এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • de | ২১ জুন ২০১১ ১৪:১০ | 203.199.33.2
  • কুমু-দি, আমার কাছে আশাপূর্ণা দেবীর গল্‌প্‌সমগ্র আছে -- তাতেই পড়লাম!
  • kumudini | ২১ জুন ২০১১ ১৩:৫৯ | 122.160.159.184
  • "হোয়াট বেঙ্গল ---"এটা তবে কে কইলেন?
    কিংবা,কেউ কখনো কন নি???
    ঃ-((
  • Lama | ২১ জুন ২০১১ ১৩:৫৯ | 117.194.238.104
  • গুলতাপ্পির মুলোক্ষেতঃ http://www.hoax-slayer.com/
  • Lama | ২১ জুন ২০১১ ১৩:৫৭ | 117.194.238.104
  • পি সি সরকারের গল্পটা যে গুজব সেটা পি সি সরকারের ছেলে নিজে আমাকে বলেছেন
  • dd | ২১ জুন ২০১১ ১৩:৫৩ | 124.247.203.12
  • "হোয়াট বেংগল থিংস টুডে ....'ইত্যাদি, গোখলে কস্মিন কালেও বলেন নি।

    এটাও টুকে রাখুন।
  • dd | ২১ জুন ২০১১ ১৩:৫০ | 124.247.203.12
  • আর্বান লিজেন্ডের কতকগুলান ছিলো ই মেইলে।

    একটি ছিলো এক খুকীর চেহারা,ভয়ানক রোগগ্রস্থ। পয়সা চাইবার কোনো ফিকির নেই,শুধু সার্কুলেট করলেই হবে। আর ছিলো মাইক্রোসফটের নামে, যতোজনকে এই মেইল ফরোয়ার্ড করবে ততো ট্যাকা পাবে। ধেড়ে ধেড়ে কম্পিউটারোয়ালাদের পর্যন্ত্য এগুলোকে বিশ্বাস করতে দেখেছি।

    দেশপ্রেমিক লিজেন্ড ও ছিলো। একটা ছিলো India is the richest country" না কি কোথায় এক ভদ্রলোক তার বাড়ীর সুপ্রাচীন আদমনী শিবলিংগটি ধুয়ে মুছে সাফ কর্তে গিয়ে টের পেলেন উটি আসলে এক বিশাল হীরকশিলা। আর তার দাম হচ্ছে আম্রিগান জিডি পি'র চাইতে বেশী।

    "মেরা ভারত মহান" বলে আরেকটা ছিলো। মাইক্রোসফটে ৮০% কর্মচারী ভারতীয়, নাসায় ও তাই। আম্রিগায় ডাক্তার ও এনজিনীয়ার্দের মধ্যেও অম্নি। আশ্চর্য্য যে আম্রিগায় বসবাস করে মানুষেও সগর্বে অমন মেইল ফরোয়ার্ড করতেন।

    কুমীরের অসম্ভব গুল্পো ওলা সৌমিত্র বসুর "প্রতিবেদন"ই বোধয় শেষ নামকরা আর্বান লিজেন্ড।
  • Bratin | ২১ জুন ২০১১ ১৩:৪৪ | 122.248.183.1
  • ক'দিন বৌ টিপিন দেওয়া সঙ্কেÄও বাইরে খাচ্ছিলাম তাই আজকে টিপিন দেয় নি। অগত্যা আপিসে গরম গরম খিচুড়ি, ল্যাবড়া, টম্যাটোর চাটনি আর সাঙ্ঘাতিক ঠান্ডা ২ পিস পেঁয়াজী খেলাম।
  • kumudini | ২১ জুন ২০১১ ১৩:৪৩ | 122.160.159.184
  • দেবযানী,আশাপূর্ণা দেবীর এই গল্পটা পড়িনি।কোথায় আছে?
  • siki | ২১ জুন ২০১১ ১৩:৩৬ | 123.242.248.130
  • হুঁ, আম্মো তাই দেখলাম।

    সিনেমায় এই ডায়ালগটা ছিল বলছে। তা হলে হয় তো সিনেমায় দেখেছি।
  • dd | ২১ জুন ২০১১ ১৩:১৪ | 124.247.203.12
  • হেঃ, সিকি জে ক্ষি কয়?

    হাতের কাছে গুগুল থাকতে তক্কো কিসের। আমি অম্নি এক দৌড়ে আগে ভাগেই দেখে নিলাম,উইকিতে। "this phrase is never actually spoken by Sharlock Holmes in any of the sixty stories ...." ইত্যাদি।

    আরো কয়েকটা অমন আর্বান লিজেন্ড আছে। লাঞ্চ তো খাই আগে।
  • de | ২১ জুন ২০১১ ১২:৪১ | 59.163.30.6
  • আশাপূর্ণা দেবীর একটা ছোট-গল্প আছে, "ফালতুরাও ফেলনা নয়" -- সেখানে বিয়েবাড়িতে মাংস ফুরিয়ে যাওয়ার পর, খেতে দেওয়ার টাইম পিছিয়ে দিতে গিয়ে ঐ ঘড়ির কাঁটা পিছানোর ম্যাজিক আছে! পিসিসরকারের গুল্পেরো উৎস এই গল্পটা হতে পারে!
  • siki | ২১ জুন ২০১১ ১২:৩৭ | 123.242.248.130
  • নাহ্‌, সরলাক্ষ হোম এলিমেন্টারি তো অবশ্যই বলেছিলেন, কোন গল্প সেটা ভুলে গেছি, তবে একটা গল্প এক্ষুনি মনে আছে, যেটাতে শার্লকের দাদা মাইক্রফট হোমস এসেছিলেন। সেখানে শার্লক এলিমেন্টারি মাইডিয়ার ইত্যাদি বলেছিলেন।

    ড্যান্সিং ফিগার্স?

    মামী, সে বৌমারও ঝুপো ঝুপো চুল হেব্বি পছন্দ। আমি চুল কেটে এলে সে বিমর্ষ হয়ে পড়ে। মা চুল কাটলে আরও।
  • dd | ২১ জুন ২০১১ ১২:৩২ | 124.247.203.12
  • ঐ ম্যাস হিপনোটিজমের গল্পোটা এক্কেবারে গুল্পো। (আকা লিখলো না,গতো রাত্রে)
    বড় পি সি সরকার বোধয় একটাই বই লিখেছিলেন,তাতে উনি পষ্টোই লিখলেন তার নামে অতি প্রচলিত এই আর্বান লিজেন্ডটি একেবারেই ডাঁহা মিছে কথা।

    আরো কইলেন, ঐ ভাবে ম্যাস হিপ্নোটিজম সম্ভব ও নয়।

    সেই থেকে আমি খ্যাল করি ম্যাজিক বা পিসি সর্কারের কথা উঠলেই ঐ গুল্পোটি কেউ না কেউ উল্লেখ করেন আর আমি ও তৎক্ষনাত এম্নি একটা পোস্টিং করি।

    ভালো কথা শার্লকদা যে জীবনেও কন নি "ইট ইজ এলিমেন্টারী ডিয়ার ওয়াটসন" সেটা তো আগেই জানতেন?
  • Bratin | ২১ জুন ২০১১ ১২:২১ | 122.248.183.1
  • এই আপিসে এলুম। এক জনের সাথে দেখা করতে। মলয় কে পটিয়েছি। ও এখন লালা ( TCS র টার্ম , প্রজেক্ট-বিহীন লোক কে বলে)। একটু পরে সিনেমা দেখতে যাবো।
  • Netai | ২১ জুন ২০১১ ১২:০৬ | 115.113.221.26
  • সিনেমা দেখি নাই। শুধু ডায়লগ খান দেখেছি।
  • m | ২১ জুন ২০১১ ১২:০৩ | 117.194.35.34
  • শমীক, এদিকে জামাই যে লম্বা ঝুলমোঝালমো চুল খুব পছন্দ করে,বলতে নেই আমিওঃ)
  • m | ২১ জুন ২০১১ ১১:৫৯ | 117.194.35.34
  • বাঃ, তাইলে আর চাবি নিয়ে চিন্তায় কাজ কিঃ) ভেঙ্গে ফেলো।চাবি খুঁজে চিন্তাকুল হয়ে পড়া বাহুল্য, নতুন তালা যখন বেশ সুলভ।
    (স্বামীর সঙ্গে দীর্ঘদিন বাস করে এইটা শিখেছি)
  • Netai | ২১ জুন ২০১১ ১১:৫৮ | 115.113.221.26
  • বলতে নেই, জিতের সিনেমা আমার ভালোই লাগে। আমি ৫% এ?
  • Netai | ২১ জুন ২০১১ ১১:৫৭ | 115.113.221.26
  • এতো শত্রু।
    দেখে নিন। চিনে নিন।
  • siki | ২১ জুন ২০১১ ১১:৫৬ | 123.242.248.130
  • পটাশম্যাম, গাড়িতে ফেলে এসেছেন।
  • siki | ২১ জুন ২০১১ ১১:৫৫ | 123.242.248.130
  • পুরো ডায়ালগটা ক্ষেউই কইতে পাল্লো না।

    আমি কোনও ঈশ্বর নই যে ছেড়ে দেব, আর কোনও রাক্ষস নই যে মেরে দেবো

    আমি পুলিশ, শালা ধরা আর মারার মাঝখানে লটকে রেখে দেবো (হাত উল্টো করে তুড়ি)

    আজকালকার বাংলা সিনেমার সমস্ত নায়কদেরই কি এই রকম বাঁদর বখাটে মার্কা বিরক্তিকর খোমা হয়?
  • kumu | ২১ জুন ২০১১ ১১:৫৪ | 122.160.159.184
  • মিঠু,আপিসে এসে গেচি তো!
  • m | ২১ জুন ২০১১ ১১:৫২ | 117.194.35.34
  • নীতুর কি এই সিনেমাটা দেখা! আমি সিনেমার নাম জানতে চাইছি।
  • m | ২১ জুন ২০১১ ১১:৫০ | 117.194.35.34
  • বাথরুমে কি রান্নাঘরে দেখো,বারান্দার টবে বা দরজার তালাও বাদ দিও নাঃ)
  • Netai | ২১ জুন ২০১১ ১১:৫০ | 115.113.221.26
  • মাঝখানে লটকে রেখে দেবো।
    প্রশ্নটা কোনটা?
  • m | ২১ জুন ২০১১ ১১:৪৭ | 117.194.35.34
  • আমি কোনও ঈশ্বর নই যে ছেড়ে দেবো, কোনও রাক্ষস নই যে মেরে দেবো
    (পজ)

    আমি পুলিশ, মাঝখানে ঝুলিয়ে রেখে দেবো।

    পুঁইইইইইইইইইইই

    সঠিক উত্তরের সঙ্গে একটি ডেউয়া ফ্রিঃ)
  • kumudini | ২১ জুন ২০১১ ১১:৩৮ | 122.160.159.184
  • কেউ কি জানে আমার আপিসের ড্রয়ারের চাবি কোথায় রেখেছি?
  • r2h | ২১ জুন ২০১১ ১০:০৭ | 67.96.80.214
  • থ্যাঙ্কিউ ঃ)
  • kc daar mail ID | ২১ জুন ২০১১ ০৮:৪৬ | 89.203.49.18
  • ঃ) kousikchakrabarty জিমেলে।
  • Bratin | ২১ জুন ২০১১ ০৮:৩৭ | 117.194.98.62
  • ইন্দো, অংশুমানের 'চারমূর্তি' র গান কে একটু অন্য ভাবে লিখেছে। গান টা হলঃ

    'খাবো তোকে, খচাং ফু
    .................
    (তারপরে) গোল গোল্লা গো গো গোল্লা'

    ইত্যাদি প্রভৃতি।
  • siki | ২১ জুন ২০১১ ০৮:৩১ | 123.242.248.130
  • বেন বেল্লা কে? বেন জনসনকে চিনি, বেন টেন জানি, বেন সন হেজেসও শুনি। বাট বেন বেল্লা হু?
  • Nina | ২১ জুন ২০১১ ০২:২০ | 12.149.39.84
  • রঞ্জনভাউ, মনে মনে আমিও যোগদান করব--পুরোটা সময়! টেপ করে যদি শোনানোর ব্যাবস্থা হয় তাহলে যে কি ভাল হয়----অপেক্ষায় রইলাম।
    কেন যে এতদূরে থাকি ঃ-((
  • ranjan roy | ২১ জুন ২০১১ ০১:৫০ | 122.175.130.151
  • এটা ঠিক ভাট না। কিন্তু আনন্দসংবাদ।
    আগামী ২৪ তারিখ কল্লোল সপরিবারে রায়পুরে আমার বাড়িতে আসছে। ২৫ তারিখ আমরা( ""আড্ডা'' বলে একটি ব্যানার খাড়া করেছি) একটি ছোট এসি হলে জনা পঞ্চাশেক বাঙ্গালী পুরুষ এবং মহিলাদের সন্ধে বলা ডেকেছি--- কল্লোলের গান, ব্যাখ্যা, গপ্পো শোনার জন্যে।
    এটাই ""আড্ডা''র প্রথম কাজ। এটি সফল হলে মেনস্ট্রীমের বাইরের পেইন্টার, আভাঁ গার্দ ফিল্ম, এক্সপেরিমেন্টাল নাটক-- ইত্যাদির পিঠ চাপড়ানোর ইচ্ছে আছে।
  • nk | ২১ জুন ২০১১ ০১:৩২ | 151.141.84.155
  • বড়াই ঘুমাস না তু? (সাঁওতালপরগণা থিকে ফিরলম) ঃ-)
  • I | ২১ জুন ২০১১ ০১:২৫ | 14.99.116.224
  • ঘচাং ফু ! খাবো তোকে !

    বেন বেল্লা বেন বেন বেল্লা বেন বেল্লা...
  • nk | ২১ জুন ২০১১ ০০:৩২ | 151.141.84.155
  • আর সার্কাসে?
  • r2h | ২১ জুন ২০১১ ০০:২৯ | 198.175.62.19
  • কেসিদার মেল আইডি পাওয়া যায়? মানে কিভাবে যোগাযোগ করবো আরকি। kb.sayanজিমেলে যদি পাঠায়ে দ্যান।
  • I | ২০ জুন ২০১১ ২৩:৪৩ | 14.99.116.224
  • আকা কী কয় ? মেয়ে ত চিরকালই থাগতো। মেয়ে ছাড়া আবার মেজিক হয় নাকি?;-)
  • Bratin | ২০ জুন ২০১১ ২২:৩৭ | 117.194.100.142
  • আমিও দেখেছি। স্কুলে পড়ার সময়। পটিয়ে পাটিয়ে ছোটকাকা কে ধরে নিয়ে গিয়েছিলাম।
  • nk | ২০ জুন ২০১১ ২২:৩৬ | 151.141.84.194
  • এই ঘড়ি বদলানোর গল্পটা সিনিয়র পিসির আমল থেকে চলে আসছে। ঃ-)
  • aka | ২০ জুন ২০১১ ২২:২৯ | 168.26.215.13
  • জেঠুর কাছে গল্প (মতান্তরে গুল্প) শুনেছি বড় পিসি সরকারের শো শুরু হওয়ার কথা সাতটায় কিন্তু পিসি সরকার লেট, ঘড়ির কাঁটা যখন আটটা ছুঁই ছুঁই তখন পিসি সরকার দৌড়ে দর্শকের সিটের সামনে দিয়ে ঢুকলেন। লোকে নাকি রেগেমেগে জিগ্যেস করল এত লেট কেন? উনি বললেন ঘড়ির দিকে তাকিয়ে দেখুন তো। সবাই দেখল তাদের ঘড়িতে সাতটা বাজে।
  • Tim | ২০ জুন ২০১১ ২২:২৭ | 198.82.22.80
  • এই সুবাদে সিনিমার গানটার কথা মনে পড়ে বেজায় হাসি পাচ্ছে। আজগের পোশ্নোঃ
    ১। সিনিমার নাম
    ২। গানের প্রথম লাইন

    ঃ-))))
  • Tim | ২০ জুন ২০১১ ২২:২৬ | 198.82.22.80
  • হুঁ এক্স রে আই।

    আমি তো সিনিমাটাও হলে গিয়ে দেখেছিলাম। ঃ-)
  • m | ২০ জুন ২০১১ ২২:২৪ | 117.194.44.29
  • আমি স্কুলে পড়তে দেখেছি- এখনো বেশ মনে আছে, ছাদের দিকে তাকিয়ে আর্যভট্ট দেখার স্মৃতি- চোখ বেঁধে আঁক কষা, বাক্সবন্দী বৌকে ধারালো করাত দিয়ে কেটে ফেলা- অল্পে তুষ্ট হবার যুগে অবাক আর ভালো দুইই লেগেছিলোঃ)
  • aka | ২০ জুন ২০১১ ২২:২৪ | 168.26.215.13
  • ঐ যে চোখ বেঁধে যে খেলাটা দেখায় সেটা যাস্ট অ্যামেজিং।
  • Tim | ২০ জুন ২০১১ ২২:২৩ | 198.82.22.80
  • উফ্‌ফ আজকে সব কমন পচ্ছে। আমিও দেখিচি। একেবারে সামনের সিট থেকে।
  • aka | ২০ জুন ২০১১ ২২:২২ | 168.26.215.13
  • হ্যাঁ হ্যাঁ পিসি সরকারের মেজিক দেখার মতন জিনিষ। এখন সাথে মনে হয় মেয়ে থাকে। তবে খবরা খবর গিয়েই নিতে হবে, ফোন আছে কিন্তু কেউ তোলে না।
  • m | ২০ জুন ২০১১ ২২:২০ | 117.194.44.29
  • এবারে জুলাই মাসের বিজ্ঞাপন দিয়েছে - মহাজাতি সদনে বাবা,মা ,ছা সবাই মিলে ইন্দ্রজাল দেখাবে।ভাবছি ছেলেকে নিয়ে যাবো। কিন্তু সামনে থেকে না দেখতে পেলে মজাটাই মাটি। দেখি গিয়ে একদিন খোঁজ নিতে হবে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত