এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aka | ২৮ জুন ২০১১ ১৮:১৭ | 168.26.215.13
  • দুর কোথায় ডনের ডন আর কোথায় কোম্পানির ডন।
  • pi | ২৮ জুন ২০১১ ১৮:১৫ | 72.83.103.17
  • পুরোনো শহরের চার্ম তো আছেই। আরো কিছু আছে।
    সবচে বেশি করে যেটা বোঝা যায়, তা হল প্রাণ আছে ঃ)

    মুম্বই মেরি জান দেখেছে কেউ ? বেশ লেগেছিল।

    সেদিন ধোবীঘাট দেখতে দেখতে আবার .... ঃ(
  • Bratin | ২৮ জুন ২০১১ ১৮:১৫ | 122.248.183.1
  • কেন আকা? তুমি না অমিতাভ প্রেমী। ডন দেখো নাই?
  • Kaju | ২৮ জুন ২০১১ ১৮:১৩ | 121.244.209.245
  • *ট্রেনিং
  • Bratin | ২৮ জুন ২০১১ ১৮:১২ | 122.248.183.1
  • ISI তে পড়ার সময়? কত্ত ঘোরার জায়গা? বোর হবে কেন?

    ডেল র ল্যাপটপ কিনেছো কেন? একদম জালি। এইচ পি অনেক ভাল বা সোনি( বড্ড দাম!!)
  • aka | ২৮ জুন ২০১১ ১৮:১২ | 168.26.215.13
  • আহা কোম্পানি বড় ভালো সিনেমা। সেই থেকেই আমার ডন হবার অ্যাম্বিশন।
  • Kaju | ২৮ জুন ২০১১ ১৮:১১ | 121.244.209.245
  • http://www.anandabazar.in/28cal1.html

    কলকাতাগামী ফ্লাইটে আজকের দিনেও প্রাণসংশয়ের সম্ভাবনা প্রবল ! সব সময়ই কিছু না কিছু অঘটন চলেছেই। টি্‌র্‌নং কি আদৌ ঠিকঠাক হয় এসব পাইলটদের? বাইরের এয়ারপোর্টে এমন ঘটনা কটা শোনা যায়?
  • pi | ২৮ জুন ২০১১ ১৮:১০ | 72.83.103.17
  • আকাদা, কোম্পানীতে যেমনটি দেখিয়েছিল, শুনেছিলাম কোম্পানীর সূর্য যখন মধ্য গগনে, মুম্বই এর রাস্তাঘাটে সত্যি ই অমনি হত । দিনে দুপুরে। সেটা তারপর জাস্ট নেই হয়ে গেছিল। নিজেদের মধ্যে গ্যাং যুদ্ধ চলতো হয়ত, কিন্তু সাধারণ মানুষের গায়ে আঁচ পড়তো না। এখন আবার কী হতে চলেছে কে জানে।
  • aka | ২৮ জুন ২০১১ ১৮:১০ | 168.26.215.13
  • আরে সে তো আরও অনেক ভালো ভালো জায়গা আছে। বোম্বে যাবার ইচ্ছে অন্য কারণে। পুরনো শহর হিসেবে। দিল্লিতে দুই বছর ছিলাম কিন্তু করিমস বাদে সেরকম কোন টান নাই।
  • til | ২৮ জুন ২০১১ ১৮:০৯ | 124.169.21.247
  • বম্বেকে আমিও ভালোবেসে ফেলেছিলাম, ছড়তে খুব কষ্ট হয়েছিল।
    --
    ব্রতীন, ভাল নয়। এক কম্প্যুটার কিনে dell এর সঙ্গে ঝামেলা চলছে, রিফান্ড দেবে বলে দিলো না, একটা অগামারা মেশিন! যেটাতে লিখছি, এক বন্ধুর থেকে ধারে, বহু পুরোনো আর স্লো ল্যাপটপ।
    --
    দে-দি, আমার মনে হয় নতুন পেঁয়াজ + কলি দিয়ে substitute করা যাবে। ঐ যে গুটি গুটি পেঁয়াজ, গাছ সমেত!
  • Bratin | ২৮ জুন ২০১১ ১৮:০৭ | 122.248.183.1
  • বোম্বে কাটিয়ে দিয়ে গোয়া যাও বস। গোলা জায়গা ।
  • pi | ২৮ জুন ২০১১ ১৮:০৬ | 72.83.103.17
  • বর্ষাকালটা সবচে বেশি মিস করি।
    আরবসাগরের উপর দুদ্দুড়িয়ে দিয়ে ছুটে আসা মেঘ আর বৃষ্টির চার্ম ই আলাদা।
  • aka | ২৮ জুন ২০১১ ১৮:০৬ | 168.26.215.13
  • বোম্বে যাবার খুব ইচ্ছে। কিন্তু সুযোগ মেলে না।
  • Bratin | ২৮ জুন ২০১১ ১৮:০৫ | 122.248.183.1
  • হি হি মিটিং হবে না। কী মজা!! এই বার হালকা করে কেটে পড়বো!!
  • Bratin | ২৮ জুন ২০১১ ১৮:০৪ | 122.248.183.1
  • ধুর ধুর শহরটায় সব সময় লোকজন ছুটছে। কারুর ফুরসত নেই। আমি ৩ মাস থেকে ই বোর হয়ে গিয়েছিলাম।
  • til | ২৮ জুন ২০১১ ১৮:০৩ | 124.169.21.247
  • হুম, তাই তো শুনি। আগে L&T তে নেমে নীটি অবধি পাক্কা ৪০ মিনিট হাঁটতে হতো, প্রায় এ ক্রোশ পথ!
    সে অবশ্য দ্বাপর যুগে, তখন zero বা পাই আবিষ্কার হয়নি!
  • pi | ২৮ জুন ২০১১ ১৮:০১ | 72.83.103.17
  • মানে প্রচণ্ড ট্র্যাফিক হয়।
    তবে রাস্তাটা খুব সুন্দর। বিশেষ করে রাতে। লেকের জলে আলোছায়া দেখতে দেখতে চলা।
    মনে কেমন করে উঠলো ঃ(

    মুম্বই শহরটাকে ভালোবেসে ফেলেছিলুম।
  • de | ২৮ জুন ২০১১ ১৮:০১ | 203.199.33.2
  • বাড়ি যাই, অন্ধকার করে বৃষ্টি হচ্ছে!

    তিলুবাবু, লীক এখনো এখানে পাওয়া যায় না! পাম্পকিন ভালোই চলছে!
  • Bratin | ২৮ জুন ২০১১ ১৮:০০ | 122.248.183.1
  • তিল দা, দিনকাল কেমন কাটছে?
  • Bratin | ২৮ জুন ২০১১ ১৮:০০ | 122.248.183.1
  • আচ্ছা। নেতাই কি সিকি কে ফোনিয়েছে? আমার থেকে নাম্বার নিল যে!! বোধহয় মাছ/মাংস রেঁধে খাওয়াবে।
  • pi | ২৮ জুন ২০১১ ১৭:৫৯ | 72.83.103.17
  • এখন ঐ নো ম্যানস ল্যান্ডে ম্যান কেন, প্রায় 'তিল' ধারণের জায়গা থাকে না ঃ)
  • til | ২৮ জুন ২০১১ ১৭:৫৮ | 124.169.21.247
  • দে দি যে হারে ফ্ল্যাট কিনেই চলেছেন, মাফিয়ারা কিন্তু একদিন চড়াও হাঅন!তে পারে, সাবধ
  • til | ২৮ জুন ২০১১ ১৭:৫৬ | 124.169.21.247
  • হীরানন্দানি তো l&T থেকে IIT পাওয়াই এর মাঝে, এক সময় ঐ ২/৩ কিমি নো ম্যান্‌স্‌ল্‌য়ান্ড ছিল; সেই অস্তি নর্মদা তীরে!
  • pi | ২৮ জুন ২০১১ ১৭:৫২ | 72.83.103.17
  • না, পোওয়াই।
  • til | ২৮ জুন ২০১১ ১৭:৫২ | 124.169.21.247
  • দে-দি,
    রোববার লীক স্যুপ খেতে গিয়ে আপনার কথা মনে পড়ছিল!
    তা, পাম্পকিন স্যুপ কেমন চলছে? লীকের সঙ্গে দু একটা আলু দিলে আরও জমে কিন্তু।
  • Kaju | ২৮ জুন ২০১১ ১৭:৫২ | 121.244.209.245
  • আচ্ছা হিরানন্দানি কি নবি মুম্বইতে মানে খারঘরের কাছাকাছি?
  • pi | ২৮ জুন ২০১১ ১৭:৫১ | 72.83.103.17
  • হ্যাঁ।
  • pi | ২৮ জুন ২০১১ ১৭:৫১ | 72.83.103.17
  • না না, আগের তুলনায় মাঝে অনেক কমেছিল তো।
    অন্ততঃ আগেকার মত অত প্রকাশ্যে হত না। আগে তো কথায় কথায় উলুখাগড়াদেরদের প্রাণ যেত।
  • de | ২৮ জুন ২০১১ ১৭:৫০ | 203.197.30.2
  • মাফিয়ারাজ আগের তুলনায় অনেক কম এখন, সেজন্যেই জ্যোতির্ময়-বাবুর কেসটা পুলিশের কাছে একটা চ্যালেঞ্জ ছিলো -- পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিলো!

    মাফিয়ারাজ তলে তলে থাকলেও সাধারণ মানুষের জীবনযাত্রায় ইউজ্যুয়ালি কোন প্রভাব ফেলে না! একেবারে হিরানন্দানির মতো লোক্যালিটি তে এই কান্ড তাই মানুষের মনেও অনেক প্রশ্ন তুলে দিয়েছিলো।
  • til | ২৮ জুন ২০১১ ১৭:৪৯ | 124.169.21.247
  • হাঙর মাছ নয় কে বললো? দিব্যি তো সুপারমার্কেটে Flake নামে তাদের ফিইলেট বিকোয়। আর আগেকার বিয়েবাড়ীতে ভেটকি ফ্রাই কি ভেটকির? ওটা ছিল আদি অকৃত্রিম shark!
  • aka | ২৮ জুন ২০১১ ১৭:৪৩ | 168.26.215.13
  • মুম্বাইতে যেন কবেই বা কোম্পানি রাজ কমেছিল।
  • de | ২৮ জুন ২০১১ ১৭:৪৩ | 203.197.30.2
  • সুরাহা হয়েছে বলেই তো পড়েছিলাম -- লিং দিতে পারবো না যদিও!
  • aka | ২৮ জুন ২০১১ ১৭:৪২ | 168.26.215.13
  • ঃ)
  • pi | ২৮ জুন ২০১১ ১৭:৪২ | 72.83.103.17
  • আকা আকেলা ঃ))
  • pi | ২৮ জুন ২০১১ ১৭:৪০ | 72.83.103.17
  • ওয়েল মাফিয়ারা সেই যে সেই প্রশাসককে পুড়িয়ে মারলো, সেই কেসের সুরাহা হল ?
  • pi | ২৮ জুন ২০১১ ১৭:৩৮ | 72.83.103.17
  • হ্যাঁ, ওনাকে নিয়ে পড়ছিলাম তো। কিন্তু ওরকম ভাল লিংক থাকা সাংবাদিক মনে হয় আরো আছেন। আমরা জানতে পারিনা। ওনারা তো সঙ্গত কারণেই খুব লো প্রোফাইল মেন্টেন করার চেষ্টা করেন।
    ওনাকে তো শুনেছি লোকজন চিনতোই না সেভাবে। রিসেন্টলি কোন পাবলিক ফাংশনে যাওয়াতে এই বিপত্তি ঘটলো।
  • de | ২৮ জুন ২০১১ ১৭:৩৩ | 203.199.33.2
  • পাই, ওনার মতো অ্যাতো আন্ডারওয়ার্ল্ড লিংক থাকা ক্রাইম জার্নালিস্ট অত্যন্ত দূর্লভ! খুব রিসেন্টলি অয়েল মাফিয়াদের একটা চক্রকে ধরিয়ে দিয়েছিলেন। এছাড়াও অসংখ্য কেস সলভ করেছিলেন। একজন এসিপির(তার ডাকনাম, আকা আকেলা ঃ)) বহু বদকর্মও এক্সপোজ করেছিলেন! তাই বোধহয় সাংবাদিককুলের চোখের মণি ছিলেন!
  • Bratin | ২৮ জুন ২০১১ ১৭:২৮ | 122.248.183.1
  • যাই বলো 'কোম্পানী' সিনেমা টা যাতা হয়েছিল!!
  • pi | ২৮ জুন ২০১১ ১৭:২৬ | 72.83.103.17
  • দে দি, হ্যাঁ, পুরো সিনেমা থেকেউঠে আসা এক ক্যারাক্টার মনে হয়। সেদিন বোধহয় কোথাও পড়লাম, ওনার আদলে কোন একটা চরিত্র হয়েছিল। কোন সিনেমা ভুলে গেলাম।
  • pi | ২৮ জুন ২০১১ ১৭:২৪ | 72.83.103.17
  • দেদি, মুম্বইতে তো মনে হচ্ছে তাহলে আবার সেই কোম্পানির রাজ শুরু হল ।
  • Bratin | ২৮ জুন ২০১১ ১৭:২৪ | 122.248.183.1
  • আজকেই বাজারে গিয়ে চাঁদমামা দেখলুম। মনটা কেমন হয়ে গেল। এক সময় খুব পড়তুম
  • de | ২৮ জুন ২০১১ ১৭:২৪ | 203.197.30.2
  • ব্রতীন, ছোটা রাজন কালকেই TOI এর কাছে ফোন করে অস্বীকার করেছে! গ্যাংস্টাররা এখানে নিয়মিত সংবাদপত্রের সঙ্গে যোগাযোগ রাখে!
  • Kaju | ২৮ জুন ২০১১ ১৭:২৩ | 59.163.201.173
  • খুব স্বাভাবিক। কবি বলেছেন, 'ক্ষুধার রাজ্যে পিথিবি গদ্যময়', সামনে চিলি চিকেন ফেলে কে কবিতার দিকে মুখ ঘোরায়?
  • Netai | ২৮ জুন ২০১১ ১৭:২৩ | 121.241.98.225
  • মাছ কি কোনোদিন পাগল হয়? ফিসারি এক্ষপার্টদের জিগাও দেখি। শোনাগেছে হাঙর নাকি রক্তের স্বাদ পেলে ক্ষেপে যায়। তা ওরা কি আর মৎস পদবাচ্য? পাতে দেবার মত পদ তো হয়ইনা একেবারেই।
  • pi | ২৮ জুন ২০১১ ১৭:২২ | 72.83.103.17
  • মতান্তরে, পাগল মাছের রেস্তোরা।
    তবে পাগল হওয়া বিষয়ে প্রভূত সম্ভাবনা।
    খাইলে পর পাগল হইতে পারো।
    ম্যাড ফিশ ডিসিজে আক্রান্ত হইতে পারো। মানে ম্যাড কাউয়ের কিছুমিছু খাওয়া মাছ হইলে।
    তবে আমার মতে, মাছের জন্য আগে থেকেই পাগল রা তো এমনি ই পাগল। ওদের জন্য দুঃখু হয় ঃ)
  • de | ২৮ জুন ২০১১ ১৭:২১ | 203.197.30.2
  • বিভিন্ন সাংবাদিকদের করা ওনার স্মৃতিচারণ পড়ছিলাম -- কেউ একজন লিখলেন, উনি কখনো কখনো সক্কালবেলায় উঠে সাইক্লিং করেই পাওয়াই থেকে মাথেরান চলে যেতেন, বৃষ্টি দেখতে দেখতে শুধু এককাপ চা খাবেন বলে ( এই রেইনি সিজনে মাথেরান অপূর্ব!)। এই প্যাশন আর পাগলামির জন্যই বিখ্যাত ছিলেন উনি।
  • Bratin | ২৮ জুন ২০১১ ১৭:২১ | 122.248.183.1
  • দে, ছোটা রাজন কে সাসপেক্ট করছে এই কান্ডে।
  • Bratin | ২৮ জুন ২০১১ ১৭:২০ | 122.248.183.1
  • কিন্তু সে কবিতার থেকে চিলি-চিকেন বেশী পছন্দ করে। ঃ-((

    আজকেও নিয়ে যাওয়ার অর্ডার আছে।
  • m | ২৮ জুন ২০১১ ১৭:১৯ | 117.194.39.104
  • আর ঝাঁটার কাঠির মাথায় লাগানো চম্পকঃ)
  • kumudini | ২৮ জুন ২০১১ ১৭:১৭ | 122.160.159.184
  • ব্রতীন,কবিতা লিখে পকেটে করে বাড়ী নিয়ে যাও,কেয়ার জন্য।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত