এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Netai | ২৭ জুন ২০১১ ১৮:৩৫ | 121.241.98.225
  • কুমুদির শাপ নাকি কি কারনে কে যানে বাপ। কোলের থেকে ফিরে ইস্তক সময় নিয়ে বড্ড টানাটানি। বস দেখছি সব ব্যাটাকে ছেড়ে দিয়ে আমারি পিছনে পড়ে গেছে। একেও কপাল বলে। পোড়া কপাল।
  • til | ২৭ জুন ২০১১ ১৮:২৭ | 124.169.21.247
  • একেই বলে কপাল। কাল ভাল বারামুন্ডি ( রুই+ ভেটকি ডিভাইডেদ বাই টু) মাছ কিনেছি, বেক করা ছিল; আজ সেটা দিয়েই কালিয়া। খেতে বসে দেখি নো লেমন! অথচ বাগানে গাছভর্তি হরেকরকমবা লেবু ( পাতি, গন্ধরাজ, ম্যান্ডারিন ও অরেঞ্জ); কিন্তু এই হি হি শীতে কে বাইরে যায়! অগত্যা, লেবুর আচার টিপে!
  • e | ২৭ জুন ২০১১ ১৮:২২ | 61.12.12.83
  • গাম্বার্ট না গাম্বাট?
  • Kaju | ২৭ জুন ২০১১ ১৮:১৬ | 121.244.209.245
  • তিলুবাবুকে ক্ক য়ে ক্ক য়ে ক্ক।

    সত্যিকারের সোসাইত হইলে কেহ গুরু খুলিবার তরে মিলিসেকেন্ড টাইমও পাবার কতা না। যেমন আমি, তেমন চাপ থাকলে আসে কার সাধ্যি! আবার আজকের মত খানিক কম হলে ঘন্টা দু-আড়াই অন্তর, অ্যাজ দ্য কেছ মে বি।
  • til | ২৭ জুন ২০১১ ১৮:০৬ | 124.169.21.247
  • দে-দিরও শোষণ? তবে ইকি্‌ড় মিকড়ি অঙ্ক করে কি হাতীঘোড়া মারলেন শুনি??
    অবশ্য এরা কেউ সত্যিকারের শোষিত নন, অতাহলে গুরুর ভাটপাতা ফাঁকাই থাকতো!
  • Bratin | ২৭ জুন ২০১১ ১৮:০৪ | 122.248.183.1
  • Think pad
  • Bratin | ২৭ জুন ২০১১ ১৮:০৩ | 122.248.183.1
  • আকা, আসলে J & J বিশাল প্রজেক্ট। ২টো ফ্লোর এ বসে। আমার প্রজেক্ট টা কচি। ৭ জনের। আজ থেকে ই শুরু হল। অ্যাক্সেস, আই ডি, বসার জায়গা ইত্যাদি করতে দিন পাঁচেক লাগাবে।
  • Kaju | ২৭ জুন ২০১১ ১৮:০১ | 121.244.209.245
  • TP র সম্পোসারণ কি?
  • Bratin | ২৭ জুন ২০১১ ১৭:৫৮ | 122.248.183.1
  • উহা তো TP । কাজেই চাপ নাই!!
  • aka | ২৭ জুন ২০১১ ১৭:৫৫ | 168.26.215.13
  • এই গাম্বার্ট টাইপের অসহ্য বড় কোম্পানিগুলোতে চাকরি করার কথা ভাবলেই মিনমিন করে ঘাম হয়। আমাদের সময় টিসিএসের রেশিও ছিল ১ঃ২ঃ৪ = একটা মেশিন, দুটো চেয়ার, চারজন ডেভলপার।
  • Kaju | ২৭ জুন ২০১১ ১৭:৫১ | 121.244.209.245
  • কিন্তু বসার জায়গা না থাকলে তো মেশিন থাকারও কথা না, তাহলে বোতিন্দা গুরু কচ্চে কি কইর‌্যা? বর্তমান বসার জায়গা থেকে কোনোইইইই কাজ করতে দিচ্ছে না? তোমাদিগের আপিস কি ভালো ! 'আমারে লও তবে, আমারে লও তবে'।
  • Bratin | ২৭ জুন ২০১১ ১৭:৩৯ | 122.248.183.1
  • শুরু কেন হবে না। দিব্যি বিলেবেল!! কিন্তু বসার জায়গা নেই ; তাই কাজ ও নেই ঃ-))

    তোমার কাজের চাপ কমলো? অবশ্য এই তো বয়েস কাজ করার। যখন আমার মতোন বয়েস হবে তখন রেস্ট নিতে পারবে ঃ-))
  • de | ২৭ জুন ২০১১ ১৭:২৮ | 59.163.30.3
  • সোম্বার্দিন অতি বিচ্ছিরি -- সোসনেই শেষ! ব্রতীনের পোজেক্ট একনো শুরু হয়নি? না:, কুমু-দি কিচ্ছু মনিটর কচ্চে না!

    নীতু সেই যে বেহালায় নেমন্ত খেতে গেলো কবে য্যানো, এখনো ফিরলো না? বম্ম, গত্তগুলো ভালো করে খুঁজে দেখো :))
  • siki | ২৭ জুন ২০১১ ১৬:০৭ | 123.242.248.130
  • আজ আর ডি বর্মনের জন্মদিন।
  • Kaju | ২৭ জুন ২০১১ ১৫:৫৫ | 59.163.201.173
  • না, মাথার মাঝ থেকে পেছনের দিকে চুল আছে। তাহলে বোধায় 'ওরা থাকে ওধারে' জনই। বাবারে ওখানে তো সুরো-মুখো-র ছড়াছড়ি তাহলে ! ঃ-))
    কথাটথা হয়েছে কখনো? অন্য টিমে নাকি?
  • Bratin | ২৭ জুন ২০১১ ১৫:৪৯ | 122.248.183.1
  • এক জনের টাক হল 'ওরা থাকে ওধারে' আরেক জনের 'স্মৃতি টুকু থাক'। তাহলে মনে হয় দ্বিতীয় জন।
  • Kaju | ২৭ জুন ২০১১ ১৫:৪৭ | 121.244.209.245
  • দুজনেই মুখো লেখেন? এনার টাক মানে, সামনের দিকে চুল প্রায় নেই, প্রশস্ত ললাট যাকে বলে আর গোলগাল চেহারা। হাইট মাঝারি। কলকাতায় আছেন এটা তো সিওর। ঃ-)
  • Bratin | ২৭ জুন ২০১১ ১৫:৪২ | 122.248.183.1
  • সুরোজিত মুখো, দু পিস বেড়িয়েছে দু জনের ই টাক ঃ-((
  • Kaju | ২৭ জুন ২০১১ ১৫:৪০ | 121.244.209.245
  • হ্যাঁ তা আছে। মোটাসোটা, ফরসা, ক্লিনশেভন।
  • Bratin | ২৭ জুন ২০১১ ১৫:৩৩ | 122.248.183.1
  • ওনার মাথায় হালকা টাক আছে নাকি?
  • Bratin | ২৭ জুন ২০১১ ১৫:৩১ | 122.248.183.1
  • সিকি, আমার ঠ্যাং টানার চেষ্টা করছে সেই কাল থেকে.....
  • Kaju | ২৭ জুন ২০১১ ১৫:৩১ | 121.244.209.245
  • IBM Bangalore? উনি আবার সুরজিৎ মুখোপাধ্যায় বলে লেখেন। আমাদের দোকানে বছর দুই আগে ছিলেন।
  • Bratin | ২৭ জুন ২০১১ ১৫:২৬ | 122.248.183.1
  • না। এখনও ব্যাটে বলে হয় নি। কিন্তু ব্লু পেজে IBM, Bangalore দেখাচ্ছে।
  • siki | ২৭ জুন ২০১১ ১৫:২৪ | 123.242.248.130
  • এই রেঃ! পুরুষসিংহ জেগেছে ঃ-)))
  • Kaju | ২৭ জুন ২০১১ ১৫:২২ | 121.244.209.245
  • বোতিন্দার ডিয়েলেফাইবিয়েম তো? ওখেনে সুরজিৎ মুখার্জি বলে কাউকে চেনো?
  • kumudini | ২৭ জুন ২০১১ ১৫:২০ | 122.160.159.184
  • সায়ন,আনিয়ে নাও কাউকে দিয়ে, কিম্বা ফোন করে দাও-বাড়ীতে দিয়ে যাবে।
  • Bratin | ২৭ জুন ২০১১ ১৫:১৮ | 122.248.183.1
  • সায়ন বিবাহিত নও? এই সময়ে বৌ রা জান প্রাণ এক করে সেবা করে। মমতামায়ীর( মুখ্যমন্ত্রী নন) আঁচল মায়ের কথা মনে করিয়ে দেবে।
  • Bratin | ২৭ জুন ২০১১ ১৫:১৬ | 122.248.183.1
  • নতুন প্রজেক্টে এখনও বসার জায়গা পাই নি। তাই পুরোনো প্রজেক্টেই বসে আছি। তবে একটা মজা হল কাল থেকে সেকেন্ড সিফট। ১২ঃ৩০/১/১ঃ৩০ নাগাদ এলেই চলবে। ঃ-))
  • sayan | ২৭ জুন ২০১১ ১৫:১৩ | 115.242.143.66
  • কুমুদি', স্যুপ-ব্রেড-প্যারাসিটামল সবই আছে। কিন্তু দোকানে। ঃ-)
  • sayan | ২৭ জুন ২০১১ ১৫:১২ | 115.242.143.66
  • ঘাটাল একটি গামলা বিশেষ ঃ-)
  • kumudini | ২৭ জুন ২০১১ ১৫:০৯ | 122.160.159.184
  • আহারে!বাড়ীতে আর কেউ নেই?
    চিকেন স্যুপ খাও,ব্রেড দিয়ে,একটু বাদে প্যারাসিটামল।
  • siki | ২৭ জুন ২০১১ ১৫:০৮ | 123.242.248.130
  • সায়ন, ওদিকে ঘাটাল আবার ডুবে গেছে ... ঃ)
  • sayan | ২৭ জুন ২০১১ ১৫:০৪ | 115.242.143.66
  • লুরুতেই। জ্বরের জ্বালায় হাড়গোড় ঠকঠক করছে। অবশ্য এমনিতেও একটা পাতলা চাদর গায়ে দেওয়াই যায় যা ওয়েদার হয়ে আছে।
  • kumudini | ২৭ জুন ২০১১ ১৫:০০ | 122.160.159.184
  • লে-এ-প?
    সায়ন লুরুতে না?নাকি অন্য কোথাও?
  • sayan | ২৭ জুন ২০১১ ১৪:৫৮ | 115.242.143.66
  • সিকু, উল্টোটাও সত্যি, সেটা মনে আছে তো? ;-)
    তাবলে একেবারে বৈতরণীর ওপারে ভেজে দিলে আমাকে!
  • sayan | ২৭ জুন ২০১১ ১৪:৫৫ | 115.242.143.66
  • কুমুদি', সিকি'কে বকি নাই। এট্টুস খোঁজখবর করছিলাম শুধু।
    আমার বিষ্টিতে ভেজা, মানে ভিজতে চাইনি কিন্তু ভেজা হয়ে গেল। এখন একটা লেপ চাপা দিয়ে গুরু করছি। ঃ-)
  • siki | ২৭ জুন ২০১১ ১৪:৪৯ | 123.242.248.130
  • হ্যাঃ, পুরুষসিংহের আবার পোজেক্ট !!
  • Kaju | ২৭ জুন ২০১১ ১৪:৪৯ | 121.244.209.245
  • আজগে থেকে বোতিন্দার নিউ পোজেক শুরু হবার কতা না?
  • Bratin | ২৭ জুন ২০১১ ১৪:৪৩ | 122.248.183.1
  • আমি এখন টিম মেম্বারের আই-পড ঝেঁপে 'মেঘ পিয়নের ' শুনছি।
  • siki | ২৭ জুন ২০১১ ১৪:৪২ | 123.242.248.130
  • আমার পাপের খতিয়ান একমাত্র সান্দাই রাখে। সান্দা আমার চিত্রগুপ্ত ঃ-)

    চোপ্তা এইখানেঃ http://www.chopta.in/
  • kumudini | ২৭ জুন ২০১১ ১৪:৩৫ | 122.160.159.184
  • মাত্র ঘন্টা আড়াই ছিলাম না,তাতেই কেমন খেই পাচ্চি না।কেউ এট্টূ ধরিয়ে দিন্না/দ্যাও না-
    -চোপ্তা কোথায়?ফরিদা ছাড়া কেউ জানে?
    -সিকি এক নিষ্পাপ তরুণ,তারে সায়ন বকে ক্যান?
    -সায়ন পাঁচ ঘন্টা ভিজল কেন সেটাই এখনো বুজি নাই।
  • Bratin | ২৭ জুন ২০১১ ১৪:৩৪ | 122.248.183.1
  • ইয়ে, কাকের বাসায় ডিমের ব্যাপারটা.....!!
  • sayan | ২৭ জুন ২০১১ ১৪:৩১ | 115.242.143.66
  • হুম্‌, এরকমই কিছু একটা আশঙ্কা করছিলাম। কী আর করা, সাবধানে থাকো, ভেসে যেও না, ইত্যাদি ঃ-)
  • siki | ২৭ জুন ২০১১ ১৪:১৮ | 123.242.248.130
  • সান্দা, আমি বসন্তের কোকিল। মনে, মুখে সর্বত্র কুউউউ। ঃ-)
  • Bratin | ২৭ জুন ২০১১ ১৩:৫৬ | 122.248.183.1
  • কিন্তু চাল-কুমড়ো আর নারকেল দিয়ে একটা গোলা তরকারী করে মা।
  • Bratin | ২৭ জুন ২০১১ ১৩:৫৫ | 122.248.183.1
  • আমি পুজোর সময় যাবো জোড়হাট, ছোটকাকার কাছে। ওখান থেকে অরুণাচলের 'তায়াং' ইত্যাদি। প্ল্যান এখনো ফাইনাল হয় নি।
  • sayan | ২৭ জুন ২০১১ ১৩:৫১ | 115.184.125.177
  • রাজমা তো ভালোই। স্কোয়াশ, চালকুমড়ো - এগুলোর থেকে ঢের ভালো। ইনফ্যাক্ট, এখন কঢ়ি-চাওল'ও গলা দিয়ে উৎরে যাবে।
  • Bratin | ২৭ জুন ২০১১ ১৩:৪৩ | 122.248.183.1
  • ম, শরীর এখন কেমন? রাজমা শেষ হলো? আর ইয়ে যীশু আছেন!! ঃ-))
  • pharida | ২৭ জুন ২০১১ ১৩:৪১ | 220.227.148.193
  • বোতিন, ঃ))

    চোপ্তা যদ্দুর ছবি দেখলাম কোপ্তার চেয়ে ঢের বেশি উপাদেয়।

    সঙ্গে আট নয়জন স্কুলের বন্ধু পরিবার সমেত - এদের নিয়ে গোয়াবাগন লেনের এক কামরার ঘরও ভূস্বর্গ হয়ে ওঠে।
  • sayan | ২৭ জুন ২০১১ ১৩:৩৯ | 115.184.125.177
  • বতিনুদা', ফোং নং দিলেই দায়িত্ব নিয়ে গেয়ে শুনিয়ে দিতে পারি। বাকিটা তোমার ব্যাপার। ;-)

    শমীকের মনে অসহ্য কু।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত