এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • omnath | ১৭ জুন ২০১১ ১৬:৩২ | 117.194.204.242
  • তা ধরো আমি তো ওকে পুপু বলেই ডাকব। ওর পিসি ও তার বাবা মা ডাকছে খুশি বলে। আমার মা ও একটা নাম ভেবে রেখেছে আমায় বলছে না তবে মা সেটাতেই কন্টিনিউ করবে। পাড়ার জন্যে একটা টুকিটাকি নাম ভাবতে হবে।
    ইত্যাদি।

    নাঃ তাড়াতাড়ি গিয়ে চটপট ফিরে আসি - এটাই ভাবছি। তিন সপ্তাহ তো মোটে। তদ্দিনে একটা চাকরি চাই কলকাতায় । ঃ-(
  • Bratin | ১৭ জুন ২০১১ ১৬:২৯ | 122.248.183.1
  • কি কিপ্টে মাইরি!! কবি বলেছেনঃ ' কিপ্টে দের ই নাকি পয়সা হয়' ঃ-))
  • de | ১৭ জুন ২০১১ ১৬:২৩ | 59.163.30.2
  • কুমু, অবশ্যই চিনি! এবারেও কলকাতায় দেখা কোরেছি বোসে গিয়ে!

    ঝিকি, শুধু বেরিয়ে এলে হবে না, ফোটো দেখিও অবশ্যই!
  • mno | ১৭ জুন ২০১১ ১৬:১৪ | 121.244.209.245
  • চারানাবাবুর ল্যপিতে ইঙ্গবঙ্গ বেরুচ্ছে কেন? এয়ারপোর্টে কি বাংলা ল্যাখা নিষিদ্ধ?
  • siki | ১৭ জুন ২০১১ ১৬:০৯ | 217.212.230.85
  • dekhe aasun. guchhiye bishhTi hochhe baaire.

    De, ei jaalim duniyaa aamaay kipTe baaniye chherhechhe.
  • Jhiki | ১৭ জুন ২০১১ ১৬:০৭ | 182.253.0.98
  • কাল আঙ্কোরভাট বেড়াতে যাচ্ছি, খুব আনন্দ হচ্ছে, তাই গুরু ও চন্ডালদের সাথে সেই আনন্দ একটু ভাগ করে নিলাম।
  • kumudini | ১৭ জুন ২০১১ ১৬:০৬ | 122.160.159.184
  • সিকি,বাইরে বেরিয়ে দেখতে হয় তালে।তবে তুমি যখন কইছ, বৃষ্টি এসেই গেছে।
  • kumu | ১৭ জুন ২০১১ ১৬:০৩ | 122.160.159.184
  • দেবযানী কি বাই এনি চান্স বোস ইন্সটিউটের ছোটখাট খুরখুরে ভীষণ স্পিডে কথা বলা ইন্দ্রাণী বসুকে চিনতে/চেনো?
  • siki | ১৭ জুন ২০১১ ১৬:০০ | 217.212.230.85
  • paTaash-ma'am,

    Dilli ke brishTi diye gelaam. Peyechhen to?
  • kumudini | ১৭ জুন ২০১১ ১৫:৫৯ | 122.160.159.184
  • সিকিকে- দুগ্গা,দুগ্গা।মেঘ,বৃষ্টি ইত্যাদি এনো মনে করে।
  • de | ১৭ জুন ২০১১ ১৫:৫৯ | 59.163.30.6
  • কিপ্টে সিকি :))
  • siki | ১৭ জুন ২০১১ ১৫:৫৪ | 217.212.230.85
  • সকলকে থেংকু। এখন এয়ারপোর্টে বসে ভাটাচ্ছি।

    আমার পহার খুব খুব অভাব। ট্যাস্কি করে ব্যান্ডেল যাবার মত পহাও নেই, সেদিন ব্যান্ডেল থেকে এয়ারপোর্ট এলাম, বালী হয়ে, মাত্র ২২ টাকায়, ইনলুডিং বাড়ি থেকে ব্যান্ডেল স্টেশন যাবার অটোভাড়া, রুটটা বেশ পছন্দ হয়েছে। সেই পথেই আজ ইরব ভাবছি।
  • e | ১৭ জুন ২০১১ ১৫:৪৭ | 61.12.12.83
  • সে কী ব্যাপার?
  • m | ১৭ জুন ২০১১ ১৫:৪২ | 117.194.41.125
  • দীপু, এখন কোন বেল্ট
  • z | ১৭ জুন ২০১১ ১৫:৪০ | 61.12.12.83
  • হোঁ
  • de | ১৭ জুন ২০১১ ১৫:৩৯ | 59.163.30.6
  • প্লেনকে একটা স্নিকার বা স্নো-বুট পড়ালেও বোধহয় স্কিড করবে না!
  • kumudini | ১৭ জুন ২০১১ ১৫:৩৭ | 122.160.159.184
  • সোমনাথ,খুকু বলে ডাকলে শেষে ঐ নামই ডাকনাম হয়ে যাবে,আর আমার মত চিরখুকু হয়ে থাকবে।

    এয়ারপোর্টে কাকার সোল্লাস চিৎকার-"খুকু,এইযে এইদিকে।"জনতা দেখলো আশিকিলো ওজনের এক মহিলা ধীরে ধীরে এগোচ্ছে।
  • de | ১৭ জুন ২০১১ ১৫:৩৭ | 59.163.30.6
  • হ্‌ম্‌ম্‌ম্‌ম! বাবার মেয়ে ছেড়ে যেতে ইচ্ছে কচ্ছে না :))!
  • omnath | ১৭ জুন ২০১১ ১৫:৩২ | 117.194.206.21
  • ঠিক থাকলেই ভালো। আমি ভাবছি ভিজে পথে সাঁই সাঁই করে দৌড়ে গিয়ে ওড়ার সময় যদি স্কিড করে যায়? মানে ধরো টেকনিকালি প্লেনের পা পিছলে গেল আর কি।
  • omnath | ১৭ জুন ২০১১ ১৫:২৮ | 117.194.206.21
  • আমি আমার পছন্দ আর বাকি সবার দেওয়া নামের লিস্টি খুকুর মায়ের কাছে দিয়ে এসেছি । তিনি দেখছেন। এখনও ও বাড়িতে নেট নাই। ৩০ তারিখ নাগাদ ষষ্ঠী পুজো করে নাম দেওয়া হবে।
  • e | ১৭ জুন ২০১১ ১৫:২৩ | 61.12.12.83
  • ওয়েবসাইট তো বলছে সব ঠিকঠাক।
  • m | ১৭ জুন ২০১১ ১৫:২১ | 117.194.41.125
  • কাজু থেকে শেয়াল হলেঃ)))
  • m | ১৭ জুন ২০১১ ১৫:২০ | 117.194.41.125
  • সোমনাথ খুকুর নাম ঠিক হলো
  • m | ১৭ জুন ২০১১ ১৫:১৯ | 117.194.41.125
  • আরে কাল আমাদের পাড়া পুরো নীলে নীলে নীলাক্কার।পিৎজাহাটে, শপার্সস্টপে,মোড়ের চাদোকানে, অটোতে,বাসে,গাড়িতে যেদিকেই চাও শুদু নীল আর নীলঃ)
    ছেলেদের জন্যে নীলটা খুব চমৎকার,তবে মেয়েদের গোলাপি দিলেই সর্বাঙ্গসুন্দর হতো- অবশ্যি মেয়েদের কথা আর কে ভাবে,

    (সুনীল ভেবেছিলো,নিন্দুকের সহ্য হলো না)
  • omnath | ১৭ জুন ২০১১ ১৫:১৫ | 117.194.206.21
  • বর্ষাকালে, কিংবা আরো স্পেসিফিকালি, এই আজকের মতো বাদলা দিনে কলকাতা এয়ারপোর্ট থেকে প্লেন ছাড়ে? কেউ জানে? অ্যাঁ?
  • omnath | ১৭ জুন ২০১১ ১৫:১৩ | 117.194.206.21
  • ব্রতীনদা পাগলু কিংবা শত্রু দেখছে না কেন? দেখে এসে খানিক রিভিউ লিখলেও তো পারে।
  • jkl | ১৭ জুন ২০১১ ১৫:১১ | 59.163.201.173
  • *ছেঁচকি
  • M | ১৭ জুন ২০১১ ১৫:১০ | 59.93.163.122
  • দে,
    নাহ! সত্যি তখন গুডি টাইপ ছিলাম, আজ ভাবলে নিজের উপর খুব মায়া হয়।:P

    তবে অজন্তা চেঞ্জ হয়েছে, ফেমের মতো করেছে।অন্যগুলো জানিনা, অশোকা একই আছে।
  • jkl | ১৭ জুন ২০১১ ১৫:০৯ | 59.163.201.173
  • কুমুদি এত হিংসে করে ক্যান অন্যে কিঞ্চিৎ ফিরি থাক্লে? কদিন আগে আমাকে কেটে ভেজে খেয়ে নিয়েছে আর ন্যাতাই ভায়ার ছঁচকি বানাইয়া সক্কলেরে ফিস্টি দিয়াছে, তাই আসল নাম অব্দি ইউজ করতে পারছি নে।
  • de | ১৭ জুন ২০১১ ১৫:০৬ | 59.163.30.4
  • বম্ম, কি ভালো মেয়ে তুমি, স্কুল-কলেজ পালিয়ে সিনেমা দ্যাখোনি!

    অশোকা, ইলোরা, অজন্তা, পুষ্পশ্রী সবগুলৈ তো মোটামুটি একই স্ট্যান্ডার্ডের!
  • M | ১৭ জুন ২০১১ ১৫:০২ | 59.93.195.174
  • এই সেরেছে! আমার হলের সাথে সম্পক্ক খুব এট্টা নাই।মনে হয় অজন্তা। কেন?
  • de | ১৭ জুন ২০১১ ১৫:০২ | 59.163.30.6
  • ব্রতীন বালি থেকে ব্যায়লায় সিন্মা হল খোঁজে ক্যান? :))

    আর সত্তি কি ভালো আপিস ব্রতীনের -- খুব হিংসে দিলুম!
  • kumu | ১৭ জুন ২০১১ ১৫:০২ | 122.160.159.184
  • অনেকক্ষণ বাদে বাদে এলে এই হয়!
    কে নীলাম্বরী পরে আপিস এসেছিল,ও মিঠু?
    নীলাম্বরী পরে সে আপিসের চেয়ে ভালো কোন জায়গায় কেন গেল না?
    আর,মিঠু ডেউয়া খেলে?
  • z | ১৭ জুন ২০১১ ১৪:৫৯ | 61.12.12.83
  • হোঁ
  • Bratin | ১৭ জুন ২০১১ ১৪:৫৭ | 122.248.183.1
  • তোমাদের বেহালা র ওখানে ভালো সিনেমা হল কি?
  • M | ১৭ জুন ২০১১ ১৪:৫৬ | 59.93.195.174
  • নইলে আরেকবার নৌকাডুবি দেখে আসতুম।
  • M | ১৭ জুন ২০১১ ১৪:৫৪ | 59.93.195.174
  • না, আমার মামনি ঘুরিয়ে প্যাঁচে ফেলে দিয়েছে।ছেলে আসলে মামাবাড়ি যাবে কথা ছিলো, কাল ভাইরা চলে যাচ্ছে। মা আমায় বললো রাতে বাড়ীতে খেয়ে আসতে, কিসব কিসব বানাবে।কি কুক্ষনে রাজী হয়েছিলুম।আজ সকালে ফোন করে কয়েছে ভালো করে তালা মেরে চলে যেতে, এই বিষ্টি মাথায় রাতে যাতে না ফিরি।পুরো দিনটা মাটি হয়ে গেলো।এখন গিয়ে পটকা আর ঋভুর মারপিট, তারপর বাবার পাশবালিশ সংক্রান্ত ঝামেলা, তারপর ভাইয়ের চেপে ধরে বসিয়ে নানা রকম পেলান শোনানো।উফ্‌হ্‌হ্‌হ্‌হ্‌হ !!!!!!!!!!!! কোথায় এট্টু চক্ষু মুদে যীশুর সাথে ঘুরে বেড়াবো, তা নয়........ঃ((((
  • Bratin | ১৭ জুন ২০১১ ১৪:৫১ | 122.248.183.1
  • ঃ-))

    হ্যাঁ সে আর বলতে।

    M , নীচের পোস্ট দেখো।
  • Bratin | ১৭ জুন ২০১১ ১৪:৫০ | 122.248.183.1
  • আজকে আমার এই প্রজেক্টে শেষ দিন। পরের প্রজেক্ট পেয়ে গেছি। ২৭/৬ থেকে নতুন প্রজেক্ট। কাজেই মাঝে এত দিন পেড হলি ডে। কোথায় ঘুরে আসবো কিনা ভাবছি। কিন্তু এই বর্ষায় কোথাই বা যাবো......
  • M | ১৭ জুন ২০১১ ১৪:৪৮ | 59.93.195.174
  • clash of the titans টা দেকে ফেলুন,আমার ছেলের প্রিয় সিন্মা।ক্ষী মারপিট। আমি অবিশ্যি র‌্যালফ ফিন এর মানে জিউসের অমন আচরনে এট্টুস দুঃখু পেয়েচি।
  • m | ১৭ জুন ২০১১ ১৪:৪৭ | 117.194.41.125
  • ব্রতীন, প্রেম করে বুঝলে নাকি না করেই;)

    কাল নীলাম্বরী পরে আপিশ এসেছিলে তোঃ))
  • m | ১৭ জুন ২০১১ ১৪:৪৪ | 117.194.41.125
  • জীবনে এই প্রথম একটা সিরিয়াল দেখছি যেখানে ঘটনা খুব দ্রুত ঘটে চলেছে- তিনদিনের মধ্যেই একটি চরিত্রের মৃত্যু, বাপকে আইনী প্যাঁচে ফেলে হারানো, বাড়ি থেকে বিতাড়িত হওয়া,নায়িকার সঙ্গে প্রেম না হতে হতেই বিয়ের দোরগোড়ায়- গা কেমন ছমছম করছে।
  • Bratin | ১৭ জুন ২০১১ ১৪:৪৩ | 122.248.183.1
  • মানসী, সিনেমা দেখতে যাবে নাকি? ঃ-)
  • jkl | ১৭ জুন ২০১১ ১৪:৪২ | 121.244.209.245
  • নৌকার মাঝি তার মানে যীশু? ছেলেটার মাথা খারাপ হয়ে গেল রে ! একে এই ওয়েদার, আর নীলাঞ্জনাই বা কীরকম? কোনো খেয়াল টেয়াল রাখে না...
  • Bratin | ১৭ জুন ২০১১ ১৪:৩৯ | 122.248.183.1
  • ভ্যাট মিঠু, কিচ্ছু জানে না। প্রেম করলেই বুদ্ধি লোপাট হয়ে যায় ঃ-))
  • M | ১৭ জুন ২০১১ ১৪:৩৯ | 59.93.195.174
  • লাস দু বছর এমন ভরপুর বিষ্টি দিন দেখি নাই।
  • M | ১৭ জুন ২০১১ ১৪:৩৬ | 59.93.195.174
  • হে হে............:P
  • pi | ১৭ জুন ২০১১ ১৪:৩৩ | 72.83.83.239
  • বম্মার কি নৌকাডুবি করার পেলান ?
  • pi | ১৭ জুন ২০১১ ১৪:৩২ | 72.83.83.239
  • হার্ট লকার দেখে মনে হয়েছিল আরো কত কিছু তো আসতে পারতো। তা না করে কেমন একটা ডকু টাইপের বানিয়ে দিয়েছে !
  • M | ১৭ জুন ২০১১ ১৪:৩০ | 59.93.195.174
  • বাতাস বহে মরি মরি
    আর বেঁধে রেখোনা তরী........
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত