এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pi | ২৩ জুন ২০১১ ০০:১১ | 128.231.22.142
  • কেন ? দেবদূত ও কি ডাগ্‌দার নাকি ? পার্কের বেঞ্চিতেই সে অপারেশন চালায় নাকি ?
  • nk | ২৩ জুন ২০১১ ০০:০৩ | 151.141.84.194
  • আহা দেবদূত বলে কি তার একটা স্ট্যান্ডার্ড প্রোসিডিওরের বালাই নাই???? ঃ-)
  • pi | ২২ জুন ২০১১ ২৩:৫১ | 128.231.22.142
  • দেবদূতের হাতেও গ্লাভস ? কেন ?
  • nk | ২২ জুন ২০১১ ২৩:৩৪ | 151.141.84.114
  • কুমু, সেসব কবেকার কথা! সব কি আর এপাড়ায়? কিছু বেপাড়ায়। তখন নন্দিতা আর ডিডির ও তো চাপান উতোর হতো, বড়াই তখনও বড়াই হয় নি, আইন্দো ছিলো। সে তখন পার্কের বেঞ্চে বসা ডানা গোটানো গ্লাভসপরা দেবদূতের হাতে হাত ছুঁইয়ে হাসপাতালে চলে যেতো অপারেশন করতে। কবরখানায় চারিদিকে ঘাসে ঘাসে ফুল ফুটে থাকতো একটা বাচ্চা মেয়ে সে ফুল তুলতে আসতো প্রত্যেকদিন ভোরে। কবেকার কথা সব, কী অসাধারণ স্বপ্ননীল সেই সব লেখা তখনকার। আর খুঁজে পাই না, আর্কাইভের কোথায় সেসব লুকিয়ে আছে বা হারিয়েই গেছে কেজানে!
    কুমু, মুখবইয়ে দেয়ালভরা কাঠবেড়ালি রেখেছি, দুয়েকটা খরগোস ও।তোমাকে অ্যাড করে দিই?
  • aka | ২২ জুন ২০১১ ২৩:২৫ | 168.26.215.13
  • আচ্ছা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কি কবিতা পড়ানো হয়? জিগ্যেস করলাম এমনিই।
  • kumu | ২২ জুন ২০১১ ২৩:১৯ | 122.163.65.254
  • nk,বড়াই-ডিডিদার তর্জা হতো?এখন তারা মানে সেইসব ডকু কোথায়?

    রঞ্জনদা,"আড্ডার"ছবি দেবেন।
  • Tim | ২২ জুন ২০১১ ২৩:১৭ | 198.82.17.155
  • কুলদাবাবুর কি মাথা খারাপ হয়ে গ্যালো? গ্লোবাল ওয়ার্মিং?
  • Arpan | ২২ জুন ২০১১ ২৩:১৩ | 112.133.206.18
  • রঞ্জনদা, মেল করেছি।
  • siki | ২২ জুন ২০১১ ২৩:০৮ | 122.162.75.163
  • কী নামল না, নেতাই? ;-)
  • ranjan roy | ২২ জুন ২০১১ ২৩:০৬ | 122.175.130.151
  • অর্পন,
    প্লীজ একবার মেইল করো। আগের দিন তোমার আই ডি মিস করেগেছি। আমার ranjanr52@gmail.com.
  • Netai | ২২ জুন ২০১১ ২৩:০০ | 121.241.98.225
  • আমার তো কিছুতেই নামল না। কার অভিশাপে কে জানে।
  • M | ২২ জুন ২০১১ ২২:৪৮ | 59.93.207.206
  • ও! ওকে।ঃ)

    যাই ঘুমাই।
  • M | ২২ জুন ২০১১ ২২:০৯ | 59.93.207.206
  • pi | ২২ জুন ২০১১ ২২:০৮ | 128.231.22.142
  • কাব্লিদাও বিষ্টির সাথে সাথে কলকাতায় নামছে । কিম্বা এতক্ষণে নেমে গেছে মনে হয়।
  • siki | ২২ জুন ২০১১ ২২:০৫ | 122.162.75.163
  • দিল্লিতে কবে হবে রে বাবা!!!! আর যে পারি না। এই তাতাপোড়া রোদ্দুরের মধ্যে আমাদের মাঠে নিয়ে গিয়ে আজ ফায়ার সেফটি ড্রিল করালো।
  • M | ২২ জুন ২০১১ ২২:০৪ | 59.93.207.206
  • M | ২২ জুন ২০১১ ২২:০১ | 59.93.207.206
  • M | ২২ জুন ২০১১ ২১:২৪ | 59.93.207.206
  • আর কলকাতায় আজ ও বিষ্টি হলো তো।
  • nk | ২২ জুন ২০১১ ২১:২৩ | 151.141.84.194
  • আহো গো কতকাল সেই শংকু আকৃতির টেম্পোরারি চানাচুর ঠোঙা দেখি নাই। ছোটোবেলা ২০ নয়া দিয়ে পাওয়া যেতো শাঙ্কব ঠোঙায় , ভালো ঝাল ঝাল চানাচুর। ঝড়ুদার দোকানেরটা ছিলো বেশী ভালো। ঝালে হুশ হুশ করতে করতে মাঠের আলে বসে বিকালের সেই শুকনো ফিস্ট।
    এখানের ছেলেপিলেরা তখনো কেউ জন্মায় নাই।
  • M | ২২ জুন ২০১১ ২১:২৩ | 59.93.207.206
  • আচ্ছা বইয়ের কথায়, মনে পড়লো, রোজ ই জিগাবো ভাবি, কাব্লিদার খবর কি? অনেকদিন দেখিনাযে।
  • nk | ২২ জুন ২০১১ ২১:১৬ | 151.141.84.194
  • মিনিমাগনা বই নাকি দিচ্ছে? টই য়ে দেখলাম।
    হ্যাঁ গো, আমারে দেয় না? ঃ-)
  • nk | ২২ জুন ২০১১ ২১:১৪ | 151.141.84.194
  • আজকাল বড়াই আর ডিডি র তর্জা শুনতে পাই না। দুঃখু।
    কলকাতা ও তৎসন্নিহিত ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি কি থেমে গেছে? নাকি চলছে?
  • byaang | ২২ জুন ২০১১ ২১:১২ | 122.167.117.207
  • ইয়ে, শুকতারাপ্রেমীদের জন্য একটা খবর। অনেক আগেই লিখবো ভেবেছিলাম, ভুলে গেছিলাম। এবার কোলকাতায় গিয়ে লালমাটি থেকে একটা বই কিনলাম। নারায়ণ দেবনাথের কমিক্স সমগ্রর প্রথম খন্ড। একদম সেই শুরু থেকে বাহাদুর বিড়াল, হাঁদাভোঁদা, ডানপিটে খাঁদু আর তার কেমিক্যল দাদু, আরো অনেক সব ক্রোনোলজিক্যালি সাজানো। তবে কিনা এটা প্রথম খন্ড, বেজায় দাম আর বেজায় বেজায় ভারি বলে লুরুর সুটকেসে তার ঠাঁই হল না।
  • M | ২২ জুন ২০১১ ২০:৫৭ | 59.93.207.206
  • এই ব্যাঙ আর নজ্জা দিয়োনিতো।

    আদেও যদি আমি লিখে থাকি তো সেই আমিটা ক্যামন ছিলাম ভাবতেই ইসে লাগছে।যাগ্গে।
  • M | ২২ জুন ২০১১ ২০:৫১ | 59.93.207.206
  • আরো ক্ষী ক্ষী ঐ গোবদা ফাইলে লুকিয়ে আছে ক্ষে জানে বাবা!!
  • byaang | ২২ জুন ২০১১ ২০:৫১ | 122.167.117.207
  • এটা তো বিয়ের পরের মেল। বিয়ে হয়ে যাওয়ার পরেও বরকে পিয়া বলে উল্লেখ করতে ইচ্ছে করত? ঃ-O
  • byaang | ২২ জুন ২০১১ ২০:৪৮ | 122.167.117.207
  • তবে উনি ভারি ভালো লোক, উদারমনা। নয়তো অমন ন্যাকা ন্যাকা মেলেরও হার্ড কপি নিয়ে রাখতেন না। আর ভদ্রলোকের বদনাম কোরো না।
  • Bratin | ২২ জুন ২০১১ ২০:৪৮ | 117.194.102.128
  • বম্মা এখন ই যেমন নাদান। আগে নিশ্চয় আরো বেশী ছিল। লিখতেই পারে। ঃ-))
  • M | ২২ জুন ২০১১ ২০:৪৮ | 59.93.207.206
  • মনে হয় না।ম্যাগো
  • byaang | ২২ জুন ২০১১ ২০:৪৬ | 122.167.117.207
  • হ্যা হ্যা হ্যা, সত্যি বম্মা, তুমি সত্যি সত্যি এইসব লিখতে??? ঃ-))
  • M | ২২ জুন ২০১১ ২০:৪৩ | 59.93.207.206
  • এইযো ব্রতীন, তোমার সেই প্রেমালাপ সম্পক্কে ধারনা নাই, তাই অযথা চাপ খাচ্ছো.........:P

    এদিকে আজ মানকে ইয়াব্বড় একটা ফাইল হাতে নিয়ে ফ্যাকফ্যাক করে হাসতে হাসতে কথা বলা শুরু করলো,ওটা নাকি ওর পিয়ে দিয়েছে আজকে,তাতে সব ২০০৩ এর আমার পাঠানো মেলের প্রিন্ট আউট নেওয়া,এটা হারিয়ে গেসলো, আবার অফিস ঝাড়াই হওয়াতে খুঁজে পাওয়া গেছে।তাতে নাকি একটার এরকম সাবজেক্ট রয়েছে, রুঠে রুঠে পিয়া--মানাউ ক্যায়সে,বলেই বললো, কি সুইট ছিলিস তুই।
    আমি অমন ক্যাবলাতর সাবজেক্ট আদেও লিখেছিলুম বলে তো মনে হয় না, পুরো গাপ্পি দিলো নিগ্‌ঘাত।নেহাত গলায় জোড় খুব একটা নেই তাই ছেড়ে দিলাম।
  • Sibu | ২২ জুন ২০১১ ২০:৪২ | 193.247.250.17
  • বহুব্রীহি-ও হতে পারে। আলাদা আলাদা দুজনেই চমৎকার লোক। একসাথে হলে কাক-চিল বসার উপায় নাই।
  • siki | ২২ জুন ২০১১ ২০:৪০ | 122.162.75.163
  • প্রকৃত ভালোবাসাতেই তো দ্বন্দ্ব সমাস হয়।
  • Bratin | ২২ জুন ২০১১ ২০:৩৭ | 117.194.102.128
  • আসলে সেজকাকা তখন স্কুলে পড়তো । এক দিন কাকা গ্রামে বেড়িয়ে দেখে তার এক সহপাঠীর বাড়িতে গুছিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া চলছে। কাকা জিগিয়ে জানতে পারে তার সহপাঠী স্কুলের পরীক্ষায় চতুর্থ হয়েছে। তাই এই আয়োজন। কাকা ছেলেটির বাবা সবিনয়ে তাদের ক্লাশে মোট ছাত্র -সংখ্যা ৪ সেটা জানিয়ে এসেছিল।
  • Arpan | ২২ জুন ২০১১ ২০:৩২ | 122.252.231.10
  • হাসিটা শিবুদার জইন্য।
  • Arpan | ২২ জুন ২০১১ ২০:৩১ | 122.252.231.10
  • ঃ)
  • Bratin | ২২ জুন ২০১১ ২০:৩১ | 117.194.102.128
  • আকা, মোট ক'জন ছেল সেখানে?
  • Sibu | ২২ জুন ২০১১ ২০:৩০ | 193.247.250.17
  • আরে বিয়ের পরে প্রেম আর ঝগড়া তো একই জিনিষ। আমার এক বন্ধু কয় - দ্যাখ, বিয়ের আর সব কটা কম্পোনেন্টই বিয়ে না করেও মেলে। শুদু এই ঝগড়াটি মেলার যো নই।
  • Bratin | ২২ জুন ২০১১ ২০:৩০ | 117.194.102.128
  • ইয়ে, একটা ভ্যলুম ক®¾ট্রাল করার যন্ত্র লাগিয়ে নিলে হয় না। প্রয়োজন মতো....
  • aka | ২২ জুন ২০১১ ২০:২৮ | 168.26.215.13
  • গেল বছরই গরু দিয়ে রাজমা রেঁধে প্রায় একটা প্রাইজ পাচ্ছিলাম। এট্টুর জন্য ফস্কে গিয়েছিল।
  • M | ২২ জুন ২০১১ ২০:২৭ | 59.93.207.206
  • আরে, ক্ষী মুস্কিল! অ শমীক সে আম্মো ভালোবাসিনা, ছেলেও না, কিন্তু তাতে কি মা হলে অমন দুঃষ্কম্ম কত্তে হয়, রাজমা ও রানতে হয়।

    আর ব্রতীন, জ্বর বেশ ভোগাবে এবার, সেই টায়ফয়েড মনে পড়িয়ে দিচ্ছে।আজই আবার ছেলেকে ছেলের ওষুধ খাইয়েই চাঁটি মেরে আমারটাও খাইয়ে দিচ্ছিলাম,মনে পড়তেই আরেক চাঁটিতে সেটা বেসিনে ফেলালাম।কেমন কাঁচুমাচু মুখ করে তাকিয়ে রইলো। আমি ঐ ব্যাঙের মতই ভেবে পাইনে আমাদের ছেলে এত শিষ্ট কিভাবে হয়, এদিকে আমাদের প্রেমালাপেও তো ছাদ ফাটে, প্রতিবেশীরা ভাবে ঝগড়া কচ্ছি। হায় হায়।
  • Arpan | ২২ জুন ২০১১ ২০:২৭ | 122.252.231.10
  • হ। চিলি। বেশ খেতে।
  • Sibu | ২২ জুন ২০১১ ২০:২৪ | 193.247.250.17
  • রাজমা হল গে নিরিমিষ্যি। মাংস দিয়ে বানালে সেটাকে চিলি কয়।
  • byaang | ২২ জুন ২০১১ ২০:২৪ | 122.167.117.207
  • লোভিয়া
  • Arpan | ২২ জুন ২০১১ ২০:২৪ | 122.252.231.10
  • মায়ের ভাই? রাজমামা?
  • Bratin | ২২ জুন ২০১১ ২০:২৪ | 117.194.102.128
  • আমাকে একটু মাটন কিমা করে খাওয়াস। মাটন আর গোটা গোটা গোলমরিচ লাগবে অন্যান্য জিনিষ ছাড়া। রেসিপি না জানলে বলিস । ভেজে দেবো।
  • byaang | ২২ জুন ২০১১ ২০:১৯ | 122.167.117.207
  • পাঁঠার কিমা দিয়ে রাঁধলেও খাওয়া যায়। আর আমি তো বললাম রাজমা নয়, তার ছোট ভাইকে বেশ মশলা গরগরে করে রেঁধে খাওয়াব
  • Arpan | ২২ জুন ২০১১ ২০:১৫ | 112.133.206.18
  • না না, একটু গ্রাউন্ড বিফ দিয়ে রাঁধলে বেশ খেতে হয়। নাহলে খাবার কোন সিন নেই।
  • siki | ২২ জুন ২০১১ ২০:১৩ | 122.162.75.163
  • রাজমার ত্রিসীমানায় আমি থাকি না। দেখলেই ... ওয়্যাক ...
  • Bratin | ২২ জুন ২০১১ ২০:০৩ | 117.194.102.128
  • ভ্যাট। রাজমা বেশ খারাপ জিনিস। ISI তে হত। কেমন ঠাকুমার কথা মনে এসে যেত। ঃ-((
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত