এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kc | ১৫ জুলাই ২০১১ ১৪:২৭ | 89.203.49.18
  • যতক্ষণ না অন্যের মনে কু ঢোকাতে পারছে, ততক্ষণ অপ্পনের শান্তি লাই। ঃP
  • Arpan | ১৫ জুলাই ২০১১ ১৪:২২ | 202.91.136.71
  • আশা করি সিকির অফিসে urban dictionary ব্লকড! ;-)
  • sayan | ১৫ জুলাই ২০১১ ১৪:০৯ | 121.242.29.160
  • সিকি কি আজ কুড়ি কে BMW বলবে? জানতে হলে সঙ্গে থাকুন।
  • pharida | ১৫ জুলাই ২০১১ ১৪:০৪ | 220.227.148.193
  • sda, দলে রেশিও থাকলে কি সেটা দল হয়?

    ঘাতকের দল এককট্টা সব জায়গায় - নাৎসী বাহিনী থেকে আল-কায়দা।

    ভেবে দেখবেন।
  • sayan | ১৫ জুলাই ২০১১ ১৪:০১ | 121.242.29.160
  • কালকে বোধহয় ফেসবুকে একজনের স্টেটাস আপডেট দেখলাম, ইন্ডিয়া এবং অন্যত্র সন্ত্রাসবাদী হামলা ২৬/১১, ৯/১১, ৭/১৩ এটসেট্রা। পাকিস্তানে এটা ২৪/৭।

    ব্রতীনদা'কে একটা কথা বলি। তোমার পোস্টে মোল্লা মারা কথাটা তুমি হয়ত মোল্লা অর্থাৎ উগ্রপন্থী তৈরীর কারখানার লোকজনদের মীন করেছিলে, কিন্তু যেটা বোঝোনি, ব্রডার অ্যাস্পেক্টে সেটা ইসলাম ধর্ম'কে আঘাত করতে পারে, এবং করেওছে। আমরা এখানে কেউই রিলিজিয়াস ফ্যানাটিক্স নই, কিন্তু প্রতিটা সন্ত্রাসমূলক কাজকর্মের পরে একটা পার্টিকুলার ধর্মের লোকজনদের দাগিয়ে দেওয়াটা ঠিক নয়। মানুষ, সে যে কোনও ধর্মেরই হোন না কেন, মৃত্যু মৃত্যুই। আমরা প্রত্যেকে বিভিন্নরকম পরিবেশে বড়ো হয়েছি। আমাদের চারপাশ সেই ছোটোবেলা থেকে আমাদের প্রতিটা ভাবনা-চিন্তাকে প্রভাবিত করেছে। তার উপরে আধুনিক ভারতের মেইনস্ট্রীম মিডিয়া চাটমশলা সহযোগে যে "খবর' যেভাবে পরিবেশন করে, আমরা সেগুলো গোগ্রাসে গিলি। এখন তুমি বলতেই পারো, আমি কী দেখবো না দেখবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। সত্যি কথা। কিন্তু তোমার সেই ব্যক্তিগত ব্যাপারের ফল-আউট যখন ডেরগেটরি আর ইম্পালসিভ কমেন্টে দেখা যায় একটা মিক্সড্‌ কমিউনিটির মধ্যে, সেটা থেকে এরকম রিয়্যাকশন আনএক্সপেক্টেড বলে ভেবে নিও না। এই পুরো ব্যাপারটাই ভুলভাল, যার শুরু তোমার সুইপিং স্টেটমেন্টগুলো থেকে। ওগুলো সত্যিই খুব ভুল কথা ছিল।

    আমার বলা প্রতিটা কথা কেউ না কেউ কোনও না কোনও সময়ে লিখেছে, আমি নতুন কিছু লিখলাম না। কাম আউট অফ দিস। পাই, টিম, ব্রতীনদা, হুতো - আরও সবাই। চার দিন কী জিন্দগী - ওই দ্যাখো সিকি কেমন কুড়ির সঙ্গে মামলা ফিট করে নিয়েছে। চলো আমরাও কিছু করে দেখাই ঃ-)
  • santanu | ১৫ জুলাই ২০১১ ১৩:৫১ | 91.226.168.2
  • ব্যাপারটা বেশ, চল মসলা খাই, হতে যাচ্ছিল, কিন্তু ব্রতীন আবার এক পিস "(প্‌ড়ুন হিন্দু)" লিখে দিল।
  • siki | ১৫ জুলাই ২০১১ ১৩:৪৩ | 123.242.248.130
  • সকাল থেকে আপিসের ইউপিএস চোদ্দবার ট্রিপ করল। কী কী সব যেন লিখতে যাচ্ছিলাম, সঅব উড়ে গেল দু'তিনবার।

    যাক গে। আর কিছু লেখার নেই। ঃ-) অনেক কিছু লিখতে পারতাম, কুড়ির সঙ্গে আজ আমার কত্তো ভাট হল, আজ প্রায় পাশাপাশি টেবিলে লাঞ্চ করলাম, কুড়ি আজকে পার্পলকুড়ি হয়ে এসেছে, কিন্তু কিচ্ছু লিখব না। ঃ-(((
  • sda | ১৫ জুলাই ২০১১ ১৩:৩৭ | 117.194.197.44
  • S একদম ঠিক বলেছেন। কিন্তু এটা ভাবলে খুব আশ্চর্য লাগে যে ঘাতকদের দলে এই ১৬০ঃ৪০ রেশিওটা থাকে না কেন। সেটা থাকলেই "সন্ত্রাসবাদের ধর্ম নেই" সূত্রটা খাপে খাপ মিলে যেত।
  • S | ১৫ জুলাই ২০১১ ১৩:২৪ | 90.217.112.217
  • BRATIN
    হিন্দু খুন শুধু? ২৬/১১ জে ২০০ জন মারা গিয়েছিলেন তাদের মধ্যে ৪০ জন কিন্তু মুসলিম ছিলেন। আমি জান্তাম নাতো terrorist রা মারার আগে মুস্লিমে্‌দর বাড়ী বাড়ী গিয়ে বলে আসে আজ বাইরে বেরবেন না চাট্টি বোমা ফেলবো। আর পাকিস্তান তো মুস্লিম mjority দেশ তাই না, আগের গুলো বাদ দিন just লাদেন মারা জাবার পর ওখানে কটা bomb blast হয়েছে আর তাতে কটা লোক মরেছে জানেন ?
  • saikat | ১৫ জুলাই ২০১১ ১৩:২০ | 202.54.74.119
  • বললে হয়ত ব্রতীন রেগে যাবে, কিন্তু আমার ধারণা ব্রতীনের মতগুলোর মধ্যে একটা নাইভিটি আছে।

    যেমন এই "মানুষ(পড়ুন হিন্দু)" - টা।
  • Ishan | ১৫ জুলাই ২০১১ ১৩:১৮ | 122.248.183.1
  • ব্রতীন। এর সঙ্গে সম্পাদকের কোনো যোগ নাই। তোমার যা মনে হয়েছে লিখেছ, আমার যা মনে হয়েছে লিখেছি। মিটে গেছে।
  • sinfaut | ১৫ জুলাই ২০১১ ১৩:১৭ | 121.241.218.132
  • 'মানুষ (পড়ুন হিন্দু)' ...

    ১। যাঁরা মারা গেলেন বা যাচ্ছেন তারা কি সবাই হিন্দু? পাকিস্তানে যখন সন্ত্রাসবাদীরা বোমা ফাটায়, তারা নিশ্চয় মানুষ-হিন্দুদের মারতে নয়, তাহলে সেই সন্ত্রাসবাদীরা কি মোল্লা?

    ২। অন্যান্য সন্ত্রাস (মধ্যপ্রদেশে, পশ্চিমবঙ্গে, আসামে) যেসব উন্মাদ (ধর্মোন্মাদ নয় এক্ষেত্রে) লোকেরা ঘটায় তাদের জন্য কোন এরকম সহজ, প্রেক্ষিত উপচে পড়া 'মোল্লা' জাতীয় প্রতিশব্দ তৈরী আছে?
  • Bratin | ১৫ জুলাই ২০১১ ১৩:১৬ | 122.248.183.1
  • ওয়েল। সম্পাদকের দাবি র পরে আর লেখা চলে না।

    তবে গুরু র সুত্রে অনেক বন্ধু। অন্য সোশ্যাল নেট ওয়ার্কিং সাইটে কথা হবে তাদের সাথে। গুড বাই। ঃ-))
  • Ishan | ১৫ জুলাই ২০১১ ১৩:১০ | 122.248.183.1
  • এইখানে আমার যা মনে হয় একটু লিখে দিই।

    এক। ঐ "মোল্লা' সংক্রান্ত কথাটা গায়ে লাগার মতই কথা। জনতার খারাপ লেগেছে। আমারও লেগেছে।

    দুই। ব্রতীন যে কোটেশনের মধ্যে নিজের কথা কয়েছে, এটাও একেবারেই সমর্থনযোগ্য নয়। কোনো ফোরামে কোনোভাবেই এটা করা ঠিক না। এতে আলোচনার স্পিরিটটা নষ্ট হয়। এখানেও হয়েছে।

    তিন। এই দুটোই নিন্দাযোগ্য। অনেকেই নিন্দা করেছেন। আম্মো করলাম। ব্রতীন মনে হয় সমালোচনাগুলো স্পোর্টিংলিই নেবে।

    চার। এইবার মনে হচ্ছে থামা দরকার। উত্তেজনা ক®¾ট্রাল করে আসেন এবার ঠান্ডা মাথায় কথা কই।
  • Bratin | ১৫ জুলাই ২০১১ ১৩:০২ | 122.248.183.1
  • গুরু তে এত বিদ্বান লোক আর এইটা আবার আলাদ করে বুঝিয়ে দিতে হবে বলে আশা করি নি। তবু চেষ্টা করি । এখানে
    মোল্লা বলতে ঐ ধর্মোম্মাদ লোক গুলোর কথাই বলছে। ধর্মের দোহাই দিয়ে যাদের মানুষ( পড়ুন হিন্দু) খুনের ট্রেনিং দেওয়া হায়। অনেক ক্ষেত্রে সরকারী পায়সায়।
  • sinfaut | ১৫ জুলাই ২০১১ ১২:২৭ | 121.241.218.132
  • যতদিন গুরুতে কোন 'মোল্লা' আসছেনা, বা এলেও নী পা হয়ে থাকছেন, ততদিন 'মোল্লা মারা' জাতীয় কথাবার্তা বলা 'তেমন গুরুতর' কিছু না, বা তার প্রতিবাদে বারবার প্রশ্ন করে চলা হল ব্যাপারটাকে 'অকারন' 'হেজিয়ে' যাওয়া বা 'শখের পলিটিকাল কারেক্টনেস' এর অনুশীলন। এখানের বেশিরভাগ 'মোল্লা' না হওয়ার ফলে কথাগুলো সোজাসুজি গায়েই এসে লাগছেনা যখন, তখন এসবই ফালতু বাওয়াল ও খিল্লিযোগ্য। ইদিকে আমি জন্মসূত্রে 'মোল্লা' হলেও ধর্ম বা ইশ্বর নিয়ে কোনদিনই চিন্তিত নই বলে, 'মোল্লা' বিষয়ক কথাবার্তা সোজাসুজি গায়ে লাগাতে পারছিনা, কিন্তু শুধুমাত্র নিজের স্বাভাবিক সংবেদনশীলতা থেকে, এধরনের কথা শুনলে গা গোলায়, ঘেন্না করে, কষ্ট হয়, এবং গায়ে লাগে। যতেক ঝোপেঝাড়ে থাকা 'মোল্লা'গণের প্রতি উপদেশ, 'মোল্লা' থেকে সকল দেশের সেরা ভারতের গর্বিত ভারতবাসী বলে নিজেকে প্রমানের অনবরত চেষ্টা জারি রাখুন ও উত্তরিত হোন। নইলে, যেকোন মূহুর্তে আগে বর্ডার পার করিয়ে তারপর ন্যায়/ধর্ম প্রতিষ্ঠা করা হবে।
  • pharida | ১৫ জুলাই ২০১১ ১২:০০ | 220.227.148.193
  • এটা সত্যি। ঘটনার কতটুকু জানব, কতটুকু অভিঘাত হবে তার অনেকটাই মিডিয়া নিয়ন্ত্রণ করে। কিছু ক্ষেত্রে খোদ ঘটনাই।

    আমরা ততটুকুই নাচি - কেউ কম কেউ বেশি।
  • i | ১৫ জুলাই ২০১১ ১১:৩৯ | 137.157.8.253
  • শিবুদার দশটা দশের পোস্টের কথাটা আমারও খুব মনে হয়। ধরুন, বেশিদিন আগের কথা নয়-২০০৪ এ, পুজোর ঠিক আগে বেসলানে একটা ঘটনা ঘটে। চেচেন জঙ্গীরা একটা স্কুল সিজ করে রাখে ৩/৪ দিন। প্রায় ১০০০ প্রাণ যায় । তার মধ্যে অধিকাংশই স্কুলের বাচ্চা। ভয়াবহ ঘটনা। লেখালেখি হয় নি তা নয় কিন্তু শিবুদার উদাহরণের ৯/১১এর তুলনায় কিচ্ছু না। কেন?
    বা ধরুন, আমাদের উত্তর পূর্বাঞ্চলে মাঝে মাঝেই যে উগ্রপন্থী হানা ঘটে, তখন যত না লেখালেখি হয় তার চেয়ে অনেক বেশি সোরগোল হয় অন্য কোনো ঘটনায়?

    এই ব্যাপারগুলো কি পুরোটাই মিডিয়া কনট্রোলড? বা যেখানে আততায়ীর বেশ একটা পছন্দমত মুখ এঁকে নিতে পারছি সেখানেই বেশি গলা ফাটাই? না কি লাশের সংখ্যা? অথবা সোরগোল হয় অন্য কোথাও, আমরা জানতে পারি না?

    জানতে চাইছি।
  • h | ১৫ জুলাই ২০১১ ১১:২৯ | 203.99.212.53
  • অর্পণ, 'আগুন চাপা ছাই' ক্যাটিগোরি টার-র একটু ব্যাখ্যা পাওয়া যাবে?
  • r2h | ১৫ জুলাই ২০১১ ১১:১৯ | 67.96.80.214
  • সিকি, তোমার যা মনে হয়েছে তাতে পলিটিক্যাল বা আদারওয়াইজ, ইনকারেক্ট কিছু নেই।
    তবে ব্রতীনদারও তা মনে হয়েছিল কিনা আমি ঠিক জানিনা। হলে হয়তো সেই ব্যাখ্যা এতক্ষণে পেতাম। অনেক পোস্ট চালাচালি তো হলো। কনটেক্সট বিষয়ক ব্যাখ্যাই এসেছে।

    আর আবারও, যেকোন কনটেক্সট তার অনুপস্থিতিতেই, "মোল্লা মেরে' শব্দগুলি আমার কাছে তীব্র প্রতিক্রিয়া দাবী করে।
  • Tim | ১৫ জুলাই ২০১১ ১১:১৭ | 173.163.204.9
  • নাহ্‌ ঘুমোতে যাই। সবাইকে গুড নাইট।
  • dukhe | ১৫ জুলাই ২০১১ ১১:১৭ | 122.160.114.85
  • জনস্বার্থে রিভাইজ দিলাম ।
    কোনটি বেশী পছন্দ ? বেছে নিন -
    ১) মোল্লা মেরে
    ২) সিপিয়েম মেরে
    ৩) বড়লোক মেরে
    ৪) বাঙালী মেরে
    ৫) পাকিস্তানী মেরে
    ৬) আম্রিগান মেরে
    ৭) ইহুদি মেরে
    ৮) লম্বাকে মেরে
    ৯) কালোকে মেরে
    ১০) বিবাহিত পুরুষকে মেরে
    ১১) মাছি মেরে
    ১২) দুখেকে মেরে
  • Tim | ১৫ জুলাই ২০১১ ১১:১৪ | 173.163.204.9
  • দুখেদা,
    বিবাহিত পুরুষকে মারতে চাইলে সেটা ভূতকে খুন করার মত ব্যাপার হবে। ;-)

    সিকিকে,
    জঙ্গীদের মারতে চাওয়া আর পাকিস্তানের বারোটা বাজানো এক? মানে তুই বলতেই পারিস যে ""বলতে চেয়েছে""। বলতে চাওয়া নিয়ে তর্ক হয় কিনা জানিনা।
  • dukhe | ১৫ জুলাই ২০১১ ১১:০৯ | 122.160.114.85
  • মিসটেক মিসটেক । তাছাড়া 'বিবাহিত পুরুষকে মেরে' অপশনটাও থাকার কথা । ওটাই বোধহয় ভোটে জিতবে ।
  • Kaju | ১৫ জুলাই ২০১১ ১১:০৯ | 121.244.209.245
  • ৯ নম্বরে 'মাছি মেরে' একটা অপশান হলে ভালো হত। ঠিক লাগসই হত।
  • Tim | ১৫ জুলাই ২০১১ ১১:০৮ | 173.163.204.9
  • ২, ৩,৪, ৬,৭,৮ যদি কনভার্জ করে? এগুলো তো একসাথে হওয়া যায়।
  • siki | ১৫ জুলাই ২০১১ ১১:০৭ | 123.242.248.130
  • খুব তেঁতো হয়ে যাচ্ছে জিনিসটা। কোথাও একটা থামা দরকার, কেউই থামতে রাজি হচ্ছে না। সবাই হাতির এক একটা প্রত্যঙ্গকে সম্পূর্ণ হাতি ধরে নিয়ে লড়ে যাচ্ছে, কারুর সাথে কারুর কনটেক্সট খাপ খাচ্ছে না।

    টেররিস্ট গ্রুপ বিভিন্ন প্যারামিটারে তৈরি হয়, দেশের ভিত্তিতে (পাকিস্তান, ইজরায়েল), আঞ্চলিক রাজ্যের ভিত্তিতে (অসম, মণিপুর), ভাষার ভিত্তিতে (এলটিটিই), আদর্শবাদের ভিত্তিতে (মাও), এবং ধর্মের ভিত্তিতে। হয় তো আরও অনেক অনেক ভিত্তিপ্রস্তর আছে, সে কথায় যাচ্ছি না।

    তো, কোল্যাটেরাল ড্যামেজ সব ধরণের টেররিজম অ্যাক্টিভিটিতেই আছে। মাওবাদীদের আক্রমণে অনেক লোক মারা যায়, যারা হয় তো কমিউনিজমের অন্য কোনও বাদে বিশ্বাসী। এলটিটিইর হামলায় অনেক তামিল লোকও মারা যায়, আসামের জঙ্গীরা রেললাইনে বিস্ফোরণ ঘটালে অনেক নিরীহ অসমিয়াও মারা যায়। আমরা তখন মুক্তকণ্ঠে এলটিটিইর তামিল অনলি নীতির বিরুদ্ধে, মাওবাদীদের সংগ্রামী লাইনের বিরুদ্ধে গলা ফাটাই, খিস্তি মারি।

    কিন্তু এই নিয়মগুলোই একটু পাল্টে যায়, পলিটিকাল কারেক্টনেস তখন বড় হয়ে ওঠে যখন একটা সংগঠন ধর্মের নামে বোমা মেরে মানুষের শরীর উড়িয়ে দেয়। তখন আমরা ইসলামের নিন্দে করতে পারি না। সবাই জানে, ইসলাম এই হিংসা শেখায় না, এবং সবাই জানে, তামিল ভাষাপ্রেমও হিংসাকে সমর্থন করে না, অসম রাজ্যপ্রেমও হিংসাকে প্রশ্রয় দেয় না। তবু আমরা আলফাদের নিন্দে করি, তামিল টাইগারদের নিন্দে করি, কিন্তু যে লোকগুলো অন্ধ ধর্মবিশ্বাসের প্রভবে ক্ষুদ্র স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে ইসলাম আর টেররিজমকে সমার্থক করার প্রচেষ্টা করে যাচ্ছে দিনের পর দিন বছরের পর বছর, তাদের নামে কিছু বলার আগে দুবার ভাবি। পলিটিকাল কারেক্টনেসের চাপ।

    আমার ধারণা, "মোল্লা' বলতে ব্রতীন এইসব ছদ্ম মুসলমানদের কথাই বুঝিয়েছিল, অন্তত আমার যা মনে হয়েছে, এবং সেইদিক থেকে দেখলে "মুসলমান' নামের অযোগ্য এই জঙ্গীগোষ্ঠীকে বা তাদের মদতদাতাদের ছারপোকার মত টিপে মারার ইচ্ছেপ্রকাশ করাটাকে, আমি অন্তত এতটুকু পলিটিকালি ইনকারেক্ট মনে করি না।

    যেটা হচ্ছে, সেটা হল, ব্রতীনের কথাটার অন্যরকম ইন্টারপ্রিটেশন করে খুব বেশিমাত্রায় ওভাররিয়্যাকশন করা হচ্ছে। এত তীব্র প্রতিক্রিয়া হয় তো দরকার ছিল না।

    অথবা, কে জানে, হতেও পারে, যে পারিপার্শ্বিকে বাস করি, যেখানে রোজদিন অন্য ধর্মের বিরুদ্ধে, অন্য সেক্সের বিরুদ্ধে, অন্য ভাষার বিরুদ্ধে দিনের পর দিন ডিরোগেটরি মন্তব্য শুনে যেতে হয়, সেই পরিস্থিতিতে কানের ধার কমে গেছে। যেমন হস্টেলে চার বছর ধরে মা-বোন শুনে শুনে শব্দবন্ধগুলোর ধার কমে গেছিল। এখনও সেরকম গালাগাল শুনলে উত্তেজিত হই না।
  • Tim | ১৫ জুলাই ২০১১ ১১:০৭ | 173.163.204.9
  • দুখেদা এত সেন্সেটিভ যে নম্বর পজ্জন্ত ভুল লিখছে। ঃ-)
  • dukhe | ১৫ জুলাই ২০১১ ১১:০৪ | 122.160.114.85
  • কোনটি বেশী পছন্দ ? বেছে নিন -
    ১) মোল্লা মেরে
    ২) সিপিয়েম মেরে
    ৩) বড়লোক মেরে
    ৪) বাঙালী মেরে
    ৪) পাকিস্তানী মেরে
    ৫) আম্রিগান মেরে
    ৬) ইহুদি মেরে
    ৭) দুখেকে মেরে
  • abastab | ১৫ জুলাই ২০১১ ১১:০৪ | 61.95.189.252
  • ১) তামিলনাড়ুতে কি বিশেষ ধর্মের লোকেরা মাইনরিটির সুবিধে পায়?

    ২) উত্তর যদি হ্যাঁ হয় তাহলে প্লিজ আমায় ঐ ধর্মের বলে সরকারী ভাবে দাগিয়ে দিন না।
  • kc | ১৫ জুলাই ২০১১ ১০:৫৭ | 89.203.49.18
  • হুতো, অবশ্যই আপত্তিকর, (আমার কাছে)। কারুর কাছে সেটা পলিটিক্যাল কারেক্ট থাকার তাড়না মনে হলেও, কোনও মানুষকে ধার্মিক, রাজনৈতিক পরিচয়ে দাগিয়ে দেওয়াটা আপত্তিকর।
  • Sibu | ১৫ জুলাই ২০১১ ১০:৫৫ | 70.1.66.234
  • চিন্তা করবেন না ডিডিদা। এরা আপনার এই পোস্টটিও ইগনোর করবে বলেই মনে হচ্ছে। ঃ)
  • r2h | ১৫ জুলাই ২০১১ ১০:৪৭ | 67.96.80.214
  • কেসিদা, পুরনো প্রশ্ন রিপিট করছি, মানুষকে ধর্ম পরিচয়ে দাগিয়ে দিতে আপত্তি থাকা শুধুই পলিটিক্যাল কারেক্টনেস? অবশ্যপ্রয়োজনীয় কিচ্ছু নয়?
  • dd | ১৫ জুলাই ২০১১ ১০:৪৬ | 124.247.203.12
  • আমার আগের পোস্টটি দয়া করে ইগনোর করবেন।

    ওটি নিতান্তো ভ্রান্তিবশতঃ পোস্ট করে ফেলেছি।

    আমি ক্ষমাপ্রার্থী।
  • Tim | ১৫ জুলাই ২০১১ ১০:৪৬ | 173.163.204.9
  • এইজন্য সামাজিকতা আর সুগার কোটিং বিপজ্জনক। চমৎকার।
  • r2h | ১৫ জুলাই ২০১১ ১০:৪৪ | 67.96.80.214
  • আর বড়ম, যুক্তিহীন যদি না-ই হয়, তবে ভনভনানো বা পেছনে পড়া-ই বা কি করে হয়।
    এই শব্দবন্ধ এবং নিদানের পেছনে তো আমিও পড়েছি, তাই বললাম।
  • dukhe | ১৫ জুলাই ২০১১ ১০:৪৪ | 122.160.114.85
  • দ্যাখো কাণ্ড ! টই আয় আয় করে ডাকছে, তবু কেউ সেখানে যাবে না !
  • r2h | ১৫ জুলাই ২০১১ ১০:৪১ | 67.96.80.214
  • নাঃ, বড়ম, ফুলস্টপ সম্ভব নয় স্যরি। সেন্সেটিভ টেন্সেটিভ কিছু না। নিতান্তই খিল্লীযোগ্য ব্যাপার। নেহাৎ পলিটিকেল কারেক্টনেসের তাড়না।
    তবুও।
  • kc | ১৫ জুলাই ২০১১ ১০:৩৮ | 89.203.49.18
  • আবার ভুত ঢুকেছে।
    নিজেকে অতিরিক্ত সংবেদনশীল বলে নিদান হাঁকি।
  • Tim | ১৫ জুলাই ২০১১ ১০:৩৮ | 173.163.204.9
  • অবাস্তব,
    সব নকল লড়াইই আসলে কুচকাওয়াজ হে। তাই ভয় করে। এতগুলো বছর পেরিয়েও আমরা জাত মানি, ধর্ম দিয়ে মানুষ চিনি। তাই ভয় করে। ঃ-)
  • r2h | ১৫ জুলাই ২০১১ ১০:৩৮ | 67.96.80.214
  • ব্রতীনদা, কারন আগে উত্তর পাইনি। তুমি কোটেশন মার্কের ভেতর কিছু কথা লিকে কনটেক্সট বোঝাতে চেয়েছিলে, আমি বুঝতে পারছিলাম না তাই। এখন বললে কোটেশন মার্ক ভুল, আমি বুঝলাম কনটেক্সট বিষয়ক দাবীতে ভাবার জায়গা আছে।
  • abastab | ১৫ জুলাই ২০১১ ১০:৩৭ | 61.95.189.252
  • M কন কি, হিন্দু হওয়া যায় না।

    ১ নং সমাধান) দয়ানন্দ সরস্বতী বহুকাল আগেই করে গেছেন।

    ২ নং সমাধান) হিন্দু ধর্মকে একটু বড় করে ধরা যাক। এটা হল শঙ্করাচার্য্য ট্রিক, এতে সবাই জন্মাচ্ছে সনাতন ধর্ম নিয়েই পরে ধর্ম পাল্টিয়ে অন্য ধর্ম নিচ্ছে। তাই দেখি প্রায় সব ধর্মেই একটা ব্যাপ্টিসমের গপ্পো আছে।
  • M | ১৫ জুলাই ২০১১ ১০:৩৭ | 59.93.198.64
  • আর হ্যাঁ, ব্রতীন, হুতো, পাই সবাই খুব সেন্সিটিভ , বুঝতে পাচ্ছি, কিন্তু এবার ফুলস্টপ। আর ব্রতীন যথেষ্ট বড় হয়েছো,বন্ধু লিষ্টি থেকে পাইকে দিলিট মারবার মতো ছেলেমানুষী কথাবার্তা বলো না,পাইয়ের দোষ হলো ও লোকের পিছনে পরে যায়, কিন্তু মাথা ঠান্ডা করে ভেবো তো, ও যেটা নিয়ে ভনভনাচ্ছে সেটা তো কোনো যুক্তিহীন নয়।আর পাইয়ের ও বলিহারি , অত পিছনে পরে যাও কেন তুমি?
  • Kaju | ১৫ জুলাই ২০১১ ১০:৩৬ | 121.244.209.245
  • শুক্কুরবারের বাজার, কমরেডদের বোধায় হাত ফাঁকা, মানে বিশেষ কাজটাজ নাই। যাদের মানুষ মারার তারা তো দিব্য চালিয়ে যাচ্ছে, দ্যাশের সরকার দুখ্যু পোকাশ করে দায় সারছে, প্রশাসন মিছিমিছি একটু গাড়ির ডিকি-টিকি খুলে দেখে দায়িত্ববোধের নমুনা দিচ্ছে, দেবে আর দুটো দিন, তারপর সব চুপ, ইন্দ্র ধরেছে কুলিশ। আর গুরু জনতা গরমাগরম তক্কো চালাচ্ছে, কোন জনসভায় মন্তব্য করা হয়েছে কে জানে। যে ভুল বলেছে বা বলেনি, অসহায় আক্রোশে সেও কদিন বাদে বীতস্পৃহ হয়ে যাবে। তবু চুলচেরা তক্কো চলছে চলবে চলছে চলবে চলছে চলবে ...
  • r2h | ১৫ জুলাই ২০১১ ১০:৩৬ | 67.96.80.214
  • আলাদা পোস্ট কারন আবার ভয়াবহতা সংক্রান্ত মন্তব্যের প্রতিক্রিয়া জানানোর জন্যে ব্রতীনদা কে ব্যস্ত করতে চাইনা।

    মোল্লা মারা বিষয়টি আমার কাছে ভয়াবহ, কোটেশনের ভেতর নিজের কথা বসানোটা নিতান্তই কনফিউজিং।
  • kc | ১৫ জুলাই ২০১১ ১০:৩৫ | 89.203.49.18
  • হুতো তোমার , 10:26 AM পোস্টের উত্তরে জানাই ওইরকম ধরণের শব্দবন্ধে আমার শরীর খারাপ হয়। রাত্রে ঘুম আসেনা। ঘাম হয় খুব। নিজেকে অতিরিক্ত সংবেদনসীল বলে নিদান। পলিটিক্যালি কারেক্ট থাকার চেস্টায় ব্রতী হই।
  • dukhe | ১৫ জুলাই ২০১১ ১০:৩৫ | 122.160.114.85
  • এইত্তো - ধর্ম ও তার প্রাসঙ্গিকতা নিয়ে M এবার একখানা টই খুলুন ।
  • Sibu | ১৫ জুলাই ২০১১ ১০:৩৫ | 70.1.66.234
  • টেররিজম কি শুধু ধর্ম নিয়ে হয়? এলটিটিই কি টেররিস্ট?
  • Bratin | ১৫ জুলাই ২০১১ ১০:৩৫ | 117.194.100.178
  • তবে প্রতি চার বা পাঁচ নম্বার পোস্ট অন্তর অন্তর তুমি ঐ কোটেশন মার্ক নিয়ে প্রশ্ন তুলছো কেন?
  • Tim | ১৫ জুলাই ২০১১ ১০:৩৪ | 173.163.204.9
  • কেসিদা,
    না মুখোশ না, মুখই। মানে মুখটা যেরকম হওয়ার কথা সেটা বললাম।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত