আমি খাই তো, গ্রিক দই, চিঁড়ে আর মেক্সিকান আম---অশ্বথামার মত্ন ঃ-((
hu | ১০ জুন ২০১১ ২২:৫৩ | 12.34.246.72
যাহ! গগন রায়ের টইতে লিখব ভেবেছিলাম! অবশ্য ভাটে এসে ভালোই হয়েছে। নইলে অত ভালো টইটাও পেটুকরা দখল করে নিত।
টিকটিকি অতি জঘন্য জিনিস। বিগেম টেক কেয়ার।
sayan | ১০ জুন ২০১১ ২২:৫১ | 115.242.140.45
হে হে, স্টুডিও ১৫ কিনে যে ভুল করেছি সে আর কী বলি। শুধু হেইচপি কেনো, হিটিং যে কোনও ব্র্যান্ডেই হয় কম বেশি, ডিপেন্ড করে কেমন করে চালাচ্ছে। একমাত্র এক্সপিএস বাদে বাকি মডেলগুলো জাস্ট কহতব্য নয়, ইনস্পি'র কিছু ভালো ফীডব্যাক শুনেছি কিন্তু স্পেকস'এর জন্য নিই নি। সোনি নিয়ে জাস্ট কোনও কথা হবে না। দেখতে সুন্দরের জন্য নয়, অসা চলে। টিম রিয়্যালি এই প্রথম শুনলাম সোনি দু'বছরে বসে গেছে। ডেলের একটা স্টুডিও ক্লাসের ল্যাপিতে সাউন্ড কোয়ালিটি যে এত খারাপ হতে পারে, আর কিছু নয়, সিনেট'এর কিছু আরবিট রিভ্যু পড়লেই বোঝা যাবে। ভস্ট্রো নিয়ে আর কিছু বলার নেই।
কেউ কি লেনোভো ব্যবহার করো/করেন?
hu | ১০ জুন ২০১১ ২২:৫০ | 12.34.246.72
দই-চিঁড়ে-আমের ফলার খেতে মঞ্চায়।
সুখের ছিল সেসব দিন যখন ইশকুল থেকে ফিরে জয়মঙ্গল বারের লুচি-তালপাটালী পেতাম।
Nina | ১০ জুন ২০১১ ২২:৩৩ | 12.149.39.84
সে কি রে কিকিয়াঅ, ক্ষী ক্ষান্ডো! ওষুধ লাগিয়েছিস? টিকটিকি কামড়ায় কক্ষণো শুনিনি---তুই একটু খেয়াল রাখিস ফুলে টুলে গেলে একবার ডাক্তারকে জিগিয়ে নিস রে
M | ১০ জুন ২০১১ ২২:৩০ | 59.93.210.14
আজ একটা পুঁচকে টিকটিকি আমায় কামড়ে দিলো, আমি সাঁতারের জন্য একটা দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিলাম, আর সে আমাকেও দেওয়ালের অংশ মনে করে উঠে এই অপকীর্তি করলো।অবশ্য ঋভু বললো, কামড়ায়নি, তোমার পা বেয়ে উঠতে গিয়ে ওর নখ গুলো একটু বসিয়ে দিয়ে গেছে।ঃ(((, বাজে টিকটিকি।
আর আজ আমার ট্রেনার ঝিলে নামিয়ে ছেড়ে দিলে, উরি বাবারে, এদিকে বাঁশ ধরে দাঁড়িয়ে আছি যখন তখন ও পা কিছুতেই জলের তলায় যেতে চাইছে না, এদিকে মাথা কেবলই ঢুকে যেতে চাইছে, ক্ষী চাপ।
Tim | ১০ জুন ২০১১ ২২:২৮ | 198.82.21.136
যেকোনো ব্র্যান্ডের ফিডব্যাকই ভালোমন্দ মেশানো। আমার প্রথম ল্যাপটপ ডেল ইনস্পিরন। ২০০৫ এর ডিসেম্বর থেকে ২০১০ এর সেপ্টেম্বর চলেছে। এক বছরের রেগুলার ওয়ারেন্টি ছিলো। কোনোদিন কোনো প্রবলেম হয়নি। শেষ একবছর ব্যাটারি লাইফ কমে গেছিলো (১ ঘন্টা )। সেপ্টেম্বরেও জিনিসটা বসে যায়নি, শুধু রিলায়েবিলিটি কমে গ্যাছে বলে নতুনটা কিনেছি। এটাও ডেলের। ল্যাটিচুড ৬২০। তবে ভস্ত্রো নিয়ে অনেক খারাপ ফিডব্যাক সত্যিই আছে। ইনস্পিরন নিয়ে তো ভালো কথাই শুনি। সোনি ভায়ো, আমার রুমির ছিলো। দুবছর চলেছে। পরেরটা হেইচ পি'র, চল্লো বারোমাস, শেষের দিকে উনুনের মত হয়ে যেত। এখন সেটা ট্রেড করে আরেকটা হেইচপি কিনেছে। আল্টিমেটলি লাক ম্যাটার করে। ঃ-)
sayan | ১০ জুন ২০১১ ২১:০০ | 115.242.144.46
তবে যে লিঙ্কে ব্র্যান্ডের নাম DEL লেখা আছে সে যে জালি জিনিষ সেই নিয়ে সন্দেহ নেই। নিঃসন্দেহ হয়ে <del> করে দিন। ঃ-)
sayan | ১০ জুন ২০১১ ২০:৫৩ | 115.242.144.46
কুমুদি,
ডেল এক্সপিএস বাদে ইনস্পিরন, ভস্ট্রো, স্টুডিও - সব মডেলে ডিসপ্লে ড্রাইভার, অপটিক্যাল ড্রাইভ আর মাদারবোর্ডে ঝাড় আছে। প্রথম এক বছর নির্ঝঞ্ঝাট চলবে। তারপর ব্যাটারিও উড়ে যাবে। ওসবের আগে এক্সটেন্ডেড ওয়ার্যান্টি না কিনলে ও বস্তু পুরো ট্র্যাশ।
হেইচপি ইজন্ট দ্যাট ব্যাড লাইক ডেল।
সোনি ভায়ো যে কোনও মডেল চোখ বন্ধ করে কিনে নাও, ঠকবে না।
siki | ১০ জুন ২০১১ ২০:৪৮ | 122.162.75.85
পটাশম্যাম,
ডেল ভস্ত্রোর ফীডব্যাক ভালো নয়। কিনবেন না।
সবচেয়ে ভালো হয়, একদিন সময় নিয়ে নেহরু প্লেসে চলে যান। সব মডেল চেক করে পছন্দমতো কিনে নিন।
আর ব্যাংকে আজ আর না, কাল ফোন করব। ওদের বাড়ির সামনে তো অ্যাপোলো আছে জানি। সেইখানে না যেতে চাইলে হোসমাট আছে, ম্যাকগ্রাথ রোডে। লুরুর বেস্ট। চিন্তা কোরো না, মৌলিদা সব টেক কেয়ার করে নেবে।
তো, এদের গালি একটু দেখেশুনে দিতে হয়। তবে যা সব গালি আছে! ওরেব্বাস। সোমুর সঙ্গে একদিন বসতে হবে।
কুমুদি, ব্যাঙদির সঙ্গে কথা বললে, যে কোনও অর্থোপেডিক হাস্পাতালে না যাওয়াই ভালো। হাতের কাছে না হলেও একটু দূরেই HOSMAT। কী হয়েছে?
sayan | ১০ জুন ২০১১ ১৮:৫৮ | 115.242.144.46
গালি বিষয়েঃ
আইটিপিবি থেকে ইপিআইপি ফিরছি, দুকুরবেলা ভলভোয়। ইনি বিগ বাজারের সামনে রাস্তার মাঝে বাস দাঁড় করিয়ে সব্জি বাজার করার মত চিনেবাদাম কিনছেন, মানে ড্রাইভার। এক বাইকারোহী খোকা পাশ কাটিয়ে যাওয়ার সময় বলে গেল - "হেই! লোফারু!' ইনি মোবিলে-স্প্যানারে জ্বলে জানলা দিয়ে দু'লিটারি জলের বোতল হাতে তার গায়ে ঢালবে মনোবাসনায় জ্বালাময়ী তাড়া করলেন। তো সে স্পীড বাড়িয়ে ভোঁ-ভাঁ। এদিকে আমার স্টপ আসে। ইনি আমাকে নামতে রেডি দেখে স্পীড বাড়িয়ে সোওজ্জা পরের স্টপে। আমি পুরো হুব্বা! এটা কী হল! অভিমানে তিনি ছলোছলো চেয়ে বলেন, "নানু লোফার আল্ভা?' (আমি লোফার তাই না?)
ল্লেঃ।
kumudini | ১০ জুন ২০১১ ১৮:৫৪ | 122.160.159.184
অর্পণ,ব্যাংএর বাড়ীর কাছাকাছি কোন অর্থোপেডিক ডাক্তার/হসপিটাল নাই?
আর DEL VOSTRO 1015এই ল্যাপিটা কেমন হবে কইলে নাতো!!
sayan | ১০ জুন ২০১১ ১৮:৫১ | 115.242.144.46
এনি টাইম। দরকারে দিয়ে আসতেও পারি, সঠিক ইনটোনেশন সমেত। লাগবে? এখানেই দিতে শুরু করি, নাকি?
Arpan | ১০ জুন ২০১১ ১৮:৪৭ | 204.138.240.254
কানাড়া স্ল্যাং। কটা কানাড়া স্ল্যাং শেখা।
সঙ্কটকালে তোর দায়িত্ব ভুলিস না!
sayan | ১০ জুন ২০১১ ১৮:৪৫ | 115.242.144.46
পালভৌমিকোভা, মেইল চেকিও।
sayan | ১০ জুন ২০১১ ১৮:২৬ | 115.242.144.46
ওফ্ এত কিছু হয়ে গেছে! সকালে পেপারে খবরটা পড়েছিলাম। কিন্তু ব্যাঙদি'!!
বন্দী সমাদ্দার বেঁচে থাকলে আজ বড়ো খুশী হতেন ঃ-)
siki | ১০ জুন ২০১১ ১৬:৪৩ | 123.242.248.130
সোমবার ১৩ই জুন সন্ধ্যে ৭ঃ২২ মিনিট নাগাদ, আমাদের স্পেস স্টেশনকে আকাশে দেখা যাবে, দক্ষিণ-দক্ষিণপশ্চিম দিক থেকে উত্তর-উত্তরপূর্ব দিকে চলে যাবে অত্যন্ত উজ্জ্বল একটা তারার মত।
আমার এক আকাশপাগল বন্ধু এসেমেস পাঠালো।
siki | ১০ জুন ২০১১ ১৬:৩৮ | 123.242.248.130
মহাবিপ্লবী রণক্লান্ত ব্যাং সেই দিন হবে শান্ত যবে আকাশে বাতাসে বেড়াবে না ভেসে বগলে ঘামের গন্ধ ...
kumudini | ১০ জুন ২০১১ ১৬:২৮ | 122.160.159.184
গলা/হাত/ঘাড়/পিঠ-আক্রান্ত। বেচারা মৌলিনাথ এসব জানেন কিনা? ব্যাঙকে কোন নিরাপদ জায়গায় সরিয়ে ফেলে ভাল করে চিকিৎসা করা দরকার।
m | ১০ জুন ২০১১ ১৬:২১ | 117.194.32.94
ব্যাং, তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো।
M | ১০ জুন ২০১১ ১৬:১১ | 59.93.168.82
ব্যাঙ কাঁধ পিঠ ছাড়াও হাত জখম করেছে, হাওয়াতে ওর দরজার কাঁচ ভেঙে চুরচুর হয়েছে আর তা ব্যাথা নিয়ে পরিস্কার করতে গিয়ে হাত ফালা ফালা করেছে। আর গলায় কাঁটা নিয়ে ডাক্তারের কাছে গেছিলো, ডাক্তার প্রেসার মেপে ছেড়ে দিয়েছে, তাও অ্যাপেলোর ডাক্তার, তাই ক্ষেপে ডাক্তার বয়কট করে বসে আছে।এবার ক্ষেপীকে কে বোঝাবে বোঝাও।
til | ১০ জুন ২০১১ ১৫:৫৯ | 114.198.43.68
Ombudsman এর বাঙলা নেই, হিন্দী চলবে? লোকপাল।
kumudini | ১০ জুন ২০১১ ১৫:৩৩ | 122.160.159.184
ব্যাঙ নামটা বিচ্ছিরি-ভাল একটা নাম দিলেই হয়।
Ishan | ১০ জুন ২০১১ ১৫:২৬ | 122.248.183.1
বোঝো। কেউ ব্যাঙের আপডেট পেলে দিও।
Netai | ১০ জুন ২০১১ ১২:৫৭ | 121.241.98.225
ঃ)
Lama | ১০ জুন ২০১১ ১২:৫১ | 117.194.236.64
হুমম, বিক্কলেজ ১৯৯৩ (তারিখ মনে নেই)- সন্ধ্যেবেলা আমরা পুলকিত- আবাপর সাংবাদিক কি সহানুভূতির সঙ্গেই না আমাদের কথা শুনলেন। কাল সকালে সারা পৃথিবী জানবে আমাদের মতামত, সবাই সমর্থনে এগিয়ে আসবে।
হোস্টেলে পুলিশ ঢোকাটাই সবচেয়ে আপত্তিকর। প্রয়োজনে ছাড়াই। প্রিন্সিপালের অনুমতি ছাড়া এটা সম্ভব না। অনুমতি দেবার জন্য প্রিন্সিপাল সরোজ বোসের উপর নির্ভর করেছিল। এই ঘটনার ১-২ মাস আগে প্রিন্সিপাল কে ঘেরাও করা হয়েছিল। সরোজ বোসকেও ক্যালানো হয়েছিল উত্তাল। অন্য ইস্যুতে। সেই খুন্নস ই নিকলিয়েছিল সরোজ বোস। হোস্টেলে পুলিশ ঢুকিয়ে। এ ছাড়া এর অন্য কোনো এক্ষপ্ল্যানেশন নেই।
prateek | ১০ জুন ২০১১ ১২:৪৮ | 128.138.65.254
ব্যাঙ ডাক্তার দেখিয়ে নিন।।
dd | ১০ জুন ২০১১ ১২:২৫ | 124.247.203.12
ব্যাঙালুরে অমন বেশ কয়েকটা ঘটনা ঘটেছে, প্রোমোটার, বিবিএমপি আর বাসিন্দাদের নিয়ে। বাসিন্দারা সুবিধে করতে পারেন নি।
তারা চিটিংএর কেস করতে পারে প্রোমোটারের এগেইনস্টে যারা বাসিন্দাদের ভুল তথ্য দিয়ে বাড়ী বিক্রি করেছে কিন্তু বিবিএমপির সাঠে টক্কর দিয়ে আইনি পথে কোনো সুরাহা হয় নি।
ব্যাঙকে তাই কইছি খুব একটা দাপাদাপি কোরো না, মাতব্বরদের উপর ছেড়ে দেও যদি কোনো সমঝোতা সুত্র মেলে (মেইনলি থ্রু পলিটিকাল প্রেসার)।
siki | ১০ জুন ২০১১ ১২:১৪ | 123.242.248.130
নেতাই, ১৯৯৮তে একই ঘটনা ঘটেছিল। কনটেক্সট আলাদা ছিল। তবে সেবারে পুলিশ হস্টেল পর্যন্ত আসে নি।
Arpan | ১০ জুন ২০১১ ১২:১০ | 216.52.215.232
ওমবুডসম্যানের বাংলা কী?
Arpan | ১০ জুন ২০১১ ১১:৫৯ | 216.52.215.232
ব্যাঙের খবরাখবর শুনে একই সাথে প্রচণ্ড উদ্বিগ্ন আর গর্বিত হলাম।
ব্যাঙ আর রঞ্জনদা এই দুজনকে গুরুর অর্ডার অফ মেরিট অ্যাওয়ার্ড দেবার জানালাম।
prateek | ১০ জুন ২০১১ ১১:৫০ | 128.138.65.254
দেশে কেউ electric kitchen hob ইউস করেন? জানেন কি রকম বিল আসে
Netai | ১০ জুন ২০১১ ১১:৩৮ | 121.241.98.225
জলুতে একবার (২০০২ নাগাদ) পর্যাপ্ত শিক্ষক আর উপযুক্ত পরিকাঠামোর দাবীতে ছাত্র আন্দোলন হয়। কলেজ কর্তিপক্ষ জানায় তারা কিছু করতে অপারগ। এরপরে ছেলেরা রাস্তায় নেমে পড়ে দাবী দাওয়া নিয়ে। রাস্তা অবরোধের রাস্তাই বেছে নেওয়া হয়। নিতান্তই নিরীহ অবরোধ। পুলুশ ডান্ডা উঁচিয়ে এলেই ছত্রভঙ্গ হত ছাত্ররা। তেড়েও আসে তারা শেষমেশ। অনেককে তুলে নিয়ে যাওয়া হয় থানায়। ঘটনা এখানেই শেষ হলেই বলার কিছু ছিলনা। কিন্তু ঘটনাটা এখানেই শেষ হয় না। এরপরে ঢেলাঢেলি শুরু হলে টিয়ার গ্যাস চালানো হয়। তেড়ে আসা বুদ্ধবাবুর পুলুশ ঢুকে পড়ে ক্যাম্পাসের মধ্যে।। লাঠি পেটা করা হয় যথেচ্ছ। মেয়েরাও বাদ যায়নি ক্যাল খাওয়া থেকে। অবাক করে দিয়ে এর পরে পুলুশ ঢুকে পড়ে হোস্টেলের মধ্যে। দরজা ভেঙে ফেলে ক্যালানো হয় ছেলেদের। পরে হোস্টেলে ফিরে দেখেছি বারান্দায় ছেটানো রক্ত। যেন টেররিস্টদের সাথে লড়াই হয়েছে।
আরো কিছু অনুষঙ্গিক গল্প ছিল। থাক সেসব। আসলে বলতে চাইছিলাম সংবাদপত্রের ভুমিকার কথা। আমাদের অপরাধ ছিল আমরা কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় ছিলাম না। পরেরদিন সব পেপারে তাই মুলত পুলুশের বক্তব্যটুকু ছাপে। আমাদের গাড়ীর কাচ ভাঙা হয়েছে। আমাদের দিকে ঢিল ছোড়া হয়েছে। তাই পুলিশ বাধ্য হয়ে লাঠি চালায়। হোস্টেলে ঢোকা নিয়ে প্রশ্নই তোলেনি কেই। ছাত্রদের হয়ে বলার জন্যে পাওয়া যায়নি কাউকে।
dd | ১০ জুন ২০১১ ১০:৫৭ | 124.247.203.12
আর সবাই মিলে আলাদা করে করে ফোন করলে কানেও ব্যাথাও শুরু হবে। তাচ্চে পার্মিতা একাই ফোনি ও আর দিনের শেষে একটা বুলেটিন দিও।
dd | ১০ জুন ২০১১ ১০:৫৪ | 124.247.203.12
দ্যাখো ক্ষান্ডো। ব্যাঙের খবরে সত্তি মর্মাহত হলাম। আর ঘাড়ে ব্যাথাকে প্রশ্রয় দিও না। বড়োদের কথা শোনো আর ডাক্তার দ্যাখাও। ইমমেডিয়েটলি।
kumudini | ১০ জুন ২০১১ ১০:৩৮ | 122.160.159.184
ব্যাং,ডাক্তারের কাছে যাও সবচেয়ে আগে,নিজের শরীর ঠিক না থাকলে কোন লড়াইই লড়তে পারবে না।আর ক্যান্সার ইঃ অশুভ কথা নাই বা বললে! আজকের দৌড়োদৌড়ি? নিজের শরীর বুঝে করো।
ফোন করে বিরক্ত করলাম না,এখানেই লিখলাম।
Paramita | ১০ জুন ২০১১ ১০:৩১ | 202.3.120.9
ব্যাঙের সঙ্গে কথা হোলো - বেশ বাজে অবস্থা। আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।
siki | ১০ জুন ২০১১ ১০:২৮ | 123.242.248.130
< > মানে একটা হোয়াইটস্পেস। অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে যতগুলো দেবে, স্পেস তত বাড়তে থাকবে।
এইভাবে স্পেস দিতে হয়।
abastab | ১০ জুন ২০১১ ১০:২৭ | 61.95.189.252
বিতংস / বীতংস মানে পাখি বা হরিণ ধরার জাল ( সংসদ বাংলা অভিধান, ৬১১ নং পাতা)
arindam | ১০ জুন ২০১১ ১০:২২ | 14.139.193.50
প্রথম বাকয়ের পরে, দ্বিতীয় লাইনটা একটু সরিয়ে(কতটা সেটা পছন্দমতন)লিখতে গেলে ফান্ডাটা ঠিক কী?
siki | ১০ জুন ২০১১ ০৯:২১ | 123.242.248.130
অচিন্ত্য, ওই, ওউ এই ধরণের শব্দ লিখতে গেলে দুটো অক্ষরের মধ্যে একটা এসকেপ ক্যারেক্টার দিতে হয়। সেটা ব্লককোটও হতে পারে, অথবা গুরুর কলে টাইপ করলে ছাপা হয় না এমন কোনও অক্ষরও হতে পারে। যেমন ধরো f, v এগুলো টাইপ করলে গুরুর কলে কিছুই ছাপে না। এগুলোকেও এসকেপ ক্যারেক্টার হিসেবে ব্যবহার করা যেতে পারে। ovi লিখলেও ওই লিখবে, ofu লিখলে ওউ লিখবে, এই রকম।
আর এরা সিমি গারেওয়ালকে গারোয়াল কেন বলছে? পশ্শুদিনই মেরা নাম জোকারে সিমিকে দেখলাম, আর পুলকিত হলাম। সেই যে, সেই ... সেই ...
siki | ১০ জুন ২০১১ ০৯:১৭ | 123.242.248.130
ছবিগুলো দেখলাম। ব্যাঙের সঙ্গে কথাও হল। লড়াই বেশ লম্বা লড়তে হবে মনে হচ্ছে।
byaang | ১০ জুন ২০১১ ০৮:৫২ | 122.178.208.170
মিতাদি, দেখানো তো উচিৎই। কিন্তু আজকে অনেক দৌড়াদৌড়ি আছে। রাতে হয়তো যাব। আমাকে কিছু কন্নড় গালাগালি শিখিয়ে দেবে? আমি যেকটা জানতাম, কালকে সেগুলো দিয়েছি, কিন্তু বাঙালী উচ্চারণে সেগুলো দেওয়ায় লোকগুলো বুঝতেই পারল না। হাঁ করে তাকিয়ে বোঝার চেষ্টা করছিল, কী বলছি। ঃ-(
mita | ১০ জুন ২০১১ ০৮:৪৪ | 71.191.42.195
ব্যাং, ব্যাথা যে দিক গামী হোক না কেনো, ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত।
byaang | ১০ জুন ২০১১ ০৮:৩২ | 122.178.208.170
টিওআইয়ের যে সাংবাদিক এটা লিখেছেন, তার কাছে একটাই প্রশ্ন, তিনি বিবিএমপির অফিশিয়ালদের বক্তব্য অত গুরুত্ব দিয়ে লিখলেন, অথচ লেখার আগে বিবিএমপির থেকে ভাঙ্গার অর্ডারের কাগজপত্র দেখতে চাইলেন না কেন? যদি চাইতেন, তাহলে পরিষ্কার দেখতে পেতেন - ২০০৬এর রেলিঙ্কুইশমেন্ট ক্যান্সেল করার নির্দেশ আছে। এবং সেটা থাকা সত্বেও নিজেদের প্রোটেক্শানের জন্য পুলিশ এনে পুলিশ পাহারায় দাঁড়িয়ে এই কান্ড ঘটানো হল।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন