এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Tim | ১৭ জুলাই ২০১১ ১১:৩৬ | 173.163.204.9
  • কেসিদার বিলাসখানি দিয়ে সিন্মাটা শুরু হবে। আর দেফুকে স্ক্রিপ্ট পাঠিয়ে দেয়া হোক। এট্টু ডার্ক শেড আছে ক্যারেক্টারে, অনেকটা মিস্টিক রিভারের লরা লিনের মত। দেফু, সময়মত মহলায় আসবা।
  • pi | ১৭ জুলাই ২০১১ ১১:৩৬ | 72.83.103.132
  • কিন্তু আমার তো ইক সীতায় রক্ষে নেই, আবার রাম ও দোসর হলে তো আর দেখতে হবেনা !
  • Lama | ১৭ জুলাই ২০১১ ১১:৩৫ | 117.194.233.117
  • উনি ভোদ্রোমোহিলা হোবেন কেনো? উনি কি ছাতা আর ব্যাগ লেকর ইস্কুল যান?

    সেরা সন্দেশে আছে। কার লেখা, কারো মনে আছে?
  • r2h | ১৭ জুলাই ২০১১ ১১:৩৩ | 67.96.80.214
  • এই হয়। চিত্রনাট্যকারকে সবাই ভুলে যায়।
  • pi | ১৭ জুলাই ২০১১ ১১:৩২ | 72.83.103.132
  • ডিরেক্টর, অ্যাক্টর, মুজিক ডিরেক্টর, সিঙ্গার হাজির। এদিকে প্রোডিউসর হাওয়া !
  • pi | ১৭ জুলাই ২০১১ ১১:৩১ | 72.83.103.132
  • ঐ জন্যই তো আমি = রামি নই ঃ)

    মানে, আমি = রাম নই এটাও তো বলি নাই ঃ)
  • kc | ১৭ জুলাই ২০১১ ১১:৩০ | 194.126.37.78
  • মহিলাতান্ত্রিক ষড়যন্ত্র না বলে ভদ্রমহিলাতান্ত্রিক ষড়যন্ত্র বললে সেট ফপা হত লিচ্চয়ই।
  • pi | ১৭ জুলাই ২০১১ ১১:২৮ | 72.83.103.132
  • আমাদের গোপাল ভুবন দ্বারা কিঞ্চিৎ স্পয়েল্ট।
    রাখাল দ্বারা নয় কিন্তু।
  • r2h | ১৭ জুলাই ২০১১ ১১:২৭ | 67.96.80.214
  • রামার যদি আমার হয় তবে আমি রামি হবার প্রশ্ন উঠছে কোদ্দিয়ে? প্রশ্নাতীত ভাবে আমি হবে রাম। এটি কি একটি মহিলাতান্ত্রিক ষড়যন্ত্র? আমি প্রতিবাদে গর্জে উঠলাম

    ঘ্রাউ ঘ্রাউ ঘ্রাউ
    হোলিয়ার দেন দাউ
  • kc | ১৭ জুলাই ২০১১ ১১:২৬ | 194.126.37.78
  • গোপালতো বড়ই সুবোধ বালক। সে কি ফপা র মানে জানে?
  • pi | ১৭ জুলাই ২০১১ ১১:২৬ | 72.83.103.132
  • এইতো পাওয়া গেছে।
    দেফু হবে গোলাপ।
    কোদালগাছ খোঁড়াতে খোঁড়াতে সেক্সিস্ট ইয়ার্কি মারবে।

    ডিরেক্টরের কী সুবিধা। নায়ক নিজেই ডায়লগ সাপ্লাই দেবে।
  • kc | ১৭ জুলাই ২০১১ ১১:২৪ | 194.126.37.78
  • আমি কিছু কত্তে চাই। মুজিক ডিরেক্টরটা খালি আছে?
  • pi | ১৭ জুলাই ২০১১ ১১:২৪ | 72.83.103.132
  • গোলাপ নামটা খুব গোলমেলে।
    কেবল গোপাল হয়ে যেতে চায়।

    কিন্তু হয়ে গেলে কি সেটা ফ পা বলে গণ্য হবে ?
  • y | ১৭ জুলাই ২০১১ ১১:২৪ | 59.164.99.142
  • কোদালগাছফাছ শুনে একটা সেক্সিস্ট ইয়ার্কি পাচ্ছে ঃ-P
  • Tim | ১৭ জুলাই ২০১১ ১১:২৩ | 173.163.204.9
  • ধুস! আমি তো ডিরেক্টর।
  • pi | ১৭ জুলাই ২০১১ ১১:২২ | 72.83.103.132
  • ধুর ! প্রোডিউসাররা অভিনয় করে বলে শুনেছে কেউ ?

    টিমবাবু একটি কোদালগাছের ভূমিকায় নামতে পারেন।
  • Tim | ১৭ জুলাই ২০১১ ১১:২০ | 173.163.204.9
  • কোদাল আর গোলাপের চরিত্রে কে অভিনয় করছে? হুতোদা কোদাল? লামাদা গোলাপ? ইন দ্যাট কেস, একটা কোদালের জায়গা খালি আছে।
  • pi | ১৭ জুলাই ২০১১ ১১:১৯ | 72.83.103.132
  • রামার = আমার

    ডিঃ আমি = রামি নই।
  • pi | ১৭ জুলাই ২০১১ ১১:১৮ | 72.83.103.132
  • গোলাপ দিয়ে যখন কোদালগাছের চারা খোঁড়া হবে, তখন এক গোলাপ দো কোদাল ই হোক বরম।
    লামা-হুতো প্রোডাকশন।

    ইয়ে, আমি সিনিমায় গান কত্তে চাই।
  • Lama | ১৭ জুলাই ২০১১ ১১:১৬ | 117.194.233.117
  • কারন আমরা গোলাপ আর ওরা কোদাল
  • Tim | ১৭ জুলাই ২০১১ ১১:১৬ | 173.163.204.9
  • রামা কে?
  • Tim | ১৭ জুলাই ২০১১ ১১:১৫ | 173.163.204.9
  • এ ক্ষি একচোখোমি? এক কোদাল দো গোলাপ ক্যানো নয়?
  • pi | ১৭ জুলাই ২০১১ ১১:১৪ | 72.83.103.132
  • শিক্ষিত নিয়ে আমি তখনি কথা তুলেছিলাম। আর রামার প্রশ্নের উত্তরে টিম ক্ল্যারিফাই করে দিয়েছিল।

    কিন্তু, আবারো, টিমের এই কথাগুলো এসেছিল , ঐসব বলার পরে। ঐসব বলার পরিপ্রেক্ষিতেই !!

    আর এগুলো নাকি কারণ ??
  • kc | ১৭ জুলাই ২০১১ ১১:১৪ | 194.126.37.78
  • ব্রতীন, পুরো ব্যাপারটা নিয়ে তর্কটা প্রথমে আমার সঙ্গে শুরু হয়েছিল। তোমকে হাইপার মুডে দেখে আমি আর আগে বাড়িনি। তোমার ফপাগুলো যদি তুমি সত্যিসত্যি বুঝে থাকো তাহলে বলতে অসুবিধা কোথায় রে বাবা?

    কিছুদিন আগে আমি মামুকে নিয়ে একটা অক্ষম ইয়ার্কি মেরেছিলাম। মামী পয়েন্ট আউট করতেই টোটাল অ্যাপোলজী চেয়েছিলাম। আমি বুয়েছিলাম ওটা ফপাই ছিল। তাতে করে আমার সম্মন বা ইগোর কিছুই হানি হয়নি।
  • r2h | ১৭ জুলাই ২০১১ ১১:১৩ | 67.96.80.214
  • আমি এক গোলাপ দো কোদাল নামে সিনেমার চিত্রনাট্য লিখবো। মানে তার জন্যে পয়সা পেলে আরকি।
  • Tim | ১৭ জুলাই ২০১১ ১১:১২ | 173.163.204.9
  • কেসিদা,
    জানতাম না। বেশ বেশ ! ঃ-)
  • pi | ১৭ জুলাই ২০১১ ১১:১২ | 72.83.103.132
  • ব্রতীনদার এই পোস্টের পর একটাই কথা।

    করো, করো, সহনশীলতা প্র্যাকটিশ করো।

    ডিঃ নিজেকেই বল্লাম।
  • Tim | ১৭ জুলাই ২০১১ ১১:১০ | 173.163.204.9
  • এবং, যদি সেইটা শিক্ষার অভাব বলে মনে হয়ে থাকে, তাহলে সেটা আমার ব্যর্থতা। সেটা বলতে চাওয়া হয়নি, তা সঙ্কেÄও সেইরকম মনে করে ব্রতীনদার যদি খারাপ লেগে থাকে তো দুঃখপ্রকাশ করছি।
  • M | ১৭ জুলাই ২০১১ ১১:১০ | 59.93.201.88
  • ইসে, এই তক্কের

    আবার আসিবো ফিরে, ইত্যাদি।
  • pi | ১৭ জুলাই ২০১১ ১১:১০ | 72.83.103.132
  • ও হ্যাঁ, তুমি তো পিছনের সব পাতাই পড়েছ।

    এবার ব্রতীনদা কথিত এই প্রোভোকেশনের মানে একটু বুঝিয়ে দাও।

    ঐ বলতে না চেয়ে বলার।

    যা যা প্রোভোকেশন বলে বলা হয়েছে, তার স-অ-ব এসেছে কথাগুলো বলার পর।
  • r2h | ১৭ জুলাই ২০১১ ১১:০৯ | 67.96.80.214
  • ফোস্কা পড়লে ওষুধ লাগাতে হয়, খেললে চলবে কেন? অবশ্য ঘুরপথে ঘুরলে অন্যকথা।
  • pi | ১৭ জুলাই ২০১১ ১১:০৮ | 72.83.103.132
  • বড় ম, প্রথম লাইনটা বুঝতে নারলাম।

    আমি সম্পাদিকা কি গুরুর জন্য কী কষ্ট করি, সেই আলোচনাতেই যেতে আমার আপত্তি আছে। আর সেটা এই আলোচনায় কেন দরকার তাও বুঝলাম না।

    আর, অন্যেরা আমাদের পোস্টকে কী বলছে, সেই দিয়ে তুমি আমাদের পোস্টকে জাজ করবে, নাকি নিজের মনে হওয়া দিয়ে ?
  • kc | ১৭ জুলাই ২০১১ ১১:০৮ | 194.126.37.78
  • তিমি, আপিস খোলেনা মানে? গত হপ্তা থেকে বুদ্ধবাবু আবার আপিসে আস শুরু করেছেন। এবার দ্যাখো কি হয়। ঃ-)
  • Tim | ১৭ জুলাই ২০১১ ১১:০৬ | 173.163.204.9
  • যদিও আমার সহনশীলতা প্রবাদপ্রতিম, তবু ক্লারিফাই করে দেওয়া ভালো। শিক্ষার অভাব কথাটাও বলা হয়নি। বরং ""শিক্ষিত হয়েও"" বলা হয়েছিলো।
  • M | ১৭ জুলাই ২০১১ ১১:০৪ | 59.93.201.88
  • শোনো পাই,
    আমি জানি তুমি কি কষ্টটাই করো গুরুর জন্য, সম্পাদিকা হিসাবে তোমার দায়িত্ব আছে কিছু বিতর্কিত কথা এলে, সেটা ক্লিয়ার করে দেবার, যাতে কারো মনে আঘাত না লাগে।

    আর শোনো যুক্তির প্যাঁচে আমায় ফেলে লাভ নেই, আমি অত ঘুর পথে ঘুরি না।

    মাঝে মাঝেই কিছু পোষ্ট আসছে, তোমাকে আর হুতোকে সাপোর্ট করে, ওয়েল আমার বোধায় হিংসেই হলো:P।আসলে তোমাদের সাপোর্টানোতে আমার কোন রাগের নেই। কিন্তু প্রতিবাদ তো এভাবেও করা যায় যে ব্রতীনের এই কথা গুলো ঠিক নয়, ভালো লাগলো না। এই সাপোর্টাতে এগুলো কি মনে হয় না আমরা জারা ব্রতীনের ব্যাপারটা বলে যাচ্ছি তারা এতটাই আহাম্মক যে এত মারাত্মক একটা বিষয়(যদিও সেটা আদপেই নয়)সেটাকে চাপিয়ে দিতে চাইছি?তোমরা একা ন্যায়ের ধ্বজা ওড়াচ্ছো। যদিও সেভাবে দেখলে এগুলো নিয়ে ভাবার কথা নয়।

    (শেষ পোষ্ট, আমার কথায় কিছু মানুষের গায়ে ফোস্কা পরতে পারে, তারাও পাল্টা খেলুক, কিন্তু এ নিয়ে আমার কাছে উত্তরের আর আশা নেই)
  • pi | ১৭ জুলাই ২০১১ ১১:০৪ | 72.83.103.132
  • আমাদের দেশের লোক হলে তারা মোল্লা নয়, এই কথা বা পাকিস্তান দেশটার বারোটা বাজানো , দরকার হলে মোল্লা মেরে, এই কথাগুলো বলার আগে এই 'প্রোভোকেশন'গুলো এসেছিল ! :o
  • r2h | ১৭ জুলাই ২০১১ ১১:০৪ | 67.96.80.214
  • ব্রতীনদা, এগুলো অনে-এ-এ-এ-এ-এ-এ-এ-এ-এ-এ-এ-এ-এ-এ-এ-এ-এ-এ-এ-এ-ক পরে বলা হয়েছে। আর তুমি জাতিদ্রোহী আদৌ বলা হয়নি। যাউগ্গা, আমি আর সহনশীলতাকে চাপ দিতে পারছিনা। আর আরো কিছু পোশ্নো ছিল, তবে আমি এখন প্রশ্নোত্তরের জাগতিক ব্যস্ততার ঊর্দ্ধে পীড়ের সান্নিধ্য চাইছি, দেখি, মোক্ষ হয় কিনা। এমনিতেও উত্তর আসবে বলে মনে হয়না। পোশ্নোগুলিও ছাই ভুলে গেছি।
  • Lama | ১৭ জুলাই ২০১১ ১১:০৪ | 117.194.233.117
  • আজ রাতে নির্ঘাৎ আমার পরলোকগত ঠাকুর্দাকে স্বপ্নে দেখব। আমাকে ডেকে বলবেন "দাদুভাই, গোলাপটা নিয়ে এসে একটু কোদালগাছের চারাটা কুপিয়ে দিই চলো'।
  • Tim | ১৭ জুলাই ২০১১ ১১:০৩ | 173.163.204.9
  • কেসিদা,
    নেয়া হয় নাই। তবে ওদের আপিস কি খোলে আজকাল? (ডিঃ ওদের মানে কিন্তু ওরা না, এমনকি গোলাপ বা কোদালও না) ঃ-)
  • pi | ১৭ জুলাই ২০১১ ১১:০০ | 72.83.103.132
  • মতান্তরে, কোদাল ও গোলাপ হচ্ছে war and peace.

    ডিঃ ইহা ডকুমেন্টারি নহে। ভারত-পাকিস্তান নিয়ে লিখিত ডকুমেন্ট হইতে পারে।
  • r2h | ১৭ জুলাই ২০১১ ১১:০০ | 67.96.80.214
  • কচ্ছে নয়, হচ্ছে। কইবে আর কি, কওয়ার মুখ আছে নাকি?
    আর উচ্চারনের অযোগ্য কি যেন একটা শব্দ নয়, জিনাবভোট।

    পাপের ভারা টলটল করছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া দরকার।
  • kc | ১৭ জুলাই ২০১১ ১০:৫৯ | 194.126.37.78
  • তিমি, কাউকে সিপিএম বলার আগে সিপিএমের পার্মিশন লিইছ?
  • Bratin | ১৭ জুলাই ২০১১ ১০:৫৯ | 117.194.99.39
  • ১। আমার শিক্ষার অভাব ,আমার দায়িত্বজ্ঞান হীন তা, আমি জাতি-দ্রোহী এবং ধর্ম-নিরেপেক্ষ নয় এগুলো কে আমার প্রভোকেশন বলে মনে হয়েছে।

    ২। আমার বাড়ি কেউ আক্রমণ করলে তাদের আমি ব্যাটার ছেলে বা মর্কট ই বলবো। তা সে যে ধর্মের ই হোক না কেন।

    ৩। ধরা যাক আমি কোদাল বলতে বোঝালাম আমাদের দেশে সন্ত্রাস ঘটানো জনগণ কে । আবার তারা মুসলিম বলে আমি তাদের গোলাপ বলতে পারলাম না আমাদের দেশ ধর্ম -নিরেপেক্ষ দেশ হওয়া সঙ্কেÄও। আর কোন প্রশ্ন?

    দুখে , আর ডাক করা গেল না।
  • r2h | ১৭ জুলাই ২০১১ ১০:৫৭ | 67.96.80.214
  • না, পীড় সম্প্রতি রুষ্ট, পলিটিক্যাল কারেকটনেসের অন্যায় বাসনায় এবং ছদ্ম দায়বদ্ধতার অলীক চাপে পীড়কে অবহেলা করেছি, সেই পাপ যাবে কোথায়?

    গোলাপ ও কোদাল কচ্ছে আমরা ও ওরা (কোন নির্দিষ্ট ক্রমে নয়), হরিপদ কেরানী ও আকবর বাদশা, প্রপঞ্চ ও মোহমুদ্‌গর। এদের সমদৃষ্টিতে না দেখাই মানবজাতির ইসে।
    গোলাপ কোদাল এক হও, জিনাবে্‌ব্‌হাট জিনাবে্‌ব্‌হাট।
  • pi | ১৭ জুলাই ২০১১ ১০:৫৬ | 72.83.103.132
  • Pan, pan, pan, pan, vino, oh, oh
    Pan, pan, pan, pan, vino, oh, oh
    Al pan, pan y al vino, vino
    No cojas la rosa,


    কোদালকে কোদাল বলা মানে হল 'প্যান প্যান' করা ! :D
  • Tim | ১৭ জুলাই ২০১১ ১০:৫৪ | 173.163.204.9
  • ছিঃ ক্ষি নিল্লজ্জ! আবার হাসতে চায়! কাঁদো হে, তোমারে ঘুরিয়ে সিপিএম বল্লাম, আবার হাসছো? ঃ-)
  • pi | ১৭ জুলাই ২০১১ ১০:৫১ | 72.83.103.132
  • কাব্য নামার জন্য পীড় কি এখনো কৃপা করেননি ?
  • Lama | ১৭ জুলাই ২০১১ ১০:৫১ | 117.194.233.117
  • ইয়ে গলাপঅ কদালঅ গলাপঅ কদালঅ ক্যা র‌্যা?

    ইয়েকপে র‌্যাহ্যানা জি- ইয়া গঅলাপঅ বোলনা, ইয়া কঅদালঅ বোলনা।
  • pi | ১৭ জুলাই ২০১১ ১০:৫০ | 72.83.103.132
  • টিমের পোস্টে হাসবো না কাঁদবো ?
    দুটো স্মাইলি ই দি।
    :D ও ঃ(

    ও , এদুটো গোলাপ আর কোদালের জন্যও। ঃ)
  • r2h | ১৭ জুলাই ২০১১ ১০:৪৯ | 67.96.80.214
  • পীড়, দয়াময়ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত