এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Netai | ০৭ জুন ২০১১ ১৭:১৩ | 121.241.98.225
  • আমি ভাবলাম কুমুদি অন্যদের মেয়ের বিয়েতে নিজে নিজেই নেমন্তন্য নিয়ে নিলো। ছোঁ মেরে।
  • de | ০৭ জুন ২০১১ ১৭:১১ | 59.163.30.4
  • আকার পোস্টে "জ্বলনে কি বদবু" :))
  • de | ০৭ জুন ২০১১ ১৭:০৯ | 59.163.30.4
  • কুমু, তোমার এমনিই নেমন্তন্ন, মেয়ের বিয়ে লাগবে না! এমনিতেই বড় হয়ে ওরা কি করবে সেটা ওদের উপরে ছেড়ে দেওয়াটাই ঠিক -- বিশেষত: "মেয়ের বিয়ে" ব্যাপারটা পুরোপুরি উঠে গেলেই ভালো হয় :))
  • kumudini | ০৭ জুন ২০১১ ১৬:০৫ | 122.160.159.184
  • এট্টা কথা কইয়া রাখি,তোমাদের সকলের মেয়ের বিয়েতে কিন্তু আমার নেমন্তন্ন।গুছিয়ে মেয়ের বিয়ে দেব,বাঙালীমতে,এ আমার অনেক দিনের সাধ।
    যদি বেঁচে থাকি,তাইলে অবশ্য।
  • aka | ০৭ জুন ২০১১ ১৬:০৪ | 24.42.203.194
  • জামাই ষষ্ঠী!!! হোয়াট এন আনহেলদি সেলিব্রেশন। দিজ বেঙ্গলি গাইজ!!!!!
  • de | ০৭ জুন ২০১১ ১৫:৫৪ | 59.163.30.4
  • অরিন্দম, সে তো উপুসী ষষ্ঠী -- এমন খ্যাঁটনের যোগাড় কই তাতে?

    বম্ম, অনেক দিন বাদে ফোস্কা পল্লো? :))

    এইসব জামাইরা যখন সসুর হবে, তখনো কি অ্যামন আপসোস চলবে?
  • siki | ০৭ জুন ২০১১ ১৫:৪২ | 80.239.243.126
  • আমার নবম জামাইষষ্ঠীটিও মিস্‌ গেল। জালিম জীবন।
  • dd | ০৭ জুন ২০১১ ১৫:৩০ | 124.247.203.12
  • আর তালশাঁশের বানামটাও চেঞ্জ করে দিও, লিখো তালশ্বাস। তালজ্ঞানের মতনই সুস্বাদু হবে শুনতে।

    জমবে।
  • dd | ০৭ জুন ২০১১ ১৫:২৯ | 124.247.203.12
  • তালশাঁশের মধ্যেই নিহিত ফোস্কার মতো জল.... এ মত লিখলে খাসা একটা কবিতার লাইন হয়ে যেতো। এটা মিস কোরো না।
  • M | ০৭ জুন ২০১১ ১৫:১৬ | 59.93.175.12
  • আমার হাতে এইয়া একটা ফোস্কা পড়েছিলো,সেটা থেকে জল বেরোচ্ছে, আশ্চজ্জি,ফোস্কার ভিতর তালশাঁসের মতো জল থাকে সেটাই ভুলে গেছিলাম।
  • arindam | ০৭ জুন ২০১১ ১৪:৪৫ | 14.139.193.50
  • মা-ষষ্টীর কৃপা হলে বলে...
    ঃ)
  • Arpan | ০৭ জুন ২০১১ ১৪:৪৩ | 216.52.215.232
  • আজ ব্যবসার পাতায়।
  • saikat | ০৭ জুন ২০১১ ১৪:৪২ | 202.54.74.119
  • পেয়েচি।
  • de | ০৭ জুন ২০১১ ১৪:৩২ | 203.197.42.100
  • কেউ বউ-ষষ্ঠীর কথা কয় না :((
  • saikat | ০৭ জুন ২০১১ ১৪:৩২ | 202.54.74.119
  • অর্পণ,

    ইলিশের খবরটা কোথায়? আজকের না গতকালের?
    কবে দেখলাম?
  • saikat | ০৭ জুন ২০১১ ১৪:২৫ | 202.54.74.119
  • আবাপে সকালে ছবি দেখেছি।পড়া হয়নি।
    এখন দেখি।
  • kumudini | ০৭ জুন ২০১১ ১৪:২৫ | 122.160.159.184
  • আহা,আমি ভাবছিলাম কলকাতায় কতো সুন্দর সুন্দর তাঁতের শাড়ী পাওয়া যায়,কমলা বা হলুদ রঙের শাড়ী পরে ষষ্ঠী করতে যাবে,লজ্জা লজ্জা মুখে।
  • Arpan | ০৭ জুন ২০১১ ১৪:২৩ | 216.52.215.232
  • কী না, কি।

    সৈকত মন দিয়ে আবাপ পড়ে।
  • saikat | ০৭ জুন ২০১১ ১৪:২০ | 202.54.74.119
  • ব্রতীন ইলিশটা কী পদ্মার না গঙ্গার?
    টেস্ট কেমন ছিল?

    এ বছরের তোলা নাকি কোল্ড স্টোরেজের?

    খোকা ইলিশ না বড়?

    আর লোকে এটা দেখে না যে আমি অ-প্রবাসী বাঙালী হয়েও ষষ্ঠীতে যাই নি।
  • Bratin | ০৭ জুন ২০১১ ১৪:১৪ | 59.93.246.167
  • হ্যাঁ কুমু দি, তুমি তো জানো ই বেসেক্যালি আমি ভালো ছেলে। তাই WFS ঃ-))
  • Bratin | ০৭ জুন ২০১১ ১৪:১২ | 59.93.246.167
  • হ্যাঁ হ্যাঁ সে বুঝতে পেরেছি।

    না গো তাড়াতাড়ির দোহাই দিয়ে এক পিস সালোয়ার পরে চলে এসেছে। আমি বলে দিয়েছে আমি শাড়ী পরতে বলছিলাম। কেয়া কে ওর মা আর জেম্মা বকুনি দিয়েছে
    ঃ-))

    এই বার একটু দিবানিদ্রা দিয়ে আসি।
  • byaang | ০৭ জুন ২০১১ ১৪:১১ | 122.167.213.222
  • হুঁঃ, ভারি সব ইয়ে হয়েছেন! আমি চল্লুম।
    (দুম্‌দুম, গটমট)
  • kumudini | ০৭ জুন ২০১১ ১৪:০২ | 122.160.159.184
  • এ কি,রাতের খাওয়া তো খেতেই হবে।মাংসটা যে মশলামাখানো রয়েচে,সেটার কি হবে তাইলে?
    তবে ব্রতীন শ্বশুরবাড়ী গিয়ে ল্যাপি খুলে বসে আছে কেন? wfs?
  • kumudini | ০৭ জুন ২০১১ ১৩:৫৮ | 122.160.159.184
  • ব্রতীন,রাগি নি।দুঃখুটা ঐরকম রাগের মতো শোনাচ্ছে।
    কেয়া কি আজও তোমার পছন্দমত শাড়ীগয়না পরেছে?
    চাটনি,আম,দই,মিষ্টি?হায়,আমার যে দিন ভে-সে গ্যা-ছে ঃ-((
    রবিদাদু সর্বদাই প্রাসঙ্গিক।
  • byaang | ০৭ জুন ২০১১ ১৩:৫৭ | 122.167.213.222
  • ছিঃ ব্রতীন, এই বয়সে এরকম আদেখলেপনা কি তোকে মানায়! বিকেলের রোদ্দুর থাকতে থাকতে ঘরের ছেলে ঘরে ফিরে আসিস।
  • Bratin | ০৭ জুন ২০১১ ১৩:৫৬ | 59.93.246.167
  • হ্যাঁ। বৈকালিক ভোজনের পরে রাত্রে সাঁটিয়ে তারপরে ....
  • Arpan | ০৭ জুন ২০১১ ১৩:৫৩ | 204.138.240.254
  • ঃ)

    বিকেলে সান্ধ্যাহ্নিকের আয়োজনও আছে নাকি বোতিন?
  • Bratin | ০৭ জুন ২০১১ ১৩:৫১ | 59.93.246.167
  • ঠিক ঠিক। মেয়ে বলে কি মানুষ নয়? ঃ-)))

    অর্পনের কাছ থেকে এটা আশা করি নি। সুযোগ পাওয়া গেছে দে 'গরুর' গা ধুইয়ে। ঃ-)))
  • byaang | ০৭ জুন ২০১১ ১৩:৫০ | 122.167.213.222
  • ব্রতীন গায়ে পড়ে এরকম মেনু শোনাচ্ছে কেন? কে শুনতে চেয়েছে?
  • byaang | ০৭ জুন ২০১১ ১৩:৪৯ | 122.167.213.222
  • ডিডিদা ঃ-))
    ও হুতো, একখানা ছবি হয় না - ডিডিদার তিন জামাই ডিডিদাকে শাক্তমতে শ্বশুরষষ্ঠী খাওয়াচ্ছে?
  • Bratin | ০৭ জুন ২০১১ ১৩:৪৮ | 59.93.246.167
  • প্রতিবার ই হয়। জামাইষষ্ঠী তে ঃস্পেশাল। ঃ-))

    হ্যাঁ একমাত্র।

    মেনু টা বলে ফেলিঃ

    ভাত , ডাল, শাক, পাঁচ রকম ভাজা, ইলিশ মাছ ভাজা,চিংড়ির মালইকারি,রুই র রেজালা,চাটনি,আম,দই,মিষ্টি।

    বাকি গুলো রাতে।

    জেমস দা, না পাই নি তো?
  • dd | ০৭ জুন ২০১১ ১৩:৪১ | 124.247.203.12
  • "বোতিন, ছিঠি প্যালে?" এই ভাবে লিখলে ১০০% ঠিক হতো।

    আর জামাই ষষ্ঠি নিয়ে আমার কোনো বক্তব্য বা অভিজ্ঞতা কিসুই নেই।

    আমার তিন মেয়ে। খুব চাইছি বাংলার ঘরে ঘরে শ্বশুর ষষ্ঠির একটা প্রচন্ড আবেগ উদ্বেল ঐতিহ্য রাতারাতি শুরু হয়ে যাক। একটু শাক্ত মতে হওয়াই বাঞ্চনীয়।
  • Arpan | ০৭ জুন ২০১১ ১৩:৩৫ | 204.138.240.254
  • না না, তা কেন হবে। তাড়াহুড়ো করে পোস্ট করাতে অনবধানে ওরম দেখাচ্ছে।
  • byaang | ০৭ জুন ২০১১ ১৩:৩২ | 122.167.213.222
  • শুধুই ""প্রবাসী ছেলে/জামাই''!! অর্পণের থেকে এরকম বৈষম্যমূলক মন্তব্য , জাস্ট ভাবাই যায় না!
  • Arpan | ০৭ জুন ২০১১ ১৩:৩০ | 216.52.215.232
  • বোতিন কি ও বাড়ির একমাত্র জামাই?

    তা বলে ভেবোনা বাপু নজর দিচ্ছি। প্রবাসী ছেলে/জামাইরা যখনই কলকাতা যায় তখন রোজই ওই রকমের খাওয়াদাওয়াই হয়।
  • M | ০৭ জুন ২০১১ ১৩:৩০ | 59.93.175.12
  • এইমাত্র সিন্মা শেষ, তিনি এসে বললেন যে সিডিটা খারাপ , কারন সিনিমার শেষটা নেই।আসলে তিনি গোলগাল হ্যাপি শেষ দেখে অভ্যস্ত।এই কারনে তার আমার সাথে ধোবিঘাট দেখার পর থেকে এত আতঙ্ক যে তিনি নৌকাডুবি দেখতেও যাননি।খালি মুখ ব্যাজার করে বললো, ছেলেটা রুইন হয়ে গেলো।
  • M | ০৭ জুন ২০১১ ১৩:১৬ | 59.93.175.12
  • হেঃ
    ব্যাঙ ও যেমন!আমার পোলার ঐ ফিল্মোৎসব দেখে এইসব চাগিয়েছে, তবে অটোগ্রাফ মন দিয়েই দেখছে, শেষ হতে চললো। আমি হাঁড়ি সামলে বসে আছি।লে ছক্কার এট্টুস দেখেই তার মনে হলো যে ওটা দারুন সিনেমা হবে। আর হাঁদাভোদা তার প্রিয় সিন্মা। তিনি পড়ার জিনিসগুলো একবার পড়েন, বেশীবার পড়তে বল্লে বোর লাগে তার, এদিকে প্রিয় সিনেমা ততবার দেখেন যতবার দেখলে কিনা খুঁটিনাটি আবহসঙ্গীত ও মুখস্ত হয়ে যাবে। আর কি এক ঘন্টার ওগি অ্যান্ড কক্রোচেস কার্টুন হয়, তার আবার কথাগুলো হিন্দিতে, সেভাবেই আজকাল কথা বলছেন।
  • til | ০৭ জুন ২০১১ ১৩:১৪ | 165.12.252.211
  • ধ্যুস, তিনটে শব্দে একটা ভুল! ৩৩।৩%
  • til | ০৭ জুন ২০১১ ১৩:১৩ | 165.12.252.211
  • ব্রতীন, ছিঠি পেলে?
  • byaang | ০৭ জুন ২০১১ ১৩:১১ | 122.167.213.222
  • আমি অপেক্ষা করছি, কখন ডিডিদা এসে যারা জামাইষষ্ঠী খেতে যায়, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন।
  • byaang | ০৭ জুন ২০১১ ১৩:০৫ | 122.167.213.222
  • নাঃ, ও আর দেখে কী হবে?
  • Bratin | ০৭ জুন ২০১১ ১৩:০৪ | 59.93.246.167
  • নারে। বাড়িতে কাজ হচ্ছে তাই ১১ টার আগে বেড়োতে পারলাম না।
    তুই কী আগের বারের জামই ষষ্ঠীর ফোটো গুলো অর্কুটে দেখিস নি? ঃ-))
  • byaang | ০৭ জুন ২০১১ ১৩:০১ | 122.167.213.222
  • শরবতের সাথে দুটো মিষ্টিমাষ্টাও দিলেন না? শুধুই শরবত?
  • byaang | ০৭ জুন ২০১১ ১৩:০০ | 122.167.213.222
  • অ, সবে আমপোড়ার শরবত! তার মানে এবারে বেশি কিছু খাওয়াবেন না।
    নিশ্চিন্ত হলুম। দেখিস ব্রতীন, আদেখলার মত বেশি খাইখাই করিস নি যেন!
  • Bratin | ০৭ জুন ২০১১ ১২:৫৭ | 59.93.246.167
  • সবে আমপোড়ার সরবত খেলাম।

    বালুচরী শাড়ি টা শাশু মার খুব পছন্দ হয়েছে।

    কুমু দি অত রেগে যাও কেন? ঃ-))
  • byaang | ০৭ জুন ২০১১ ১২:৪১ | 122.167.213.222
  • কোলকাতা গিয়ে কত কত মিষ্টির দোকানে ঘাসফুল সন্দেশ খুঁজলাম, কোত্থাও পেলাম না। আনন্দবাজারে ঐ সন্দেশের ছবি দেখে থেকে বড় লোভ হয়েছিল
  • byaang | ০৭ জুন ২০১১ ১২:৩৩ | 122.167.213.222
  • আনন্দমেলা তো আনলুম গোটা পঁচিশেক। কিন্তু এবারে এত বেশি মালপত্তর হয়ে গেল যে যেসব বইগুলো কিনেছিলাম, সেগুলো আনতে পারলাম না। এমনকি নিজের আর ছেলের জামাকাপড়ের অর্ধেকও মায়ের কাছে রেখে আসতে হল।
    মাঝে মাঝেই মনটা উদাস হয়ে যাচ্ছে, ব্রতীন না জানি কত কি খাচ্ছে ভেবেটেবে।
  • byaang | ০৭ জুন ২০১১ ১২:৩০ | 122.167.213.222
  • আমার আর জামাইষষ্ঠী কিসের! কেউ এবার ভালো করে খেতেই দিলে না আমাকে, না নিজের মা, না কাকিমা, না মামি, না শাউড়ি! খেতে চাইলেই আমার মাথা থেকে পা অব্দি দেখেটেখে - ""একবার থাইরয়েড টেস্ট করিয়ে নে আগে ভালো করে'' এই জাতীয় কথাবার্তা। তারপরে আর কোন বেহায়া ওদের থেকে খেতে চাইবে!
  • kumudini | ০৭ জুন ২০১১ ১২:২৪ | 122.160.159.184
  • @ব্যাঙ,জামাইষষ্ঠীটা কান ঘেঁষে বেরিয়ে গ্যালো।নাকি রোব্বারেই সেরে এসেছ?আনন্দমেলা,ভাল ভাল শাড়ীটাড়ী সব গুছিয়ে এনেছ আশা করি।
  • byaang | ০৭ জুন ২০১১ ১২:১৮ | 122.167.213.222
  • তাড়াতাড়ি আর কোথায়? পনেরোদিনের বেশিই তো কাটিয়ে এলুম।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত