এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • nk | ১৩ জুন ২০১১ ২১:১৩ | 151.141.84.194
  • ঈশ, সেইসব দিন! গাছ থেকে টোপা কুল, ডাঁশা পেয়ারা অল্পো নুন দিয়ে, বর্ষার দিনে ব্যাঙের গান, প্রবল বর্ষণের পরে লোকে ঝুড়ি নিয়ে মশারি নিয়ে কচুপাতা নিয়ে বেরিয়ে পড়তো কুচো মাছ ধরতে, এতো মাছ উঠে আসতো পুকুরগুলো থেকে। কই মাগুর এসবও উঠতো। সব হুড়মুড়িয়ে বদলে গেল। এক রেডিও প্রোগ্রামে একটা বাচ্চা সঞ্চালককে জিগ্গেস করছিলো, "শিশির কী? "

    নিজেকে মান্ধাতা মনে হয়। হায় মান্ধাতার কী মনে হবে সে বেচারা যদি টাইম মেশিনে চড়ে আসে? ঃ-)
  • m | ১৩ জুন ২০১১ ২১:০৪ | 117.194.43.183
  • যা যা নাম কল্লো লোকজন, সব আমি দেখেছি-বাক্স ঘুড়ি পর্যন্ত। খারকোল বাটা খেয়েছি,রোয়াল মতান্তরে রয়াল ওরফে হরবড়াই তো এই সেদিন ও খেলাম।পেকে গেলে সেই অপূর্ব স্বাদ এখনো মুখে লেগে আছে। ফলসা, আঁশফল(খেতাম না কোনোকালে)কত যে গাছ ছিলো চারদিকে- দেখেছি অনেক।বাতিল শিশির ঢাকনার চাপে কচি ফলসা পাতা হালকা সবুজ আর লাল রং নিয়ে কতদিন আমাদের খেলাঘরে তালের লুচি হয়েছেঃ) লংকা জবা গাছটা কেন জানিনা একেবারেই ঝোপের মত ছিলো না,তার ফুল আমাদের কুলের আচার বানাতে কাজে লাগতো।

    হায়, বেশি দিন না, বছর পঁচিশ আগেও শহরতলির বাচ্চারা এইসব নিয়েই বড়ো হতো।
  • Arpan | ১৩ জুন ২০১১ ২০:২৫ | 122.252.231.10
  • ব্যাঙের খবরটা শুনে খারাপ লাগছে। কিন্তু উইকডেজে হোয়াইটফিল্ড থেকে বানেরঘাটা রোড যাওয়া মুশকিল হি নাহি, নামুমকিন হ্যায়। দেখি কোনভাবে খবর জোগাড় করতে পারি কিনা।
  • nk | ১৩ জুন ২০১১ ২০:২২ | 151.141.84.191
  • লঙ্কাজবার ফুল নিশ্চয় দেখেছেন অনেকেই। সেই গাছে দুর্গা টুনটুনি আসতো। ছেলে দুর্গা টুনটুনির গলায় রোদ পড়লে এত রকম সব রঙ দেখা যায়! মেয়ে দুর্গা টুনটুনির ওরকম কিছু নেই।
  • nk | ১৩ জুন ২০১১ ২০:১৯ | 151.141.84.191
  • তবে কিনা খোলা খরগোশ মাঠে দৌড়ায় আর ঝোপে পাতা খায় এ আমি বিভুই এ দেখলাম। মা খরগোশ ছানা খরগোশ পাতা লতা খায় আর আড়ে আড়ে চায়। ওদের দিকে একটু এগোলেই দৌড়ে পালায়। ঃ-)
  • nk | ১৩ জুন ২০১১ ২০:১৭ | 151.141.84.191
  • বাক্স ঘুড়ি, ডাক ঘুড়ি দেখেছ? খুব হাওয়া থাকলে তবে ওগুলো ওড়ানো যায়।
  • nk | ১৩ জুন ২০১১ ২০:১৬ | 151.141.84.191
  • হাড়মুড়মুড়ি গাছ দেখেছ?
    রোয়াল ফল খেয়েছ?
    শিয়ালকাঁটার ফল দেখেছ যেগুলো কিনা মথার চুলে আটকে দেওয়া যায় এতো রোঁয়া রোঁয়া ওলা?
  • Bratin | ১৩ জুন ২০১১ ১৯:৩১ | 122.248.183.1
  • হ্যাঁ । আজকে ওর কথা বলতেই কষ্ট হচ্ছিল ঃ-((
  • Bratin | ১৩ জুন ২০১১ ১৯:৩০ | 122.248.183.1
  • ইয়ে, আমিও গাছে চড়ে্‌ত পারি। তবে ঘুড়ি ওড়াতে পারি না। মাত্র ২.৫ বার ছাদ থেকে পড়ার জন্যে আমাকে ঘুড়ি কিনে দেয় নি ঃ-((
  • M | ১৩ জুন ২০১১ ১৯:৩০ | 59.93.195.190
  • কটা এমন বেহাল জায়গা পাবে দেখাও দেকি।ঃ)

    কিন্তু ব্যাঙের জন্য মন খারাপ হয়ে গেলো,অমন দস্যি মেয়েকে এভাবে কষ্ট পেতে দেখতে ভাল্লাগেনা।ভালো হয়ে ওঠার পর বাপু আর দস্যিগিরি করোনা।
  • M | ১৩ জুন ২০১১ ১৯:২৮ | 59.93.195.190
  • হেঃ
    আর গব্বো করে নিজেকে গাঁয়ের ছেলে বলোনা।আমি কলকেতায় জম্মে সেখেনেই এদ্দিন কাটিয়ে এমনকি ফলসা(উলস!)আঁশফল(ওয়াক)এমনকি গাব আর তেঁতুলের আকৃতির সাদা সাদা কষ কষ ওটা কি? ওহ বাবলা ফল ও খেয়েচি।চোখ লাল করে পুঁটি মাছ ও ধরেছি, এমনকি ট্যাংরাও আর গাছে চড়তেও পারি।হুঁ

    এদিকে আমার তিনি এসব খাননি, গাছে চড়তে পারেননা , ঘুড়ী ওড়াতে জানেননা।ওদিকে ডিডিদাদার মান্দ্রাজের চিত্তুর নামে কোন মফস্বলে বড় হয়েচেন।এদেরকে দেখেই গপ্প পড়ে মফস্বলের ছেলেদের যে ইমেজ নিয়ে মেয়েরা আঃ উঃ করে তা ভাবলেই রাগ হয়। ছ্যাঃ
  • Bratin | ১৩ জুন ২০১১ ১৯:২৬ | 122.248.183.1
  • বেহালা আবার একটা জায়গা হল নাকি?

    দেখো কীভাবে শব্দ টা এসেছে।

    বেহালা = বেহাল + আ ( মানে বেহাল থেকেও খারাপ অবস্থা) ঃ-))
  • Bratin | ১৩ জুন ২০১১ ১৯:১৭ | 122.248.183.1
  • কিন্তু আমি গ্রামের ছেলে হয়েও মাদার ফল কস্মিন কালেও খাই নি ঃ-((
  • M | ১৩ জুন ২০১১ ১৯:১৬ | 59.93.195.190
  • মিঠুকে,
    আমাদের ব্যায়লা বাজারে আর কদমতলা বাজারেও মাদার ফল দেখেছি, না শেপের হয়তো?আর গায়ে হালকা রোঁয়া,স্কিন এইসা মসৃন যে হাতের চাপ দিলেই ভেঙে আসে আর টক মিষ্টি খেতে।আবার দেখলে কিনে তোমার নাম করে খেয়ে নেবো।.............:P
  • M | ১৩ জুন ২০১১ ১৯:১৩ | 59.93.195.190
  • সেইতো.......ঃ))
  • Bratin | ১৩ জুন ২০১১ ১৯:১২ | 122.248.183.1
  • দেখলে? বললাম ঃ-))
  • M | ১৩ জুন ২০১১ ১৯:১০ | 59.93.195.190
  • খুলেছে।
  • M | ১৩ জুন ২০১১ ১৯:০৭ | 59.93.195.190
  • ব্রতীন, কিভাবে টানবো?
  • Bratin | ১৩ জুন ২০১১ ১৯:০২ | 122.248.183.1
  • হ্যাঁ । ও ই টা আমাদের ছেলো।
  • nk | ১৩ জুন ২০১১ ১৯:০০ | 151.141.84.194
  • খারকোল কচুজাতীয়। কিন্তু গলা চুলকায় না। ঃ-)
  • nk | ১৩ জুন ২০১১ ১৯:০০ | 151.141.84.194
  • কুয়া থেকে জল তোলার বালতি কপিকল দেখেছি আর বালতি কুয়ায় পড়ে গেলে সেটা তোলার যন্ত্র ও দেখেছি তাকে বলে কাঁটা, অনেক লোহার হুক ওয়ালা একটা জবর্জং জিনিস।
  • Bratin | ১৩ জুন ২০১১ ১৮:৫৯ | 122.248.183.1
  • খারকোল কি নারকোলের 'কামাতুতো মামা' ?
  • nk | ১৩ জুন ২০১১ ১৮:৫৮ | 151.141.84.194
  • না না বার আকারের যে খিল সেতো ব্যান্দা, সেরকম না, বড়ো বড়ো শিরাতোলা চৌকো হুড়কো। ঃ-)
  • nk | ১৩ জুন ২০১১ ১৮:৫৬ | 151.141.84.194
  • চুকর বলে একরকম চাটনি ও জ্যাম উপযোগী ফল দেখেছি, দেখেছি খারকোল পাতা ও ডাঁটা, ভালো ভর্তা হয়।
  • Bratin | ১৩ জুন ২০১১ ১৮:৫৬ | 122.248.183.1
  • আমদের বাড়িতে তো এখনও কাঠের হুড়কো আছে। বাংলায় একেই ত খিল বলে নাকি?
  • nk | ১৩ জুন ২০১১ ১৮:৫৫ | 151.141.84.194
  • বড়ো ছিটকিনি আর হুড়কো(কাঠের)ও দেখেছি। তাছাড়া দেখেছি হ্যারিকেন লন্ঠন।
    ঃ-)
  • Bratin | ১৩ জুন ২০১১ ১৮:৫৪ | 122.248.183.1
  • টানুন টানুন। একটু জোরে টানলেই খুলে যাবে।
  • M | ১৩ জুন ২০১১ ১৮:৪৫ | 59.93.195.190
  • আমার না (একটু কিন্তু কিন্তু করে)BL-Mখুলছে না। কারোর খুলছে কি?
  • dukhe | ১৩ জুন ২০১১ ১৮:৩৬ | 122.160.114.85
  • হোল্ডল জোগাড় করতে না পারলে সতরঞ্চিতে বেডিং বাঁধুন । ছাতা ঠিকই গোঁজা যাবে ।
  • de | ১৩ জুন ২০১১ ১৮:০৯ | 59.163.30.6
  • অনেকদিন বাদে এলাম -- দম ফেলতে পারছিনা, তবু ম কে বলে যাই, কলকাতার মধ্যেই এবারেও একটা মেলায় ডউয়া দেখেছি -- মঙ্গলচন্ডীর মেলা, মায়ের সঙ্গে গেছিলাম, সব নাম না জানা ফল আর গাছের মেলা হয় সেখানে, ডউয়া, কাউ, ফলসা, সুজিফল, নইল সব পাওয়া যায় সেখানে!

    বাড়ি গেলাম, সবাই ভালো আছে আশা করি (পিছিয়ে পড়ার সময় পাচ্চি না :((()
  • Bratin | ১৩ জুন ২০১১ ১৭:৪৯ | 122.248.183.1
  • স্কুলে ১ টা নিয়ে গিয়ে ২৫ পয়সা করে ৪ রকম চাটনি খেতাম ( তাও পেট খারাপ হত না)। এছাড়া ৫ পয়সা করে হজমি খেতাম। কাঠি আইসক্রীম। বিলিতি আমড়া। টোপা কুল এবং পাকা কুল। কামরাঙা। কিচ্ছু বাদ দিতাম না স্কুলে গিয়ে।
  • aka | ১৩ জুন ২০১১ ১৭:৪৬ | 168.26.215.13
  • এখনও কেউ দু পয়সার মুড়ি চানাচুর খেয়েছে এই দাবীটা করে নি। আমিই করি।
  • kumudini | ১৩ জুন ২০১১ ১৭:৩১ | 122.160.159.184
  • মামুকে অনেক কনগ্রা।গাড়ী চালাতে জানা লোকজন ও ডাক্তারদের আমি প্রবল ভক্তি করি।
  • kumudini | ১৩ জুন ২০১১ ১৭:২৭ | 122.160.159.184
  • চৌকিদার তো দিল্লীভাটের দিনই কিনলাম।আর হোল্ডল অতি ভাল জিনিস,শেষ মুহূর্ত্তে ছাড়াজামাকাপড়,ভিজে গামছা সব গুঁজে দিয়ে বেঁধে নিলেই হোলো।
  • m | ১৩ জুন ২০১১ ১৭:২০ | 117.194.43.183
  • শমীক,তোমার ঐ 'সবপেয়েছি' মেলায় ডেউয়া পাওয়া যায় কিনা দেখবে।
  • siki | ১৩ জুন ২০১১ ১৭:০৩ | 123.242.248.130
  • যেত শুধু নয়। আজও যায়। তোমরা সব শহর কলকেতায় থেকে আজকাল এসব দেখতে পাও না। এসো হুগলির ওলাইচণ্ডীতলার মেলায়। সঅব দেখিয়ে দেব।

    আর ট্যামটেমি? কাঠি ঘোরালে হাত পা নাড়ানো চৌকিদার? দিল্লি হাটে এসে দেখে যেও।
  • Bratin | ১৩ জুন ২০১১ ১৬:৫৯ | 122.248.183.1
  • রথের মেলায় স্প্রিং লাগানো বুড়ো পাওয়া যেত? আর কাগজ দিয়ে বানানো চৌকিদার যে হাত পা নাড়তে পারতো কাঠি টাকে ঘোরালে। আর ট্যামটেমি? সামনে দড়ি ধরে টানলে সেটা বাজতে শুরু করতো।
  • siki | ১৩ জুন ২০১১ ১৬:৫৯ | 123.242.248.130
  • এরা ক্ষী যে বলে! হোল্ডঅল তো আমার বাড়িতে এখনও রয়েছে! এই তো কবছর আগে যেন ভুবনেশ্বর থেকে দিল্লি এলাম, তখনও হোল্ডঅলেই তো বিছানা বেঁধে এনেছিলাম।
  • Bratin | ১৩ জুন ২০১১ ১৬:৫৭ | 122.248.183.1
  • এই রে, এই বার চাপ হয়ে যাচ্ছে । তা হলে বোধহয় মান্ধাতার বয়েস আরো বেশী ঃ-))
  • pi | ১৩ জুন ২০১১ ১৬:৫৬ | 72.83.97.171
  • লামাদার সব কটাই দেখেছি। আর ছিল কুড়ি পয়সার বাস টিকিট।
    তবে তিন পয়সার কয়েনটা বোধ্‌হয় আমি দাদার জমানোর বাস্কে দেখেছিলুম।
  • pi | ১৩ জুন ২০১১ ১৬:৫৫ | 72.83.97.171
  • ও বোতীনদা, হোল্ডল আমাদের বাড়িতে এখনো আছে !
    আমি নিজেই হোস্টেলে নিয়ে গেসলাম।
  • Lama | ১৩ জুন ২০১১ ১৬:৫২ | 203.132.214.11
  • ছোটবেলায় আরও যেসব জিনিস দেখেছি তার মধ্যে আছে-

    হাফপ্যান্ট পরা পুলিস, রথের মেলায় বায়োস্কোপ, গ্রামোফোন রেকর্ড, টিনের পাতের মত দেখতে জিনিস দিয়ে তৈরি এরোপ্লেন, বিয়েবাড়িতে বালতি করে মাছের কালিয়া পরিবেশন, তিন পয়সার কয়েন, খোলা জিপে হাত নাড়া প্রধানমন্ত্রী...
  • Lama | ১৩ জুন ২০১১ ১৬:৪৮ | 203.132.214.11
  • আমি যখন প্রথম চাকরি করতে গেলাম তখনও আমার হোল্ডল ছিল। তাহলে আমিও মান্ধাতার আমলের
  • Bratin | ১৩ জুন ২০১১ ১৬:৪৮ | 122.248.183.1
  • এ হে, মিঠু র অল্প বয়েস ভেবেছিলুম। কিন্তু এখন দেখছি .....
    ঃ-))
  • m | ১৩ জুন ২০১১ ১৬:৪১ | 117.194.43.183
  • ব্রতীন,আমদের বাড়িতেই ছোটবেলায় হোল্ডল দেখেছি,ভিতরে নরম সিল্কের কাপড় লাগানো সুটকেস, তালের রস বের করার তালঘষুনি- আমাকে কি মান্ধাতার ছোটবোন বলা যাবেঃ)
  • Bratin | ১৩ জুন ২০১১ ১৬:৩৩ | 122.248.183.1
  • ওসব পাওয়া যেত মান্ধাতা যখন হাফ প্যান্ট পরতো তখন ঃ-))
  • m | ১৩ জুন ২০১১ ১৬:২৮ | 117.194.43.183
  • দুখে ,হোল্ডল কোথায় পাওয়া যায়
    জাদুঘরে অবশ্য দেখিনি এখনো।
  • kumudini | ১৩ জুন ২০১১ ১৬:২৩ | 122.160.159.184
  • ডিডিদা কোন প্রাণে কয়েতবেল ফেরত দিলেন?
  • Bratin | ১৩ জুন ২০১১ ১৬:১৩ | 122.248.183.1
  • এল। ঃ-)

    IBM র ১০০ বছর উপলক্ষ্যে আমাদের টি শার্ট, কফি মগ আর একটা বই দিচ্ছে। পরে নাকি বই থেকে শক্ত শক্র প্রশ্ন জিগাবে ঃ-((
  • siki | ১৩ জুন ২০১১ ১৬:১৩ | 123.242.248.130
  • ইশানকে কুদোস।

    কলকাতার রাস্তাঘাটে যারা গাড়ি চালায়, তাদের আমি বিশেষ সম্মানের চোখে দেখি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত