সাম্পানের স্কুলে সায়েন্স ক্লাব আছে। মাসে মাসে ২০ ডলার না কত জানি একটা নেয়। আমাদের নুড়ি, পাথর, পালক কোনটাই পাঠাতে হয় না (তাতে অবিশ্যি বাড়িতে সেগুলো কম আছে এটা মনে করার কারণ নাই, পরিবেশ জ্ঞানী ফেমিলি আমরা)। আর সাম্পান সায়েন্স ক্লাবে যাওয়ার জন্য পাগল। ওদেরও বিভিন্ন এক্সপেরিমেন্ট হয়।
Netai | ০৯ জুন ২০১১ ০০:৩১ | 182.64.70.171
মার খাবার হলে নিজেকেই কনচি কেটে নিয়ে এসে স্যারের হাতে তুলে দিতে হত। ক্ষি বেদনাদায়ক।
দুজন চাকরি করলে নিয়মিত ভাবে বাড়িতে পড়ানো সম্ভব নয়। বিশেষত যেখানে জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ সবই নিজেদের করতে হয়।
pi | ০৯ জুন ২০১১ ০০:২৮ | 128.231.22.150
তবে ভাইঝির স্কুলেও এবারে গিয়ে দেখলাম অনেক কিছু বলে দ্যায়, এটা আনো , সেটা আনো। বৌদির সঙ্গে গপ্পো হচ্ছিলো। একবার নাকি নুড়ি আর পালক আনতে বলেছিল। বৌদি বলে, নুড়ি নাহয় মাটি থেকে কুড়িয়ে পেলাম, কিন্তু পালক ? বারান্দা, ছাদ তন্ন তন্ন করেও কোন কাক শালিখ চড়ুইএর কিছুমিছু পাওয়া গেল না। তারপর ঘরে টাঙানো এক সাঁওতালের মুখোশের থেকে নিয়ে .... ও হ্যাঁ, একটা গ্লাস ও পাঠাতে বলেছিল। অভিভাবকে অভিভাবকে সে কি টেলিকানাকানি, কি না কি এক্ষপেরিমেন্ট হবে, কেলাস টু তে। তো, তারপর যা হল। ক্লাশে সকলকে এক গ্লাস জলে নুড়ি আর পালক ডোবাতে ভাসাতে বলে শেখানো হয়েছে ভারি আর হাল্কা কাকে বলে। খেপচুরিয়াস দাদা বৌদি তারপর থেকে আর তেমন কোন চাপ ন্যায় না। বলে দিয়েছে, এর জন্য টিচার কিছু বল্লে শুনবি। নম্বর কম পেলে পাবি। তাতে কিছু আসে যায় না। আর আমার ভাইঝি ও কুলকাল।
byaang | ০৯ জুন ২০১১ ০০:২৮ | 122.172.243.173
স্ট্রেংথ
aka | ০৯ জুন ২০১১ ০০:২৭ | 168.26.215.13
দুর প্রচূর কেলানি খাওয়ার পরেও এসব কিছু শিখিনি, কাউকে শিখতে দেখিও নি। আমার অঙ্কের স্যার একবার প্রচূর কেলিয়ে টেলিয়ে নিজেই কেঁদে ফেলল। আসলে কেলানোর থেকেও ওভারঅল ইম্প্রেসনটা অনেক বেশি প্রভাব ফেলে। আমার টীচাররা এখনও আমার কাছে হিরো।
byaang | ০৯ জুন ২০১১ ০০:২৭ | 122.172.243.173
অর্পণ, আমিও কিন্তু কেজি ওয়ান, কেজি টুতে ছেলের ইস্কুল এবং টিচার নিয়ে খুব খুশি ছিলাম। খুব যত্ন করতেন, শুধু আমার ছেলেকেই নয়, অন্য সব ছেলেকে। ক্লাস টুর ক্লাসটিচারও খুব ভালো ছিলেন, কোনোদিন কোনো কিছু চান নি। প্রতিটা বাচ্ছার স্ত্রেন্থ আর উইকনেস জানতেন, মাবাবাকে রেগুলার আপডেট দিতেন। বাবামা বাড়িতে বেশি চাপ দিলে, বাবামাকে মানা করতেন।
hu | ০৯ জুন ২০১১ ০০:২৬ | 12.34.246.72
এবং নির্লজ্জের মত সুবিধে আদায় করতে পারো। এইসব টিচারের তো কোন আত্মসম্মানবোধই নেই।
আমার অবশ্য অন্য সিস্টেমটা সম্বন্ধে কোন অভিজ্ঞতাই নেই। কাজে কম্পেয়ার কী করে করব!
তবে মনে হয় যতক্ষণ বাচ্চা এনজয় করছে ততক্ষণ যেকোন সিস্টেমই ভালো।
byaang | ০৯ জুন ২০১১ ০০:২৩ | 122.172.243.173
পাইয়ের এই কথাটাই আজ ছেলে মার খেয়ে ফেরার পরে ছেলের বন্ধুর মায়ের সঙ্গে আমি আলোচনা করছিলাম। যে গায়ের ব্যথা তো মিলিয়ে যাবে, কিন্তু ছেলে যেটা শিখছে, সেগুলো হচ্ছে, ১) তুমি তোমার থেকে দুর্বল কারুর উপর হাত তুলতে পার ২) যত ছোট ভুল বা অন্যায়ই হোক না কেন, ক্ষমা করার কোনো প্রশ্নই নেই ৩) অল্পতেই মেজাজ হারানো অধৈর্য্য হওয়া।
Paramita | ০৯ জুন ২০১১ ০০:২৩ | 202.3.120.9
অর্পণ, সবই আছে কিন্তু থেকেও নেই। এখানে বাবা-মা-রা "বাড়িতে পড়াতে হবেই" এইটাকে মেনে নেন। অন্য কিছু যে হতে পারে তার কোন অপশান নেই বলে।
আমাদের মেয়ের ক্লাস টিচারের সাথে বছরে তিনবার দেখা সাক্ষাৎ হয়। তিনটেই পেরেন্ট টিচার মিটিং। হ্যাঁ, ইংরেজি একটু ভুল বলেন কিন্তু ব্যবহার খুব ভালো। আর মেয়ে ক্লাসটিচারের দারুণ ফ্যান। ঃ)
তবে চাপ বহুত। তো, চাপ না চাইলে IGSE-ও তো আছে। বিদেশের কারিকুলাম, মেথডোলজি ইত্যাদি। গুড়ও বেশি।
Tim | ০৯ জুন ২০১১ ০০:২০ | 198.82.17.3
তা নেই, কারণ সবই তো ছকে বাঁধা জিনিস শেখাবে। বইয়ের জিনিসপত্তর, নম্বর তুলতে লাগবে। বাড়িতে গাইডেন্সও পাবে।
pi | ০৯ জুন ২০১১ ০০:২০ | 128.231.22.150
এতে 'শান্তি' পাওয়া যায় ? এরকম টিচারের কাছে কী শিখবে, তাই নিয়ে অশান্তি থাকেনা ?
pi | ০৯ জুন ২০১১ ০০:১৯ | 128.231.22.150
এরকম ক্লাসটীচারের কাছে 'শেখা' নিয়ে 'চিন্তা' নেই ?
byaang | ০৯ জুন ২০১১ ০০:১৯ | 122.172.243.173
চিন্টু, প্রিন্সিপালের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, প্রিন্সিপাল বড়জোর টিচারকে ডেকে ঝাড়বে, কিন্তু তাড়াতে পারবে না। কারণ এগুলোর কোনো প্রমাণ নেই। আর তারপরে সেই টিচার এবং তার সহকর্মীরা মিলে বাচ্চাটির জীবন অমানিশা করে তুলবে। এইসব ভেবেই বাবামারা বিশেষ ঝামেলায় যায় না। টাকা দিয়ে শান্তি কেনা বেসিক্যালি।
Tim | ০৯ জুন ২০১১ ০০:১৮ | 198.82.17.3
হ্যাঁ ভাববেই তো। কিন্তু এইভাবে জিনিস খাবার এইসব না চেয়ে একবারে টাকা চাইলেই পারে তো।
Paramita | ০৯ জুন ২০১১ ০০:১৭ | 202.3.120.9
বিশপ কটন এখনও এক নম্বর স্কুল, রেজাল্টের দিক থেকে। ওখানে একবার ঢুকলে আর "চিন্তা নেই"। বাপ-মারা ছাড়ানোর আগে দুবার কি একশোবার ভাববে না?
hu | ০৯ জুন ২০১১ ০০:১৫ | 12.34.246.72
সত্যি! দেশের মত এত পিয়ার প্রেশার, এত ব্র্যান্ড সচেতনতা এখানে দেখি না। জীবন এখানে অনেক স্বাভাবিক।
byaang | ০৯ জুন ২০১১ ০০:১৫ | 122.172.243.173
ইস্কুল বদলানো অত সহজ না। বলা সোজা। প্রথম আপত্তি যার থেকে আসবে, সে হচ্ছে আমারই পেটের ছেলে। তিনি কিছুতেই তার বন্ধুবান্ধব, ক্রিকেট-ফুটবল এসব ছেড়ে অন্য কোথাও যেতে চান না। ওদের স্কুলে খেলাধুলাটায় সত্যি খুব জোর দেয়। দুই নম্বর হচ্ছে, অধিকাংশ ওয়েলএস্টাব্লিশ্ড স্কুলই এরকম, বা পরে হবে না তার কি গ্যারান্টি আছে? নতুন স্কুলে এই বয়সে ভর্ত্তি করতে গেলে অ্যাডমিশন টেস্ট নেবেই, সে আবার আরেক টেন্শান। সেই স্কুলের বইপত্তর এনে সেগুলো পড়ানো এর উপরে। আর তার উপরে ঐ হিন্দি-বাংলার সমস্যা।
pi | ০৯ জুন ২০১১ ০০:১৫ | 128.231.22.150
দেশে সর্বত্র এমন কেন হবে ? বল্লাম তো ডানকুনির পাঠভবনের কথা। এমনকি কোলকাতার ডিপিএসে ও এসব কিছু ই দেখলাম না। হ্যাঁ, একগাদা দাম দিয়ে ইস্কুল থেকে ইউনিফর্ম, ব্লেজার ফ্লেজার কিনতে হয়। আর, ক্লাস টু অব্দি পড়ার চাপ খুব কম ছিল, থ্রি থেকে তেমনি বেশি। কী নেই !!
aka | ০৯ জুন ২০১১ ০০:১৪ | 168.26.215.13
পামিতাদি, না এসব শোনার পরে আমার একটুও ইচ্ছে নেই। বাধ্য না হলে ফিরব না। শুনেই কেমন লাগছে, এই পাগলামোর মধ্যে ফিরলে মনে হয় উন্মাদ হয়ে যাব। তবে ইকনমির যা অবস্থা। ঃ(
m | ০৯ জুন ২০১১ ০০:১৪ | 117.194.43.1
এখানে স্কুলে এই জিনিসটা খুব প্রচলিত। বাপমা যেন গলবস্ত্র হয়ে স্কুলের আবদার মেটানোর কারণেই বসে আছে। স্কুল ডাইরিতে আগের দিন লিখে আনে,কাল পাখির ২০টি ছবি পাঠাও-যেন এরপর একটা জালহাতে পাখি ধরতে বেরোবো। পাঠাই না। ছেলেকে কোনোদিন এই কারণে এখনো শাস্তি পেতে শুনি নি।আর আমি টিচারকে বলে এসেছি,নিউটাউনে এইসব পাবো নাঃ)
dukhe | ০৯ জুন ২০১১ ০০:১৪ | 117.194.237.123
হেইডা কথা না । দেশেও ঢের ঢের ভদ্র ইস্কুল আছে । এখনো ।
Arpan | ০৯ জুন ২০১১ ০০:১৩ | 122.252.231.10
এই ফাঁকে আমি অন্য একটা কথা বলে যাই। ইউটিউবে খানকতক আজম খান শুনলাম। সদা ঠিকই বলেছে, লিরিক বহুত কাঁচা নয় আবেগে থরোথরো। সমকালীন প্রেক্ষিতে হয়ত দারুণ আবেদন ছিল, কিন্তু এখন পোষাল না।
pi | ০৯ জুন ২০১১ ০০:১২ | 128.231.22.150
না দিলে কী করবে ? ব্যাঙদি, ক্লাস থ্রি টা দেখো, উনি তো এবার ঐ ক্লাশটীচার।
তুমি তো মাঝে বলছিলে, কটন স্কুল নিয়ে কাগজে লেখালেখি হয়েছে। কাগজে চিঠি লিখে দেখেছো ? বা সেই রিপোর্টারের সাতেহ কনট্যাক্ট করে ?
aka | ০৯ জুন ২০১১ ০০:১১ | 168.26.215.13
এখানে টীচার অ্যাপ্রিশিয়েশ্ন উইক আছে তখন টীচারকে কিছু কিছু দিতে হয়। টীচার বছরের শুরুতে তাঁর পছন্দ অপছন্দ জানিয়ে দেন। ফেয়ার এনাফ। আর সত্যি বলতে কি এতদিন টীচারদের যা ব্যবহার, স্নেহ দেখেছি তাতে মন থেকেই দিতে ইচ্ছে করে।
Paramita | ০৯ জুন ২০১১ ০০:১১ | 202.3.120.9
আকা, জীবনে "স্পাইস" আনার জন্য দেশে ফিরতে পারো। নইলে..
অনেক দুঃখে লিখলাম কথাটা।
achintyarup | ০৯ জুন ২০১১ ০০:১০ | 121.241.214.38
এই ইস্কুলের নাম কি? প্রিন্সিপালের সঙ্গে কথা বলে দেখেছিস?
dukhe | ০৯ জুন ২০১১ ০০:১০ | 117.194.237.123
ধুর ধুর ব্র্যান্ডে বিশ্বাস না কচু । অভিভাবকদের উপায়টা কী ? কে হুট করে ইস্কুল বদলাতে পারবে ?
Paramita | ০৯ জুন ২০১১ ০০:০৯ | 202.3.120.9
খাবার চাওয়ার থেকেও যেভাবে চাইছে।
aka | ০৯ জুন ২০১১ ০০:০৯ | 168.26.215.13
উঃ জীবনে প্রথমবার মনে হল স্বর্গে আছি।
বিকেল পাঁচটায় যেখানে কলম থামে সেখানেই ফেলে দিই। ছেলের স্কুলে কবে পরীক্ষা, কবে কি শিখছে কিসুই জানি না। শুধু ছেলের মা নিয়ম করেছে জয়েন টুগেদার(ছেলের দেওয়া নাম) তখন বিভিন্ন বই থেকে সবাই চেঁচিয়ে চেঁচিয়ে পড়ি। বিকেলে সাঁতার কাটি নয়ত নদীর ধারে বেড়াই। মাঝে মাঝেই ছেলের সাথে কবে কোথায় বাইরে খাব তার প্ল্যান করি, মা বাগড়া দেয়। কেমন ঘুম পেয়ে গেল।
byaang | ০৯ জুন ২০১১ ০০:০৮ | 122.172.243.173
পামিতা, কোনটা? খাবার চাওয়াটা?
Netai | ০৯ জুন ২০১১ ০০:০৭ | 182.64.70.171
এখোনো সেই ঢিন্কা চিকাই বাজছে
Arpan | ০৯ জুন ২০১১ ০০:০৭ | 112.133.206.18
অয়ন, আমি কাল একবার ফোন করে খবর নেব। বিজি থাকলে কেটে দিস।
Paramita | ০৯ জুন ২০১১ ০০:০৭ | 202.3.120.9
এইটা মনে হয় বিশপ কটন স্পেশাল।
byaang | ০৯ জুন ২০১১ ০০:০৭ | 122.172.243.173
বিশপ কটনও কিন্তু আগে এরকম ছিল না, অত্যন্ত চাইল্ডফ্রেন্ডলি ছিল, এইসব হালফিলের কায়দাবাজি।
Tim | ০৯ জুন ২০১১ ০০:০৭ | 198.82.17.3
১% প্রতিবাদ করলে তাদের ফুটিয়ে দেওয়া হবে। ৫ % কল্লেও হয়ত তাই হবে। আমার ধারণা ১% ও পাওয়া যাবেনা যারা ব্র্যান্ডে বিশ্বাস করেনা।
a | ০৯ জুন ২০১১ ০০:০৬ | 208.240.243.170
মাইরি, আমি বিশপ কটনকে লিস্টি থেকে বাদ দিলাম। ভাবা যায় না।
বোম্মনহাল্লির দিকে ক্রাইস্ট স্কুলের নাম শুনেছি, ব্যাংদি দেখতে পারো
Tim | ০৯ জুন ২০১১ ০০:০৫ | 198.82.17.3
একটা কোশ্নো পাচ্ছে। এইযে জিনিস চাওয়া ইত্যাদি, এগুলো ইশকুলের মদতেই?
Arpan | ০৯ জুন ২০১১ ০০:০৫ | 112.133.206.18
সর্বত্র সমান।
আর অভিভাবকেরা সবাই ব্যস্ত চাকরি করে। এইসব লড়াই একসাথে করা সত্যি মুশকিল। অজুহাত না, তবে শাইনিং ইন্ডিয়ার চাগ্রি জীবন থেকে স্বকিছু শুষে নেয়।
Paramita | ০৯ জুন ২০১১ ০০:০৪ | 202.3.120.9
ডিডিদাদার কাছ থেকে বল্ডুইনের খোঁজ নিতে হবে। ঐটা নাকি খুব চাইল্ড ফ্রেন্ডলি ইশকুল।
pi | ০৯ জুন ২০১১ ০০:০৪ | 128.231.22.150
আরে, সব ক্যানো। বেশ কিছু মিলেও তো বলতে পারে।
সমস্যা ওখানেই। বেশিরভাগ অভিভাবকের ই হয়ত ব্র্যাণ্ডেড নাইকি, না পরলে এমনতর শাস্তি, ক্লাসটিচারকে এরকম উপহার দেওয়া খুব স্বাভাবিক মনে হয়। হয়ত ব্র্যাণ্ডেড জুতো ইউনিফর্মে আছে বলে তাঁরাও ঘ্যাম অনুভব করেন।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন