এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • m | ১৭ জুন ২০১১ ১৪:২৪ | 117.194.41.125
  • সেই জন্যে এখন শুধু 'দুষ্টু মিষ্টি বুদ্ধিদীপ্ত' প্রেমের ছবি দেখবো ঠিক করেছিঃ)
  • dd | ১৭ জুন ২০১১ ১৪:২৩ | 124.247.203.12
  • চাইলাম যুদ্ধের সিনিমা, বেশ গুড়ুম গুর্গুম ধড়াম ধধ্‌ড়াম করে যুদ্ধু টুদ্ধু হবে, তা নয় দিলো ভরে রেস্ট্রেপো আর হার্ট লকার।
    হ্যান্দ হেল্ড ক্যামেরা আর সামাজিক দায়বদ্ধতায় ভরপুর।

    ব্রেকফাস্টে তো ইদলি ফিডলি আছেই আর দুপুরে একেবারে ভেজেটারিয়ান লাঞ্চ,চিত্তে সুখ নেই। এর পর বাড়ী ফিরে এ সব দেখতে ভাল্লাগে?
  • pi | ১৭ জুন ২০১১ ১৪:২১ | 72.83.83.239
  • অবশ্য, যৌবনে হত , কৈশোরে হয় না, এটা ও হতে পারে ঃ)
  • pi | ১৭ জুন ২০১১ ১৪:২০ | 72.83.83.239
  • হ্যাঁ, কুমুদির কথায় পয়েন আছে। যৌবনে হজম 'হত' হজম হইলো না ঃ)
  • kumudini | ১৭ জুন ২০১১ ১৪:১০ | 122.160.159.184
  • দীপ্তেন্দার তো চিরযৈবন!
  • dd | ১৭ জুন ২০১১ ১৪:০৯ | 124.247.203.12
  • ডনি ডার্কো, ন্যাচারল বর্ণ কিলার,বয় এ... এ গুনো ও দেখলাম। সবই কেমন গা গুলানো বই।
    সিনিমা হিসেবে হয়তো দশে দশ। কিন্তু আমার আর পোষাচ্ছে না।
  • m | ১৭ জুন ২০১১ ১৪:০৮ | 117.194.41.125
  • ব্যাং, শরীর কেমন আছে এখন
  • m | ১৭ জুন ২০১১ ১৩:৫৬ | 117.194.41.125
  • দীপ্তেন্দা,জীবনে যে কটি সিনেমা ভয়ংকর সিনেমা দেখেছি- তার মধ্যে এইটা প্রথম তিনের মধ্যে আসবে।
    অস্থির হয়ে শেষপর্যন্ত দেখতে পারিনি।
  • dd | ১৭ জুন ২০১১ ১৩:৩৫ | 124.247.203.12
  • আর আমি দেখলাম ওল্ড বয় নামে একটা কোরিয়ান সিনেমা। ভুবনখ্যাত।

    ভীষণ ডিস্টার্বিং আর ডার্ক। একটা কচি মতন কম্পিউটারওয়ালা আমার ল্যাপীতে কি সব ভয়ানক কঠিন সিনেমা ভরে দিয়ে গেছে। মান্দ্রাজে বসে সে সব দেখি নিত্তি।

    যৈবনে এরম কঠিন সিনেমা দিনে দুটো দেখলেও হজম হয়ে যেতো। এখন বড্ডো অস্বস্তি হয়।
  • til | ১৭ জুন ২০১১ ১৩:৩৫ | 165.12.252.211
  • আমা,
    তারপর?
  • M | ১৭ জুন ২০১১ ১৩:৩২ | 59.93.195.174
  • মারলোন ব্র্যান্ডোর সায়োনারা একটা হাল্কা পুল্কা ভালো সিন্মা, বৃষ্টির দিনে একা ঘরে থাকলে দেখার জন্য।আমি দেখলুম। এবার জানলা দিয়ে আকাশ দেখবো আর রবীন্দ্রসঙ্গীত শুনবো।তার আগে আম, কালাকাঁদ আর তালশাঁস দিয়ে লাঞ্চ।
  • hmmm | ১৭ জুন ২০১১ ১৩:৩১ | 122.179.108.202
  • এয়ারপোর্ট এ নেমে প্রিপেড ট্যাক্সি করে ব্যান্ডেল চলে যাওয়াই বেস্ট অপশন।। ঐ ভাবে ট্রেনে বাসে করে যেতে হলে তো দিল্লি থেকে আসতে যত না টাইম লাগবে তার থেকে বেশি টাইম লাগবে । অবশ্য ট্যাক্সি তেও কম টাইম লাগবেনা মনে হয় । আর অত ঝামেলা করে পোশালে অবশ্য যাওয়াই যেতেই পারে ।এত বার চেনজ করাই ঝামেলা
  • Lama | ১৭ জুন ২০১১ ১৩:২৬ | 203.132.214.11
  • আজ আড়াইটেয় দোকান বন্ধ করে বেরিয়ে পড়বো। বাড়ি গিয়ে চাদর মুড়ি দিয়ে চাট্টি ঘুম। বিকেলে পাড়ার মোড়ের শুঁড়িখানা থেকে স্বাস্থ্যকর কিছু কিনে নিউএ এসে সন্ধ্যেবেলা গল্পের বই পড়তে পড়তে একটু চুমিক দেবো। সঙ্গে ভালোমন্দ খাবার কিছু থাকতেও পারে, নাও পারে। বোর হয়ে গেলে বই বন্ধ করে রেখে তুষ্টুর সঙ্গে একটু লুডো খেলা। গান শোনা আর আড্ডা ফাঁকে ফাঁকে চলবে।
  • de | ১৭ জুন ২০১১ ১৩:২১ | 59.163.30.2
  • ব্যাং কি আপিসে জয়েন করেছো?
  • byaang | ১৭ জুন ২০১১ ১২:৫৬ | 122.178.206.65
  • ডিডিদা, ব্যথা কম আগের থেকে অনেকটা। তবে আমি বেশি বাড়াবাড়ি করলে ব্যথাবাবুও বড় বেশি বাড়াবাড়ি করেন।
    বিভীষণ আর ব্যাঙাচি কাল মুর্গির ঝোল ভাত খেয়েছে। আগের দিন ইলিশের ঝোল-ভাত।
  • til | ১৭ জুন ২০১১ ১২:৪৮ | 165.12.252.211
  • আম্রিগায় গেলাম সাদা পাসপোর্টে, LA তে দেখি সবার কত ফটো, আঙ্গুলের ছাপ নিচ্ছে অনেক্ষণ ধরে; আমারটা নিল না; হতাশ হলাম, কি ব্যাপার তার প্র্যাক্টিকাল হলো না।
  • Bratin | ১৭ জুন ২০১১ ১২:৪৪ | 122.248.183.1
  • সিকি, বাংলা প্রি-পেড ধরে আসবে। ওত পয়সা কী করবে হে? ছাতা ধরবে তো!!

    এয়ার-পোর্টের 2.5 গেট দিয়ে বেড়িয়ে ওল্টো দিনের ফুটপাত থেকে ধুলাগড়ের বিশাল বিশাল বাস পাবে। ভালো যায়। তবে বেশ ভিড়।
  • til | ১৭ জুন ২০১১ ১২:৪২ | 165.12.252.211
  • অয়ার্পোর্টের মোড় থেকে ধলভূম, না ধলগড় কোথায় যেন একটা নতুন বাস JNURM যায়, সেটা নাকি দক্ষিনেশ্বর যায়, বালী ও কি?
    ব্রতীন বলতে পারবে, তবে বাসটায় খুব ভিড় হয় এটুকু জানি।
  • dd | ১৭ জুন ২০১১ ১২:৪২ | 124.247.203.12
  • ব্যাংএর ঘাড়ের কি অবোস্থা ?
    ব্যাঙাচি আর বিভীষণের খাচ্চে দাচ্চে কি?
  • byaang | ১৭ জুন ২০১১ ১২:৩৮ | 122.178.206.65
  • স্ট্যানলি কা ডাব্বা
  • siki | ১৭ জুন ২০১১ ১২:৩৮ | 123.242.248.130
  • ব্রতীন, সন্ধ্যে সাতটায় কলকাতা অ্যারপোটে নামব। সেখেন থেকে ভাবছি বাস ধরে বালী আসব, ট্রেন ধরে ব্যাংডেল।

    অ্যারপোর্টের মুখ থেকে বালী যাবার বাস পাওয়া যায়? নাকি রিক্সা করে বাইরে আসতে হবে?
  • Bratin | ১৭ জুন ২০১১ ১২:৩৮ | 122.248.183.1
  • হ্যাঁ তাও যায়। আসলে মার্কেটে কী কী চলছে তাই জানি না। ঃ-((
  • Sibu | ১৭ জুন ২০১১ ১২:৩৪ | 74.125.57.33
  • ভাল সিনেমাই দেখতে হবে কেন? খারাপ সিনেমা দেখা যায় না!!
  • Bratin | ১৭ জুন ২০১১ ১২:৩২ | 122.248.183.1
  • আজকে বিশেষ কাজ নেই। ভাবছি এক পিস সিনেমা দেখে আসবো। সিটি সেন্টারে। একটা ভালো সিনেমা সাজেস্ট করবে কেউ?
  • Bratin | ১৭ জুন ২০১১ ১২:২৬ | 122.248.183.1
  • অ!! বুঝেছি ঃ-((
  • Sibu | ১৭ জুন ২০১১ ১২:২৪ | 74.125.57.33
  • এ হল স্বাধীন্তার পোশ্নো। শুওর, অক্টোপাস, কুমীর (এমনকি হোয়েল) সে তো খেয়েই থাকি। তাই বলে কাঠবিড়ালী খাব না কেন?
  • Bratin | ১৭ জুন ২০১১ ১২:১৯ | 122.248.183.1
  • তোমার এক ধরনের কাবাব খাবর কি দরকার অ্যাঁ?

    তিমি ( আমাদের তিমি নয়) মাছের কাটলেট খাও, শুওর ভাজা খাও, অক্টোপাস খাও,স্কুইড খাও, কুমীরের রোস্ট খাও । কেউ মানা করেছে?
  • Bratin | ১৭ জুন ২০১১ ১২:১৪ | 122.248.183.1
  • অনেক সময় খেলা টা কঠিন করার জন্যে বলা হয় ২ টোর বেশী পিঠ নেগেটিভ। যাতে লোকে কল চেপে না খেলে।
  • Sibu | ১৭ জুন ২০১১ ১২:১৩ | 74.125.57.33
  • আরে, স্টেটমেন্ট অফ ফ্যাক্ট কি পেছনে লাগা নাকি?!!!
  • Bratin | ১৭ জুন ২০১১ ১২:১১ | 122.248.183.1
  • শিবু দা র , কুমু দি র পেছনে লাগা ( বিশেষ করে কাঠবেরালী নিয়ে) চলবে না চলবে না।
  • siki | ১৭ জুন ২০১১ ১২:১০ | 123.242.248.130
  • ক্যানো? এক্ষেপশনাল ক্যানো? কেমন মুখ ভার করে রয়েছে দ্যাখো আকাশ? ছাইরঙের মেঘে ঢাকা।

    নন্‌দিল্লিবাসীরা, চমকাবার কিছু নেই। এমন হয়ে আছে গত এক সপ্তাহ ধরে। মাঝে মাঝে দুটো একটা ফোঁটা, ঠিক যেন বহু ওপরের কোনও পাখি উড়তে উড়তে হিসু করে দিয়েছে।

    বিষ্টি হয় না। খুব ঘন মেঘ হয়ে গেলে প্রথমে আঁধি বয়। আরাবল্লীর দিক থেকে বালি আর ধুলো উড়ে আসে, গোটা দিল্লি এনসিআরকে ধোঁয়াটে করে দেয়। দরজা জানলা টাইট করে বন্ধ করে রাখলেও ঘরের সবকিছু সাদাটে মেরে যায়।

    নইলে লু বয়। কী প্রাণ জুড়নো গরম গরম হাওয়া। দু সপ্তাহ আগে জরুরি কাজে শনিবার গুরগাঁও আসতে হয়েছিল। সেদিন আকাশ ছিল পরিষ্কার। বাইকে এলাম, তাড়াতাড়ি হবে ভেবে। ফিরে গেলাম যখন, দু হাতের চামড়া কুচকুচে কালো। এখন হাতের ওপর থেকে মরা চামড়া খসতে শুরু করেছে।

    বিষ্টি আসতে এখনো অনেক দেরি। জুলাই।
  • hmm | ১৭ জুন ২০১১ ১২:০৬ | 122.179.50.22
  • কল ব্রে তে সবাই কে কটা পিট নিতে পারে সেটা দেখা হয় ।।আমি ডাক দিলাম ৫ টা তুলবো, এবার কটা নিলাম,যদি কম হয় তাহলে -৫০ হবে,৫টা তুল্লে ৫০+ হবে , আর তারপরে ৫ এর থেকে যটা বেশি হবে ,৬/৭/৮ এমন অহ্লে সেই অনুপাতে ৫২+,৫৪, ৫৬।।প্রতি এক্‌স্‌ট্‌রা পিট এর জন্য ২+ করে পয়েন্ট যোগ হবে
  • Sibu | ১৭ জুন ২০১১ ১১:৫৭ | 74.125.57.33
  • কুমু কি সেন্সিটিভ। যাস্ট অন্যের দেখে ক্ষ্যাপ্ত হয়ে গেল।
  • lcm | ১৭ জুন ২০১১ ১১:৫৭ | 69.236.168.97
  • কল ব্রে - টা কিরকম যেন? ভুলে গেছি।
  • Bratin | ১৭ জুন ২০১১ ১১:৫৬ | 122.248.183.1
  • পাগোল নাকি? কল ব্রে ট্রাই করেছিলাম। তারপরে ক্রমশঃ প্রকাশ্য করবো ভেবেছিনু ঃ-))
  • Sibu | ১৭ জুন ২০১১ ১১:৫৪ | 74.125.57.33
  • বোতীন কি বৌকে ব্রীজ শেকাতে চাইচে? বেটার লাক নেকস্ট টাইম (মানে পরজম্মে)। এ জম্মে ঐ ফিশ বা তিন পাত্তিই হোক।
  • Bratin | ১৭ জুন ২০১১ ১১:৫০ | 122.248.183.1
  • আচ্ছা শিবু দা, আমাকে তাস খেলার পরামর্শ দিল সেই প্রসঙ্গেঃ

    ১। কেয়া তাস খেলতে পারে না, শিখতেও চায় না। ঃ-((

    ২। আমার মতোন বয়েসে কি শিবু দা, কেকা বৌদির সাথে বৃষ্টিমুখর দিনে তাস খেলতো?
  • kumudini | ১৭ জুন ২০১১ ১১:৫০ | 122.160.159.184
  • কুমু(কুমী নয়)এক্ষেপনাল দিল্লীবাসী।
  • Sibu | ১৭ জুন ২০১১ ১১:৪৮ | 74.125.57.33
  • শপলিফটিং-এ কোনরূপ নরকের বিধান নাই। আর্য্যরা ঐটি প্রায়ই করিতেন মনে হয়। অসভ্য যাযাবর আর্য্য কি মহেঞ্জোদড়ো হরপ্পায় শপলিফটিং করে নাই!!
  • Bratin | ১৭ জুন ২০১১ ১১:৪৭ | 122.248.183.1
  • সাদা পাসপোর্ট কি? এবং কেন? (১+২)
  • Sibu | ১৭ জুন ২০১১ ১১:৪৬ | 74.125.57.33
  • কুমী কি দিল্লীবাসী নয়, না এক্সেপশনাল দিল্লীবাসী - যাহারা ক্ষ্যাপ্ত হয় নাই!!

    কলিকাতার থেকে, একখানি মেঘ ধার দিতি পারো দিল্লী শহরটিকে।
  • de | ১৭ জুন ২০১১ ১১:৪৪ | 203.199.33.2
  • শপলিফটিং -এ কোন নরকে যায়? নীদেনপক্ষে ইচ্ছা হলেই বা পন্ডিতের কি বিধান? :))
  • jkl | ১৭ জুন ২০১১ ১১:৪৪ | 121.244.209.245
  • *পরিস্থিতিতে
  • kumudini | ১৭ জুন ২০১১ ১১:৪৩ | 122.160.159.184
  • শিবু,
    ১।আমার ও আমার বাড়ীর ত্রিসীমানায় কোনরূপ লুঙ্গীর চিহ্নমাত্র নাই।
    ২।আমার মাথা সর্বদা হিমশীতল-সাক্ষী ব্রতীন ও ব্যাঙ।

    সিকি,কলকাতা থেকে একটু মেঘ এনো,বেশ জলভারাবনত দেখে।
  • jkl | ১৭ জুন ২০১১ ১১:৪৩ | 121.244.209.245
  • চারানাবাবু, এই বৃষ্টি উইথ তীব্র ঝোড়ো হাওয়া, আজকে কোল্কেতার ফেলাইট ধল্লে তো রাত্তিরে আকাশে ফেঁসে যেতে পারো, বিমান উড়াইয়া পাইলটগণ কিন্তু ভুবনেশ্বর চলিয়া যায় এমম্বিধ পরিস্থিতে।

    আর কুমুদি কাঠবেড়ালী অন্ত প্রাণ, তাঁহাকে বারবার কাঠবেড়ালীর রোস্ট, কাবাব এইসব প্রসঙ্গ টানিয়া ব্যথা দেয়া কি ঠিক?
  • Sibu | ১৭ জুন ২০১১ ১১:৪০ | 74.125.57.33
  • কিন্তু সাদা পাসপোর্টে শুনেচি শপলিফটিং কল্লে শাস্তি হয় না। একেনে কত্ত ভাল ভাল দোকান, কিন্তু পুলিশের ভয়ে শপলিফটিং কত্তে পারি না ঃ((।
  • de | ১৭ জুন ২০১১ ১১:৩৪ | 203.197.42.100
  • আমাগূ সাদা পাচপোর্ট -- সবচেয়ে মুশকিল হয় যখন মেয়েকে নিয়ে যাই -- বড্ড হ্যাপা, আমাদের দৌড়াদৌরি আপিস সামলায় কিন্তু নীলের জন্য আমাদের ছোটাছুটি, সবকিছু আবার ঠিকঠাক ডেটে হতে হবে ইত্যাদী ইত্যাদী!
  • siki | ১৭ জুন ২০১১ ১১:৩২ | 123.242.248.130
  • আমি আজ রাতে কলকাতা যাচ্ছি। একদিন ভিজে আসি।
  • Sibu | ১৭ জুন ২০১১ ১১:৩০ | 74.125.57.33
  • লুঙ্গী জড়িয়ে মাথায় বরফ দাও। মাথা ঠান্ডা হবে। আর সন্ধের পরে এক্তু ভদকা আর কাঠবিড়ালীর কাবাব।
  • kumudini | ১৭ জুন ২০১১ ১১:২৭ | 122.160.159.184
  • আবার এসেছে আষাঢ়-কিন্তু কেবলি কলিতে,
    দিল্লীবাসীরা ক্ষ্যাপ্ত হৈল গরমে জ্বলিতে জ্বলিতে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত