এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Binary | ০১ জুলাই ২০১১ ০১:০০ | 198.169.6.50
  • আরো অনুবাদ ফ্রম গুগুলদা,

    খুন করা আর অধমরা করে ফেলে রাখার মধ্যে তফাত কি নবে ? -- The murder of the left half dead What will be the diff?
  • Sibu | ০১ জুলাই ২০১১ ০০:৫৯ | 66.102.14.1
  • এবারে উল্টো ট্রানস্লেট কত্তে দিলুম।

    What should be reluctant to raise fees for students?

    উত্তরঃ

    ??? ?? ???????? ???? ?? ??????? ???????? ?????
  • Binary | ০১ জুলাই ২০১১ ০০:৫১ | 198.169.6.50
  • শিবুদা-র 'অনিচ্ছুক ছাত্রদের কি ফি বাড়ানো উচিত ?' এর গুগুলদা কথিত অনুবাদ, What should be reluctant to raise fees for students?
  • aka | ০১ জুলাই ২০১১ ০০:৩৬ | 168.26.215.13
  • মালটা কাটায় কি করে? সেদিন ল্যাপিতে হয়েছে। এখন গুরু খুললে কেমন জানি দেখায়।
  • Arpan | ০১ জুলাই ২০১১ ০০:৩৪ | 122.252.231.10
  • ফাফ পাঁচ কাটিয়ে দিলাম। ন্যাড়াদার অ্যাড অন চলবে না বলে ভয় দেক্ষাচ্ছিল।
  • aka | ০১ জুলাই ২০১১ ০০:৩২ | 168.26.215.13
  • আহা অবার্ণ ইউনিভার্সিটির একটা হোটেল আছে সেখানে আবার তাদের কুলিনারি কালেজ। সেদিন সেখানে মিটিং ছিল, আমাদের খাওয়ালে, বাফে। হরেক রকম স্যালাড, আলু সেদ্ধ, পাস্তা, বার্বিকিউ পর্ক, মাছের ঝোল, আর ডেজার্টে ছিল ব্রেড পুডিং, ক্রিম ব্রুলে, হরেক রকম কেক, কাস্টার্ড। রান্না করেছিল কুলিনারির ছাত্ররা। আহা। বার তিনেক ঘুরে যাবার পরে মনে হল এবারে লোকে তাকাচ্ছে।
  • Arpan | ০১ জুলাই ২০১১ ০০:৩২ | 122.252.231.10
  • সবাই খাওয়ার গল্প করছে?

    আজ রাতে পাবদা খেলাম। ইয়া বড় বড়। পণ্ডিচেরির। ক্ষী ভালো।

    তার সাথে শুকনো শুকনো আলুপোস্ত আর মুসুর ডাল।
  • nk | ০১ জুলাই ২০১১ ০০:২৫ | 151.141.84.194
  • মীটিনে বড় বড় সিঙারা আর সস খাওয়ায় না?
  • Sibu | ০১ জুলাই ২০১১ ০০:১৭ | 66.102.14.1
  • মুজতবা আলির একটা গোটা হপ্তা ছুটিতে থাকার কায়দা ছিল না?

    বুধবার শান্তিনিকেতনে,
    বিষ্যুৎবার কোথায় যেন?
    শনিবার ইস্রায়েল,
    রবিবার ইউরোপ।

    কারো কাছে গোটা লিস্টিটা আছে?
  • Tim | ০১ জুলাই ২০১১ ০০:১৫ | 198.82.17.146
  • ভুল বকছি। ইগনোর পিলিজ।
  • Tim | ০১ জুলাই ২০১১ ০০:১৫ | 198.82.17.146
  • #$$%%%
  • kc | ০১ জুলাই ২০১১ ০০:০৪ | 89.203.49.18
  • হ্যাঁ। আমাদের শুক্কুর শনি ছুটি। রবিবার থেকে হপ্তা চালু।
  • aka | ০১ জুলাই ২০১১ ০০:০২ | 168.26.215.13
  • তোমাদের কি শুক্কুরবারে ছুটি?
  • kc | ৩০ জুন ২০১১ ২৩:৫৭ | 89.203.49.18
  • তিমি, নানা আমি সেই মরুভূমিতেই।
    আজ্জো, আমাদের বেস্পতিবার রাত্রের খাওয়া বেশ জম্পেশ করেই হয়। পরদিন সকালে ওঠার তাড়া ফাড়া থাকেনা.......
  • aka | ৩০ জুন ২০১১ ২৩:৫৪ | 168.26.215.13
  • ওটা আসলে খাওয়ার পরে স্বপ্ন।
  • Tim | ৩০ জুন ২০১১ ২৩:৫৩ | 198.82.17.146
  • কেসিদা কি দেশে নাকি?
  • aka | ৩০ জুন ২০১১ ২৩:৫১ | 168.26.215.13
  • এ তো আমার সারা সপ্তাহে লাগে।
  • kc | ৩০ জুন ২০১১ ২৩:৪৯ | 89.203.49.18
  • শমীক থেঙ্কু।
    আজকের ডিনার- ভাজা চিকেন নাগেটস , ডুমো ডুমো আলু দিয়ে ঝাল ঝাল গড়গড়ে ঝোল। ডিমভরা ট্যাঙরার বেগুন দিয়ে পাতলা ঝোল। মসুর ডালের বড়া। ভাত। হেহেহেহেহেউউউউউউ।
  • nyara | ৩০ জুন ২০১১ ২৩:২৮ | 203.83.248.37
  • শালার মিটিং-এর চক্করে যখন তখন রাত্তিরের খাবার খেয়ে নিতে হচ্ছে। তারপরে রাত বাড়লে আকাশ-খাই পাতাল-খাই অবস্থা।
  • Sibu | ৩০ জুন ২০১১ ২৩:২৫ | 66.102.14.1
  • পার্শেতে ডিম ছিল?
  • siki | ৩০ জুন ২০১১ ২৩:১৬ | 122.162.75.163
  • ডিনার করো নি?

    আমি এই খেয়ে উঠলাম। পার্শে মাছ। হেউ।
  • nyara | ৩০ জুন ২০১১ ২৩:১৫ | 122.167.172.147
  • নিঝুম নিশুত রাতে
    একা শুয়ে তেতলাতে
    খালি খালি খিদে পায় কেন রে?
  • siki | ৩০ জুন ২০১১ ২৩:১৫ | 122.162.75.163
  • ফাফ পাঁচ নিজে নিজে নেমে গেছে আপিসের পিসিতে। সেই থেকে গুরু ঠিকঠাক লোড হচ্ছে না। এখন রোলব্যাক করাও চাপ।

    বাড়ির ল্যাপিতে রোজ দুবার করে জিগায়, রেকমেন্ডেড আপগ্রেডেশন, আমি ইনস্টল ল্যাটার করে কাটিয়ে দিচ্ছি। রোজ।
  • siki | ৩০ জুন ২০১১ ২৩:১৪ | 122.162.75.163
  • কেসি, ইমেল ভুলে গেছি। আমাকে mukherjee.samikএ একটা মেল ভেজে দিন।
  • sinfaut | ৩০ জুন ২০১১ ২২:৪৮ | 117.194.229.64
  • তোমার ধারাবাহিকতা সত্যই প্রশংসনীয়।
  • Ishan | ৩০ জুন ২০১১ ২২:৪৪ | 117.194.37.181
  • ফাফ পাঁচ অতি পচা জিনিস।
  • siki | ৩০ জুন ২০১১ ২২:৩৯ | 122.162.75.163
  • ইয়ে মানে, টরেন্ট ফাইলটা এক কেবি-র।

    খুব খুব দুঃখ পেলাম। তিব্বতে টিনটিন থেকে দিল্লি এপিসোডটা পুউরো বাদ দিয়ে দিয়েছে।
  • sinfaut | ৩০ জুন ২০১১ ২২:৩৬ | 117.194.229.64
  • টরেন্ট ফাইলের সাইজ ৭০ এম্বি? চোখে ভুল দেখছিনা তো? আমাকেও লিংকটা দ্যাও, সাইজ দেখব।
  • kc | ৩০ জুন ২০১১ ২২:৩৪ | 89.203.49.18
  • দাও।
  • siki | ৩০ জুন ২০১১ ২২:১২ | 122.162.75.163
  • টরেন্ট দিয়ে নামালাম। টরেন্টটা পাঠিয়ে দিতে পারি। প্রায় ৭০ মেগাবাইট।
  • kc | ৩০ জুন ২০১১ ২২:০৩ | 89.203.49.18
  • শমীক, টিনটিনের লিংটা দিবা?
  • Netai | ৩০ জুন ২০১১ ২১:৫৮ | 182.64.71.115
  • বীর ডাকটা মন্দ নয়। কিন্তু কোন পথ দিয়ে হলুম? সিধে রাস্তায় তো হবার কথা নয়।
  • siki | ৩০ জুন ২০১১ ২১:৫৮ | 122.162.75.163
  • টিনটিনের সবকটা অ্যানিমেশন নামিয়ে নিলাম। এখন জমিয়ে বসে তিব্বতে টিনটিন দেখছি।
  • Netai | ৩০ জুন ২০১১ ২১:৫৬ | 182.64.71.115
  • শব্দ মিলিয়ে বলতে গিয়ে ওরকম হয়ে গেছে। নিছকই মজা করতে চেয়েছিলাম ইন্দোদাদা। আমি আপনার লেখার বিশেষ ভক্ত।
  • siki | ৩০ জুন ২০১১ ২১:৫৫ | 122.162.75.163
  • নেতাইকে কি তা হলে এখন কেবল "বীর' বলে ডাকা যেতে পারে?
  • I | ৩০ জুন ২০১১ ২১:৪০ | 14.99.99.211
  • নেতাই, আপনার ঐ বড়াই-গড়াই পোস্টের মানেটা একটু বুঝিয়ে দেবেন?
  • amit | ৩০ জুন ২০১১ ২০:৩৭ | 128.103.93.210
  • মডারেট করা হয়না বলে এরকম একটা অদ্ভুত টই কে (গালাগালির টই ) চলতে দেওয়া হচ্ছে? সৈকত, পাই সিরিয়াসলি জানতে চাইছি।
  • nk | ৩০ জুন ২০১১ ২০:২৬ | 151.141.84.191
  • কুস্তি রেসলিং বক্সিং এসবো ভালো। কোনো ব্যাট বল দড়ি লাঠি উইকেট র‌্যাকেট নেট কিচ্ছু লাগে না। ঃ-)
  • Netai | ৩০ জুন ২০১১ ১৯:০৮ | 121.241.98.225
  • লং জাম্প, হাই জাম্প, লং হাই জাম্প, কিংবা হাই লং জাম্প এগুলোই তো ভালো। এইসব খেলায় ফুটবলের জরুরত নেই। ফুটবল না থাকলে ফুটবল বাজেয়াপ্ত হবার ভয় নাই।
  • nk | ৩০ জুন ২০১১ ১৮:৫৫ | 151.141.84.194
  • আমার একটা যাকে বলে শিক্ষা হয়ে গেল। শুধু ভাটেই আসা নিরাপদ। একটা টইয়ে ঢুকেছিলাম, লং হাই জাম্প দিয়ে বেরিয়ে এলাম। ঃ-)
    এখন থেকে শুধু ভাট, নো টই। ঃ-)
  • nk | ৩০ জুন ২০১১ ১৮:৫২ | 151.141.84.194
  • তাও ভালো কোনো কাকীমার রান্নাঘরে ঢুকে ঝোলে পড়ে যায় নি বল। আমাদের এরকম হয়েছিলো, কালীদাস কুশারী স্যরের বাড়ী ছিলো মাঠের পাশে, উনি নিজের নাম লিখতেন কা. কু., তো ওনার বাড়ীতে ওনার বৌ( যাকে কাকী ডাকা হোতো, কা কু র বৌ বলে) রান্না করছিলেন, খোলা জানলা দিয়ে বল সোজা ঝোলের কড়াইতে। কী অবস্থা!
  • aka | ৩০ জুন ২০১১ ১৮:৫২ | 168.26.215.13
  • যাঃ নেতাইয়ের বল হারিয়ে গেল।ঃ(
  • Netai | ৩০ জুন ২০১১ ১৮:৫০ | 121.241.98.225
  • বল হারিয়ে শোকে দুঃখে কাতর হয়ে পড়েছি। এখন আর লিখবোনা। চুলোয় যাক ল্যাপটপ ও।
  • Netai | ৩০ জুন ২০১১ ১৮:৪৮ | 121.241.98.225
  • একহাতে ফুটবল পাকড়ে নাচতে নাচতে খেলতে বেরোলাম। অন্যহাতে মোবাইল। ফোন করে ডেকে নিলাম - মনোহর বিবেক শান্তনু- সব্বাইকে। আপার্টমেন্টের পাশের পার্কটায় ফ্লাড লাইটের আলোয় তুমুল খেলা চলছিল। ভেস্তে গ্যালো পাশের দোকানে বলটা ঢুকে। কি দরকার ছিল এত্তো জোরে মারার কে জানে।
  • pi | ৩০ জুন ২০১১ ১৮:৪৪ | 72.83.81.130
  • আকাদা, এবারে এটা বলেছেঃ Superintendent of BC Roy Hospital for Children, D Pal said that most of the 12 babies were either pre-mature or suffering from septicemia or low-birth weight problems. ...

    "Most of these babies were brought in a moribund stage," he said.


    আর আগেরবারের ঘটনা নিয়ে এটা লিখেছিলো। এক ই রকমের ঘটনা মনে হয়। তবে মায়ের এই ম্যলনিউট্রিশনের সমস্যা আর তার জন্য শিশুমৃত্যু তো
    ঘটেই চলেছে। আর সেটা শুধু পঃবঙ্গ বলেই না, অন্যত্র ও। কলকাতার হাসপাতালে কোন কারণে এক সাথে ঘটে গেলে চোখে পড়ে বা খবর হয়।


    In West Bengal, about 65 per cent neo-natal deaths (deaths of babies one-month-old or less) occur due to unsafe delivery; the infant mortality rate (IMR) is 51 per 1,000. In the face of such grim reality, state officials are quick to point out that this figure is far below the national average - 68 per 1,000. In its report of 2000-2001, the Comptroller and Auditor General (CAG) of India rapped the West Bengal government for its inadequacy in preventing and controlling disease.

    At another level, some experts put the blame on the people - the lack of education and information makes parents in rural areas wait, and wait, or go to a quack. Only when things take a turn for the worse do they go to the PHC, the block hospital and then to the city hospital - and by then, precious time has been lost.

    Facts show that half the neo-natal deaths occur in the first week which, UNICEF officials say, points to malnutrition of the mother. Incidentally, UNICEF plans to begin its integrated Management of Childhood Illnesses Program in the state shortly.

    At the B C Roy hospital meanwhile, there is a scurry of activity to make amends for the abysmally inadequate facilities. One can only hope that the tragedy serves as a wake-up call, and that long-term monitoring is introduced to ensure accountability.

    Although the Calcutta High Court has admitted a public interest litigation connected with the death of the infants, no one knows when the deeper malaise - the state's poor health infrastructure - will receive adequate attention.
  • nk | ৩০ জুন ২০১১ ১৮:৪৩ | 151.141.84.194
  • আর ল্যাপটপটা?????
  • Netai | ৩০ জুন ২০১১ ১৮:৪২ | 121.241.98.225
  • ঘরে আসতেই বৌ রেগে বলল এতো দেরী হল আসতে? আর ধুলো বালি মেখে কি ছিরি হয়েছে বদনের? আবারো মারপিট করে এসেচো কলিগদের সাথে? তোমাকে নিয়ে আর পারিনা। এখন যাও দেখি। চান দান করে এসো। আমি বললাম- না এখন না। খেলে আসি। তারপর। এখন খেতে দাও। খিদে পেয়েছে খুব।
    বৌ দুধ মুড়ি নিয়ে এলো। বাটি ভত্তি।
  • Netai | ৩০ জুন ২০১১ ১৮:৩৭ | 121.241.98.225
  • হাতে ধরা ল্যাপটপের ব্যাগ। ব্যাগের মধ্যে ইস্টিলের টিপিন বাস্কো। ছুটির সময় খালি। হুড়োহুড়ি করে বেরোতে গিয়ে পড়ে গেলাম। গায়ে হাতে পায়ে মাখামাখি হল বালি। টিপিন বাস্কো ব্যাগের থেকে ছিটকে ২ হাত দুরে। হাঁকপাক করে ঊঠে আবার দৌড়। হাঁপাতে হাঁপাতে পাঁচতলার ফ্ল্যাটে ঊঠছি।
  • Netai | ৩০ জুন ২০১১ ১৮:২৯ | 121.241.98.225
  • ইস্কুলের মত আপিসেও ঘন্টা বাজলে হুলিয়ে হত। ৬টার সময় ঘন্টা বাজতো ঢং ঢং ঢং ঢং। বোতীনদার মত আমরাও হুটোপুটি করে ছুটি ছুটি চিল্লিয়ে বেরোতাম।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত