এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • de | ২২ জুন ২০১১ ১৫:২৪ | 59.163.30.2
  • থার্ডটা হলো -- পায়ে মোজা বা মাথায় গাঁধীটুপি !
  • de | ২২ জুন ২০১১ ১৫:২৩ | 59.163.30.2
  • কুমুদি খালি সিঙ্গি(মাছ?)-দের নেমন্তাচ্ছে :((-- আর থ্রী পিস স্যুট ক্যানো -- তোমার বাড়ি কি ক্যালকাটা ক্লাব?
  • dukhe | ২২ জুন ২০১১ ১৫:২২ | 122.160.114.85
  • থ্রি পিস ?
    গায়ে গামছা, কোমরে লুঙ্গি । কিন্তু সবার তো পৈতে নেই । ভাড়া পাওয়া যায় ?
  • dukhe | ২২ জুন ২০১১ ১৫:১৯ | 122.160.114.85
  • না না - আসবেন না কেন ? লুঙ্গির বিকল্পে গামছাও অ্যালাউ করা হোক তাহলে ।
  • kumudini | ২২ জুন ২০১১ ১৫:১৯ | 122.160.159.184
  • আর হ্যাঁ,সব্বাইকে থ্রী পিস স্যুট পরে আসতে হবে,হবেই।
  • kumudini | ২২ জুন ২০১১ ১৫:১৮ | 122.160.159.184
  • ডিডিদা,ভাটের পুরুষসিঙ্গী(??)দের এম্নিতেই নেমন্তন্ন করতে পারি,আমার গিফ্‌ট নাহলেও চলবে।তবে কাঠবেড়ালীদের কিছুমিছু দেবেন,বাদাম আজকাল ওরা খায় না।
    আমার বাড়ীতে আমার চেয়ে বহূগুণে সরেস এক মহাগুরু রয়েচেন,তারে এগবারটি কেবল শুধোবেন,আচ্ছা দাদা,কোন তেল স্বাস্থ্যের পক্ষে ভাল?
    আটচল্লিশ ঘন্টার আগে লেকচার শেষ হবে না,আপনিও উঠতে পার্বেন না।
  • siki | ২২ জুন ২০১১ ১৫:১৩ | 123.242.248.130
  • আমি তাইলে পটাশম্যামের বাড়ি যাবো না। লুঙ্গি পরা মাস্ট হলে আমি নেই।

    দে তা'লে এখন খোলি-মালকিন?
  • kumu | ২২ জুন ২০১১ ১৫:০৮ | 122.160.159.184
  • কাজু,বৎস,
    আমরা হলুম সিনিয়র,পুরোনো পাপী।জানি,কাজের ফাঁকে কিভাবে ভাটাতে হবে।
    তোমরা সবে চাগ্রীতে ঢুকেচো,এখন মন দিয়ে কাজ করার সময়,নইলে মমদিদি দেশের উন্নতি কর্বেন কীকরে?

    কাজ কর,কাজ কর।
  • Sibu | ২২ জুন ২০১১ ১৫:০৮ | 74.125.57.33
  • ডিডিদা ঃ))))।

    আর চারপেয়ে মাত্রই মোটামুটি ভক্ষ্য, এক বাঘ-শিঙ্গী বাদে। তাদের কাটার জন্য কসাই পাওয়া যায় না, তাই।

    তা গোবরে আছাড় খেয়ে উবুড় হয়ে পরলে কুমুও তো চারপেয়েই হয়ে যাবে। তখন ...

    না;, বেশী উইশফুল থিংকিং করতে নেই।
  • dd | ২২ জুন ২০১১ ১৫:০৪ | 124.247.203.12
  • একটা সখের কথা কই?
    সখটা এরকম, এই যেনো কুমু ভাটের সব পুরুষসিংহদের ওর বাড়ীতে নেমন্তো করেছে, আমারেও।

    আমরা যত্ন করে শিরীষ কাগজের জুতো নিয়ে গেছি কুমুকে গিফট দেবো বলে, যাতে টাইলসের উবরে হাঁটতে অসুবিধে না হয় আর পোষা কাটবিড়ালীদের জন্য কলেস্টরল ফ্রী বাদাম আর টুথপেস্ট।

    ড্রেস কোড সাংঘাতিক ভাবে মাননীয় - সব ব্যাটাকেই নিছক লুংগী পরতে হবে। তবে মাথায় কি পরবেন সেটা নিয়ে বাধ্য বাধকতা নেই। টাক থেকে শিরস্ত্রান বা মুকুট, এনি থিং।

    কিন্তু লুংগী মাস্ট।
  • kumudini | ২২ জুন ২০১১ ১৫:০৪ | 122.160.159.184
  • পোতিভা,কবিপোতিভাটা খ্যাল কর্বেন।

    একহাতে কাজাতে কাজাতে অন্যহাতে শিবুর চরিত্র মাত্র দুটি ছত্রে এমন মর্মস্পর্শী ভাবে ফুটিয়ে তোলা-
  • Sibu | ২২ জুন ২০১১ ১৫:০২ | 74.125.57.33
  • আর খাবার জন্য চারপেয়েরাই প্রশস্ত। গরু, ঘোড়া, হরিন, কাঠবিড়ালী ইত্যাদি।

    দোপেয়ে কিছুই খুব একটা খাওয়া যায় না। উদাহরণ, চিকেন, মানুষ ইত্যাদি।
  • Kaju | ২২ জুন ২০১১ ১৫:০১ | 121.244.209.245
  • কুমুদি আপিসাওয়ার্সে পদ্য লিকচেন কেন? নিজে মিষ্টি খেয়ে আমাকে মিষ্টি খেতে বারণ করা?
  • Sibu | ২২ জুন ২০১১ ১৫:০০ | 74.125.57.33
  • আরে কইলই কি আর ফ্লেমিংগোরা আমার পেছনে লাগে? কুমুকে ঠুকরে দেবে না!!
  • dukhe | ২২ জুন ২০১১ ১৪:৫৮ | 122.160.114.85
  • de, খামোখা রেগে গেলেন মা জননী । ভক্তিমান দুখের নিতান্ত সরল কৌতূহল । রোস্ট হলে ঠাকুরের থানে মানত করব ভেবে জিজ্ঞাসা । ধরে খাওয়ার কথা কি কখনো ভাবতে আছে মা ?
    আর শিবু স্যার, কুমু তো ফ্লেমিংগোদেরও আপনার পেছনে লাগানোর চেষ্টা করছে । কাঠবিড়ালিগিরির আর বাকি রইল কী ?
  • de | ২২ জুন ২০১১ ১৪:৫৪ | 59.163.30.3
  • সিকিকে লেখা আগের পোস্ট টা গ্যালো না! রিসেন্টলি অণুশক্তিনগরের ঠিক বাইরে ফ্ল্যাট কিনেচি!
  • Sibu | ২২ জুন ২০১১ ১৪:৫১ | 74.125.57.33
  • দুখেও যেমন। কাঠবিড়ালী আর ফ্লেমিংগো কি এক হল? কাঠবিড়ালীরা চারপেয়ে, চোর এবং কুমুর বাড়ীতে থাকে। একদম ত্র্যহস্পর্শ।
  • kumudini | ২২ জুন ২০১১ ১৪:৪৯ | 122.160.159.184
  • বীচে jog করে শিবু লুঙ্গী পরিয়া,
    ফ্লেমিংগোরা হেসে নেয় পরাণ ভরিয়া।
  • til | ২২ জুন ২০১১ ১৪:৪৫ | 124.169.20.209
  • মঞ্জুনাথ শুধু!
    আমার এক কলীগ ছিল,
    নাম Choodanath; বাঙলায় লিখতে সাহস পেলাম না।
    এখানে একজন আচে Mr. Chudleigh
    ওহ ক্লাসিক হল এক ইট্যালিয়ান মহিলা সহকর্মী, Ms. Calani!
    মা কালীর দিব্যি, মিথ্যা বলি নাই।Dr. MuttonDr. Killer ডাইরেক্টরি সার্চ করলেই পেয়ে যাবেন।
  • de | ২২ জুন ২০১১ ১৪:৪১ | 59.163.30.4
  • এইডা দেখে আমার বাঙাল টেম্পারামেন্ট বলতে চাইলো "দুখের রোস্ট হয়?" কিন্তু কইলাম না, সামলে নিলাম :))

    শিবুদা, এখনো ছবি তুলতে দেয় -- ক্যামেরা নিয়ে ঢোকার একটা ছোট্ট দক্ষিণা আছে শুধু!
  • siki | ২২ জুন ২০১১ ১৪:৩৯ | 123.242.248.130
  • দে কি অণুশক্তিনগর?
  • dukhe | ২২ জুন ২০১১ ১৪:৩৮ | 122.160.114.85
  • ফ্লেমিংগো রোস্ট হয় ?
  • de | ২২ জুন ২০১১ ১৪:৩৭ | 59.163.30.4
  • কুমু-দি, কাপড়ের তৈরী নরম হাউস শু পাওয়া যায় আজকাল, স্লিপ করার চান্স কম তাতে, তবে টয়লেট সর্বদা শুকনো না থাকলে ব্যবহারের অসুবিধা!
  • Sibu | ২২ জুন ২০১১ ১৪:৩৩ | 74.125.57.33
  • হ্যাঁ, এলিফ্যান্টা ভারী চমৎকার। অনেকগুনো ছবি তুলেছিলাম। সে সব হাইরে গেছে। এখন কি আর ছবি তুলতে দেয়?

    ফ্লেমিংগো যদি আসে তো ঐ এক গুনেই বম্বে পছন্দ করা যায়।
  • de | ২২ জুন ২০১১ ১৪:২৯ | 59.163.30.4
  • ই-কার টা মিস করে গেসিলাম :))
    ওটা বাজে চৌপাট্টী -- ভালো গুলো একটু শহর ছাড়িয়ে! বম্বেতে আমার সবচেয়ে ভালো লাগে বর্ষাকাল -- সবুজ পাহাড়ে মেঘ নেমে পুউরো পাহাড়টাকে ঢেকে দেয় -- আমাদের আপিসের পাহাড়গুলোতে এটা খুব হয় -- এছাড়াও আমার আপিসের জানালার বাইরে তাকালেই সমুদ্র আর এলিফ্যান্টা কেভ দেখা যায়। জাহাজগুলো ভেসে থাকে আর শীতকালে সমুদ্রের পাশটা লালচে হয়ে থাকে এতো ফ্লেমিংগো আসে। ইদিকে সাধারণ মানুষের প্রবেশ-নিষেধ, তাই বোধহয় এখনো এতো সুন্দর!
  • kumu | ২২ জুন ২০১১ ১৪:২৮ | 122.160.159.184
  • আমার সমস্যায় কেউ কন্নোপাত কল্ল না!
  • dukhe | ২২ জুন ২০১১ ১৪:২১ | 122.160.114.85
  • গরু ভগবতী । কুকুরের মত সাব অল্টার্ন না যে সিঁড়ি বেয়ে উঠবে । লিফট লাগে ।
    তবে গোবরে এমনিতে কোন সমস্যা নাই । আছাড় খাওয়া ছাড়া । যতক্ষণ না কেউ ভালবেসে মাখাতে আসছে । কুমুদিনী টাইলসে গোবর মাখিয়ে দেখতে পারেন গোবরে পিসিমা হতে পারেন কিনা ।
    কিন্তু মাইক - উঃ !
  • Sibu | ২২ জুন ২০১১ ১৪:১৯ | 74.125.57.33
  • সেই যে মেরিন ড্রাইভের এক মাথায় ছোট্ট বীচ। লোকে ঘোড়া চরত আর ভেলপুরী খেত, সেইটে। এর বেশী কিছু কইতে পারি না।

    আমার যইবনকালে ঐ বীচে জলের রং এবং গন্ধ, দুই নর্দমার মতন ছিল।
  • siki | ২২ জুন ২০১১ ১৪:১৬ | 123.242.248.130
  • আমার নতলার ঘরে দিব্যি মশা ওড়ে। কুকুরও ওঠে, সিঁড়ি বেয়ে। নতলা উঠতে পারলে উনিশতলায় ওঠা কী এমন ব্যাপার?
  • de | ২২ জুন ২০১১ ১৪:১৪ | 59.163.30.3
  • শিবুদা, কৌন চৌপাট্টী? এমনিতে বম্বেতে জলের রং বরাবরই স্লেট আর নীলের মাঝামাঝি --

    ব্যাং চলে এসো বম্বে তে শিগ্গিরী তোমার মঞ্জুনাথাকে বগল্‌দাবা করে :)) --
  • byaang | ২২ জুন ২০১১ ১৪:১১ | 122.167.211.49
  • আমি এখন গেলুম। আমাকে প্রাণ ভরে সব গাল দাও, ছি ছি কর, এমনতর ইচ্ছের জন্য। পরে এসে সব পড়ে নেব।
  • Bratin | ২২ জুন ২০১১ ১৪:০৯ | 117.194.101.173
  • সেক্ষেত্রে 'কী' হবে 'কি' এর জায়গায়!!
  • Bratin | ২২ জুন ২০১১ ১৪:০৮ | 117.194.101.173
  • হি হি , ডি ডি, ব্যাঙেরে কি জিগায় তুমি কি ব্যাঙ? ( মানে সোনা না কুনো) !! হি হি ...
  • byaang | ২২ জুন ২০১১ ১৪:০৫ | 122.167.211.49
  • এই রোজকার পুজোআচ্চায় অতিষ্ঠ হয়ে আমার একটা ভয়ানক পাপ ইচ্ছে হয় মনে। মানে রোজ সকালবেলায় মনে ঐ পাপ ইচ্ছে নিয়ে আমি দিন শুরু করি মুখে কাঁচা খিস্তি দিয়ে। আর এইসব পাপ ইচ্ছে এপাতায় শেয়ার করবো না তো কোথায় করব!
    যখন ওরকম তারস্বরে মঞ্জুনাথা মঞ্জুনাথা করে গান গায়, আমার মনে হয় অনেক গরুর কাটা মুন্ডু এনে বারান্দা থেকে ছুঁড়ে ছুঁড়ে ওদের মন্দিরে ফেলি। নেহাত আমার টিপ তেমন ভালো নয় যে অত দূরে যাবে মুন্ডুঅগুলো, তারউপর আবার ফিজিক্সের অঙ্ক কষে ছুঁড়তে হবে বলে চাপ নিই না। কিন্তু জেনুইন ইচ্ছে হয় ব্যাটাদের মন্দির অপবিত্র করবার।
  • byaang | ২২ জুন ২০১১ ১৪:০০ | 122.167.211.49
  • ডিডিদা, বাংলা হিসেবে উনিশতলা, সাহেবিমতে আঠেরো তলা। এদিকটা খুব নিরিবিলি বলে নেড়িকুকুরের কান্না শুদ্ধু শোনা যায়। চাট্টিদিন বাস করে যাও না, আমি তোমাকে শোনাবো কেমন এদের গগনবিদারী পুজোআচ্চা!
  • byaang | ২২ জুন ২০১১ ১৩:৫৮ | 122.167.211.49
  • কোলকাতা, বম্বে, দিল্লি, লুরু, চেন্নাই এর মধ্যে বম্বে আমার দেখা বেস্ট শহর। আমি যে কোনোদিন বম্বে গিয়ে বাস করতে এক পায়ে খাড়া। ইন ফ্যাক্ট কোলকাতার থেকেও বম্বে আমার বেশি ভালো লাগে ওখানকার মানুষগুলোর জন্য।
  • kumu | ২২ জুন ২০১১ ১৩:৫৮ | 122.160.159.184
  • মিনমিন করে আমার একটা তুচ্ছ সমস্যার কথা কই!
    বলছিলুম,ভিট্রিফায়েড টাইলসের ওপর মোটা মানুষেরা কী ধরণের জুতো/চটি পরে হাঁটলে স্লিপ করার সমস্যা কম হবে?এক্টুও হিল থাকলে চলবে না,আমি এম্নিতেই বেশ লম্বা।
  • Sibu | ২২ জুন ২০১১ ১৩:৫৮ | 74.125.57.33
  • চৌপাট্টির বীচে এখনো কি ড্রেনের মত কালো জল? ছেলেবেলায় ঐখানে বসে উদাস হয়ে গাইতাম - যমুনার জল কালো, শ্রীরাধিকা ... ইত্যাদি, ইত্যাদি।
  • dd | ২২ জুন ২০১১ ১৩:৫৭ | 124.247.203.12
  • ধ্যুৎ। ব্যাং মিছে কথা কইছে।
    এই যে শুনলাম তুমি উনিশ তলায় থাকো? তাইলে? এক কি মি দুরের মঞ্জুনাথা মঞ্জুনাথা কাঁচের জালনা ভেদ করে উনিশ তলায় উঠবে ক্যামনে ? শব্দ কি লিফটে ওঠে? তুমি ব্যাঙ না বাদুড় ?

    আমি পনেরো বচ্ছর ধরে লুরুতে রয়েছি, যেথায় এখন আছি সেটা আমার ফোর্থ আস্তানা। কোনো পারিবারিক অনুষ্ঠানেই মাইক বাজতে শুনেছি বলে তো মনে পরছে না। গনেশের বারোয়ারী পুজো হয় তবে খুব কম সম। যেখানে হয় সেখানে মাইক চলে তাবে রেতের বেলায় নয়।

    তাইলে তুমি যে পাড়ায় থাকো সেটাই বড্ডো ধার্মিক পাড়া। পাল্টে ফ্যালো।
  • de | ২২ জুন ২০১১ ১৩:৫৫ | 59.163.30.3
  • চোখে ভক্তিরস ক্যামনে আসে?

    যা বুঝলাম, বম্বে অনেক বেটার, রাত দশটার পরে সব চেঁচামেচি বন্ধ! এমনিতে হয়ও না খুব একটা। অসংখ্য ফ্লাই-ওভার হয়ে জ্যামও সহনেবল! বম্বেতে আসার কথা ভাবো জনতা!
  • Bratin | ২২ জুন ২০১১ ১৩:৫৩ | 117.194.101.173
  • দুখে ঃ-))
  • Sibu | ২২ জুন ২০১১ ১৩:৫১ | 74.125.57.33
  • দুখে কি ভক্তিরসের কথা কইলো? B-)
  • byaang | ২২ জুন ২০১১ ১৩:৫০ | 122.167.211.49
  • হি হি হি, দুখে। ঃ-))
    দিল্লিতে থাকতে এই একটা ব্যাপার আমার খুব মজার লাগত। ঐসব মাতা কি চৌকি-মৌকি হত, আর তাতে ননস্টপ সব হিট হিন্দি গানের সুরে জয় জয় মাতাজী টাইপের লিরিক বসিয়ে লোকজন চোখ বন্ধ করে দুলে দুলে গাইত।
    একবার জীবন কি সফর মে রাহি মিলতে হ্যায়র সুরে এই জাতীয় লিরিক শুনে হেসে কুটিপাটি হয়েছিলাম এক মাতা কি চৌকির সামনে। লোকগুলো খুব বিরক্ত মুখে আমাকে দেখল, তারপর আবার ঐ গানই গাইতে লাগল।
  • siki | ২২ জুন ২০১১ ১৩:৪৮ | 123.242.248.130
  • দুগ্গাপুজোর সময়ে দেখেছিলাম, কোদালিয়ার প্যান্ডেলে আমরা ঢুকলাম, সামনে সপরিবারে দুগ্গাঠাকুর, আর গান চালু হল, ঐ ৯৭তেইঃ সেক্সি লেডি অন দা ফ্লোর ...
  • dukhe | ২২ জুন ২০১১ ১৩:৪৫ | 122.160.114.85
  • পুজোর দিনে মা সরস্বতীর চরণে নিবেদিত 'শীলা কি জওয়ানি' (ভল্যুম ৯৭) শুনে যার চোখে ভক্তিরস না আসে, সে অতি ঘোর পাপিষ্ঠ ।
    এদের ভক্তি দাও ঠাকুর । এরা জানে না এরা কী পাপ করছে ।
  • byaang | ২২ জুন ২০১১ ১৩:৪২ | 122.167.211.49
  • না খাচ্ছিল না, তবে কাড়াকাড়ি করছিল। তারপর আমার গা গুলোতে শুরু করায় আমি চলে এসেছিলাম বলে আর দেখি নি গোবরগুলো নিয়ে কী করল শেষ অব্দি।
  • siki | ২২ জুন ২০১১ ১৩:৪১ | 123.242.248.130
  • আমাদের সোসাইটির কমন এরিয়ার অনেকখানি খেয়ে নিয়ে একটা মন্দির হল বছরতিনেক আগে। আমি ছাড়া আর কেউ প্রতিবাদ জানায় নি।

    ঠিক সেই সময়েই এক ব্যক্তি তার টেরেসে একটা এক্সট্রা বাথরুম বানাচ্ছিলেন, কনস্ট্রাকশনের সময়ে নিচের তলায় সিপেজ হচ্ছিল, তাই থেকে কমপ্লেন এবং গভর্নিং বডির ইন্টারভেনশন, বাথরুম বানানো বন্ধ করে দেওয়া হল। তখন সোসাইটির গ্রুপ ইমেলে সে কী আলুচানা! ক্যানো বাথরুম বানাবে টেরেসে? বাপের বাড়ির আবদার?

    আমি মজা করে লিখেছিলাম, সেই তো, কে না জানে, বাথরুম বানানোর থেকে মন্দির বানানো আমাদের সোসাইটিতে বেশি জরুরি।

    লোকে হেব্বি খেরে গেছিল তখন। একজন গম্ভীর ভাবে লিখল, মন্দির বানানো গভর্নিং বডির ডিসিশন। অতএব আনকোয়েশ্চেনেবল।

    হায় জেনারেল বডি। সে কেবলই কোয়েশ্চেনেবল হয়ে রয়।
  • byaang | ২২ জুন ২০১১ ১৩:৪১ | 122.167.211.49
  • ওটা আয়ন মঞ্জুই, আয়রন বলে ভুল করবেন না। আমি লুরু আসার আগে জানতুম না যে আই আর ও এন পাশাপাশি থাকলে আয়ন পড়তে হয়।
  • byaang | ২২ জুন ২০১১ ১৩:৩৯ | 122.167.211.49
  • মঞ্জুনাথা অনেক জন। আমাদের পাড়ার এক দুধওয়ালা, এক ইস্ত্রিওয়ালা, এক প্লাম্বার আর আমাদের পাড়ার আগের এস্টেট ম্যানেজার। এদের ডাকা হয় যথাক্রমে মিল্কি মঞ্জু, আয়ন মঞ্জু, পাইপ মঞ্জু আর চিটার মঞ্জু বলে। তাছাড়াও এই পাড়ায় দুশো রেসিডেন্ট, গোটা দশেক ড্রাইভার, আর তিন-চারজন ডেলিভারি বয় আছে ঐ একই নামে।
    এমনিতে মনে হয় শিব ঠাকুরের নাম।
  • siki | ২২ জুন ২০১১ ১৩:৩৭ | 123.242.248.130
  • পোচুর টাকা, পশ্চিমী ধাঁচের শিক্ষা, এসবের সঙ্গেই চুঁইয়ে চুঁইয়ে ঢুকছে এই ধরণের ভক্তিরস, এবং তার আতিশয্য। জীবন যখন অনেক সিম্পল ছিল, তখন হয় তো এত আতিশয্য ছিল না।

    মূলটা কোথায়? জীবন সম্পর্কে ক্রমবর্ধমান অনিশ্চয়তা? পুরনো জীবনচর্যা থেকে সরে আসার জন্য অবচেতনে তৈরি হওয়া একটা অপরাধবোধ? ...
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত