এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Lama | ১৪ জুলাই ২০১১ ১৭:৪১ | 203.132.214.11
  • মানে, নামে কিবা আসে যায়? গিন্নিকে যে নামে ডাকো... ইত্যাদি?
  • abastab | ১৪ জুলাই ২০১১ ১৭:৪১ | 61.95.189.252
  • পাগলাটে মালকোষ মানে উস্তাদ আমীর খাঁ-র।
  • sayan | ১৪ জুলাই ২০১১ ১৭:৪০ | 121.242.29.160
  • নামে কী আসে যায় ব্রতীন্দা, বৌ আফটারল! বাকি সব পরিচয়ের বাপ ;-))
  • Kaju | ১৪ জুলাই ২০১১ ১৭:৩৯ | 59.163.201.173
  • কিন্তু কাহে করত মোসে আর ক রকম আছে কেউ বললে/ন না তো? ঝগড়া বরজোরি আর?
  • Netai | ১৪ জুলাই ২০১১ ১৭:৩৯ | 121.241.98.225
  • দেদি মুম্বাই বার্ক? জলু ২০০৩ ব্যাচের একজন আছে রাজীব দাস(?) চেন?
  • Bratin | ১৪ জুলাই ২০১১ ১৭:৩৭ | 122.248.183.1
  • kc আজকে গান টা পাবো তো?
  • Bratin | ১৪ জুলাই ২০১১ ১৭:৩৭ | 122.248.183.1
  • ইয়ে আমার বৌ র নাম কেয়া ঃ-))
  • kc | ১৪ জুলাই ২০১১ ১৭:৩৫ | 194.126.37.78
  • দেবযানী, এরা সব লায়েক ছেলেপিলে। ঝগড়া করনা, বললে থামবে ভেবেছেন? যতক্ষণ এনার্জী আছে চালিয়ে যাবে। তার থেকে ভাল ভাটটাকে ঘোরান।
  • sayan | ১৪ জুলাই ২০১১ ১৭:৩৪ | 121.242.29.160
  • মশামেসো এবং কাবেরীদি', যথাক্রমে পাই ও ব্রতীন্দার কী-বোর্ডগুলো কেড়ে নাও তো!
  • Bratin | ১৪ জুলাই ২০১১ ১৭:৩৩ | 122.248.183.1
  • /আবার
  • Kaju | ১৪ জুলাই ২০১১ ১৭:৩৩ | 121.244.209.245
  • কী রাগ, বাপরে ! ইনি পুরুষসিংহ, উনি সিংহিনী !
  • Bratin | ১৪ জুলাই ২০১১ ১৭:৩৩ | 122.248.183.1
  • আব?? ভুলভাল কথা বসনো মানে। আজেবাজে চার্জ মানে?? বাংলা করে লেখা হল তো?
  • kc | ১৪ জুলাই ২০১১ ১৭:৩৩ | 194.126.37.78
  • অবাস্তব, মিডিয়াফায়ারে নিজের অ্যাকাউন্ট খুলুন। একদম ফিরি। তারপরে মাই ফাইলসে গিয়ে খুঁটে খান।
    btw, পাগলাটে মালকোষ মানে কোনটা? মানে কার?
  • pi | ১৪ জুলাই ২০১১ ১৭:৩০ | 72.83.103.132
  • নিজের সমস্ত ভুল ধারণা গুলো জড়িয়ে মড়িয়ে যে অন্যের মুখে সম্পূর্ণ ভুলভাল কথা বসায়, আজেবাজে চার্জ করে এবং তার জন্য দুঃখিত নয়, সেটাকে তার অধিকার বলে চালায়, আমিও তার সাথে কোনোরকম কথা বলতে আগ্রহী নই।
  • de | ১৪ জুলাই ২০১১ ১৭:৩০ | 59.163.30.4
  • পাই আর ব্রতীন, দুজনেই লক্ষ্মীসোনা! ঝগড়া করে না বাবারা! :)) সাময়িক উত্তেজনায় বন্ধুত্ব নষ্ট করতে নেই -- কদিন পরে গিয়ে দেখবে দুজনেরই আপসোস হবে!
  • abastab | ১৪ জুলাই ২০১১ ১৭:৩০ | 61.95.189.252
  • *দিতাম
  • sayan | ১৪ জুলাই ২০১১ ১৭:২৯ | 121.242.29.160
  • উফ্‌ফ্‌ফ্‌!!!! পাই ও ব্রতীনদা, তোমাদের নিজের নিজের ব্রেকফাস্ট সিরিয়ালের কেমিক্যাল কম্পোজিশনগুলো একবার দিও তো! ঃ-D
  • abastab | ১৪ জুলাই ২০১১ ১৭:২৯ | 61.95.189.252
  • কেসিদা, আমি একটাই জানতাম তবে আজকে আপনার থেকে আরেকটা জানা গেল। মিদিয়া ফায়ারে ফাইল চাপায় কি করে? তাহলে সেই পাগলাটে মালকোষ চাপিয়ে দিলাম।
  • Bratin | ১৪ জুলাই ২০১১ ১৭:২৬ | 122.248.183.1
  • তোমার আনন্দ নির্মল বা অনির্মল যাই হোক তাতে আমি লিস্ট বদার্ড।

    এতো দিন কী করে আমি তোমার বন্ধু ছিলে সেটাই অবাক লাগছে? যে যে সোস্যাল সাইটে আমরা কানেক্টেড সেটা আজকে রতের মধ্যে ডিলেট করে দেব। তুমি যদি তার আগে করতে পারো আরো ভালো হয়।
  • til | ১৪ জুলাই ২০১১ ১৭:২৬ | 124.169.5.110
  • পাই-দি ও ব্রতীন,
    নো মোর পোষ্ট চালাচালি।
    পুরষ্কারঃ
    ব্রতীনকে একশটা স্ট্যাম্প ও দিদিমণিকে একটা Zoe (বাঙলা ঠিকানা দিলে, আই মীন স্ট্রীট অ্যাড্রেস)।
  • sayan | ১৪ জুলাই ২০১১ ১৭:২৫ | 121.242.29.160
  • ওই তো, বোধিদা'কে খাদ্য-পানীয়ের একটা ট্রীট দেবে শুনলাম, ত্যাখোন ঃ-)
  • pi | ১৪ জুলাই ২০১১ ১৭:২৪ | 72.83.103.132
  • *peace
  • pi | ১৪ জুলাই ২০১১ ১৭:২৩ | 72.83.103.132
  • দেদি, কাল আমি এই খোঁচা খেয়েও কিছু বলিনি। কাটিয়ে দিয়েছিলাম। আজ আবার শুনলাম। এবং তার সাথে 'সুপিরিয়রিটি কমপ্লেক্স' আছে বলে অভিযোগ। এবং একের পর এক আমার নাম দিয়ে ভুল 'কোটেশন'।
    এটা আমার কাছে ইগো সমস্যা নয়। বিরক্তিকর।
    এর পিছনে সময় নষ্ট করতে হচ্ছে বলে অবশ্যই আরো বিরক্তিকর।
  • Kaju | ১৪ জুলাই ২০১১ ১৭:২৩ | 121.244.209.245
  • এই মুহূর্তে যা যা হচ্ছে, সেখানে কেসিদার দেয়া লিংটা একেবারে ঠিক সময় ঠিক জিনিস। কাহে করত মোসে ঝ্যাগড়া... গানটা দুজনে মন দিয়ে শোনো এবং এসকলের ইতি করো। ;-)
  • Bratin | ১৪ জুলাই ২০১১ ১৭:২১ | 122.248.183.1
  • সায়ন কলকাতায় আসছো কবে?
  • pi | ১৪ জুলাই ২০১১ ১৭:২০ | 72.83.103.132
  • এবার কোটেশনে 'war and piece বইটা পড়ে দেখতে পারো ' !
    এটাও আমি বলেছি !!

    মাগো !

    ওটা একটা ডকুমেন্টারি ফিল্ম । তলস্তয়ের বই নয় ঃ(

    নাঃ , এবার এটা নির্মল আনন্দ হয়ে যাচ্ছে। মেজাজটা ফুরফুরে হয়ে গেল। আর কিছু বলবো না । ঃ)
  • Bratin | ১৪ জুলাই ২০১১ ১৭:১৯ | 122.248.183.1
  • তো??????????????
  • sayan | ১৪ জুলাই ২০১১ ১৭:১৭ | 121.242.29.160
  • দেবযানী'র ৫ঃ১৪ পিএম'এর পোস্ট - এটাকে সেকন্ড, থার্ড, ফোর্থ, ..., ..., করলাম। ফিনিশ ইট প্লিজ!
  • pi | ১৪ জুলাই ২০১১ ১৭:১৭ | 72.83.103.132
  • দেদি, তোমার সময় নষ্ট হচ্ছে মনে হলে ইগনোর করতে পারো ঃ)
  • pi | ১৪ জুলাই ২০১১ ১৭:১৬ | 72.83.103.132
  • হ্যাঁ, কারণ তার আগে একটা জিনিশ পড়তে বলাতে তুমি বলেছিলে এখন ফুরফুরে মেজাজে ওসব পড়তে পারবে না !
  • de | ১৪ জুলাই ২০১১ ১৭:১৫ | 59.163.30.3
  • *তাঁদের
  • Bratin | ১৪ জুলাই ২০১১ ১৭:১৪ | 122.248.183.1
  • এতে কি প্রমাণ হল??

    "War & Peace বই টা পড়ে দেখতে পারো।চিন্তা করো না খুব ভারী কিছু না।যেরকম ফুরফুরে মেজাজ নিয়ে এখানে লিখেছো ,সেই মেজাজেই দেখতে পাবে।"

    প্রশ্নঃ

    ১। এর থেকে বোঝা যায় ভারী কিছু লেখা পড়তে বা বুঝতে আমার অসুবিধে আছে। সুতরাং বুদ্ধিমান পাই র মনে হয়েছে তেমন ভারী লেখা নয় 'তেমন চালক নয় ' ব্রতীন দা বুঝলেও বুঝতে পারে। সেটা আমার আপত্তিকর মনে হয়েছে। বাংলা প্রতিবাদ জনিয়েছি। আমার অপরাধ টা কোথায়??

    ২। কালকের ঘটনা আমি মোটেই ফুরফুরে মেজাজে ছিলাম না। আমার পোস্ট গুলো তার প্রমাণ। আর একবার ( নাকি ২ বার) আমি বলেছিলাম PT দা ফিরে এসেছে তার মেজাজ ফুরফুরে।
  • de | ১৪ জুলাই ২০১১ ১৭:১৪ | 59.163.30.3
  • পাই আর ব্রতীন -- এটার এন্ড করা যায় না? সকাল থেকে দেখলাম এই পোস্টটা বার কতক পোস্ট হয়েছে এবং একই কথা ঘ্যান-ঘ্যান করে চলে যাচ্ছে -- একটা সামান্য ব্যাপার-কে ইগো-ইস্যু না করে তুল্লেই কি নয়? সময়েরও তো কিছু দাম আছে -- সেটাও অনন্ত নয়!

    সরি, কিন্তু আমার বিচ্ছিরি লাগছে, সেটাই জানালাম -- অনেক বড়ো বড়ো ইস্যুতে দেশের-দশের কি স্টেপ নেওয়া উচিত ইত্যাদী ভারী ভারী বিষয়ে যারা ভাবনা চিন্তা করে/করেন, এই সামান্য একটা ব্যাপার নিয়ে এতো সিরিয়াস হওয়ার কি কোন মানে হয়? :))
  • Kaju | ১৪ জুলাই ২০১১ ১৭:১৪ | 121.244.209.245
  • সেটাও কাহে করত মোসে? এরকম কতগুলান আছে?

    মানে ঝগড়া বরজোরি ছাড়া আর কি কি করা যায় শাস্ত্রীয় শিল্পীদের সাথে যাহা নিয়ে আলাপ হয়? (৫)
  • pi | ১৪ জুলাই ২০১১ ১৭:১৩ | 72.83.103.132
  • ওয়ার্ড বাই ওয়ার্ড না লিখলে কারুর নাম দিয়ে কোটেশন দেওয়া যায় না, একটু জেনে রাখলে ভাল হয়।
    আর পুরো ভুল মানে তুমি করতেই পার, সেটা তোমার সমস্যা।
    কিন্তু লোকের মুখে ভুলভাল কথা বসানোটা কোন 'সাংবিধানিক অধিকার' এর মধ্যে পড়েনা। বাক-স্বাধীনতার অপব্যবহার ওটা।
  • sayan | ১৪ জুলাই ২০১১ ১৭:১২ | 121.242.29.160
  • ঃ-))) এই যে অপ্পন্দা, মদেশিয়া কুড়িদের দিকে নজর দিলে তোমাকে প্রসেস করে চা বানিয়ে খেয়ে নেবে ঃ-)
  • abastab | ১৪ জুলাই ২০১১ ১৭:১১ | 61.95.189.252
  • কেসিদাকে ধন্যবাদ। আমি আসলে জানতাম না ঐ সাইটগুলো কি ভাবে কাজ করে। ভীমসেনের কৌশি কানাড়ার কাহে করত মোসে বরজোরিটাও সাথে সাথে শুনলাম।
  • Netai | ১৪ জুলাই ২০১১ ১৭:০৯ | 121.241.98.225
  • অর্পনদার 04:56 PM

    এর পোষ্ট লাইক করে গেলাম।
  • pi | ১৪ জুলাই ২০১১ ১৭:০৭ | 72.83.103.132
  • বেশ । আমিই পেস্ট করে দিলাম।

    name: pi mail: country:

    IP Address : 128.231.22.142 Date :13 Jul 2011 -- 11:49 PM

    তবে ভাটে তোমার একটা পুরানো পোস্ট পড়ে ফেলেছি বলে উত্তর না দিয়ে পারছিনা।
    বলেছ, সামনাসামনি যুদ্ধ করে দেশটার বারোটা বাজিয়ে দেওয়া উচিত ?
    দেশ মানে কী বোঝ ?
    দেশের মানুষকেও দেশ মনে করো তো ?
    তা, ওদেশের কজন সাধারণ মানুষ এগুলো সমর্থ করেন , জানো কি ? বরং উল্টো কথাগুলো ও তো অনেক শোনা যায়, সেগুলো শুনে কী মনে হয় ?
    গুরুতে ওয়াক্কাস মীরের লেখা বেরোচ্ছে, পড়েছ কখনো ?

    আর পারলে অনন্ত পটবর্ধনের war and peace টা একটু দেখতে বলব। চিন্তা করো না।
    খুব ভারি কিছু না।
    যেরকম ফুরেফুরে মেজাজ নিয়ে এখন এগুলো লিখছো, সেই মেজাজেই দেখতে পারবে।
    শুনতে পারবে, ওদেশের সাধারণ মানুষ কী বলেন ?

    আর এটার প্রসঙ্গে ব্রতীনদা লিখেছে, যে আমি লিখেছি,
    "শুধু একটা ক্লারিফিকেশন 'লেখাটা সহজ ভাষায় লেখা আছে, তোমার বুঝতে অসুবিধা হবে না' এই প্রসঙ্গে সুপিয়োরিটি কমপ্লেক্স কথা টা বলা!!"

    ঃ)
  • kc | ১৪ জুলাই ২০১১ ১৭:০৬ | 194.126.37.78
  • দেবযানী, লিংটা আছে ওই 'নতুন সরকারের শিক্ষা স্বাস'টইতে।
  • pi | ১৪ জুলাই ২০১১ ১৭:০৪ | 72.83.103.132
  • দেদি , কোটেশন মার্ক দিয়ে মুখে পুরো ভুলভাল কথা বসালে খুবই বিরক্তিকর লাগে।
    তোমার সাথে কেউ করলে তোমারও হয়তো লাগতো।
  • de | ১৪ জুলাই ২০১১ ১৭:০৩ | 203.197.30.2
  • কেসি, আগাম থ্যাংকু, লিং টা কোথায় আছে?
  • Bratin | ১৪ জুলাই ২০১১ ১৭:০২ | 122.248.183.1
  • অর্পন, এটা যাতা দিলো!! ঃ-))
  • Bratin | ১৪ জুলাই ২০১১ ১৭:০১ | 122.248.183.1
  • ১১ঃ৪৯ লিখলাম তো!! ওয়ার্ড বাই ওয়ার্ড কপি করি নি। কিন্তু ও রকম ই বলা ছিল। আগেও একবার লিখেছি।
  • kc | ১৪ জুলাই ২০১১ ১৬:৫৯ | 194.126.37.78
  • আমি গতকাল সেই 'কাহে করত মোসে ঝগড়া' গানটার লিং দিইছি। এখন অবধি ২১ টা ডাউনলোড হয়েছে। কিন্তু একটা শাঃ ও থ্যাঙ্কু দিলনা।
  • siki | ১৪ জুলাই ২০১১ ১৬:৫৮ | 123.242.248.130
  • ঃ)

    বাড়ি গেলাম।
  • Arpan | ১৪ জুলাই ২০১১ ১৬:৫৬ | 202.91.136.71
  • সিকি যেন নব্য চা বাগানের শ্রমিকভাইটি। দুইটি দাড়ি ও একটি কুড়ি লইয়া উহার কারবার।
  • de | ১৪ জুলাই ২০১১ ১৬:৫৬ | 203.197.30.4
  • ঠিক কটা পোস্টের পিরিয়ডিসিটিতে ব্রতীনকে সেই পোস্ট টা আবার করতে বলছে পাই? ভনভনানির একটা পিরিয়ডিসিটি বার করতে চাইছি :)))
  • Kaju | ১৪ জুলাই ২০১১ ১৬:৫৪ | 121.244.209.245
  • এই দ্যাখো, এত অভিমান করে পাইদি? তোমাকে তো ধন্য প্লাস প্লাস। এটা তো জানতামই না। ঃ-)
  • siki | ১৪ জুলাই ২০১১ ১৬:৫৩ | 123.242.248.130
  • আমি আর আমাতে নেই। ঃ-)

    কাল শুক্রবারের অপেক্ষায় আছি। চাদ্দিন দাড়ি কামাই নি, কালও কামাবো নাকি এই অবস্থায় চুলে শ্যাম্পু করব, তাই ভাবছি কঙ্খলে বসে বসে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত