এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • hu | ০৮ জুন ২০১১ ২১:২৭ | 12.34.246.72
  • আর তাছাড়া প্রথম প্রেম। নইলে আর প্রথম বলেছে কেন!
  • byaang | ০৮ জুন ২০১১ ২১:২৭ | 122.172.243.173
  • কিন্তু রাজমা কি সত্যিই এতটা খারাপ খেতে! আমি তো ভ্যারিয়েশন আনার জন্য ঐ নীনাদি যেমন বললো ওরকম বেশ মশলা গরগরে করি রাঁধি কিমা দিয়ে।
  • Nina | ০৮ জুন ২০১১ ২১:২৭ | 12.149.39.84
  • হা হা হা হা এই না হলে কবির ডিম আই মিন টিম

    ব্যাং, সে প্রেম গেছে খুব ভাল হয়েছে নইলে ড্যাংগুলি খেলতিস কি করে গাঙ্গুলীরে নিয়া ;-)
  • Arpan | ০৮ জুন ২০১১ ২১:২৭ | 112.133.206.18
  • হুচি ঠিক বলেছে। গ্রাউন্ড বিফ দিয়ে চিলি। আহা।
  • nk | ০৮ জুন ২০১১ ২১:২৭ | 151.141.84.194
  • জল পড়ে আর পাতা নড়ে। আইস্ক্রীম বা স্প্রাইট পড়ে না, সন্দেশ পড়ে না, সিঙারা পড়ে না। ঃ-(
    হ্যান্সেল আর গ্রেটেলের কথা মনে পড়ে, সন্দেশের বাড়ী, কোনা ভেঙে খেয়ে নাও। ঃ-)
  • hu | ০৮ জুন ২০১১ ২১:২৬ | 12.34.246.72
  • নীনাদি, রেস্ট নাও।

    রাজমা খেতে জঘন্য লাগত। কিন্তু এদেশে এসে চিলি খেতে দারুন লাগে। বৃষ্টির দিনে গরম একবাটি চিলি। আহ!
  • Tim | ০৮ জুন ২০১১ ২১:২৬ | 198.82.18.156
  • প্রেম তো হয়ই কেটে যাবার জন্য। কবিরা অবশ্য এরকম বলে যান্নি, ইঙ্গিত দিয়েছেন।
  • byaang | ০৮ জুন ২০১১ ২১:২৬ | 122.172.243.173
  • জানি রে হুচি, আমাদের স্কুলেও তো কেউ মারতো না। এখানে দেখছি অন্যরকম।
  • Nina | ০৮ জুন ২০১১ ২১:২৫ | 12.149.39.84
  • আহা থাক থাক, সিকি, কিন্তু খেয়ে না, না খেয়ে এই বিতৃষণা
  • Tim | ০৮ জুন ২০১১ ২১:২৫ | 198.82.18.156
  • কবি এও বলেছেন, কল হো না হো, জল পড়বেই....
  • nk | ০৮ জুন ২০১১ ২১:২৪ | 151.141.84.194
  • একেই তো ৯০ টা বইখাতা শুনেই আমার ব্যাপারটা ফ্যাসিস্ট ফ্যাসিস্ট লাগলো, একা রামে রক্ষা নাই, তারপরে আবার মারধোর!!!!
  • hu | ০৮ জুন ২০১১ ২১:২৪ | 12.34.246.72
  • দিদিমনিদের এই মারধোরগুলো কি নতুন শুরু হয়েছে? আমাদের সময় তো হত না! খাতা নিয়ে যায় নি বলে গায়ে হাত তুলবে!!
  • byaang | ০৮ জুন ২০১১ ২১:২৩ | 122.172.243.173
  • কেউ আমার প্রথম প্রেম কেন কেটে গেল, সেটা জেনে একটুও দুঃখপ্রকাশ করলো না। ঃ-(((
  • Nina | ০৮ জুন ২০১১ ২১:২৩ | 12.149.39.84
  • ঐতো আকা --হতভাগা হেল্‌থ ইনসিওরেন্স -প্রাণে মায়া দয়া নেই --অসুস্থরা শুধু একটা নাম্বার অ্যাকচুরিয়ান্দের খাতার ( আবার রাগ ইমো-আপিশ কে)
  • siki | ০৮ জুন ২০১১ ২১:২৩ | 122.162.75.85
  • রাজমার টেস্ট ডেভেলপ করা? পরের জীবনে চেষ্টা করে দেখব। এ জন্মের মত ক্ষমা করে দাও, প্লিজ।
  • byaang | ০৮ জুন ২০১১ ২১:২২ | 122.172.243.173
  • ছাড়িয়ে আর কোথায় দেব? সেখানেই যে কেউ মারবে না, তার কি গ্যারান্টি?
  • siki | ০৮ জুন ২০১১ ২১:২১ | 122.162.75.85
  • তাই তো কবি গেয়েছেন,

    তব মুকুট পড়িল পদতলে, হায় এ কী দশা,
    এগরোলে আজ পেঁয়াজ পড়েছে, নাই শসা।
  • Nina | ০৮ জুন ২০১১ ২১:২১ | 12.149.39.84
  • দিদিমণি মেরেছেন?! সেকি ই ই ই স্কুলে মারে--ছাড়িয়ে দে স্কুল, ছিঃ
    সিকি রাজমার টেস্ট ডেভেলপ করা খুব শক্ত নাকি? বেশ তো গরগরে করে রাঁধলে, ভাতের সঙ্গে ভালই লাগে ঃ-)) বড্ড সোজা রাঁধা, আর ওয়ার্কিং গিন্নীদের জন্য তো বটেই

    এনকে কও কও--কল হো না হো
  • byaang | ০৮ জুন ২০১১ ২১:২১ | 122.172.243.173
  • লুরুতে কেন্টাকিফ্রায়েডচিকেনের দোকানে মেক্সিকান ভেজ র‌্যাপ কিনতে হয় দেড়শো না দুশো টাকা দিয়ে।
  • aka | ০৮ জুন ২০১১ ২১:২০ | 168.26.215.13
  • নিনাদি হাই, যাই খাই, কিছু করে দেখাই,;)

    কিন্তু এ কেমন পাষণ্ড আপিস খোঁড়া পা হলেও রেহাই দেয় না।
  • nk | ০৮ জুন ২০১১ ২১:২০ | 151.141.84.194
  • আরে ব্যাং, এরকম নামীদামী সাহেবী ইস্কুলেও মারে? এতো বেআইনী শুনেছিলাম!
  • aka | ০৮ জুন ২০১১ ২১:১৯ | 168.26.215.13
  • খাবারের বিজনেসটা খুব ইন্টারেস্টিং। খুব লোকালাইজড।

    যেমন ম্যাকডির ভেজ বার্গার।

    আমার বউ কাল পিন্টো বিন আর ফেটা চীজ দিয়ে ভেজ মোমো (মতান্তরে সিঙ্গারা) খাওয়ালে। এটা নাকি মেক্সিকানরা খায়।
  • nk | ০৮ জুন ২০১১ ২১:১৮ | 151.141.84.194
  • কুমুর বাগানে চড়িভাতির কথা ছিলো, সেই বাগানের সরোবরে নৌকাবিহারের কথা ছিলো, পোষা ময়ূর আর রাজহাঁসেদের সাথে ফোটো তোলার কথা ছিলো, কিন্তু কুমু তো আর রা কাড়ে না!!! ঃ-?
  • Nina | ০৮ জুন ২০১১ ২১:১৭ | 12.149.39.84
  • সিকি এখানে, চাউতে দেয়না কিন্তু এগ রোলে ঠেলে বাঁধা কপি দেয়
  • byaang | ০৮ জুন ২০১১ ২১:১৭ | 122.172.243.173
  • অ্যাই আকা, তিমি তোরা কী চাস টা কী? আমার ছেলেটা গোমুখ্যু হয়ে থাকুক? এমনিতেই আজ স্কুলে পিটুনি খেয়েছে। পরশুদিন নতুন বছরের ক্লাস শুরু হয়েছে, আর আজকেই যে ক্লাস টেস্ট নিয়ে নেবে এটা আমি ভাবতে পারি নি, তাই পরীক্ষার খাতা দিই নি। আর খাতা না নিয়ে যাওয়ার জন্য দিদিমণি ধরে মেরেছেন।
  • siki | ০৮ জুন ২০১১ ২১:১৭ | 122.162.75.85
  • ঘরনীর টেস্ট? পূর্বজন্মে ভালো ছিল। মানে, ঐ যখন বেলুড় মঠ, হাওড়া স্টেশনের বড় ঘড়ি, ভিক্টোরিয়া, বাবুঘাট যুগ ছিল।

    মেয়েটা দিল্লিতে এসে পুউরো নষ্ট হয়ে গেল। খুব রেগে গেলেই বাড়িতে রাজমা রান্না করবার থ্রেট দেয়। নিরুপায় হয়ে গ্যাঁড়াকে হার স্বীকার করে নিতে হয়। রাজমা যে দাম্পত্য জীবনের পক্ষে এতটা ক্ষতিকারক, কে জানত!
  • nk | ০৮ জুন ২০১১ ২১:১৬ | 151.141.84.194
  • বুঝলে নিনা, তোমাকে অনেক কথা কবার ছিলো কিন্তু সে পরে হবে। ভালো হয়ে ওঠো আগে।
  • Nina | ০৮ জুন ২০১১ ২১:১৬ | 12.149.39.84
  • আকা, টিম্ভাই--আমি কি ইনভিজিবল? অ্যাদ্দিন বাদে এট্টু এলুম কোনো হাই-হ্যাল্লো নেই --(রাগ স্মাইলি)
  • siki | ০৮ জুন ২০১১ ২১:১৫ | 122.162.75.85
  • মূলো দেয় এখানে। কোথাও, মানে পাতি কোনও জায়গায়, ঢাবা ইত্যাদিতে খেতে গিয়ে স্যালাড চাইলেই এক খাবলা মুলো স্টাইল মেরে কুচিয়ে দিয়ে যায়।

    আর বাঁধাকপি। এক প্লেট চাউমিন কিনলে তাতে হাফ প্লেট বাঁধাকপি থাকবে। থাকবেই। বাঁধাকপি দেবেন না বলেচিলাম একবার, তো লোকটা চোখ রাঙিয়ে বলল, বিনা পত্তাগোবিকে চৌমিন নহি বনতা ইধার, লেনা হ্যায় তো পত্তাগোবিকে সাথ লো, ইয়া ফির কঁহি অওর জাও।

    প্রথম দিল্লিতেই দেখেছি, "ভেজ মোমো'। মোমোও যে ভেজ হয় ... কে জানত। বিশেষ কিছুই না, ভেতরে চিকেন কিমার বদলে বাঁধাকপির কিমা।
  • aka | ০৮ জুন ২০১১ ২১:১৩ | 168.26.215.13
  • হ্যাঁ এরপরে বলবে শনি রোব্বারেও পড়তে বসো। উফ।
  • Nina | ০৮ জুন ২০১১ ২১:১৩ | 12.149.39.84
  • ঘরনীর টেস্ট ভাল ;-) তাই না সিকি
  • siki | ০৮ জুন ২০১১ ২১:১২ | 122.162.75.85
  • সিকির সেই ঝালমুড়ি ফেলে দেওয়া বন্ধুই এখন সিকির ঘরনী। গেঁড়ি।
  • Tim | ০৮ জুন ২০১১ ২১:১১ | 198.82.18.156
  • এত সক্কাল সক্কাল পড়তে বসিয়ে দিলে? ছ্যা ছ্যা, খেলবে কখন?
  • Nina | ০৮ জুন ২০১১ ২১:১০ | 12.149.39.84
  • উপ্স! সরি N K এন কে
  • Nina | ০৮ জুন ২০১১ ২১:০৯ | 12.149.39.84
  • বাহ বাহ এম কে ও আজ সকাল সকাল---
    কুমু কেমন আছে--কো ই খবর?? জ্বর হয়েছে বলেছে --
  • byaang | ০৮ জুন ২০১১ ২১:০৭ | 122.172.243.173
  • নীনাদি, চিন্তা কোরো না। তিনি টিভি দেখেটেখে নিশ্চিন্ত হয়ে তবে পড়তে বসেছেন। ঃ-)
  • nk | ০৮ জুন ২০১১ ২১:০৫ | 151.141.84.194
  • ডিডির রাণী কোথায়???? লামা বললো!!!!
  • Nina | ০৮ জুন ২০১১ ২১:০৪ | 12.149.39.84
  • চিন্টুবাবু , হে হে ওটা খোঁড়া-নিনাদি তাই ওঅমন লিখেছে --ঠিকই লিখেছে , ঐরকমই ফিলিং এখন
  • Nina | ০৮ জুন ২০১১ ২১:০২ | 12.149.39.84
  • হা হা হা হা পাই, মুলোর কান্ডই ঐঅরকম--ঐ বানানটাই ঠিক।
    হ্যাঁরে হুচে , পাটা বেজায় পাজি , কুঁড়ে হয়ে যাচ্ছে , বলছে হাফ সেঞ্চুরি করে দিয়েছি এবার একটু ক্ষ্যামা দাও ঃ-)
    ওরে ব্যাং ইউ মেড মাই ডে ;-))) পায়ের ব্যাথা কমে গেল রে তোর মিষ্টি গলাটা শুনে --আহা ছেলেটাকে এবার একটু টি ভি দেখতে দে--অনেক পড়েছে ঃ-))))
    চুরি করে ভাটাচ্ছি;-)
    হে হে সিকি ভেলপুরি তে মুলো--ওয়াক!
  • nk | ০৮ জুন ২০১১ ২১:০১ | 151.141.84.194
  • এই ছেলেমেয়েরা কেউ পরিবেশ-প্রেমী না। ঃ-(
  • byaang | ০৮ জুন ২০১১ ২০:৫৯ | 122.172.243.173
  • না আমার টা অবিশ্যি মুলোঘটিত নয়। একবার বিশাল দলবল মিলে ভিক্টোরিয়ায় ঘুরতে গেছিলাম। তো খিদে পেয়ে গেল বলে, ঝালমুড়ি কিনেছিলাম আমরা অনেকে। খেতে গিয়ে দেখি পুরো পানসে, না আছে নুন না আছে ঝাল, মুড়ি আর আলুসিদ্ধ দিয়ে দিয়েছে। আমি খচে গিয়ে ঠোঙ্গাটার থেকে ঝালমুড়ি নিয়ে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে ফেলছিলাম, আমার দেখাদেখি আরো কিছু বন্ধু ঝালমুড়ি ছোঁড়ার কম্পিটিশন শুরু করলো। অহো, তারপর সে এক অভূতপূর্ব্ব দৃশ্য! হলিউডি সিনেমাকে নকল করে শয়ে শয়ে কাক নেমে আসতে লাগলো ভিক্টোরিয়ার সবুজ মাঠে, প্রেমিক-প্রেমিকাদের কাঁধে-মাথায়। আর তারা আমাদের গালাগালি দিতে দিতে পালিয়ে বাঁচল। সেই যে অত অত অভিশাপ কুড়োলুম সেদিন, হাতেনাতে তার ফল ফললো এক মাস বাদে।
  • nk | ০৮ জুন ২০১১ ২০:৫৯ | 151.141.84.194
  • ঝালমুড়িহীন মরুপ্রবাসে ঝালমুড়ির রেসিপি দেবার পরে আমার এক বন্ধুর একবার তিনটি প্রেম প্রস্তাব আসে।ঃ-) কিন্তু ডিসিশনের গন্ডগোলে পড়ে সে তিনটি ই হারায়।ঃ-(
    হাতে রইলো শুধু ঝালমুড়ি। ঃ-)
  • achintyarup | ০৮ জুন ২০১১ ২০:৫৭ | 121.241.214.38
  • পাই, নিনাদি-র বানানটা কি লিখেছিস একবার দেখ ঃ-)
  • pi | ০৮ জুন ২০১১ ২০:৫৪ | 72.83.97.171
  • সিকির ঐ বন্ধুর প্রেমে একমাস বাদে কিছু ঘটেছিল কি ? আর দু'তিনটে এমনি ডাটা পেলে একটা স্ট্যাটিস্টিকাল কোরি্‌রলেশন নেমে যাবে ঃ)
  • pi | ০৮ জুন ২০১১ ২০:৫৩ | 72.83.97.171
  • কী ভয়াবহ বানাম লিখলুম ! ঃ(
  • pi | ০৮ জুন ২০১১ ২০:৫২ | 72.83.97.171
  • আরে এ ভয়াবহ অব্‌হ্‌জ্‌ঞতা আমার নিজের ই একবার হয়েছিল। কিন্তু সেটা কোন খাদ্যে, কবে , কোথায় মনে করতে পারছিনা। খালি মুলো দিয়ে ধোঁকা খেয়েছিলুম, এটুকু মনে আছে।
  • byaang | ০৮ জুন ২০১১ ২০:৫১ | 122.172.243.173
  • আমিও একবার ঝালমুড়ি ফেলে দিয়েছিলাম, তার একমাসের মাথায় আমার প্রথম প্রেমটা কেটে গেল। ঃ-(((
  • hu | ০৮ জুন ২০১১ ২০:৪৯ | 12.34.246.72
  • বাহ! এবারে একবার মূলো-মাংস রেঁধে দেখতে হবে।
  • siki | ০৮ জুন ২০১১ ২০:৪৭ | 122.162.75.85
  • বেলুড় মঠের সামনের ভেলপুরি ঝালমুড়ির নাকি ভয়ঙ্কর বদনাম। যেহেতু ওটা হিন্দুদের মাথা ঠোকবার জায়গা, তাই ওখানে ভেলপুরি ঝালমুড়িতে নাকি পেঁয়াজ দেয় না। এক পাব্লিক একবার ঝালমুড়ি কিনে খেতে গিয়ে থু-থু করে ফেলে দিয়েছিল, পেঁয়াজের বদলে সেখানে মূলো কুচিয়ে দিয়ে দিয়েছিল।
  • hu | ০৮ জুন ২০১১ ২০:৪৭ | 12.34.246.72
  • নীনাদির আবার পা ভাঙল?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত