এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dd | ১০ জুন ২০১১ ২৩:৩৩ | 122.167.24.129
  • আর বিভীষণের দিকেও একটু নজর রেখো, হে ব্যাং।

    তোমার রানিং কমেন্টারী পড়ে বুঝতে পারছি তোমার ব্যাথায় সে বড়ো জর্জরিত হয়ে পরেছে। সারাদিন কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। ডিসেϾট্র না ডিপ্রেসন, কি হোলো কে জানে। চোখে চোখে রেখো।

    খুব চিন্তার বিষয়।
  • Tim | ১০ জুন ২০১১ ২৩:৩৩ | 198.82.21.136
  • ডাক্তার যা যা বলে সেগুলো শুনো। ঃ-)
  • byaang | ১০ জুন ২০১১ ২৩:৩৩ | 122.167.64.212
  • আপত্তি! আপত্তি কিসের?
  • byaang | ১০ জুন ২০১১ ২৩:৩২ | 122.167.64.212
  • পাই, হাত আজ কেটে ফালা ফালা হয়েছে, বইয়ের আলমারির কাঁচের পাল্লা ভেঙ্গে চুর চুর হয়ে সারা ঘরে পড়েছে। সেই কাঁচ তুলতে গিয়ে রক্তারক্তি।
  • sayan | ১০ জুন ২০১১ ২৩:৩১ | 115.242.140.45
  • তালপাটালি কী রে হুচি?
    পাকা তালের আঁটি রোদে শুকিয়ে ফাটালে ভেতরে একটা নরম ব্যাপার থাকে, খেতে ভালোই।
    তাল শুধু রুটি, লুচি আর বড়া - এই তিন্টএ ফর্মে খেয়েছি।
  • pi | ১০ জুন ২০১১ ২৩:৩১ | 128.231.22.150
  • এই ভাঙাভাঙি, কাটাকাটি নিয়ে মৌলিদার আপত্তি নেই ?
  • byaang | ১০ জুন ২০১১ ২৩:২৯ | 122.167.64.212
  • হ্যাঁ রে হুচি, আমি এমনিতে যেতাম না, কিন্তু তোদের সবার আমার জন্য এত উদ্বেগ, এত ভালোবাসা দেখে শুধু তোদের কথা রাখতেই এবার সত্যি সত্যি যেতে ইচ্ছে করছে। কাল যাব। ডিডিদা, মিতাদি, প্রতীক, কুমু, বম্মা, অপ্পন, সিকি, লামা, পাই, কেকে, ইশান, মিঠু, সায়ন, হুচি, তিমি, কেসি সব্বাইকে থ্যাঙ্কু। চিন্তা কর না, আমি ঠিকঠাক আছি। তবে আমি নিশ্চিত, কাল ডাক্তারের কাছে গেলেই ব্যাটারা টিপেটুপে ব্যথা বাড়িয়ে দেবে। তবু যাব। শুধু তোমরা বলেছ বলেই।
  • Tim | ১০ জুন ২০১১ ২৩:২৭ | 198.82.21.136
  • কোন স্কেলে সাতদিন, হ্যাঁ অপ্পন? ;-)
  • pi | ১০ জুন ২০১১ ২৩:২৬ | 128.231.22.150
  • গলার আর হাতের কী খবর ?
  • Arpan | ১০ জুন ২০১১ ২৩:২৫ | 122.252.231.10
  • খাইসে রে! আমি আর সাতদিন এমুখো হব না।
  • hu | ১০ জুন ২০১১ ২৩:২৫ | 12.34.246.72
  • ব্যাঙদি শুধু পেন কিলারে থেকো না। ডাক্তার দেখিয়ে নিও একবার।
  • byaang | ১০ জুন ২০১১ ২৩:২৫ | 122.167.64.212
  • তবে হ্যাঁ মিতাদি সক্কালবেলায় অমন গম্ভীর বকুনি দেওয়ায় আর বিকেলে কুমু কড়া গলায় কথা বলায় সত্যি একটু ঘাবড়ে গেছি। আজ সময় পাই নি, কাল সত্যি সত্যি ডাক্তারের কছে যাব। কাঁধটা ভোগাবে, মনে হচ্ছে।
  • hu | ১০ জুন ২০১১ ২৩:২৩ | 12.34.246.72
  • লুরুতে কি খুব ঠান্ডা? ঃ-)

    সায়ন, গরমকালে খেজুর গুড়ের বদলে তালপাটালী বেশি ভালো। বাকিটাতে লোভ দিলাম।
  • byaang | ১০ জুন ২০১১ ২৩:২১ | 122.167.64.212
  • আমি লিখতুম না অ্যাত্তো হাঁড়ির খবর। কিন্তু অপ্পনের আদিখ্যেতা দেখে পিত্তিটা চটকে গেল।
  • byaang | ১০ জুন ২০১১ ২৩:২০ | 122.167.64.212
  • তবে অপ্পন কোথায় গেল? ওর পোস্ট দেখে থেকে আমার রাগে গা রিরি করছে। মৌলিদার সঙ্গে অপ্পনের ভারি পিরিত হয়েছে দেখছি! তবে শোন, কাল তিনি যখন বাড়ি ফিরছিলেন, তখন পাড়ার লোক ওনাকে ডেকে বললে যে আমার চোট লেগেছে, উনি "ও আই সি' বলে চলে এলেন। আমি আরো ঘন্টা দেড়েক বাদে বাড়ি ফিরে দেখি উনি চাদরমুড়ি দিয়ে শুয়ে আছেন। আমি ব্যথায় কোঁ কোঁ শুরু করায় অত্যন্ত বিরক্ত হয়ে পেনকিলার কিনতে বেরোলেন। বাড়ি ফিরে আবার চাদরমুড়ি দিয়ে শুয়ে পড়লেন। তখন আমি ইচ্ছে করে ""বাবা গো মা গো ভলিনির টিউবটা কোথা গেল?'' বলে চেঁচামেচি শুরু করায় উঠে ভলিনি দিয়ে আবার শুয়ে পড়লেন। আজ সকালে উঠে একবার শুধু জিজ্ঞেস করেছেন "ঘাড় কেমন আছে?'' এখন বাড়ি ফিরে খেয়েদেয়ে আবার চাদরমুড়ি দিয়ে শুয়ে পড়েছেন।
  • pi | ১০ জুন ২০১১ ২৩:২০ | 128.231.22.150
  • আমি টিমের টিমে।
  • sayan | ১০ জুন ২০১১ ২৩:১৯ | 115.242.140.45
  • ভেবে দেখলাম, খেজুর গুড়ের পাটালি, কলা, মিষ্টি দই, খই'এর মিষ্টি মোয়া, মাখা সন্দেশ আর কদমা মিশিয়ে চিঁড়েভোগটা কালই যদি না খেতে পারি তো এ জীবন হায়, ইত্যাদি। ধুস! ঃ-((
  • Tim | ১০ জুন ২০১১ ২৩:১৫ | 198.82.21.136
  • ব্যাঙদি, ভালো করে ঘুমোও এখন কদিন। রাত জেগোনা।
  • Tim | ১০ জুন ২০১১ ২৩:১৫ | 198.82.21.136
  • পঞ্চভূতের চটকানো জিনিস খেলে অশ্বিনীকুমারদ্বয় পাপ দ্যায়। আর বেঁচে না থাকলে বইখাতা নিয়েই বা ক্ষি হবে!
  • Tim | ১০ জুন ২০১১ ২৩:১৩ | 198.82.21.136
  • হেহে সেই অবনী বাড়ো আছো কবিতাটা মনে পড়ছে। ঃ-)
  • hu | ১০ জুন ২০১১ ২৩:১৩ | 12.34.246.72
  • দধিকর্মা না খেলে মা সরস্বতী পাপ দেয়।
  • byaang | ১০ জুন ২০১১ ২৩:১৩ | 122.167.64.212
  • আছি মোটামুটি, পেইনকিলার খেলাম দুটো।
  • sayan | ১০ জুন ২০১১ ২৩:১২ | 115.242.140.45
  • চিঁড়ে আছে। আজ আর পেটের ওপর অত্যাচার কত্তে চাই নে। কাল হবে। ফলার। সন্দেশ নেই। কাজু কাটলি আছে, সেই দিয়ে চলবে?

    ব্যাঙদি' কেমন আছো?
  • hu | ১০ জুন ২০১১ ২৩:১২ | 12.34.246.72
  • ব্যাঙদি, লিখলাম তো! কেমন আছো এখন?
  • byaang | ১০ জুন ২০১১ ২৩:১১ | 122.167.64.212
  • দালিয়া!! ওয়াক!! (নাক সিঁটকানোর স্মাইলি)
  • Tim | ১০ জুন ২০১১ ২৩:১১ | 198.82.21.136
  • অমেত্তোর বাপও অমেত্তোই হয়! শাস্তরে আছে।
  • sayan | ১০ জুন ২০১১ ২৩:১০ | 115.242.140.45
  • আহা, বেশ কিছু খাজা কাঁঠাল, অল্প নুন দিয়ে মাখিয়ে! উল্‌স্‌! কাল একবার সকালটা হলে হয়।

    ও হ্যাঁ, পোহা খাসনি টিম? নাকি ওটাকেই পোলাও বলছিস?
  • byaang | ১০ জুন ২০১১ ২৩:১০ | 122.167.64.212
  • শুধু আম-কলা-নারকেলকোরা দিলেই হয়ে যাবে ?? চাট্টি সন্দেশ মাখতে হবে না ওটায়? হুচিটা ভালো করে খেতে শেখে নি।
  • Tim | ১০ জুন ২০১১ ২৩:১০ | 198.82.21.136
  • হ্যাঁ দালিয়ার মতই অনেকটা। ভালো খেতে হয়।
    খেতে ভালো হয় কিনা জানিনা। খাইইনি তো কোনোদিন। আমাদের বাড়িতে এইসব বিস্তর হতো, আর আমি পালিয়ে বেড়াতাম। অবশ্য , সেতো দেখতে গেলে আমি দধিকর্মাও খাইনা। ঃ-)
  • hu | ১০ জুন ২০১১ ২৩:১০ | 12.34.246.72
  • সন্দেশ-গুজিয়া উদ্বৃত্ত থাকলে আবার সেগুলোও ফলারে মিশিয়ে দেওয়া হত। যাকে বলে অমেত্তোর বাপ!
  • sayan | ১০ জুন ২০১১ ২৩:০৭ | 115.242.140.45
  • টিমি, দই-আম দিয়ে ঠিকঠাক চিঁড়েমাখা খাস নি তাহলে। পুরো অমেত্তো।
    সাবুর খিচুড়িটা আবার কী! দালিয়ার মত?
  • Tim | ১০ জুন ২০১১ ২৩:০৭ | 198.82.21.136
  • ব্যাস, হয়ে গ্যালো। মাছির জ্বালায় আর টেঁকা যাবেনা।
  • hu | ১০ জুন ২০১১ ২৩:০৬ | 12.34.246.72
  • পাকা কাঁঠাল তো কোয়া ছাড়াতে ছাড়াতেই মুখে চালান করা উচিত।

    (এক্ষুনি আবার লোকে বলবে কাঁঠালের গন্ধে টেকা যাচ্ছে না!)
  • sayan | ১০ জুন ২০১১ ২৩:০৫ | 115.242.140.45
  • নীনাদি', থ্যাঙ্ক্যু। ঃ-)
    পা'গুলো সামলে সুমলে রেখো আর তাড়াতাড়ি সেরে উঠে আবার ছোটাছুটি করো।
  • Tim | ১০ জুন ২০১১ ২৩:০৫ | 198.82.21.136
  • ওকে, চিঁড়ে ভালো কেবল দুটো ফর্মে। ভাজা আর পোলাউ। ইন ফ্যাক্ট মোয়াটাও ঠিকঠাক। তো , হলো গিয়ে তিনটে।
    সাবু ভালো, সেও দুটোই ফর্মে। পাঁপড় আর খিচুড়ি।

    ভেবে দেখলাম মাখামাখিটাই বেসিকালি ভাল্লাগেনা।
  • sayan | ১০ জুন ২০১১ ২৩:০৩ | 115.242.140.45
  • কেরালাইট'রা ট্যাপিওকা ভাজা খায়। সে তো পাকা কাঁঠাল ভাজা আর কলাভাজাও খায়। খেয়ে দেখেছি। ভালোই।
  • hu | ১০ জুন ২০১১ ২৩:০৩ | 12.34.246.72
  • হ্যাঁ, নার্কেল কোরা দিয়ে মিষ্টি চিঁড়েভাজার জন্যও মনটা হু হু করছে।
  • Nina | ১০ জুন ২০১১ ২৩:০২ | 12.149.39.84
  • যেতেযেতে টিম্ভাইর মাথায় একটা আলতো চাঁটি মেরে গেলুম ঃ-))
    সান্দা ভাল থাকিস রে
  • hu | ১০ জুন ২০১১ ২৩:০২ | 12.34.246.72
  • এখানে ঐ ছোটো সাবুটা পাইনা নীনাদি। বড় দানার সাবুতে সাবুমাখা ভাল্লাগে না।

    টিম, এইসব হল বাংলার ঐতিহ্য। জঘইন্য বল্লেই হল?
  • sayan | ১০ জুন ২০১১ ২৩:০১ | 115.242.140.45
  • হুচি'কে সাপোট। চিঁড়ে যে কোনও ফর্মে দারুন লাগে। চিঁড়েভোগ সে চিঁড়েভাজা তক। সাবুর পাঁপড় ছাড়া ব্যাপারটা ঠিক জুতসই হয় না।
  • Nina | ১০ জুন ২০১১ ২৩:০০ | 12.149.39.84
  • আরে হুচি, অশ্বথামাকে দুধের বদলে ঠ্‌হকিয়ে কি একটা খাইয়েছিল ঘোল না কি যেন।
    এখানে তো সবই পাওয় যায়রে--আমার এদের ট্যাপিওকা পুডিং খুব ভাল লাগে ঃ-)) সাবুর খিচুড়ী ও করে খেয়েছি---আমার এইসব খেতে জম্পেশ লাগে--নাঃ এবার পলাইতে হইব--টাটা
  • Tim | ১০ জুন ২০১১ ২২:৫৯ | 198.82.21.136
  • হুচি সব জঘইন্য খাবারদাবারের নাম কচ্ছে। মানে মেইনলি চিঁড়ে আর সাবুটাকেই বললাম।
  • sayan | ১০ জুন ২০১১ ২২:৫৯ | 115.242.140.45
  • কলা, আম, মিষ্টি দই - তিনটেই আছে। চিঁড়ে খুঁজতে হবে। নাহ্‌, দেখি।
  • Tim | ১০ জুন ২০১১ ২২:৫৮ | 198.82.21.136
  • আগে জান্তে হবে টিকটিকিটা হেলে, না কেউটে ? কোন ক্যাটেগরির না জানলে কিসুই কওয়া যায়না।
  • Nina | ১০ জুন ২০১১ ২২:৫৭ | 12.149.39.84
  • ওক্কে আম্মো কাটলুম, টাইম আপ।
    হ্যাপ্পি উইকএন্ড সব্বাইকে ঃ-))
  • M | ১০ জুন ২০১১ ২২:৫৭ | 59.93.210.14
  • শুচিস্মিতা,
    হুম্ম। ঠিক।থ্যাঙ্কু।
  • hu | ১০ জুন ২০১১ ২২:৫৭ | 12.34.246.72
  • অশ্বত্থামা চিঁড়ে-দই খেত বুঝি?
    সাবুমাখা খেতেও মঞ্চায়। আম-কলা-নার্কেল কোরা দিয়ে মাখা।
  • Nina | ১০ জুন ২০১১ ২২:৫৬ | 12.149.39.84
  • যাক বাঁচলুম। আমার পা আবার তিনটে মানে ঐ ক্রাচ-নিয়ে তবে এবার অত সাংঘাতিক নয়
  • Nina | ১০ জুন ২০১১ ২২:৫৫ | 12.149.39.84
  • হুচে আমারও চিন্তা হচ্ছে, টিকটিকির শুনি বিষ থাকে , বড়ম কে ভয় পাওয়াতেও চাইছিনা কিন্তু চিন্তাও হচ্ছে
  • M | ১০ জুন ২০১১ ২২:৫৪ | 59.93.210.14
  • দিদিয়া,
    ঘাবরানোর মতো কিছু হয় নাই।ওষুধ ও লাগিয়েছি, ফোলে নি,যাষ্ট এট্টু লাল মতো।ভয় পেয়ো না।

    তোমার পা কেমন? ভালো থেকো।

    গুন্নাইট।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত