মাইরি। ঠিকমতন চাকরি-বাকরি পেলে সিপিয়েমের কলকাতাতেও ফিরে যেতে রাজী আছি।
Bratin | ২১ জুন ২০১১ ২৩:১৫ | 117.194.100.1
ফেরো কেন? নাড়ীর টানে । তাই না? ঃ-))
Arpan | ২১ জুন ২০১১ ২৩:১৪ | 122.252.231.10
হ্যাঁ, প্রতিবার ফিরেই টের পাই। ঃ)
Bratin | ২১ জুন ২০১১ ২৩:১৩ | 117.194.100.1
ভ্যাট!! কলকাতা হল কলকাতা। আমার শহর।কোন কথা হবে না।
Arpan | ২১ জুন ২০১১ ২৩:১১ | 122.252.231.10
এই ওয়েদার কোথায় পাবো? কলকাতার ট্রাফিক লুরুর থেকেও বিশৃখল।
আর শহরটার চমৎকার একটা কসমোপলিটান ব্যভার আছে। জানি না ইন্ডিয়াতে আর কোথাও আছে কিনা।
Arpan | ২১ জুন ২০১১ ২৩:০৮ | 122.252.231.10
না না, আমি সত্যি ভালোবেসে ফেলেছি। এখন দুপুরে রসম ভাত পাঁপড় আর কার্ড রাইস দিয়ে রোজ লাঞ্চ করি।
sayan | ২১ জুন ২০১১ ২৩:০৭ | 115.184.17.26
এইটা লুরু'র ট্রাফিক সিস্টেমের জন্য ডেডিকেটিত -->
aka | ২১ জুন ২০১১ ২৩:০৬ | 168.26.215.13
এ কোথায় যাবে জানি না। যদি কোর্টের বাইরেই সেটলমেন্ট হয় তবে সেটা আইনি জটিলতায় না গিয়েই করতে পারত। বিল পাশ করার আগেই টাটার সাথে কথা বলতে পারত।
Paramita | ২১ জুন ২০১১ ২৩:০৬ | 202.3.120.9
লুরুটা জাস্ট বাসের অযোগ্য। গাড়ির মুখ ছাড়া রাস্তায় আর কিছু দেখা যায় না, লোকজন তেকোনা কি অর্ধচন্দ্রাকৃতি এক ফালি জমি পেলেই দখলে-বেদখলে বাড়ি তুলে ফেলে, লোকজন সুবিধেমত পথ বানায় তারপর নিজেই সেই পথ ভাঙে, মন্দির বানানোর তাগিদে ছমাসের জন্য একটা রাস্তা জাস্ট ব্লক করে দিলো, একটা ছিলো বিশাল লেক, যার পরিশোধনের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ, তাতে দেখা গেল নামকরা বিল্ডারের বানানো বাড়ি থেকে ডাইরেক্ট সুয়েজ এসে পড়েছে, সেই লেকের দুধারে নোংরা জমে বিষাক্ত ফেনা শুধু, জল নেই কোনো। ওয়াটার বডিতে বালি ফেলে ফেলে বাড়ি বানানোর জন্য নতুন ভুঁই গজিয়ে তোলার ফিকির, টু হুইলারের বাবা--মা-বড় বাচ্চা-সদ্যোজাত শিশু-শুধু বাবার দামী মাথা হেলমেটে ঢাকা, লুরু, লুরু - তুমি কি শুধু রিয়াল এস্টেটের জঙ্গল? যত বহিরাগতর সঙ্গে কথা বলেছি, প্রায় সবাই আমার মত টেম্পোরারি মন নিয়ে এই শহরে বাস করছে। কেই ভালোবেসে উঠতে পারে নি।
Arpan | ২১ জুন ২০১১ ২৩:০১ | 122.252.231.10
দেখা যাক। তবে বছরখানেকের মধ্যে উইন-উইন ফয়সালা হয় এমন ওয়েআউট কিছুই ছিল না।
Bratin | ২১ জুন ২০১১ ২২:৫৯ | 117.194.100.1
ইয়ে, পাই ঘটি নাকি? তবে আশা আছে। বেশ পয়েন্ট দিয়ে গুছিয়ে ঝগড়া করে ঃ-))
sayan | ২১ জুন ২০১১ ২২:৫৮ | 115.184.17.26
"Working from seven to eleven every night, It really makes life a drag, I don't think that's right. I've really, really been the best of fools..."
এইটা আমার গান। থাঙ্কু। ঃ-)
শ্বাস-প্রশ্বাস তবুও চলুক ঃ-) -->
aka | ২১ জুন ২০১১ ২২:৫৮ | 168.26.215.13
তাও সে বছর খানেক তো বটেই। ওদিকে শুনছি টাটার কারখানা না হলে ইচ্ছুক চাষীরা মামলা করবে। গা জোয়ারি করে ভুল করছে।
Arpan | ২১ জুন ২০১১ ২২:৫৫ | 122.252.231.10
আরে মামলা তো করবে জানাই ছিল। খুব সম্ভবত মধ্যস্থতাকারীর মাধ্যমে ক্ষতিপূরণ দিয়ে বেরোনো যাবে। আমার যা মনে হয়।
Arpan | ২১ জুন ২০১১ ২২:৫৩ | 122.252.231.10
আমি হয় পৌনে পাঁচের আগে নয় পৌনে আটের পরে বেরোই। মাঝখানে বাড়িতে ডাকাত পড়েছে শুনলেও বেরোতে পারব না এমন অবস্থা।
aka | ২১ জুন ২০১১ ২২:৫৩ | 168.26.215.13
আগেই বলেছিলাম তাড়াহুড়ো না করাই উচিত ছিল। টাটা খুব সম্ভবত জিতে যাবে। খুব বাজে ব্যপার। নয়ত এতদিন ধরে মামলা চলবে যে তদ্দিনে অনিচ্ছুক চাষীরা না খেতে পেয়ে মরে যাবে।
Arpan | ২১ জুন ২০১১ ২২:৫১ | 122.252.231.10
হ্যাঁ রে, আমার বাড়ি থেকে অফিস সাড়ে তিন কিমি। পাক্কা ৪৫ মিনিট লাগে। কী যন্ত্রণা!
sayan | ২১ জুন ২০১১ ২২:৫১ | 115.184.17.26
ইয়াপ! শিওর থিং!
Arpan | ২১ জুন ২০১১ ২২:৫০ | 122.252.231.10
টইতে পোস্টানো যাচ্ছে না শুনলাম?
কাল টাটা মোটর্স রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করছে।
sayan | ২১ জুন ২০১১ ২২:৪৯ | 115.184.17.26
বিকেল পাঁচটার পর ইপিআইপি থেকে বেরিয়ে মানে তোমাদের দোকান থেকে শুরু করে আভিভা পর্যন্ত পাক্কা ৪৫ মিনিট থেকে এক ঘন্টা লাগে। আজ একদিন নিজে ড্রাইভ করে জাস্ট পাগলা হয়ে গেছি। আর নয়। হয় অফিসের বাস নইলে স্টীম রোলার - এই দু'টো ছাড়া অন্য কিচ্ছু সেফ নয়। বাইক জাস্ট ভুলে যাও।
Arpan | ২১ জুন ২০১১ ২২:৪৮ | 122.252.231.10
কী খারাপ ব্যপার। হাইপারসিটি হয়ে আরো কনজেস্টেড হয়েছে জায়গাটা।
তুই লুরুতে? লেট্স ক্যাচাপ সাম টাইম।
aka | ২১ জুন ২০১১ ২২:৪৫ | 168.26.215.13
এই যে সান্দার জন্য রইল।
sayan | ২১ জুন ২০১১ ২২:৪৫ | 115.184.17.26
এটা হয়েছে আজ দুপুরের দিকে, মানে আমি ওখানে পৌঁছোনোর প্রায় বেশ আগে থেকেই জ্যাম। মানে ধরো প্রায় এক ঘন্টা পরেও পুলিশ আসেনি বা বডি সরায়নি। ঠিক কী হয়েছিল জানি না তবে শুনলাম ট্রাফিক না দেখে রাস্তা পেরোতে গিয়ে পিছোনের চাকায়। আমি অন্য দিন হলে অফিসের বাসে যাই ঘুমিয়ে। আজ যে কী হল নিজে গেলাম আর ঠিক আজই। মানে সিরিয়াসলি এমন বীভৎস অ্যাক্সিডেন্ট আগে দেখিনি।
m | ২১ জুন ২০১১ ২২:৪৩ | 117.194.42.162
আমার ১০-০১ এর পোস্ট টি ন্যাড়াবাবুর পোস্টের পরিপ্রেক্ষিতে।
ছায়ার সঙ্গে কুস্তি লড়ে কারুর গাত্রে ব্যথা হলে কোম্পানি দায়ী নয়।
Arpan | ২১ জুন ২০১১ ২২:৪২ | 122.252.231.10
আমি হপ্তায় আগে বারদশেক যাতায়াত করতাম ওখান দিয়ে। এখনো যাই, তবে কম।
Arpan | ২১ জুন ২০১১ ২২:৪০ | 122.252.231.10
কখন পাস করছিলি? কী হয়েছে?
sayan | ২১ জুন ২০১১ ২২:৩৬ | 115.184.17.26
কুন্দনহাল্লি'র মোড়ে জ্যামে পড়েছিলাম আজ। অস্বাভাবিক রকমের। প্রায় ৪৫ মিনিট আটকা পড়ে যখন গাড়ি নিয়ে বেরোচ্ছি, দেখি রাস্তায় ছড়ানো-ছেটানো ঘিলু আর মুন্ডুহীন ধড়! সেই থেকে আজ আর কিছু পেটে যায়নি। এদিকে এখানে আবার মাছের মাথা, ঘিলু! ওফ্ফ্!
আকাদা' লেড শোনো নাকি? বেশ বেশ। এইটা রইলো -->
nyara | ২১ জুন ২০১১ ২২:৩০ | 122.172.39.228
ব্যাপারটার ডাইনামিক্স আরও জটিল। ধরুন আপনি অনেক বেশি মাইনে ও অন্যান্য সুযোগ-সুবিধে দিতে চাইলেন ও দিলেন। কিন্তু মার্কেটে আপনি একটি ডেটা পয়েন্ট মাত্র, এবং আউটলায়ার। আউটলায়ার হওয়ার সূত্রে আপনি প্রতিবেশির গঞ্জনা শুনবেন, এবং কোন বদল আনতে পারবেন না। এক্ষেত্রে আইন করে 'মিনিমাম ওয়েজ' বেঁধে দেওয়া সঠিক দিকে যাত্রা শুরু, কিন্তু এদেশে এনফোর্সমেন্টের যা অবস্থা - এ দিয়ে কিছুই হবে বলে মনে হয় না।
পরিচারিকাকে সঙ্গে নিয়ে খেতে যেতে দেখেছি। আমাদের বাড়িতে যিনি সাহায্য করেন তিনিও একবার-দুবার আমাদের সঙ্গে গিয়েছিলেন; আমরা একই সঙ্গে বসে খাওয়া-দাওয়া করেছি। তবে আমাদের যিনি গাড়ি চালান কখনও আমাদের সঙ্গে বসে খান নি।
উটিতে ভাল রেস্তোঁরায় পাশের টেবিলে দেখেছি পরিচারিকা বাচ্চাকে খেতে সাহায্য করেছে। যখন কর্মদাতাদের খাওয়া হয়ে গেছে ঐ টেবিলে বসেই তিনি খেয়েছেন - অবশ্য একা।
কয়েকটি ডেটা পয়েন্ট।
hu | ২১ জুন ২০১১ ২২:১১ | 12.34.246.72
দেশে আমাদের পরিবারেও ডোমেস্টিক হেল্পকে যে মাইনে দেওয়া হয় তা যথেষ্টর অনেক কম। নিজে দেশে গেলে কি করব জানি না। তবে 'কাজের লোকেদের' মিনিমাম ওয়েজ বেঁধে দেওয়াটা সত্যিই খুব প্রয়োজন।
hu | ২১ জুন ২০১১ ২২:০৯ | 12.34.246.72
এটা দেখিনি। কিন্তু ড্রাইভার নিয়ে দামী রেস্তোরাঁয় খেতে যেতে দেখেছি। ড্রাইভারকে অবশ্যই খেতে ডাকা হয় না। সে নাহয় চুক্তির মধ্যে পড়েও না। কিন্তু তাকে যা পারিশ্রমিক দেওয়া হয় তাও কি সম্মানজনক?
pi | ২১ জুন ২০১১ ২২:০৭ | 128.231.22.142
Consider now the following information. In the first all- India survey of non-unionised female sex workers conducted recently, 71 percent said they had moved voluntarily to sex work after having found other kinds of work to be more arduous and ill-paid. The largest category of prior work was that of domestic workers. In other words, a large number of women in the sample had found being a domestic servant to be more demeaning, exhausting and ill-paid than sex work. For the middle-class employers of ?maids? in whose imagination becoming a prostitute is the fate worse than death, this fact should produce a shaming moment of self-reflection.
pi | ২১ জুন ২০১১ ২২:০৪ | 128.231.22.142
দিল্লির রেস্তোরাতে এরকম সত্যি হয় নাকি ? কলকাতা বা মুম্বই তে অন্তত দেখিনি !
Several times now, I have noticed in restaurants in Delhi the truly appalling sight of young women who are clearly maids in charge of toddlers, standing throughout the meal their employers consume and not being offered so much as a glass of water. One such young trendy couple could easily have been students in the US, where if they ever undertook babysitting to meet expenses, they would expect to be treated with dignity as employees, nothing less. This disdain towards those who perform essential manual labour is deeply casteist and a fundamental part of the psyche of the Indian middle classes.
aka | ২১ জুন ২০১১ ২২:০৩ | 168.26.215.13
তাও ভালো বাঙাল রান্না খেতে খেতে তো মুখ হেজে যায়।
pi | ২১ জুন ২০১১ ২২:০৩ | 128.231.22.142
ঘটি বাঙাল জোর করে টেনে টেনে গগনবিদারী ঝগড়া দেখে আরো হেজে গেলুম ঃ(
নিনাদি, লেখাটা মেইল এ পাঠিয়ে দেবো।
m | ২১ জুন ২০১১ ২২:০১ | 117.194.42.162
ঘটিদের এই গগনবিদারি জ্ঞানের প্রকাশ দেখতে দেখতে চোখ হেজে গেলো।
সমস্ত বাঙ্গাল মেয়েদের ঘটিবরাক্রান্ত কঠিন জীবনের কথা ভেবে ফোঁ ও ও স করে সমবেদনা জানালাম।
pi | ২১ জুন ২০১১ ২২:০০ | 128.231.22.142
নিনাদি পিছিয়ে পড়ো ঃ)
pi | ২১ জুন ২০১১ ২১:৫৯ | 128.231.22.142
নিনাদির আপিসে তেহেলকাও ব্লকড !
লেখাটা ছিল 'কাজের লোক' নিয়ে । অবাক লাগে, দেশে কোন বামপন্থী দলকেও এদের ইস্যু নিয়ে তেমন কিছু বলতে দেখিনি ! এখন অবশেষে কিছু হল, তাও হল সোনিয়া গান্ধীর জন্য ! আর যা যাই হোক না ক্যানো, এই মহিলার কিছু কাজ সত্যি প্রশংসনীয়। যেমন, এই বিলটা বা, RTI ।
আরে সিনেমার পর্দায় তো জিনতকেই ভাল লাগে দেখতে , পরভীনের চেয়ে , কিন্তু সামনে একেবারে উল্টো
টিম্ভাই ঃ-))
m | ২১ জুন ২০১১ ২১:৪৯ | 117.194.42.162
আমার আবার জিনাত কে বেশি ভাল্লাগেঃ)))
nyara | ২১ জুন ২০১১ ২১:৪৮ | 122.172.39.228
বাঙালদের সম্বন্ধে কিছু বলব না। বাঙালরা ওদের সিক্রেট ফাঁস করে দিচ্ছি বলে খুব রেগে যায়।
তবে একটা কথা বলে যাই - এটা এক ঠোঁটকাট বাঙালই বলেছিলেন। যাদবপুরের দিকে যে সব কলোনি ছিল, পুব পাকিস্তান থেকে ছিন্নমূলদের, সেগুলো নাম ছিল 'আজাদ পল্লী', 'নেতাজী কলোনি', 'বাপুজী গড়' ইত্যাদি। তারপর আশির দশক নাগাদ জমির পাট্টা দেওয়া শুরু হল। তো এনারাও দীর্ঘদিন বাসের কারণে পাট্টা পেলেন। আর পাট্টা পেয়েই 'নেতাজি কলোনি' হয়ে গেল 'হাইল্যান্ড পার্ক', 'বাপুজি গড়' হল 'সানি একর' ইত্যাদি প্রমুখ।
পরে দেখলাম সর্বত্রই সেরকম। বেলগেছিয়া বা বেলোঘোরিয়ার দিকেও।
aka | ২১ জুন ২০১১ ২১:৪৭ | 168.26.215.13
তবে নীনাদি আর পাইয়ের যদি জীনত আমনকে ভালো লাগত তাহলেই অবাক হতাম। ;)
Nina | ২১ জুন ২০১১ ২১:৪৬ | 12.149.39.84
হা হা হা, কিন্তু পাই এখানে এক একটি বিড়ালাক্ষী বিধুমুখি কে দেখলে মনে হয় নেহাৎ রঙটা আছে নইলে কি সাংঘাতিক যে লাগত দেখতে ঃ-))
Tim | ২১ জুন ২০১১ ২১:৪৪ | 173.163.204.9
বাজে কথার উত্তরে হেসে ভালো কথা বলতে হয়। এই য্যামন, মেরে হাড় ভেঙে দেবো হতভাগা। ইত্যাদি।
pi | ২১ জুন ২০১১ ২১:৩৯ | 128.231.22.142
যারা বাজে কথা বলে তাদের মুখের উপর বাজে কথা বলে দিতে পারো না !! দুঃখ না হয়ে তো রাগ হওয়া উচিত।
সে জিনাতকে আমার ও মোটে ভাল লাগেনা। তবে দুধে আলতা হলে বোধহয় আরো বাজে লাগতো ঃ)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন