হ্যাঁ পাল্লিন, তেড়ে অপ্পন আর লুরুকে গালাগাল কর তো! তোদের বাড়ির পিছনদিকটার যা অবস্থা করেছে না, ডিএলেফ আর হিরানন্দানি মাটি খুঁড়তে লেগেছে। আর আরো গোটা কুড়ি হাউসিং কমপ্লেক্স।
rimi | ২২ জুন ২০১১ ০০:৫৩ | 168.26.215.135
আচ্ছা, আর ব্যাং-এর মুখটাও ফটোশপে এডিট করে দুঃখ পেয়েছে এমন করে দিস। চোখে দু চার ফোঁটা জল এঁকে দিস। তাহলে আরো ভালো বোঝা যাবে।
rimi | ২২ জুন ২০১১ ০০:৫২ | 168.26.215.135
পাই, ঃ-)))
pi | ২২ জুন ২০১১ ০০:৫২ | 128.231.22.142
ঐ ছবিতে টোডবাবুর চিবুকের কাছে এই ছবিটা সেঁটে দাও।
P | ২২ জুন ২০১১ ০০:৫১ | 109.78.254.209
ছি ছি অমি এই বার্তালাপ মোট্টেও এন্জয় মাডিছিনা। লুরুভজনাই বেটার ছিল !
byaang | ২২ জুন ২০১১ ০০:৫০ | 122.167.226.225
পাই, না পাঠালে ছাত্রটিই স্কুলে যেতে রাজি হবেন না। তিনি বড়ই ভিতু মানুষ।
nk | ২২ জুন ২০১১ ০০:৫০ | 151.141.84.114
আমাদের পাড়ায় এই বর্ষায় কত যে যুবক যুবতী ব্যাঙ। আলে বসে যুবক ব্যাঙেরা সুর খেলিয়ে ডাকে। এদের ধরে পায়ে পিন ফোটানো খুবই অমানবিক অপ্রাণবিক ব্যাপার।
pi | ২২ জুন ২০১১ ০০:৪৮ | 128.231.22.142
রিমিদি, মোশান হেতু ছবিতে পা টা ব্লার হয়ে যাবে। শোনো , এক কাজ করো। ক্যামেরায় শাটার স্পিড কমাও। তার্পর তোমার পা টা একটি মুভ করছো , এমনি অবস্থায় ছবি তুল্লেই হবে। আশেপাশে বেশ কিছু পিন ফেলে রাখো খন।
byaang | ২২ জুন ২০১১ ০০:৪৮ | 122.167.226.225
নাঃ, জয়মহলে বার্থডে পার্টি।
nk | ২২ জুন ২০১১ ০০:৪৭ | 151.141.84.114
অনেকগুলো স্টিল ছবি পাশাপাশি দিলেও বোঝা যাবে, সেই যে আগে যেভাবে ডিজনিরা কার্টুন অ্যানিমেশন করতেন। ঃ-)
sayan | ২২ জুন ২০১১ ০০:৪৭ | 115.184.17.26
এতক্ষণে ক্লিয়ার হল ব্যাপারটা। রাজমহলে এই সিক্যুয়েন্সটা শ্যুট করতে যাচ্ছো?
byaang | ২২ জুন ২০১১ ০০:৪৭ | 122.167.226.225
আমি একখানা টোডের ছবি পেয়েছি, পিছনের পা টা মেলে রেখেছে। এবার একটা আলপিনের ছবি শেপ বরাবর কেটে ঐ পাটার উপর লাগিয়ে দেব, আর ভালো লাগে না এই যন্ত্রণা।
pi | ২২ জুন ২০১১ ০০:৪৬ | 128.231.22.142
তো, একবার না পাঠিয়ে দেখো না, কী হয়।
Tim | ২২ জুন ২০১১ ০০:৪৬ | 173.163.204.9
লুরুতে আর্শোলা আছে, ইঁদুর আছে আর ব্যাঙ নেই? ব্যাং ধরে ছবি তুলে নাও।
rimi | ২২ জুন ২০১১ ০০:৪৫ | 168.26.215.135
কিন্তু ব্যাংএর পায়ে পিন ফুটলে পা সরিয়ে নিচ্ছে এটা ছবিতে বোঝা যাবে কি করে? ভিডিও হলে তবু বোঝা যেতো।
pi | ২২ জুন ২০১১ ০০:৪৫ | 128.231.22.142
তোমার নিজের পায়ে পিন ফোটানোর একটা ছবি তুলে ফেলো না ! ক্যামেরায় টাইমার সেট করে নাও।
byaang | ২২ জুন ২০১১ ০০:৪৫ | 122.167.226.225
না হে রিমি, নিশি, অত্তো খায় না, যেটির ছবি লাগাতে বলা হয়েছে, ক্লাসে যে এক্ষপেরিমেন্টের কথা বলা হয়েছে, সেটিই লাগাতে হবে।
sayan | ২২ জুন ২০১১ ০০:৪৫ | 115.184.17.26
আমি অনেক খুঁজে শুধু এইটুকু পেলাম। ব্যাঙের বাকিটা আর পিন কোথায় - তা এখনও পাইনি।
এবার থেকে দাঁতের ডাক্তারের চেম্বারে গেলে কিছু ফোটোসেশন করিয়ে রেখো।
byaang | ২২ জুন ২০১১ ০০:৪৩ | 122.167.226.225
আমি ঠিক জানি না পাই, নির্ভর করে কোন বছর কে টিচার, তার উপর। আমি কয়েক দিন আগেই খবরের কাগজের সঙ্গে একটা ফ্লায়ার পেয়েছিলাম, স্কুল প্রোজেক্ট আর চার্ট বানাই বলে, এখন হাত কামড়াচ্ছি সেটা ভালো করে না দেখেই ফেলে দেওয়ার জন্য। আর সবাই পাবে না কি বলছিস, মায়ে মায়ে হেব্বি হিংসে, কেউ আগের রাত অব্দি বলে না, কোথায় পাওয়া যাবে, পরের দিনে সবাই ঠিকঠাক জমা দেয়।
sayan | ২২ জুন ২০১১ ০০:৪৩ | 115.184.17.26
ওহ্ তাহলে আর চিন্তা কীসের! চুক্করে বসো না। ঠিক পৌঁছে যাবে একসময় ঃ-))
Tim | ২২ জুন ২০১১ ০০:৪৩ | 173.163.204.9
মাইরি লুরুর ডিরেকশন নিয়ে এই অবস্থা!
rimi | ২২ জুন ২০১১ ০০:৪২ | 168.26.215.135
শুধু ব্যাংই তাহলে লিভিং ক্রিয়েচার? আর আমরা কি সবাই প্লাস্টিক? আমাদের পায়ে পিন ফুটলে কি ব্যথা লাগে না?
বেজায় কান্না পাচ্ছে।
nk | ২২ জুন ২০১১ ০০:৪২ | 151.141.84.114
হাঁটুর উপরে হাঁটু রেখে বসে ডাক্তারি হাতুড়ী মেরে টেস্ট করলে মানুষের পাও সরে যায়, রিফ্লেক্স। এটা ভিডিও করে তুলে দাও। ঃ-)
pi | ২২ জুন ২০১১ ০০:৪২ | 128.231.22.142
মানুষ তো নিজেই লিভিং থিং। নিজেদেরকে চিমটি কেটে দেখতে বলেই শেখাতে পারে তো।
byaang | ২২ জুন ২০১১ ০০:৪০ | 122.167.226.225
আমি গাড়ি চালাতে জানি না। যিনি গাড়ি চালাবেন, তিনিও ওদিকটা চেনেন না, আমাকে ডিরেকশন দিয়ে নিয়ে যেতে হবে।
aka | ২২ জুন ২০১১ ০০:৩৯ | 168.26.215.13
এর থেকে বোধহয় চাঁদের মাটির স্যাম্পেল আনা সহজ।
sayan | ২২ জুন ২০১১ ০০:৩৯ | 115.184.17.26
ইনফ্যা¾ট্রী রোড মানে সফিনা প্লাজার সামনে দিয়ে? ওদিকটা মানে কমার্শিয়াল স্ট্রীটের দিকটা ওয়ান ওয়ে না? তার চাইতে এক কাজ করো ন, এমজি আর ব্রিগেডের জাংশানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে বাং দিকে রেখে সোজা চলে যাও বেটার হবে। নাকি তাহলেও ওয়ান ওয়ে পাবে! নিজে ড্রাইভ করে যাচ্ছো তো, একটু ডিট্যুর কোরে নিও না হয় কী আর এমন। একটা কটন ক্যান্ডি কিনে নিও। ঃ-)
pi | ২২ জুন ২০১১ ০০:৩৮ | 128.231.22.142
আচ্ছা, আমিও সিরিয়াসলি জিগাই। ধরো এটা কেউ করতে পারলো না। এরকম ছবি বাড়ি থেকে সবাই নাই পেতে পারে তো। তালে কী হবে ? ক্লাশ থেকে বের করে দেবে ? নম্বর কম ? নাকি এর জন্য ও মারে ?
byaang | ২২ জুন ২০১১ ০০:৩৮ | 122.167.226.225
এটা হল গিয়ে 'লিভিং থিংস ক্যান ফিল'- এর এক্ষপেরিমেন্ট।
nk | ২২ জুন ২০১১ ০০:৩৬ | 151.141.84.114
বড়াই বড়াই, তুই কই?
byaang | ২২ জুন ২০১১ ০০:৩৬ | 122.167.226.225
ও আকা, আমাকে একটা হেল্প করবি, সিরিয়াসলি বলছি, খিল্লি ভাবিস নি কিন্তু। আমাকে নেটে একটা ছবি খুঁজতে হবে। হেল্প করবি? ব্যাঙের পায়ে পিন ফোটানোয় ব্যাঙ পা সরিয়ে নিচ্ছে, এই এক্ষপেরিমেন্টটার ছবি কেটে লাগাতে হবে খাতায়, আঁকলে চলবে না। আমি কি সাধে এত রাত অব্দি আজ জেগে আছি!
আরে এত তাড়াতাড়ি ঘুমোতে গেলে মাঝরাতে ঘুম ভেঙে যাবে যে।
pi | ২২ জুন ২০১১ ০০:৩৪ | 128.231.22.142
না, এনারা ক ' বছর আগেই ও চত্বরে কনফারেন্সে গেছিলেন। কোলাবায় ঐ এলাকা হল মেছুয়াপট্টি। সমুদ্রের ধারে ধারে সার সার নৌকা আর বস্তি। রাস্তার উল্টোদিকেই সার সার বহুতল। অনেকদিন থেকেই। এখন তো এটাও জুটলো।
Arpan | ২২ জুন ২০১১ ০০:৩৪ | 112.133.206.18
ওক্কে, গুন্নাইট।
byaang | ২২ জুন ২০১১ ০০:৩৩ | 122.167.226.225
সান্দা থ্যাঙ্কু। তবে মিলার্স রোডই যদি যাব, তো ইনফ্যাϾট্র রোড হয়ে যাওয়াটাই সুবিধে নয় কি?
aka | ২২ জুন ২০১১ ০০:৩২ | 168.26.215.13
না না মুম্বাই ঘোরা বলে নয় স্লাম ডগ মিলিয়নিয়ার দেখেছে বলে।
আকাদার ঐ অনেক পয়সার পোস্টটা পড়ে মনে পড়লো, এখানে কথা হলেই অন্য দেশের লোকে ঐ আম্বানীর ২৭ তলা বাড়ির কথা জিগায়। আর অনেকের ই তো মুম্বই ঘোরা, তাই ঐ এলাকার বস্তিগুলোর কথাও ঃ)
sayan | ২২ জুন ২০১১ ০০:৩১ | 115.184.17.26
ও না, মাই ব্যাড! জয়মহল এক্ষটেনশন। ওটা ব্যাঙ্গালোর ক্যান্টনমেন্টের পিছনে। এমজি রোড থেকে সেন্ট জনস রোড ডানদিকে রেখে কামরাজ রোড ধরে কেন্দ্রীয় ভিদ্যালয় পেরিয়ে বাম দিকে ঘুরে মিলার্স রোড ধরে সোওওওজা গিয়ে রাইট টার্ন নিলেই নন্দীদুর্গা রোড। সোজা যাবে। জয়মহল ওয়াটার ট্যাঙ্ক ছাড়িয়ে আরেকটু এগিয়ে বাম দিকে মুড়লেই জয়মহল এক্ষটেনশন।
aka | ২২ জুন ২০১১ ০০:৩১ | 168.26.215.13
তা ডিরেকশনে গণ্ডগোল থাকলে জানবেন পৃথিবী গোল, ভুল করে কোথাও পৌঁছে গেলে লোকজনকে জিগ্যেস করে আবার ঠিক জায়গায় পৌঁছে যাবেন। আসলে শুরু করাটাই আসল, তারপর লক্ষ্যে পৌঁছন শুধু সময়ের ব্যপার।
byaang | ২২ জুন ২০১১ ০০:২৯ | 122.167.226.225
আকাবাবু এম জি রোড থেকে ব্রিগেড রোড যেতে হলে, তারপর পেট্রোল পাম্প ক্রস করে ডানদিকে যেতে গেলে রিচ্মন্ড টাউনে পৌঁছে যাব যে!
Arpan | ২২ জুন ২০১১ ০০:২৯ | 122.252.231.10
ব্যাংটা কী কিউটপোকিতির নাইভ।
pi | ২২ জুন ২০১১ ০০:২৯ | 128.231.22.142
হুম। তালে ওটা মিটার বাড়ানোর জন্য না জানার ভান ই ছিল বটেক।
Tim | ২২ জুন ২০১১ ০০:২৮ | 173.163.204.9
আকাদা ঃ-))))
aka | ২২ জুন ২০১১ ০০:২৮ | 168.26.215.13
তা নেট কাছে থাকলে আর একটা ক্যাপিটালই লিখে দিতে পারি এতো সামান্য ডিরেকশন (কলার তোলা ইমো)।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন