এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aka | ২২ জুন ২০১১ ০০:০৬ | 168.26.215.13
  • পামিতাদি এই বেলুন ফাটনে কা নেহি। কারণ ভারতে কিছু লোকের হাতে অসম্ভব পয়সা। আর অধিকাংশই দুই নম্বরী। ভারতের দুই নম্বরী পয়সা অমর, তার বিনাশ একমাত্র পৃথিবীর বিনাশের সঙ্গেই সম্ভব।

    যেটা হতে পারে আইটি বাবল ফাটল। কিন্তু আগামী পাঁচ বছরে তারও সম্ভাবনা নাই।
  • byaang | ২২ জুন ২০১১ ০০:০৫ | 122.167.226.225
  • হ্যাঁ আগে তো ফার্সি পড়তে হত বাঙালীদের। কেন যে বন্ধ করে দিল! ঃ-(
  • sayan | ২২ জুন ২০১১ ০০:০৫ | 115.184.17.26
  • এটা ব্যাঙদি' একদম ঠিক বলেছো। মাইরি মেজভাজা, তেলেপিসি, ফুলডেমি, মাসিশেডিং, অ্যাকালোড - এসব ছেড়ে জাস্ট থাকা যায় না। তবে আরও দশ বছর থাকবে! সহানুভূতি রইল। ঃ-))
  • byaang | ২২ জুন ২০১১ ০০:০৫ | 122.167.226.225
  • হ্যাঁ পামিতা, আমিও ঐ বাবল ফাটার ভয়েই খোদ রিচমন্ড সার্কেলের উপরে পঞ্চাশ লাখে বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট পেয়ে, কিনি কিনি করেও কিনলাম না। পরে যদি বেচতে না পারি এই ভয়ে।
  • Tim | ২২ জুন ২০১১ ০০:০৪ | 173.163.204.9
  • আরবিতে কথা বলতে হলে বেশ হতো। কিংবা ফারসি।
  • Arpan | ২২ জুন ২০১১ ০০:০৩ | 122.252.231.10
  • নাঃ, এইবার শুতে যাই। বাড়ির সামনে অক্ষফোর্ড খুলেছে। একপিস মান্টো কিনে ফেলেছি। আহ্‌!
  • Arpan | ২২ জুন ২০১১ ০০:০২ | 122.252.231.10
  • এই তো টিম, এইভাবে চালালেই হবে।

    লুরুর আরেকজন বড় সাপোটার আছে। মিতাদি। ঃ)
  • Paramita | ২২ জুন ২০১১ ০০:০১ | 202.3.120.9
  • হোয়াইটফিল্ড আবার আমাদের ওদিকে হল কবে?

    যখন ফাটাশ করে বাবলটা ফাটবে দেখবে খন। বে এরিয়ায় যেমন এই মুহূর্তে চলছে। জলেদ্দরে বাড়ি বিক্রি হচ্ছে।
  • aka | ২২ জুন ২০১১ ০০:০১ | 168.26.215.13
  • সত্যিই তো গ্লোবাল ভাষা ছেড়ে খামোকা একটা জাতীয় ভাষায় কথা বলবই বা কেন? এরপর জাতীয়তাবাদীর দায়ে লোকে বিজেপি বলে গালি দেবে তখন?
  • Tim | ২২ জুন ২০১১ ০০:০১ | 173.163.204.9
  • অপ্পন, কি করিতে হইবে?
    আমি কুনোদিন লুরু যাই নাই। যাওয়ার ইচ্ছে আছে।
  • byaang | ২২ জুন ২০১১ ০০:০০ | 122.167.226.225
  • আর আমার রান্নাঘরে রোজ ডেঁয়ো পিঁপড়ে ঢুকছে কোথা থেকে ! গোডরেজ হাই কেয়ার, পিসিআই সব ফেল মেরে গেল ডেঁয়োদের কাছে।
  • Tim | ২১ জুন ২০১১ ২৩:৫৯ | 173.163.204.9
  • এইটাই ভালো। যে যে ভাষাটা জানে, সেই ভাষায় তার সাথে কথা বলে কি লাভ। তার ভালোর জন্যই তাকে অন্য ভাষায় কথা বলতে বাধ্য করা উচিত। প্র্যাক্টিস হবে।
  • Arpan | ২১ জুন ২০১১ ২৩:৫৮ | 122.252.231.10
  • তবে দেখছি আমাদের বারান্দায় রোজ রাতে ইঁদুর আসছে। লুরুর প্রতি শ্রদ্ধাভক্তি ক্রমেই চটকায়মান।

    এদিকে আকা চলে গেল। আমি একা। টিম কি আকার হয়ে প্রক্ষি দেবে?
  • byaang | ২১ জুন ২০১১ ২৩:৫৮ | 122.167.226.225
  • আমি আর ম্যাক্সিমাম দশবছর এই শহরে। তবে তার আগেই যদি ছানাটা ফেল মারে, তবে তো তখনই বাক্সপ্যাঁটরা গুছিয়ে সোজা কোলকাতা। তারপর ফুলমাসি, মেজপিসি, তেলেভাজা, অ্যাকাডেমি, লোডশেডিং, আঃ, কী আরাম!!
  • sayan | ২১ জুন ২০১১ ২৩:৫৮ | 115.184.17.26
  • পামিদি', জানি তো। সেই স্পেকুলেশন কলচর চলছে। তবে পারা চড়ার রেট এখন একটু মানুষের মত। ২০০৪-০৬'এ যা হয়েছিল, মানে এক বছরে বারো লাখের জমি বেড়ে চল্লিশ লাখ, তেমন ত্যাঁদড়ামিটা থেকেছে। তোমাদের ওইদিকেই, মানে হোয়াইটফীল্ডে ওভারনাইট "ভিলা' বিক্রি হয়েছিল, বেশী না, বারো কোটি আ পীস!
  • Tim | ২১ জুন ২০১১ ২৩:৫৭ | 173.163.204.9
  • একটা চলমান আর্শোলার ওপর লিকুইড নাইট্রোজেন চালিয়ে দাও। বাকিরা ভয় পাবে।
  • Arpan | ২১ জুন ২০১১ ২৩:৫৬ | 122.252.231.10
  • হ্যাঁ, ইংরেজি ছেড়ে খামোখা হিন্দিতে কথা বললে আমারো গুচ্ছ রাগ হয়। ইংরেজি না চললে তবে ঠিক আছে।
  • byaang | ২১ জুন ২০১১ ২৩:৫৫ | 122.167.226.225
  • উফ অটো
  • Arpan | ২১ জুন ২০১১ ২৩:৫৫ | 122.252.231.10
  • সায়ং, আমার তো চায়ের দোকানে স্ট্যান্ডার্ড বুলি, কানাডা (মানে ড নয়, ড় কিন্তু সে উচ্চারণ করা ভারি কটিন) গোত্তিলা। লোকজন দাঁত বার করে দ্যায়। ঃ)
  • Paramita | ২১ জুন ২০১১ ২৩:৫৪ | 122.172.39.228
  • টিম, সেটাও একটা ওপেন কোশ্চেন। দশটার আগে অবধি এরা কোথায় থাকে জানা যায় নি।
  • Tim | ২১ জুন ২০১১ ২৩:৫৪ | 173.163.204.9
  • সান্দা একটা কবতে লেক, ""মিটিনে তামিলিনি"" নামে। বেশ শোনাচ্চে।
  • aka | ২১ জুন ২০১১ ২৩:৫৪ | 168.26.215.13
  • আরে ওটা ভেবে ওঠার আগেই তো কলকাতা-লুরু ঝগড়ায় জড়িয়ে গেলাম। সবই কেন্দ্রীয় চক্রান্ত। লোকের ভালো লোকে দেখতে পায় না। একটা শুভ কাজে যাচ্ছিলাম।
  • byaang | ২১ জুন ২০১১ ২৩:৫৩ | 122.167.226.225
  • তিমি, আমি চেন্নাইতে একটা তামিল অটূয়ালার সঙ্গে হিন্দিতে কথা বলতে গেছিলাম বলে সে রেগে আমার কথার উত্তরই দিচ্ছিল না। তখন আমি ওর উন্নতিসাধনের জন্য হিন্দিতেই বল্লুম - পুরো ভারত হিন্দি শিখে নিয়েছে তোমরা শিখে নিতে পারছ না?

    তেরিয়া হয়ে ইংরিজিতে বললো - "আই নো ফ্রেঞ্চ, ক্যান ইউ লার্ন ফ্রেঞ্চ?''
  • Arpan | ২১ জুন ২০১১ ২৩:৫৩ | 122.252.231.10
  • গোদরেজের পেস্ট ক®¾ট্রালে ফোং মাডি। অব্যর্থ।
  • Paramita | ২১ জুন ২০১১ ২৩:৫৩ | 122.172.39.228
  • কলকাতার প্রোডাকটিভিটি নিয়ে কিছু বলি নাই।
  • Tim | ২১ জুন ২০১১ ২৩:৫৩ | 173.163.204.9
  • আর্শোলারা কোথা থেকে বেরোয়?
  • sayan | ২১ জুন ২০১১ ২৩:৫৩ | 115.184.17.26
  • অপ্পন্দা, বেশী আগের কথা নয়, এই কালই, মিটিনে তামিলিনি। শুধায়, ট্যামিল তেরিয়া? (তামিল জানি কিনা। (সন্দেহের কারণ আমার নাম।)) মিষ্টিমুখ করে বলি, কুঞ্জম কুঞ্জম। ওম্মা! বদরাগী অডিটারও এমন হাসতে পারে! Oঃ-)
  • Tim | ২১ জুন ২০১১ ২৩:৫২ | 173.163.204.9
  • আরে বাঙালীত্ব এক্ষচেঞ্জ করার কথায় বল্লাম। ঃ-)
  • Paramita | ২১ জুন ২০১১ ২৩:৫২ | 122.172.39.228
  • এদিকে একটা প্রবলেম হয়েছে। রাত দশটা বাজলেই মশা থেকে মথের সাইজের আরশোলারা বেরিয়ে পড়ে। কাতারে কাতারে। এদের সবার হিট-ফিটের ভ্যাকসিন নেওয়া আছে। কিছুতেই তাড়ানো যাচ্ছে না। কি করা?
  • aka | ২১ জুন ২০১১ ২৩:৫১ | 168.26.215.13
  • টিমের প্রশ্ন বুঝি নাই, এত তাড়াতাড়ি পোস্ট পড়ছে। আর এত বিভিন্ন রকম টপিক।
  • Arpan | ২১ জুন ২০১১ ২৩:৪৯ | 122.252.231.10
  • ও কলকাতার প্রোডাক্টিভিটি বেশি এইটা বক্তব্য ছিল নাকি? হ্যাঁ, শুনি কোন কোংপানি?
  • byaang | ২১ জুন ২০১১ ২৩:৪৯ | 122.167.226.225
  • তোরা এমেনসিগুলোয় কাজ করিস বলে হয়তো অতটা টের পাস না, আমি তো একটা ঘুপচি জায়গায় দিনগত পাপক্ষয় করতে যাই, তখন রোজ হাড়ে হাড়ে টের পাই, এরা অন্যের ভাষা, খাবার সবেতেই কতটা অসহিষ্ণু!
  • Paramita | ২১ জুন ২০১১ ২৩:৪৯ | 122.172.39.228
  • সয়ন, লোকে পাগল হয়ে গেছে , এই বছর না ঘরবাড়ি কিনলে সামনের বছর আর পারবে না। অতএব দাম পারদের পারা।
  • Tim | ২১ জুন ২০১১ ২৩:৪৯ | 173.163.204.9
  • হ্যাঁ আমি হিন্দিভাষীদের সাথে বাদ্দিয়ে বাকিদের সাথে দিব্যি হিন্দিতে বাতচিত করতে পারি। ক্ষি ফ্লুয়েন্সি, য্যানো কবিতা লিকচি।
  • sayan | ২১ জুন ২০১১ ২৩:৪৮ | 115.184.17.26
  • সে আর কী করা! আগে সর্দারজী চলত, এখন (!) ভাইয়াজী। ;-)
  • aka | ২১ জুন ২০১১ ২৩:৪৮ | 168.26.215.13
  • এইসব ইনএক্সপেরিয়েন্সড জনতার সাথে কথা বলে লাভ নাই। বাপু হে কর্মজীবনের ঝাড়া ৯ টি বছর কলকাতার সাথে যোগসাজগ ছিল। বিভিন্ন রোলে। আর যাই হোক কসমোপলিটন নয়। লোকে উল্টে প্রাণের দায়ে বাংলা শেখে।
  • Tim | ২১ জুন ২০১১ ২৩:৪৮ | 173.163.204.9
  • আকাদা দেশী না বিদেশী কিরম আইডেন্টিটি খুঁজছো?
  • Arpan | ২১ জুন ২০১১ ২৩:৪৮ | 122.252.231.10
  • মিটিন তাকে বলে বুঝি? পাঁচটা লোক মিলে মিটিন কচ্ছে তার মধ্যে চাট্টে লোক বাঙালি। অনসাইট বাঙালি। দিব্যি গুছিয়ে বাংলাতে কথা হয়।

    একই জিনিস চেন্নাইতেও হয়। সেইখানে আবার লোকজন আপত্তি জানালে ম্যাঞ্জার বলে ইউ বেটার লার্ন টামিল।

    দুটির একটিও আমার ফাসহ্যান্ড এক্ষপেরিএন্স নয়। তবে অনেকেই এমনটি কয়েছে।
  • aka | ২১ জুন ২০১১ ২৩:৪৬ | 168.26.215.13
  • কলকাতায় প্রোডাক্টিভিটি বেশি? কোন কোম্পানি?
  • Paramita | ২১ জুন ২০১১ ২৩:৪৬ | 122.172.39.228
  • আমার এদিকে আপিশে হিন্দী বলতে লজ্জা করে। কিন্তু গুরুতে কেমন গড়গড় করে বলি!
  • byaang | ২১ জুন ২০১১ ২৩:৪৬ | 122.167.226.225
  • কোলকাতায় লোকে ট্যাক্সিতে আর রিক্‌শায় উঠলেই চালকের সঙ্গে হিন্দিতে কথা বলতে শুরু করে।
  • Arpan | ২১ জুন ২০১১ ২৩:৪৬ | 122.252.231.10
  • আমার কোংপানি কিছু ব্যতিক্রম নয়।
  • I | ২১ জুন ২০১১ ২৩:৪৫ | 14.99.42.78
  • গুরুতে লুরুই মেজরিটি। কলকেতা ডিস্ট্যান্ট সেকেন হতি পারে।
  • Arpan | ২১ জুন ২০১১ ২৩:৪৫ | 122.252.231.10
  • ধুর সে তো ইন্ডিয়ার সর্বত্র আছে।

    আম্রিকার সাথে তুলনা কারে কী হবে?
  • sayan | ২১ জুন ২০১১ ২৩:৪৫ | 115.184.17.26
  • তিমি মন্দ বলিস্নি। এদেশেও হোমশপ এইট্টিনে ওরম ডীল পেলে মন্দ হয় না। ছোট্টো স্টুডিও একটা।

    ব্যাঙদিকে সেদিন হোসম্যাট বলতেও নালা নর্দমা নিয়ে কী একটা বলছিল না! হুম্‌, প্রিটি উইয়ার্ড! ঃ-))
  • byaang | ২১ জুন ২০১১ ২৩:৪৪ | 122.167.226.225
  • আব্বে আকা, সে তোদের ওদিকে শাম্নগরের মিটিং হবে। আমি কোলকাতায় আজ অব্দি দেখি নি কাউকে হিন্দিতে কিছু জিজ্ঞেস করলে সে বাংলায় উত্তর দিচ্ছে। ভুল হিন্দিতে উত্তর দেবে, তবু ভুলেও বাংলা বলবে না।
  • Paramita | ২১ জুন ২০১১ ২৩:৪৪ | 122.172.39.228
  • কাজের পরিবেশ পলিটিক্স আর বুরোক্রেসিতে ভর্তি। অর্পণের কোং ব্যতিক্রম হতে পারে। আমার পুরোনো এক কোং-এ যারা ট্রান্সফার নিয়ে আম্রিকা গেছে তারা নিজেরাই বলেছে তাদের প্রোডাকটিভিটি ওখানে অনেক বেশী। সিস্টেমের খেলা অথবা ঠেলা।

    (এইবার লোকে মারতে আসবে জানি।)
  • Arpan | ২১ জুন ২০১১ ২৩:৪৪ | 122.252.231.10
  • আকা গ্রেট ম্যান। আগেই জানতাম। ঃ)
  • I | ২১ জুন ২০১১ ২৩:৪৩ | 14.99.42.78
  • হ্যাঁ গা আকাদা, বাঙালীত্ব বদলে কী নেবে, ভেবোচো কিছু?
  • Tim | ২১ জুন ২০১১ ২৩:৪৩ | 173.163.204.9
  • ধুর, বরং কলকাতাতেই বাংলাটা কম বলা হয়।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত