এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kumudini | ৩০ জুন ২০১১ ১৪:৫০ | 122.160.159.184
  • সায়ন,
    আজ কেমন আছ?বেটার তো?
  • kumudini | ৩০ জুন ২০১১ ১৪:৪৪ | 122.160.159.184
  • ইন্দিরাপুরমেই।
    মেট্রোর কোশ্নো নাই,রোব্বারের বাজারে অলস ঢুলুঢুলু বাঙালীদের তুলতে তুলতে যেতে হবে।
    এট্টা মাত্র ছুটির দিন,কাটিয়ে দেব কিনা ভাবচি।
  • siki | ৩০ জুন ২০১১ ১৪:৩০ | 123.242.248.130
  • পরের রোব্বার হলে বলতাম সো-জা মেট্রো ধরে চলে আসুন। কিন্তু এই রোব্বার মেট্রো নেই। অটোয় এলে পঁয়তাল্লিশ মিনিট লাগবে, গাড়িতে এলে আধ ঘণ্টা।

    জায়গাটা ইন্দিরাপুরমে, তাই তো?
  • siki | ৩০ জুন ২০১১ ১৪:২৭ | 123.242.248.130
  • এটা কোথায়? নাম শুনি নি তো!
  • kumudini | ৩০ জুন ২০১১ ১৪:০৭ | 122.160.159.184
  • অ সিকি,আশিয়ানা উপবনে(কেলাব হাউস) এট্টা নেমন্তন্ন আছে,রোব্বার।কতক্ষণ লাগবে ,ধরো কঃ প্লেঃথেকে?
  • siki | ৩০ জুন ২০১১ ১৩:৫৩ | 123.242.248.130
  • স্কুলবাস নেই কেন?
  • siki | ৩০ জুন ২০১১ ১৩:৫২ | 123.242.248.130
  • সব্বাই গিয়ে যার যার পাড়ার সেরা রেস্তোরাঁয় গিয়ে খেয়ে ন্যান আমার নামে ঃ-)
  • dukhe | ৩০ জুন ২০১১ ১৩:৩৮ | 122.160.114.85
  • স্কুলবাসই তো ভালো ।
  • de | ৩০ জুন ২০১১ ১৩:২০ | 203.199.33.2
  • বম্ম, গাড়ি কিনে চালাতে শিখে ফ্যালো -- পুলকারগুলো যাচ্ছেতাই, মোটেও ওতে পাঠিও না বাচ্চাকে।
  • de | ৩০ জুন ২০১১ ১৩:১৮ | 203.199.33.2
  • আর যারা পড়েছে -- তারা??? ক্ষেউ নয়?
  • M | ৩০ জুন ২০১১ ১৩:১৭ | 59.93.245.174
  • আমি আজ মেথির কোটো খুঁজে পেলুম,আর সাঁড়াশি হারিয়ে ফেলেচি। বাচ্চেলোগ একটু খোঁজাখুঁজি করো, আমি ছেলে নিয়ে আসিগে, কে যে আমার ঘুমে নজর দিলো, আবার আমায় আনা নেওয়া শুরু কত্তে হলো।কি আপদ।

    সেদিন ঋভু ব্যাটা গম্ভীর মুখে বাড়ী ফিরেই বল্লো তুমি আঙ্কলকে ফোন করবে , নইলে আমায় কাল থেকে নিয়ে যাবে না, এই হতচ্ছাড়া কার পুল না পুল কারের লোকটা যাচ্ছেতাই, একটা টাটাসুমোতে চোদ্দটাকে ঢোকায়, বেচারী ঋভু কোনোদিন স্কুলবাসে এসব দেখেনি, বেজায় বিরক্ত ছিলো, সেদিন নাকি গাড়ীতে না উঠেই ঘোঁত ঘোঁত করে বলেছে অতজন তুললে আমি উঠবো না। তো তাতে গাড়ীর আঙ্কলের গায়ে ফোস্কা পড়েছে, এদিকে সে আমার থেকে চার মাসের অ্যাডভান্স টাকা নিয়ে বসে আছে, আর কুড়িদিন ছেলেকে নিয়ে গ্যাছে, একমাস গরমের ছুটি ছিলো।তো ফোনাতে আমায় থ্রেট মারলো আপনার ছেলের নামে গিয়ে আমি প্রিন্সিপালকে রিপোর্ট করবো। আমিও হেবি রেগে গেলাম,আজ অবধি আমার ছেলের নামে কোনো বাজে ব্যবহারের অভিযোগ আসেনি,বললাম যা পারবেন করে নিন, আর আমার ছেলেকে আপনাকে নিয়ে জেতে হবে না। আর তারপর এই। এদিকে ছেলের বাপ আবাজ মারছে আর কদিন ছেলে কোলে নিয়ে বসে থাকবি, এবার ওকে একটু একা ছাড়,আর খালি খালি অ্যাক্সিডেন্টের খবর শুনে সে সাহস ও কচ্ছি না। ঃ(((
  • dukhe | ৩০ জুন ২০১১ ১৩:০৬ | 122.160.114.85
  • সিকি, শুধু যারা বেচেছে তারাই মানুষ ? যারা কিনেছে তারা কেউ না ?
    বড় দাগা পেলাম ।
  • de | ৩০ জুন ২০১১ ১১:৫৫ | 59.163.30.6
  • সিকির সাথে কান মিলিয়ে গেলাম :))
  • Netai | ৩০ জুন ২০১১ ১১:৫৪ | 121.241.98.225
  • হুংকার ছেড়ে হুম্‌কার
  • Bratin | ৩০ জুন ২০১১ ১১:১৪ | 117.194.101.2
  • মানসী গর্জন করে ক্যান??
  • M | ৩০ জুন ২০১১ ১১:১২ | 59.93.245.174
  • হুম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম
  • kumudini | ৩০ জুন ২০১১ ১১:১১ | 122.160.159.184
  • কেডিদা,
    ওয়েলকাম ব্যাক হোম।
    ভাবী ঠাকুর্দা,বাবা ও মাকে অনেক অনেক অভিনন্দন।
  • sikike prashno | ৩০ জুন ২০১১ ১১:০৭ | 122.179.38.166
  • আমি ' বিবেক' , ।। যারা তখন খেটেছিলো ,তারা যাতে খাওয়া থেকে বনচিতো [বানান ভুলের জন্য সরি] না হয়,তাই বলা
  • Bratin | ৩০ জুন ২০১১ ১১:০৭ | 117.194.101.2
  • তাহলে আর কি ? তোমাকে কষ্ট করে নিজেকেই খাওয়াতে হবে!!
  • siki | ৩০ জুন ২০১১ ১০:৫৯ | 123.242.248.130
  • কিন্তু ঐ সিকিকে প্রশ্ন-টা কে?
  • siki | ৩০ জুন ২০১১ ১০:৫৮ | 123.242.248.130
  • ক্কী আশ্চর্য!! আমিও বেচেছি। অতএব ...
  • Bratin | ৩০ জুন ২০১১ ১০:৪১ | 117.194.101.2
  • এই সুযোগে জানিয়ে রাখি আমিও সিকি র কয়েক পিস বই বেচেছি। সুতরাং.....
  • santanu | ৩০ জুন ২০১১ ০৯:৩৫ | 82.112.6.2
  • http://www.anandabazar.in/30raj1.html

    সরকারী দৈনিক মজুরীতে কাজ করার লোক পাওয়া যাচ্ছে না - তাহলে নিশ্চই গরীবের অবস্থা এখন একটু ভালো।
  • siki | ৩০ জুন ২০১১ ০৯:২০ | 123.242.248.130
  • যাকে আসল খাওয়ানোর কথা, সে ব্যাটা তো আম্রিকায় গিয়ে বসে আছে।
  • siki | ৩০ জুন ২০১১ ০৯:২০ | 123.242.248.130
  • ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই প্রিয়া।

    আমি ঠিক কলকাতা যাই নাই, গেছিলাম ব্যান্ডেল। লেস দ্যান টুয়েন্টি ফোর আওয়ারের জন্য। রাত পৌনে এগারোটায় পৌঁছেছি বাড়ি, পরদিন দুপুর দুটোয় আবার হাওড়া স্টেশন।

    আসল যাওয়া হবে পুজোর সময়ে, তখন গিয়ে খাওয়াও হবে।
  • siki ke prashno | ৩০ জুন ২০১১ ০৯:১৪ | 122.179.38.166
  • সিকি যে কলকাতাতে গেলো ,এবার সবাইকে খাওয়ালো ? বই মেলাতে যারা খুব সার্ভিস দিয়েছিলো ,সিকির বই বেচে দিলো কিছু ,তাঁদের কে খাওয়াবার যে প্রমিস করেছিলো ,সেটা রেখেছিলো ? নাকি সময়ের তালে সব ভুলে গেলো সিকি?
  • siki | ৩০ জুন ২০১১ ০৮:৪৯ | 123.242.248.130
  • আমরা তো বাজারের পথে চলি না, বাজারী ব্যাপার স্যাপার আমাদের কাছ থেকে আশা না-করাই ভালো ঃ-))
  • Bratin | ৩০ জুন ২০১১ ০৮:৩৫ | 117.194.98.38
  • দেকচো বাজারে এমনি সিকি চলছে না, অচল সিকি কী করে চলবে অ্যাঁ? ঃ-))
  • achal siki | ৩০ জুন ২০১১ ০৮:৩৩ | 123.242.248.130
  • চলবে?
  • Bratin | ৩০ জুন ২০১১ ০৮:৩০ | 117.194.98.38
  • হে সিকি, আজ হইতে তুমি অন্য নাম গ্রহণ করো!!
  • siki | ৩০ জুন ২০১১ ০৮:২৮ | 123.242.248.130
  • বল্লে হবে? খচ্চা আছে ঃ-)
  • Bratin | ৩০ জুন ২০১১ ০৮:২৪ | 117.194.98.38
  • আজ থেকে সিকি অচল!! ঃ-))
  • y | ৩০ জুন ২০১১ ০৮:০৭ | 59.164.189.118
  • "গে কবির মানসী' ঃ-D
  • Sibu | ৩০ জুন ২০১১ ০৭:১১ | 184.195.110.125
  • সে তো আমাদের পাড়ায় আমরা বাবাকে কালীদা আর ছেলেকে কল্যানদা ডাকতাম।
  • pi | ৩০ জুন ২০১১ ০৭:০৫ | 72.83.81.130
  • গে কবির মানসী তো অক্সিমোরোন।
  • Lama | ৩০ জুন ২০১১ ০৬:৫২ | 117.194.226.196
  • বাবাকে স্যর বলা তবু চলতে পারে। আমাদের প্রফেসর ডঃ প্রদীপ রায়কে বলতে শুনেছি "আমার বাবা জীবনদা আর তার বাবা শম্ভুদা এই কলেজেরই ছাত্র।'

    আর আমাদের বন্ধু উদোকে এক ই-গ্রুপে কেউ লিখেছিল "তুমিই কি সেই উদয়নদা যার সঙ্গে সিংজির বাংলুর ঠেকে আলাপ হয়েছিল?' এদিকে উদোর বাবা (উনিও আমাদের মাস্টারমশাই) প্রফেসর চিত্ত চক্রবর্তীও ওই গ্রুপের মেম্বার ছিলেন। উদো উত্তরে লিখল "আলোচনাটা অফলাইন করা যাক। চিত্তদাও এই ঠেকে আছেন কিনা।'
  • achintyarup | ৩০ জুন ২০১১ ০৪:২২ | 59.93.247.172
  • @বম্মঃ আরে এ হল গে কবির মানসী। ধরাছোঁয়ার বাইরে
  • kd | ৩০ জুন ২০১১ ০৩:৪৮ | 59.93.203.53
  • হায় রে! অত সাধের হিউমার পুরো মাঠে মারা গেলো ঃ(

    আমার হিউমার করার (অ)ক্ষমতার পক্ষে বা বিপক্ষে কেউ কিছু না বললেই ভালো হয়।
  • Netai | ৩০ জুন ২০১১ ০২:২৪ | 182.64.70.126
  • ঃ-)

    ঘুম ঘুমাতে যাই
  • nk | ৩০ জুন ২০১১ ০২:১৯ | 151.141.84.145
  • ইশ, পানবিড়ি কে আর তুলে নিয়ে পালাবে? মুড়িও চুরি করা বহুৎ ঝামেলা, একমুঠো নিতে গেলেও ফুর ফুর করে উড়ে যাবে। ঃ-)
    কিন্তু আপনি বলতে পারতেন,
    "আমার বাবা পয়হা জমায় কি না জমায় তাতে আমার কী?"
    কাকু কইলেন,"ঐ জমানো পয়সা তো সব তুই ই পাবি।"
    আপনি কইলেন "তাতে আপনার কী?"

    ঃ-)
  • nk | ৩০ জুন ২০১১ ০২:১৫ | 151.141.84.145
  • তবে ভেবে দেখলাম স্যর বলা লজিকাল। বাবা হলেও শিক্ষক তো বটেই। সেখানে ছাত্র হিসাবে স্যর বলতেই পারে ছেলে।
  • Netai | ৩০ জুন ২০১১ ০২:১৪ | 182.64.70.126
  • আমাদের স্কুলের টিচার্স রুমে সিঙাড়ার আনাগোনা দেকিনি বিশেষ। পান বিড়ির প্রচলন ছিল।ঘর থেকে নিয়ে আসা মুড়িও। আর যাই আসুক। ওখানে যাওয়া আমার পছন্দের ছিলনা কখোনো। একা বাবায় রক্ষা নাই। পড়োশী কাকু ছিলেন কিছু। দেখলেই ডাক পাড়তেন। এইও। এদিকে আয়। তারপর সেই চর্বিত চর্বন। কি খেলি। কি মাছ হল। তো বাবা খুব পয়হা জমাচ্ছে নায়? যাতা এক্কেরে।
  • nk | ৩০ জুন ২০১১ ০২:০৬ | 151.141.84.145
  • আহা টিচার্স রুম আমাদের কাছে ছিলো ম্যাজিক দুনিয়ার মতন,যাওয়া যায় না, বাইরে থেকে দেখা যায়। কত কত সিঙারা যে আনাতো দিদিমণিরা দুপুরের মিটিং এ! দিতো না,ইশ, একটাও দিতো না।
    আপনি কেমন টপ করে সিঙারা তুলে নিয়ে পালাতে পারতেন। ঃ-)
  • Netai | ৩০ জুন ২০১১ ০১:৫৯ | 182.64.70.126
  • বড়াই আর যাবেন কোথা। আসেপাশে কোথাও আছেন। উনি হলেন গিয়ে গড়াই এর মত। না তাড়ালে যাবেন না।
  • Netai | ৩০ জুন ২০১১ ০১:৫৫ | 182.64.70.126
  • হ্যাঁ। ঐ একই স্কুলে। পাঁচ থেকে বারো অবধি। সে কি দুবিধা। বাবা বলবো নাকি স্যার। তার থেকে মুক বুজে বইয়ের দিকে মুখ গুঁজে থাকার পথই বেছে নিয়েছিলাম ক্লাসে। মাঝে মাঝে টিপিনে পয়সার দরকার পড়লে টিচার্স রুমে যেতাম। বাবার বদলে ক্যামন আওয়াজ বেরুতো ব্যা ব্যা। সাধে কি লোগ ছাগল বলে।
  • nk | ৩০ জুন ২০১১ ০১:৫১ | 151.141.84.145
  • বড়াই কোথায় চলে গেল!
  • nk | ৩০ জুন ২০১১ ০১:৪৮ | 151.141.84.145
  • ওরে বাবা, বাবার স্কুলেই ছেলে ছাত্র! স্কুলে কি ওনাকে স্যর ডাকতেন??? ঃ-)
  • Netai | ৩০ জুন ২০১১ ০১:৪৪ | 182.64.70.126
  • আমিও কান নিয়ে কিচু মনে করার চেষ্টা করছি। কিছুতেই কিচু মনে পড়ছেনা। ছোটোবেলায় কানে চুলে খেইছি অবশ্য। বাবা কানে চুলে একসাথে পাকড়ে পাক দিত। এই কানে চুলে খুব প্রসিদ্ধ ছিল। ঘরে এবং বাইরে। বাইরে মানে বাবা যে ইস্কুলের টিচার ছিলেন। আমি ঐ একই ইস্কুলের ছাত্র ছিলাম। বাবা অবশ্য বাইরের থেকে ঘরে পাক্‌ড়াও করতেন বেশী। পাকড়ে পাকড়ে কান ও চুলের দফারফা।
  • Netai | ৩০ জুন ২০১১ ০১:৩৭ | 182.64.70.126
  • ব্রতীনদার 11:15 PM র পোষ্ট-
    D
  • nk | ৩০ জুন ২০১১ ০১:১২ | 151.141.84.145
  • কানের ব্যাপার খুব জটিল বলে মনে হয়। আমার এক বন্ধুর মায়ের কানের অপারেশন হয়েছিলো। কিন্তু মহিলা আর রিকভার করতে সেভাবে পারলেন না। কানে ভালো শুনতে পেতেন না আর খুব ব্যথা হোতো। তারপরে মুখের কিছু অংশও কেমন ফুলে যেতো। বেশ কিছু বছর পরে তো উনি পরলোকেই চলে গেলেন।
    সেই থেকেই আমার এইসব সূক্ষ্ম অপারেশনের ব্যাপারে নানা প্রশ্ন।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত