কেবল ই' এসো হে বসো হে হবে কিনা এটা জিগেশ করার মানেই এগুলো করতে পারবেন না, এগুলোর মুখ বন্ধ করতে চাওয়া হচ্ছে, এটা একেবারেই না। কেবলি কথাটাতে কাল বোল্ড , আন্ডারলাইন করেছিলাম, আজ নাহয় ফণ্ট ও বাড়িয়ে দিলুম ঃ) কোন বিশেষ আলোচনা কারুর ভালো লাগছে না, সেই নিয়ে কোন অসুবিধে নেই, ভালো লাগছে না বলা নিয়েও না, অন্যদিকে আলোচনা ঘুরিয়ে প্রভাবিত করা নিয়েও আপত্তি নেই। ভাটে এই আলোচনা করা চলবে না, বন্ধ করতে হবে ( সে এই প্রতিবাদ ই হোক, কি সিরিয়াল নিয়ে আলোচনা ই হোক ), এরকম নিদানের সুর শুনতে পেলে আপত্তি আছে। ভাটে এই আলোচনা চালিয়ে অন্যায় করে ফেলেছি বলে ক্ষমা চাইতে হবে ( হয়েওছে) , এটা হলে আপত্তি আছে।
santanu | ১৯ জুলাই ২০১১ ২০:৫৯ | 95.141.130.90
মিঠুর লেখাটা আমায় আরো বুড়ো বানিয়ে দিল। আমি যখন চীনে ভিক্ষাবিত্তি করছি, তখন এখানে আসি, ট্যান আমায় চৈনিক শান্তনু বলত। সে ২০০৫। ৬ বছর কেটে গেল।
aka | ১৯ জুলাই ২০১১ ২০:৫৮ | 168.26.215.13
ওটা লিমেরিকের টই খুঁজলেই পাওয়া যাবে।
kc | ১৯ জুলাই ২০১১ ২০:৫৭ | 89.203.49.18
কিন্তু ল্যাখাটা কার? হ্যায় কিসমে দম?
aka | ১৯ জুলাই ২০১১ ২০:৫২ | 168.26.215.13
তাই বড় হয়ে টিম নাম নিয়েছে।
Tim | ১৯ জুলাই ২০১১ ২০:৫১ | 198.82.19.192
হ্যাঁ আমার একটু ওড়ার শখ ছিলো বটে। ছোটোব্যালার সাধ।
যাব্বাবা, নিজের নামটাই ভুল লিখলাম। টাইপো হয়েছে। ঃ-( Ti=Tim
kc | ১৯ জুলাই ২০১১ ২০:৪২ | 89.203.49.18
'ম'কার দোষ যাত কমাবে ততই ভাল। ডিঃমঃ
Tim | ১৯ জুলাই ২০১১ ২০:৪১ | 198.82.19.192
মামী হাগু দিয়ে একটা প্যারাগ্রাফ শুরু করলো? (এইটা খুব ভয়ে ভয়ে লিখলাম। ক্ষি জানি ক্ষি হয়!)
aka | ১৯ জুলাই ২০১১ ২০:৪১ | 168.26.215.13
এই ভাটপাতার চরিত্র সংক্রান্ত পোস্টটি কোথায় গেলে পাওয়া যাবে? আমি পিছিয়ে পড়েছি।
Ti | ১৯ জুলাই ২০১১ ২০:৩৯ | 198.82.19.192
নীপা, সপা আর ফপা.... এই নিয়েই গুরুর সংসার।
kc | ১৯ জুলাই ২০১১ ১৯:৪২ | 89.203.49.18
ছাইটে কি ম্যাসিভ মেইন্টেন্যান্স চলছে? কোনও টইই খুলছেনা। অন্য কারুর হচ্ছে এরকম?
pi | ১৯ জুলাই ২০১১ ১৭:৩৩ | 72.83.103.132
হ্যাঁ, আমিও বুঝিনি, এইগুলো করতে কোথায় অসুবিধে হচ্ছে আর এগুলো নিয়ে কেন ই বা কথা উঠছে! এই 'ভাগ্যিস' জায়ীত শব্দগুলোই কোত্থেকে আসছে জানিনা।
m | ১৯ জুলাই ২০১১ ১৭:২২ | 117.194.32.80
ইপ্সিতা, গাইডলাইন তৈরী হবে কিনা সে নিয়ে গুরুতে জনমত সমীক্ষা হতে পারে। তুমি গাইডলাইন তৈরী করে দেবে একথা কোথায় লিখেছি দেখিয়ে দেবার অপেক্ষায় রইলাম।ভাটে কি বিষয় নিয়ে কে লিখবে তা ঠিক করার মহান গুরুভার আমার কাঁধে আছে বলে আমি মনে করি না।
kumudini | ১৯ জুলাই ২০১১ ১৭:১৫ | 122.160.159.184
মিঠু,ভাট-আড্ডার চমৎকার উষ্ণতার ওম তো এখনো তেমনি আছে। আরেকটা কথা বলবোই,লম্বা চুল খুলে আপিসে আসা আনহাইজিনিক,যতই তা বিদিশার না কোথাকার নিশার মতো হোক না ক্যানো!
হাইহিল,মটক ঝটক,হুঁঃ
pi | ১৯ জুলাই ২০১১ ১৭:১৪ | 72.83.103.132
'গাইডলাইন' করার কথা কেউ বলেনি । বরম অন্যরা গাইডলাইন তৈরির চেষ্টা করছে, অমুক আলোচনা করলে বন্ধ করতে হবে , এটা নিয়ে আপত্তি জানিয়েছি। ভালো করে না পড়ে বা ন বুঝে তাই নিয়ে কিছু বল্লে কিছু বলার থাকেনা।
dukhe | ১৯ জুলাই ২০১১ ১৭:০২ | 122.160.114.85
রাজমা চাওল ছেড়ে আবার ইলিশ কেন ? তবে কি সত্যিই যা ভাবছি তাই ? কুড়ি, কুড়ির রাজমা সবই মায়া ?
m | ১৯ জুলাই ২০১১ ১৭:০১ | 117.194.32.80
শমীক, অনেক পুরোনো কথা মনে পড়ে গেলো। গুরুর জন্যে প্রবাসে কখনো 'আড্ডা' দেবার লোকের অভাব হয় নি। দুপুর হলে গুরু খুল্লেই ভাটে একঝাঁক লোকের সঙ্গে দেখা হয়ে যেত।ব্যক্তিগত সমস্যা থেকে শুরু করে ঠ্যাং টানাটানি,রঙ্গরসিকতা সব চলতো- 'ভাটিয়ালি' ছিলো সবার গপ্পো করার জায়গা।
আমরা তখন 'সম্ভবত'হালকা চালে গপ্পোগাছা করতে আসতাম।ভাটের উষ্ণতা ভাল্লাগতো।চোখে না দেখেও শিকাগোতে বেড়াতে এসেছিলো দময়ন্তী,মিতাদিরা। বোজোকে দেখি ওর বিয়েতে নেমন্তন্ন খেতে গিয়ে । এগুলো আমার হালকা পাতার প্রাপ্তি। মনখারাপ লাগলে এপাতাতে ভাগ করে নিয়েছি কতবার।আমার মত এপাতাতে আরো কিছু লোক আছে,যারা সেই সকাল-দুপুর-বিকেল গুলো মিস করেঃ)
হাগু-হিসু -ঘটি বাঙ্গাল-ঝারি-প্রেম-গান-খাবারদাবার কবিতা,বাচ্চাপালন বার বার আড্ডায় এসেছে- স্বাভাবিক ভাবেই কেউ তখন আড্ডার চরিত্র ঠিক কি রকম হওয়া উচিত সে নিয়ে কোনো গাইডলাইন তৈরি করার কথা ভাবে নি-ভাগ্যিস ভাবে নি, প্রবাসে আমাদের হালকা গল্পগাছার মনভালো করার আমেজটুকু তাহলে পেতাম কোথাঃ(
'ভাটিয়ালি' যে এখন সমাজ সচেতনতা তৈরীতে একটা নতুন মাত্রা যোগ করে,'আমাকে দেখুন 'ট্যাগ লাগিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে- আমি জানতাম না( অবশ্য আমি খুব কম জানি)।কাজেই নো রিগ্রেট্স।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন