এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • siki | ০৮ জুলাই ২০১১ ১২:০০ | 123.242.248.130
  • অমিতাভ, ৬ জুলাই ১১ঃ৪৬ এ এম থেকে পিছিয়ে পড়ো। সব আইডিয়া পেয়ে যাবে। ঃ)
  • Amitava | ০৮ জুলাই ২০১১ ১২:০০ | 122.248.183.1
  • আমাকে পরিচয় করিয়ে দেবার জন্য ধন্যবাদ ব্রতীন - আশা করব সবাই আমাকে ওয়েলকাম করবে।
  • Arpan | ০৮ জুলাই ২০১১ ১২:০০ | 202.91.136.71
  • ওহে কেসি, আইটিতে সিট ফিট নিয়ে অত হায়ারার্কি নাই। বিজনেস হেড ফেড হলে তবে আলাদা কেবিন মেলে।
  • kc | ০৮ জুলাই ২০১১ ১১:৫৯ | 89.203.49.18
  • কনট্র্যাক্ট এমপ্লয়িদের প্রতি ম্যাঞ্জারদের এহেন মনোভাবের বিরুদ্ধে গর্জে উঠুন। মোমবাতি প্রজ্বলিত করুন।
  • siki | ০৮ জুলাই ২০১১ ১১:৫৮ | 123.242.248.130
  • মেয়েটি বাচ্চাই। আমার পাশে সিট পেতে গেলে কি খুব বড় হতে হয়? ওটা ওর টেম্পোরারি সিট। সেদিন আমার যে ছানাটাকে অনসাইট পাঠালাম, তার মেশিনে বসেছে। সে বসত আমার পাশে। ছানা ফিরে আসবে জুলাইয়ের শেষে, তখন কুড়িও হয় তো অন্য কোথাও সরে যাবে।

    ভাবতেই, ব্যথায় ব্যথায় মওওন ভরে যায় ...
  • Arpan | ০৮ জুলাই ২০১১ ১১:৫৮ | 202.91.136.71
  • ওকে, কুমুদি, তার আগেও করতে পারো। নো ইস্যুজ।
  • siki | ০৮ জুলাই ২০১১ ১১:৫৬ | 123.242.248.130
  • অপ্পন ঠিক কয়েছে। হেইচারের বসার জায়গা আলাদা, মেয়েটা টেকি হিসেবেই জয়েন করেছে, কোন প্রজেক্টে অ্যালোকেটেড তাও জানি।

    হেইচারে বেশির ভাগই বাচ্চা মেয়ে, আর কনট্র্যাক্ট এমপ্লয়ি। সবকটাকেই চিনি।
  • kc | ০৮ জুলাই ২০১১ ১১:৫৫ | 89.203.49.18
  • অত বাচ্চা নয় বোধ হয়। নইলে আর সিকির পাশে সিট পেলো কেং কয়ে?
  • Amitava | ০৮ জুলাই ২০১১ ১১:৫৪ | 122.248.183.1
  • এই যে কুড়ি কে নিয়ে এতো আলোচনা চলছে সে কোন দেশের আর কি ভাষা তে কথা বলে জানতে পারলে আমি কিছু সাজেশান দিতে পারতুম।
  • kumudini | ০৮ জুলাই ২০১১ ১১:৫৪ | 122.160.159.184
  • অর্পণ,আজ সন্ধ্যে সাড়ে নটায় তোমায় ফোন করব।
  • Arpan | ০৮ জুলাই ২০১১ ১১:৫০ | 202.91.136.71
  • ধুর, হেইচারের বাচ্চা মেয়েগুলি কিছুই কাজ জানেনা। কোন পাওয়ারও নেই। তাদের মধ্যে আদ্ধেক আবার ক¾ট্রাক্ট এমপ্লয়ি।
  • kc | ০৮ জুলাই ২০১১ ১১:৪৯ | 89.203.49.18
  • সিকি যখন আবিষ্কার করবে যে কুড়িটি হেইচ আরের একটা ক্ষেউক্ষেটা তখন গুটিয়ে যাবে।
  • siki | ০৮ জুলাই ২০১১ ১১:৪৯ | 123.242.248.130
  • নাহ্‌, অবভিয়াসলি কুড়ি কেবল আমার জন্নেই সেজে আসে নি। সেভাবে ধরলে তো বলতে হয় শুক্কুরবারের বাজারে আপিসের বেশির ভাগ মেয়েই কেবল আমার জন্যেই সেজে এসেছে। ঃ)
  • siki | ০৮ জুলাই ২০১১ ১১:৪৮ | 123.242.248.130
  • দ্যাখো বাপু, পটানো ফটানো আমার আসে না। নিজেই পটে যাই। ও সব কুড়ির জন্য কবিতা ফবিতা লেখা আমাদ্‌দ্বারা হবে না।

    আজ তাড়াহুড়োর চোটে বেরোতে গিয়ে টিফিনটাই নিতে ভুলে গেছি। বউ কত ভালোবেসে পরোটা করে দিয়েছিল।
  • Bratin | ০৮ জুলাই ২০১১ ১১:৪৫ | 117.194.100.181
  • কিন্তু কুমু দি, তুমি কি করে জানলে যে কুড়ি, সিকি র জন্যেই সেজে আসে নি। কবি বলছেনঃ

    'নারী চরিত্র বেজায় জটিল কিছুই যায় না বোঝা
    ওরা কোন ল মানে না তাই তো ওরা ললনা' ঃ-))
  • Bratin | ০৮ জুলাই ২০১১ ১১:৪০ | 117.194.100.181
  • লে হালুয়া!! আমার মিড-লাইফ ক্রাইসিস হতে যাবে কোন দুঃখে, অ্যাঁ? সিকি একট ভালো কাজে যাচ্ছে তাই একটু পরামর্শ দিচ্ছি । এই আর কি!! ঃ-))
  • sinfaut | ০৮ জুলাই ২০১১ ১১:৩৯ | 121.241.218.132
  • ক্রাশ কোর্সটা কিন্তু অ্যাপ্ট হইচে।
  • kumudini | ০৮ জুলাই ২০১১ ১১:৩৯ | 122.160.159.184

  • চটি?কুড়িকে নিয়ে সিকি চটি লিকবে?চটি তো আর গুরু নয়,যে সিকিনীর চোখে পড়বে না।

    সিকি,এইবার আস্তে আস্তে মন শক্ত করো,টেনিংএ যাবে বলেই ঐরকম চোখ ঝলসানো সেজে এসেচে।

    কুড়ি কবিতা কাকে বলে,তাই হয়তো জানে না,কালই তো আলোচনা হল,আবার এরা কবিতা লিকতে বলে ক্যানো?
  • siki | ০৮ জুলাই ২০১১ ১১:৩৫ | 123.242.248.130
  • মূলত অস্‌সি, তুস্‌সি, কিত্থে, কী, করিয়াঁ, বোলিয়াঁ, ইত্যাদি শব্দসমৃদ্ধ হিন্দি বললেই পঞ্জাবি হয়ে যায়।

    পড়তে পারি না অবশ্য। সে এখানে অনেক পঞ্জাবিই পড়তে পারে না। ঃ)
  • kc | ০৮ জুলাই ২০১১ ১১:৩৫ | 89.203.49.18
  • ব্রতীনেরতো মিডলাইফ ক্রাইসিসের বয়স হয়ে গেছে প্রায়। কিন্তু তাই বলে সিকিরও?
  • siki | ০৮ জুলাই ২০১১ ১১:৩৩ | 123.242.248.130
  • অল্পস্বল্প পঞ্জাবি বুঝতে পারি তো, পেটে কিল মেরে দু একটা সেন্টেন্স বলতেও পারি। অনেকদিন হয়ে গেল দিল্লিতে।

    তবে দরকার হবে না। হিন্দিতেই কাজ চলে যাবে। ঃ)
  • Bratin | ০৮ জুলাই ২০১১ ১১:৩০ | 117.194.100.181
  • ইয়ে, সিকি একটা পঞ্জাবি র ক্রাশ কোর্স করে নিলে হতো না। তোমার দাবি টা জোরদার হতো!!
  • siki | ০৮ জুলাই ২০১১ ১১:২৬ | 123.242.248.130
  • গুরুর পরের ভার্সনে বোল্ড ইটালিক্স আন্ডারলাইন সবই থাকবে। সেদিন হবে পরিবর্তনের দিন।

    সঙ্গে থাকুন।
  • Bratin | ০৮ জুলাই ২০১১ ১১:২৬ | 117.194.100.181
  • পাই, অমিতাভ ও আমি একই প্রজেক্টে। অমিতাভ, পাই এই কাগুজে গুরুর সম্পাদিকা।
  • siki | ০৮ জুলাই ২০১১ ১১:২৫ | 123.242.248.130
  • এইমাত্র এল, দু মিনিটের জন্য। এসেই মধুর স্মাইল দিল। আস্তে আস্তে চেনা পরিচিতি হচ্ছে।

    মুশকিল হচ্ছে, আমি তো একা নই,টিমে আরও তিনটে বাচ্চা বাচ্চা ছানা আছে, কুড়ি মূলত ওদেরই এজ গ্রুপের হবে, ফলে দাবিটা ওদেরই বেশি। তিনটেই গুছিয়ে মাপছে কুড়িকে।

    পাই, আমি কাব্যিকভাবে চ্যলেঞ্জড। গদ্য লিখতে পারি। ঃ(
  • pi | ০৮ জুলাই ২০১১ ১১:২৪ | 72.83.103.132
  • বোতিনদা তো ঠিকই বলেছে। ইটালিকস তো দেওয়া যায়না। চাইলেও বেঁকিয়ে লেখার উপায় নেই।
  • Bratin | ০৮ জুলাই ২০১১ ১১:২২ | 117.194.100.181
  • ওয়েলকাম অমিতাভ। ২/১ দিন প্রাকটিস করলেই হয়ে যাবে। মাঝে মাঝে কি ম্যাপ দেখে নিও।
  • pi | ০৮ জুলাই ২০১১ ১১:১৫ | 72.83.103.132
  • কুড়ির জন্য একটি কবিতা লিখে গুগলের পাঞ্জাবী ট্রান্সলেটরে ফেলে ট্রাই নিতে পারো।
    মানে, চুপচাপ ওর টেবিলে একটা উড়ো কাগজ রেখে দিতে পারো। তার্পর টেরিয়ে টেরিয়ে প্রতিক্রিয়াটা দেখো খন।

    রথযাত্রা মার্কা একটা ট্রান্সলেশন যদি হয় তো কুড়ি হাসবেই এবং ফাঁসবেই ঃ)
  • Amitava | ০৮ জুলাই ২০১১ ১১:১৩ | 122.248.183.1
  • ওরে বাবা - বড় ঝামেলা তো বাংলা লেখা।
    ব্রতীন আমাকে বল্লো ব্যাপার টা সোজা।
  • siki | ০৮ জুলাই ২০১১ ১১:০১ | 123.242.248.130
  • ব্রতীন পড়াশোনা করে না। একদম না।

    কুড়ি গেছে ট্রেনিংয়ে। আমি একা বসে আছি কিউবিতে।
  • Bratin | ০৮ জুলাই ২০১১ ১০:৫৬ | 117.194.100.181
  • ইয়ে, ভুলিয়ে ভালিয়ে কুড়ি টিকে ট্রেনিং এনিয়ে যাওয় যায় না? বোরিং ট্রেনিং মধুর হয়ে উঠবেকিন্তু।
  • siki | ০৮ জুলাই ২০১১ ১০:৫০ | 123.242.248.130
  • শুক্কুরবারে কেন ট্রেনিং হয়! তাও ফুল ডে।
  • siki | ০৮ জুলাই ২০১১ ১০:৫০ | 123.242.248.130
  • ঃ(
  • Bratin | ০৮ জুলাই ২০১১ ১০:৪১ | 117.194.100.181
  • আজকের ঘুম টা একটু বেশী হয়ে গেল। এই মাত্র উঠলাম!!
  • Bratin | ০৮ জুলাই ২০১১ ১০:৪০ | 117.194.100.181
  • সিকি রোদ-চশমা ব্যবহার করো চোখ বাঁচাতে।ঃ-))
  • Sibu | ০৮ জুলাই ২০১১ ১০:৩৬ | 72.62.109.252
  • ঘুনু কত্তে যাই, বউ খচে গেছে।
  • pi | ০৮ জুলাই ২০১১ ১০:৩৩ | 72.83.103.132
  • *pi
    তাই ভাবি তাইলে কেন আইলে হয়ে বসেছিলো!
  • pit | ০৮ জুলাই ২০১১ ১০:৩১ | 72.83.103.132
  • তাইলে সিকির কাছে আমার একটা ভালোমতন থ্যাংকু প্রাপ্য হইল কিনা ?
  • siki | ০৮ জুলাই ২০১১ ১০:২৭ | 123.242.248.130
  • ঃ(
  • sayan | ০৮ জুলাই ২০১১ ১০:২১ | 115.242.183.30
  • নাহ্‌ এই ভোরবেলা কুড়ি সিকিকে জ্বালিয়ে পুড়িয়ে মারুক গিলে খাক যা খুশী করুক। আপাতত টাটা।
  • sayan | ০৮ জুলাই ২০১১ ১০:১৯ | 115.242.183.30
  • না না ওরম ভাবিস ক্যানো! বরম ভাব কুড়ি একখানি পাঁটার কলিজা কচমচ করে খাচ্ছে, কনুই বেয়ে গড়িয়ে পড়ছে তাজা খুন, সেটা কুড়ি সড়াৎ করে চেটে নিল, নিয়েই তোর দিকে তাকিয়ে একটা খুনখারাবি হাসি ... ইত্যাদি ঃ-)
  • Sibu | ০৮ জুলাই ২০১১ ১০:১৯ | 72.62.109.252
  • হ্যাঁ, দক্ষিনে হয় রেখা নয় চেড়ী। মিডল ক্লাস একদম নাই।
  • Netai | ০৮ জুলাই ২০১১ ১০:১৭ | 121.241.98.225
  • এখুন তো বৃষ্টি হচ্ছে। ঝমঝম করে নয়। রিমঝিমঝিম।
  • dd | ০৮ জুলাই ২০১১ ১০:১৬ | 124.247.203.12
  • ন্নাঃ, সিকি কে সেন্নাইতে ফের বদলী করে দিতে হবে। তবে শান্তি ফিরিবে।
  • siki | ০৮ জুলাই ২০১১ ১০:১৪ | 123.242.248.130
  • দিল্লিতে বর্ষার নামগন্ধোও নেই। ঠা-ঠা রোদ্দুর, মাঝে মাঝে ক্যাবলাকাত্তিকের মত মেঘ। সানবার্ন্ট ক্যানো, বলচি তো কুড়িবার্ন্ট হয়ে যাচ্ছি।

    সর্দার সিং এদিকে কুড়িকে নিয়ে একটা সারাদিনের টেনিং পোগ্রামে চলে গেছে। মাঝে মাঝে ব্রেকে আসছে, কিন্তু বেশির ভাগ সময়েই পাশের চেয়ারটা খালি। বেজায় রাগ হচ্ছে, এই জন্যেই কবি লিখেছিলেন, মোর বিরহবেদনা রাঙালো কিংশুকরক্তিমরাগে, কিন্তু মাঝে মাঝে কেমন যেন কল্পনা করছি, কুড়ি গপগপ করে রাজমা চাওল খাচ্ছে, আর সাথে সাথেই সুর কেটে যাচ্ছে, বেশ নির্লিপ্ত উদাসীন ভাব চলে আসছে মনে।
  • Sibu | ০৮ জুলাই ২০১১ ১০:১২ | 72.62.109.252
  • মুখের ওপর না এসে পড়ে কি করে দেশলাই দিয়ে চোখ ঝলসে দেবে? দেশলাই ছুঁড়ে তো অত কিছু হয় না।
  • Sibu | ০৮ জুলাই ২০১১ ১০:০৯ | 72.62.109.252
  • আলোক সিং। সেই তো দেশলাই দিয়ে সিকির চোখ ঝলসে দিল ঃ)।
  • dd | ০৮ জুলাই ২০১১ ১০:০৯ | 124.247.203.12
  • সে আবার সিকির মুখের উপরে আছড়ে পরছে- এটাও কেমন সাসপিসাস ব্যাপর।

    ন্নাঃ, টেগোর বাবু ঠিক ঠাক লেখেন্নি।
  • dd | ০৮ জুলাই ২০১১ ১০:০৬ | 124.247.203.12
  • তা এই আলোকটা আবার কে? ঐ সর্দার ছোগরার নাম আলোক বুঝি?
  • Sibu | ০৮ জুলাই ২০১১ ১০:০৩ | 72.62.109.252
  • আরেন্না দীপ্তেনদা। সিকির পিঠটা দেখুন, ভেজা।

    সিকি আর কুঁড়ি নিয়েই তো দাড়িদাদু নিকে গেচেন - পিছনে ঝড়িছে ঝরোঝরো জল, গুরুগুরু দেয়া ডাকে, মুখে এসে পড়ে কুঁড়ির আলোক ছিন্ন মেঘের ফাঁকে,

    দেকুন, গুরুর কতাও কবি কয়ে দিয়েচেন।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত