এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sayan | ১৫ জুন ২০১১ ২৩:৫৫ | 115.241.75.81
  • পূন্নিমের চাঁদ অবগুন্ঠিত, আধখেয়ো। তার ম্যাড়ম্যাড়ে মুখে জোলাপের দাগ সুস্পষ্ট। একটি স্মার্ট তারা স্কূপ দিলো, চাঁদের পেট গ্যাসে ঢিস্‌! মধ্যিখানে শুধু নিল্লজ্জ ঝরে যায় কদাকার বাঁদাকপিভরা সামোসা।
  • aka | ১৫ জুন ২০১১ ২৩:৪১ | 168.26.215.13
  • চন্দ্রগ্রহণ ব্যপারটা বোরিং।
  • siki | ১৫ জুন ২০১১ ২৩:৪০ | 122.162.75.192
  • http://www.ustream.tv/channel/saluran1

    চন্দ্রগ্রহণের স্ট্রিমিং দেখাচ্ছে এখানে।
  • Tim | ১৫ জুন ২০১১ ২৩:৩৬ | 198.82.22.189
  • ভুতো হলেই কি ভুতোকে চিনবে? আমার কাকুর এক বন্ধুর নামও ভুতো। ভুতো তারে চেনে না, আমি নিশ্চিত।
  • siki | ১৫ জুন ২০১১ ২১:৩৯ | 122.162.75.192
  • খোমাখাতায় হটাৎ করে একটা মেয়ের ছবি ভেসে উঠল, তার নাম শাওনি চৌধুরী ভূতো।

    আমাদের ভূতো কি একে চেনে?
  • Sibu | ১৫ জুন ২০১১ ২১:২২ | 74.125.57.33
  • ঃ))

    যাই, মিটিন আছে।
  • nk | ১৫ জুন ২০১১ ২১:১৯ | 151.141.84.194
  • আহা, তবে তো খুবই কষ্ট।
    তবে রন্টজেন আর আইনস্টাইনের কলেজের হোস্টেলের খাবার ভাবলে আপনার আর কষ্ট হবে না,ভাবুন সে বেচারারা কী খেত না খেত(তাবে জার্মানরা মনে হয় উদার খাবারের ব্যাপারে), রন্টজেন তো ঝটপট বিয়েই করে ফেল্লো লোপামুদ্রার হাতের ভালো ভালো রান্না খেতে পাবে বলে। ঃ-)
  • Sibu | ১৫ জুন ২০১১ ২১:১৫ | 74.125.57.33
  • না, পার্বতী সাথে নাই। তিনি লক্ষ্মী-সরস্বতীর খেদমত করছেন ঃ(।

    জুরিখে তো জার্মান রান্না। সেটা মোটামুটি ব্যাপার। ঐ শ্নিটজেল বলে একটা জিনিষ খেলাম। সেট হল ভীল কাটলেটের মত করে ভাজা। সে মন্দ নয়। কিন্তু আপিসের রান্না অখাইদ্য। আমাগো আপিসে অখাইদ্য রান্না এই প্রথম দেখলাম।

    আর হোটেলে আছি, রান্না করার কোন চান্স নাই।
  • nk | ১৫ জুন ২০১১ ২১:০৭ | 151.141.84.194
  • আরে শিবু আপনি বেড়াচ্ছেন, পার্বতী সাথে নাই??? জুরিখের খাবারদাবার কেমন? এদের রান্না কোন স্টাইলের? আইনস্টাইন কী খেতেন? রন্টজেন কী খেতেন? ওনাদের রান্না করতো কারা????
  • Bratin | ১৫ জুন ২০১১ ২১:০৬ | 117.194.101.52
  • তার চেয়ে নিজের কুকিং স্কিল টা একটু ঝালিয়ে নাও না বাপু।( মানে যদি সুযোগ থাকে!!)
    ঃ-))
  • Sibu | ১৫ জুন ২০১১ ২১:০৩ | 74.125.57.33
  • নাঃ, চাইব না ঠিক করেছি। আজকে আকাশবৃত্তি। আপনি থেকে যা জোটে ঃ)।
  • Paramita | ১৫ জুন ২০১১ ২১:০১ | 202.3.120.9
  • আজকে লাঞ্চ করতে করতে ডিডিদাদার কথা মনে হচ্ছিল। খাচ্ছিলাম গোটা গোলমরিচ সমৃদ্ধ খিচুড়ি। ওরফে পোঙ্গাল।
  • nk | ১৫ জুন ২০১১ ২০:৩৯ | 151.141.84.194
  • অন্নপূর্ণা কি রান্না করা দেন নাই? ক্যালেন্ডারের ছবিতে আমি তো দেখেছিলাম অন্নপূর্ণা সিংহাসনে বসে অক্ষয় অমৃতপাত্র থেকে হাতায় করে পায়েস দিচ্ছেন শিবের থালায়। আপনি নাহয় খিচুড়ী আর ভাজা ইলিশ নিলেন! ঃ-)
  • Sibu | ১৫ জুন ২০১১ ২০:২৯ | 74.125.57.33
  • এখন ভিক্ষে করে এনে রান্না করতে পারব না। আমি এখন রাস্তার ধারে চুপ করে বসব। হাতে প্ল্যাকার্ড নিয়ে - খিচুড়ী আর ইলিশ মাছ ভাজা ভিক্ষে চাই।
  • nk | ১৫ জুন ২০১১ ২০:২৫ | 151.141.84.191
  • অন্নপূর্ণার দুয়ারে যান তবে।
  • Sibu | ১৫ জুন ২০১১ ২০:২৩ | 74.125.57.33
  • শসার পুর দেওয়া সিঙারা আমি খাবই না। ভিখিরী বলে কি মানুষ না?
  • nk | ১৫ জুন ২০১১ ২০:২০ | 151.141.84.191
  • শিবু হে, আপনাকে শশার পুর দেওয়া সিঙারা খাওয়ালে না জানি কী করবেন। হয়তো গরম সেই সিঙারাই ছুঁড়ে মারলেন তাক করে! ঃ-)
  • Sibu | ১৫ জুন ২০১১ ২০:১৬ | 74.125.57.33
  • আমার এক বস ছেল। সে মিটিনে ঘুম পেলে কইতো এ বিষয়ে আমি না ভেবে কিচু কইতে পারবো না। এই বলে সে ভাবতে নিজের ঘরে চলে যেত।
  • dd | ১৫ জুন ২০১১ ২০:১৪ | 122.165.62.104
  • ছুটি ছুটি ছুটি
  • dd | ১৫ জুন ২০১১ ১৯:৪০ | 122.165.62.104
  • আর আমার এখন সিরিয়াসলি ঘুম পাচ্ছে। কতোক্ষন উৎসাহী মুখ করে চোখ গোল্গোল করে বসে থাকতে পারবো,জানি নে জানি নে জানি নে।
  • dd | ১৫ জুন ২০১১ ১৯:২৯ | 122.165.62.104
  • হালুম হুলুম করে সামোসা খেলাম, নইলে কিরিম বিস্কুট খেতে হতো।
    শরীলটাকে তো রাখতে হবে? নইলে মন দিয়ে মিটিন' করবো ক্যামনে?
  • Sibu | ১৫ জুন ২০১১ ১৯:১৬ | 74.125.57.33
  • সামোসা খেলেন - মাই কনডোলেনসেস। ওর চেয়ে শসা দিয়ে টিফিন করা ভাল। হয় সিঙ্গারা নয় শসা। এর মাঝে কিছু নাই।
  • dd | ১৫ জুন ২০১১ ১৯:১৪ | 122.165.62.104
  • সিংআরা হেথায় কোথায়? মান্দ্রাজে?
    ও তো সামোসা। ভালই ছিলো।

    আমার পেজেন্টেশেন তো হয়ে গ্যাছে, লাঞ্চের পরেই ছিলো। একটু ঘুমিয়ে পরেছিলাম। এখন খেয়াল হলো।
  • nk | ১৫ জুন ২০১১ ১৯:০৯ | 151.141.84.194
  • সিঙারা ভালো ছিলো? ঠিকমতো ঝাল ছিলো? ঃ-)
  • nk | ১৫ জুন ২০১১ ১৯:০৮ | 151.141.84.194
  • এই এত এত ঘন্টায় তবে কাদের পেজেন্টেশন হলো????
  • dd | ১৫ জুন ২০১১ ১৯:০৫ | 122.165.62.104
  • ইম্পসিবল। আমার পেজেন্টেশন বাকী রয়েছে না?
    তাছাড়া এক্ষুনি পার হেড দুটো করে ফুটন্ত সিঙারা দিয়ে গেলো।

    তব্বে?
  • kumudini | ১৫ জুন ২০১১ ১৯:০২ | 122.160.159.184
  • খারাবই যখন তখন আর বসে থেকে কী লাভ।বরম আস্তে আস্তে উঠে বাড়ীর দিকে গেলে হয়!
  • dd | ১৫ জুন ২০১১ ১৮:৫৯ | 122.165.62.104
  • সিচুয়েশন ফাটাফাটি রকমের খারাব। উনি কইছেন।
    তবে পরের মাসের চেয়ে অনেক ভালো।
  • nk | ১৫ জুন ২০১১ ১৮:৫১ | 151.141.84.194
  • সেই ব্যানানা রোল? রুটি দিয়ে কলা মুড়ে ? যা খেয়ে ডিডি কইতেন আমনাদের কল্যাণ হোক????? ঃ-)
  • dd | ১৫ জুন ২০১১ ১৮:৫০ | 122.165.62.104
  • এই এক পেটমোটা গুঁপো লোক এলো কপালে তিলক সেঁটে, আমাদেরকে ফিনান্সিয়াল পিকচার বুঝিয়েই ছাড়বেন।

    দয়ামায়া নেই। এরা বড়ো নিষ্ঠুর হয়।
  • dd | ১৫ জুন ২০১১ ১৮:৪৫ | 122.165.62.104
  • না, থালা থালা বিস্কুট দিয়ে যায়।

    কোনো মানে হয়?
  • dd | ১৫ জুন ২০১১ ১৮:৪২ | 122.165.62.104
  • এক কাপ কফিও কেউ দেয় না।

    লুরুতে যে কোং'এ কাজ কত্তেম তারা মিটিন' বেশীক্ষন গড়ালে অবশ্যি মদ টদ খেয়ে ফ্রেশ হয়ে বাড়ীতে ফিরতো। ঐতিহ্য।

    হেথায় সেরম কিসু নেই।
  • kumudini | ১৫ জুন ২০১১ ১৮:৩৯ | 122.160.159.184
  • চাগরী!!
    সামান্য চাগরীর লগে ক্ষী না ক্ষী করতে হয়!!
  • Netai | ১৫ জুন ২০১১ ১৮:৩৭ | 115.113.221.26
  • 'রে রে গদা দরিন্দম
    মোর সাথরো তু লড়ি করিবু!!!'
    রেগে রি রি করে উঠলো ডিডিদা-
    'তোর মুন্ডু কাটিকি রখি দেমি তোর ঝিয়র কতরো।'
  • dd | ১৫ জুন ২০১১ ১৮:৩০ | 122.165.62.104
  • ভাবতে পারেন সেই ভোর সাড়ে নটা থেকে মিটিন' শুরু হয়েছে,নয় ঘন্টা হয়ে গ্যালো, এখনো চলছে।

    মাঝে শুধু চা আর এক হতোকুচ্ছিত লাঞ্চ। কি একটা ইডলি দিলো এক বাটী ঝোলের মধ্যে চুবিয়ে,কার্ড রাইসের সাথে সেটা খেয়ে লোকেরা পরম পরিতৃপ্তির ধেঁকুর তুলে টুলে একশা।

    রাগে কাঁপতে থাকি।
  • Netai | ১৫ জুন ২০১১ ১৮:২৬ | 115.113.221.26
  • হে ভগমান।
  • aka | ১৫ জুন ২০১১ ১৮:২২ | 168.26.215.13
  • হোয়েন আই গো টু কোলকাতা আই স্টার্ভ ফর ফ্রেশ স্যালাদ, ফুডস আর সো স্পাইসি অ্যান্ড হট দেয়ার।
  • de | ১৫ জুন ২০১১ ১৮:০৯ | 59.163.30.2
  • নীতু নামটা কিন্তু দারুণ দিয়েছে মিঠু :)) --
  • Netai | ১৫ জুন ২০১১ ১৮:০৭ | 115.113.221.26
  • শিং নেই তবু নাম তার নীতু সিং।
  • dukhe | ১৫ জুন ২০১১ ১৮:০০ | 122.160.114.85
  • নীতু একজন সিং ছিলেন ।
  • Netai | ১৫ জুন ২০১১ ১৭:৫৬ | 115.113.221.26
  • এইওওওও
    নীতুটা কোনটা!!!
    আমার খপোর বলতে পারি। অনেক আগেই ফিরেছি। আজ মাত্র এক ঘন্টা ঘুরঘুর করেছি।
  • de | ১৫ জুন ২০১১ ১৭:৫০ | 59.163.30.3
  • নীতু কি এই ফিরলো টী ব্রেক থেকে?
  • Netai | ১৫ জুন ২০১১ ১৭:৪৭ | 115.113.221.26
  • কুমুদির করুন অবস্থাটা কেমন শুনি?
    শ্বশুরবাড়ী থেকে উঠতে বসতে খোঁটা দিচ্ছে?
  • kumudini | ১৫ জুন ২০১১ ১৭:১৭ | 122.160.159.184
  • সত্য সেলুকাস- ইত্যাদি।
    ব্রতীন,তিলস্যার-তোমরা/আপনারা তো ছেলেমানুষ,চালাতে শিখে নাও/নিন।
    নইলে আমার মতো করুণ অবস্থা হবে।
  • til | ১৫ জুন ২০১১ ১৭:১৬ | 124.149.32.135
  • শেষ ডিযিট জিরো? আমি ভাই অঙ্কে কাঁচা, কতবার বলবো।
    তবে হ্যাঁ একটি বাচ্চা মতন মেয়ের গলা পেয়ে ঘাবড়ে গেছিলাম।
  • til | ১৫ জুন ২০১১ ১৭:১২ | 124.149.32.135
  • কুমুবেন, আমি ও আপনের দলে, শুদু অটো (মেটিক) চালাতে জানি। অটো চালানো? সে তো বাচ্চারাও পারে!
  • de | ১৫ জুন ২০১১ ১৭:১০ | 59.163.30.2
  • আবার কবে ফোং কল্লেন? সেই যে গতমাসে কলকাতায় গেলাম, তখন? সে তো বাজারে গেছিলাম -- গাঁক গাঁক করে "পাগলা হাওয়ায়" বাজি্‌ছলো, সাথে সমস্ত রকম চলমান বস্তুর হর্নের আওয়াজ, শুনতেই তো পেলাম না! এবার থেকে ফোং কল্লে, শেষ ডিজিট টা জিরো দিয়ে করে দেখবেন, সে ভদ্রলোক বেশ মনোযোগী ফোনগ্রাহক -- যাবতীয় আওয়াজের মধ্যে থেকেও ঠিক কে ফোন করেছে ধরতে পারে :))
  • Bratin | ১৫ জুন ২০১১ ১৬:৫০ | 122.248.183.1
  • না না আমিও আছি । ঃ-))
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত