এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • siki | ০৪ জুলাই ২০১১ ১২:৫৪ | 123.242.248.130
  • বঙ্গ সম্মেলনের বিস্তারিত রিপোটিং চাই, পাই।

    ন্যাড়াদা, সুযোগ তৈরি হয়ে যাবে, তুমি শুধু ভমা-র লোকটাকে পটিয়ে পাটিয়ে দিল্লিতে একটা আউটলেট খোলাও। তারপরে চলে এসো।
  • Kaju | ০৪ জুলাই ২০১১ ১২:৫৩ | 121.244.209.245
  • ইয়ে, আচ্ছা এই কারণ তৈরির ব্যাপাট্টা কি? দিল্লীতে কি দোকানে দোকানে কারণ সাপ্লাই নিষিদ্ধ হয়ে গেছে, তাই সেখেনে যেতে কারণ বানিয়ে নিয়ে যেতে হচ্চে? সে তো ভারি শক্ত কাজ ! এখানকার দোকান থেকে নিলে হবে না? আমার অবশ্য ওসবের বালাই নেই, এই তো কদিন আগেই ঘুরে এলুম, কোনো পোব্লেম হয় নি।
  • nyara | ০৪ জুলাই ২০১১ ১২:৪৮ | 203.110.238.17
  • আমার দিল্লি যাবার কারণ অনেকদিন তৈরি, নেহাত সুযোগ তৈরি হচ্ছে না।
  • pi | ০৪ জুলাই ২০১১ ১২:৪৭ | 72.83.103.132
  • কার্তিক ঠাকুর মণ্ডপ থেকে নেমে এসে রক কি ভাঙরা কি ভাওয়াইয়ার সাথে নাচলে কেমন লাগতে পারে,কোনো আইডিয়া আছে ?
  • siki | ০৪ জুলাই ২০১১ ১২:৪৬ | 123.242.248.130
  • কাষ্ঠস্পর্শ, ফরিদার হাসি যেন কাষ্ঠহাসিতে পরিণত না-হয়।
  • kumudini | ০৪ জুলাই ২০১১ ১২:৪৩ | 122.160.159.184
  • আর ফরিদার অমন ভুবনভোলানো হাসিটি?সেটি কাষ্ঠহাসিতে রূপান্তরিত হয় নাই তো?
  • Kaju | ০৪ জুলাই ২০১১ ১২:৪০ | 59.163.201.173
  • আপিসে বসে পোবোন্দো ল্যাখা হচ্ছে? নেতু সাবধান! টুডে কুমুদি ইজ ইন দ্য মার্কেট। গেট রেডি তো বিকাম ছেঁচকি ওয়ান্স এগেন !
  • Netai | ০৪ জুলাই ২০১১ ১২:৩৬ | 121.241.98.225
  • বড়বাজারে পৌঁছানোটা ছিল অন্য গল্প।

    তিন হপ্তা ট্রেনিং ছিল সিইএসসি তে তিন বন্ধুর। আমার টিটাগড়ে। বাকি দুজনের বজবজে। একসাথে থাকবো বলে বাড়ি ভাড়া নিলাম বেহালায়। সবচে দুর বলে আমাকে ৬ টা নাগাদ উঠে তৈয়ার হতে হত। যাবার সময় শ্যালদা থেকে ট্রেনে যেতাম। আসার সময় মাঝের হাট পর্যন্ত ট্রেনে আসতাম। ট্রেনিংএ কাজের নমে অষ্টরম্ভা। ফ্যা ফ্যা করে ঘুরতাম এদিক ওদিক। ঘড়ি দেখতাম বারবার। সময় হয়ে গেলেই কেটে পড়তাম টুক করে। বলাই বাহুল্য, ট্রেনে কোনদিন বসার জায়গা পেতাম না।
    একদিন দেখি ট্রেন টা কেমন ফাঁকা ফাঁকা। তসরিব রাখার জায়গা ছিলনা অবিশ্যি। দিব্যি দাঁড়িয়ে আছি। ফাঁকা ট্রেনে ফুরফুর করে হাওয়া খেলছে। ঘুমে আমার চোখ ঢুলুঢুলু। এদিকে দমদম আসতেই দেখি মেঘ না চাইতেই জল। হুড়্‌মুড় করে সবাই নেমে পড়ল। ট্রেন প্রায় খালি। আমার তো মস্তি। ধুম করে বসে পড়ে ঘুমিয়ে গেলাম। কিংবা বসে পড়ে ঘুমিয়ে গেছিলাম।

    চটকা মেরে ঘুম যখন ভাঙলো। দেখি কি আজীব শুঁড়িপথে মত জায়্‌গা। ট্রেন চলছে ধীরলয়ে। প্রবল সন্দ নিয়ে পাশের জনকে শুধালাম -দাদা শ্যালদা কি এখোনো আসেনি? লোকটা অবাক হয়ে আমার দিকে তাকালো। তারপর বললো দাদা এতো শ্যালদা জাবেনা। এটা তো চক্ররেল। প্রিন্সেপ ঘাট যাবে। ততক্ষনে ট্রেনতা কি একটা স্টেশনে এসে দাঁড়িয়েছে। ধুত্তোর। ঘাট হয়েছে বাপ বলে তড়িঘড়ি নামতে গেলাম। লোকটা আবার চেঁচাল। করেন কি ভাই। আমি বললাম কেন? এই স্টেশনে নেমে আবার ফিরতি ট্রেন ধরে দমদম যাবো। খান থেকে শ্যালদা। ফিরতি ট্রেন পাচ্ছো কোথায়? লোকটা খ্যাক খ্যাক করে হেসে বলল। ফিরতি ট্রেন তো আসবে দুঘন্টা পর। তারচে পরের স্টেশন আসছে বড়বাজার। ওখান থেকে কিছু না কিছু পেয়ে যাবে। তো বড়বাজারে নেমেই ঐ দিশেহারা ভাব। কলকাতার কোন প্রান্তে এলাম কিছুই বুঝতে পারলাম না। দমদম স্টেঃ যাইবে বাস দেখে তাই তাতেই উঠে পড়লাম।
  • kumudini | ০৪ জুলাই ২০১১ ১২:২৮ | 122.160.159.184
  • আহা,ফরিদার অমন সুন্দর, সুঠাম,সুগঠিত ঘাড়খানা কাষ্ঠে পরিণত হইল?
  • siki | ০৪ জুলাই ২০১১ ১২:১৬ | 123.242.248.130
  • দিল্লি বেড়াবার জন্য কেউ কারণ তৈরি করে না। এমংকি মমতাদিদিও দিল্লি ছেড়ে চলে গেল। দিল্লির আর লংডং হওয়া হল না।
  • santanu | ০৪ জুলাই ২০১১ ১২:১২ | 91.226.168.2
  • ন্যাড়াবাউ আমার নামটার পিন্ডি চটকে দিয়েছে। না ভাই আমি যাবোনি (আমার এই ভিখারীপনা শেষ হলে সিধে কলকাতা ফিরব), আমার বান্ধবীর মেয়ে Ogilvy তে চাকরি পেয়েছে, তার জন্য।

    অর্পন পরে করে নেবো ফোন, আর্জেন্ট কিছু না।

    তবে আমার লুরু বেড়াতে যাবার অজস্র কারণ তৈরী হচ্ছে।
  • Kaju | ০৪ জুলাই ২০১১ ১১:৫৫ | 121.244.209.245
  • কাঠের ঘাড়ে দরকার হয়
    ভালো একখান ছুতোর
    লোহার ঘাড়ে আয়-না ব্যাটা
    কত মারবি গুঁতো
  • pharida | ০৪ জুলাই ২০১১ ১১:৪৮ | 220.227.148.193
  • "ঘাড় কাঠের হলে ছুতোর দরকার হয়" - প্রাচীন অরণ্যের প্রবাদ ঃ))
  • siki | ০৪ জুলাই ২০১১ ১১:৪৫ | 123.242.248.130
  • এদিকে শ্যালদা স্টেশনকে আমি প্রথম চোখে দেখলাম ফোর্থ ইয়ারে উঠে।

    দিল্লিতেও আমার অনুরূপ কেস আছে, কলকাতার লোকজন হয় তো বুঝবে না।

    তখন দিল্লিতে প্রথম এসেছি। প্রায় কিছুই চিনি না। কেবল জানি নিজামুদ্দিন থেকে বাঁদিকে বেঁকে গেলে রিং রোড, সেই রাস্তা ধরে সো-জা চলে গেলে প্রথমে লাজপত নগর পড়ে, তারপরে সাউথ এক্সটেনশন পড়ে, তার পরে এইম্‌স পড়ে, সেইখানে একটা মাথা ঘুরিয়ে দেবার মত ফ্লাইওভার আছে, কোথা হইতে কোন রাস্তা কোন দিকে প্যাঁচ খেয়ে যায়, একদিনই গেছিলাম, বুঝতে পারি নি, কেবল দেখেছিলাম , ঐ প্যাঁচালো অক্টোপাসমার্কা ফ্লাইওভারের একটা রাস্তায় অ্যারো দিয়ে লেখা, ইন্ডিয়া গেট।

    ব্যস, আমার দিল্লি চেনা তখনও ঐ পর্যন্তই। ছিলাম নয়ডায় একটা ভাড়াবাড়িতে। সে¾ট্রাল দিল্লি? উরেবাবা, খালি গোলচক্কর, কোন রাস্তা কোনদিক দিয়ে ঘুরে যে কোন মার্গে আর কোন রোডে যায়, এদিকে আকবর তো পরক্ষণেই দেখি পৃথ্বীরাজ, তারপরেই দেখি সে মানসিং হয়ে গেছে, আরেকটু এগোলেই দেখি ঔরঙ্গজেব। তো, এই রকম ব্যাপার।

    এই প্রবল ঘাঁটা অবস্থায়, আমার শ্বশুর এসেছে দিল্লি বেড়াতে। বউ তো ডেলিগেট করতে মাস্টার, আময় বলল, যা বাবাকে নিয়ে ইন্ডিয়া গেট দেখিয়ে নিয়ে আয়। ... তখন নতুন নয়ডা টোল ব্রিজ খুলেছে, সাত কিলোমিটার রাস্তা প্রায় ফরেন ফরেন ব্যাপারস্যাপার। চারপাশ দিয়ে একশো দেড়শোর স্পিডে গাড়ি যায়।

    তো, আমায় যেতে বলেছে ইন্ডিয়া গেট, এদিকে আমি ঐ একটি রাস্তাই চিনি, নয়ডা টোল ব্রিজ, লাজপত নগর, সাউথ এক্স, আরও খানিক এগোলে ঐ ইন্ডিয়া গেট লেখা একটা বোর্ড দেখা যাবেই যাবে, ঐ রাস্তা ধরে সোজা গেলেই নিশ্চয় ইন্ডিয়া গেট।

    সেইমত প্রচুর ঘুরে ইন্ডিয়া গেটের সাইনবোর্ড দেখে ডানদিকে কান্নিক মেরে প্রায় পৌনে দু ঘণ্টায় এদিক সেদিক ঘুরে ইন্ডিয়া গেট পৌঁছলাম। শ্বশুর প্রাণ ভরে দেখল।

    এবার ফিরতে হবে। আমি তো চিনি সেই আমড়াতলার মোড়। কিন্তু সেখান থেকে কীভাবে যে ইন্ডিয়াগেটে পৌঁছলাম, ততক্ষণে তা ভুলে গেছি। আন্দাজে আন্দাজে একে তাকে জিজ্ঞেস করে ফিরতে শুরু করলাম। পোচুর লড়াই করে দেখলাম একসময় যেখান দিয়ে বেরোলাম, সেটা আশ্রম, সামনেই নয়ডা টোল ব্রিজ। মাঝে লাজপত নগর সাউথ এক্স এইম্‌স সব মায়া হয়ে গেছে।

    আরও প্রায় বছরখানেক পরে জেনেছিলাম ইন্ডিয়া গেট নয়ডায় আমাদের সেই ভাড়াবাড়ি থেকে মাত্র পঁচিশ মিনিটের রাস্তা, সে¾ট্রাল দিল্লি দিয়ে।
  • Bratin | ০৪ জুলাই ২০১১ ১১:৩২ | 117.194.100.69
  • হুঁ হুঁ বাবা কবি বলেছেন ' দুর্বৃত্তের যেমন ছলের অভাব হয় না, তেমন লোকের ঘাড় ভাঙার জন্যে ছুতোর অভাব হয় না!!' ঃ-))
  • Bratin | ০৪ জুলাই ২০১১ ১১:২৯ | 117.194.100.69
  • ঃ-))
  • pharida | ০৪ জুলাই ২০১১ ১১:২৭ | 220.227.148.193
  • ব্রতীন, ওয়েলকাম। আমি ঘাড়ে হেলমেট চাপিয়ে দেখা করব ঃ)
  • Netai | ০৪ জুলাই ২০১১ ১১:২৫ | 121.241.98.225
  • চেনা রুট আমারো খুব পছন্দের। আমি একবার বেহালায় যাবার জন্যে বড়বাজারে দাঁড়িয়ে দিশেহারা হয়ে গেছিলাম। তারপর দমদমের স্টেঃ যাইবে বাসে চড়ে ওখান থেকে ট্রেনে করে মাঝের হাট দিয়ে বেহালা ঢুকেছিলাম।
  • Bratin | ০৪ জুলাই ২০১১ ১১:২৪ | 117.194.100.69
  • ফরিদা, কবতে বেরোনো উপলক্ষ্যে আমার একপিস খাওয়া পাওয়া হল। দিল্লী গেলে তোমার ঘাড় ভাঙবো!! ঠিক আছে?? ঃ-))
  • pharida | ০৪ জুলাই ২০১১ ১১:২৩ | 220.227.148.193
  • শ্যালদা আমারো বড় প্রিয়। আর এটা সত্যি যে শ্যালদা দিয়ে যেকোনো জায়গায় যাওয়া সুবিধে - সে কলেজ স্ট্রীট হোক বা রাণাঘাট হয়ে তিব্বত ঃ)
  • nyara | ০৪ জুলাই ২০১১ ১১:২২ | 203.110.238.17
  • ১৯৭৭ সাল অব্দি কলকাতা ছিল ধন-ধান্য-পুষ্প-ভরা। বাসেরা স্টপে থামিয়া যাত্রিগণের জন্য কার্পেট পাতিয়া দিত।

    তারপর কী হইল জানে শ্যামলাল। ;-)
  • Bratin | ০৪ জুলাই ২০১১ ১১:২২ | 117.194.100.69
  • কবি কী বলেছেন শোন তোমরাঃ

    ' হাসনুহানার গন্ধে ভরানো এই যে রাত্রি পুহিয়ে যবে,
    তবু তো সিকি সিকি ই রবে' ঃ-))

    ( ডিঃ ক্লেঃ রেগে যেই নি যেন!!)
  • Netai | ০৪ জুলাই ২০১১ ১১:২০ | 121.241.98.225
  • কলকাতাতেও কয়েকটা ভলভো চলে। যেগুলো থামলে তবেই দরজা খোলে। তবে সংখ্যায় বড্ড কম। আর দিল্লী শেষ দু বছরে প্রচুর লো ফ্লোর বাস নামিয়েছে।
  • Bratin | ০৪ জুলাই ২০১১ ১১:১৯ | 117.194.100.69
  • আমার একপিস বন্ধু ছিল। সে চেনার মধ্যে চিনতো শেয়ালদা। তো ,যে যেখানেই যাক তার ব্যক্তব্য নাকি শেয়ালদা হয়ে গেলে সুবিধে হবে!! ঃ-))
  • Bratin | ০৪ জুলাই ২০১১ ১১:১৭ | 117.194.100.69
  • সিকি, এই যে 'দিল্লী' নিয়ে এক পিস বই নিকেছিল। তাতে তো দিলীর প্রশংসা র থেকে নিন্দেই বেশী। পার্সেন্টেজ হিসাবে দেখলে। তব্বে??

    মানসী, আমি রেগে গেলে ওমন করে থাকি।
  • pharida | ০৪ জুলাই ২০১১ ১১:১৪ | 220.227.148.193
  • উফফফ....
    সিকির "সলুশন" মারাত্মক!! কাউকে শ্যালদা থেকে বৌবাজার যেতে হবে - সিকি বলে দেবে দিল্লি এসো আশ্রম থেকে লাজপত নগর যাও - তাপ্পার আবার কোল্কা যেয়ে বাসে ওঠো ঃ))

    সিকি নির্ঘাৎ সিইও হবেই !!
  • Arpan | ০৪ জুলাই ২০১১ ১১:০৮ | 202.91.136.71
  • এইবার বোতিন ফিল্ডে নামবে। ভারতবর্ষের কলিকাতা নামক জনপদকে "টেনে খেলাতে'। ঃ)
  • siki | ০৪ জুলাই ২০১১ ১১:০৪ | 123.242.248.130
  • একটাই সল্যুশন। দিল্লি চলে এসো। এখানে এখন ডিটিসির নতুন বাসে না থামলে দরজা খোলেই না। ঃ)
  • Arpan | ০৪ জুলাই ২০১১ ১০:৫৬ | 202.91.136.71
  • হ্যাঁ, জানি, বাস দেখে নামার সময় দেয় না। পুরোপুরি তো থামে না, চাকা গড়াতেই থাকে। যদ্দূর পারো সতর্ক থেকো।
  • M | ০৪ জুলাই ২০১১ ১০:৫১ | 59.93.203.173
  • কলকাতা পুলিশ হেল্পলাইন গুলো ব্যস্ত ই রয়ে যাচ্ছে, থানায় যাবো না, বেশ কয়েকজনের হ্যারাসমেন্টের খবর শুনলাম,কিছুতেই গিলতে পারছি না,আর অপ্পন বাস বাঁ দিক ঘেষেই নামিয়েছে, যদিও সেটা ভাগ্যে থাকলেই ঘটে, ঐ অল্প ফাঁক দিয়েই ইন্ডিকাটা গলে গেলো।হ্যাঁ আমার দেখে নামাটা জরুরী, তবে কি জানো,দেখে নামার সময় দেয় না,ছেড়ে দেয় বাস। কি করে প্রতিদিন জে মানুষ প্রান হাতে করে ঘুরে বেরায়, আর সবার তো নিজের গাড়ী থাকবে সেও সম্ভব নয়। যাকগে আজ মনে হচ্ছে মাথা ঠান্ডা হতে সময় লাগবে।

    আর ব্রতীন নিমন্তন্ন দিয়ে ফেরত নিলে? আমি না হয় নাই যাবো, তাবলে ফেরত? জানো কিছু দিয়ে ফেরত নিলে কালীঘাটের কি একটা হয়।

    পাইকে দেরীর শুভেচ্ছা।ঃ)
  • Bratin | ০৪ জুলাই ২০১১ ১০:১৬ | 117.194.100.69
  • যখন চিত্রগুপ্ত এসেছে তখন যেন ও যমরাজের আসতেও আর দেরী নাই!!ঃ-))
  • siki | ০৪ জুলাই ২০১১ ১০:১২ | 123.242.248.130
  • ইদিকে আমাদের পাড়ায় মেট্রোর ট্রায়াল রান আজ সকাল থেকে শুরু হয়ে গেছে। ভোর ছটা থেকে কুঁচকাঁচ করে টেরেন যাস্‌সে আর আস্‌সে। আর কদিন মাত্র বাকি উদ্‌ঘাটন হতে।

    পাড়ায় একটা পার্ক নিয়ে নিয়েছিল দিল্লি মেট্রো, নিজেদের কাস্টিং ওয়ার্ড ইত্যাদি বানিয়ে রেখেছিল। কাল বিকেল পর্যন্ত সেখানে লোহার স্ক্র্যাপ ইত্যাদি পড়ে টড়ে ছিল, আজ সকাল থেকে দেখি রাতারাতি সেই সব জঞ্জাল উধাও, বড় বড় গাছ ছোটো ছোটো গাছ ইত্যাদি এনে পার্কটাকে ঘ্যামা করে সাজানো শুরু হয়ে গেছে। দিল্লি মেট্রোর অধিগ্রহণের আগেও পার্কটা এত সুন্দর ছিল না।

    প্রসঙ্গত, পার্কটার নামঃ চিত্রগুপ্ত পার্ক।
  • siki | ০৪ জুলাই ২০১১ ১০:০৮ | 123.242.248.130
  • সৈকত পান্ডের মেলবক্স কোনওভাবে ভাইরাস ইনফেক্টেড হইয়াছে এবং তার অজান্তেই কেউ এইসব মেল পাঠাচ্ছে।

    কেউ কোনওভাবে ঐসব গেমস লিংকে ক্লিক করবেন না।
  • Bratin | ০৪ জুলাই ২০১১ ০৯:৫৯ | 117.194.100.69
  • ইয়ে, ইনি কি চুলবুল পান্ডের কেউ হন?
  • dipu | ০৪ জুলাই ২০১১ ০৯:৫৩ | 61.12.12.83
  • ডিডি, আমার কাছেও এসেছে। খুঁজেটুঁজে দেখলাম এই সৈকত পান্ডে একবার ENAD-এর "দুই হুজুরের গপ্পো' সংক্রান্ত একটা মেল করেছিল। সেই মেললিস্টে আপনিও আছেন।

    ওইসব গেম হ্যানাত্যানা লিঙ্কে ক্লিক না করাই ভাল।
  • siki | ০৪ জুলাই ২০১১ ০৯:৫১ | 123.242.248.130
  • আমার সাথেও হচ্ছে। সৈকত পান্ডেটা কমন।

    সবাই আমাকে উল্লেখ করছে shomik dilli বলে। তার সাথে মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের কী কী সব আন্দোলনের শরিক হবার আহ্বান। থানা টানাও বোধ হয় ঘেরাও করতে বলেছিল একবার।
  • Kaju | ০৪ জুলাই ২০১১ ০৯:৫০ | 59.163.201.173
  • বাস-গাড়ি নিয়ে কথা হচ্ছে যখন আমার আজকের অভিজ্ঞতাটাও লিখে যাই। ভি আই পির ওপর দিয়ে যাচ্ছি গাড়িতে, হঠাৎ জনৈক মাঝবয়েসী পথচারী দেখি চলন্ত গাড়ির মধ্যে দিয়ে বড় ব্যস্তভাবে রাস্তা পেরোবার মরিয়া চেষ্টা চালাচ্ছেন। ভলভো, অটো, ইনোভা, অল্টো কিসুই মানার ইচ্ছে নাই। ভাবটা এমন, লাগানা একবার, তারপর মজা টেরটি পাওয়াবো। আমার গাড়ির সামনেও পড়ে ধাক্কা খায় আর কি। সারথি ঠিক সময় নেহাত সামলে নিয়েছিলো। তাতে ভদ্র(?)লোকের নিজের দোষ দেখার তো প্রশ্নই নেই, উল্টে নিজ মাতৃভাষায় কিছু চালু কটুবাক্য সারথির ওপর প্রয়োগ করে চলে গেলেন। পেছনে তাকিয়ে দেখি, অটোর সামনে পড়েও একই ঘটনা, তাকেও কিছু মধুর বাক্য শোনালেন। খুব অলৌকিক কিছু না ঘটলে আজই উক্ত সময়ে ওই স্থানে আরো একটি পথদুর্ঘটনা সংবাদ হয়ে আসত এবং খুনী চালকের প্রতি খড়্‌গহস্ত জনতা, গাড়ি ভাঙচুর ইত্যাদি ইত্যাদি।
  • byaang | ০৪ জুলাই ২০১১ ০৯:৪৯ | 122.178.254.164
  • হ্যাঁ ডিডিদা, আমিও এই সৈকত পান্ডের থেকে মেল পেয়েছি ঐ গেমস সাইট জয়েন করতে বলে। আমাকে আমার ভালো নামের পিছনে গুরু লিখে মেল করেছেন। আমি ভীতু মানুষ বলে ঐ গেমস সাইটের লিঙ্কটায় ক্লিকাই নি।
  • dd | ০৪ জুলাই ২০১১ ০৯:৪৬ | 124.247.203.12
  • আচ্ছা এইটা আপনাদের সাথেও হচ্ছে?

    গত দুদিনে দুটো মেইল পেলাম একটা দেবাশীস আর আরেকটা সৈকত পান্ডে নামের দু জনের থেকে।

    আমাকে address করেছে গুরুচন্ডালি দীপ্তেন নামে সেটাও অদ্ভুত। এই গুচ+দীপ্তেন লিংক একমাত্র অর্কুটেই আছে কিন্তু সেখানে আমার অন্য মেইল আই ডি। ফেসবুকে আমি গু চ কমিউনিটির সদস্য নই।

    দুটোতেই বলেছে কি একটা গেম সাইটে জয়েন করতে আর জানতে চাইছে নাম,ঠিকানা,জন্মতারিখ এইসব। ব্যাপারটা হাইলি সাসপিসাস।
  • Arpan | ০৪ জুলাই ২০১১ ০৯:৩০ | 112.133.206.18
  • বম্মা, বাস থেকে নামার আগে একবার বাঁদিকে তাকিয়ে দেখো। বাসেরও তো রাস্তার বাঁদিক করেই নামাবার কথা।

    কেউ সৌজন্য, সহিষ্ণুতা এইসব দেখাবে না এটা ধরে নিতেই হবে। কখনো সখনো ব্যতিক্রমী মানুষজনের দেখা পেলে সেটা খুব আশ্চর্যের লাগে বৈকি।
  • siki | ০৪ জুলাই ২০১১ ০৯:৩০ | 123.242.248.130
  • বম্মা,

    যে অন্যায় করেছে, সে এইভাবেই কথা বলে থাকে। এই নিয়ে হতাশ হবার কিছু নেই। থানায় গিয়ে অভিযোগটা জানিয়ে আসা উচিত ছিল। যদি ফটোটা এখনো ডিলিট না মেরে থাকো, তা হলে অভিযোগটা জানিয়ে এসো।
  • M | ০৪ জুলাই ২০১১ ০৯:১০ | 59.93.203.173
  • সব থেকে বড় কথা গাড়ীতে যারা বসে ছিলেন তারাও একবার স্যরি বললো না।এত্ত ছোটলোক।
  • M | ০৪ জুলাই ২০১১ ০৯:০৮ | 59.93.203.173
  • এইমাত্র আমি ঋভুকে স্কুলে দিয়ে ফিরছি, পোড়া অশ্বত্থ তলা স্টপে নামবো(৮-২০/৮-২৫ am) , আমি পা মাটিতে দেবার সঙ্গে সঙ্গে একটা সাদা টাটা ইন্ডিকা(WB-26K-6573)বাঁ দিক দিয়ে মানে আমার গা ঘেঁষে বেরিয়ে গেলো, গিয়ে খানিক দুরে সাইড করে দাঁড়ালো, আমি গিয়ে নাম্বার প্লেটের ফটো নিলাম, আর বললাম , বাঁ দিক দিয়ে ওভারটেক করলে কেন? আমার তো অ্যাক্সিডেন্ট হতে পারতো, আমি নাম্বার নিলাম আর থানায় চললাম, ড্রাইভারটা অল্পবয়সী, কোনো পাত্তাই দিলো না, বললো থানায় যান। আমি এত রেগে ছিলাম যে ঠাকুর পুকুর থানায় চললাম, কিন্তু থানার গেটে গিয়ে মনে হলো যে প্রত্যেকদিন ই এগুলো ঘটছে, বাস ও প্রায় ই আমরা পুরো না নামতেই ছেড়ে দেয়,অটোরা তো পুরো ফর্মুলা ওয়ান চালায়,অন্তত একশোবার এমন হয়েছে যে ক্রসিং এ কোনো ভারী গাড়ী একদিক থেকে আরেকদিকে আসছে আর ঠিক তার নাকের ডগা দিয়ে হুশ হুশ করে তাদের বেরোতে হবে, কিছুতেই একটু থামবে না, মাঝে সাঝেই রাস্তা জ্যাম বলে পাঁচ থেকে দশ টাকা বেশী ভাড়া নেবে, এবং রাস্তা জ্যাম না থাকলেও টাকাটা দিতে হয়।আর আরো একটা কথা মনে হলো যে এরা এত নিশ্চিন্তে থানায় যেতে বলে দিলো, কাজেই গিয়ে হয়তো আমাকেই হ্যারাসড হতে হবে। এদিকে আমার পাব্লিক ট্রান্সপোর্ট ই ভরসা। সকাল সকাল মাথা গরম করে বসে আছি।
  • siki | ০৪ জুলাই ২০১১ ০৮:৪৫ | 123.242.248.130
  • হ্যাঁ +esh = হ্যাঁয়েশ
  • til | ০৪ জুলাই ২০১১ ০২:০৯ | 124.169.30.142
  • ভাই ব্রতীন, -esh প্রতয় ত্রিদিব এর সঙ্গে নয়, পাই এর সঙ্গে জুড়লেই পারতে, ফ্রীতে পায়েশ ও হয়ে যেত।
  • sayan | ০৪ জুলাই ২০১১ ০১:২০ | 115.241.5.150
  • অর্পন্দা, আমি এটায় ছিলাম http://www.coorgresidency.com/

    মোটামুটি বাজেট হোটেল। প্রিটি ক্লিন অ্যান্ড অল। একটা হেয়ার পিন বেন্ড'এর মাথায়। বেশ ভালো। ট্রাই মাডি ঃ-)
  • prateek | ০৪ জুলাই ২০১১ ০০:৫১ | 67.9.224.157
  • http://travel.oneindia.in/119/coorg/hotels-resorts/hotel-hill-town.html

    এইটায় ছিলাম অনেক বছর আগে।।বেশীর ভাগ বাজেট হোটেল কিন্তু বাস স্ত্যান্ড আর মার্কেট র গায়ে।।সে বড় সুখের নয় হে
  • Arpan | ০৪ জুলাই ২০১১ ০০:৫০ | 122.252.231.10
  • হ্যাঁ, দেখেই তো আসছি। ঃ)

    সেই বছর দশেক আগে বন্ধুর মুখে শুনি এ-ভা-বে নাকি এইবার আমাদের কাঁপিয়ে দেবে। কী ব্যপার? না, (জর্জ) এক্কা, ভাইচুং আর ব্যারেটো গোলের পর গোল করবে।

    সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে। তিনজন স্ট্রাইকার তুলেই টিম বানানো শেষ। ঃ)
  • Arpan | ০৪ জুলাই ২০১১ ০০:৪৭ | 122.252.231.10
  • ওক্কে, থ্যাংকু। কিন্তু তুমি কি এইখানে থেকেছ? আমি ফার্স্টহ্যান্ড এক্ষপেরিয়েন্স চাইছিলাম।
  • prateek | ০৪ জুলাই ২০১১ ০০:৪৬ | 67.9.224.157
  • দেখা যাবে ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত