এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Netai | ৩১ মে ২০১১ ২০:৩৩ | 121.241.98.225
  • আকাশ যখন মেঘলা সেজে ছিল।
    এলোমেলো হাওয়ায় কথা
    তোমার কানে বললনাতো কেউ।
  • h | ৩১ মে ২০১১ ২০:২৫ | 203.99.212.54
  • M এর কমেন প্রসংগেঃ

    ডিরেক্ট স্পীচেই বলি, এক আপ হ্যায় ঔর এক উও থে!

    দ্বিতীয়বার স্বাধীনতার পরে কিন্তু প্রথমবার ম্যাকডি ঢোকার আগে মাইরি বলছি, ভিয়েতনাম সম্পর্কে কোন ভালো কতা কোথাও শোনা যায় নি।মানে সে দেশের বাইরে। এই তুমি বল্লে, আর বলেছিলেন জেনেরেল ভো নগুয়েন গিয়াপ।তিনি ফরাসি ও আম্রিগান দের সাম্য বিচার করে সমান ভাবে কেলিয়েছিলেন।

    'এক আপ হ্যায় অউর এক উও থে' (শরাবী ইত্যাদি)

    এমনি মিলিটারি রুল টা ভালো, তবে কোন সেতো নিয়ম অর্থে নয়, গুঁতো অর্থে। ইজম যদি খারাপ লাগে, তাইলে মিলিটারিজম টাও অনেক ক্ষেত্রে একটু চাপের, এই যেমন বার্মা বা পাকিস্তান, আর যাই হোক উন্নত তো না।

    সবাই এক কথা মেনে চলবে, সেটা ছোটো দেশে কিচুটা রুলের গুঁতো মেরে হয়, কিন্তু বড় দেশে চাপ।

    কারো গ্যাস তো কেউ খাই খাই, কেউ পুদিনা ছাড়া কিছু ছোঁবে না, কেউ পুদিনা দিলে বলবে, অশিক্ষিত দেশে একটা বেসিক ডায়ভল নেই। ইত্যাদি।

    আর সত্যি সত্যি তো আর কনফিউশন তোমার হয় নি, মজা করে বলছো ঃ-)
  • nyara | ৩১ মে ২০১১ ২০:০৯ | 122.172.164.104
  • রিলায়েন্সে ইউএসবি দিয়ে আমি ম্যাক/লিনাক্স দুইই চালিয়েছি।
  • kumudini | ৩১ মে ২০১১ ১৮:২৬ | 122.160.159.184
  • বড়ম,৬-০৪ বেশ ভালো লাগল।
  • de | ৩১ মে ২০১১ ১৮:১১ | 203.197.42.100
  • বম্ম, এটা কবিতা? ক্ষী শক্ত! :))

    বাড়ি যাই!
  • quark | ৩১ মে ২০১১ ১৮:০৯ | 202.141.148.99
  • ইয়ে, তালে কোন্‌টা আগে চাই? মিলিটারি না ভিয়েতনাম?
  • M | ৩১ মে ২০১১ ১৮:০৪ | 59.93.240.124
  • আমার যে কী পোবোল কনফুসন,এই এটা ঠিক বলে আঁকড়াতে যাই তো আরেকজন এসে পোমান করে দেয় সেটা ভুল, মাঝখান থেকে আমি দ্রি, হনু, রঙ্গনের ভারী পোষ্ট গুলো ও যেগুলো সচরাচর এড়িয়ে চলি সেগুলো ও পড়ে ফেলচি।তাতে ছেলের দমাদ্দম ঝাড় খাওয়ার থেকে আর কোনো উবগার হচ্চে না। তো একটা জিনিস পরিস্কার যে দাদাও যা,দিদি ও তা।কিছুতেই কোনো কাজ হবে না। তবে ছাই হবেটা কিসে? ক্ষেউ জানে?

    আমার কতা শুনলে আমি বলবো পুরো মিলিটারি রুল চালিয়ে দিতে, কথার ফোয়ারা ছোটানোর আগে কাজ, কর্তব্য,দায়বদ্ধতা ব্যাপারটা মানুষের মনে গেঁথে যাক।তারপর নাহয় ইজম টিজম নিয়ে ভাবা যাবে।আগে তো সুস্থতা আসুক।

    আমি এখন যা কইবো তা নিয়ে তোমরা মুখে রুমাল চাপা দিয়ে হাসবে আর অনেক আঁক কষে দেখাবে কিনা আমি কিছু না জেনেও কত কিছু বলে ফেলি, কিন্তু এ আমার আঁখো দেখা।

    ভিয়েতনাম, কম্যুনিষ্ট কাϾট্র, স্বাধীন হয়েছে আমাদের কত পরে,কিন্তু এত সিস্টেমেটিক ওরা বলার নয়।আমি যে শহরে থেকেছিলাম কিছুদিন,সেখানে দেখতাম, রাস্তা পরিস্কার করা,রাস্তার পাশের গাছগুলোতে জল দেওয়া,বাড়ী থেকে ময়লা নেওয়া এগুলো ঠিক নিয়ম মেনে হয়ে যাচ্ছে।রাস্তার কাজে যখন হয় তখন তা যথেষ্ট উন্নত যন্ত্র দিয়ে হয় এবং এমন ভাবেই তা যাতয়াতে ঝামেলা সৃষ্টি করে না। ওখানেও গরীব মানুষের বস্তি আছে, আর সেগুলো যখন তোলা হয় তখন ঐ বস্তির মানুষদের একটা সুযোগ দেওয়া হয়, একটা খুব কম সুদে দীর্ঘ সময় ধরে দিতে পারে এমন ইন্‌স্‌টলমেন্টে তাদের ফ্ল্যাট দেওয়া হয় আর তা নথিভুক্ত হয়, ফলে একেতো সে নিজে কিনছে ফ্ল্যাটটা,কাজেই তার সেটার প্রতি ভালোবাসা, দায়িত্ব এগুলো থাকে।আর সে জানে সেটা বিক্কিরি করলে আর কোনো গভর্মেন্টের সাহাজ্য পাবে না, কাজেই বেচলেও গ্রামের দিকে চলে যায়, সেই টাকায় ব্যবসা বা কিছু শুরু করে, কিন্তু বেচে আরেকটা বস্তিতে ঢুকে পরতে পারেনা।যেকোনো ছোট খাট বিচারের জন্য পাড়ায় পাড়ায় অস্থায়ী কোর্ট বসে,সেখানে আইন্‌জীবি, পুলিশ সব থাকে, এটা বোধায় ছুটির দিন হয়।খোলা রাস্তায় বিচার হয়।কাজেই লুকিয়ে চুরিয়ে কিছুই হয়ন এমন না হলেও লোকে পুলিশের ব্যাপারে বেশ সতর্ক থাকে। সরকারি হাসপাতাল যথেষ্ট পরিস্কার পরিচ্ছন্ন।

    আমার এক বন্ধু ছিলো পার্টি কর্মি। ওকে আমি জিগাসা করেছিলাম, কি ওদের লক্ষ্য, কেমন সাম্য? ও বলেছিলো,ওরা যাতে অন্ন,বস্ত্র,শিক্ষা ,চিকিৎসা,বাসস্থান সবাই পায় সেটাই দেখে।

    আমাদের অবস্থা এতটাই খারাপ যে আমরা স্বাভাবিক সুস্থ কিছুই পেতে পারিনা?
  • Ishan | ৩১ মে ২০১১ ১৭:৫৯ | 14.99.20.222
  • আম্মো। কুমুদিদি বলার পরে আয়নায় টিকিটা খ্যাল করে দেখলাম। এক্কেবারে সবুজ। নেলপালিশটা অবশ্য মেলেনি এই বাঁচোয়া। ঃ)
  • Kaju | ৩১ মে ২০১১ ১৭:৪২ | 121.244.209.245
  • আমার কাজ নিয়ে কুমুদিদি বড্ড চিন্তিত হয়ে পড়েছেন। মাঝেমধ্যে আজকাল সন্দ হয় আপনিই আমার পোজেক্ট ম্যাঞ্জার কিনা...হয়ত নামটাম পাল্টে...বসেরা যেমন ফিরি থাকা মোট্টে দেখতে পারে না, খিচুড়ি রাঁধা হলেও দরকার নেই তবু পোলাও রাঁধতে বলবে ঃ-)
  • M | ৩১ মে ২০১১ ১৭:১৯ | 59.93.240.124
  • এদিকে সোঁদা গন্ধ পাচ্ছি,কবিতা না লিখতে বসি।ক্ষী চাপ!
  • M | ৩১ মে ২০১১ ১৭:১৮ | 59.93.240.124
  • এদিকে আজ আবার হালকা মতন ঝড় এলো আর বিষ্টি হচ্ছে।এদিকে আমার ব্যাটা মচকানো পা নিয়ে খেলতে গেছে,গলা ব্যাথা বলে সাঁতার বন্ধ , আর উনি ভিজে ফিরবেন।কেন যে ছাই ভিজতে শিখিয়েছিলাম।ঃ(
  • de | ৩১ মে ২০১১ ১৭:০৭ | 203.197.42.100
  • মাঝে কদ্দিন ছিলুম না -- কেসি আবার অভিমান কেনো কল্লো?

    তরমুজের মতো কিছু সবুজের সঙ্গে হওয়া বোধায় বায়োলজিক্যালি পসিবল নয় :)) -- ভিতরে সবুজ আর বাইরে অন্য কিছু (সাদা/লাল)হবেই না কখনো!
  • kumu | ৩১ মে ২০১১ ১৭:০৬ | 122.160.159.184
  • হ্যাঁ,হ্যাঁ,আমরা সব্বাই জানি,ঈশানের টিকির ডগার ফুল থেকে পায়ের মোজা,নেলপলিশ সব ঘোর ও চির সবুজ।
  • kumu | ৩১ মে ২০১১ ১৭:০২ | 122.160.159.184
  • কেসি কি রাগমাগ করে চলে গ্যালো?আহা,বড় ভাল ছেলে।

    ""অভিমান ভুলেটুলে ওগো কেসি,গাইয়ে,
    ভাটের উঠোনে ফিরে জলদিসে আইয়ে।""
  • Ishan | ৩১ মে ২০১১ ১৭:০১ | 14.99.20.222
  • আর আমি তো চিরসবুজ।

    (মহিলারা সে কথা কন না। কিন্তু মহিলাদের অপোপ্পচারে কান দিবেন না)।
  • Ishan | ৩১ মে ২০১১ ১৬:৫৯ | 14.99.20.222
  • এই বাজারে বেস্ট গানটা আমারঃ

    খোকাবাবু যায়
    সবুজ জুতো পায়
    বড়ো বড়ো দিদিরা সব উঁকি দিয়ে যায়।

    দিদি "রা' টা গৌরবে বহুবচন।

    (বঙ্গের বাইরের লোকে এই গানটি শুনেছেন কি?)
  • kumu | ৩১ মে ২০১১ ১৬:৫৫ | 122.160.159.184
  • কাজুর কি আজও কোন কাজ নাই?
    মানে এই জিগাচ্চিলুম আরকি।
  • Kaju | ৩১ মে ২০১১ ১৬:৫১ | 121.244.209.245
  • আরে আমি নিজেই কনফার্ম কচ্চি। আমি চিরকালই সবুজ। নেহাত বেশী কতা টতা কই না খুব চিড়বিড় না করলে, তাই zআন্তি পারেন্না। দিক পরিবত্তন-টত্তন বড় শক্ত ব্যাপার, এমনি উত্তর দক্ষিণই গুলিয়ে ফেলি কলকেতার বাইরে গেলে। ঃ-)
  • de | ৩১ মে ২০১১ ১৬:৪৫ | 59.163.30.3
  • আমি বোধায় ভুলে গেছি -- কাজু কি দিক পরিবত্তন কল্লো? কেউ এট্টা কনফার্ম করো তো? :))

    তিনোমূলে নেতা ঐ একজনই -- বাকি সব মায়া!
  • Bratin | ৩১ মে ২০১১ ১৬:৪১ | 122.248.183.1
  • কিন্তু উনি তো সুতির পঞ্জাবি পরেন । ঃ-))
  • dd | ৩১ মে ২০১১ ১৬:৩৯ | 124.247.203.12
  • আর পার্থ চ্যাটুজ্জে নেত্রীর নকল করে হাওয়াই চপ্পল আর কটনের শাড়ী পরে ঘুরলে অতি জঘন্ন লাগবে।
  • Kaju | ৩১ মে ২০১১ ১৬:৩৭ | 121.244.209.245
  • সে, নিজেরা মাতব্বরি করে ডিসিশন না নিলে বা সুপ্রিমোর নির্দেশ অনুযায়ী চললে যদি 'থাকা' না হয়, তাহলে ওনারা নেতা নন বটে। ঃ-)
  • Bratin | ৩১ মে ২০১১ ১৬:২৮ | 122.248.183.1
  • সে তো রামের পাশে অরুন জেটলি,সুষমা স্বরাজ, আডবানী এরাও ছিলেন। তো ?? ঃ-))
  • kumu | ৩১ মে ২০১১ ১৬:২৬ | 122.160.159.184
  • ওকে কি আর থাকা বলে রে পাগলা?
    ""থাকা""কারে কয় দিদিকে দেকে শেকো।

    সীতার পাশে ঊর্মিলা,মান্ডবী,শ্রুতকীর্তিও তো ""ছিলেন""।
  • Kaju | ৩১ মে ২০১১ ১৬:০৯ | 121.244.209.245
  • এই রে দে-দি কি ভয়ঙ্কর কতা শোনালো। তাহলে আশেপাশে যাঁদের দেখছি এই মন্ত্রী ঐ মন্ত্রী তাঁরা কেউ আসলে নেই? মানে আছে কিন্তু নেই? মানে নেই কিন্তু আছে? ক্যামেরায় তো আছে বলেই মনে হয়...চ্যানেলে চ্যানেলে ভুত দেখি তাহলে? রাম রাম !
  • Bratin | ৩১ মে ২০১১ ১৬:০৭ | 122.248.183.1
  • না না বুদ্ধি র প্রশ্ন ই নেই। সব বুদ্ধিজীবি তো ও ই দলে । যারা লেফ্‌ট ওভার তাদের দিয়ে কোনরকমে চালাচ্ছে। ঃ-))

    বললে হবে আরো নেতা আছে সৌগত রায়, পার্থ ইত্যাদি ঃ-)))
  • de | ৩১ মে ২০১১ ১৬:০৪ | 59.163.30.6
  • প্রথম-টা বুঝলাম, তিনোনেতারা সিপিয়েমের চাইতে অনেক বেশী বুদ্ধি ধরেন!
    কিন্তু তাপ্পরেরটা? মমতার দলে আরো নেতা আছে? :))
  • Bratin | ৩১ মে ২০১১ ১৬:০২ | 122.248.183.1
  • কিন্তু তাতে 2nd line of defence গড়ে উঠবে না। ঃ-))
  • Ishan | ৩১ মে ২০১১ ১৫:৫৯ | 14.99.20.222
  • সিপিএমের সব নেতা জ্যোতিবাবু হবার চেষ্টা করে ছড়িয়েছেন। ঐ জন্য মমতার দলের কোনো নেতা মমতার ধারেকাছেও যাবার চেষ্টা করেন না।

    হাঃ হাঃ।
  • Bratin | ৩১ মে ২০১১ ১৫:৪৯ | 122.248.183.1
  • আমার সি পি এম এর একজন কে খুব ভালো লাগতো। বিনয় কৃষ্ণ চৌধুরী। নিপাট ভালোমানুষ। মাটির কাছকাছি।
  • dd | ৩১ মে ২০১১ ১৫:০৭ | 124.247.203.12
  • জ্যোতি বাবু ও সবের ধার ধারতেন না। প্রচন্ড র‌্যালাবাজ রইলেন আজীবন।

    এদানী বেশ কিছু পলিটিসিয়ানকে দেখি অমন তরো। পাব্লিক ইমেজে,আমি তোমাদেরি লোক গোছের স্টেজ কাঁপানো অমন কায়দা কানুন মানেন্না। গাদকারি,অরুন জেঠলি,চিদাম্বরম,অমর সিংহ হুলিয়ে পয়সা দেখান।এমন কি প্রকাশ কারত ও দেখলাম ডিস্ট্রেস করতে স্কটল্যান্ড চলে গেলেন।

    এ সব ভালো লাগে। এ চেঞ্জ ফর বেটার।
  • kumudini | ৩১ মে ২০১১ ১৫:০৬ | 122.160.159.184
  • ডিডিদার ২-১১ কে সাপোট।
    ধীরে,বন্ধু ধীরে।
    আমরা অনেক দেখেচি কিনা।
  • quark | ৩১ মে ২০১১ ১৫:০২ | 14.139.221.81
  • লিনাক্স/ম্যাকে অয়্যারলেস ইন্টারনেটের কেসটায় কোন জবাব পেলুম না।
  • Ishan | ৩১ মে ২০১১ ১৪:৪২ | 117.194.41.158
  • শুধু তাইই নয়, সেসময়ে মন্ত্রীরা কিছুদিন পাবলিক ট্রান্সপোর্টেও যাতায়াত করেছিলেন। জ্যোতিবাবু মনে হয় করেননি, উনি কোনোদিনই গাড়ি ছাড়া চলাফেরা করতেন না।
  • Kaju | ৩১ মে ২০১১ ১৪:৩১ | 121.244.209.245
  • কনস্টেবল থেকে কনিষ্ঠবল। আহা ! অনেক দিন পর এমন একটা ইঞ্জিরির কাছাকাছি অথচ বাংলারও নিকটবর্তী শব্দ তৈরী হতে দেখলাম। নয়ত লোকে তো সেই সিধ জ্যাঠার আম পচে বেল, পাড়া ছাই চলো যাই, দ্যাখস নাড়ি এইসবই আওড়ে যায়। সাধু ! সন্ন্যাসী !
  • de | ৩১ মে ২০১১ ১৪:১৯ | 59.163.30.6
  • পুলিশের জ্যেষ্ঠবল কারে কয়?
  • Bratin | ৩১ মে ২০১১ ১৪:১৮ | 122.248.183.1
  • হ্যাঁ দে। আমি আবার বরাবরই সত্যবাদী। ঃ-))
  • Bratin | ৩১ মে ২০১১ ১৪:১৬ | 122.248.183.1
  • তা যা বলেছেন ডি ডি ,কী দরকার ছিল এমন পরিবর্তনে? তার থেকে সি পি এম সরকার। আহা কী ভালো। ' এমনি করেই যায় যদি দিন যাক না' টাইপস ঃ-))। কিন্তু কী করা যায় ' দিন গুলো মোর সোনার খাঁচায় রইলো না'
  • de | ৩১ মে ২০১১ ১৪:১৪ | 59.163.30.6
  • তায় আবার কনফেসও করেচে যে পয়সা আচে - এমন কনফেসন আজকালকার দুনিয়ায় বিরল :)) --

    কল্পনার অতীত আর অযোগ্য -- এই দুটো কি এক?
  • dd | ৩১ মে ২০১১ ১৪:১১ | 124.247.203.12
  • হেঃ, ভেবেছিলাম টু শব্দোটিও কর্বো না, তা ও করি।

    ঐ সাতাত্তরে যখন মানুদার সরকার হঠিয়ে জ্যোতি বসুর সরকার এলেন তখন এরম ম্যাজিক অনেক ঘটেছিলো। পুলিশ কনিষ্ঠবল কিছুতেই ঘুষ নিলো না। অপেক্ষা করতে হয়েছে বলে সরকারী কর্মচারীর ক্ষমাপ্রার্থনা। ধপাধপ কাজ হয়ে গেলো বেশ কয়েকটা প্রজেক্টে। বন্যার সময় রাত জেগে সরকারী চাকুরেরা লড়ে গেলেন,এইসব। টেনেটুনে বছর খানেক।

    তারপরের ঘটনা তো সবার ই জানা।
  • Kaju | ৩১ মে ২০১১ ১৪:১০ | 121.244.209.245
  • এ বাওয়া, বোতিন্দা টইপোস্ত-র বদলে ভাটপোস্ত রেঁধে ফেলেচে !
  • Bratin | ৩১ মে ২০১১ ১৪:১০ | 122.248.183.1
  • নামের মধ্যেই বলে দিয়েছে, যাকে কল্পনা করা যায় না ঃ-))

    আচ্ছা।
  • de | ৩১ মে ২০১১ ১৪:০৬ | 59.163.30.2
  • কেন? অকল্পিতা নামটা তো অনেক শুনেছি! অংশুলা মানে glowing!
  • Bratin | ৩১ মে ২০১১ ১৪:০৫ | 122.248.183.1
  • হনু, ঃ-))

    আমি আমার জন্যে বলছি না। আমার পয়সা আছে আমি সরকারী হাসপাতালের পরিসেবার মান জানি বলেই সরাসরি দামী নার্সিং হোমে যাওয়া পছন্দ করবো। আমি আম জনতার কথা বলছি যাদের হাতে তত পয়সা নেই তবে তার জন্যে তাদের ভালো পরিসেবা পাওয়ার দাবি নাকচ হয়ে যায় না।

    কালকের কাগজে দেখলাম এক হাসপাতালে বেডের অভাবে রোগী ফেরানোর আগে তার নিজেরা ফোন করে অন্য দুটি হাসপাতালে খোঁজ নিয়েছেন। সেখানেও খালি না থাকায় রুগী কে নার্সিং হোম ভর্তি হতে নির্দেশ দিয়েছেন। প্রয়োজনের সময় এই সহানুভূতি টুকু ও অনেক। কী বলেন? এটা এখন ঘটছে মমতার ১০ দিনের সরকারে। কাজেই প্রতাশা র মাত্রা টা তো বেড়েই যায়!!ঃ-))
  • Bratin | ৩১ মে ২০১১ ১৩:৫৬ | 122.248.183.1
  • অকল্পিতা জাস্ট কল্পনা করতে পারছি না। আর অংশুলা মানে কি দে, কেমন আরশোলা আরশোলা শোনাচ্ছে।ঃ-))
  • de | ৩১ মে ২০১১ ১৩:৪১ | 59.163.30.4
  • তবে অপালা নাম হিন্দীভাষী রিজিয়নে না রাখাই ভালো -- ইস্কুলে 'ঘুঁটে' বলে ক্ষেপায় :((
  • Arya | ৩১ মে ২০১১ ১৩:৪০ | 125.16.82.195
  • Vodafone 3G এর ইন্টারনেট কানেকশন কেমন কেউ জানে?
  • de | ৩১ মে ২০১১ ১৩:৩৯ | 59.163.30.4
  • এখানেও দিয়ে দিলাম --
    অংশুলা, অকল্পিতা, অমিয়া, অজিতা, অদ্রিকা,অনমিতা,অনুলেখা,অপালা,অবন্তিকা --
    আর হ্যাঁ --
    অনুব্রতী!
  • Ishan | ৩১ মে ২০১১ ১৩:৩০ | 117.194.41.158
  • নানা মনে পড়েছে। অলি।
  • Ishan | ৩১ মে ২০১১ ১৩:২৯ | 117.194.41.158
  • যাঃ সব শেষ। আমি এবার কি সাজেস্ট করি? ঃ(
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত