এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kumudini | ২০ জুন ২০১১ ১৫:৩২ | 122.160.159.184
  • ব্রতীনের কোন আপিস?
  • m | ২০ জুন ২০১১ ১৫:৩১ | 117.194.44.29
  • নীতু এসেছিলে, জানাও নি কেন- ডিএলেফের বাইরে কাঁচা আম খুঁজে এনু। দেখা হয়ে যেতঃ)
  • siki | ২০ জুন ২০১১ ১৫:২৬ | 123.242.242.16
  • তবে আর কী? একা একা হও চুল্লাট!

    ** চুল্লাট মানে হল চুলকিয়ে লাট। আর্ষপ্রয়োগ।
  • Netai | ২০ জুন ২০১১ ১৫:২৩ | 115.113.221.26
  • ব্রতীনদার কি ছুটি আজ? অবসর হুল্লাট
    এসেছিনু আমি আজো তোমাদের ডিএলেফ তল্লাট
  • kumudini | ২০ জুন ২০১১ ১৪:৩২ | 122.160.159.184
  • হ্যাঁ, দুখে,একদম ঠিক।
  • dukhe | ২০ জুন ২০১১ ১৪:৩১ | 122.160.114.85
  • দুর্ধর্ষ ছিল 'টিকটিকি' । সৌমিত্র আর কৌশিক সেন - কাকে ছেড়ে কাকে দেখব ।
  • kumudini | ২০ জুন ২০১১ ১৪:১৯ | 122.160.159.184
  • কৌশিক- জয়সিংহ?বাঃ!
    বেচারাকে গা ও-তে দেখে বড় কষ্ট হয়েছিল।
  • de | ২০ জুন ২০১১ ১৪:০৩ | 59.163.30.4
  • কলকাতায় থাকার কতো সুবিদে -- ইচ্ছা করলেই কতো নাটক দেখা যায় -- হলের বাইরে, ভিতরে --

    আমি কুংফু পান্ডা ২ দেখলাম কাল -- থ্রী ডি, ১ & ২ দুটৈ খুব ভালো, কুচো দের জন্য রেফার কল্লাম!
  • kumudini | ২০ জুন ২০১১ ১৩:৫২ | 122.160.159.184
  • জয়সিংহ যখন "সরো,নিজে আমি করি নিবেদন",এই বলে নিজের রক্তই "রাজরক্ত" রূপে দেবীকে দেয়,সেই মুহূর্ত্তটি অসাধারণ।
  • dukhe | ২০ জুন ২০১১ ১৩:৫০ | 122.160.114.85
  • কিছুদিন আগে বিসর্জন দেখলাম । গৌতম হালদার রঘুপতি, কৌশিক সেন জয়সিংহ । সুমন মুখোর পরিচালনা ।
  • dukhe | ২০ জুন ২০১১ ১৩:৪৮ | 122.160.114.85
  • কপি পেস্ট অমর রহে ।
    http://www.rabindra-rachanabali.nltr.org/node/6112
  • kumudini | ২০ জুন ২০১১ ১৩:৪৬ | 122.160.159.184
  • দুখে কি রঘুপতির পাট করেছিলেন? না এমনিই মুখস্থ?
  • siki | ২০ জুন ২০১১ ১৩:৪২ | 123.242.242.16
  • দুখে, সময়োপযোগী ঃ-)

    পুরোটাই কি স্মৃতি থেকে?
  • kumudini | ২০ জুন ২০১১ ১৩:৪১ | 122.160.159.184
  • নিশ্চয়ই,"মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ"-এই ভেবেই চলতে হবে।
  • Bratin | ২০ জুন ২০১১ ১৩:৩৮ | 117.194.103.122
  • যাই স্নান করে আসি, নীচ থেকে ঘন ঘন কলিং বেল টিপছে ঃ-))
  • dukhe | ২০ জুন ২০১১ ১৩:৩৮ | 122.160.114.85
  • কে বলিল হত্যাকাণ্ড পাপ!
    এ জগ্‌ৎ মহা হত্যাশালা । জানো না কি
    প্রত্যেক পলকপাতে লক্ষকোটি প্রাণী
    চির আঁখি মুদিতেছে! সে কাহার খেলা ?
    হত্যায় খচিত এই ধরণীর ধূলি ।
    প্রতিপদে চরণে দলিত শত কীট —
    তাহারা কী জীব নহে ? রক্তের অক্ষরে
    অবিশ্রাম লিখিতেছে বৃদ্ধ মহাকাল
    বিশ্বপত্রে জীবের ক্ষণিক ইতিহাস ।
    হত্যা অরণ্যের মাঝে , হত্যা লোকালয়ে ,
    হত্যা বিহঙ্গের নীড়ে , কীটের গহ্বরে ,
    অগাধ সাগর-জলে , নির্মল আকাশে ,
    হত্যা অকারণে , হত্যা অনিচ্ছার বশে —
    চলেছে নিখিল বিশ্ব হত্যার তাড়নে
    ঊর্ধ্বশ্বাসে প্রাণপণে , ব্যাঘ্রের আক্রমে
    মৃগসম , মুহূর্ত দাঁড়াতে নাহি পারে ।
    মহাকালী কালস্বরূপিণী , রয়েছেন
    দাঁড়াইয়া তৃষাতীক্ষ্ম লোলজিহ্বা মেলি —
    বিশ্বের চৌদিক বেয়ে চির রক্তধারা
    ফেটে পড়িতেছে , নিষ্পেষিত দ্রাক্ষা হতে
    রসের মতন , অনন্ত খর্পরে তাঁর —
  • de | ২০ জুন ২০১১ ১৩:৩৬ | 59.163.30.4
  • হয়তো এটাই সত্যি যে কিচ্ছু হবার নয়, এই ভাবেই চলতে থাকবে -- কিন্তু মন থেকে মানতে পারি না! হিংস্রতার অন্ধকারের সাথে আলোর ঝলকও তো কিছু কম চোখে পড়ে না -- সংখ্যায় কম হলেও পড়ে তো! আমাদের ভবিষ্যত গুলোকে সেই আলোর ভরসাই তো দিয়ে যেতে হবে, নৈরাশ্যের বোঝা তাদের ওপর চাপাতে চাই না!
  • kumu | ২০ জুন ২০১১ ১৩:৩৪ | 122.160.159.184
  • সভ্য (?)মানুষ ক্রমাগত হিংসাপ্রিয়,ট্রিগারহ্যাপী হয়ে উঠছে।গাড়ী রাখার জায়গা নিয়ে ঝগড়া -পাঁচ মিনিট বাদেই সশস্ত্র হয়ে ওঠে।

    শান্তির বাণী?ললিত,ব্যর্থ পরিহাস।
  • siki | ২০ জুন ২০১১ ১৩:২৭ | 123.242.242.16
  • ব্রতীন বোধ হয় উত্তেজিত হয়ে বালী বেলুড়ের গপ্পো টইপত্তরে পোস্‌ করে দিয়েছে। ঃ)

    তা ইয়ে, সে যাওয়া যাবে খন।
  • pi | ২০ জুন ২০১১ ১৩:২৫ | 72.83.103.17
  • রাস্তায় বেরোবার ও দরকার নেই। এই মায়াপাতার চার দেয়ালের মধ্যেই যেমনি তেড়ে আসে কি বাঁকিয়ে চুরিয়ে বিদ্ধ করে ! ঃ)
  • I | ২০ জুন ২০১১ ১৩:২৪ | 14.99.64.42
  • সিসিফাসরে পাথর ঠেলতেই হবে। তা বলে আবার ভেবো নি যেন, পাথর সইত্য সইত্য চূড়ায় উঠবে।
  • I | ২০ জুন ২০১১ ১৩:২২ | 14.99.64.42
  • আজকাল আর কিচ্ছু বুঝি না; শুধু মনে হয় ঐ খাটো ধুতি-পরা টেকো মানুষটার ছায়া লম্বা হচ্ছে।

    (এইরকম একটা কথা রমগন ওপাড়ায় লিখেছিল কবে। আসলে তারো আগে থেকেই আমারো ছিল মনে; কেমনে বেটা পেরেছে সেটা জানতে।)
  • I | ২০ জুন ২০১১ ১৩:১৬ | 14.99.64.42
  • মানুষ বেসিক্যালি একটি হিংসাপ্রিয় প্রাণী, দে ! ও সব হবার নয়। রাস্তাঘাটে সামান্য কারণে কিরকম মুখ খিঁচিয়ে তেড়ে যায়! একদিন একজনকে ওভারটেক করেছিল বলে ইঁট ছুঁড়ে মারল।

    টিভি সিরিয়ালগুলো দেখো ? কী অসম্ভব হিংস্র ভাবতে পারবে না। মানুষ তাই রেলিশ করে দেখে বসে বসে।
  • siki | ২০ জুন ২০১১ ১৩:১৩ | 123.242.242.16
  • বালীর লোক বেলুড় ঘোরে নি আজ পজ্জন্ত!! কী ক্কান্ড!

    আমিও বেলুড় যাই নি, তবে আমার বাড়ি ব্যাংডেলে।
  • de | ২০ জুন ২০১১ ১৩:১১ | 203.199.33.2
  • মাথার আর দোষ কি? অ্যাতো রকম ঘুলিয়ে দেওয়ার বিষয় থাকলে। মাঝে বোধি-দা আর হুতোর তক্কো পড়ে আমারো মাথা ঘুলিয়ে গেছিলো! তবে শত রকম ঘুলানো, ঠিক-বেঠিকের লড়াইয়ের মধ্যেও এই কচি মুখগুলোকে এই ভাবে দেখতে চাই না -- সাধারণ মানুষের হাতে অতো অস্ত্র দেখতে চাই না -- অ্যাতো রক্ত চাই না, যা কিছু দ্বিমত মিটুক টেবিলের দুধারে -- সভ্য পৃথিবীর মানুষ এইটুকু শুধু অ্যাসিওর করুক, আর কিচ্ছু চাই না!
  • I | ২০ জুন ২০১১ ১৩:০৩ | 14.99.64.42
  • হাচা কইসেন, সইব্য সমাজে অসইব্য কথা ভুল কইরা কইয়া ফালাইসি। ব্যাকটি দুষ এই আষাঢ়গগনডার।
  • kumudi | ২০ জুন ২০১১ ১২:৫৯ | 122.160.159.184
  • ছি বড়াই,অসব্য কতা কইতে নাই।
  • I | ২০ জুন ২০১১ ১২:৪৯ | 14.99.64.42
  • দে'র ছবি পোসঙ্গে,
    আনন্দোৎসবের সত্যি ঘনঘটা। শ্রীরাধিকে চন্দ্রাবলী/ কারে ছেড়ে কারে বলি। আজকে ন্যাটো বম্বিং তো কাল গদ্দাফি-ম্যাসাকার। মাথাফাথা একছের ঘুলাইয়া গ্যাসে গা।
    এই দ্যাখেন না, পোশ্‌শু রাত্তিরে সোলানাসের ফিলিম দ্যাখলাম-আর্জেন্টিনায় ডাইনা পুলিশ কমি পিডাইতাছে। আর কাইল রাত্তিরে দ্যাখলাম হাঙ্গেরীতে কমি পুলিশ বিরোধী পিডাইতাছে। একই ভঙ্গি, হয়তো একই বন্দুক, কে বলতে পারে।
    আজকাল তাই জামা-পরা লোক দেখলেই ভয় হয়। ন্যাংটা থাকাই স্থির করেছি ;ন্যাংটার নাই বাটপাড়ে ভয়। কফি খাইতে খাইতে তক্ক করুম টেবিল চাপড়ায়া-ভিখারীরে ভিক্ষা দেওয়া উচিত কিনা।
  • Bratin | ২০ জুন ২০১১ ১২:৪৫ | 117.194.103.122
  • অর্পন, আমার বেলুড়, হ্যালোবিদ আর বন্দীপুর ফরেস্ট ছাড়া মোটামুটি ঘোরা। ব্যাঙ বললো ওদিকে যেতে রাস্তায় চাপ নামতে পারে।
  • Arpan | ২০ জুন ২০১১ ১২:৪৪ | 202.91.136.3
  • হ্যাঁ, ক্ষী যে কেলো হত, যদি সিকি অ্যামোনটি লিকতঃ

    বোতিনের কমা, দেবার পজিশনিং দেখলে ...

    ;-)
  • Bratin | ২০ জুন ২০১১ ১২:৪৩ | 117.194.103.122
  • লিখেই ভেবেছিলুম কারেকশন করি। কিন্তু ল্যাদে কাটিয়ে দিলুম। সিকি তাও চেটে দিল ঃ-((
  • Arpan | ২০ জুন ২০১১ ১২:৪০ | 202.91.136.3
  • ধুর, ঘন টন কিছু না। তবে মাঝে মাঝে বিষ্টি হয়। ঘন্টাখানেক তুমুল বিষ্টি হলে জলও জমে।
  • siki | ২০ জুন ২০১১ ১২:৩৯ | 123.242.242.16
  • ব্রতীনের কমা দেবার পজিশনিং দেখলে আমার আবার সেই হাওড়া ব্রিজের নিচের দেওয়াল লিখন মনে পড়ে যায়।
  • Bratin | ২০ জুন ২০১১ ১২:৩৬ | 117.194.103.122
  • ব্যাঙ্গালোর যাবার একট প্ল্যান করছিলাম। ব্যাঙ বললো এসে লাভ নেই। ঘন বর্ষা ঃ-((
  • Bratin | ২০ জুন ২০১১ ১২:৩৪ | 117.194.103.122
  • দুঃখ করো না বন্ধু, গন তোমাদের মতোন বয়েসে কত কাজ করেছি ঃ-))

    আগের প্রজেক্টে শেষ দিন ছিল ১৭/৬। পরের প্রজেক্ট পেয়েছি । ২৭/৬ থেকে শুরু। মাঝে এই ক'দিন। হেঁ হেঁ... ঃ-))
  • de | ২০ জুন ২০১১ ১২:৩১ | 59.163.30.3
  • ব্রতীনের আপিসে ভ্যাকেন্সি আচে? অ্যাপ্ল্যাই করবো! :)
  • siki | ২০ জুন ২০১১ ১২:৩১ | 123.242.242.16
  • বোতীনের ঐ বুজ্জোয়া কোংপানিতে থাকাকালীন আম্মো একবার টানা আড়াই মাস বাড়িতে ছিলাম।

    তারপরে অবশ্য চাগ্রি ছেড়ে দিই, সেটা অন্য ব্যাপার। ঃ-)
  • siki | ২০ জুন ২০১১ ১২:৩০ | 123.242.242.16
  • তবে মাইরি আনন্দবাজারের পাল্টিগুলো সত্যি দেখবার মত। কেমন মিষ্টি মিষ্টি করে লিখছে পুরসভার অপারগতার কথা। কেমন খিল্লিবিহীনভাবে লিখছে মমতার স্পোর্টিংলি নেবার আবেদনের কথা!

    এই কথাটি যদি বু ভ কিংবা ঐ আগের মেয়র, কী যেন নাম, তিনি বলতেন, খিল্লি, ঘুঁটের মালা, কত কী হয়ে যেত!!

    আবাপকে স্পোর্টিংলি নিতে কিন্তু সত্যিই খুব সহানুভূতির দরকার হয় ঃ-)
  • Arpan | ২০ জুন ২০১১ ১২:২৯ | 202.91.136.3
  • (আরেকটু ** জ্বালাই?)

    কাল এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯। সন্ধে হলেই ফ্যান বন্ধ।
  • I | ২০ জুন ২০১১ ১২:২৭ | 14.99.64.42
  • বোতিন এমনি যখনখুশি বাড়িতে থাকে কেন? বোতিনের কালো হাত ভেঙে দাও।
  • siki | ২০ জুন ২০১১ ১২:২৭ | 123.242.242.16
  • আমি আর স্পোর্টিংলি নিতে পার্চ্ছি না। দিল্লির আকাশে এখনও দাউদাউ করে সূর্য জ্বলছে। ধারেকাছে কোথাও মেঘ নেই। সব জ্বলে যাচ্ছে ...
  • Arpan | ২০ জুন ২০১১ ১২:১৮ | 202.91.136.3
  • স্পোর্টিংলি নেবার দিন? ঃ-)
  • Bratin | ২০ জুন ২০১১ ১২:১০ | 117.194.103.122
  • আকাশ মেঘে কালো করে এসেচে। গুরু গম্ভীর গর্জন শোনা যাচ্ছে। যে কোন সময় বৃষ্টি নামবে। আজকে বাড়িতে । দুপুরে ঘুমিয়ে না পড়লে গল্পের বই পড়ার দিন। আর জানলা দিয়ে বৃষ্টি দেখার দিন । ঃ-))
  • de | ২০ জুন ২০১১ ১১:৪৮ | 59.163.30.2
  • :! অ্যাতোক্ষণ বাদে খুল্লো! বাংলাপ্লেনেই দিতাম, কিন্তু তাতে খুলতে পোচ্চুর টাইম লাগছে দেখে ---
  • siki | ২০ জুন ২০১১ ১১:০৯ | 123.242.248.130
  • না। আমি তো বাংলাপ্লেনে পোস্কার করি। ইউনিকোডে নুঙ্গা হয়ে যায়, এমনিই।
  • de | ২০ জুন ২০১১ ১১:০৭ | 59.163.30.4
  • থ্যাংকু, কিন্তু ইউনিকোডেই কি পোস্কার কল্লে? তালে মেথড জানতে চাই!
  • de | ২০ জুন ২০১১ ১১:০৩ | 59.163.30.4
  • http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=TOINEW&BaseHref=TOIM/2011/06/20&PageLabel=1&EntityId=Pc00119&ViewMode=HTML

    http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=TOINEW&BaseHref=TOIM/2011/06/20&PageLabel=18&EntityId=Ar01800&ViewMode=HTML

    যদিও এই লিং দুটো আমার "আনন্দোৎসবে নিরানন্দ --" টই তে দেওয়ার ইচ্ছে ছিলো -- কিন্ত অমন কত কিছুই তো ইচ্ছে হয়!
  • siki | ২০ জুন ২০১১ ১১:০৩ | 123.242.248.130
  • খুলছে কিন্তু খুউউউউব স্লো।
  • Bratin | ২০ জুন ২০১১ ১০:৩৫ | 117.194.101.90
  • এবার টই খুলছে। একট পোস্ট করলাম এক্ষুনি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত