এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Tim | ০৯ জুন ২০১১ ০১:১০ | 198.82.17.3
  • ব্যাঙদি একটা লোপ্পা ফুলটস দিলো। নীরবতা হিরণ্ময়।
  • Tim | ০৯ জুন ২০১১ ০১:০৮ | 198.82.17.3
  • এটা একরকম ব্ল্যাকমেলিং। এই জিনিস না পেলে ছেলেমেয়েদের ওপর উৎপাত করার ভয় দেখানো।
  • Arpan | ০৯ জুন ২০১১ ০১:০৮ | 112.133.206.22
  • যাও যাও, তোমার মস্তানি তো শুধু ভালোমানুষ মৌলিদা আর তোমার ভোলাভালা ছেলের সাথে! ঃ)
  • Arpan | ০৯ জুন ২০১১ ০১:০৭ | 112.133.206.22
  • এর জন্য সবাইকে অ্যাসার্টিভনেসের ট্রেনিঙে পাঠানো উচিত। ম্যান্ডেটরিলি।

    নিজেও অনেক ঠেকে শিখেছি।
  • byaang | ০৯ জুন ২০১১ ০১:০৬ | 122.172.243.173
  • হ্যাঃ, এরা আমাকে রূপ তেরা মস্তানা অবস্থাতে দেখেই নি তো তাই এসব বলছে।
  • byaang | ০৯ জুন ২০১১ ০১:০৫ | 122.172.243.173
  • এই ঠিকঠাক সময়ে "না'' বলতে না পেরে ওঠার জন্য যে জীবনে কত চাপ খেয়েছি, সে হিসেব করতে গেলে রাত কাবার হয়ে যাবে।

    আর তো ভয় পাচ্ছি না বলেই এবছরের রেজাল্টের দিনে যখন আবার থ্রিতে আসছি বলে ভয় দেখিয়েছে, তখন ফাইনালি "না, আর পারবো না'' বলতে পেরেছিলাম।
  • aka | ০৯ জুন ২০১১ ০১:০৪ | 168.26.215.13
  • ব্যাং ডাকাবুকো হলে আমিও গামা পালোয়ান।
  • hu | ০৯ জুন ২০১১ ০১:০৪ | 12.34.246.72
  • পেনগুলো কিন্তু সত্যি ভালো দেখতে। এমন একটা ঝর্না কলম পেলে ঝর্নার মত লেখা বেরোবে ঃ-)
  • Arpan | ০৯ জুন ২০১১ ০১:০৩ | 112.133.206.22
  • ব্যাং নাকি ডাকাবুকো!

    হাঃ হাঃ হাঃ!!
  • byaang | ০৯ জুন ২০১১ ০১:০৩ | 122.172.243.173
  • আরে শাফল করলেও তো আবার এক সেক্‌শনে পড়ার কিছুটা সম্ভাবনা থেকেই যায়। আর ভয় পেয়ে বিরিয়ানি যতটা না পাঠিয়েছি, তার থেকে বেশি পাঠিয়েছি অর্থহীন চক্ষুলজ্জার খাতিরে। জাস্ট "না'' বলতে পারি নি বলে।
  • pi | ০৯ জুন ২০১১ ০১:০২ | 128.231.22.150
  • এর পর থেকে আর যত ভয় দেখাক, ভয় টয় পেও না। কিম্বা দুখেদার টেকনিক ফলো কোরো ঃ)
  • Paramita | ০৯ জুন ২০১১ ০১:০২ | 202.3.120.9
  • প্রতীকবাবু, আমি কোথায় বললাম যে সিস্টেমের জন্য চাকরি পাচ্ছে না? একটা ওয়ার্কিং সিস্টেম আছে বলেই আম্রিকা আরো দু জেনেরেশন হেসেখেলে কাটিয়ে দেবে, কেউ কিচ্ছুটি করতে পারবে না। ওপরের লেভেলের খেলা ট্রিকল ডাউন করে এই সিস্টেম ভাঙতে ভাঙতে আমরা ওঁ প্রাপ্ত হব।
  • Arpan | ০৯ জুন ২০১১ ০১:০১ | 112.133.206.22
  • উইলিয়াম টেল!

    উইলিয়ামের মাথায় কেউ রাখেনি, উইলিয়াম ছেলের মাথায় রেখেছিল!!!
  • aka | ০৯ জুন ২০১১ ০১:০১ | 168.26.215.13
  • পাই, আমি এলিমেন্টারি আর গ্র্যাজুয়েট স্টাডিজ বললাম। বাকিটার প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই।
  • Tim | ০৯ জুন ২০১১ ০১:০১ | 198.82.17.3
  • অপ্পনের লিংকে দেখলাম ১৩৯ জন এই পেনগুলোকে লাইক করেছে। বলবো কি, একজনের প্রোফাইল দেখেও পড়াশুনো করে বলে মনে হলোনা! খালি আইপিএল, সলমন খান, ফেমিনা মিস ইন্ডিয়া, ফেসবুক, চন্দন আরো কিসব।
  • hu | ০৯ জুন ২০১১ ০১:০০ | 12.34.246.72
  • উইলিয়ামের মাথায় আপেল রেখে কে যেন তীর ছোঁড়া প্র্যাকটিস করেছিল না?
  • pi | ০৯ জুন ২০১১ ০১:০০ | 128.231.22.150
  • ব্যাংদি, শাফল করবে যদি জানৈ তো ভয় পেতে কেন ?
    তুমি এমনি ডাকাবুকো, তোমার সাথে এই ভয় পেয়ে বিরিয়ানি পাঠানোটা কেমন যাচ্ছে না ঃ(
  • byaang | ০৯ জুন ২০১১ ০১:০০ | 122.172.243.173
  • কাকে বলছিস?
  • pi | ০৯ জুন ২০১১ ০০:৫৯ | 128.231.22.150
  • ও, তুমিও জিগিও না য্যানো।
  • byaang | ০৯ জুন ২০১১ ০০:৫৯ | 122.172.243.173
  • প্রথম, প্রোমোটেড
  • pi | ০৯ জুন ২০১১ ০০:৫৯ | 128.231.22.150
  • না না, উইলিয়ম কে সে তো আমি জানি। সে জিগাবো না।
  • byaang | ০৯ জুন ২০১১ ০০:৫৭ | 122.172.243.173
  • আরে ক্লাস ওয়ানের টিচার খাবার চাইতো, আর ভয় দেখাতে বলতো, উনিই টুতে ক্লাসটিচার হবেন। কিন্তু টুয়ে অন্য টিচার হয়েছিলেন, আর প্রথজন ক্লাস থ্রিতে প্রোমোটেদ হয়ে গেছিলেন নতুন প্রিন্সিপাল আসার পরে। আর উনি তো ওগুলো আমাকে ভয় দেখাতে বলতেন, যাতে আমি "না " বলতে না পারি। ওদের স্কুলে প্রতিবছর সেক্‌শন আর ক্লাসটিচার শাফল করে দেয়।
  • Arpan | ০৯ জুন ২০১১ ০০:৫৭ | 112.133.206.22
  • ধন্যি এরা। এইসব মায়ে মায়ে পরিচিতি খুব ভয়ংকর ব্যপার। ভাগ্যিস আমাদের সেকশনে আর কোন বাঙালি নেই। ঃ))
  • hu | ০৯ জুন ২০১১ ০০:৫৭ | 12.34.246.72
  • বাহ! কি সুন্দর সুন্দর দেখতে পেন!
  • Tim | ০৯ জুন ২০১১ ০০:৫৭ | 198.82.17.3
  • আরে এ তো সোজা! উইলিয়াম যে পেনে লিখতো। আবার উইলিয়াম কে জিগিওনা।
  • hu | ০৯ জুন ২০১১ ০০:৫৬ | 12.34.246.72
  • ঃ-)))))
  • Arpan | ০৯ জুন ২০১১ ০০:৫৬ | 112.133.206.22
  • উঃ, পাইটা ক্ষী ভয়ংকর রকমের ভনভন করে। ঃ)

    উইলিয়াম পেনঃ http://williampenn.net/
  • byaang | ০৯ জুন ২০১১ ০০:৫৫ | 122.172.243.173
  • অর্পণ, এমন সব বাঙালী মা দেখেছি, আমি তাদের কাছে নস্যি। বেস্ট ঝামেলা দেখেছিলাম দুই মায়ের মধ্যে - এক মায়ের অভিযোগ অন্য মায়ের প্রতি, ""আমার ছেলে যাতে ওর ছেলের থেকে রেজাল্টে ভালো করতে না পারে , সেই জন্য ও ইচ্ছে করে আমার ছেলেকে বাড়িতে ডেকে ফেসবুকের অ্যাকাউন্ট খুলে দিয়েছে, আর গেম্‌স খেলতে শিখিয়ে দিয়েছে।'' ঃ-))
  • aka | ০৯ জুন ২০১১ ০০:৫৪ | 168.26.215.13
  • একবারই জীবনে চাপ খেয়েছি, আইএসাই প্রথম সেমে, অ্যানালিসিসে ২৫ তুলতে লাল সুতো নীল সুতো বের হবার যোগাড়। সকাল ছটায় ঘুম ভেঙে উঠে রুডিন পড়তাম।
  • pi | ০৯ জুন ২০১১ ০০:৫৪ | 128.231.22.150
  • আচ্ছা ব্যাংদি, তুমি যে তখন বল্লে, সেগুলো তো ক্লাস ওয়ান টু র ক্লাসটীচারের কথা না ?
    এই শেষ পোস্টে ক্লাস টু এর যে ভাল টিচারের কথা বল্লে, তিনি তালে কে ?
    আমার ই গুলিয়ে গেছে মনে হয়।
    আর হ্যাঁ, অনেকক্ষণ থেকে জিগাবো ভাবছিলুম। উইলিয়ম পেন টা আবার কী ?
  • prateek | ০৯ জুন ২০১১ ০০:৫৪ | 128.138.65.254
  • Paramita, ফ্রেশার দের চাক্রি পেতে চাপ কারন economy, system না।।আর একটা খুব চালু ফ্রেস আছে আমেরিকান রা নাকি অন্‌ক পারেনা।।যত বালের কথা
  • Arpan | ০৯ জুন ২০১১ ০০:৫৪ | 112.133.206.22
  • হ্যাঁ, আমাদের রেসিডেন্ট গোলদারবাবু। ;-)
  • Arpan | ০৯ জুন ২০১১ ০০:৫৩ | 112.133.206.22
  • আকার কথা পুরো সত্যি নয়। আমি সল্লেকের একটা মোটামুটি নামকরা সরকারী স্কুলে পড়েছি, ওখানে অভিভাবকেরা সবাই ভয়ংকরকমের মার্ক্সবাদী ছিল। তো, অ্যাদ্দিন পরে ফেসবুক-অর্কুটে পুরনো ব্যাচমেটদের খুঁজে পাচ্ছি। সবাই ভালোই করছে টরছে। মানে ওই মালকড়ি মনে হয় সবাই ভালোই কামাচ্ছে। একজন সায়েন্টিস্ট হয়েছে, আর গোটা দুই স্কুল টিচার হয়েছে। তারা স্কুল টিচার হওয়াতে আমরা প্রবল অবাক এবং আতঙ্কিত হয়েছিলাম। ;-)
  • aka | ০৯ জুন ২০১১ ০০:৫২ | 168.26.215.13
  • ;)
  • Tim | ০৯ জুন ২০১১ ০০:৫১ | 198.82.17.3
  • আজ্জোদার কিরম সবেতেই একটা থিওরি দেয়ার অব্যেস হয়েচে। ঃ-)
  • aka | ০৯ জুন ২০১১ ০০:৪৯ | 168.26.215.13
  • পাই, এটার জন্য কয়েক বছর ওয়েট করতে হবে। ;)
  • aka | ০৯ জুন ২০১১ ০০:৪৮ | 168.26.215.13
  • কারণ স্বাভাবিক ভাবে বড় হতে হতে আমার বন্ধুরা রোদে জলে মহেন্দ্র দত্ত হয়েছে। এইরকম চাপ যারাই খেয়েছে তাদেরই ব্যপারটা মাঝপথে ঘেঁটে গেছে, মূলত সাইকলজিকাল প্রবলেম, অদ্ভূত দৃষ্টিভঙ্গী এইসবের জন্য (আবারও স্মল স্যাম্পেল)।
  • pi | ০৯ জুন ২০১১ ০০:৪৭ | 128.231.22.150
  • আকাদা, আর মাঝামাঝি স্তরে ?
    একেবারে বড় বলতে কি হাই স্কুল ?
  • prateek | ০৯ জুন ২০১১ ০০:৪৭ | 128.138.65.254
  • আমেরিকার এডুকেটন নিয়ে যারা অভিযোগ করে তারা জাস্ত করার জন্য করে।।।couldn't agree more with aka..the system here is based on problem solving and analysis..not on stupid theorem description
  • Arpan | ০৯ জুন ২০১১ ০০:৪৬ | 112.133.206.22
  • হ্যাঁ, আয়নার সামনে দাঁড়িয়ে টাইপিও। ;-)
  • pi | ০৯ জুন ২০১১ ০০:৪৬ | 128.231.22.150
  • শেখানো নিয়ে এসব স্কুলের ই যদি এই দশা তো তো সরকারি কি পাড়ার মিউনিসিপাল স্কুলগুলোর কী অবস্থা। শুধু তাই কেন, ছাতার মত তো গজিয়ে উঠেছে 'ইঙ্গলিশ' স্কুল। তার যে কী ভয়াবহ দশা, বম্বে থাকতে কিছু অভিজ্ঞতা হয়েছিল। আর এদের তো বাড়িতে দেখানোর জন্য বাবা মা র সামর্থ্য ই নেই। নিজেদের হয়তো অক্ষরজ্ঞটুকুনি আছে বা নেই। অগত্যা প্রাইভেট টিচার বা কোচিং। নিজেরা বাড়িতে বাই কি সিকিওরিটি গার্ডের চাকরি করে কী পান কে জানে, এইসব স্কুল, কোচিং এর পিছনে যে অর্ধেক ই গত হয়, সেটুকু জানা আছে। আর তার পর ও যদি কিছু শিখতো। সে যে কী ভয়ংকর শেখানো ! অংক দিলে বলে, দিদি, কোন পাতার অংক বলো। ঠিক উত্তর বলে দেবে।
    পুরো বই গ্রাফিকালি মুখস্থ। একটা শব্দের আলাদা করে ঠিকঠাক মানে জানেনা।
    তবে , বাবা মা খুশি। অ্যাট লিস্ট, ইংরাজী স্কুল থেকে তো পাশ দিচ্ছে। হিল্লে একটা হবেই।
  • Paramita | ০৯ জুন ২০১১ ০০:৪৫ | 202.3.120.9
  • উঁচু ক্লাসে খুব চাপ। এই টুকু জানি। আর দেখি ছেলেমেয়েরা বিভিন্ন রকমের মেজর নিয়ে কলেজে যাচ্ছে। মিউজিকের সঙ্গে এঞ্জিনিয়ারিং। ইংলিশ পড়ে ধাঁ করে মেডিকালে ঢুকলো। কিন্তু রিসেন্টলি বাবা-মাদের উদ্বিগ্ন দেখছি - ফ্রেশারদের চাকরি পাওয়া নাকি শক্ত হয়ে যাচ্ছে।
  • aka | ০৯ জুন ২০১১ ০০:৪৪ | 168.26.215.13
  • দুর আমাদের ছোটবেলায় চাপ কম ছিল নাকি? মানে পারিপার্শ্বিক চাপের কথা কইছি। কোনদিন চাপ নিইও নি, আর আমাকেও নিতে বলা হয় নি। আমি যা ইচ্ছে করেছি, পাকামো করে স্কুলে স্ট্যাট না থাকাতেও এইচএসে স্ট্যাট নিয়ে প্রচণ্ড ঝুলিয়েছি, মাধ্যমিকের আগেও চুটিয়ে ক্রিকেট খেলেছি। আমার বন্ধুরাও করেছে, এটা শুরু হয়েছে আমাদের ঠিক পরের জেনারেশন থেকে। কিন্তু এত চাপ নিয়েও অন দা অ্যাভারেজ আমাদের জেনারেশন বেটার আছে (স্মল স্যাম্পেল)।
  • byaang | ০৯ জুন ২০১১ ০০:৪৪ | 122.172.243.173
  • হ্যাঁ, এই বাঙালী মা দের চাপ নিয়ে আমার অনেকদিন ধরে একটা বুলবুলভাজা নামানোর ইচ্ছে আছে। ঃ-) সবচেয়ে কুল হচ্ছে পাঞ্জাবী মাবাবারা।
  • Arpan | ০৯ জুন ২০১১ ০০:৪৩ | 112.133.206.22
  • নাঃ, আমি আর বছর দুয়েক পরে সুচিন্তিত মতামত ছাড়বো। ঃ)

    এখন আমার মেয়ের হেবি চাপ। বেসিকাই হোমওয়ার্কের। মন্তেসরি থ্রি যদিও। তবে স্কুল সকাল দশটা থেকে একটা।

    তবে নিদেনপক্ষে ক্লাস টু অব্দি না গড়ালে এইসব ডেটা পয়েন্টে কাজ হবে না বুঝতে পারছি।
  • aka | ০৯ জুন ২০১১ ০০:৩৯ | 168.26.215.13
  • একেবারে ছোটদের জন্য আর একেবারে বড়দের জন্য যে শিক্ষাব্যবস্থা তা আনপ্যারালাল। যারা নিন্দে করে না জেনে করে, না বুঝে করে। এখানকার অধিকাংশ ছাত্র (বিশেষত যারা গ্র্যাজুয়েট স্টাডিজে যায়) বেশ ভালো।
  • Arpan | ০৯ জুন ২০১১ ০০:৩৮ | 112.133.206.22
  • ভারতে অভিভাবকদের চাপটা তৈরি হয় দেশে সবকিছুতে সার্ভাইভালের জন্য সংগ্রাম বেশি বলে। ঈশ্বর না করুন আম্রিকাতে অমন দিন যেন না আসে, আসলে খাবো কী, কিন্তু এলে অমন প্যানিক তৈরি হতে বাধ্য।

    চীন আর জাপানেও শুনেছি ভয়ংকর চাপ।

    আর এও মনে হয় বাঙালী অভিভাবকেরা চাপটা বেশি নেন। আমার দক্ষিণ ভারতীয় সহকর্মী বা তার স্ত্রী তো ছেলেকে কিছুই দেখায় না। রেজাল্ট কনসিস্টেন্ট, খালি মাতৃভাষা কানাড়ায় কাঁচা। ঃ) এইবার ক্লাস এইটে উঠল।
  • pi | ০৯ জুন ২০১১ ০০:৩৭ | 128.231.22.150
  • আম্রিগায় উঁচু কেলাসেও কি এমনি ই ভালো ব্যবস্থা , ভালো সিলেবাস ?

    তবে যে লোকে আম্রিগার শিক্ষাব্যবস্থা নিয়ে অভিযোগ করে ? সে কীসের জন্য ?
  • Paramita | ০৯ জুন ২০১১ ০০:৩৫ | 202.3.120.9
  • সকাল সাড়ে আটটা থেকে সাড়ে তিনটে অবধি ইস্কুলে থাকলে বাবা-মাকে কেন শেখাতে হবে কিছু? ক্লাস ওয়ান টুতে? আমি হোমওয়ার্কের কথা বলছি না।

    আমাদের ছোটবেলায় বাড়িতে স্কুলের দায়িত্ব কম্পেন্সেট করেছে। এখন পাল্টানো সময় ও পাল্টানো ফিজ-এর পরিপ্রেক্ষীতে অন্য কিছু চাওয়াই যায়। বিশেষতঃ যখন দেখছি আরেক জায়গায় সেটা দিব্যি কাজ করছে।
  • pi | ০৯ জুন ২০১১ ০০:৩৪ | 128.231.22.150
  • দেবপ্রসাদদা, খাদান নিয়ে এবারে বুবুভাতে যিনি লিখেছেন, ছেলেকে স্কুল থেকে ছাড়িয়ে দিয়েছেন।
    নিজেরা পড়ান। এসব নিয়ে নানা রকম কাজ করেন।
    আইএসাইতে ওনার এনিয়ে কিছু ফর্মাল কাজ পত্তর ও আছে।
    সেদিন বলছিলেন, ভারতে নানা স্টেটে নানা জায়গায় খান অ্যাকাডেমি ই®¾ট্রাডিউস করিয়েছেন। পঃবঙ্গে নাকি করতে পারেননি ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত