ভ্যাট! বাংলা ছাড়া কেউ কথা বলে না কর্পো অফিসে আর দাদা কালচার।
aka | ২১ জুন ২০১১ ২৩:৪২ | 168.26.215.13
বোঝো! কলকাতা কসমোপলিটন। লোকে মিটিংয়ে বাংলা ছাড়া কথা বলে না।
byaang | ২১ জুন ২০১১ ২৩:৪১ | 122.167.226.225
কোলকাতা বহুবছর ধরে ঢের ঢের বেশি কসমোপলিটান। সে ভাষাই বল, খাবারদাবারই বল। যে কোনো দিন কোলকাতা গুণে গুণে দশ গোল দেবে লুরুকে।
Arpan | ২১ জুন ২০১১ ২৩:৪১ | 122.252.231.10
ধুর বাবা, ঐসব জায়গায় যাবো কেন?
সাধে হোয়াইটফিল্ডে থাকি? আর মাঝেসাঝে ভালোমন্দ খেতে গেলে কোরমঙ্গলা। ঃ)
aka | ২১ জুন ২০১১ ২৩:৪১ | 168.26.215.13
প্রাইসগ্র্যাবারে দেখেছ? ফ্ল্যাটের আজকাল খুব আকাল।
sayan | ২১ জুন ২০১১ ২৩:৪০ | 115.184.17.26
পামিদি' মাফিয়ারা জল জমি ছাড়িয়ে এখন যত্র-তত্র-সর্বত্র ঃ-) শোভা, আর ব্রিগেডের থ্রী-বিএইচকে এক পেটি'র নীচে নেই। ওরেবাপ্রে!
Paramita | ২১ জুন ২০১১ ২৩:৪০ | 122.172.39.228
এখন হেলিপ্যাড মাফিয়া হতে পারো। ঐটা নাকি লেটেস্ট যাচ্ছে। ব্যাঙ্গালোরের উপকন্ঠে কিন্তু তামিলনাড়ু স্টেটে যেসব ডেভেলপমেন্ট হচ্ছে তাতে হেলিপ্যাড মাস্ট।
byaang | ২১ জুন ২০১১ ২৩:৪০ | 122.167.226.225
আমি এই শনিবার ভোরবেলায় গিয়ে অর্পণকে ধাক্কা মেরে ঘুম থেকে তুলে এনে আমার গাড়ির ভিতরে ফেলব, তারপর ওকে আমি রাত নটা অব্দি শুধু লুরুর বিভিন্ন রাস্তায় ঘোরাব, আর দেখাব, সরু রাস্তা কাকে বলে। আমাকে রোজ রোজ ১৫ আপ ১৫ ডাউন মোট ৩০কিমি যাতায়াত করতে হয়, হামসে পুছো। হুঁ হুঁ বাবা।
Tim | ২১ জুন ২০১১ ২৩:৩৯ | 173.163.204.9
আমার কবেকার ইচ্ছে ডিলসটুবাই থেকে একটা ফ্ল্যাট কিনবো। শ দুয়েক ডলারে। আসেই না।
Arpan | ২১ জুন ২০১১ ২৩:৩৮ | 112.133.206.18
ওয়েদার। কাজের পরিবেশ। কসমোপলিটান নেচার।
এই হল প্লাস পয়েন্ট।
হোয়াইটফিল্ডে বা ব্রুকফিল্ডে মোটেও খোলা ড্রেন নেই। রিমোট দিকে থাকলেও থাকতে পারে।
সে তো বাগুইহাটিতেও আছে। রাস্তা দিয়ে সন্ধেবেলা হাঁটতে গেলে মনে হয় রিক্সা গুঁতো মেরে ওতে ফেলে দেবে।
pi | ২১ জুন ২০১১ ২৩:৩৮ | 128.231.22.142
হুচে , হ্যাঁ, পারিশ্রমিক টা সম্মানজনক লাগে ই না তো। এই 'কাজের লোক' দের পারিশ্রমিক টাও। মিনিমাম ওয়েজ যদি ধার্য হয়েও যায় আর তা ঠিকঠাক ইমপ্লিমেন্ট , তবু একটা কিন্তু থেকে যায়। এই সিক্স্থ পে কমিশনে বাকি সব সেক্টরে টাকা যে পরিমাণে বেড়েছে, সেখানে এই বাকি জনতার আয় সেই অনুপাতের ধারেকাছেও বেড়েছে কী ?
একশো দিনের কাজ ই ধরা যাক। মিনিমাম ওয়েজ কত হবে ? ম্যাক্সিমাম ১৫০ টাকা। গড়ে ৬০-৭০ দিনের কাজ বছরে। পরিবারে তিনজন রোজগার করলেও বছরে ঐ ১৫০ দিনের মত কাজ। বাৎসরিক আয় কত দাঁড়াচ্ছে ?
এদিকে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ইত্যাদি খাতে ব্যয় যা বেড়েছে, সে ঝাড় তো সবার উপরেই পড়ছে !
aka | ২১ জুন ২০১১ ২৩:৩৮ | 168.26.215.13
আঃ কতদিনের ইচ্ছে মাফিয়া হবো। লুরুতে সময় মতন গেলেই হয়ে যেত। এখন নিশ্চয়ই খুব কম্পিটিশন?
Paramita | ২১ জুন ২০১১ ২৩:৩৬ | 122.172.39.228
জল আর জমি - লুরুর মাফিয়াদের স্বর্ণখনি।(সায়নরে মাফিয়া কই নাই)
আমিও এক্ষসেপশন। ভাবছি এপিঠ ওপিঠ করে বাঙালীয়ানা চেঞ্জ করে নেব। এক্ষসেপশন হয়ে বেঁচে থাকা যায় না। প্রান্তিক বলে লোকে গালি দেয়।
byaang | ২১ জুন ২০১১ ২৩:৩৬ | 122.167.226.225
অপ্পন, শুধু লুরুর ওয়েদার নিয়েই কথা বলবি? প্রতিটা পাড়ায় ওপেন ড্রেন, বড়লোকের পাড়াগুলোয় শুধু ওপেন ড্রেন এর উপরে সিমেন্টের নড়বড়ে স্ল্যাব পাতা, নিজেদের জঞ্জাল নিজেদের পুড়িয়ে ফেলা এগুলো নিয়ে কথা হবে না?
Arpan | ২১ জুন ২০১১ ২৩:৩৬ | 112.133.206.18
ট্যাক্সির অভাব আমিও বোধ করি। মেরুক্যাব অফিস স্পনসর না করলে তো আর অ্যাফোর্ড করা যায় না।
Arpan | ২১ জুন ২০১১ ২৩:৩৪ | 112.133.206.18
সব সরু রাস্তা নাকি? সরু রাস্তাতেও তো তিন সারি গাড়ি আর দু সারি বাইক চলাচল করে। ঃ)
byaang | ২১ জুন ২০১১ ২৩:৩৩ | 122.167.226.225
কতয় বেচবি, সাইজ কত? থার্টি-ফর্টি?
I | ২১ জুন ২০১১ ২৩:৩২ | 14.99.42.78
বাঙালী বহুৎ খচ্চর আছে। আমি এক্ষসেপশন।
Paramita | ২১ জুন ২০১১ ২৩:৩১ | 122.172.39.228
হকার ভালো না গাড়ির সাইড মিররের ধাক্কা ভালো সে নিজেই বুঝে নাও। আমি তো কলকাতা ট্যাক্সির অভাব বড্ড বোধ করি। গাড়ি আর বাসের মাঝামাঝি কিছু নেই। লুরুর অটোওয়ালাদের নিয়ে আলাদা টই খোলা যায়।
sayan | ২১ জুন ২০১১ ২৩:৩১ | 115.184.17.26
ব্যাঙদি', ডিট্টো এক্সপিরিয়েন্স সেদিন হল সিসিডি'তে। মাইরি, এদের কি ইস্কুলে এমন স্ট্যান্ডার্ড ডায়ালগ শেখায় নাকি আজকাল!
অবশ্য সরলা-বিড়লা স্কুলটার ব্যাপার আলাদা। ওটা দেখলে ভারতে আছি বলে মনে হয় না।
আচ্ছা, আমার ওই স্কুলের পাশেই একটা দেড়হাজার স্কোঃফীঃ প্লট আছে। রেসিডেন্সিয়াল। টাউনশীপ প্রজেক্ট। সব অ্যামেনিটিজ ইনক্লুডেড, মানে ক্লাবহাউজ ইত্যাদি।। বিল্ডার ভকীল হাউজিং ডেভঃ কর্পঃ। যদি কেউ সিরিয়াস টেকার ইন্টারেস্টেড থাকেন, যোগাযোগ করতে পারেন।
ন্যাড়াদা যেটা বল্লেন, ঠিক ই। আউটলায়ার হয়ে খুব কিছু লাভ নেই।
এটা পাস ও এনফোর্স করা খুব দরকার।
Chairperson Sonia Gandhi has written to Prime Minister Manmohan Singh suggesting that the proposed national policy for domestic workers should ensure a daily minimum wage without sex discrimination, weekly offs and paid annual leave.
byaang | ২১ জুন ২০১১ ২৩:৩০ | 122.167.226.225
সত্যি পারমিতা, আউটার রিং রোডের নাম শুনলেই আজকাল ভয় করে। আর এইদিকে এইচ এস আর লেআউট, উফ, যেদিকেই যাও পাক্কা দেড় থেকে দুঘন্টা গাড়িতে/বাসে হাত-পা গুটিয়ে বসে থাক।
Arpan | ২১ জুন ২০১১ ২৩:৩০ | 112.133.206.18
কে কোনটা তাও বলে দিন, দ্বিধা থাকবে না। ঃ)
aka | ২১ জুন ২০১১ ২৩:২৯ | 168.26.215.13
পুরো সিপিএম আর তিনোমূলের তুলনা হচ্ছে। ঃ))
Arpan | ২১ জুন ২০১১ ২৩:২৭ | 122.252.231.10
ফুটপাথের ওপর দিয়ে যাবে কী করে? সব তো হকারে ভর্তি।
তাও এখানে বড় গাড়ি লেন টেন মানে। কলকাতায় ট্যাক্সি চড়লেই আতঙ্ক হয়। বাসে চড়লে মনে হয় কখন খালে পড়ব।
একবার এসডিএফ অঞ্চলে বিকেলে গিয়ে দেখো। টের পাবে।
byaang | ২১ জুন ২০১১ ২৩:২৭ | 122.167.226.225
*শৃঙ্খলা
Bratin | ২১ জুন ২০১১ ২৩:২৬ | 117.194.100.1
কলকাতায় কাজের পরিবেশ ভালো নয়। দাদা কালচার ঃ-((
Paramita | ২১ জুন ২০১১ ২৩:২৬ | 202.3.120.9
একবছরে লুরু কত রিগ্রেস করলো চোখের সামনে। আউটার রিং রোডটা খুঁড়ে বীভৎস করে দিলো। শেষ করার ETA-র কথা ভুলে যাও। আগে সাঁ করে মা-হাল্লি ব্রিজ থেকে চলে আসতাম। আর ফ্লাই ওভারগুলোর ঠিক পাশে হাইরাইজও শুরু হোলো। তার ধকল রাস্তার ওপরে। কে এদের অ্যাপ্রুভাল দেয়?আউটার রিং রোডে এক কিমি যেতে হলেও টিফিন, জলের বোতল ডায়াপার ইত্যাদি সঙ্গে নিয়ে বেরোতে হয়।
Bratin | ২১ জুন ২০১১ ২৩:২৬ | 117.194.100.1
বললুম না গুজরাতে। ৫ দিনে মোট পাঁচ জন কে হেলমেট পরিহিত অবস্থায় দেখেছিনু!! ঃ-))
aka | ২১ জুন ২০১১ ২৩:২৬ | 168.26.215.13
নাঃ আর ফেরার জায়গা রইল না। কবে যে কল্যাণীতে আইটি হাবটা হবে? তখনই টুক করে ফিরে শ্যামনগরে গঙ্গার ধারে একখানা বাড়ি কিনব।
Arpan | ২১ জুন ২০১১ ২৩:২৫ | 122.252.231.10
শুধু ওয়েদার না রে। কাজের পরিবেশও খুব খারাপ। আমার চেনাজানা যারাই এখান থেকে কলকাতা ফিরে গেছে তারাই জনিয়েছে।
byaang | ২১ জুন ২০১১ ২৩:২৫ | 122.167.226.225
ভাই অপ্পন, কোলকাতায় আমি আজ অব্দি দেখি নি - রাস্তায় চলছে ট্র্যাক্টর দিয়ে টানা ট্রাক, তারই পাশে এস ইউ ভি, আর পাশের ফুটপাথের উপর দিয়ে সব মোটরবাইক আর স্কুটার। এই নাকি লুরুর ট্রাফিকের শৃখলার নমুনা!!
Arpan | ২১ জুন ২০১১ ২৩:২৪ | 122.252.231.10
সান্দা যেমন বলল বা পামিদি, তার একবর্ণও মিথ্যে নয়। তবে কলকাতায় পয়সার গর্মি, রিয়েল এস্টেটের দাপট এইসব নেই? ভালো মতনই আছে, কিন্তু সর্বত্র এমন জাঁকিয়ে বসেনি। তার একটাই কারণ লুরুর আজকের জায়গায় যেতে কলকাতার আরো দশ বছর লাগবে। সিপিয়েম, তিনোমুল যারাই থাকুক না কেন।
হেলমেটবিহীন আরোহী কোথাও আর দেখা যায় না?
sayan | ২১ জুন ২০১১ ২৩:২৪ | 115.184.17.26
@ন্যাড়াদা'র ১১ঃ১৫'র পোস্ট - ক্যান্ট এগ্রী মোর।
অর্পণদা', কোলকাতা শুধু কোলকাতার জন্যই ফেরা যায়। ট্রাফিক, সে তো জানা কথা। মাঝে মাঝে গিয়ে ব্যোম্কে যাই। লোকজন কোথায় পাল্টায়নি। আমরাই কি আর এক আছি নাকি? এখন মনে হয় পুরো না ঘর কা, না ঘাট কা - হয়ে গেছি। তবু যদি একটা সুযোগ পাই, আর হারাবো না।
লুরু'র ওয়েদার মাত্র একটা পজিটিভ দিক। কিন্তু শুধু ওয়েদার দিয়ে বাকি ইনসেনসিটিভিটিগুলো ডোন্ট-কেয়ার করা যাচ্ছে না। কে জানে, হয়ত আমারই সিনিসিজম ঃ-(
Tim | ২১ জুন ২০১১ ২৩:২৪ | 173.163.204.9
বাড়িতে বসে থাকার জন্য কলকাতা সবচে ভালো। পামিতাদিকে ক।
Bratin | ২১ জুন ২০১১ ২৩:২৩ | 117.194.100.1
আমি রোজ মাত্র ৫৪ কিমি যাতায়াত করি। ১ ঘ ৪৫ মি থেকে ২ ঘন্টায়।
না না জানো তো। গান টা অন্য ভাবে লিখেছো তাই বললাম। ঃ-))
ধুলো,নোংরা,হকার,ট্রাফিক সমস্যা সব কিছু নিয়েই আমার ভালোবাসার কলকাতা। অন্য কোথাও গিয়ে স্বস্তি পাই নে।
byaang | ২১ জুন ২০১১ ২৩:২২ | 122.167.226.225
সত্যি রে সান্দা, আজকাল লুরুর বাচ্চাগুলোকে দেখলে ভয় লাগে। এদিকে একখানা স্কুল আছে সরলা বিড়লা অ্যাকাডেমি - এক একটা বাচ্চার কাছে দুই-তিন খানা করে অ্যাড অন ক্রেডিট কার্ড। আমার হাতে চোট লাগার আগে একদিন এই নতুন মীনাক্ষী মলটায় গেছিলাম, কে এফ সির এসিটা কাজ করছিল না বলে ঐ স্কুলের আইকার্ড ঝোলানো একটা বাচ্চা ছেলে যা ঝাড় দিল কে এফ সির ছেলেগুলোকে ! বলে কী -- "এই যে দুই পিস চিকেনের দেড়শোটাকা দাম নিচ্ছ, তার মধ্যে এসির টাকাটাও ধরা আছে। গরমে বসে খাব কেন?''
Paramita | ২১ জুন ২০১১ ২৩:২১ | 202.3.120.9
থাকার মত জায়গা একটাই দেখে এসেছিলাম, মেঘালয়ে পাহাড়ের ওপরে। দাম টামও আয়ত্বের মধ্যে।
Arpan | ২১ জুন ২০১১ ২৩:২০ | 122.252.231.10
মুখে কথা বসাবেন না কমরেড। বলেছি ট্রাফিক আরো বিশৃঙ্খল। ঃ)
aka | ২১ জুন ২০১১ ২৩:২০ | 168.26.215.13
সান্দা যেমন বলল ঠিক তেমনই লেগেছিল দিল্লি থেকে প্রথমবার কলকাতায় ফিরে। এত অন্যরকম লেগেছিল আর খারাপ লেগেছিল। সেই খারাপ লাগা ক্রমাগত বাড়ে।
aka | ২১ জুন ২০১১ ২৩:১৮ | 168.26.215.13
দুর কলকাতার সাথে আমার কোন সম্পক্কো নাই। কলকাতার কাছাকাছি থাকি তাই কলকাতা কলকাতা করি। নইল যাস্ট অসহ্য একটা শহর।
I | ২১ জুন ২০১১ ২৩:১৮ | 14.99.42.78
মাগো, বোতিন আমাকে কী ভাবে !? (বৌমা-বৌদি-র স্টাইলে) আমি গুল-গুল্লা জানি না? আমি কি ঘটি?
সিকি, গুগলালেই বেন বেল্লা পেয়ে যাবে। তা-ও বলে দিলাম। বেন বেল্লা আলজেরিয়ার বিপ্লবী, স্বাধীন আলজেরিয়ার প্রথম প্রেসিডেন্ট। এককালে আরব বিশ্বের চোখের মণি ছিলেন। তুমি অবিশ্যি তখনো জন্মাও নি, আগের জন্মের থুত্থুরে গুটি পোকা হয়ে গুটি ঠানদি'র সংগে আমাজনের জঙ্গলে গোবরের ঢেলা নিয়ে ঝগড়া কচ্ছিলে। আমি জন্মে গিছলাম; কামচাটকায় সীল মাছ শিকার কত্তে গেছিলাম বলে আর যুদ্ধু করা হয় নি। আমি আর ঘনা। প্রেমেন সে কথা লিখে যায় নি।
byaang | ২১ জুন ২০১১ ২৩:১৮ | 122.167.226.225
হ্যাঁ, যাকে দিনে সাকুল্যে তিন তিন মোট ছয় কিমি যাতায়াত করতে হয়, সে তো বলবেই লুরুর ট্রাফিক কোলকাতার থেকে ভালো!!!
Paramita | ২১ জুন ২০১১ ২৩:১৮ | 202.3.120.9
শীত ও পুজোয় ছুটি কাটানোর প্রকৃষ্ট জায়গা কলকাতা।
Arpan | ২১ জুন ২০১১ ২৩:১৮ | 122.252.231.10
ন্যাড়াদা কমপক্ষে ২০১৬-এর আগে তো কলকাতায় ফিরছে না বলেই দিল। ;-)
sayan | ২১ জুন ২০১১ ২৩:১৭ | 115.184.17.26
আমিও তাই ভাবতাম অর্পণদা', কিন্তু এখন দেখি গোটা শহরটা খুব অসহিষ্ণু হয়ে উঠেছে। এরকম আগে কখনও দেখিনি। মাস পাঁচ-ছয়ের গ্যাপ দিয়ে হঠাৎ করে দেখলে ভাবতে কষ্ট হয় শহরটার দুর্গতি দেখে। কে জানে, মেট্রো হয়ে গেলে হয়ত একটু বেটার হবে। কিন্তু সে তো শুধু ট্রাফিক। আর বাকিটা! হাটে-বাজারে-বেচাকেনায়-ব্যাঙ্কে-রেস্টুর্যান্টে! আরও আরও সবকিছুতে! পারমিতাদির কথাগুলো খুব সত্যি। কতোগুলো ওয়াটারবডি ছিল, তার সিংহভাগ বুজিয়ে দিয়ে হাইরাইজ। শুধু কাঁচ আর কাঁচে গোটা শহর মোড়া। প্রতিটা গাড়ির গায়ে, চালকের মুখে এসি'র গরম, পয়সার রোয়াব। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলোও কেএফসি আর ম্যাকডি'তে দামি ফোন আর ভারি ওয়ালেটের বারফাট্টাই আর বোলচালে ভরপুর। এখন মানুষের আর ছোটোবেলা হয় না?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন