এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • siki | ১৩ জুন ২০১১ ১৬:১১ | 123.242.248.130
  • দুরন্ত শতাব্দী আর রাজধানী দিয়ে কি আর দিদিকে চেনা যায় রে ভাই? ও হল বুজ্জোয়াদের ট্রেন।

    দিদিকে চিনতে হলে চাপো হিমগিরি জনতা শিপ্রা লিচ্ছবি এইসব এক্ষপ্রেসে। ঃ-)
  • Ishan | ১৩ জুন ২০১১ ১৬:১১ | 122.248.183.1
  • অনেক দিন পুরোনো হয়ে গেল। কিন্তু নিজের গব্বের কথা না লিখে পারচ্ছি না। কলকেতা শহরে এখন আমি হুহা গাড়ি চালাই। সামনে গাড়ি দেখলেই প্যাঁ প্যাঁ করে প্রয়োজনে ও অপ্রয়োজনে হর্ন দিই। মোড় ঘোরার থাকলে ঠিকঠাকভাবে নাক গলিয়ে উল্টোদিকে যানজট পাকিয়ে ইউ টার্ন নিই। ইত্যাদি।
  • m | ১৩ জুন ২০১১ ১৬:১১ | 117.194.43.183
  • জি, মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি 'প্রায়'- চটজলদি একটা ঝাল ঝাল রেসিপি উড়িয়ে আনুনঃ)
  • Ishan | ১৩ জুন ২০১১ ১৬:০৮ | 122.248.183.1
  • বোতিন, কি পেলে? এল না এক্ষেল?
  • dukhe | ১৩ জুন ২০১১ ১৬:০৫ | 122.160.114.85
  • দিদির একখান ট্রেনে বৌ বাচ্চারা এল । বৃষ্টিতে ছাদ থেকে কী জল পড়ে রে ভাই - কামরা থৈ থৈ পুরো!
    সামনে বর্ষা - ট্রেনে ওঠার আগে হোল্ডলের মধ্যে ছাতা গুঁজে নিতে ভুলবেন না ।
  • m | ১৩ জুন ২০১১ ১৬:০৫ | 117.194.43.183
  • লুরুর রেসিপি কে চায়, তুমি একটা বিশুদ্ধ বাংলা( মতান্তরে বাঙ্গাল)রেসিপি দাও।
  • aka | ১৩ জুন ২০১১ ১৬:০৫ | 24.42.203.194
  • ডিডিদা কদিন হল ফুলফর্মে। ঃ)))
  • siki | ১৩ জুন ২০১১ ১৬:০৪ | 123.242.248.130
  • জগতে কি খাদ্যাভাব ঘটিয়াছে?
  • dd | ১৩ জুন ২০১১ ১৫:৫৭ | 124.247.203.12
  • চালকুমড়ো একটি কুসংস্কার। ওতির কোনো রেসিপি হয় না।
    লুরুতে খুব চলে। সমস্ত শুভকাজে কর্পুর জ্বালিয়ে রাস্তায় চালু কুমড়োকে আছাড় মেরে ফাটানো হয়।

    বড় পুজো আচ্ছার পরে লুরুর রাস্তাঘাটে ফুটি ফাটা চালকুমড়োয় ভরে যায়। সে সময়ে কাগেরা অসুস্থ হয়ে পরে।
  • siki | ১৩ জুন ২০১১ ১৫:৫৭ | 123.242.248.130
  • ঃ)

    সে আর বলতে?
  • m | ১৩ জুন ২০১১ ১৫:৫৫ | 117.194.43.183
  • তুমি একটা বেথেঃ)
  • siki | ১৩ জুন ২০১১ ১৫:৫৪ | 123.242.248.130
  • তবে ইয়ে, ব্রতীনের মেনু দেখে আমি দিদির মহিমা বিশেষ কিছু বুইতে পাল্লাম না। হ্যাঁ, দীপ্তেন্দারগুলো জলের মতন পোস্কার বুঝেছি। ঃ)
  • siki | ১৩ জুন ২০১১ ১৫:৫৩ | 123.242.248.130
  • ডেউয়া? মাদার ফল? আমি কোনওটারই নাম শুনি নি। চোখে দেখা বা চেখে দেখা তো দূরের কথা।

    আমি কি তবে ঘটি বা বাঙাল কিছুই নই? ... ভাবতেই ব্যথায় ব্যথায় মঅঅন ভেঙে যায় ...
  • m | ১৩ জুন ২০১১ ১৫:৫১ | 117.194.43.183
  • দীপ্তেন্দা, চালকুমড়োর একটা ভালো রেসিপি থাকলে দাও।
  • m | ১৩ জুন ২০১১ ১৫:৪৯ | 117.194.43.183
  • হাওড়ায় এত গাছপালা আছে! বাঃ হাওড়া বেশ ভালো জায়গাঃ)
  • z | ১৩ জুন ২০১১ ১৫:৪৭ | 61.12.12.83
  • অতীত হবে কেন, গেল বছরই হাওড়ায় দেখেছি।
  • m | ১৩ জুন ২০১১ ১৫:৪৬ | 117.194.43.183
  • দীপ্তেন্দা,ক্রাইম না, বৌমা ইজ ক্রাইং

    (ফর ডেউয়া)

    ঃ))
  • m | ১৩ জুন ২০১১ ১৫:৪১ | 117.194.43.183
  • ডেউয়া বুলবুলিতে খায়- এরম জায়গা কোথায় আছে! গাছতলা হলুদ হয়ে থাকে -জি কি কোনো সুদূর অতীতের কথা কইছেনঃ((
  • z | ১৩ জুন ২০১১ ১৫:৩২ | 61.12.12.83
  • হলদে হলদে, নরম। বুলবুলিতে খায়। গাছের তলা হলদে হয়ে যায়। ঘটিরা মাদার বলে, বাঙালরা ডেউয়া।
  • dd | ১৩ জুন ২০১১ ১৫:২৯ | 124.247.203.12
  • এক ধরনের বৃক্ষবাসী মোটা ও রুক্ষমেজাজের মিশ কালো পিমড়েকে ডেউয়া বলে। কামড়ালে ভয়ানক ব্যাথা হয়।

    ভীত শিয়াল বা ফেউয়ার সাথে পদ্দে মিল দেওয়া ছাড়া ঐ পিমড়ে গেরস্থের আর কোনো উবগারে লাগে না।

    বৌমা কি কোনো ক্রাইমের প্লট ফাঁদছে ?

    সাবধান কিন্তু।
  • m | ১৩ জুন ২০১১ ১৫:২৯ | 117.194.43.183
  • মাদার ফল! সেটা কেমন দেখতে আর খেতে যদি বলেন তাইলে বুঝি, আমি আর আপনি একই জিনিসের কথা বলছি!
  • q | ১৩ জুন ২০১১ ১৫:২৭ | 61.12.12.83
  • ডেউয়া মানে মাদার ফল।
  • m | ১৩ জুন ২০১১ ১৫:২৪ | 117.194.43.183
  • কুমু , ডেউয়া।
  • m | ১৩ জুন ২০১১ ১৫:২৪ | 117.194.43.183
  • ব্রতীন, একটা সিঙ্গারা!!
    একটা সিঙ্গারা শুনে খুব দুঃখ পেলাম।
  • kumudini | ১৩ জুন ২০১১ ১৫:২২ | 122.160.159.184
  • কিসের সময় আসছে??
  • m | ১৩ জুন ২০১১ ১৫:০৯ | 117.194.43.183
  • একটা সিরিয়াস কথা,এখন ডেউয়ার সময় আসছে- কেউ বাজারে দেখতে পেলেই কিনে রাখবেন-আর কিনলেই আমার জন্যেও দুখানা রেখে খবর দেবেন।

    ভুলে যাবেন না যেন।
  • Bratin | ১৩ জুন ২০১১ ১৫:০৯ | 122.248.183.1
  • হো হো হো ডি ডি ঃ-))

    ১। স্যান্ডউইচ
    ২। সিঙ্গারা ( ১ পিস)
    ৩। লাড্ডু ( ১ পিস)
    ৪। ফ্রুটি
    ৫। ২ টো এক্লেয়ার্স
    পরে চা।
  • m | ১৩ জুন ২০১১ ১৪:৫৯ | 117.194.43.183
  • দীপ্তেন্দাঃ)))))
  • z | ১৩ জুন ২০১১ ১৪:৫৮ | 61.12.12.83
  • ডিডি ঃ))))
  • m | ১৩ জুন ২০১১ ১৪:৫৬ | 117.194.43.183
  • আসার সময় বোধহয় চিকেনের বদলে ডিম আর আইসক্রিমের বদলে পাতলা ক্ষীর দেয়-তাই দামের সামান্য তফাত হয়।
    ব্রতীন,অন্য তালিকাটা দাওঃ)
  • dd | ১৩ জুন ২০১১ ১৪:৫৫ | 124.247.203.12
  • সেবারে আম্রিগায় কানসাসের ম্যাডিসন এভিনিউ থেকে ট্রেনে উঠলাম, যাবো হার্টফোর্ডের বে' এরিয়াতে। সব মিলিয়ে কুরি ঘন্টার জার্নি।

    ভুমিকম্প না সুনামি,কোনো কারনে লেট হয়ে গেছিলো,তাই মাজ পথে ট্রেন থেকে নামিয়ে সোজা হেলিকপ্টারে করে উড়িয়ে নিয়ে গিয়ে রাইট টাইমে ইন করালো।

    ছলোছলো চোখে "কিন্তু আপনেদের ক্ষি অসুবিধায় ফেল্লাম" বলে মোটা মোটা চলোকেটের বার আর "আমাদের পুকুরের চিংড়ি" বলে কেজিখানেক লবস্টারো দিয়েছিলো কন্ডাকটর গার্ড। কৎবেলও দিতে চেয়েছিলো, কিন্তু নেইনি।

    বাপু হে, এই হচ্ছে রেল সেবা।
  • dd | ১৩ জুন ২০১১ ১৪:৪৩ | 124.247.203.12
  • এ ব্যতিরেকে যাওয়া আর আসার টিকিটে দু রকমের দাম জেনে বুঝতে পারছি দিদি আদ চোখামী দোষে দুষ্টো, মোটেই নিরপেক্ষ নন।

    লংডংএ এরম ছিলো না। আম্রিগাতেও নয়।
  • Bratin | ১৩ জুন ২০১১ ১৪:৩৮ | 122.248.183.1
  • ইয়ে, ঠিক ই ধরেছেন!! ঃ-))
  • m | ১৩ জুন ২০১১ ১৪:৩৭ | 117.194.43.183
  • ওহো, খাদ্য তালিকায় চাপ চাপ ডাল দেখে একটু ঘাবড়ে গেলাম, সর্বদা কাগজে চাপ চাপ রক্ত পড়ি কিনাঃ(((

    ওটা কি খুব ঘন ডাল (জিজ্ঞাসা)
  • Bratin | ১৩ জুন ২০১১ ১৪:৩৬ | 122.248.183.1
  • যাওয়া ৩৩০ আর আসা মাত্র ২৭০। সব এ সি চেয়ার কার।
  • Bratin | ১৩ জুন ২০১১ ১৪:৩৫ | 122.248.183.1
  • এইটে দীপু,ঃ-))

    না আমি লঙ্কা খাই না। কিন্তু যেরকম গুছিয়ে দিয়েছে সেটা ভালো লাগলো।
  • m | ১৩ জুন ২০১১ ১৪:৩৪ | 117.194.43.183
  • চমৎকার!! রোজ ভালো খেয়ে সমুদ্রের হাওয়াসেবনঃ) ওফ্‌, টিকিটের দাম কত,আর যাতায়াতের সময়টা কি একটু লিখে দিলেই চিরকৃতজ্ঞ থাকবোঃ)
  • dd | ১৩ জুন ২০১১ ১৪:৩৩ | 124.247.203.12
  • এখনো স্মৃতিপটে ব্রাইট আর শাইনিং সেই চ্ছবি। (এই কলে উজজ্বল ল্যাখা যায় না)।

    সেবারে তখন আমি লংডংএ। ম্যাডাগাস্কার স্কোয়্যার থেকে ট্রেনে চেপেছি, দু ঘন্টা পরেই নামবো ওর্সেস্টার সস স্টপে। নাচতে নাচতে ওয়েটার এসে দিয়ে গেলো টিন টিন বীয়ার,ফ্রুট জুস আর কেরোসিন। যে যটা চান।

    বাচ্চারা দুধ চাইলে তখুনি হাসী খুসী একটি গাভীকে নিয়ে আসা হয়। তারপরে চোঁচাঁ করে যতো খুসী দুদ খাও।

    খাবারের মধ্যে চপ,কাটলিস,পুটিং ছাড়াও কার্ড রাইস ও হর্লিক্স বিস্কুট ছিলো।

    আর নামবার সময় এনজিন ড্রাইভারের সেক্কি কান্না।

    এমন হোক, তবে দিদির কদর বুঝবো।
  • e | ১৩ জুন ২০১১ ১৪:৩২ | 61.12.12.83
  • স্যালাডে লঙ্কা খেতে ভাল্লাগে?
  • m | ১৩ জুন ২০১১ ১৪:৩০ | 117.194.43.183
  • ব্যাং ভালো করে ডাক্তার দেখিয়ে বিশ্রাম নাও- আর জলদি ভালো হয়ে ওঠো।
  • Bratin | ১৩ জুন ২০১১ ১৪:৩০ | 122.248.183.1
  • দীঘা দুরন্ত।ঃ-))
  • m | ১৩ জুন ২০১১ ১৪:২৬ | 117.194.43.183
  • এ ট্রেনের নাম কি ব্রতীন!!একখান মান্থলি করে নেবো। অন্নচিন্তা ঘুচবেঃ)
    শুদু কারশেডে বেশিক্ষণ না থাকতে হলেই ভালো।
  • abastab | ১৩ জুন ২০১১ ১৪:২৬ | 61.95.189.252
  • এই ট্রেন কোথা হতে অআসে কোন পানে ধায়?
  • dd | ১৩ জুন ২০১১ ১৪:১৬ | 124.247.203.12
  • ইসে?
  • Bratin | ১৩ জুন ২০১১ ১৪:১৫ | 122.248.183.1
  • দিদি যা ট্রেন করে দিয়েছে কোন কথা হবে না। ১১.১৫ এ ছেড়ে ২.১৫ পৌঁছাবার কথা ২.০০ এ ট্রেন পৌঁছে গেল। খেতে দিল প্রথমে ব্রেড রোল,স্যুপ। একটু পরে ভাত,চাপ চাপ ডাল,চিকেন কারি,স্যালাড ( বললে বিশ্বাস করবেন না একটা গোট লঙ্কা ও ছিল) দই। একটু পরে আইসক্রীম। আর কী চান শুনি? ঃ-))
  • dd | ১৩ জুন ২০১১ ১৪:০৯ | 124.247.203.12
  • হাড় গোড়ের ইন্‌জুরী অতো রাতারাতি কমবে না। খুব একটা ওসুদ বিসুদ ও নেই।

    চিকিচ্ছে বলতে ঐ সব পেইন কিলার আর রেস্ট। আর রেস্ট মানে বিলকুল রেস্ট। নো কম্প্রোমাইজ। আর টাইম ও লাগবে।

    মুশকিল তো হবে বিভীষণের আর ব্যাঙাচির।
  • Bratin | ১৩ জুন ২০১১ ১৩:০৩ | 122.248.183.1
  • অর্পন ই সময় করে একটু যদি যেতে পরো। চিন্তায় রইলাম।
  • kumudini | ১৩ জুন ২০১১ ১২:৪২ | 122.160.159.184
  • অর্পণ বা অন্য কোন লুরুবাসী,
    সময় করে এট্টু ব্যাঙকে দেখে এসো না!এত বাড়াবাড়ি তো খুবই চিন্তার বিষয়!দেখে এসে গুছিয়ে একখানা রিপোর্ট দাও।
  • siki | ১৩ জুন ২০১১ ১২:২০ | 123.242.248.130
  • বাপ রে! তাইলে আপাতত আর ফোন করছি না।

    ব্যাং, যদি গুরু পড়তে পেরে থাকো, তো গেট ওয়েল সুন।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত