এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • M | ২৭ জুন ২০১১ ১৩:১৭ | 59.93.166.226
  • আমারো গলা ব্যাথা.........হ্যায় কৈ গলা টিপনেবালা?
  • M | ২৭ জুন ২০১১ ১৩:১৬ | 59.93.166.226
  • তেকোনা,
    নিনাদিদির অক্কুটের পাতায় থাকলে আমি কি করে জানি!

    আর হ্যাঁ আমি খুব বুঝি কিনা, তাই লাইন টাইন বাদ আমার কাচে ব্যাপারই নয়।যাও!(এট্টুস নজ্জা পাওয়া স্মাইলী)
  • siki | ২৭ জুন ২০১১ ১২:৪৮ | 123.242.248.130
  • বেশি গলা ব্যথা কল্লে বলতে পারিস, কেউ গিয়ে গলাটা টিপে দেবে, আরাম পাবি ঃ)
  • Bratin | ২৭ জুন ২০১১ ১২:৪০ | 122.248.183.1
  • ফরিদা, কনগ্রা।

    আমার আগের হপ্তা টা পুরো মায়া করে দেওয়া যেত। সব্বাই বললো এই বর্ষায় কোথায় যাওয়া উচিত হবে না।ঃ-((

    সায়ন, সাবধানে থাকো। গলা-ব্যথা নিয়ে চাপ নিও না, কেউ তো তোমায় গাইতে বলছে না!!ঃ-))
  • siki | ২৭ জুন ২০১১ ১২:৪০ | 123.242.248.130
  • চোপ্তা? কীর্কোম কাঁচকলার কোপ্তার মতম শুনতে লাগছে।
  • pharida | ২৭ জুন ২০১১ ১২:৩৬ | 220.227.148.193
  • আমি সেই দুগ্গাপুজোয় চোপ্তা যাবো - তার আগে কোত্থাও নয়। এখানেই বিষ্টি আসবে।
  • sayan | ২৭ জুন ২০১১ ১২:৩৫ | 115.184.125.177
  • গোটা গা-মাথা ঝিমঝিম করে তিনি এসেছেন। সেই পোশশু রাত থেকেই। থাকুক যদ্দিন খুশী! শুধু গলাব্যথাটাই যা .... ঃ-((
  • Bratin | ২৭ জুন ২০১১ ১২:৩০ | 122.248.183.1
  • আমি দিব্য চক্ষে দেখতে পাচ্ছি। সিকি লজ্জায় লাল হয়ে গেছে। ঃ-))
  • siki | ২৭ জুন ২০১১ ১২:১৪ | 123.242.248.130
  • তেকোনা সকাল সকাল আমার্নামে ঢপ দিলে? ত দ্যাও ... তোমরা বড্ডে বড্ডে লোগ ...

    পটাশম্যাম, চেরাপুঞ্জী তো অনেক দূর। ল্যান্সডাউনটাই ঘুরে আসি চলুন।
  • pi | ২৭ জুন ২০১১ ১২:১৩ | 72.83.103.17
  • ওহ, হুতো , সরি। এতক্ষণে ফোন খুঁজে পেয়েছি ঃ(
  • pi | ২৭ জুন ২০১১ ১২:১৩ | 72.83.103.17
  • নিজের মেয়েরে অ্যাপ্রুভাল, rsa টোকেন এইসব দিয়ে পাঠাবে ? :p
    অবিশ্যি rsa টোকেন এর মানে না জেনেই বল্লুম ঃ(
  • siki | ২৭ জুন ২০১১ ১২:০২ | 123.242.248.130
  • আমার টিমের একটা ছানাকে স্কটল্যান্ড পাটানো হচ্ছে। আমি নিজের্মেয়ের বিয়ে দেবার মত করে তাকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি, ফরেক্স রে, ল্যাপটপ রে, অ্যাপ্রুভাল রে, RSA টোকেন রে, এয়ার টিকিস রে ...

    আমায় ক্ষেউ পাটায় না।
  • kumudini | ২৭ জুন ২০১১ ১১:৫৯ | 122.160.159.184
  • ব্রতীন,এ বেড়াবার নেমন্তন্ন নয়,প্রাণ বাঁচানোর আহ্বান।

    তোমদের ওখানে তো এম্নিতেই মচৎকার বিষ্টি,খিচুড়ি,ইলিশ মাছ ইঃ।
  • TKN | ২৭ জুন ২০১১ ১১:৪৯ | 122.173.190.100
  • দীপ্তেন্দা,
    ঃ-).... ঃ-)..... ঃ-)....

    বড়ম,
    কবিতাদুটো নীনাদির ওর্কুট পাতায় দিয়ে দিয়েছিলাম তো সেদিনই! ব্রতীনের টোকায় লাইন বাদ গেছে কিন্তু তাতেও ভাল্লেগেছে শুনে ভাল্লগলো। ঃ-)

    ব্রতীন,
    কষ্ট করে কপি করে দিয়েছ এখানে! এতদ্বারা এক ফালি চকলেট পাওনা হইল
    ঃ-)।

    শমীক,
    তোমার লেখা দেশ বিদেশ যেখানেই পাই সন্দেশের মত করেই খাই। গব্ব যে হয় সে নিয়ে কোনো কোচ্চেন নাই।

    কত্তদিন পরে গুরুতে এলাম। বিভাস আর ব্যাংকুমারীর জন্য মন কেমন করে উঠল। দেখে যাই যদি খুঁজে পাই।

    বাকি সব চেনা অচেনাদের হাই হ্যালো সালাম নমস্তে ইত্যাদি ....
  • siki | ২৭ জুন ২০১১ ১১:৪৭ | 123.242.248.130
  • অ পটাশম্যাম, আমি এখন গুরুগ্রামে বসে আছি। সামনের কাচের জানলা ধোঁয়াটে হয়ে গেছে, আকাশ ভেঙে বিষ্টি পড়ছে, উত্তাল তুলকালাম। আজ বিষ্টি অবশ্যই আপিসে এসেছে।
  • kumu | ২৭ জুন ২০১১ ১১:৪২ | 122.160.159.184
  • ওজন হৈল--২। ৫০৭৬ গ্রাম।তাইলে পৌনে তিন ক্যামনে হবে?
  • pi | ২৭ জুন ২০১১ ১১:২৭ | 72.83.103.17
  • আড়াই ? শিওর ? পৌনে তিন নয় ?
  • Bratin | ২৭ জুন ২০১১ ১১:২৬ | 122.248.183.1
  • দেকেচো!! কান্ড দেকেচো!! বেচে বেচে দিল্লী বাসী কে বেড়াতে যাবার নেমোতন্ন। কেন আমরা কি বানের জলে ভেসে এসেচি??
  • kumudini | ২৭ জুন ২০১১ ১১:২৩ | 122.160.159.184
  • কেসি,গান কই?

    কাল সকালে চমৎকার ঘন মেঘে দিল্লী মোটামুটি আঁধার হয়ে এসেছিল,কিন্তু সিকির ও আমার আনন্দ দেখেই হয়তো মেঘেরা মুচকি হেসে "এখনো আপিসে আসিনি"বলে উড়ে গেল।
    জঘন্য গরম,গুমোট ও মাজেমদ্যে আড়াই ফোঁটা বিষ্টি।

    অ সিকি,শ্রাবণী,ফরিদা,অনির্বাণ,চল চেরাপুঞ্জি যাই।
  • dukhe | ২৭ জুন ২০১১ ১০:৫৯ | 122.160.114.85
  • জয় লামার লিঙ্ক । আমার কাছে ক্যাসেট ছিল । snipmp3.com এ লিঙ্কটা বসিয়ে নামিয়ে ফেললাম ।
  • Kaju | ২৭ জুন ২০১১ ১০:৪৪ | 121.244.209.245
  • গীতবিতানে ঐ চাট্টে স্তবক নেই, কারণ 'বর্ষামঙ্গল"-এর পুরোটায় দাদু সুরারোপ করেন্নাই। গানটা এম্নিতেই ৫ স্তবকের, আর বড় করলে লোকে গাইবে কি করে?

    অচিন্ত্যদা, ৫ঃ০১ এর এটা কার লেখা? আরেন্টিদাদু?
  • pi | ২৭ জুন ২০১১ ০৯:৫৩ | 72.83.103.17
  • ওঃ, পিছিয়ে পড়ে সান্দা আর ডিডিদার পোস্ট দেখোলুম ! x-( x-(
    যাহোক, আপনাদের তো আর সত্যবচনের পথ থেকে বিচ্যুত করতে পারি না, অতএব দুজনেই মেইল দেখুন !! ঃ))
  • siki | ২৭ জুন ২০১১ ০৯:৩৬ | 123.242.248.130
  • সবচেয়ে সোজা উপায়, ফেসবুকের নোটিফিকেশনকে spam বলে চিহ্নিত করা। সারাদিনের সমস্ত ফেসবুক নোটিফিকেশন স্প্যামে গিয়ে জমা হয়। দিনের শেষে একটি ক্লিকেই কেল্লা ফতে।
  • prateek | ২৭ জুন ২০১১ ০৯:২০ | 128.138.65.254
  • ওক্কে,ডান
  • pi | ২৭ জুন ২০১১ ০৯:১৫ | 72.83.103.17
  • না, করা যায় না। তোমাকে আলাদা করে তো কিছু পাঠানো হয়না।
    এটা বন্ধ করা তোমার হাতে। মেইলের মধ্যেই তো লেখা থাকে। সেই লিংকে গিয়ে ইচ্ছেমত সেটিংস ঠিক করে নিতে হয়।
  • prateek | ২৭ জুন ২০১১ ০৯:১২ | 128.138.65.254
  • মানে gmail এ গুরু থেকে যে FB লিন্‌ক আসে সেগুলো কি বন্ধ করা যায়?
  • pi | ২৭ জুন ২০১১ ০৯:০১ | 72.83.103.17
  • বুঝলাম না !
    জিমেইল এ ফিড দেওয়া মানে ? আমি তো কাউকে কিছু ফিড দি নাই !
  • prateek | ২৭ জুন ২০১১ ০৮:৫৩ | 128.138.65.254
  • এইয়ো পাই, আমি গুরুতে রোজ আসি।। gmail এয় ফিড দেয়া বন্ধ কর ঃ)

    আর মশামেসোকে অভিনন্দন, মোহন বাগানের সাপোর্টার দের লেভেল ই আলাদা ঃ)
  • siki | ২৭ জুন ২০১১ ০৮:৪৩ | 123.242.248.130
  • শুভ মর্নিং।
  • prateek | ২৭ জুন ২০১১ ০৮:৩০ | 128.138.65.254
  • ব্রতিন,তাইলে চাপ নিয়ে লাভ নাই ছাদ ঢালাই হয় নাই যখন ঃ)
  • achintyarup | ২৭ জুন ২০১১ ০৫:০১ | 59.93.241.253
  • কুমুদিদি, মন দিয়ে আবৃত্তি কর

    আবার হারায়ে যাই।
    হেরি চারিধার, বৃষ্টি পড়ে অবিশ্রাম।
    ঘনায়ে আঁধার আসিছে নির্জন নিশা।
    প্রান্তরের শেষে
    কেঁদে চলিয়াছে বায়ু অসীম উদ্দেশে।
    ভাবিতেছি অর্ধরাত্র অনিদ্রনয়ান
    কে দিয়াছে হেন শাপ, কেন ব্যবধান
    কেন ঊর্ধ্বে চেয়ে কাঁদে ব্যর্থ মনোরথ
    কেন প্রেম আপনার নাহি পায় পথ
    সশরীরে কোন্‌ নর গেছে সেইখানে
    মানসসরসীতীরে বিরহশয়ানে
    রবিহীন মণিদীপ্ত প্রদোষের দেশে
    জগতের নদী গিরি সকলের শেষে
  • achintyarup | ২৭ জুন ২০১১ ০০:১৩ | 121.241.214.38
  • অমৃতলাল বসুর আত্মকথা অনলাইন বা অফলাইন কোথায় পাওয়া যায় কেউ বলতে পারেন? লাইব্রেরিতে ছাড়া।
  • siki | ২৬ জুন ২০১১ ২৩:৫৯ | 122.162.75.163
  • ঘুনু কত্তে যাই। সব্বাইকে হ্যাপি সোম্বার।
  • nk | ২৬ জুন ২০১১ ২৩:২৪ | 151.141.84.194
  • কুমু, আরে তোমার বেশ ডিটেলে চোখ তো! বানান তো আমি দেখতেই পাই নি আগে। ঃ-)
    আসলে মিনিমাইজ করে রেখে কানগুটিতে গান শুনছিলাম, মাঝে মাঝে ম্যাক্সিয়ে নাচের কিছুটা দেখছিলাম। ঃ-)
    কেমন আছো? খিচুড়ি আর ডিমভাজা খাচ্ছো? ঃ-)
  • nk | ২৬ জুন ২০১১ ২৩:২১ | 151.141.84.194
  • এইখানে সরাসরি পড়া যায়। মু জা ই র আরো অনেক লেখা আছে এখানে, মোট ১০৫ টা।
    বিবর্ণ তুষার এইখানে
    http://www.deshiboi.com/component/hotproperty/?view=property&id=696
  • r2h | ২৬ জুন ২০১১ ২২:৪২ | 67.96.80.214
  • বিবর্ণ তুষার - মুহম্মদ জাফর ইকবাল

    ইস্নিপ্সে পাওয়া যায়
  • pi | ২৬ জুন ২০১১ ২২:৩৬ | 72.83.103.17
  • হিট বেশি হলে ডাউন হয়।
  • Tim | ২৬ জুন ২০১১ ২২:৩৫ | 173.163.204.9
  • আমি দেখলাম তো। আজকাল একটু বেশিই ডাউন হচ্ছে।
  • siki | ২৬ জুন ২০১১ ২২:১০ | 122.162.75.163
  • গুরু কতক্ষণ ধরে ডাউন ছিল? উইকেন্ডের বাজারে কেউ দ্যাখে নি?
  • Abhyu | ২৬ জুন ২০১১ ২০:৫৮ | 97.81.82.47
  • লামাদা লিংকের জন্যে অসংখ্য ধন্যবাদ, এইটা তোমার গান টইতে তুলে দাও।
  • M | ২৬ জুন ২০১১ ১৯:২৭ | 59.93.215.53
  • ব্রতীন ,
    থ্যাংকু, সইয়ের কবিতাদুটোর জন্য দেশ খুঁজছিলাম, যখন বেরোচ্ছিলাম, স্টলগুলো খোলা থাকে না। পড়া হলো।

    তেকোনা,
    ভালো লেগেছে।যথারীতি।
  • Bratin | ২৬ জুন ২০১১ ১৮:১৬ | 117.194.96.70
  • দেখ বাপু, পর্যাপ্ত জলের বাংলা মানে হল ছাদ ঢালাই ঠিকঠাক হয় নাই!!
  • Lama | ২৬ জুন ২০১১ ১৭:৪২ | 117.194.232.3
  • ছোটবেলার এল পি রেকর্ড কে যেন ঝেঁপে দিয়েছিল। ইউ টিউবে আবার পাওয়া গেল-
  • kumudini | ২৬ জুন ২০১১ ১৫:৫১ | 219.64.190.139
  • তা ঠিক,দুটো দু ধরণের।তবু বলব,এখানে যে লেখা বেরোয়,দেশের গল্প,কবিতা,ভ্রমণ,সমালোচনা বিভাগ তা পেলে বর্তে যেত,আর হুতো লামার ছবি।
  • prateek | ২৬ জুন ২০১১ ১৫:২৬ | 128.138.65.254
  • ব্যাঙ, এল টি সাউথ সিটি তে দেখলাম লেকা আচে ample water supply,power back up।। ইহা কি সত্য কথা ?
  • siki | ২৬ জুন ২০১১ ১৫:১৯ | 122.162.75.163
  • বটমলাইন হচ্চে, আমি ব্রতীনের ঠ্যাং ধরে টানছিলাম। দেশের সঙ্গে গুচ-র তুলনা করা উচিত নয়। দুটো দু ধরণের জিনিস।
  • kumudini | ২৬ জুন ২০১১ ১৪:৪৮ | 219.64.190.139
  • দেশ?আমার মতে-
    গত দু/তিন বছর ধরে গল্পগুলোর মাথামুন্ডু নেই,অনেক সময় বেশ কাঁচা হাতের,পড়াযায় না।
    ধারাবাহিক-অসহ্য,এককথায়।
    ভ্রমণ,প্রবন্ধ-বেশ ভাল,এইজন্যই রাখি।
    কবিতা-যতটুকু বুঝি,ভাল।
    সম্পাদকীয়,এই সময়-সকলেই জানেন,এখন অতিমাত্রায় সবুজ।

    এখানে লিখছি বলে নয়,আমার ব্যক্তিগত মত গুচর মান দেশের চেয়ে কম নয় মোটেই,বরং উঁচুতে।

    সিকি দেশ পছন্দ করে না জানি,তবে নিজের বা ঘনিষ্ঠ কারো লেখা বেরোলেই পরের সংখ্যায় লেখা বেরোবে -এটা বলা সম্ভব,তাই ভেবেছিলাম ওর লেখা।
  • siki | ২৬ জুন ২০১১ ১৪:৩০ | 122.162.75.163
  • "এখন' দেশ গুরুচন্ডালীর থেকে ভালো?

    তা হবে! আমি গেল ন'দশমাস দেশ পড়ি নি। এইবার তেকোনার কবিতা বেরলো বলে কিনলাম। ঃ)
  • Bratin | ২৬ জুন ২০১১ ১৪:১৯ | 117.194.103.55
  • ইয়ে এখনো তো দেশ গুচ র থেকে ভালো নাকি? তবে কালে কালে কী হবে তা বলা যায় না!! ঃ-))
  • siki | ২৬ জুন ২০১১ ১৪:১৫ | 122.162.75.163
  • http://www.anandabazar.in/26edit2.html

    শেষ তিনটে প্যারা, কল্লোলদার টইপত্তরের পোস্ট থেকে টুকলি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত